ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ১৭ (৩১-০৮-২৩ থেকে ০৬-০৯-২৩)steemCreated with Sketch.

in hive-129948 •  last year 


বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ১৭ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @maksudakawsar

পুরস্কার : $২৫ এর দুটি আপভোট


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার


SERIALAUTHORUPVOTEPOST LINK
01@maksudakawsar$25 UPVOTEলাইফ স্টাইল- ভর্তা-ভাতে দুপুরের আহার।
02@maksudakawsar$25 UPVOTEনাটক রিভিউ- পারফেক্ট ম্যাচ

অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


পুরো নাম - মাকসুদা কাওসার। বৈবাহিক অবস্থা - বিবাহিত। শিক্ষাগত যোগ্যতা - সরকারী কবি নজরুল বিশ্ববিদ্যালয় হতে ব্যবস্থাপনা বিষয়ে এবং জাতীয় আইন কলেজ হতে আইন পেশায় উর্ত্তীণ হয়েছেন। বর্তমানে তিনি একজন সরকারী চাকরিজীবী এবং কন্টেন্ট রাইটার। সে সাথে তিনি কম্পিউটার টেকনোলোজি বিষয়ে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান হতে দক্ষতা অর্জন করেছেন। পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম - গান শোনা, ভ্রমণ করা সহ ইত্যাদি। সে সাথে তিনি ভালোবাসেন স্টিমিট প্লাটফর্মে বিভিন্ন ধরণের পোস্ট শেয়ার করতে।মোট ১ বছর ৬ মাস হলো তার স্টিমিট ব্লগিং ক্যারিয়ারের বয়স। স্টিমিটে জয়েন করেছেন ২০২২ সালের মার্চ মাসে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :


Screenshot_2023-09-13-15-59-21-705-edit_com.android.chrome.jpg

তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnqBa8DkmeAHQceyssX8WxSoHCpyqN5uVpvDpFwrq4syCyfAeB2GQRwzcCdaUveyJ4LsaZ143CDYNhLVpMiGLBQnBDXpcdQkF2jC83bqY.jpeg

কবিতা পোস্ট : স্বরচিত কবিতা: স্বপ্ন আমার আকাশ ছোঁয়া...... by @maksudakawsar • 31/08/2023

মানুষ স্বপ্ন দেখেতে ভালোবাসে। ভালোবাসে নিজের স্বপ্ন কে বাস্তবে রূপ দিতে। আর নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য থাকে তার আপ্রাণ প্রচেষ্টা। কিন্তু পৃথিবীর নির্মম পরিস্থিতি অনেক সময় আমাদের স্বপ্ন গুলো কে পূরণ হতে দেয় না। আর তখনই আমরা অনেক আঘাত পাই। …

মাকসুদা ম্যাডামের এই কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। আর ভালোলাগার অন্যতম একটি কারণ হলো এই কবিতার মূল বিষয়টিই হলো স্বপ্ন। যেটা আমাদের সকলের জীবনে থাকে। একটি মানুষের জীবনে নিজের স্বপ্ন গুলোকে পূরণ করাই হয় অনেক বড় একটা ব্যাপার এবং অনেক বড় একটা চ্যালেঞ্জ। একটা মানুষ তার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য তার পুরো জীবনটাই লাগিয়ে দেয়। ঠিক যেমনটা কবিতায় প্রকাশ পেয়েছে। অর্থাৎ এই যে স্বপ্ন সত্যিই আমাদের সকলের আকাশ ছোঁয়া। আর তা ধরতে গেলেই বিভিন্ন প্রতিবন্ধকতা এসে আমাদের সকলকে আটকে দেয়। কিন্তু আমরা থেমে যাই না,আবার অনেক সময় পরিস্থিতি আমাদের থামিয়ে দেয় । কিন্তু সে স্বপ্ন পূরণ করতে না পারলেও আমরা তাও বেঁচে থাকি।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnqBa8DkmeAHQceyssX8WxSoHCpyqN5uVpvDpFwrq4syCyfAeB2GQRwzcCdaUveyJ4LsaZ143CDYNhLVpMiGLBQnBDXpcdQkF2jC83bqY.jpeg

ছবিটি মাকসুদা ম্যাডামের ব্লগ থেকে নেওয়া হয়েছে

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQRo4BZiBqADhurCZZiSLmMgeEaC4D1osAZc6Evq2fdNBdzHpSCbGhoWfzPNwacRcTyR3pAhrSi.png

লাইফ স্টাইল- নাইট ওয়ার্ক করতে গিয়ে ডিনার করা...... by @maksudakawsar • 02/09/2023

মানুষের মন যেন কেমন। এক জায়গায় স্থির থাকতে চায় না। আর তার উপর তো আছে ব্যস্ততা। সারাদিনের বা সারা সপ্তাহের বিশ্রামের পর মনটা কিন্তু চায় একটু হলেও প্রশান্তি। আর সবার কথা জানিনা ছুটির দিন হলে আমার কিন্তু ঘরে মনটিকে না । মন চায় উড়ে বেড়াতে। তেমনি ইচ্ছে ছিলো এ সপ্তাহেও দূরে কোথাও ঘুরে আসতে। …

আমার নিজেরও প্রায় একই অবস্থা। এইযে পোস্টে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে ছুটির দিনে ঘরে মন টিকে না। আমার ও প্রায় এমন অবস্থা। যদিও আমার একেবারে সারা জীবনটাই কাজের মধ্যে ডুবে থাকা হয়। অর্থাৎ ছুটি বলতে আমার জীবনে আমি কিছুই পাইনি। কারণ আমি ছুটি কাটাতে গিয়েও কাজ করি।কিন্তু তাও ফাঁকে ফাঁকে একটু বাইরে ঘুরে আসাটা আমার ও বেশ পছন্দের। আর মাঝেমধ্যে বাইরে খাবার খেলে এবং দুজন মনের মানুষ একসাথে সময় কাটালে জীবনটাও খুব সুন্দর হয়। কারণ আমাদের জীবনটা খুবই ছোট। আর এই জীবনটা উপভোগ করাই আমাদের জন্যে মঙ্গলজনক । সে সাথে এই আইটেম গুলো আমার ও প্রায় খাওয়া হয়,ভালোই লাগে খেতে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQRo4BZiBqADhurCZZiSLmMgeEaC4D1osAZc6Evq2fdNBdzHpSCbGhoWfzPNwacRcTyR3pAhrSi.png

ছবিটি মাকসুদা ম্যাডামের ব্লগ থেকে নেওয়া হয়েছে

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPEribZrjSXTJTeS3Dwxt59YZeL5KU2rpp4fxS1yKSGr4rsfbP9Su7YZS2o1LAtTptmpTaejrzS.png

রেসিপি পোস্ট-মিক্সড ভেজিটেবল সুস্বাদু নুডুলস রেসিপি...... by @maksudakawsar • 08/09/2023

ছুটির দিনের বিকেল টা হওয়া চাই অন্য রকমের । মানে চা কফি আর আড্ডায় ভরে যাবে সমস্ত বিকেল। তা না হলে কি আর ছুটির দিনের মজা আছে? ছুটির দিনের সেই বিকেল কে রাঙিয়ে তুলতে আমার আজকের এই আয়োজন। যেহেতু বাসার সবাই নুডুলস খেতে বেশ পছন্দ করে তাই বাসার সবার জন্য তৈরি করে নিলাম মিক্সড ভেজিটেবল সুস্বাদু নুডুলস রেসিপি। …

যে কোনো পোস্টের মধ্যে রেসিপি পোস্ট আমার বেশ ভালোই লাগে। তার কারণ এই পোস্ট করতে অনেকটা সময় লাগে। আমি নিজেও রেসিপি পোস্ট করি তবে হয়তো বছরের একটার ও কম,কারণ সময় পাই না । আর এই নুডুলসের রেসিপিটা প্রায় সময় আমার বাড়িতে হয়ে থাকে।আর আমাদের বাড়িতে এই রেসিপিটা মোটামুটি এভাবেই করে থাকে। কারণ ওইযে খেতে ভালোই লাগে , সে সাথে যদি অনেক রকমের ভেজিটেবল থাকে তাহলে তো কথাই নেই। আর নুডুলস হতেও খুব একটা সময় লাগে না। আর খেতেও বেশ দারুন। তাই এই রেসিপিটা আমার মনে হয় প্রতি ঘরেই সচরাচর বেশি হয়ে থাকে।আর এটা এমন একটা খাবার যেটা বিভিন্ন রকম করে রান্না করা যায়। আর যেভাবেই রান্না করা হোক না কেনো সবগুলো রেসিপিই খুব স্বাদের হয়।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPEribZrjSXTJTeS3Dwxt59YZeL5KU2rpp4fxS1yKSGr4rsfbP9Su7YZS2o1LAtTptmpTaejrzS.png

ছবিটি মাকসুদা ম্যাডামের ব্লগ থেকে নেওয়া হয়েছে

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81bLXQCmnfsNr59NYdTH8offJbQVwNGKQyYpQproNMz75PjtZMQ6hweZFy4moEfBu4722W7rp5tXuEx7dFmAeYFVYdcFiE.jpeg

"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৩ || শেয়ার করো তোমার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা..by @maksudakawsar •03/09/2023

জীবনটাই আসলে এক রকমের প্রতিযোগিতা। কি করে বেচেঁ থাকবো? কার আগে কে বড় হবো? কার চেয়ে কে আগে সম্পত্তি কিনবো? এসব ভাবতে ভাবতে আর প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই করতে করতেই তো জীবন পার হয়ে যায়। আর সেই সাথে পার হয়ে যায় সময়।…

এই প্রতিযোগিতাটি আমার খুব পছন্দের প্রতিযোগিতার মধ্যে একটি। আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা ৪৩ এ আমি নিজেও অংশগ্রহণ করেছিলাম। আর আপনাদের সকলের সাথে আমার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। কিন্তু উনার জীবনের প্রথম অনলাইন ইনকামের ব্যাপারটা জেনে খুব খারাপই লাগলো। কারণ সে টাকা গুলো হয়তো পরিবারকে নিয়ে আনন্দ করে কোনো কিছু করা যেতো। সেই টাকাগুলোই খরচ হলো প্রিয় মানুষের অন্তিম যাত্রায়। তবে এটাও একটা শান্তির ব্যাপার যে নিজের টাকাগুলো নিজের আপন মানুষের জন্যই খরচ হয়েছে। তবে আমার বেশ কষ্টই লাগলো এ ব্যাপারটা জেনে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81bLXQCmnfsNr59NYdTH8offJbQVwNGKQyYpQproNMz75PjtZMQ6hweZFy4moEfBu4722W7rp5tXuEx7dFmAeYFVYdcFiE.jpeg

ছবিটি মাকসুদা ম্যাডামের ব্লগ থেকে নেওয়া হয়েছে

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW8dsCcuQFHiR8xFBFqCrZYkCRvXVbivJi89Qb3hb5nbDE4msba8rGTDWSZ8jK3WvK9VkTD48HoZZSQLFT9Tx2QFMMG.jpeg

গল্প পোস্ট-জীবন সংগ্রামে পরাজিত নীলিমা...... by @maksudakawsar • 11/09/2023

গল্প পড়তে বা শুনতে কিন্তু বেশ ভালো লাগে। সেটা হউক রোমান্টিক বা সামাজিক অথবা ডিটেকটিভ।গল্পের মধ্যে ঢুকলে কিন্তু আর পৃথিবীর কোন দিকে মন বসে না। গল্পটা শেষ করা চাই চাই। কত যে সময় পার করেছি এই গল্প পড়ার জন্য। আর আজ আমিও গল্প লেখি।…

আমি একজন সাহিত্য প্রেমী এবং বই প্রেমী মানুষ। তাই গল্প পেলেই আমি কখনোই না পড়ে থাকতে পারি না। কারণ গল্প পড়া আমার খুব পছন্দের একটি কাজ।কিন্তু এই গল্পটা পড়ার পরে আমার খুব কষ্ট লাগলো।কারণ অনেক নারীর জীবনটাই এমন,তারা শুধু সবাইকে দিয়ে যায় আর দিয়ে যায়। নিজে কিছুই পায় না। আর শেষবেলায় এসে যখন নিজের জন্যে কিছু করার সময় আসে,তখন কেনো জানি প্রকৃতিও মুখ ফিরিয়ে নেয় সে মানুষের দিক থেকে।এটাই তো জীবন,সব পেয়েও অধরা থেকে যায় সুখ।আর একজন নারী,পুরুষের জীবনে সন্তান সুখটা অনেক বড় একটা ব্যাপার।যারা এই সুখ থেকে বঞ্চিত হয় তাদের পাহাড় সমান অর্থ,সুখ থাকলেও তাদের কাছে সবটাই অশান্তিই মনে হয়। এটাই দুনিয়ার রহস্যময় ব্যাপার।গল্পটা পড়ে ভালো লাগলো কারণ গল্পের প্লটটা একেবারেই বাস্তবিক ছিলো।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW8dsCcuQFHiR8xFBFqCrZYkCRvXVbivJi89Qb3hb5nbDE4msba8rGTDWSZ8jK3WvK9VkTD48HoZZSQLFT9Tx2QFMMG.jpeg

ছবিটি মাকসুদা ম্যাডামের ব্লগ থেকে নেওয়া হয়েছে

মাকসুদা ম্যাডামকে ধন্যবাদ জানাই আমাদের কমিউনিটিকে এতো সুন্দর সুন্দর কোয়ালিটিফুল পোস্ট উপহার দেওয়ার জন্য। কারণ প্রতিটি পোস্টের বানান,মার্কডাউন,ছবি সবকিছুই বেশ সুন্দর ছিলো।আশা করছি ভবিষ্যৎ এও এমন আরো সুন্দর সুন্দর পোস্ট দেখতে পাবো।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৩

টাস্ক ৩৮৪ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 6191f63255147494212417155f2cf4c617e3ce851c57d43a241b910631311b7c

টাস্ক ৩৮৪ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমেই আমি আমাদের সম্মানিত @rme দাদা কে অনেক অনেক ধন্যবাদ জানাচিছ যে আমাকে এমন করে সম্মানিত করার জন্য। এবার ধন্যবাদ জানাতে চাই সমগ্র আমার বাংলা ব্লগ পরিবার কে। যাদের ভালোবাসায় আজ আমি এখানে টিকে আছি। যাদের সাথে আমার আত্মার সর্ম্পক বিদ্যমান। ধন্যবাদ দাদা।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই দাদাকে খুব সুন্দর একটি বিষয় আমাদের সাথে তুলে ধরার জন্য। সেটা হচ্ছে যে ফাউন্ডার চয়েসে প্রতি সপ্তাহে একজন করে ব্লগার অফ দা উইক করার জন্য। মাকসুদা আপুকে ব্লগার অফ দা উইক দেখতে পাওয়াই অনেক ভালো লেগেছে। কারণ আপুর পোস্ট গুলো খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

মাকসুদা কাউসার আপু আমাদের সবার খুবই প্রিয় একজন মানুষ। উনার পোস্টগুলো আমার ভীষণ ভালো লাগে। এছাড়া আপু খুবই ভালো মনের একজন মানুষ। দাদা আপনি উনাকে সেরা ব্লগার হিসেবে নির্বাচিত করেছেন দেখে সত্যিই ভালো লেগেছে।

অভিনন্দন @maksudakawsar আপু। 🎉🥳
আপনার চমৎকার কাজের স্বীকৃতি স্বরুপ এই অর্জন।
আপনার বিগত সপ্তাহের পোস্টগুলো দারুন ছিল এবং অধিকাংশ আমি পড়ার চেষ্টা করেছি। এগিয়ে যান দোয়া রইল।

দাদা আপনার এই উদ্যোগ শতভাগ সফল এবং ব্লগারদের বেশ চাঙ্গা করে তুলতে সক্ষম হয়েছে। সবসময়ই এই অসাধারণ উদ্যোগকে সাধুবাদ জানাই।

Posted using SteemPro Mobile

মাকসুদা কাওসার আপু অনেক ভালো ও কোয়ালিটি ফুল পোস্ট করে।ওনার পোস্টগুলো অনেক ভালো লাগে। উনাকে পাউন্ডার চয়েজে দেখতে পেয়েও খুব ভালো লেগেছিল। আর আজকে উনার পোস্ট বিশ্লেষণ দেখে আরো বেশি খুশি
লাগছে। দাদা ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

মাকসুদা আপু আমাদের কমিউনিটির ভালো মানের একজন ব্লগার। আপুর বিগত সপ্তাহের পোস্ট গুলো দারুণ ছিলো। আপনি পোস্ট গুলো চমৎকার ভাবে পর্যবেক্ষণ করেছেন,যা দেখে খুব ভালো লাগলো। যাইহোক আপুকে এভাবে পুরষ্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

দাদা মাকসুদা আপুর অনেক পোষ্ট আমার পড়া হয়। তিনি খুব ভালো একজন ব্লগার। মনমানুষিকতাও খুব ভালো। তিনি আর্ট,ফুড,রেসিপি,কবিতা,গান সব দিক দিয়েই পারদর্শি। তিনি চাকরির পাশাপাশি ব্লগিংটাকে এনজয় করেন। তিনির কাজ গুলো ফুটিয়ে তুলার জন্য ধন্যবাদ দাদা।

মাকসুদা আপুকে ব্লগার হিসেবে নির্বাচিত করেছেন দেখে খুবই ভালো লাগছে দাদা। তাছাড়া আপনি যেভাবে আপুর সম্পূর্ণ পোস্ট বিবেচনা করেছেন তা দেখে আরো বেশি ভালো লাগছে। আপু কিন্তু সব সময় চেষ্টা করে তার সর্বোচ্চটা দিয়ে বাংলা ব্লগে কাজ করার, তার জন্য অনেক শুভেচ্ছা রইল।

প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও ব্লগার অফ দা উইক ফাউন্ডার'স চয়েস হিসাবে মাকসুদা আপুকে সিলেক্ট করে দুইটি পোস্টে ভোট প্রদান করা হয়েছে। আসলে মাকসুদা আপু প্রতি সপ্তাহে আমাদের মাঝে বেশ ইউনিক পোস্ট করে চলেছে। সত্যিই দাদার উদ্যোগগুলো বেশ ভালোই লাগে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Please Open Steemit For Egypt, I Must Run VPN to Open Steemit. <3

তিনি ভালো কবিতা লিখতে পারেন সেটা আমরা সবাই বিশ্বাস করি। তিনি সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করেছিলেন যার কারণে সেরা ব্লগার হিসেবে নির্বাচিত হয়েছেন।

Posted using SteemPro Mobile

根本不懂啊