image source: copyright & royalty free image sharing website piXabY
কবিতা : "বেদনার অশ্রু বৃষ্টি হয়ে ঝরে"
💕
আমি বৃষ্টি ভালোবাসি,
বৃষ্টির ফোঁটা যখন ঝরে,
আমি অপলক চোখে তাকিয়ে থাকি ।
আমার মনে হয় আকাশের
ভারী মন খারাপ আজ ;
তাইতো অঝোর ধারায় অশ্রু বর্ষণ করে চলেছে সে।
আমি বৃষ্টিতে ভিজতে ভালোবাসি;
আকাশের বেদনা, নিজের বেদনা একাকার করে,
দু'জনেই অশ্রু বর্ষণ করে চলি ।
নিজ অন্তরের বেদনা অশ্রু হয়ে ঝরে,
বৃষ্টির জলে মিশে আড়াল করে চলে;
বৃষ্টির শব্দে কান্নার শব্দ অবিরত তাই ঢাকে ।
হৃদয়ের রোদন-ধ্বনি নিজেই পাই না শুনতে,
নিজের চোখের জল নিজেই পাই না দেখতে;
তাই আমি বৃষ্টি ভালোবাসি ।
শুনেছি বেদনার রং নীল হয়.
কিন্তু, আমার বেদনার রঙ আমি দেখেছি;
রঙ নেই তার কোনো ।
ঠিক যেনো বৃষ্টির ফোঁটার মত, ঠিক যেন অশ্রু ফোঁটার মত,
কোনো রঙ নেই তার অথচ,
কী নিঃসীম বেদনা, যার আছে সেই শুধু জানে ।
রিক্ত হৃদয়ের শূন্যতার হাহাকার,
তাই অশ্রুর জলে, বৃষ্টির জলে মিশে,
নদী হয়ে আজ ঝরে ।
💘
♡ ♥💕❤
বৃষ্টির জল বেদনার জল একাকার হয়ে যায়। বেদনার রং নীল অনেকেই বলে কিন্তু আমার কাছে মনে হয় বেদনার রঙ যেন কালো অন্ধকার। বৃষ্টিতে ভিজে ভিজে সব কষ্ট ভুলে যাওয়া যায় এবং বৃষ্টিতে ভেজা অনেকের জন্য আনন্দের। খুব ভালো লেগেছে আপনার কবিতাখানি এবং ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসম্ভব সুন্দর কবিতা।দারুণ অর্থবহ ফুটে উঠেছে।বৃষ্টির জলের সঙ্গে অশ্রুর জলের অফুরন্ত মিল তুলে ধরা হয়েছে।যেখানে বৃষ্টির জলের ফোঁটার কোনো রং,বর্ন, স্বাদ ও গন্ধ নেই তেমনি অশ্রুর জলেও নেই।বৃষ্টির টিপটিপ শব্দের মাঝে অশ্রুর হাহাকার ভরা কান্না কোথায় লুকিয়ে যায়।নিজের চোখের জল ও বৃষ্টির জলে মিশে একাকার হয়ে ঝরে পড়ে।সেই জল নদীতে গিয়ে মিশে যায়।খুবই সুন্দর লেখনী।ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার লেখা বেদনার অশ্রু বৃষ্টি হয়ে ঝরে কবিতাটি জাষ্ট ওয়াও এক কথায় অসাধারণ লেগেছে আমার কাছে। আপনি এতো সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে প্রতিনিয়তই উপহার দিয়ে যাচ্ছেন তা দেখে আমি মুগ্ধ। আপনার কবিতা পরে আমি উৎসাহিত হই কবিতা লেখার জন্য। চেষ্টা চালাচ্ছি হবে খুব দ্রুতই। প্রতিটি লাইন খুব সুন্দর ছিল।
তবে আমার কাছে এই লাইন গুলো একটুও বেশি ভালো লেগেছে। আমরা সবাই বৃষ্টি খুব পছন্দ করি। বৃষ্টির পানিতে ভিজতে চায়না এমন খুজে পাওয়াই মুশকিল। কিছু সময় আছে বৃষ্টির ফোঁটা পরলে আমরা কম বেশি সবাই একটু কিসের যেন চিন্তাই মগ্ন হয়ে পরে। শুভকামনা রইল দাদা ভালোবাসা অবিরাম💖💖।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিজের গল্পের সাথে অনেক মিল খুঁজে পাওয়া যায় লাইনটিতে। শূন্য হৃদয়ে সত্যিই অনেক কেঁদেছি ভিজেছিল দুটি চোখ 👀 আর ব্যর্থ হৃদয়। কিন্তু চোখের জল মনের শক্তিকে দমাতে পারেনি। হয়েছি আগোয়ান বিপদ মোকাবেলায়।
দাদা সেলুট তোমায় বাস্তববাদী চমৎকার কবিতার জন্য 💌
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রিক্ত হৃদয়ের শূন্যতার হাহাকার,
তাই অশ্রুর জলে, বৃষ্টির জলে মিশে,
নদী হয়ে আজ ঝরে ।
💘
আপনার কবিতা গুলো পড়লে কবিতা পড়ার প্রতি নেশা ধরে যায় । কবিতার প্রতিটি লাইন ভিতরে নাড়া দেয়। কবিতার কথা গুলোও বেশ প্রাঞ্জল।আপনি যেনো সবসময় আমাদের মাঝে এমন কবিতা উপহার দেন এজন্য শুভ কামনা এবং ভালোবাসা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার এই কবিতার ভাষায় প্রকাশ পেয়েছে বিরহ ভালোবাসার। তবে এই ধরণের কবিতা আমার কাছে অনেক ভালো লাগে। যদিও কষ্টকর ,তবে দাদা এই কবিতা গুলো পরে অনেক মজা পাওয়া যায় ,বিশেষ করে মনে কষ্ট থাকলে আরো বেশি ভালো লাগে , অনুভব করে পড়া যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা, এইযে কথাগুলো লিখেছেন,এগুলো পড়ে এতই ভালো লেগেছে যে বলে বোঝাতে পারবো না। কারণ আমিও মাঝে মাঝে চিন্তা করি বৃষ্টি আর চোখের পানির মিল হয়ে যায় যখন আমরা বৃষ্টিতে ভিজি,তখন ২ টাই মিলেমিশে একাকার।কারো বোঝার সাধ্য নেই। খুব ভালো লেগেছে কবিতাটি, সম্পূর্ণ মনের ভাব তুলে ধরেছেন এই কবিতায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ দাদা কবিতাটি আসলেই অনেক চমৎকার ছিল প্রত্যেকটি কবিতার লাইন মনে হচ্ছে অনেক সুমধুর আমার ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ দাদা এরকম একটি কবিতা আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা বেশ চিত্তাকর্ষক, আমার ভাই. আপনি সাধারণত দুর্দান্ত কবিতা লেখেন এবং আমি এটির প্রশংসা করি। আমি আপনার অতীতের কিছু কবিতাও পড়েছি, যা আমার কাছে সমান বিস্ময়কর মনে হয়েছে। আমরা যখন কবিতা পড়ি তখন আমরা অনেক আবেগ অনুভব করতে পারি, এবং এমন অনেক শব্দ রয়েছে যা এটি করে। আপনাকে অনেক ধন্যবাদ, ভাই, আমাদের সাথে এই দুর্দান্ত কবিতাটি ভাগ করার জন্য সময় দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার লেখা কবিতার এই লাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আকাশ যেমন তার কষ্ট গুলোকে বৃষ্টির মাধ্যমে ঝড়িয়ে ফেলে তেমনি আমরা আমাদের মনের ভিতরে জমা কষ্ট গুলোকে চোখের অশ্রু দিয়ে ঝড়িয়ে ফেলি। কষ্টগুলো কখনো বৃষ্টি হয়ে ঝড়ে কখনো বা চোখের অশ্রু হয়ে ঝড়ে পরে। কারন কষ্ট গুলোকে মনের ভিতর লুকিয়ে রাখতে নেই। বৃষ্টি যেমন তার ভিতর জমা কষ্টগুলোকে ঝড়িয়ে দেয় তেমনি বৃষ্টির মতো আমরা আমাদের মনের কষ্ট গুলোকে চোখের পানিতে নিঃশেষ করে দেই। তাই আমি বৃষ্টি ভালবাসি। কারণ বৃষ্টিতে ভিজে আকাশের বেদনা ও নিজের বেদনা একাকার করে বর্ষণের মাধ্যমে ঝড়ে ফেলি। তাই বৃষ্টি আমার এত প্রিয়। বৃষ্টিভেজা মুহূর্তগুলো খুবই উপভোগ করি। তখন মনে হয় যেন আকাশ তার কষ্টগুলো বৃষ্টির ফোটার সাথে ঝড়িয়ে ফেলছে। তাই আমিও সেই বৃষ্টিতে ভিজে ভিজে নিজের কষ্ট গুলো বিলিয়ে দিতে চাই বৃষ্টির মাঝে। দাদা আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। আপনার জন্য শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আমি খালি একটা ব্যাপার ই ভাবি।তা হচ্ছে আপনি এতো দারুণ ভাবে লাইনগুলো মিলিয়ে ফেলেন কি করে!এটাই তো আমার মাথায় আসেনা।আসলে এই হাহাকার গুলো হয়তো এভাবেই ঝরে যায়,সকলের অন্তরালে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিজ অন্তরে বৃষ্টি অশ্রু হয়ে ঝরে কথাটি আপনি একদম ঠিক বলেছেন দাদা। আকাশের কান্না আমরা দেখে উপলব্ধি করতে পারি কিন্তু অন্তরের কান্না কখনো কাউকে দেখানো যায়না। অন্তরের ভিতর কান্না আমাদের দুচোখে অশ্রু হয়ে ঝরে। চোখের অশ্রুর সাথে আকাশের বৃষ্টির অনেক মিল রয়েছে। আকাশ যেমন তার মন খারাপের সময় বৃষ্টি হয়ে এই পৃথিবীর বুকে ঝরে পরে তেমনি আমাদের মন খারাপ হলে আমাদের ভেতরে জমা কষ্টগুলো দুচোখে অশ্রু ধারা হয়ে ঝরে পরে। হয়তো আকাশের কান্না সবাই দেখতে পায় কিন্তু হৃদয়ের কান্না কেউ দেখতে পায়না। যখন আকাশের কান্না বৃষ্টি হয়ে ঝরে তখন নিজের কষ্টগুলোকে মুছে ফেলতে বৃষ্টির সাথে সাথে কাঁদতে ইচ্ছে করে। কারণ বৃষ্টি ঝরে পরার শব্দে হয়তো আমাদের হৃদয় থেকে ঝরে পরা কান্নার শব্দ কেউ বুঝতেই পারবে না। আকাশের কান্নার শব্দে হৃদয়ের কান্না অস্পষ্ট থেকে যাবে। ধীরে ধীরে হৃদয়ে জামা কষ্টগুলো কান্না হয়ে ঝরে পরবে। আমাদের হৃদয়ে জমানো বেদনা গুলো বৃষ্টি হয়ে ঝরবে। দাদা অসাধারণ একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেদনার অশ্রু বৃষ্টি হয়ে ঝরে কবিতাটি অসাধারণ হয়েছে দাদা প্রতিটি লাইন মন ছুঁয়ে যাওয়া মতো। আপনার কবিতা গুলো পড়লে অনেক বেশি ভালো লাগে। আশাকরি আপনার কাছে থেকে আরো ভালো ভালো কবিতা পাবো আমরা। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সবসময় এই কামনাই করি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। আপনার এই কবিতার মাধ্যমে মনের দুঃখ-কষ্ট কথা উল্লেখ করেছেন। আসলেই কবিতাটি আমাদের খুবই বাস্তবতাকে মনে করিয়ে দেয়। আমরা যখন কষ্টে বেদনায় যন্ত্রণায় ভুগতে থাকি। তখন আমাদের চোখ থেকে অশ্রু মাধ্যমে এ কষ্টগুলো দূর হয়। যেমন আকাশটা কালো মেঘে ঢাকা থাকে আর এই কালো মেঘ দূর হয় বৃষ্টির মাধ্যমে। বৃষ্টি নামার শেষে আকাশটা সেই পরিষ্কার নীল আকাশের রূপ নেয়। ঠিক আমাদের মনেও কষ্টটা দূর হয়ে যায় তখন আমাদের ভালো লাগে। আর এই কষ্টটা কান্নার মাধ্যমে চোখের অশ্রু জলের মাধ্যমে দূর হয়ে যায়। আপনার কবিতাটি আমার খুবই ভালো লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কবিতাগুলো পড়লেই ভালো লাগে। কারণ আপনি খুবই সুন্দর ভাবে কবিতাগুলো লেখেন। কবিতার প্রত্যেকটা লাইন খুবই সুন্দর ভাবে। আপনি ধাপে ধাপে উপস্থাপন করেন এক লাইনের সাথে অন্য লাইনের খুবই সুন্দর মিল পাওয়া যায়। আপনার এই কবিতাটি পড়ে আজকে আমার খুবই ভালো লাগলো। কারন কবিতাটি একদম বাস্তবতা নিয়ে। আসলে আমরা যখন বেদনা কষ্ট পায় তখন আমাদের চোখ দিয়ে অশ্রু মাধ্যমে এই বেদনা দূর হয়ে যায়। আপনার কবিতাটি আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ হয়েছে আপনার লাইনটা মন যেনো ছুয়ে গেলো।কি আর বলবো আপনার কবিতা যত দেখছি তত বেশি অবাক ইচ্ছি।সব মিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার প্রতি শুভকামনা এবং ভালোবাসা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি খুব সুন্দর হয়েছে দাদা। আকাশের বেদনা নিজের বেদনা কথাটা খুব সুন্দর লেগেছে আমায়। ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই দাদা আপনি খুবই সুন্দর কবিতা লেখেন। আপনার কবিতার ভাষা গুলো আমার খুবই ভালো লাগে, আজকের এই কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। আসলে আমরা যখন মন খারাপ করে থাকি বা চোখের কোণা দিয়ে যখন আমাদের জল চলে আসে। তখন মনে হয় যেন আমাদের হৃদয়ের কষ্ট বৃষ্টির মাধ্যমে ঝরে যাচ্ছে। ঠিক আকাশের যেমন বৃষ্টির মাধ্যমে তার অশ্রু গুলো ঝরে যায়। আপনার এই কবিতার প্রতিটা লাইন আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার কবিতাটি আজকে আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে আমাদের বেদনার কষ্টগুলো অশ্রু হয়ে ঝরে যায়। আমরা যখন কষ্ট পাই কোন কিছু নিয়ে তখন অশ্রু আমাদের চোখ থেকে ঝরে এই বেদনাকে দূর করে দেয়। যেমন আকাশ থেকে বৃষ্টি ঝরার মাধ্যমে আকাশের কালো মেঘটা দূর হয়ে যায়। ঠিক তেমনি আমাদের মনের যন্ত্রণা বেদনা গুলো এই অশ্রুর মাধ্যমে ঝরে যায়। আপনার কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি বৃষ্টিতে ভিজতে ভালোবাসি;
আকাশের বেদনা, নিজের বেদনা একাকার করে,
দু'জনেই অশ্রু বর্ষণ করে চলি।
দাদা কবিতার এই লাইন গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আকাশ যেমন তার ভিতরের কষ্টগুলোকে বৃষ্টির মাধ্যমে ঝড়িয়ে দেয় ঠিক তেমনি আমরাও আমাদের দুঃখ কষ্ট গুলোকে চোখের অশ্রুর মাধ্যমে ঝড়িয়ে দিই। দাদা কবিতাটির প্রতিটি লাইন আমার কাছে মনমুগ্ধকর লেগেছে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা এই দুনিয়ার শত শত মানুষ বেদনা হয়ত এভাবেই সবার থেকে আড়াল করে। দুনিয়ার থেকে তার বেদনা লুকানোর চেষ্টা করে। বৃষ্টির পানির সাথে আমাদের মনের বেদনা গুলো ঝরে পড়ে। চোখের পানিকে লুকিয়ে ফেলে বৃষ্টির পানি। নিঃশব্দে মনের ব্যাথা গুলো বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা সত্যিই অসাধারণ হয়েছে আপনার আজকের কবিতাটি ।আমার কাছে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন খুবই চমৎকার লেগেছে। অনেক বেশি ভালো লেগেছে আপনার কবিতাটি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কঠিন একটি হৃদয় নিংড়ানো কবিতা পড়লাম। কঠিন লিখেছেন।
বেদনার অশ্রু মানে চোখের জল । আর চোখের জলের কোন রং হয় না দাদা। সত্যি বলেছেন বেদনার রং নেই ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের কবিতাটি অনেক ইউনিট লাগছে। অনেক নিত্যনতুন শব্দগুচ্ছ দিয়ে আজকের কবিতাকে আপনি সাজিয়ে তুলেছেন। আমি ব্যক্তিগতভাবে বৃষ্টিতে ভিজতে অনেক ভালোবাসি সেই সুবাদে আজকের কবিতাটা আমার অনেক মনে ধরেছে। ধন্যবাদ দাদা অসাধারণ এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই দারুন কবিতা লিখেছেন দাদা। আপনার কবিতার মাধ্যমে আকাশের মনের কষ্ট জানা যাচ্ছে। আকাশ নিজের কষ্ট কে বৃষ্টির ফোটার সাথে ঝড়িয়ে ফেলে। যেমন মানুষ নিজের কষ্ট কে চোখের জলের ফোটার সাথে ঝড়িয়ে ফেলে।আইটা সত্যি যখন মানুষের মন টা খারাপ থাকে ও নিজেকে একা ভাবে তখন বৃষ্টিতে কাঁদলে মানুষ নিজেকে একা ভাবে না, মনে হয় বৃষ্টির ফোটার গুলো মনের কষ্ট কে শুনছে । কাঁদার পর আইটা ভেবে মন টা খুবই হালকা হয়ে যায়। আপনার কবিতার প্রতিটি লাইন আমায় খুবই ভালো লেগেছে।ধন্যবাদ দাদা এতো সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক দাদা যার আছে সেই শুধু জানে নীরবে সহ্য করতে হয় পাশে থাকা লোকটিও বুঝতে পারেনা কারণে..... এর রংনেই গন্ধ নেই দেখা যায় না ছোয়া যায়না শুধু যার কষ্ট তাকেই অনুভব করতে হয়
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতাটি অসাধারণ লিখেছেন আপনার কবিতার আমি বৃষ্টিতে ভিজতে ভালোবাসি;
আকাশের বেদনা, নিজের বেদনা একাকার করে,
দু'জনেই অশ্রু বর্ষণ করে চলি । দাদা এই লাইন টা আমার কাছে অনেক ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময়ের ব্যবধানে সবকিছুই আসলের দিকে যেতে পারে।বেদনা, অশ্রু, মায়া কোন কিছুই স্থায়ী নহে। সব অনুভূতির বহিঃপ্রকাশ ঘটুক, তার নিঃশেষে এই কামনায়-
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা খুব সত্যি কথা দাদা, বেদনার অশ্রু বৃষ্টির মত ঝরে যার। বেদনা সেই বোঝে যার মনে কষ্ট ।সেই বোঝে বুক ফাটে তো মুখ ফাটে না। তখনই সেই কষ্ট চোখের মাধ্যমে অশ্রু হয়ে বৃষ্টির মত পড়তে থাকে। খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন দাদা পড়ে খুবই ভালো লাগলো ।
ধন্যবাদ ও দোয়া রইলো দাদা এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই চমৎকার একটি কবতা লিখেছেন দাদা।কোনো একজন লেখক বলেছিলেন আমি বৃষ্টিতে ভিজে কান্না করি যাতে কেউ না দেখতে পাই। আসলেই চোখের জলের দাম মানুষ এখন দেইনা তাই আরালেই জল বিসর্জন ভাল।খুব গুছিয়ে লিখেছেন। কবিতার গভিরতা অনেক। 🥰🥰❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম দাদা। সবসময় সুন্দর কবিতা লেখেন আপনি। আপনার পূর্বের কবিতাগুলোও পড়েছিলাম সেগুলোও অনেক সুন্দর হয়েছে। কবিতার মাঝে অনেক কথা থাকে যা আমাদের মনের অনেক ভাব ফুটিয়ে তোলে। অনেক ধন্যবাদ দাদা,এই সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতার এই লাইনগুলো অসাধারণ ছিল। আমার সম্পূর্ণ কবিতাটি খুব ভালো লেগেছে, আসলেই কবিতার মাধ্যমে আকাশ, বৃষ্টির সাথে আমাদের মনের মিল প্রকাশ পেয়েছে।ধন্যবাদ আপনাকে,এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরো কবিতার সারমর্ম জানো এখানে আমি খুঁজে পাই। একজন প্রেমিক হৃদয়ের হাহাকার দুঃখ-কষ্ট-বেদনা যেন ফুটে উঠেছে। আমি বৃষ্টিকে থেকে ভালবাসি। বৃষ্টিতে ভিজতে ভালোবাসি। আপনার এই ধরনের রোমান্টিক এবং কষ্টের কবিতা গুলো আমাকে মাঝে মাঝে আনন্দ দেয় মাঝে মাঝে খুব কষ্ট দেয়। তবে আমি প্রতিনিয়ত ও অবাক হয়ে তাকিয়ে রই কিভাবে আপনি এত সুন্দর কবিতা রচনা করেন কীভাবে সম্ভব একজন ব্যক্তির এত সৃজনশীলতা এত প্রতিভা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি অনেক সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে আপনি আপনার কবিতাটি আমাদের মাঝে শেয়ার করেছেন, আর পড়ে খুবই ভালো লাগলো। আর যাই হোক এরকম পোস্ট আমাদের মাঝে করার জন্য। আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দৃষ্টি কবিতার পরে এই কবিতাটিও অসাধারণ হয়েছে দাদা।
লাইনগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। বেদনার রঙ কি আসলেই নীল হয় দাদা? আমার জানা নেই। আমার বেদনার রঙ দেখেছি। রঙ নেই তার কোনো। অনেকটা মিলে যায় জীবনের সাথে। অসাধারণ লিখেছেন দাদা। ভালোবাসা রইল আপনার জন্য 😭❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার সব গুলো কবিতায় আমার কাছে বেশ ভালো লাগে।
বেদনার অশ্রু বৃষ্টি হয়ে ঝরে এই কবিতা টা অনেক বেশি ভালো লেগেছে দাদা।দাদা আপনার সব গুলো পোস্ট কবিতা থেকে শুরু করে সব গুলো পোস্ট দারুণ হয়,
আপনি সব কিছুতেই মাশাআল্লাহ অলরাউন্ডার।
কবিতার এই লাইন গুলো আমার অনেক ভালো লেগেছে দাদা।
আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ বাহ বাহ দাদা। দারুণ লিখেছেন কবিতাটা। এ যেন কোনো হৃদয় ভাঙা মানুষের আত্মচিৎকার আপনার কবিতার মাধ্যমে ফুটে উঠেছে।
এই লাইন চারটি অসাধারণ ছিল। বস্তুত যারা নাকী মানুষের সামনে কাঁদতে পারে না তারা নাকী বৃষ্টিতে ভেজার সময় কান্না করে যাতে কেউ তাদের কান্না দেখতে না পায়। এই লাইনটার সারমর্ম হয়তো এইটুকুই ছিল আমার মতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা, আগের কবিতাগুলো পড়েছিলাম প্রতিটি কবিতা ছিল রোমান্টিক ভালোবাসার। আর আজকের কবিতায় বেদনার আকাশে কালো মেঘ হয়ে বৃষ্টি হয়ে ঝরছে। যাইহোক, কবিতার প্রতিটি লাইনের লাইনের মিল এবং ছন্দ দারুণভাবে মিলেছেন। এত সহজ এবং সাবলীল ভাষা দিয়ে অসাধারণ কবিতা লেখা যায় সেটা দাদা আপনার কবিতাগুলো পড়লেই বুঝতে পারি। আর এটা সত্য কথা দাদা, মানুষের মনের গভীর বেদনা এবং হাহাকার গুলো চোখের জল হয়ে ঝরে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শ্রদ্ধেয় দাদা আপনার কবিতাটি অত্যান্ত অসাধারণ। যা প্রশংসা করার জন্য ভাষা খুজে পাচ্ছি না। প্রতিটি লাইন একটি সাথে অন্যটির চমৎকার মিল রয়েছে। জীবনের বাস্তবতার সাথে কবিতার লাইনগুলো জড়িয়ে আছে। আমার কাছে কবিতাটি খুব ভালো লেগেছে। আপনি এত সুন্দর, গোছালো, এবং সূক্ষ্মভাবে কিভাবে লাইন গুলো লেখেন আমি বুঝি না। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা খুব সুন্দর হয়েছে আপনার লেখা কবিতা । কী সুন্দর মিল আমাদের আর বৃষ্টির মাঝে। বৃষ্টির কান্না যেন সারা জীবনের জন্য তাই তো বৃষ্টি ঝরে। কবিতার এই অংশটুকু আমার ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কবিতার কি আর শেষ আছে দাদা। কবিতা গুলো কত সুন্দর ভাবে লেখেন। আজকের কবিতাটাও অনেক ভালো লাগলো পড়ে। আপনার প্রত্যেকটা কবিতা খুবই ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেদনা গুলো অশ্রু হয়ে
ঝরছে অবিরত
কষ্টগুলো অবলীলায়
বাড়িয়ে দিচ্ছে ক্ষত
লোকমুখে শুনেছি অনেক
কষ্টের রং নীল
বেদনাগুলো স্বচ্ছ হয়ে
মারছে আমায় ঢিল
ভালো লাগে বৃষ্টি আমার
বৃষ্টির ফোটার শব্দ
অপলক চোখে তাকিয়ে থাকি
কেউ করেনা জব্দ।
হৃদয় পাঁজর শূন্য হয়ে
করছে হাহাকার
বৃষ্টির জল আর অশ্রু জলে
মিলে একাকার♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জানি না দাদা কেন প্রতিটা লাইন মনে হচ্ছিলো আমার মগজ থেকে লিখে দিছেন। মানে আমি কবিতা লিখতে পারি না তবে আমার বৃষ্টি ভালো লাগে। মনে হচ্ছিলো নিজের গল্প পড়ছি। আপনি মারাত্মক লিখেন এতে কোন সন্দেহ নেই তবে কবিতাতে ফিল করার মতো অনেক জায়গা আছে।যেমন এটা,
অদ্ভুত ভাবে নিজের চিন্তা ধারার সাথে মিলে যাচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
안녕하세요 우수한 게시물입니다.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার নিজের সাথে যথার্থ মিল আছে দাদা। বৃষ্টির দিনে বৃষ্টির ফোঁটা গুলো খুব মনোযোগ দিয়ে দেখতে থাকি, বৃষ্টি পর্যায়ক্রমে বেশি হলে মনের মাঝে আনন্দটা বেড়ে যায়।
আপনার লেখা কবিতা পড়ে ভালো লাগলো, পরবর্তী কবিতার অপেক্ষায় রইলাম দাদা 💚
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই রং নেই বেদনার। বেদনার বহিঃপ্রকাশ চোখের জল দিয়ে, আর জলের কোন রঙ নেই। এত অদ্ভুত সুন্দর করে বেদনাকে বর্ণনা করা আপনার পক্ষেই সম্ভব। দারুণ কবিতা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit