Copyright-free Image source : pixabay
কবিতা "কষ্ট"
💘
♡ ♥💕❤
তুমি কি পারো উপলব্ধি করতে,
আমার ভেতরের কষ্টগুলো?
তুমি কি পারো অনুভব করতে,
হৃদয়ের কোণে চাপা ব্যথাগুলো?
দিনরাত শুধু তোমায় ভাবি,
তুমি ছাড়া নেইতো কিছু।
শুধু সুযোগ খুঁজি কখন পাবো একটু তোমায়,
কখন পাবো নিবিড় করে কাছে তোমায় ?
শত কাজ ফেলে যখন এলাম তোমারি দ্বারে,
অভিমানে ঠেলে দিলে দূরে, বহু দূরে।
কষ্ট নিয়ে এলাম ফিরে।
কষ্ট যে আমার চির সাথী,
থাকবে চিরকাল, যতদিন রইব আমি।
কষ্ট পেতে ভালবাসি,
তাই বারবার তোমারি কাছে আসি।
যত কষ্টই তুমি দাও না কেন,
ফেলে যাবো না গো তোমায় আমি।
তুমি আমাকে বুঝলে না,
আর বুঝবেও না কোনোদিনও ।
এটাই বুঝলাম আমি যে,
আমি আসলে সেই একাই রয়ে গিয়েছি ।
একা, ভীষণই একা এখন আমি ।
♡ ♥💕❤
পরিশিষ্ট
প্রতিদিন ২২৫ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৫ম দিন (225 TRX daily for 7 consecutive days :: DAY 05)
সময়সীমা : ২১ অগাস্ট ২০২২ থেকে ২৭ আগস্ট ২০২২ পর্যন্ত
তারিখ : ২৫ আগস্ট ২০২২
টাস্ক ৪০ : ২২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
২২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : d6f3929a8591782be18fabf4e3c6367d43cea5802f8053486ee14c063022d8d7
টাস্ক ৪০ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
কষ্ট শুধুই নিজের। নিজের কষ্টগুলো কখনো অন্য কেউ বুঝতে চায়না। কারণ নিজের জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছে গুলো যেমন কেউ পূর্ণ করার দায়িত্ব নেয়না তেমনি কষ্ট গুলোও অনুভব করতেও কেউ চায় না। দারুন একটি কবিতা লিখে আমাদের মাঝে উপহার দিয়েছেন দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হয়তো তোমার উপলব্ধি অন্য কিছু ঘিরে
হয়তো তোমার হৃদয়ে অন্য কিছু জাগ্রত থাকে
তাইতো আমি আজ তোমায় ছাড়া নিঃসঙ্গ
তাইতো আজ আবেগগুলো ব্যথায় নীলকণ্ঠ।
হয়তো সেটা রঙিন হতো, যদি তুমি তা অনুভব করতে
হয়তো সেটা পাল্টে যেতো, যদি তুমি কাছে টানতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার এই কবিতায় নিঃস্বার্থ ভালোবাসার এক আভাস পেলাম। ভালোবাসার সব চাওয়া পাওয়া একই কবিতার মধ্যে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে দাদা আপনার সুস্বাস্থ্য কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://play.acast.com/s/63075d1e05e3ef00162bc8e2
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একাকীত্ব দূর হোক , প্রশান্তির বন্যা নেমে আসুক হৃদয়ে , এমনটাই প্রত্যাশা ব্যক্ত করি বারবার।
ভালোবাসা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিকারের ভালোবাসা তো এমনই হয়। শত অবহেলার পরেও বারবার কাছে যেতে মন চায়। খুব ভালো লাগলো আজকের কবিতাটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় মানুষের অবহেলার মত কষ্ট আর কিছুতে নেই।কখনো কারো সাথে মন খুলে কথা বলার ইচ্ছা হলে যদি সে ইগনোর করে মন টুকরো টুকরো হয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হৃদয়ের কোণে হচ্ছে তুষার পাত
কেন দিলে এতো আঘাত?
তোমাকেও বুজতে হবে
আমি আছি তোমারই মনে।
দাদা আপনার অনুকবিতাটি দেখে লেখার আগ্রহ প্রকাশ করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার কবিতা গুলো আমার ভীষণ ভালো লাগে। কবিতাটি পরে ভীষণ ভালো লাগলো। উপরের লাইন গুলো হৃদয় ছুঁয়ে গেলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালবাসা এমন একটা জিনিস যা হারিয়ে গেলে সারাজীবন তার আফসোস করতে হয়। হয়তো সে থাকলে আজ আমি অনেক সুখি হতাম, হয়তো সে আমার জিবনে থাকলে আজ আমি পরিপূর্ণ থাকতাম। তবে সে না আসলে ও কারো জীবন পড়ে থাকে না তবে সত্যি বলতে ভালবাসা টা পরিপূর্ণ হয় না। অনেক সুন্দর কবিতা লিখেছেন দাদা একদম মন ছুয়ে গেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথা গুলো ভেতরে গিয়ে লাগলো। ভীষণ ভালো কবিতা। ভালো থেকো দাদা। আর আমিও ব্যক্তিগত ভাবে চাই তুমি এই কমিউনিটিকে যেভাবে আগলে রেখেছো, সেভাবেই থাকো। তুমি আছো বলেই হয়তো সব কিছু গোছানো এই কমিউনিটির। লিডার ট্যাগটা তোমার কাজের সাথে ,তোমার আচরণের সাথে ভীষণ ভাবে যায়।
তবুও, যেটাই ডিসিশন নাও, ভালো হোক। ভালো থাকো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদার মতো আমি ও যদি একটা কষ্টের কবিতা লিখে একজনকে দিতে পারতাম, তাহলে হয়তো সে আমার কস্টগুলো বুঝতে পারতো। দাদার মতো কবিতা ও লিখতে পারবো না, আর আমার কস্ট ও কাউকে বোঝাতে পারবো না। ধন্যবাদ দাদাকে সুন্দর একটা ব্যাথাযুক্ত কবিতা উপহার দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার কষ্ট কবিতাটি পড়ে মনে হচ্ছে আমার মনের কষ্টগুলো একটু বেড়ে গেল। যদিও অতীতের কথা আমি আর মনে করতে চাই না। দাদা আপনার প্রিয় মানুষ আপনাকে যতই কষ্ট দিক না কেন, আমরা আপনার পাশে আছি কোন সময়ের জন্য আপনাকে একা হতে দেব না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রকৃত প্রেমিক মনের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন দাদা আপনি।
।
।
কষ্ট পেতে ভালবাসি,
তাই বারবার তোমারি কাছে আসি।
যত কষ্টই তুমি দাও না কেন,
ফেলে যাবো না গো তোমায় আমি।
।
সত্যিকারে যাকে ভালোবাসা যায়, তার কাছ থেকে হাজারো কষ্ট আসলেও বারবার তার কাছে ফিরে যেতে মন চায়। অভিমানী প্রেমে অত্যন্ত কষ্ট থাকলেও তৃপ্তি অনেক। আপনার জন্য শুভকামনা রইল দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ যদি একবার বুঝে যায় যে অপর মানুষটি তাকে মন থেকে ভালোবাসে তাহলেই শুরু হয় অবহেলার পালা। তাই আমার মনে হয় উজাড় করে ভালোবাসার সাথে সাথে নিজের মানসিক শান্তির দিকটাও খেয়াল রাখা খুবই জরুরি। কেউ যেন তাতে ব্যাঘাত না ঘটাতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা শেষের লাইনগুলো হৃদয়ে গেঁথে গেছে আমার। এ যেন মনে হচ্ছিল আমার হৃদয়ের কথা আর না পাওয়ার তীব্র একটা হাহাকার।
সত্যিই হয়তো সেই একাই রয়ে গেছি।
অসাধারণ লিখেছেন দাদা 🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করি কবির এ মনের লুকোনো ভালোবাসা কবির ভালোবাসার মানুষ একদিন বুঝবেন।দাদা কবিতার লেখা অল্প কিন্তু মানে ভীষণ গভীর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা সবাই হৃদয়ের কষ্ট গুলো অনুভব করতে পারে না। আর যারা অনুভব করতে পারে তারা কাছে থাকে না। নিয়তির এটাই বিচার। তারপরও চাই সবার ভালবাসার মানুষ গুলো সুখে থাকুক। ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আজ হঠাৎ কষ্টের কবিতা? এমন লেখা পড়লে নানান কথা মাথায় উকি দিয়ে ওঠে। তবে একটা বিষয় এখন মনে হয় যে, যারা একবার কষ্ট পেতে শুরু করে তারা সব দিক দিয়ে শুধু কষ্টই পায়। প্রকৃতির কেমন একটা অলিখিত নিয়ম যেন। আর ভালোবাসার মানুষ ! সে তো সব জেনে বুঝে কষ্ট দিতে পারে। দিনশেষে একাকিত্বই যেন পরমপ্রাপ্তি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে প্রত্যেকের জীবনে একাকিত্বের মতো বড় কষ্ট আর হয় না। বিশেষ করে যখন ভালোবাসার মানুষ গুলো অবহেলায় দূরে সরিয়ে দেয় তখন সেই কষ্ট যেন আরো বেড়ে যায়। সত্যিকারে ভালোবাসা আসলে এমনই হয় কষ্ট পাওয়ার পরেও বারবার তার কাছে ফিরে আসতে ইচ্ছা করে ফিরিয়ে দেয়ার পরেও। কষ্টগুলোকে পাশে রেখে সবাই ভালোবাসার মানুষকে নিয়ে ভালো থাকুক এটাই কামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আহ কী কথা বলছেন দাদা। দারুণ লাগল। এ যেন একেবারেই বাস্তব কথা। আমাদের প্রিয় মানুষ গুলো যেন একটু বেশিই কষ্ট দিয়ে থাকে আমাদের। চমৎকার ছিল কবিতা টা। প্রতিটা লাইন এককথায় অসাধারণ।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই শত কাজ ফেলে কারোর কাছে যদি আসা যায় সে যদি অভিমান করে দূরে ঠেলে দেয় এর মত কষ্ট আর পৃথিবীতে নেই। আসলে আপনার কবিতাগুলো পড়তে আমার অনেক ভালো লাগে দাদা। আপনি অনেক সুন্দরভাবে ভালোবাসার মুহূর্ত গুলো কবিতার মাধ্যমে তুলে ধরেন। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার লেখা “কষ্ট” কবিতাটি পড়ে অসাধারন লেগেছে ।বিশেষকরে উপরের লাইনগুলো যেন হৃদয়কে ভিন্নভাবে নাড়া দেয়।আসলে প্রকৃত প্রেমিক কখনওই তার প্রিয়তমাকে ছেড়ে যায় না,শত কষ্ট পেলেও তাকে আকঁড়ে ধরে থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতাটি দারুন ছিল। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। ভালোবাসার মানুষকে নিয়ে লেখা কবিতাটি সত্যি চমৎকার হয়েছে। কারো ভালো বাসার মানুষ যদি তাকে বুঝতে না পারে তাহলে একাকীত্ব অনুভব করাটাই স্বাভাবিক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Start generating extra cash online from home more than $52OOOk by doing very easy work just in spare time. Last month I got paid $52745 from this easy home job. Join this job right now and make more cash every month online. Just follow the web link here to get started......https://www.JioSalary.com
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবন বড় কঠিন দাদা একাকীত্ব জীবন বড়োই কষ্টের হয়।মনের গহীনের কথা গুলো কেউ বুঝতে চাই না।আপনার লেখা কবিতায় কষ্টের বহিঃপ্রকাশ ঘটেছে। প্রতিটি লাইন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কষ্ট কবিতা পড়ে আমি মুগ্ধ। এতো সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন দাদা ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit