"আমার বাংলা ব্লগের" ফান MEME টোকেন $PUSS HODL কনটেস্ট এর বিজয়ী ঘোষণা ও প্রাইজ ডিস্ট্রিবিউশন

in hive-129948 •  2 months ago 


Drawing (11).png


দুই মাস পূর্বে ২৭-শে আগস্ট "আমার বাংলা ব্লগ" কর্তৃক আয়োজিত "আমার বাংলা ব্লগের" ফান MEME টোকেন $PUSS HODL কনটেস্ট নামে বিশেষ এবিবি কন্টেস্টের ঘোষণা করা হয় । ঘোষণাটি করা হয় আমার একাউন্ট @rme থেকে । পোস্ট লিংক । এই কনটেস্টটির সময়কাল ছিল এক সপ্তাহ । এবারও যথারীতি যথেষ্ঠ ভালো সাড়া পেয়েছিলাম আমরা । কমিউনিটির অনেকেই $PUSS কিনে হোল্ড রেখেছেন দেখে আমার খুবই ভালো লেগেছে । এবারের কন্টেস্টে সর্বমোট ২৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন ।


প্রতিযোগিতার বিজয়ী বাছাইয়ের কাজটা "আমার বাংলা ব্লগের" সম্মানিত অ্যাডমিন/মডারেটররা করেছেন । এই উইনার সিলেকশন এর কাজটার স্বচ্ছতা বজায় রাখার জন্য এখানে টেবুলেশন শিটটা শেয়ার করা হলো -

https://docs.google.com/spreadsheets/d/1uqX_c315k8-vVMcCXuKCMm0RJJZ20P7HaCeS9n8P2jA/edit?gid=0#gid=0


পুরস্কার


এই কন্টেস্টে পুরস্কার হিসেবে কোনো লিকুইড স্টিম রাখা হয়নি । শুধুমাত্র পোস্টে আপভোটের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে । সর্বোচ্চ $PUSS হোল্ডারকে বিজয়ী এবং তাঁর নিকটবর্তী হোল্ডারদের মধ্যে থেকে হোল্ডের পরিমাণের উপর নির্ভর করে আরো ৬ জন কে পুরস্কৃত করা হবে । সর্বমোট পুরস্কারের পরিমাণ : $১৭৫ মূল্যের আপভোট ।



বিজয়ী এবং পুরস্কার ঘোষণা


Buy & HODL $PUSS :: Places & Prizes


Winners

SerialSteemit ID
01@tania69
02@mohinahmed
03@narocky71
04@nevlu123
05@tasonya
06@nusuranur
07@selinasathi1
08@neelamsamanta

পুরস্কার প্রদান সম্পন্ন


Buy & HODL $PUSS :: Prize Distribution


DateSerialUser IDPrizePost LinkStatus
2024-10-2601@tania69$35 Upvoteরঙিন কাগজের বুকমার্ক তৈরি
2024-10-2602@mohinahmed$20 Upvoteরেসিপি পোস্ট 🍸ডালিম এবং পাকা কলার স্মুদি রেসিপি তৈরি🍸
2024-10-2603@narocky71$20 Upvoteফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম
2024-10-2604@nevlu123$20 Upvoteবেকার হতে চাই নাটকের রিভিউ।
2024-10-2605@tasonya$20 Upvoteজেনারেল রাইটিং:- "সম্পর্ক শব্দটা খুব ছোট, কিন্তু গড়াটা ভীষণ কঠিন"
2024-10-2606@nusuranur$20 Upvoteআত্মবিশ্বাস ও অহংকার
2024-10-2607@selinasathi1$20 Upvoteজেনারেল রাইটিং -- "নারী বলেই আজ আমি অনুতপ্ত"
2024-10-2608@neelamsamanta$20 Upvoteচার্ট পেপারে আমার ডিজাইন করা কিছু ড্রেস একদা ফ্যাশন ডিজাইনিং পোর্টফলিও তে যা ছিল

এক নজরে $PUSS Token :

Puss.gif


COIN NAME : PUSS
TICKER : PUSS
COIN TYPE : TRC-20
BLOCKCHAIN : TRON
TOTAL SUPPLY : 100,00,00,000.00 PUSS

Coin on Tron : https://tronscan.org/#/token20/TX5eXdf8458bZ77fk8xdvUgiQmC3L93iv7


BUY/SELL INSTANTLY : CLICK HERE


বিঃ দ্রঃ প্রোজেক্টটি যেহেতু সম্পূর্ণটাই তৈরী করা হয়েছে মজার উদ্দেশ্যে তাই সবার উদ্দেশ্যে জাস্ট এটাই বলবো যে এটাকে কেউ খুব সিরিয়াস কোনো প্রজেক্ট হিসেবে নেবেন না ।



puss-in-boots_0.png


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Green_White_Orange_Modern_Geometric_Online_Training_Banner_20240824_023349_0000.png

»»——⍟——«

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা $puss কিনে এই প্রতিযোগিতায় ভালোই আনন্দ করেছিলাম। তার সাথে সাথে বিজয়ী হতে পেরে অনেক বেশি ভালো লাগলো। আপনার কাছ থেকে আজকে রিওয়ার্ড পেয়ে আরো বেশি ভালো লেগেছে। যারা যারা এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

বিজয়ীদের তালিকায় নিজের নামটি দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। সকল বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা।

সকলকে শুভেচ্ছা জানাই৷ নিজেকে দেখব ভাবিনি৷ কারণ আমার তো trx ছিল না, আর অনেক স্টিমও ছিল না৷ তাও যেটুকু ছিল সব টা দিয়েই কিনেছিলাম৷ তাতেই যে র‍্যাংকিং এ নিজের নাম দেখছি এটাই আনন্দের৷

এখন ভাবি যদি সেই সময় না কিনতাম কি হত! আজ আর কেনার ক্ষমতা থাকত না৷

যাইহোক সবাইকে অভিনন্দন। আর দাদা আপনাকে অনেক ভালোলাগা জানালাম।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

অভিনন্দন সকল বিজয়ীদের, এটা নিঃসন্দেহে দারুণ কিছু। $PUSS মানেই দীর্ঘ মেয়াদে পাশে থাকা, ভালোবাসায় রঙিন হওয়া।

যারা $PUSS HODL কনটেস্ট এ বিজয়ী হয়েছে তাদের সবাইকে অভিনন্দন।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সকল কে অভিনন্দন। পুরুস্কারের পরিমাণ বেশ বড় এমাউন্টের। আশা করছি ভবিষ্যতে এর থেকে আরো বড় ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে এই পুস কয়েন কে কেন্দ্র করে।

সকল বিজয়ীদের অসংখ্য অভিনন্দন জানাই এবং সেই সাথে আপনাকে ধন্যবাদ জানাই দাদা এই কনটেস্ট টি আয়োজন করার জন্য।

puss মোটামুটি ভালো পরিমাণ হোল্ড করেছি। কিন্তু ঐভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়নি। যাইহোক সকল বিজয়ীকে অভিনন্দন।।

প্রথমে যারা বিজয়ী হয়েছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। একই সাথে প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন আবার জমা রাখার কারণে ভালো দাম ও বৃদ্ধি হয়েছে। যদি সহজ ভাষায় বলা যায় একের ভিতর ২ পাওয়া গিয়েছে এটা হোল্ড করার মধ্য দিয়ে।

এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। দাদা আপনি আপনার তরফ থেকে সবাইকে পুরস্কৃত করেছেন দেখে খুবই খুশি হলাম। সবার জন্য শুভকামনা রইলো। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা এই পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। নিজের নাম বিজয়ীদের লিস্টে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। যাইহোক বিজয়ীদেরকে পুরষ্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

$PUSS মানেই জীবনের আনন্দ। এটা অনেক চমৎকার একটি কনটেস্ট ছিলো। যে সকল ইউজার এই কনটেস্টে বিজয়ী হয়েছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন। আর বিজয়ীদের পুরস্কৃত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

$puss আমাদের জিবনে সত্যি অনেক স্বপ্নের মতো এসেছে। আমরা সবাই $puss এর প্রেমে পড়ে গেলাম। এই প্রতিযোগিতায় সত্যি অনেক এনজয় করেছি। আর বিজয়ীদের মধ্যে নিজের নামটা দেখে আরো ভালো লাগলো। সকল বিজয়ীদেরকে জানাই অনেক অভিনন্দন।

প্রত্যেক বিজয়ীকে অভিনন্দন জানাই। এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতা। পুস হোল্ড করা সকলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তারা সকলেই তাদের ওয়ালেটে পুস হোল্ড করে রাখবেন বলেই আমার বিশ্বাস। ভবিষ্যতে সকলের জন্য শুভকামনা রইল।

অনেক অনেক খুশি হলাম দাদা এ প্রতিযোগিতায় বিজয়ী হতে পেরে। আরো বেশি খুশি হয়েছি আপনার তরফ থেকে প্রাইস পেয়ে। যদিও পোস্টটি মাত্র দেখতে পাচ্ছি, কারণ ফ্যামিলি নিয়ে কক্সবাজারে ঘুরতে এসেছি তাই ঘুরাঘুরি ছলে পোস্টটি দেখা হয়নি। দাদা আপনি সবসময় আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন, আর সঠিক দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন, সেজন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানাই।

প্রতিযোগীতায় বিজয়ী সকলকে অনেক অনেক অভিনন্দন। পুস হোল্ড করা মানেই স্বপ্ন পূরণ। ধন্যবাদ দাদা বিজয়ী সকলকে পুরস্কৃত করার জন্য।

এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদের সকলকেই অভিনন্দন। পুস হোল্ড করা আমাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ।পুস আমাদের স্বপ্ন। অনেক ধন্যবাদ দাদা বিজয়ী দেরকে পুরস্কৃত করার জন্য।

$PUSS HODL কনটেস্ট এর বিজয়ীদেব অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিজয়ীদের নামের তালিকা দেখে খুবই ভালো লাগলো। আর বিজয়ীরা নিজেদের প্রাপ্য সম্মান পেয়েছে। অনেক ধন্যবাদ দাদা বিজয়ীদেরকে পুরস্কার দেওয়ার জন্য।

অভিনন্দন রইল সকল বিজয়ীদের জন্য। তাছাড়া যারা প্রতিনিয়ত আমাদের কনটেস্ট গুলোতে অংশগ্রহণ করে তাদের জন্য শুভেচ্ছা রইল।
বরাবরের মতোই কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনার কাছে দাদা।

অনেক অনেক ধন্যবাদ দাদা।🥹🥹
বহুদিন পর একটা প্রাইজ পেলাম।

পুস কয়েন হোল্ড প্রতিযোগিতায় যারা যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। সকল বিজয়ীদের নাম ঘোষণা আমাদের মাঝে এত সুন্দর ভাবে প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

যারা প্রথম প্রথম পুশ কিনতে পেরেছে তারাই লাকি হয়েছে। আমি কিন্তুু অনেক বেশি কিনেছি, তবে সেটা অনেক পরে । যার ফলে এখানে নামটা আসে নাই। যায়হোক যারা বিজয় হয়েছে সবাইকে অভিনন্দন। ধন্যবাদ দাদা।

যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং বিজয় হয়েছেন তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন।আশা করি সামনে আরো ভালো কিছু প্রতিযোগিতা পাবো।ধন্যবাদ দাদা সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য।

$PUSS কয়েন আমাদের গর্ব ও অঙ্গীকার। সে আগ্রহ নিয়ে যারা $PUSS HODL কনটেস্ট এ বিজয়ী হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের জন্য শুভকামনা রইল।

ফান MEME টোকেন $PUSS HODL কনটেস্টে যারা বিজয়ী হয়েছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই প্রতিযোগিতা বেশ দারুন ছিলো। এই প্রতিযোগিতার মাধ্যমে অনেকে $puss হোল্ড করেছিলো।

যারা পার্টিসিপেট করেছেন এবং যারা বিজয়ী হয়েছেন, সবাইকে অভিনন্দন।

আসুন আমরা সবাই পুশ হোল্ড করি কয়েক বছরের জন্যে। তারপর আমরা ফসল তুলব!


ক্ষুদে স্বাস্থ্যবার্তা

রক্তের সুগার (Blood sugar) পরিমাপ করা হয় সাধারণত ২টা ইউনিট এ; মি.লি.মোল (mmol/l) এবং মি.লি.গ্রাম (mg/dl)। আমরা অনেকেই কনফিউজড থাকি এটা নিয়ে। খুব সহজেই একটা থেকে অন্যটাতে কনভার্ট করা যায়। মি.লি.মোল × ১৮= মি.লি.গ্রাম এবং মি.লি.গ্রাম ÷ ১৮= মি.লি.মোল।

উদাহরণ দেখিঃ ১। রক্তের সুগার ৫ মি.লি.মোল= ৫ × ১৮= ৯০ মি.লি.গ্রাম। ২। রক্তের সুগার ১৮৫ মি.লি.গ্রাম= ১৮৫ ÷ ১৮=১০.২৭ মি.লি.মোল।