কবিতা "ভালোবাসো আমায় তুমি একটুখানি"

in hive-129948 •  2 years ago 


Copyright-free Image source : Pixabay


কবিতা "ভালোবাসো আমায় তুমি একটুখানি"



💘


♡ ♥💕❤

ভালোবেসেছিলাম, ভালোবাসি, আর ভালোবাসবো;
ভুল করেছো তুমি ভীষণ, দূরে সরে গিয়ে,
আবার ফিরে এসো, আবার আমার হাতটি তুমি ধরো ।
আমার চাইতে আর কেউ পারবে না তোমায় ভালোবাসতে,
এ কথাটি তুমি বিশ্বাস করো ।

যদিও আমি তোমার দ্বিতীয় পুরুষ তবুও,
প্রথম পুরুষ অপেক্ষা আমার ভালোবাসা নয়কো মোটেও ফেলনা ।
আমি বিশ্বাস করি - হয়তো বেশি,
তার চাইতেও আমার ভালোবাসা খাঁটি ।

জানি পারবে না ভুলতে তাকে,
প্রথম প্রেম যায় না ভোলা কখনো এ সত্য
কীভাবে অস্বীকার করবো আমি ! তুমি বলতে পারো ?

আমি শুধু একজনকেই ভালোবাসি, আর সে তুমি;
তুমি কি দু'জনকেই ভালোবাসো ?
নাকি শুধু আমাকে ? নাকি এ ভ্রান্ত ধারণা আমার,
তুমি শুধু তাকে !

ত্রিকোণ এ প্রেমের সংঘাতে এলোমেলো আমার জীবনখানি,
এখানে কালবৈশাখী থামে না,
এখানে বৃষ্টি থাকে বারোমাস ।
এখানে শরৎ আসে না ,
বসন্তের আগমন নিষিদ্ধ এখানে ।
পরভৃৎ হয়েছে পথভ্রষ্ট ।

ভুলো না তাকে, অবহেলা করো না,
ভালোও বাসো তাকে, করবো না নিষেধ কখনো ।
কিন্তু, আমায়ও দিও একটু খানি জায়গা,
তোমায় হৃদয়ের একটি কোণে ।

জানি দু'জনকে ভালোবাসা বড্ডই কঠিন কাজ,
তবুও, পারবে না তুমি আমার জন্য ?
ভালোবাসো গো বন্ধু আমায় একটুখানি,
সারা জীবনে তোমার প্রেমে করবো বাস;
নিশিদিন যাপিত হবে তোমার প্রেমের মোহে ।

বন্ধু তোকে ভালোবাসি, ভালোবাসি ভীষণ
তুই না থাকলে ব্যর্থ আমি, ব্যর্থ এ জীবন ।

♡ ♥💕❤


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Thank You for sharing...

বন্ধু তোকে ভালোবাসি, ভালোবাসি ভীষণ
তুই না থাকলে ব্যর্থ আমি, ব্যর্থ এ জীবন ।

ফিনিশিং টা জোস ছিল দাদা। আসলেই প্রথম ভালোবাসা নাকি ভুলা যায় না, যদিও আপনার ভালেবাসা খাটিঁ । তবে দূর থেকেও ভালোবাসা যায় হয়তো। সে যেন সুখে থাকে প্রিয় মানুষটির সাথে। তবুও হৃদয়ের গহীণ কোণে আপনাকেই রাখে। সুন্দর লিখেছেন দাদা। যদিও আমি কবিতার ভাষা কম বুঝি। আপনার কবিতা লিখার গভীরতা থেকে আসতে আসতে উপলব্ধি করতে পারি।

বন্ধু তোকে ভালোবাসি, ভালোবাসি ভীষণ
তুই না থাকলে ব্যর্থ আমি, ব্যর্থ এ জীবন ।

শেষের দুই লাইন পড়ে কবি সত্যি অনেক বেশী মুগ্ধ, কবির অনুভূতির মাঝে এসেছে দারুণ ছন্দ, কবিতার মাঝে ফিরেছে প্রাণ চঞ্চলতা আরো।

ভালোবাসায় এ কিসের যন্ত্রণা, কিছু দ্বিধা-কিছু দ্বন্ধ
খাটি প্রেমে থাকে না সন্দেহ, সংশয় কিংবা মোহ,
আগে পরের হিসেব কষে, চাইনা কোন ফলাফল
তোমার তবে জীবন আমার, চাই তোমার মন।

Thank You for sharing...

অসাধারণ এটা

যদিও আমি তোমার দ্বিতীয় পুরুষ তবুও,
প্রথম পুরুষ অপেক্ষা আমার ভালোবাসা নয়কো মোটেও ফেলনা ।
আমি বিশ্বাস করি - হয়তো বেশি,
তার চাইতেও আমার ভালোবাসা খাঁটি ।

ভালোবাসা পাবার জন্য প্রেমিক হৃদয়ের এই ব্যাকুলতা হৃদয়ে গিয়ে আঘাত করলো। হয়তো এভাবেই ভালোবাসার মানুষটি অন্য কারো কাছে হারিয়ে যায়। হয়তো সত্যিকারের ভালোবাসা অন্য কোন একজনের মধ্যে বিলীন হয়ে যায়। তবুও দূর থেকে ভালোবাসা যায়। দূর থেকেও খাঁটি ভালোবাসা তৈরি করা যায়। পাশে থেকেই যে শুধুমাত্র খাঁটি ভালোবাসা তৈরি যায় তা কিন্তু নয়। হয়তো ভাগ্যের নির্মমতার কাছে ভালোবাসা আজ ব্যর্থ। তবুও দূর থেকে ভালোবেসে যেতে চায় এই প্রেমিক মন। দাদা আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। দারুন একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️♥️

Thank You for sharing...

জানি দু'জনকে ভালোবাসা বড্ডই কঠিন কাজ,
তবুও, পারবে না তুমি আমার জন্য ?
ভালোবাসো গো বন্ধু আমায় একটুখানি,
সারা জীবনে তোমার প্রেমে করবো বাস;
নিশিদিন যাপিত হবে তোমার প্রেমের মোহে ।

একজন মানুষ একাধিক মানুষকে ভালবাসতে পারবে না এটা কে ঠিক করে দিয়েছে? কবি-সাহিত্যিকদের ঠিক করে দেয়া এ নিয়ম আমি মানতে নারাজ। ভালোবাসার যে সংজ্ঞা কবি সাহিত্যিকেরা যুগে যুগে দিয়েছেন সেটা আসলে ও কত খানি বাস্তব আমার এটা নিয়ে সংশয় রয়েছে। শুধু সামাজিকতার ভয়ে মানুষ এ কথা বলতে ভয় পায় যে সে একের অধিক মানুষকে ভালোবাসে। যদিও ত্রিভুজ প্রেমের জটিল বিষয়গুলো আমি খুব একটা ভালো বুঝিনা। কিন্তু কবির মনের আকুতি আমি ঠিকই টের পাচ্ছি।

হাসতে হাসতে আমি শেষ । এটা আমার জীবনের সাথে কোনওভাবেই সম্পর্কিত নয় । তবে, কবিতার বিষয়বস্তু আপনি একেবারে হৃদয় দিয়েই উপলব্ধি করতে পেরেছেন । আপনার কমেন্টই তার প্রমাণ । এবং, চুপি চুপি বলি আপনার কথার সাথেও আমি ভীষণভাবে একমত ।

  ·  2 years ago (edited)

"ভালোবাসো আমায় তুমি একটুখানি" পড়ে আমার কাছে মনে হয়েছে যে, এটি একটি ব্যর্থ প্রেমিকের আকাঙ্ক্ষা। যা সারা জীবন সারা জীবন ক্ষত করবে হৃদয় কে। যে প্রেমে ব্যর্থ হয় একমাত্র সেই বোঝে ব্যর্থ প্রেমের বেদনা ও আকুতি। দাদা আপনার জন্য অবিরাম শুভকামনা রইল।

বন্ধু তোকে ভালোবাসি, ভালোবাসি ভীষণ
তুই না থাকলে ব্যর্থ আমি, ব্যর্থ এ জীবন ।

দাদা আপনার কবিতাগুলো পড়লেই কবিতা লিখতে ইচ্ছে করে কিন্তু লেখাটা আমার আসেনা। তাই শুধুমাত্র পড়েই তৃপ্তি মিটাই। অসাধারণ লেখেন আপনি। চালিয়ে যান এভাবে। শুভকামনা রইল

দাদা ,তোমার কাছ থেকে ব্যাক-টু-ব্যাক হিট কবিতাগুলো আমরা নিয়মিত পেয়ে যাচ্ছি । ত্রিকোণ এই প্রেম কেন্দ্রিক কবিতাটি "ভালোবাসো আমায় তুমি একটুখানি" বেশ অসাধারণ সুন্দর হয়েছে । মানুষের জীবনের প্রথম ভালোবাসা মানুষ ভুলতে পারে না। সেই কারণে পরবর্তীতে এই মানুষগুলো অন্য কারো সাথে প্রেমের সম্পর্কে জড়ালে সেই প্রেমের স্টরিগুলো অনেকটা কমপ্লেক্স হয়ে যায়। যারা কাউকে প্রথম ভালোবাসে এবং প্রথম ভালবাসার মানুষগুলো তাদের জীবনে কোন কারনে না থাকে, এরপর যদি এই মানুষগুলো অন্য কাউকে ভালোবাসার চেষ্টা করে তাকে কখনোই পুরোপুরি ভালোবাসতে পারে না । পরে এই অন্য মানুষগুলো ভালোবাসার জন্য অনেক কাকুতি মিনতি করে কিন্তু ভালোবাসার সেই গভীরতা এই অন্য মানুষগুলো আর পায়না।

Thank You for sharing...

কেন মানুষ অন্যের দ্বিতীয় পুরুষ হয়ে থাকবে। পৃথিবীতে কি মানুষের অভাব পড়েছে নাকি? নিজে দ্বিতীয় পুরুষ হয়ে নিজেও কষ্ট পাওয়া । আর তাকেও কষ্ট দেয়া। এভাবে নিজের জীবনে কষ্ট বয়ে বেড়ানোর কোন মানে হয় না।
যাই হোক এটি তো একটি কবিতা। খুব ভালো হয়েছে কবিতাটি।

ত্রিকোণ এ প্রেমের সংঘাতে এলোমেলো আমার জীবনখানি,
এখানে কালবৈশাখী থামে না,
এখানে বৃষ্টি থাকে বারোমাস ।
এখানে শরৎ আসে না ,
বসন্তের আগমন নিষিদ্ধ এখানে ।
পরভৃৎ হয়েছে পথভ্রষ্ট ।

প্রেমের সংঘাতে প্রেমিকের হৃদয় যখন ক্ষতবিক্ষত তখনই কেবল এমন উক্তি ভর করে মাথায়।যে হৃদয়ে কোন ঋতুই নিয়ম মেনে চলেনা।আপনার কবিতায় এমনই ভাব প্রকাশ পেয়েছে।

Thank You for sharing...

দাদা আমরা মন থেকে যে মানুষটিকে ভালবাসি তাকে আমার নিজের থেকে আর কেউই বেশি ভালবাসতে পারবেনা কথাটি সত্যি। তবে দাদা নিচের লাইন বল খুবই ভালো লেগেছে আমার কাছে।

ভুলো না তাকে, অবহেলা করো না,
ভালোও বাসো তাকে, করবো না নিষেধ কখনো ।
কিন্তু, আমায়ও দিও একটু খানি জায়গা,
তোমায় হৃদয়ের একটি কোণে ।

ধন্যবাদ আপনাকে দাদা।

ত্রিকোণ এ প্রেমের সংঘাতে এলোমেলো আমার জীবনখানি,
এখানে কালবৈশাখী থামে না,
এখানে বৃষ্টি থাকে বারোমাস ।

আকুল হৃদয় বারবার ব্যাকুল হয়ে বার্তা পাঠায় ।
জানিনা সে গ্রহণ করবে কিনা ।
বার্তা গ্রহণ করুক , বর্ষা নেমে আসুক
সজীবতায় ভরে উঠুক কবির জীবন ,
এই কামনাই করছি ।।

বন্ধু তোকে ভালোবাসি, ভালোবাসি ভীষণ
তুই না থাকলে ব্যর্থ আমি, ব্যর্থ এ জীবন ।

এটা আপনি একদম ঠিক বলেছেন দাদা ।যাকে ভালবাসি তাকে যদি না পায় তাহলে জীবনটা একেবারে ব্যর্থ। দাদা খুবই ভালো লেগেছে আপনার "ভালোবাসো আমায় তুমি একটুখানি" কবিতাটি। আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল। আপনার পরবর্তী সুন্দর কবিতার অপেক্ষায় রইলাম।

Thank You for sharing...

দাদা খুবই চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতাটির মধ্যে অনেক ছন্দের মিল রয়েছে যা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। কবিতাটির মধ্যে আপনি ভালোবাসার বিষয়টি খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন এবং কবিতাটির মধ্যে প্রথম মানুষ কে ভালোবাসার পর দ্বিতীয় মানুষ তার কাছে ভালোবাসা চাওয়ার যে আকুতি সেটা খুবই চমৎকারভাবে ব্যক্ত করেছেন। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

কবিতা টা এত ভেতর থেকে লেখা দাদা ❤️। জানেন তো দাদা, ভালোবাসা নিয়ে আপনার লেখার মত ভাবতেই সব সময় ভালো লাগে। কিন্তু বাস্তবে যখন ফিরি হঠাৎ করেই কি যেন হয়ে যায়। মনে হয়, যে ভালোবাসা বোঝেই না, তাকে ফিরিয়ে কি হবে! দূর থেকেও তো ভালোবাসা যায়। ভালোবাসা টাকে না হয় সে ভাবেই আগলে রাখলাম।

আপনি আর আমি আসুন এক সাথে একটি কবিতার বই পাবলিশ করি । "এপার বাংলা, ওপার বাংলা'র প্রেম" নাম দিয়ে । কারণ, আপনিও অসম্ভব ভালো লেখেন । আমি পড়েছি ।

ওরে বাবা দাদা কি বলছে 🙄🙄🙄!!! দাদা বইয়ের নাম অবধি ভেবে ফেলেছে দেখি। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। দাদা পরবর্তী মাসে আসছি। কাজ এগিয়ে যাব কেমন 😊। মাথায় হাত টা রাখবেন শুধু 🙏।

Thank You for sharing...

thx for the contenant

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

ত্রিকোণ প্রেমগুলো সমাজের চোখে নিন্দনীয়, কিন্তু একজন প্রেমিকের মনে এটি রয়ে যায় আজীবন, সে মানুষটিকে ভালোবাসি বলা হয় তো হয়না, সে মানুষটার উপর কোন অধিকার খাটানো যায় না। শুধু নীরবে ভালোবাসা যায়।

জানি পারবে না ভুলতে তাকে,
প্রথম প্রেম যায় না ভোলা কখনো এ সত্য
কীভাবে অস্বীকার করবো আমি ! তুমি বলতে পারো ?

দাদা এই কবিতাটি পড়ে কিছুটা হলেও বুঝতে পারলাম আপনি আপনার ভালোবাসার মানুষটিকে উদ্দেশ্য করে কথাগুলো বললেন।হ্যাঁ,হয়তো আপনি দ্বিতীয় মানুষ তার জীবনে কিন্তু আপনার ভালোবাসা তো একদম খাঁটি।আর আমাদের এক শিক্ষক একটা কথা বলেছিলেন ,ভালোবাসা এমন একটা জিনিস যা এক একজনের জন্য একেক রকম। জানি না কথাটার সত্যতা কেমন ।খুব ভালো লাগলো দাদা আজকের এই সম্পূর্ণ কবিতাটি।

Thank You for sharing...

কারো জীবনে ২য় পুরুষ না হওয়াই ভালো। এতে আমার মনে হয় কষ্ট পেতেই হয়। কারন যদি সে প্রথম পুরুষ কে ছেড়ে আসতে পারে তাহলে একদিন সে ৩য় পুরুষকেও ভালোবাসতে হবে। যদিও এটি কবিতা ছিলো৷ তবে বাস্তবতা অনেক ক্ষেত্রে এমনই হয়৷ আবেগের কাছে পেরে উঠেনা মানুষ।

আমি শুধু একজনকেই ভালোবাসি, আর সে তুমি;
তুমি কি দু'জনকেই ভালোবাসো ?
নাকি শুধু আমাকে ? নাকি এ ভ্রান্ত ধারণা আমার,
তুমি শুধু তাকে !

ভালোবাসা নিয়ে দাদা খুবই সুন্দর কবিতা লিখেছেন, সত্যি আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আসলে ভালোবাসার মানুষকে সব সময় কাছে পেতে চায়। তাকে ছাড়া অন্য কিছু ভাবা যায় না। আপনার কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

Thank You for sharing...

কবিতা টা পড়ে যে কী কমেন্ট করব তার ভাষা আমি হারিয়ে ফেলেছি। সত্যি আমরা মনে হয় সবসময়ই ভুল মানুষ কে ভালোবাসি। ফলে গড়ে উঠে এক এিকোন প্রেমের সম্পর্ক। কিন্তু কেন বার বার আমরাই হেরে যাব এই প্রশ্নের উওর দেবে কে😴।

বন্ধু তোকে ভালোবাসি, ভালোবাসি ভীষণ
তুই না থাকলে ব্যর্থ আমি, ব্যর্থ এ জীবন

তুই না থাকলে ব‍্যর্থ আমি ব‍্যর্থ এ জীবন। সত্যি কী তাই দাদা। ভালোবাসার মানুষকে কখনো নিজের কাছে আটকে রাখতে নেই তাকে ছেড়ে দেওয়া উচিত।

দাদা প্রেমের কত রুপ তা বোঝা টাই যে কঠিন।ভালবাসা সে তো হটাৎ করে আসা এক বৃষ্টির মতন ।

বন্ধু তোকে ভালোবাসি, ভালোবাসি ভীষণ
তুই না থাকলে ব্যর্থ আমি, ব্যর্থ এ জীবন ।


ত্রিকোন প্রেমের ফাদে পড়তে চাই না আমি
সে যে আমায় ভালবাসে সেটাও আমি জানি
ভালবাসা মাপার কি যন্ত্র আছে ? থাকতে পারে
মাপতে চাই না আমি যদি সত্য বের হয় পাছে।
আমার ত্রি-কোন প্রেমে রয়েছে প্রচুর ভয়
জানতে পারলে হৃদয় হয় নিজের অজান্তেই ক্ষয়
যেদিন জেনেছি ভালবাসো তুমি অন্য পুরুষ
সেদিন হৃদয় পাষান করেছি ফিরেছে আমার হুশ।

ধন্যবাদ দাদা ভাল থাকবেন। শুভেচ্ছা ও ভালবাসা রইল।

Thank You for sharing...

বন্ধু তোকে ভালোবাসি, ভালোবাসি ভীষণ
তুই না থাকলে ব্যর্থ আমি, ব্যর্থ এ জীবন ।

দাদা আপনি বাস্তবিক বিষয়টি তুলে ধরেছেন আমাদের সম্মুখে, ভালোবাসার মানুষকে না পেলে সত্যিই ব্যর্থ জীবন।

কবির কাছে আমার মন জানতে চাই , কবিতাটি বাস্তবিক না কাল্পনিক??

জানতে চাওয়ার প্রধান কারণ কবিতাটি পড়ে আমি খুবই কষ্ট পেয়েছি,

শুভকামনা রইল দাদা আপনার ও আপনার পরিবারের জন্য।

দাদা অসাধারন লাগলো আপনার কবিতাটি। প্রতিটি লাইনে অনেক ছন্দময় সাথে স্মৃতি মধুর ছিলে।আসলে সত্যি কারের ভালোবাসা এমনি,যা কোনে ভুলবার নয়।প্রিয় মানুষ টি যেতে দুরে যাক না ,যত ব্যাথা দেয় না কেন, তবুও তাকে মন বার বার পেতে চায়।এটায় সত্যি ভালোবাসা। অনেক সুন্দর কবিতা লিখছেন। অনেক ধন্যবাদ দাদা।

Hi

দাদা আদাব ও আশীর্বাদ নিবেন। আপনার কবিতা আমার অনেক প্রেরণার উৎস। আপনার কবিতা পড়লে কেন যে হৃদয়ের মাঝে এক অদ্ভুত ঢেউ খেলে আমার লেখা এ কবিতাটি ভালোবাসি তোমায় আজো তার উদাহরন। কবিতাটি দাদা আপনাকে উৎসর্গ করলাম।

তুমি দেখো আজও রয়েছি তোমার প্রতীক্ষায়,
আমি এতকটুও বদলায়নি
প্রতিদিন তোমার ফিরে আসার প্রহর গুনি
হয়তোবা তোমার ভুল ভাঙবে একদিন
হয়তোবা তুমি ফিরে আসবে আমার আঙ্গিনায়।

Thank You for sharing...

খুব সুন্দর তো কবিতাটি। ভালোবাসলেই এই রকম হয়।তার সব টুকুই ভালো লাগে।যাই হোক এই লাইনগুলো আমার কাছে খুব ভালো লেগেছে।

ত্রিকোণ এ প্রেমের সংঘাতে এলোমেলো আমার জীবনখানি,
এখানে কালবৈশাখী থামে না,
এখানে বৃষ্টি থাকে বারোমাস ।
এখানে শরৎ আসে না ,
বসন্তের আগমন নিষিদ্ধ এখানে ।
পরভৃৎ হয়েছে পথভ্রষ্ট ।

ধন্যবাদ।

ভালোবাসার মানুষটিকে না পাওয়ায় কবির আকুতি মনটা ভার করে দিলো। আমি চাই পৃথিবীর প্রত্যেকটা প্রেম তাদের পূর্ণতা পাক।

it is good

কত কি ভেবে কত সুন্দর করে লিখে ফেললে দাদা, খুব ভালো লাগলো। কিন্তু তোমার অণু কবিতা আরও বেশি মজা দেয়। 🥰🥰🥰

ভালোবেসে ছিলাম তোকে
আজও ভালোবাসি,
সারা জীবন বেসেই যাব
তোর মুখের ওই হাসি।

তুই যে আমার স্বপ্ন ওরে
তুই যে ভালোবাসা,
তোকে নিয়ে বাধবো ঘর
এটাই মনে আশা।

ব্যাকুল মনের ঝড় তুলেছিস
কেন বুঝিস না,
তুই বিহনে একটি দিনও
আমি বাঁচবো না।

ভালোবেসে যত্ন করে
রাখবো আমি তোকে,
আমার প্রেম প্রীতি দিয়ে
ভুলাবো অতীত টাকে।

বন্ধু তোকে ভালবাসি
বাসবো আজীবন,
তুই বিহনে ব্যর্থ আমি
আমার এ ভুবন।
♥♥

Thank You for sharing...

দাদা,আজকের কবিতার ইতিতেও ব্যর্থ জীবন।গতকাল ও তাই ছিল।যাইহোক আপনার মনের গভীর থেকে লেখা কবিতাখানি।প্রত্যেক লাইন জুড়ে বেদনা আর ভালোবাসা না পাওয়ার দুঃখ স্পষ্ট হয়ে উঠেছে।দূরে সরে গেছে জেনেও সেই গভীর ভালোবাসার গায়ে একটু ও ম্লান হয়ে যায়নি।ভালো লাগলো পড়ে, ধন্যবাদ দাদা।