ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ০১ (১১-০৫-২৩ থেকে ১৭-০৫-২৩)steemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 

Drawing.sketchpad.png


গত সপ্তাহ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হবে । ইনিই হবেন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হবে । যাঁর লেখা আমার ভালো লাগবে আমি তাঁকেই নির্বাচিত করবো । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হবে ।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @tania69


পুরস্কার : $২৫ এর দুটি আপভোট



ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার


SERIALAUTHORUPVOTEPOST LINK
01@tania69$25 UPVOTEখাসির রেজালার রেসিপি
02@tania69$25 UPVOTEকিছু ফুলের ফটোগ্রাফি

অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

পুরো নাম তানিয়া তমা । জাতীয়তা : বাংলাদেশী । বাংলাদেশের রাজধানী ঢাকায় বসবাসরত । শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো । বিবাহিতা, দুটি সন্তান রয়েছে । শিক্ষাগত যোগ্যতা : গ্রাজুয়েশন কমপ্লিট । ব্লগিং ক্যারিয়ার : স্টিমিটে জয়েন করেছেন ২০২১ সালের সেপ্টেম্বর মাসে - মোট ১ বছর আট মাস হলো তাঁর ক্যারিয়ারের বয়স ।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

sc-02.png
sc-01.png


তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :

Untitled.png

আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের রেসিপি...... by @tania69 • 07 May 2023

আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আলু, বেগুন ও টমেটো দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি।…

প্রথমেই জানিয়ে রাখি আলু বেগুন দিয়ে চিংড়ী মাছের তরকারি আমার খুবই প্রিয় । আসলে আলু বেগুনের ঝোল পেলে আমার আর কিছুই চাই না । এমনকি মাছ মাংসও ফেল আলু বেগুনের ঝোলের কাছে । তানিয়া এই রেসিপিটি অনেক সুন্দর করে তৈরী করেছেন । আলু বেগুনের সাথে তিনি অ্যাড করেছেন পেঁয়াজ-রসুন, টমেটো এবং ধনে পাতা । যার জন্য রেসিপিটি আরো স্বাদের হয়েছে । এছাড়া চিংড়ি তো আছেই । বেশ বড় সাইজের চিংড়ি দেখলাম । সো, স্বাদে একদম ফাটাফাটি যাকে বলে ।


ছবিটি তানিয়ার ব্লগ থেকে নেওয়া হয়েছে

Untitled.png

রঙিন কাগজের মুকুট তৈরি...... by @tania69 • 09 May 2023

আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজের একটি মুকুট তৈরি শেয়ার করবো। রঙিন কাগজের বিভিন্ন জিনিস বানাতে বেশ ভালই লাগে।…

গ্লিটার আর্ট পেপার আর রঙিন পেপার দিয়ে তৈরী এই DIY প্রজেক্টটি এক কথায় জাস্ট অপূর্ব হয়েছে । তানিয়া এই উপকরণগুলি দিয়ে তৈরী করেছেন একটি ঝলমলে বাহারি পেপার ক্রাউন । তিনি খুবই সুন্দরভাবে পেপার ক্রাউন তৈরির প্রত্যেকটা ধাপ বর্ণনা করেছেন ছবি সহ । এর ফলে যে কেউ এই ধাপগুলি অনুসরণ করে এমন বাহারি একটি কাগজের মুকুট তৈরী করতে পারবেন অনায়েসেই।


ছবিটি তানিয়ার ব্লগ থেকে নেওয়া হয়েছে

Untitled.png

নারকেলের নাড়ুর রেসিপি...... by @tania69 • 10 May 2023

আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে নারকেলের নাড়ুর রেসিপি শেয়ার করবো।…

নারিকেল নাড়ু । এর সঙ্গে আমার অনেক স্মৃতি বিজড়িত আছে । যখন গ্রামে থাকতাম তখন পুজো পার্বণে আর শীতকালে প্রচুর নারিকেলের নাড়ু খেতাম । দু'রকমেরই নারিকেল নাড়ু হতো আমাদের বাড়িতে । একটা খেঁজুর গুড়ে তৈরী, আরেকটা চিনির তৈরী । আমার কাছে খেঁজুর গুড়েরটা (নলেন গুড়) সব চাইতে বেশি ভালো লাগতো । যদিও তানিয়া এখানে চিনি দিয়ে নারিকেল নাড়ু তৈরী করেছেন তবুও দেখতে দারুন হয়েছে, আর খেতেও নিশ্চয়ই দারুন স্বাদেরই হয়েছে । চিনির নাড়ু দ্রুত ভেঙে যায়, আর বেশিদিন সংরক্ষণ করা যায় না, অন্যদিকে গুড়ের নাড়ু সহজে ভাঙে না আর অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় । তানিয়াকে ধন্যবাদ পুরোনো দিনের সেই সব নস্ট্যালজিক স্মৃতিকে উস্কে দেওয়ার জন্য ।


ছবিটি তানিয়ার ব্লগ থেকে নেওয়া হয়েছে

Untitled.png

একটি মেহেদির ডিজাইন আর্ট...... by @tania69 • 14 May 2023

আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি মেহেদির ডিজাইন শেয়ার করবো।…

যদিও আমি মেহেদী ডিজাইন টিজাইন এসব সম্পর্কে একদমই অজ্ঞ, কিন্তু, এটি তো একধরণের আর্ট, আর সব ধরণের আর্টই আমার কাছে খুব ভালো লাগে । এই ডিজাইনটি তানিয়া অপূর্ব করেছেন । খুব সূক্ষ্ণ একটি মেহেদী আর্ট এটি । উনি প্রথমে একটি কাগজে আর্টটি করেছেন, নক্সাগুলি অত্যন্ত জটিল এবং অপূর্ব । পরে, আবার সেই কাগজে নকশাকরা আর্টটাই নিজের হাতে করে দেখিয়েছেন । খুবই ফর্সা এবং গোলগাল হাতে নকশাটা অপূর্ব ফুটে উঠেছে। সব মিলিয়ে একদম দশে দশ ।


ছবিটি তানিয়ার ব্লগ থেকে নেওয়া হয়েছে

Untitled.png

কাঁচা আমের জেলি তৈরি...... by @tania69 • 17 May 2023

আজকে আপনাদের সঙ্গে মজার একটি রেসিপি শেয়ার করবো। সেটি হল কাঁচা আমের জেলি। জেলি খেতে মোটামুটি সবাই পছন্দ করেন।…

জেলি জিনিসটি আমার অতি পছন্দের একটি খাবার । প্রায়শই বাড়িতে জ্যাম, জেলি, আচার এসব করে আমার ওয়াইফ । সব রকমের ফলের জেলি করে - আম, লিচু, তরমুজ, শসা, জাম, পেয়ারা, চেরি, আনারস, ডালিম । তবে, এই কাঁচা আমের জেলি একটা আলাদা ফ্লেভারের জেলি । তনুজা দু'একবার করেছে । জাস্ট অসাম খেতে । তানিয়ার কাঁচা আমের জেলি রেসিপিটিও অসাধারণ হয়েছে । উপকরণ থেকে প্রতিটা ধাপ তিনি নিখুঁতভাবে শো করেছেন । এই রেসিপিটি ফলো করে যে কেউই বাড়িতে কাঁচা আমের জেলি তৈরী করতে পারবেন । তানিয়াকে ধন্যবাদ আমার খুবই প্রিয় আর জিভে জল আনা কাঁচা আমের রেসিপিটি শেয়ার করার জন্য ।


ছবিটি তানিয়ার ব্লগ থেকে নেওয়া হয়েছে


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)


তারিখ : ২৫ মে ২০২৩

টাস্ক ২৭৬ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : b6fc0c6bb58d10d85dc0cce775d9273a21c62e147331c31a03c08622d72fd6a1

টাস্ক ২৭৬ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এত সুন্দর করে পর্যবেক্ষণ করে যে আপনি আপনার পছন্দমত একজন ব্লগার নির্বাচন করেছেন এটাই তো সবচেয়ে বড় বিষয়। কারণ বিভিন্ন রকম ব্যস্ততার মাঝে আপনি একজন ব্লগারের পোস্ট চেক করেছেন। পাশাপাশি সবকিছুই খুব বিস্তারিতভাবে তুলে ধরেছেন। হয়তোবা এমন কাজ অন্য কেউ কখনো করবে না। আপনি নিজ থেকে এই কাজটা করেছেন। বিষয়টা আসলেই খুব ভালো লাগলো। আশা করি এঙ্গেজমেন্ট কম হলেও অনেক ভালো ব্লগার কখনো না কখনো বেস্ট ব্লগার অফ দ্যা উইক হতে পারবে।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



দারুন একটি পোস্ট ছিল । একদম নতুন উদ্যোগের একটি পোস্ট পড়ে বেশ ভালো লাগলো । এরকম পোস্ট কখনো দেখতে পাব আশা করিনি । আপনি সবসময় দারুন সব উদ্যোগ নিয়ে হাজির হন যেটা বরাবরই বেশ ভালো লাগে । কবে যে আমার নামটি দেখতে পাব সে অপেক্ষায় রইলাম ।অসংখ্য ধন্যবাদ দাদা ।

দাদা আপনি ইউজারদের কথা ভেবে সবসময়ই দারুণ উদ্যোগ গ্রহণ করেন। আপনার এই উদ্যোগটি সত্যিই বেশ প্রশংসনীয়। তানিয়া আপুর প্রতিটি পোস্ট এককথায় দুর্দান্ত হয়েছে। প্রতিটি রেসিপি খুব লোভনীয় ছিলো। তাছাড়া মেহেদী ডিজাইনটা তো চমৎকার হয়েছে। সামনে ঈদ আসছে এবং ঈদের সময় অনেকেই এই মেহেদী ডিজাইনটা হাতে পরতে পারবে। যাইহোক দাদা এই পোস্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

দাদা, আপনার বিচক্ষনতার তারিফ না করে পারছি না। কি নিখুঁতভাবে তানিয়া আপুর পোস্টগুলো পর্যবেক্ষণ করেছেন। আপনার পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ দেখে সত্যিই খুব ভালো লাগছে। ব্লগার অফ দা উইক, ফাউন্ডার'স চয়েস এতো নিখুঁত বর্ণনা করে উপস্থাপন করেছেন যা সত্যিই প্রশংসনীয়। দাদা,আপনার এই উদ্যোগকে মন থেকে সাধুবাদ জানাচ্ছি। আর এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

@tania69 আপুর রেসিপি ও ডাই (নিজে করি) পোস্টগুলি অসাধারণ। উনি এরকম একটি রিকগনিশন প্রাপ্য। চমৎকার সব কোয়ালিটি পোস্ট। অভিনন্দন।

দাদাকে ধন্যবাদ সুন্দর এই উদ্যোগের জন্য।

ধন্যবাদ ভাইয়া আমার পোস্টগুলো দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করে সবসময় উৎসাহ দেয়ার জন্য।

নিঃসন্দেহে দারুণ একটা উদ্যোগ এবং সেভাবে আপনি রিভিউটি উপস্থাপন করেছেন, তাতে ইউজাররা আরো বেশী উৎসাহবোধ করবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ দাদা

Upvoted! Thank you for supporting witness @jswit.

দারুন একটা উদ্যোগ দাদা। উদ্যোগটা যেমন খুবই ভালো তেমনি সাধারণ সদস্যদের কাছে ভালো একটা সুযোগ। সদস্যরা আরো অনুপ্রেরণা পাবে। আর আমরাও সুন্দর সুন্দর পোস্ট পাবো।

দাদা পোস্ট করার সময় আমিও হয়তো এতটা খুঁটিয়ে পর্যবেক্ষণ করি না যতটা না চমৎকার ভাবে আপনি আমার প্রতিটি পোস্ট পর্যবেক্ষণ করেছেন। এত সুন্দর রিভিউ আসলে কল্পনা করা যায় না। আপনার কাছ থেকে এত সুন্দর রিভিউ পেয়ে আসলেই খুব ভালো লাগছে। কয়েকদিন ধরে অপেক্ষায় ছিলাম আজকে সে অপেক্ষার পানা পূর্ণ হল। একটু ভয়েও ছিলাম না জানি কোন পোস্টে কি ভুল হয়েছে। আমার রেসিপি গুলো দেখে আপনার পুরনো দিনের কথা মনে পড়ে গেল জেনে ভালো লাগলো। তাছাড়া নাড়ু যে চিনির জন্য ভেঙে যাচ্ছিল তা আজকে জানতে পারলাম। ধন্যবাদ দাদা আমার পোস্টগুলো এত সুন্দর করে দেখার জন্য।

গোলগাল হাতে নকশাটা অপূর্ব ফুটে উঠেছে।

এমনিতেই ওজন কমানোর চেষ্টা করছি। এটা দেখার পর মনে হচ্ছে আরো উঠে পড়ে লাগতে হবে । আবারো ধন্যবাদ দাদা।

  ·  2 years ago (edited)

দাদা তানিয়া আপুর পোস্টগুলো সত্যিই অসাধারণ। আর আপনি আসলে প্রত্যেকটা পোস্ট খুব ভালোভাবেই নোটিশ করেছেন দেখছি। এজন্য বিষয়টা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর আপনার এই উদ্যোগটা অনেক বেশি ভালো লেগেছে। সত্যি তানিয়া আপু আপনার এই উদ্যোগের যোগ্য ছিল।

সত্যি বলে দাদা আপনার প্রতিটি উদ্যোগই নিঃসন্দেহে প্রশংসনীয় । এবারের এই উদ্যোগের মাধ্যমে প্রতি সপ্তাহে আরো একজন স্পেশাল ব্লগার দেখতে পাবো। আর এই পোষ্টের মাধ্যমে তার পোস্টের আলোচনা সমালোচনা দেখতে পাবো। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করি।

Hello friends, if you support me, I will support you too. If you follow me, I trust you too.

Check here :- @ashutos

হ্যালো বন্ধুরা, আমাকে সমর্থন করলে আমি আপনাকেও সমর্থন করবো। আপনি আমাকে ফলো করলে, আমি আপনার উপর বিশ্বাস করবো

IMG_20230412_225217.jpg

দারুন ভাবে আপনার বিশ্লেষণ আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। আপনার এই উদ্যোগটি গ্রহণ করার পর থেকে এখন সকলের মধ্যেই কোয়ালিটি পোস্ট করার প্রবণতা বৃদ্ধি পেয়ে যাবে।

ব্লগার অফ দা উইক নির্বাচনের ক্ষেত্রে গত সপ্তাহের ফাউন্ডার'স চয়েসটি নিঃসন্দেহে শতভাগ সঠিক ছিল।ফাউন্ডার'স চয়েস প্রক্রিয়ার মাধ্যমে অনেকেই পর্যায়ক্রমে সপ্তাহের সেরা ব্লগার নির্বাচিত হওয়ার সুযোগ পাবে বলে আমি মনে করি।

ইউজারদের উৎসাহ দেয়ার জন্য প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোগ নিয়ে থাকেন। আপনার এ উদ্যোগটিও তেমনি একটি উদ্যোগ।শত ব্যস্ততার মাঝেও আপনি সাধারন ইউজারদের পোস্ট পড়ে ,তাদের পোস্টের চুরচেরা বিশ্লেষন করেছেন। নতুন ধরনের পোস্ট পড়ে বেশ ভাল লাগছে। অনেক ধন্যবাদ দাদা।

সত্যিই দাদা দারুণ এবং ইউনিক একটি উদ্যোগ গ্রহণ করেছেন ৷ এমন দারুণ কিছু উদ্যোগ নেওয়া এবং বাস্তবায়ন করা কেবল আমার বাংলা ব্লগ কমিউনিটিতেই সম্ভব ৷ প্রথমেই বলি আপনার এই উদ্যোগ টি আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে ৷এবং প্রথম বার তানিয়া আপুকে এই লিস্টে দেখে অনেক ভালো লাগলো ৷ অভিনন্দন জানাই আপুকে ৷ আপুর প্রত্যেকটি পোস্ট আসলেই চমৎকার ছিলো ৷ যাই হোক , অসংখ্য ধন্যবাদ দাদা এমন সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য ৷ ভালো থাকবেন , শুভকামনা রইল আপনার জন্য ৷

দাদা আপনার ঘোষনার পরে ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস আজকে প্রথম শেয়ার করলেন। তানিয়া আপুর ভাগ্য ভাল যে তিনির সব গুলো পোষ্ট আপনার কাছে ভাল লেগেছে। তাছাড়া প্রত্যেকটা পোষ্টই ভাল লাগার মত ছিল। আশা করি আপনার দেওয়া গিফট পাওয়ার জন্য সবাই ইউনিক জিনিষ তৈরী করবে। উৎসাহ নিয়ে কাজ করবে। আপনার উদ্যোগকে স্বাগত জানাই। ধন্যবাদ দাদা।

সুন্দর সুন্দর পোস্ট করেছিল দেখছি। আসলে এই প্লাটফর্মকে ভালোবেসে অনেক কাজে দক্ষ হতে পেরেছি আমরা এটাই অনেক বড় প্রাপ্য ছিল।

  ·  2 years ago Reveal Comment