"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -০৫ ( স্ট্রীটফুড রিভিউ প্রতিযোগিতা ) 21-08-2021

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই। আশা করছি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি।



6ae14ed7.jpg
আজকে আমি আমার বাংলা ব্লগ এ @rex-sumon ভাইয়ের অধীনে প্রতিযোগিতা -০৫ অংশ গ্রহণ করতে যাচ্ছি। প্রতিযোগিতার বিষয় হলো স্ট্রীটফুড রিভিউ নিয়ে নিয়ে আলোচনা করবো। আজকের স্ট্রীটফুড হলো ছোলা মাখানো।



খাবারের সাথে নিজের ছবি

IMG_20210821_192207.jpg
স্ট্রীটফুড রিভিউ প্রতিযোগিতার মাধ্যমে আমি অনেক দিন পর স্ট্রীটফুড খেতে পারলাম। তাই আমি ধন্যবাদ জানাচ্ছি এমন একটা সুন্দর বিষয় নিয়ে প্রতিযোগিতার নেওয়ার জন্য। আমি প্রাই ১ বছর পর স্ট্রীটফুড খাচ্ছি। আমি যখন লেখা পড়ার জন্য কুষ্টিয়া ছিলাম তখন স্ট্রীটফুড প্রাই খেতাম। তখন স্ট্রীটফুড মধ্যে ৩ টা খাবার খুব পছন্দের ছিলো(ছুলা মাখানো , মাখানো চিকেন চপ, লেবুর সরবত)



দোকানে ছবি

IMG_20210821_191746.jpg

আজ আনুমানিক ৭ঃ১০ সময় আমি আর বিয়াই স্ট্রীটফুড খাওয়া জন্য রওনা দিলাম। ১০ মিনিট পরে আমরা গাংনীতে পৌছালাম। পৌছে দেখি অনেক দোকান খোলা প্রথমে পুরো বাজার ঘুরে দেখলাম দেখতে দেখতে হঠাৎ ছোলার দুকানের দিকে চোখ পড়লো আমি আর বিয়াই মন স্থির করে ফেললাম ছোলা খাবো আর আজকে প্রতিযোগিতা ৫ এ আপনাদের সাথে শেয়ার করবো।



স্ট্রীটফুড যে কারণে আমার পছন্দ

IMG_20210821_191812.jpg

স্ট্রীটফুড আমার খুব পছন্দের খাবার। পছন্দ হওয়ার মুল কারন হলো আমি মধ্যবৃত্ত পরিবারের ছেলে আর কোন চাকরি না করাতে বড় বড় রেস্তোরাঁয় গিয়ে খাওয়ার মতো সামর্থ নেই যেখানে অনেক টাকার প্রয়োজন হয়। আর স্ট্রীটফুড খুব কম দাম মানসম্মত আর গ্রাম শহরে সব জাইগাতে পাওয়া যাই। যার কারণে স্ট্রীটফুড আমার কাছে খুব প্রিয়।





ছোলা মাখানো ছবি এবং বিবরণ

IMG_20210821_192216.jpg
ছোলা মাখানো অধিকাংশ মানুষ খুব পছন্দ করেন আর আমার খুব প্রিয় খাবার। ছোলা মাখানো অনেক সহজ। প্রথমে ছোলা ভিজিয়ে রাখতে হবে তারপর রান্না করতে হবে। ভেজানো ছোলা একটা ড্রামে রেখে তার ভিতর আদা রসুন মসলা দিয়ে তৈরি করা মসলা ঝাল পেয়াজ চানাচুর আর লেবু দিয়ে ভালো করে মেসালে হয়ে যাবে খোলা মাখানো। এই খাবার টা স্ট্রীটফুডের মধ্যে খুব জনপ্রিয় হয়াতে সব জাইগাতে পাওয়া যাই। দামে খুব কম ১০০ গ্রামের দাম ১০ টাকা। এই ছোলাটি সরিলের জন্য খুব উপকারী একটা খাবার কারন এই খাবারে অনেক শক্তি আর ভারি খাবার। অনেক সময় মনে হয় মুখের ভিতর কেমন কেমন লাগছে এই খাবার টা খেলে মুখে অনেক রুচি আসে। আর এই খাবারে একটু বেশি ঝাল আর লেবু দিলে অনেক ভালো লাগে খেতে।



IMG_20210821_192534.jpg



স্ট্রীটফুড আমার খুব পছন্দের। আমি স্ট্রীটফুড খেতে খুব পছন্দ করি। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রতিযোগিতার জন্য।

ধন্যবাদ সবাইকে



cc:-
@rme
@amerbanglablog
@rex-sumon
99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY3VVxYro9QwSgYBVma2r6zMsUCfiScNG3aceJ1PNdabrBYVxvV9UcUsf85FyULtJ9cFP8hHoivRJNEz2dc5Wn.png

সমাপ্ত

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাংলাদেশের প্রায় সব জায়গায় ছোলা পাওয়া যায় এই ছোলা মাখা সত্যিই অনেক মজাদার এবং স্ট্রিটফুড গুলোর মধ্যে শ্রেষ্ঠ খাবার বলে আমি মনে করি আপনার জন্য অনেক শুভকামনা রইল ধন্যবাদ

ধন্যবাদ ভাইয়া।

শুভ কামনা ভাই।

ধন্যবাদ ভাই

আমি মধ্যবৃত্ত পরিবারের ছেলে আর কোন চাকরি না করাতে বড় বড় রেস্তোরাঁয় গিয়ে খাওয়ার মতো সামর্থ নেই যেখানে অনেক টাকার প্রয়োজন হয়। আর স্ট্রীটফুড খুব কম দাম মানসম্মত আর গ্রাম শহরে সব জাইগাতে পাওয়া যাই। যার কারণে স্ট্রীটফুড আমার কাছে খুব প্রিয়।

আর এ কারণে আমারো স্ট্রিট ফুড অনেক পছন্দের।

ধন্যবাদ ভাই

  ·  3 years ago (edited)

@sagor1233 vai একদম ঠিক কথা বলেছেন ভাই। সহমত পোষণ করি।

জি ভাই এটাই বাস্তবতা

ছোলা ভাজা খেতে আমার অনেক ভালো লাগে। আমাদের এলাকায় এমন ছোলা ভাজা পাওয়া যায় যা সত্যি অসাধারণ আপনি অনেক ভালোভাবে সুন্দর করে পোস্ট করেছেন আপনার জন্য অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ ভাই

বুট বা ছোলা খুবই পুষ্টিসমৃদ্ধ একটি খাবার।ঝাল ঝাল খেতেও অনেক মজা।ধন্যবাদ ভাই।

ধন্যবাদ ভাই

হাই স্কুলে যখন পড়াশুনা করতান তখন টিফিন টাইমে এভাবে সোলা এবং ভাজা দিয়ে মাখানো কিনে খেতাম। খেতে বেশ মজা লাগে। আপনার পোষ্টটা সুন্দর হয়েছে। শুভ কামনা রইল।

ধন্যবাদ ভাই

আমার খুব প্রিয় একটা খাবার ।দেখে খুব খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর হয়েছে আপনার পোস্ট টি। খাওয়ার দৃশ্য টি আমার কাছে বেশ দারুন লেগেছে। অনেক শুভেচ্ছা রইলো

ধন্যবাদ ভাইয়া

ছোলা মাখা মুড়ি মাখা এগুলো আমার খুব প্রিয় খাবার ধন্যবাদ আপনার পোস্টে অনেক সুন্দর হয়েছে

ধন্যবাদ আপু