DIY-মা ছেলের চিত্র অংকন (১০%লাজুক খ্যাকের জন্য)‌

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশাকরি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেকদিন পর আজকে আমি ছবি আঁকার চেষ্টা করেছি। প্রথমে কি নিয়ে আঁকবো তা ভেবে পাচ্ছিলাম না, তারপর আমি আমার মোবাইলের গ্যালারিতে প্রবেশ করে সেখানে আমি একটি ছবি দেখতে পাই যে ছবিটি ছিল আমার মার সাথে উঠানো একটি ছবি তাই ভাবলাম দেখি চেষ্টা করে কতোটুকু পারি ।তারপর ছবি আঁকা শুরু করলাম হয়তো খুব একটা ভাল হয়নি তবে চেষ্টা অব্যাহত রাখলাম।

এখন আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ ছবি আঁকার ধাপগুলো

উপকরণ

IMG_20211208_202249.jpg

প্রথমে মুখের আকৃতি দেওয়ার চেষ্টা করে
IMG20211208202749.jpg

তারপর চুল এবং কানের আকৃতি দেই
IMG20211208202907.jpg

এবার চোখ, মুখ, এবং নাকের আকৃতি দেই
IMG_20211208_204243.jpg

এই পর্যায়ে আমার দেহের পাঞ্জাবি আঁকানোর চেষ্টা করি
IMG20211208204409.jpg

তারপর আমি আমার হাতের একটি আকৃতি দেই
IMG20211208204534.jpg

এখন আমার মা এর মুখের আকৃতি দেওয়ার চেষ্টা করি
IMG20211208204813.jpg

তারপর আমার মার শাড়ি কাপড়ের আকৃতি দেওয়ার চেষ্টা করে
IMG20211208204920.jpg

এবার তার চোখ, নাক এবং মুখের আকৃতি আঁকায়
IMG20211208205143.jpg

এই ধাপে আমি আমার চুল দাড়ি পেন্সিল দিয়ে কাল করে নেই
IMG20211208205735.jpg

এই ধাপে আমি আমার পাঞ্জাবীর কালার করে
IMG20211208210449.jpg

IMG20211208210635.jpg

IMG20211208210831.jpg

এখন আমার পাশে থাকা আমার মায়ের শাড়ি কাপড়ের রং করার চেষ্টা করি
IMG20211208211140.jpg

IMG20211208211259.jpg

IMG20211208211449.jpg

এভাবেই আমার মার সাথে উঠা ছবি থেকে কাগজ পেন্সিলে আকার চেষ্টা করি

IMG20211208211723.jpg

IMG_20190812_081123.jpg

ধন্যবাদ সবাইকে

আমার বাংলা ব্লগ.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ও আপনার মায়ের ছবিটা সত্যিই একদম দেখার মত হয়েছে একদম আপনাদের মতোই লাগছে। এভাবে আরো সুন্দর ও বাস্তবতার চিত্র আমাদের সাথে তুলে ধরুন। এ ধরনের অংকন সত্যিই অনেক মায়াকারা হয় । আপনার ও আপনার মায়ের বন্ধন অটুট থাকুক এই প্রার্থণা করি।

ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য

বাহ আপনি খুব সুন্দর আর্ট করেছেন। আপনার নিজের ছবি দেখে আপনি মা ও ছেলের ছবিটা আর্ট করেছেন এটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বাস্তব ছবির সঙ্গে অনেকটা মিল আছে। প্রতিটি ধাপ খুব চমৎকারভাবে তুলে ধরেছেন, যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য

আপনার আর্টটি সুন্দর হয়েছে, আপনার ও আপনার মায়ের জন্য সব সময় দোয়া থাকবে।
তবে ভাইয়া আমি আপনাকে কিছু সাজেশন দিতে চাই
তা হচ্ছে, আপনি যখন ধাপগুলো লিখছেন তখন
ধাপ ১, ধাপ ২ এইভাবে করে ধাপগুলো লিখবেন। পোষ্টের প্রথম ছবি দিবেন আপনার ফাইনাল কাজের ছবিটি। যাতে সবাই প্রথমে আপনার আসল কাজটি দেখতে পারে এবং এর পরে ধাপ গুলো দেখতে পারে।আর পোস্টে লোকেশন এবং ছবি তোলার ডিভাইস এর ব্যাপারটি উল্লেখ্য করবেন।
ধন্যবাদ আপনাকে।

আচ্ছা আপু

মা ছেলে চিত্র অংকনটি খুবই সুন্দর হয়েছে। আপনার চিত্র অংকন দক্ষতা দেখে আমি মুগ্ধ। তবে আপনাকে একটা কথা বলব সেটি হল আপনি যে শেষের ধাপে চিত্র অঙ্কন করেছেন। এই শেষের ধাপে চিত্র কোনটি প্রথমে দিবেন তাহলে আরো সৌন্দর্য বাড়বে।

ধন্যবাদ ভাই এরপর থেকে প্রথমেই দিব