@rjnasim001
#amarbanglablog
দেশঃ বাংলাদেশ
হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ পরিবার। আমি @rjnasim001 বাংলাদেশ থেকে বলছি।আমি আমার বাংলা ব্লগের সদস্য।
ছবিটি কেনভা দিয়ে তৈরি করা হয়েছে
আসলামু আলাইকুম আমার বাংলা ব্লগ পরিবারের বন্ধু গন আশা করি আপনারা ভালো আছেন । আপনাদের দোয়ায় আর আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি মজাদার একটা মূহুর্ত নিয়ে। গতকাল আমারা মালাই চা খেতে গিয়েছিলাম। আর আজকে আমি আমার পস্টের মাধ্যমে শেয়ার করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক।
প্রিয় বন্ধু গন, গতকাল ডিউটি শেষ করে রুমে এসেছি সাতটার দিকে। রুমে এসে গোসল করে রাতের খাবার খেয়ে অফিসের সবাই বল্লো মালাই চা খেতে যাবে। আর আমি কোন কিছু না ভেবে বের হয়ে গেলাম সবার সাথে।মালাই চা নাম শুনে এই চায়ের উপর একটু ইন্টারেস্টিং হলাম। মালাই চা এর আগে কখনো খাওয়া হয় নি। বলতে গেলে চা আমি খুব কম খাই। মাসের প্রাই শেষ দিকে যেই কারনে ডিউটির চাপ একটু বেশি। আমরা আনুমানিক ৮ঃ৩০ দিকে রুম থেকে বের হয়ে গেলাম। দুইটি মোটরসাইকেল নিয়ে ৬ জন রওনা দিলাম। ১০ মিনিটের মধ্যে রূপপুর পৌছে গেলাম।
দোকানটি রূপপুর ৪ রাস্তার মোড় থেকে দাশড়িয়া রোডের ১০০ কদম গিয়ে ডান হাতে Hot n Fresh রেস্তোরাঁর সামনে। ছোট এই কাঠের দোকানে চা বিস্কুট আর অল্প সংখ্যক কিছু খাবার পাওয়া যাই। এই দোকানে যারা ক্রয় করেন তাদের বসার জন্য ৩টি কাঠের বেঞ্চ আর মাথার উপরে টিনের ছাউনি।
আমি আগে থেকেই একটা চিন্তা করে রেখেছিলা একটা ভিডিও করে নিবো আর কিছু ছবি সংগ্রহ করবো যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। দোকানে পৌছাইয়ে দেখি দোকান খোলা আছে কিন্তু দোকান আলা মামা নেই। আমরা অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পরে দেখি আসলো। আমি দোকানের এদিক ওদিক খুজতে থাকলাম কিন্তু দোকানের নাম খুজে পেলাম না। দোকান আলা মামার সাথে কথা বললাম মামা আমাদের সাথে খুব ফ্রি হয়ে কথা বলতে লাগলো। মামার নাম মাহফুজ হাসান।
চায়ের অর্ডার দেওয়ার পরে আমি মনে মনে ভাবতেছি পুরো প্রসেস টা আমি ভিডিও ধারন করবো। মনের মধ্যে ভয় নিয়ে মামাকে বললাম কিন্তু মামা রাজি হয়ে গেলো। আমি তখন আনন্দে গদগদ। আমি ভিডিও করতে থাকি এবং অন্য জনকে বলি কিছু ছবি তুলতে।
প্রথমেই একটা কাপের মধ্যে এক চামচ করে দুধের সর সর দিয়ে দিলো। দুধের এই সর কিভাবে বানানো হয় এই সম্পর্কে জানতে চাইলে আমাদের জানানো হলো। গরুর দুধ চিনি আর কিছু মসালার উপাদান দিয়ে যতক্ষন সর না বসে জাল দেওয়া হয়। তবে কোন পানি দেওয়া হয় না। এরপর দুধের চা ডাবল হিট দিয়ে কাপে দেওয়া হলো এবং পরান মতো চিনি দেওয়া হলো।
</dirDL
দলবেঁধে এমন ভাবে চা খেতে যাওয়াটা আমি অনেক উপভোগ করেছি। আর চা টাও খুব ভালো ছিলো। এমন ভাবে চা খেতে যাওয়ার মুহুর্ত যদি কেউ উপভোগ করে থাকেন তাহলে কমমেন্ট মধ্যে জানাবেন।
ডিভাইসের নাম | Vivo |
---|---|
মডেল | Y20 |
ফটোগ্রাফার | @rjnasim001 |
ক্যাটাগরি | ভিডিওগ্রাফি |
লোকেশন | রূপপুর,ঈশ্বরদী,পাবনা। |
আমি মোঃ নাসিম আহম্মেদ। আমার স্টিমেট আইডির নাম @rjnasim001। বাংলাদেশের মেহেরপুর জেলার গাংনী থানার প্রকৃতির রূপে সাজানো জুগীরগোফা গ্রামে আমার বসবাস।। আমি অনার্স লেখাপড়া করছি। লেখাপড়ার পাশাপাশি একটা কম্পানিতে চাকরি করি। নতুন নতুন কিছু শিখতে জানতে অনেক ভালো লাগে।নিজের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে লিখতে ভালোবাসি। প্রকৃতিকে খুব ভালোবাসি তাই সময় পেলে নতুন কিছু জানা ও উপভোগ করার জন্য ভ্রমণ করি এবং ছবি আঁকি।
১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Tweet Link
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ স্পেশাল মালাই চা খাওয়ার অনুভূতি চমৎকার ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ভিডিওগ্রাফির মাধ্যমে স্পেশাল মালাই চা বানানো দেখে খুব ভালো লাগলো। দেখি বোঝা যাচ্ছে বেশ মজাদার চা বানিয়েছে। চা খাওয়ার অনুভূতি সত্যি বেশি দুর্দান্ত। আসলে এই ধরনের চা খেতে খুবই ভালো লাগে। এত চমৎকার ভিডিওগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আমার পোস্ট ভিজিট করে আপনার বিশেষ মন্তব্য প্রকাশ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই ভালো লাগল স্পেশাল মালাই চা এর ভিডিওগ্রাফি প্রকাশ করে দেখানোর জন্য৷ আমি যখন এই চা পান করেছিলাম শুধুমাত্র দোকানদার আমাকে চা এনে দিয়েছিল৷ কিন্তু আজকে আপনার প্রকাশিত এই ভিডিওগ্রাফির মধ্যে জানতে পারলাম এটা কিভাবে তৈরি করতে হয়৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনারা ৬ জন বন্ধু মিলে মালাই চা খেতে গিয়েছিলেন জানতে পেরে বেশ ভালো লাগলো। আসলে বন্ধুরা মিলে যেকোনো জিনিস যদি একসাথে করা যায় এমনিতেই বেশ ভালো লাগে। আসলে ভাই এই মালাই চা আমিও বেশ অনেকবার খেয়েছি বেশ সুস্বাদু খেতে। এত সুন্দর ভাবে ভিডিও আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো দেখছি ভাইয়া এই চার সাথে অনেক আগের থেকেই পরিচিত। ধন্যবাদ ভাইয়া আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজ আমি আপনার পোস্ট দেখে নতুন কিছু শিখতে পারলাম। বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই চা তৈরীর কৌশল দেখে। খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন কিভাবে সম্পন্ন টা তৈরি করার কৌশল। অনেক সুন্দরভাবে আপনি চা তৈরি করে আমাদের মাঝে দেখিয়েছেন আশা করি অনেক ভাল লেগেছে সকলের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার পোস্ট দেখে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। জানতে পেরে খুব খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া আমার পোস্ট ভিজিট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit