মনুষ্যত্বের পরাজয়

in hive-129948 •  3 years ago 


image source: copyright & royalty free image sharing website piXabY


কবিতা : "মনুষ্যত্বের পরাজয়"



💘


♡ ♥💕❤

দিনের শেষে সন্ধ্যা নামে, গোধূলিবেলা শেষ হয়ে আসে ,
শেষ রাখালটিও ঘরে গিয়েছে ফিরে ।
মাঠের দিগন্ত রেখায় ওই যে ধোঁয়া উড়ছে,
কুন্ডলীকৃত জমাটবাঁধা ধোঁয়া,
ওই ধোঁয়া সাদা ভাতের ধোঁয়া ।

ভাত ? শব্দটি এখন বিস্মৃতপ্রায় রহিম মিয়ার কাছে,
সাদা, ধোঁয়া ওঠা গরম ভাতের স্বপ্ন দেখে সে,
প্রতিরাত তারাজ্বলা আকাশের নিচে,
পথের ধুলায় শুয়ে ।

পৌষের মাঠ, ফসলশূন্য, রিক্ত ।
ওই হোথায় করা জানি নাড়া জ্বেলেছে ।
শীতে কাঁপতে কাঁপতে রহিম গেলো,
জাড় ভাঙতে আগুনের কাছে ।

উত্তাপ ? কই ? রহিম মিয়া তো টের পায় না,
তার পেটে যে অনল জ্বলে অহর্নিশি, তার কাছে এই আগুন ?
কিছুই না ।

জঠর অগ্নি, জ্বলছে তার লেলিহান শিখায়,
ধোঁয়া ওঠা সাদা ভাতের স্বপ্নে বিভোর,
পাগল রহিম চ্যাঁচায় ।

সেই যন্ত্রণার বিন্দুমাত্র ফেলে না আঁচ
রুক্ষ ধরিত্রীর বুকে ।
সৃষ্টির শ্রেষ্ঠ এই মানব সন্তান,
তাঁরা আজ ব্যস্ত তাঁদের জাতপাত নিয়ে ।

পাগল রহিম শেখ, তাঁদের কাছে
পথ কুক্কুরের ন্যায় বেশি কিছু নয় ।
এটা বুঝেও রহিম দ্বারে দ্বারে ঘুরে,
তাঁদেরই কাছে হাত পাতে ।

হায় ! মানুষের মাঝে মানবতা আজ কোথায় ?
কুকুরকে খেতে দেবে, তবু মানুষকে নয় ।
জাতি-ধর্ম বড় হলো আজ, মনুষ্যত্বের পরাজয় ।
♡ ♥💕❤


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
খুবই চমৎকার লিখেছেন দাদা আপনার আজকের এই কবিতাটি আমার বিবেককে যে আঘাত করেছে বিবেক কে নাড়া দিয়েছে।সত্যি দাদা আজকাল কুকুরের যত্ন নেয়া হয় কিন্তু মানুষের নয়।কুকুর অনেক ভালো ভালো খাবার খেতে পায় কিন্তু অনেক মানুষ তা পায় না।সৃষ্টির সেরা জীব হিসেবে এটা আমাদের বড় লজ্জা।জয় হোক মানবতার।প্রত্যাশা রেখে গেলাম♥♥

হায় ! মানুষের মাঝে মানবতা আজ কোথায় ?
কুকুরকে খেতে দেবে, তবু মানুষকে নয় ।
জাতি-ধর্ম বড় হলো আজ, মনুষ্যত্বের পরাজয় ।

বিবেক আজ বাকরুদ্ধ-মানবতা শিকলে বন্ধি
জাতি-ধর্ম বিবেচনায়- আমরা পরাজিত জাতি,
প্রাণীকুলের সেরা জীব-অসহায়ত্বের নির্মম জালে
শ্রেণী ভেদাভেদ করেছে পার্থক্য- মনুষ্যত্ব ঢাকা অন্ধকারে।

কি বলবো দাদা, সত্যি মানবতা আজ হারিয়েগেছে আমাদের ভেতর হতে, মনুষ্যত্বহীন হয়ে যাচ্ছি দিন দিন আমরা। আপনার কবিতাটি পড়ে হৃদয়ের ভেতরটা মোচড়ে উঠলো। ভিন্ন এক আবেগের নির্মম বাস্তবতার কবিতা পড়লাম, সত্যি খুব দারুণ লিখেছেন। ধন্যবাদ

right

বাহ্ : দারুন সুন্দর তো লাইনগুলি , সুন্দর কিন্তু কঠোর বাস্তবতার মোড়কে নির্মম সত্যি ।

জ্বী দাদা যথার্থ বলেছেন আপনি। তবে আপনার রিপ্লাই দেখে ভালো লাগলো।

sotti aj manuser modde manobota khujei pawya jai na , ekhon sudo k ka k bash dibe setai niyei besto

হায় ! মানুষের মাঝে মানবতা আজ কোথায় ?
কুকুরকে খেতে দেবে, তবু মানুষকে নয় ।
জাতি-ধর্ম বড় হলো আজ, মনুষ্যত্বের পরাজয় ।

মানবতা আজ হারিয়ে গেছে সব অট্রালিকার মাঝে দাদা। আমার অনেক কষ্ট হয় তাদের দেখে, আমি আমার সৃষ্টীকর্তাকে মাঝে মাঝে বলি কেনো এদের এই আবস্থা।যাই হোক দাদা আপনার লেখা কবিতা আমার কাছে অনেক জায়গা করে নিয়েছে। আজ আমাদের সমাজে মনুষ্যত্ব ব্যক্তি খুব কম দেখা যে , যা দেখা যায় তাও আবার নিজেই থাকে নিরুপায়। আজ যার আছে সে দেখেও না দেখার ভান করে চলে যার আর যার দেওয়ার মত স্বয়ংসম্পূর্ণতা নেই সে তাকিয়ে থেকে অনেক কষ্ট পায়।

শুভকামনা রইল দাদা

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Google is presently paying $10447 to $13025 every month for working on the web from home. I have joined this activity 2 months back and I have earned $15248 in my first month from this activity. I can say my life is improved totally!
Look at it what I do...…. http://Www.Cash46.Com

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

Excellent poem, very attached to reality and that invites us to reflect. Greetings friend @rme

হায় ! মানুষের মাঝে মানবতা আজ কোথায় ?
কুকুরকে খেতে দেবে, তবু মানুষকে নয় ।
জাতি-ধর্ম বড় হলো আজ, মনুষ্যত্বের পরাজয় ।

দাদা আপনার আজকের কবিতার সাথে কাজী নজরুল ইসলামের মানুষ নামক একটি কবিতার কিছুটা ভাবগত মিল খুজে পেলাম। সামান্য কয়েকটা শব্দের ছন্দে মানুষের মনুষ্যত্ববোধের মতো বিষয়টি দারুন ভাবে তুলে ধরেছেন। মনুষ্যত্বের পরাজয় আমরা কখনোই চাই না।সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ সত্যিকার অর্থেই একদিন মানুষ হয়ে উঠবে আমরা সেই প্রত্যাশা করি।

সেই যন্ত্রণার বিন্দুমাত্র ফেলে না আঁচ
রুক্ষ ধরিত্রীর বুকে ।
সৃষ্টির শ্রেষ্ঠ এই মানব সন্তান,
তাঁরা আজ ব্যস্ত তাঁদের জাতপাত নিয়ে ।

এই কয়েকটি লাইন আপনার সাথে আমি সহমত জানাই দাদা। সত্যি আপনার এই কবিতা পড়ে অনেক খারাপ লাগল। আপনি বাস্তব জীবনের সব সত্য কথা গুলো আপনার এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন দাদা।ধন্যবাদ দাদা বাস্তবিক জীবনের কিছু সত্য কথা গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

দাদা কি দারুন কবিতা লিখেছেন।আচ্ছা দেশে এমন অনেক রহিম মিয়ার মত মানুষ আছে,যা আমরা দেখেও দেখি না।খুবই বেদনাদায়ক কবিতা দাদা।

ভাত ? শব্দটি এখন বিস্মৃতপ্রায় রহিম মিয়ার কাছে,
সাদা, ধোঁয়া ওঠা গরম ভাতের স্বপ্ন দেখে সে,
প্রতিরাত তারাজ্বলা আকাশের নিচে,
পথের ধুলায় শুয়ে ।

এই লাইন গুলো পড়ে বেশি খারাপ লাগলো।ধন্যবাদ।

উত্তাপ ? কই ? রহিম মিয়া তো টের পায় না,
তার পেটে যে অনল জ্বলে অহর্নিশি, তার কাছে এই আগুন ?
কিছুই না ।

অসাধারণ লিখেছেন দাদা। আসলেই মনুষ্যত্বের আজ পরাজয় হয়েছে। মনুষ্যত্ব কেন জানি হারিয়ে গেছে। রহিম মিয়ার মতো হাজারো মানুষ আজ অনাহারে দিন কাটায়। রোদের সেই উত্তাপের কাছে তাদের পেটের জ্বালা কিছুই না। কারণ তারা দু'বেলা দু'মুঠো ভাতের জোগাড় করতেই হন্যে হয়ে ঘুরে বেড়ায় দ্বারে দ্বারে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।

দাদা আপনার পোস্ট পড়ে খুব খারাপ লাগলো আপনি আপনার পোস্ট এর মাধ্যমে যে বিষয়টি আমাদের বছরের বুঝতে পারব চেষ্টা করেছেন তাহলো মনুষত্ব আজ শুধুমাত্র একটি শব্দ। এটি শুধু মানুষের মুখে মুখে কিন্তু কখনো তা প্রয়োগ করে না। সবার মনে-মনে উঁচু-নিচু জাত ভেদ সবসময়ই বিদ্যমান। কিন্তু অন্যের সেবা করা অন্যের জন্য কিছু করার মধ্যে যে প্রশান্তি আছে তাই উপর তলার লোক কখন বুঝবেনা । একদিকে কিছু মানুষ অনাহারে দিন পার করছে অন্যদিকে ফাইভ স্টার হোটেলে বসে খাবার নষ্ট করছে একশ্রেণীর লোক। আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো দাদা ধন্যবাদ আপনাকে।

মানবতা ভিত্তিক খুব সুন্দর একটি কবিতা লিখেছেন দাদা। আপনার কবিতায় মানবিক মানুষের চাহিদা ষোলআনা পূর্ণ। একজন মানবিক মানুষ অবশ্যই এসব বিষয় চিন্তা করতে হয়, কারণ সে যে মানবিক মানুষ। অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি মানবিক কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

হায় ! মানুষের মাঝে মানবতা আজ কোথায় ?
কুকুরকে খেতে দেবে, তবু মানুষকে নয় ।
জাতি-ধর্ম বড় হলো আজ, মনুষ্যত্বের পরাজয় ।

কবিতার এই লাইন গুলো বর্তমান সমাজের প্রতিচ্ছবি। সত্যিই এখন মানুষের মাঝে মনুষ্যত্ব খুঁজে পাওয়া যায় না। মানুষের কাছে মানুষ বাদে অন্যসব প্রাণীর মূল্য রয়েছে। তবুও একদিন সবার মাঝে মনুষ্যত্ব জাগ্রত হবে এই আশাই করি।

খুব সুন্দর লেখেছেন। সত্যিই আজ মানুষ্যত্ব বলতে কিছুই নেই। আপনার কথা গুলো বিবেক কে নাড়াদিয়েছে

হায় ! মানুষের মাঝে মানবতা আজ কোথায় ?
কুকুরকে খেতে দেবে, তবু মানুষকে নয় ।
জাতি-ধর্ম বড় হলো আজ, মনুষ্যত্বের পরাজয় ।

দাদা এই লাইনগুলো আমার হৃদয়ে গেঁথে গেছে।
সত্যিই দাদা মানুষ আজকাল বড্ড পাষন্ড। এরা কুকুরকে খাবার দেবে কিন্তু মানুষকে খাবার দিতে তাদের অনীহা। শুধু মাত্র একটাই প্রার্থনা করি মনুষ্যত্ববোধ জাগ্রত হোক সবার মনে।
দাদা অনবদ্য ছিল কবিতাটি 🙏
আর এই উপলব্ধিগুলো আপনার থেকে আর কেউ ভালো করতে পারবে বলে আমি মনে করিনা।

হায় ! মানুষের মাঝে মানবতা আজ কোথায় ?
কুকুরকে খেতে দেবে, তবু মানুষকে নয় ।
জাতি-ধর্ম বড় হলো আজ, মনুষ্যত্বের পরাজয় ।

দাদা আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লেগেছে আমার। মাঝে মাঝে নিজেকে খুবই অপরাধী মনে হয়। হয়তো আমাদের মত মানুষরাই আজ তাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। এই মনুষ্যত্ব হারানোর ফলে আজ হাজার হাজার মানুষ না খেয়ে দিন পার করছে। সত্যি দাদা আজ মানুষের মানবতা হারিয়ে গেছে। মনুষ্যত্বের পরাজয় ঘটেছে। অনেক সুন্দর করে এই কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং আমাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইলো দাদা।

হায় ! মানুষের মাঝে মানবতা আজ কোথায় ?
কুকুরকে খেতে দেবে, তবু মানুষকে নয় ।
জাতি-ধর্ম বড় হলো আজ, মনুষ্যত্বের পরাজয় ।>

উপরোক্ত চরণগুলি খুবই কষ্টসাধ্য যদি ও এটি পুরোপুরিভাবে বাস্তবে দৃশ্যমান।
দাদা আপনাকে ধন্যবাদ বাস্তধর্মী একটা কবিতা উপহার দেয়ার জন্য।

ইশ কি লিখেছেন ভাই , পুরাই বাস্তবতার দৃশ্যপট যেন চোখের সামনে ভাসছে । এমন দৃশ্য এখন প্রতিনিয়ত চোখে পড়ে , যতটুকু পারি এগিয়ে যাই ,নইলে চোখ বন্ধ করে থাকি । যথার্থ বলেছেন ভাই ।

অও,দারুণ লেখনী দাদা।2 দিন পরীক্ষার কারনে কত কিছুই না মিস করে গেলাম।অনেক সুন্দর গভীরতা প্রকাশ পেয়েছে কবিতার মধ্যে।
পাগল রহিম শেখের মতো হাজারো অনাহারী মানুষ গাছ তলায় শুয়ে থাকে এক মুঠো সাদা ভাত খাওয়ার স্বপ্নে।যেখানে ক্ষুধার যন্ত্রনায় ছটফট করে তারা ,সেই পেটের আগুন জ্বালানো ক্ষুধার কাছে সত্যিকারের আগুন কিছুই না।তবুও সৃষ্টির সেরা জীব মানুষের মনে একটুও মনুষ্যত্ব জন্ম নেয় না।তারা জাত-পাতকেই বেশি গুরুত্ব দেয়।সুন্দর লিখেছেন দাদা,ধন্যবাদ আপনাকে।

জাতি-ধর্ম বড় হলো আজ, মনুষ্যত্বের পরাজয় ।

ঠিক তাই দাদা,জাতি ধর্ম আজ অনেক বেশি বড়।তবে মনুষ্যত্ব সে তো হেসে উড়িয়ে দেওয়ার মতোই ব্যাপার।

দারুণ ভাবে অনুভূতিকে নাড়া দেবার কবিতা। রহিম মিয়া পুঁজিবাদ সমাজের এক অন্য নাম। তার ক্ষুধা, কষ্ট মনকে বিষন্ন করলো, এখানেই লেখকের স্বার্থকতা।

সত্যি দাদা খুবই খারাপ লাগে, যখন দেখি পথের ধুলোবালির মধ্যে ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত দেহ নিয়ে শুয়ে আছে। কিন্তু দেখবার কেউ নেই।

অসাধারণ দাদা!! একদম বাস্তব সত্য যে এখন কুকুরের যত্ন যেমন নেয়া হয় রহিম শেখের মতো রাস্তার মানুষকে এতো যত্ন নেয়া তো দূরে থাক, দেখলেই দূর দূর করে তাড়িয়ে দেয়। আমাদের বিবেক আসলেই শিকলে বন্ধি। এটাই বুঝি হয়তো মানবতার পরাজয়। সুন্দর লিখেছেন দাদা

হায় ! মানুষের মাঝে মানবতা আজ কোথায় ?
কুকুরকে খেতে দেবে, তবু মানুষকে নয় ।
জাতি-ধর্ম বড় হলো আজ, মনুষ্যত্বের পরাজয় ।

দাদা বাস্তব জীবনের কিছু কঠিন কথা আজ কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আমরা সত্যি আমাদের আশে পাশে তাকিয়ে ও তাকায় না, দেখে ও দেখি না এই মানুষটির মতো হাজারো মানুষ এভাবেই সপ্নেই দিন কাটায়। সত্যি আজকের কবিতা অসাধারণ লাগলো। ধন্যবাদ দাদা।

সবকিছুর উপরে সবার প্রথম পরিচয় হচ্ছে মানুষ আর মানুষের পাশে মানুষের দাড়ানোটাই মনুষত্ব এর পরিচয়। আমরা যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলি তখনই আমাদের মাঝে বিভিন্ন ধরনের বিভেদ, দলাদলি, জাত ইত্যাদি চলে আসে। আসলে দিনশেষে সবাই মানুষ আর সবার রক্ত লাল। আলাদা করা যাবেনা। সমাজে মানুষের কাছে মানুষের দাম সবচেয়ে বেশি হলেই মনুষত্ব টিকে থাকবে।

হায় ! মানুষের মাঝে মানবতা আজ কোথায় ?
কুকুরকে খেতে দেবে, তবু মানুষকে নয় ।
জাতি-ধর্ম বড় হলো আজ, মনুষ্যত্বের পরাজয় ।

আজকাল মানুষ পশুপ্রেমী হলেও মানবপ্রেমী নয়। আজকাল দেখা যায়, মানুষ পশু- প্রানীদের লালন পালন করছে, তাদেরকে নিয়ম করে তিনবেলা খাওয়ার দিচ্ছে কিন্তু সেই একই ব্যক্তির কাছে কোনো নিরীহ মানুষ খাবার চাইলে তারা তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে অপমানের সহিত তাড়িয়ে দিচ্ছে। আমি মনে করি, যে ব্যক্তি মানবপ্রেমী নয়, যার হৃদয় নিরীহ মানুষগুলোর জন্য ব্যথিত হয় না তারা কখনোই পশুপ্রেমীও হতে পারে না। আমরা সৃষ্টির সেরা জীব মানুষ হয়ে দিনে দিনে হারিয়ে ফেলেছি আমাদের মনুষ্যত্ববোধ। দাদা আপনার আজকের কবিতাটি পড়ে হৃদয়ে মোচড় দিয়ে উঠলো। সমাজের নির্মম বাস্তবতাকে তুলে ধরেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।

রাস্তায় বেরোলে এরকম রহিম মিয়ার মতো অনেক লোক দেখা যায়। আমাদের মত সামান্য মানুষ এই রহিম মিয়াদের জন্য কি বা করতে পারি। কিন্তু যারা এই রহিম মিয়াদের জন্য অনেক কিছু করতে পারে তারাই ফিরে দেখে না। এটাই বাস্তবতার পরিহাস।
খুব ভালো লাগলো দাদা আপনার কবিতাটি।

দাদা, সত্যি বলেছেন মনুষ্যত্বের পরাজয়। আজ মনুষত্বের পরাজয় হয়েছে বলে রহিম মিয়া, সাদা ধোঁয়া ওঠা গরম ভাতের স্বপ্ন দেখে। আজ মনুষত্বের পরাজয় হয়েছে বলে, তারা উজ্জ্বল আকাশের নিচে পথের ধুলায় শুয়ে থাকে। আজ মনুষত্বের পরাজয় হয়েছে বলে, ন্যাড়া জালানো আগুনে জার ভাঙতে যায় কাঁপতে কাঁপতে। আমাদের আশেপাশে কতইনা রহিম মিয়া আছে আমরা কি তাদের খোঁজ খবর নেই। কি নিদারুণ কষ্টে, অনাহারে দিন কাটাচ্ছে অগণিত রহিম মিয়া। আর আজ আমরা তাদের খোঁজ খবর না নিয়ে স্বার্থপরের মতো নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকি। আমরা আমাদের পোষা কুকুরকে যতটুকু মূল্যায়ন করি তার কিঞ্চিৎ পরিমাণ মূল্যায়ন রহিমমিয়াদের জন্য করি না। দাদা একদম ঠিক কথা বলেছেন, মনুষ্যত্বের পরাজয়। আজ মনুষত্বের পরাজয়ের জন্য কোথাও যেন আমরা দায়বদ্ধ হয়ে আছি। ধিক্কার আমাদের নিজেদের উপর। ধিক্কার এই মানব জাতির উপর। রহিম মিয়াদের করুণ পরিণতির জন্য আমরাই দায়ী। দাদা আপনার এই কবিতা পড়ে মনের ভিতর ক্ষত সৃষ্টি হয়ে গেছে। অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর খুঁজে পাইনা। যাইহোক দাদা, আপনার অসাধারণ সুন্দর কবিতাটির জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সময়ে আরও সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার হিসেবে উপস্থাপন করবেন এই প্রত্যাশা করছি। আপনার জন্য শুভকামনা রইল।

এতো সুন্দর ভাবে একটা কঠিন বাস্তব করে পর্যবেক্ষণ করে তারপর সেটাকে কবিতায় রূপ দিয়েছ দাদা। চমৎকার লাগলো । তোমার কবিতার তালে তালে আমিও বেশ এটা সেটা লিখে ফেললাম কদিন এ।

সেই যন্ত্রণার বিন্দুমাত্র ফেলে না আঁচ
রুক্ষ ধরিত্রীর বুকে ।
সৃষ্টির শ্রেষ্ঠ এই মানব সন্তান,
তাঁরা আজ ব্যস্ত তাঁদের জাতপাত নিয়ে ।

দাদা আপনি আজকে চমৎকার লিখেছেন। মন ছুঁয়ে গেলো। কবিতাটি পরে অনেক খারাপ লাগলো। অনেক সুন্দর লিখেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভ কামনা রইলো।

সমাজের কঠিন সত্য ফুটে উঠেছে এই কবিতায়। খুবই সুন্দর কবিতাশৈলি দাদা। বেশ ভালো লাগলো।

পাগল রহিম শেখ, তাঁদের কাছে
পথ কুক্কুরের ন্যায় বেশি কিছু নয় ।
এটা বুঝেও রহিম দ্বারে দ্বারে ঘুরে,
তাঁদেরই কাছে হাত পাতে ।

হায় ! মানুষের মাঝে মানবতা আজ কোথায় ?
কুকুরকে খেতে দেবে, তবু মানুষকে নয় ।
জাতি-ধর্ম বড় হলো আজ, মনুষ্যত্বের পরাজয় ।

মনুষ্যত্ব নেই বললেই চলে এখন দাদা। আমার চোখে পানি চলে এসেছে কবিতা টি পড়ে। আমি সইতে পারিনা চারিদিকের এই মানুষ গুলোর কষ্ট। মানবতা হারিয়ে যাচ্ছে দিন দিন৷

সত্যি দাদা মনুষ্যত্বের পরাজয় হয়েছে আজ। আপনার কবিতায় বাস্তবতার চরম একটি প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আপনার চিন্তাকে আমি স্বাগত জানাই। কয় জন ভাবে ওদের কথা।তাই আপনার সাথে তাল মিলিয়ে আমিও দিলাম দুটো লাইন লিখে।

কোটি টাকার মালিক যারা
ভাবে না কভু ভুলে তারা
রহিম করিম যাই বলি মোরা
ওদের পেটে খিদার জ্বালা
বিধাতাও যেন নিশ্চুপ থাকে
আপন মনে ছবি আকেঁ
আমার বুকে দারুন জ্বালা
দিবানিশি পার করি ভেবে
ওদের পেটে দারুন জ্বালা
ভরবে কি আর ওদের থালা।

হৃদয় নিংড়ানো কথা গুলো সুন্দর ভাবে কবিতায় প্রকাশ করেছেন। আপনাকে ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

আপনি দেখছি আমার চাইতেও অনেক ভালো লেখেন । লিখুন লিখুন । সত্যি দুর্ধর্ষ হয়েছে লাইন ক'টি ।

দাদা লজ্জা দিবেন না । মাঝে মাঝে চলে আসে। কিভাবে আসে তা আমি নিজেও জানি না। কিন্তু আপনি সত্যি অসাধারন লেখেন। ধন্যবাদ দাদা আপনাকে । শুভেচ্ছা রইল।

দাদা রিপ্লাই দিয়েছে আপনার কবিতার তাই লাইনগুলো না দেখে পারলাম না। সত্যি অনেক ভালো লিখেছেন।

মনুষ্যত্ব আজ হারিয়ে গেছে জাতপাতের মাঝে। হাজার হাজার টাকা উড়িয়ে বিলাসিতা করে তারা দেয়া না অনাহারীর মুখে একটু আহার।
অসহায়ের মত তাকিয়ে থাকে রহিম শেখ এর মত হাজারো অসহায় অনাহারী মানুষগুলো একটু যদি পেত আহার ।
দাদা,আপনার কবিতাই আপনি বাস্তব দিকগুলো ফুটিয়ে তুলেছেন খুব ভালো লেগেছে পড়ে। আসলেই দাদা, আমরা মানুষ ঠিকই কিন্তু আমাদের মধ্যে মনুষ্যত্ব বলতে এখন আর কিছু নেই। আপনার লেখা কবিতা পুরোটাই আমার খুব ভালো লেগেছে।তবে কবিতার এই অংশটি সত্যিই খুব ভালো লেগেছে আমার।

হায় ! মানুষের মাঝে মানবতা আজ কোথায় ?
কুকুরকে খেতে দেবে, তবু মানুষকে নয় ।
জাতি-ধর্ম বড় হলো আজ, মনুষ্যত্বের পরাজয় ।

দাদা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি বাস্তবিক কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য❤

  ·  3 years ago (edited)

হায় ! মানুষের মাঝে মানবতা আজ কোথায় ?
কুকুরকে খেতে দেবে, তবু মানুষকে নয় ।
জাতি-ধর্ম বড় হলো আজ, মনুষ্যত্বের পরাজয় ।

দাদা আপনার এই লাইন টুকু আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে আমাদের সমাজে এখন কুকুরকে লাখ লাখ টাকা দিয়ে কিনে নিয়ে আসছে এবং তাদের খাবার জোগাড় করতে আরও হাজার হাজার টাকা খরচ করতেছে। কিন্তু গরীব অসহায়দের ক্ষেত্রে 2 টাকা খরচ করতে ও তাদের বিবেকে বাঁধা দেয়। আমাদের সমাজ আজ লজ্জিত। যাই হোক দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।দাদা আপনার এই কবিতার মাধ্যমে আমাদের অনেক মানুষ জাগ্রত হবে তাদের ভুল বুঝতে পারবে।

দাদা আপনি অনেক সুন্দর করে মনুষ্যত্বের পরাজয় কবিতা টা লিখেছেন।

হায় ! মানুষের মাঝে মানবতা আজ কোথায় ?
কুকুরকে খেতে দেবে, তবু মানুষকে নয় ।
জাতি-ধর্ম বড় হলো আজ, মনুষ্যত্বের পরাজয় ।

দাদা সত্যি বলেছেন মানুষের মাঝে এখন আর মানবতা নেই। আছে শুধু একজন মানুষ বিপদে পড়ে থাকলে, তারে বিপদ থেকে সাহায্য না করে আরও বিপদে ফেলে দেওয়া। কতো অসহায় মানুষ না খেয়ে রাত দিন কাটাচ্ছে।আর কিছু মানুষ কুকুর কে কি খাওয়াবে তা চিন্তার শেষ নেই।মনুষ্যত্বের খুব অভাব আজ😥,হয়তো কিছু কিছু মানুষের মাঝে মাঝে মনুষ্যত্ব বেঁচে আছে বলে হয়তো পৃথিবী টা টিকে আছে।
ধন্যবাদ দাদা,আপনার জন্য াঅনেক দুআ ও শুভকামনা রইল।