একগুচ্ছ অণুকবিতা "ব্যাথাতুর মন, অভিমানী সত্ত্বা"

in hive-129948 •  2 years ago 


Copyright-free Image source : Pixabay


ব্যাথাতুর মন, অভিমানী সত্ত্বা



💘


♡ ♥💕❤

ভুল বুঝে থাক দূরে,
বোঝোনা মনের ব্যাথা কিসে?

অভিমান কেন হয়? বোঝোনা তুমি।
মনের এ পিপাসা কিসে মিটে, জানো কি তুমি!

কখনো পাইনা কোন সাড়া,
যদি না ডাকি তোমায়।

এ কেমন ভালোবাসা বল,
যদি না-ই থাকে হৃদয়েরই কোনো টান।

জানি তুমি ব্যস্ত, তবু প্রিয়,
শত ব্যস্ততার মাঝে, যায়না কি খোঁজ
নেওয়া একটিবারও ?


নদীর মতো প্রবাহমান
হতে চায় মন ।
দুঃখের উজানে ভাসিয়ে তরী
সুখ খুঁজে খুঁজে তাই আমি ফিরি ।

ভালোবাসি তোমায়, খুঁজি অনুখন,
বোঝে না তবু তোমার অবুঝ মন ।

অভিমান পিয়াসী এ দুটি আঁখি,
নিদহীন চোখে প্রিয়, তোমারই অপেক্ষায় থাকি ।


জানি তোমায় পাবো না কোনোদিন,
তবু পেতে চায় যে মন ।
এ জীবনে চাওনা হতে আমার,
অন্য জীবনেও অধিকারের প্রশ্ন উঠবে আবার ।

তোমাকে পাওয়ার অধিকার,
এ জীবনে, ও জীবনেও হবে না তো আর ।


সুবর্ণরেখা নদীর তীরে সেই গোধূলীবেলা,
মনে কি পড়ে প্রিয়া ?
ভেজা বালির ঘাসহীন বুকে,
আঁকড়ে ধরেছিলে আমার হাত ।
বেঁচে থাকার স্বপ্নে বিভোর হয়ে
করেছিলাম তোমার অধর চুম্বন ।
গাঙচিলের ডানায় গোধূলি আবীর মাখা
শুভ্র ডানায় তার রক্তিম সাজ আঁকা ।

রক্ত গোলাপ ফুটেছিলো সেদিন দুটি হৃদয়ের উষ্ণতায় ।
ভালোবাসার অভাবে আজ সে গোলাপ বিবর্ণ মৃতপ্রায় ।

হলুদ জীর্ন একটি খাম ।
কাঁপা হাতে তারে বের করে আনলাম
কম্পিত হৃদয়ে, একটি পুরাতন চিঠি ।
ছেঁড়া, বিবর্ণ কিন্তু অক্ষর গুলো আজও যায় পড়া ।
তিরিশটা বছর কম তো আর নয় ।

লেখা শুধু তাতে একটাই
"ক্ষমা করো, ভালোবাসি তোমায়"।
তিরিশটা বছর তো কম নয়,
তবু আজও পারিনি করতে ক্ষমা তোমায় ।

ভালোবাসার এত টান, তবুও কিসের তরে,
গেলো সে চলে মৃত্যু-নদীর ওপারে ?


জোৎস্না রাতের আধো আলো, আধো ছায়া,
এসো প্রিয়, কিসের এতো অভিমান, কেন দূরে থাকা ?
ঝিরি ঝিরি বাতাসের গুঞ্জন কান পেতে শুনি,
এসো দু'জনা রাতের আকাশের তারাদের আজ গুনি ।
দেখো তারারাও আজ অভিমান ভুলে
ঝিকিমিকি ঝিকিমিকি হেসেই চলেছে আকাশ গঙ্গার ওপারে ।


প্রথম কদম ফুল, মেঘলা আকাশ,
এলো হাওয়া আর বৃষ্টির রিমঝিম ।
হাতে হাত রেখে এক সাথে ভেজা,
বনকুহেলির পথে মিলেমিশে এক হওয়া ।

♡ ♥💕❤


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Very nice.
Thanks for sharing your poem with the Steemit Community.

বাহ চমৎকার গল্প এই পছন্দ

나와 교류하는 모든 사람, 나도 그와 교류
pexels-anna-shvets-4226269.jpg

শ্রদ্ধেয় প্রিয় দাদা আশা করি ভাল আছেন? আজকে আপনার ব্যাথাতুর মন, অভিমানী সত্ত্বা কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আসলে আপনি এত ব্যস্ততার মাঝেও কিভাবে এত চমৎকার ভাবে কবিতা লিখেন তা ভাবতে আমার অবাক লাগে। আপনার কবিতাটি অসাধারণ হয়েছে। কবিতার প্রতিটি লাইন খুব দুর্দান্তভাবে মনের গভীর থেকে লিখেছেন। আসলে আপনার কবিতা যে কেউ পড়লে অনেক ভালো লাগবে। বিশেষ করে এই লাইনগুলো আমার হৃদয় ছুঁয়ে গেছে।

রক্ত গোলাপ ফুটেছিলো সেদিন দুটি হৃদয়ের উষ্ণতায়
ভালোবাসার অভাবে আজ সে গোলাপ বিবর্ণ মৃতপ্রায় ।

এত অসাধারণ কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার নিকট আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন প্রিয়, দাদা। 🙏💞

লেখা শুধু তাতে একটাই
"ক্ষমা করো, ভালোবাসি তোমায়".
তিরিশটা বছর তো কম নয়,
তবু আজও পারিনি করতে ক্ষমা তোমায়.

আজকের কবিতাটি সুন্দর হয়েছে দাদা। প্রত্যেকটি লাইন খুব সুন্দর করে লিখেছেন। যদিও আমি কবিতার ভাবার্থ কম বুঝি। তবে উপরের চরণগুলি আমার কাছে বেশি ভালো লেগেছে। প্রিয় মানুষটিকে নিয়ে কবির মনে যে ব্যথা সেটি ফুটে উঠেছে। আপনাকে ধন্যবাদ দাদা আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।

প্রথম কদম ফুল, মেঘলা আকাশ,
এলো হাওয়া আর বৃষ্টির রিমঝিম ।
হাতে হাত রেখে এক সাথে ভেজা,
বনকুহেলির পথে মিলেমিশে এক হওয়া ।

ভালবাসা এমন একটা অনুভূতি, যা কখনো শেষ হওয়ার নয়। ভালবাসার মানুষের হাতে হাত রেখে দেয়া যাবে পুরো জীবন পাড়ি। সত্যিই তাই,,,

দাদা প্রতিটি কবিতার লাইন মন ছুয়ে গেছে। অসাধারণ কবিতা।

ছোট ছোট কবিতা গুলো পড়তে অনেক ভালো লেগেছে দাদা। ছন্দা ছন্দে তাল মিলানো।
লেখা শুধু তাতে একটাই

"ক্ষমা করো, ভালোবাসি তোমায়"।
তিরিশটা বছর তো কম নয়,
তবু আজও পারিনি করতে ক্ষমা তোমায় ।

লেখাটিতে যাদু আছে। পড়তেই ভালোলাগে। বলতে পারেন আমি এ চরণ ৩টি মুখস্থ করে পেলেছি। বেশ ভালো লাগলো কবিতাগুলো পড়ে। শুভকামনা রইল দাদা

জানি তোমায় পাবো না কোনোদিন,
তবু পেতে চায় যে মন ।
এ জীবনে চাওনা হতে আমার,
অন্য জীবনেও অধিকারের প্রশ্ন উঠবে আবার ।

ভালোবাসার আকুলতা নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন দাদা। আপনার কবিতাগুলো পড়ে খুবই ভালো লাগে। আজকে কবিতাটি অসাধারণ হয়েছে। আমার অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

দাদা, একটা দারুন পোস্ট ছিল এটা। তিন,পাঁচ এবং সাত নম্বর কবিতাগুলো এক কথায় মন ছুঁয়ে গেল। ভাবনা গুলো খুবই ভালো। খুব ভালো থেকো দাদা। নতুন বছর ভালো কাটুক।

হলুদ জীর্ন একটি খাম ।
কাঁপা হাতে তারে বের করে আনলাম
কম্পিত হৃদয়ে, একটি পুরাতন চিঠি ।
ছেঁড়া, বিবর্ণ কিন্তু অক্ষর গুলো আজও যায় পড়া ।
তিরিশটা বছর কম তো আর নয় ।

যদিও কবিতাটি পুরোটাই ভাল লেগেছে । তবে এই লাইন গুলো অনেকটা হৃদয় ছোঁয়া । চাইলেই কি আর ভুলে থাকা যায় , যদিও ছেঁড়া চিঠি । তবে কথা গুলোতো আর ছেঁড়া নয় । জাস্ট অসাধারণ ভাই । শুভেচ্ছা রইল আপনার জন্য।

দাদা কি বলবো এক কথায় অসাধারণ ।

হলুদ জীর্ন একটি খাম ।
কাঁপা হাতে তারে বের করে আনলাম
কম্পিত হৃদয়ে, একটি পুরাতন চিঠি ।
ছেঁড়া, বিবর্ণ কিন্তু অক্ষর গুলো আজও যায় পড়া ।
তিরিশটা বছর কম তো আর নয় ।

আমার কাছে এই লাইন গুলো বেশী মনে ধরেছে। যদিও কবিতা খুব একটা বেশী বুঝি না। তারপরও যত টুকু বুঝি তার ভেতর থেকে মন্তব্য করার চেষ্টা । ভাল থাকবেন দাদা। শুভেচ্ছা রইল ।

প্রথম কদম ফুল, মেঘলা আকাশ,
এলো হাওয়া আর বৃষ্টির রিমঝিম ।
হাতে হাত রেখে এক সাথে ভেজা,
বনকুহেলির পথে মিলেমিশে এক হওয়া ।

অসাধারণ আর অনবদ্য 👌
প্রীয়তমার হাতে হাত রেখে একসাথে বৃষ্টিতে ভেজার অনুভূতি সত্যিই দারুন। লাইনগুলোতে ভালোবাসা তীব্র আবেগ অনুভূতি ফুটে উঠেছে।
সত্যিই অসাধারণ।

দাদা আপনার কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যি অসাধারণ লিখছেন দাদা। কবিতার প্রতিটি লাইন একেবারে নিখুঁত ভাবে দেখছেন কবিতাটি পড়লে ভাষাগুলো খুব সহজে বুঝতে পারবে।

এ কেমন ভালোবাসা বল,
যদি না-ই থাকে হৃদয়েরই কোনো টান।

এই কথাটি আমার জীবন এর সাথে মিলিয়ে গেছে দাদা। আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক ভালোবাসা ও প্রাণঢালা শুভেচ্ছা রইল দাদা।

  ·  2 years ago (edited)

দাদা আপনার লেখা কবিতাগুলো পড়তে আসলে খুব ভালো লাগে। আজকের টাও তার ব্যতিক্রম নয়। কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর করে ছন্দ মিলিয়ে লিখেছেন। সত্যি কবিতার প্রতিটি লাইন এত সুন্দর লেগেছে যে আমি অনেকবারই কবিতাটি পড়েছি। আমার কাছে আপনার কবিতার প্রতিটি লাইন খুব ভালো লেগেছে। মন ছুঁয়ে যাওয়ার মত একটি কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতার মধ্যে অনেক শিক্ষানীয় ব্যাপার আছে খুব ভালো লাগে কবিতাগুলো পড়তে। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।

নদীর মতো প্রবাহমান
হতে চায় মন ।
দুঃখের উজানে ভাসিয়ে তরী
সুখ খুঁজে খুঁজে তাই আমি ফিরি ।

দাদা আপনার লেখা কবিতা পড়ে আমি মুগ্ধ হয়েছি। অসাধারণ লিখেছেন আপনি। আসলে কবিতার ভাষায় আপনি আপনার মনের কথাগুলো ব্যক্ত করেছেন। মাঝে মাঝে মনের লুকানো কথা গুলো কবিতার ভাষায় প্রকাশ করতে পারলে অনেক ভালো লাগে। অনেক সুন্দর ভাবে এই কবিতা লিখে সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইল দাদা। 💓💓

লেখা শুধু তাতে একটাই
"ক্ষমা করো, ভালোবাসি তোমায়"।
তিরিশটা বছর তো কম নয়,
তবু আজও পারিনি করতে ক্ষমা তোমায় ।

ভালোবাসার এত টান, তবুও কিসের তরে,
গেলো সে চলে মৃত্যু-নদীর ওপারে ?

দাদা যতই ভালোবাসা থাকুক না কেন, একদিন সবাইকেই মৃত্যু নদীর ওপারে চলে যেতে হয়। যে নদী পার না হয়ে উপায় নেই। লাইন গুলো সত্যিই খুব ভাল লেগেছে। আপনার কবিতার পড়ে দিন দিন কবিতা বোদ্ধা হয়ে যাচ্ছি।

দাদা আপনার কবিতাটি বেশ চমৎকার ছিলে।কবিতার প্রতিটি লাইনে পড়ে আমার মন ছুঁয়ে গেছে।আসলে ভালাবাসার মানুষের সাথে যত ঝগড়া হোক না কেন , তবুও কোনে একদিন তার মধ্যে গভীর ভালোবাসা আবদ্ধ হয়।দাদা কবিতাটি অসাধারণ লাগছে। অনেক ধন্যবাদ দাদা।

আজ কয়েকদিন আপনার কবিতার মাঝে একটা বিরহের সুর পাচ্ছি। আমার অবশ‍্য এই টাইপের কবিতা বেশ লাগে।

জানি তুমি ব্যস্ত, তবু প্রিয়,
শত ব্যস্ততার মাঝে, যায়না কি খোঁজ
নেওয়া একটিবারও ?

এখানে আপনার প্রশ্ন করাতে আলাদা একটা অর্থ ছিল। ইচ্ছা করলেই খোঁজ নেওয়া যায় কিন্তু আমরা ব‍্যস্ততার দোহাই দিয়ে কোনো খোঁজ নেয় না। আসলে আমরা তার সঙ্গে যোগাযোগই রাখতে চাই না। কবিতা টা চমৎকার ছিল দাদা। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।

দারুন লিখেছেন দাদা। কবিতাটি খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। ধন্যবাদ দাদা আপনাকে এতো সুন্দর একটি কবিতার জন্য।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

জানি তুমি ব্যস্ত, তবু প্রিয়,
শত ব্যস্ততার মাঝে, যায়না কি খোঁজ
নেওয়া একটিবারও ?

লাইনটি আমার জীবনের সাথে অনেকটা মিল আছে, কোন সম্পর্কে যখন ইগনোর চলে আসে বুঝে নিতে হবে, সেই সম্পুর্ক শেষের দিকে। ধন্যবাদ দাদা।

ঝিরি ঝিরি বাতাসের গুঞ্জন কান পেতে শুনি,
এসো দু'জনা রাতের আকাশের তারাদের আজ গুনি।

দাদা সাঁওতাল পরগনা গিয়ে প্রতিটি কবিতা থেকেই রোমান্স যেন ঠিকরে বেরোচ্ছে। রাতের আকাশের তারাদের গুনি... আহা! কতো ভালোবাসা জড়িয়ে 💕

প্রথম কদম ফুল, মেঘলা আকাশ,
এলো হাওয়া আর বৃষ্টির রিমঝিম ।
হাতে হাত রেখে এক সাথে ভেজা,
বনকুহেলির পথে মিলেমিশে এক হওয়া ।

দাদা অসাধারণ হয়েছে।এ কবিতার মমার্থ
অনুধাবন করে হৃদয়ের রক্তক্ষরণ হতে কিছু কথা ছন্দ আকারে

ত্রিশ টি বছর তোমার প্রতীক্ষায় আছি
তুমি আসবে বলে
আমায় ভালবাসবে বলে
সময় যে আমার ফুরিয়ে এল
আর কতকাল অপেক্ষার প্রহর গুনবো ?
ভুল বুঝে থেকোনা আর দূরে
ফিরে এসো হৃদয়ে আমার।

লিংকঃ
বড় অভিমানী তুমিঃ দাদার "ব্যাথাতুর মন, অভিমানী সত্ত্বা" এর অনুপ্রেরণায়

জোৎস্না রাতের আধো আলো, আধো ছায়া,
এসো প্রিয়, কিসের এতো অভিমান, কেন দূরে থাকা ?
ঝিরি ঝিরি বাতাসের গুঞ্জন কান পেতে শুনি,
এসো দু'জনা রাতের আকাশের তারাদের আজ গুনি ।

আহা তারা গুনা বেশ মজার কাজ, তাতে ভালোবাসা বৃদ্ধি পায়, হৃদয়ের উষ্ণতা শীতলতায় ভরে যায় হা হা হা। লাইনগুলো সত্যি দারুণ ছিলো, অন্যরকম সেই অনুভূতিটার প্রভাব পেলাম আবার।

লেখা শুধু তাতে একটাই
"ক্ষমা করো, ভালোবাসি তোমায়"।
তিরিশটা বছর তো কম নয়,
তবু আজও পারিনি করতে ক্ষমা তোমায় ।

আমি কবিতার ভাবার্থ অত ভালো বুঝিনা তবে এই চরণ গুলোতে কবি তার মনের গভীর অভিমান কে তুলে ধরেছেন তা বুঝতে পারলাম। গুচ্ছ আকারে এই অণু কবিতা গুলো পড়তে খুবই ভালো লাগছে দাদা। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর সুন্দর অণুকবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

কি মর্মস্পর্শী প্রেমের কবিতা, 30 বছর কম সময় নয়, আমি এখন 30 বছর ধরে একটি চিঠি রাখতে পারি, এটি খুঁজে পাওয়া প্রায় কঠিন, আমি ভাবছিলাম যখন সে বলল: (আমি দুঃখিত, যখন আমি তোমাকে ভালবাসি) এর অর্থ যে ভালবাসা তার মধ্যে আছে তার হৃদয় পরিবর্তন হয়েছে, এবং ভালবাসা তার হৃদয় থেকে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে।আপনি অবশ্যই জানেন যে প্রেমে কোন দুঃখ নেই, শুধুমাত্র ভালোবাসা। এই ধরনের ভালোবাসা একটি অসহায় ভালোবাসা, একটা ভালোবাসা যা মানুষকে বাবলা ব্যথা অনুভব করে। তিনি অনেক ক্রিয়াকলাপে উপস্থিত হননি, যার অর্থ তিনি উপস্থিত হতে চান না। জীবন প্রতিদিন ছোট এবং সুখী হয়। কিছু লোক কিছু জিনিস ছেড়ে দেয় যখন তাদের ছেড়ে দেওয়া উচিত, এবং তাদের জীবনের যোগ্য, প্রতিদিন আনন্দের সাথে বেঁচে থাকে।

মৃত্যু প্রতিটি জীবনের এমন একটি অধ্যায়। যে এই অধ্যায়টি না ভালোবাসা মানে, না ঘৃণা। এটা একেবারেই চিরন্তন একটি সত্য কথা। যা আপনার কবিতার মাঝে উঠে এসেছে দাদা। প্রতিটি ছোটগল্প মন ছুঁয়ে যাওয়ার মতোন।

lul nice

সকল অভিমান ভুলে প্রিয়াকে কাছে আসার জন্য আহ্বান করেছে। সুন্দর হয়েছে। কবিতাটি সুন্দর সুন্দর অর্থ বহন করে। তবে নিচের লাইন গুলো অনেক ভালো হয়েছে।

লেখা শুধু তাতে একটাই
"ক্ষমা করো, ভালোবাসি তোমায়"।
তিরিশটা বছর তো কম নয়,
তবু আজও পারিনি করতে ক্ষমা তোমায় ।

প্রথম কদম ফুল, মেঘলা আকাশ,
এলো হাওয়া আর বৃষ্টির রিমঝিম ।
হাতে হাত রেখে এক সাথে ভেজা,
বনকুহেলির পথে মিলেমিশে এক হওয়া ।

একগুচ্ছ অণুকবিতাগুলি চমৎকার লিখেছেন দাদা।তবে শেষের এই চার লাইন আমার কাছে বেশি ভালো লেগেছে।সত্যিই প্রকৃতির মাঝে একাকী মিশে যেতে মন চাই সকলের।আর বৃষ্টিতে ভিজে আলাদা রকম অনুভূতি কাজ করে মনে, ধন্যবাদ দাদা।

নদীর মতো প্রবাহমান
হতে চায় মন ।
দুঃখের উজানে ভাসিয়ে তরী
সুখ খুঁজে খুঁজে তাই আমি ফিরি ।

এই লাইন গুলো একটু বেশি ভালো লেগেছে।

30 টি বছর আসলেই কম নয়।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



hello bro I love you are content to please upvote my content, please

Yes my friend iam new

শুভ রবিবার জীবন আপনাকে আশীর্বাদে পূর্ণ করতে পারে
WhatsApp Image 2022-04-16 at 4.06.23 PM.jpeg

জানি তুমি ব্যস্ত, তবু প্রিয়,
শত ব্যস্ততার মাঝে, যায়না কি খোঁজ
নেওয়া একটিবারও ?

সত্যি বলতে ব্যাস্ততা হলো একটি অযুহাত। কেউই এতোটা ব্যস্ত থাকে না যে একটি বার ও খোজ নিতে পারবে না। এটা সম্পুর্ন নির্ভর করে ওপাশের মানুষ টা আমাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে। হয়তো তার হাতে সময় আছে কিন্তু সে সময় এর ওপর আমার অধিকার নেই। আমার জীবনের সাথে এই লাইন গুলো একেবারেই মিলে গেছে।
অণুকবিতাগুলো চমৎকার লিখেছেন দাদা। আপনার জন্য শুভ কামনা রইলো।

প্রিয় দাদা আপনার ব্যাথাতুর মন, অভিমানী সত্ত্বা কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। মন ছুঁয়ে যাওয়ার মতো একটি কবিতা পড়ে আমি মুগ্ধ। আপনার কবিতা মানেই মনের গভীর থেকে নিয়ে আসা অনেক অনুভূতি। এতো ব্যস্ততার মাঝে ও আপনি এতো সুন্দর সুন্দর কবিতা লেখেন দেখে তো আমি অবাক।এতো সুন্দর কবিতা শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্তল থেকে আন্তরিক অভিনন্দন দাদা। প্রতিটি লাইন আমার কাছে ভীষণ ভালো লেগেছে দাদা।আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল দাদা আপনি সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি প্রিয়❤️ দাদা।

দাদা, আপনার লেখা কবিতা গুলো পড়লে সত্যিই আমার খুব ভালো লাগে। কবিতা গুলোর মধ্যে গভীর চাওয়া-পাওয়া মিশে রয়েছে।প্রতিটা কবিতা লিখেন মনের গভীর থেকে যা পড়লে সত্যিই মন ছুয়ে যায়। ভালোবাসা বুঝি এমন হয় ভালোবাসা পাওয়ার আকুতি প্রতিটা মুহূর্ত সত্তিকারের মন করে যাই। দাদা, আপনার লেখা একগুচ্ছ অণুকবিতা কবিতার মধ্যে সবগুলো কবিতা আমার খুব ভালো লেগেছে। তবে কবিতার এই চয়ন গুলো সত্যিই মনকে ছুঁয়ে দিয়েছে।

জানি তুমি ব্যস্ত, তবু প্রিয়,
শত ব্যস্ততার মাঝে, যায়না কি খোঁজ
নেওয়া একটিবারও ?

ধন্যবাদ দাদা।।

hello bro i love you are content please upvote my content please