গতকাল আমার ভাইয়ের বার্থডে উপলক্ষে আয়োজিত ছোট্ট একটি পার্টির কয়েকটি আলোকচিত্র

in hive-129948 •  3 years ago 

গতকাল ১২-ই এপ্রিল ছিল আমার ছোট ভাইয়ের @blacks এর শুভ জন্মদিন । এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় খুবই ছোট্ট একটি ঘরোয়া পার্টি'র আয়োজন করা হয় । প্রত্যেক বছর সাধারণত যে কোনও জন্মদিনের উৎসব আমাদের বাড়িতেই পালন করা হয়ে থাকে । এ বছর করোনা অনেকটা কমে যাওয়াতে এবং দীর্ঘদিনের ঘরবন্দী থাকার ফলে একটু মুক্তির স্বাদ পেতে পুরোনো কলকাতার একটি রেস্তোরাঁয় পার্টিটা আয়োজন করা হয় ।

খুবই ছোট করে মাত্র ৫ জন বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করে পার্টিটা উদযাপন করা হয় । পুরোনো কলকাতার এক শতবর্ষীয় পুরোনো ব্রিটিশ আমলের বাড়িতে একটি রেস্তোরাঁ । নাম "বাগিচা" । সেখানেই আমাদের জন্য পুরো একটি ঘর বুক করা হয় সন্ধ্যা থেকে রাত ১২ টা অব্দি ।

জন্মদিনের খাবারের মেনু ছিল -

১. স্যুপ - ৫ রকমের
২. ফিশ তন্দুর - ২ রকমের
৩. চিকেন তন্দুর - ২ রকমের
৪. এপিটাইজার - ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাইড প্রন, ফিশ ফিঙ্গার এবং চিকেন ললিপপ
৫. সবজি - মিক্সড ভেজিটেবল, মালাই কোপ্তা, নবরত্ন সবজি
৬. রাইস - নবরত্ন পোলাও, জাফরানি পোলাও এবং স্টিম রাইস
৭. রোটি - কাবুলি নান এবং বাটার নান
৮. মাটন - হান্ডি মাটন, মাটনের দো-পেঁয়াজা এবং মাটন রোগন জোশ
৯. মিক্সড রায়তা এবং গ্রীন স্যালাড
১০. কোল্ড ড্রিঙ্কস - ৪ প্রকার

জন্মদিনের কিছু বিশেষ মুহূর্তের ফটোগ্রাফ এখানে শেয়ার করলাম । আশা করি আপনাদের ভালো লাগবে । ধন্যবাদ ।


IMG_20220412_185612.jpg

IMG_20220412_185651.jpg

পার্টি'র প্রস্তুতি চলছে

তারিখ : ১২ এপ্রিল ২০২২
সময় : সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20220412_185911.jpg

IMG_20220412_185915.jpg

IMG_20220412_190235.jpg

জন্মদিনের পার্টি-তে আমার কয়েকটা সেলফি

তারিখ : ১২ এপ্রিল ২০২২
সময় : সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20220412_190622.jpg

IMG_20220412_192728.jpg

IMG_20220412_193214.jpg

জন্মদিনের বিশেষ কেক - কাটার জন্য রেডি

তারিখ : ১২ এপ্রিল ২০২২
সময় : সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20220412_190713.jpg

IMG_20220412_190717.jpg

IMG_20220412_190724.jpg

IMG_20220412_190730.jpg

জন্মদিনের হৈ হুল্লোড়

তারিখ : ১২ এপ্রিল ২০২২
সময় : সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20220412_190758.jpg

IMG_20220412_190818.jpg

IMG_20220412_190915.jpg

IMG_20220412_194555.jpg

চকোলেট দিয়ে তৈরী বোকেট, তনুজার অবাক হওয়া এবং আমার দুটি সেলফি

তারিখ : ১২ এপ্রিল ২০২২
সময় : সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20220412_192713.jpg

IMG_20220412_192717.jpg

IMG_20220412_192844.jpg

সবাই এক সাথে মিলে ছবি ওঠা

তারিখ : ১২ এপ্রিল ২০২২
সময় : সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20220412_200528.jpg

IMG_20220412_200536.jpg

IMG_20220412_200540.jpg

IMG_20220412_200651.jpg

বিভিন্ন রকমের স্যুপ

তারিখ : ১২ এপ্রিল ২০২২
সময় : সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20220412_202809.jpg

IMG_20220412_203537.jpg

IMG_20220412_204220.jpg

IMG_20220412_204343.jpg

বিভিন্ন রকমের খাবারের ডিশ

তারিখ : ১২ এপ্রিল ২০২২
সময় : সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20220412_204433.jpg

IMG_20220412_204438.jpg

IMG_20220412_205723.jpg

IMG_20220412_215058.jpg

বিভিন্ন রকমের খাবারের ডিশ

তারিখ : ১২ এপ্রিল ২০২২
সময় : সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20220412_215106.jpg

IMG_20220412_220530.jpg

IMG_20220412_220542.jpg

IMG_20220412_220558.jpg

বিভিন্ন রকমের খাবারের ডিশ

তারিখ : ১২ এপ্রিল ২০২২
সময় : সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলের প্রিয় Black's দাদাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। চমৎকার আয়োজন ছিলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবাইকে এক সাথে দেখে অনেক ভালো লাগলো। সবার জন্য শুভ কামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

प्यार, शादी और सेक्स

Nice 👍
I am glad to wish you happy birthday 🎂
Be happy and keep going.

प्यार, शादी और सेक्स

god bless you

দাদা জন্মদিন ছোট পরিসরে হলেও মনে হচ্ছে আয়জনের কোন কমতি ছিল না। খাবার-দাবারের লম্বা লিস্ট দেখে অন্তত সেটাই মনে হল আমার কাছে। প্রত্যেকটি খাবারই অত্যন্ত লোভনীয় ছিল। কাল অবশ্য ছোট দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছিলাম। আজ আপনার পোষ্টের মাধ্যমে আবারও জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আপনাদের পারিবারিক বন্ধন যেন চিরকাল এমনিভাবে অটুট থাকে এই কামনা রইল। আশা করি ছোট দাদার কাছে পৌঁছে যাবে আমার এই বার্তা। ভালোবাসা অবিরাম।❤️❤️

নমস্কার দাদা, প্রথমে আপনার পোস্টের মাধ্যমে ছোট দাদার জন্মদিন উপলক্ষে পুনরায় রইল জন্মদিনের শুভেচ্ছা। ছোট দাদার জন্মদিন উপলক্ষে বিশেষ হ্যাংআউটে আমার বাংলা ব্লগের দেশ বিদেশের সকল সদস্যরাই দারুণভাবে শুভেচ্ছা বিনিময় সহ আনন্দ উপভোগ করেছেন। পারিবারিকভাবে দাদার জন্মদিনের অনুষ্ঠানের কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই পোস্টের মাধ্যমে আপনার পরিবারের সকল সদস্যদের একসঙ্গে দেখতে পেয়ে নিজেকে ধন্য মনে করছি । পরিবারের সকলের জন্য অবিরাম শুভকামনা রইল।

ছোট করে বার্থডে পার্টির আয়োজন করা হলেও আয়োজনটি অসাধারণ হয়েছে দাদা। শতবর্ষ পুরনো একটি বাড়িতে রেস্তোরাঁ সত্যি ভাবলেই ভালো লাগছে। আর খাবারের মেনুর কথা কি বলব, আমারতো মেনু পড়েই জিভে জল চলে এসেছে। খাবার গুলো দেখার পর সত্যি লোভ সামলিয়ে রাখতে পারছি না দাদা। ছোট দাদার বার্থডে সেলিব্রেশন এর ছবিগুলো দেখে সত্যিই খুবই ভালো লাগলো দাদা। আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া করি আপনারা সারা জীবন এভাবেই হাসি খুশি থাকুন। ধন্যবাদ দাদা ভালোবাসা নেবেন।

জন্মদিনের অনেক অনেক শুভকামনা রইল আমাদের ছোট দাদার জন্য । পাঁচ থেকে ছয় জনের ছোট আয়োজন হলেও খাবারের মেনু ছিল লোকের তুলনায় অনেক বেশি। আমি অনেকের বার্থডে নিমন্ত্রণ খেয়েছি কিন্তু এতগুলো খাবারের মেনু আমি আগে কোন বার্থডেতে দেখিনি দাদা।এই রাতের বেলায় খাবারের মেনু গুলো দেখে আবার খিদে পেয়ে গেল।

সত্যি বলতে কি ভাই, সেদিন যখন মডারেটর প্যানেলে আপনি খাবারের লিস্ট লিখে দিয়েছিলেন । তখন আমি ভাবছিলাম হয়তো বৌদি রান্না করবে, আমি তখন অনেকটা মাথায় হাত দিয়ে ফেললাম যে , এত কিছু বৌদি একা কিভাবে রান্না করবে । পরে যখনই আজ দেখলাম যে , আসলে পার্টিটা বাইরে ছিল তখন বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছিল। তবে আপনাদের আনন্দঘন মুহূর্ত দেখে বেশ ভাল লাগল এবং পরিবারের সবাই মিলে বেশ ভালো সময় কাটিয়েছেন । সর্বোপরি ছোট দাদার জন্য জন্মদিনের শুভেচ্ছা রইল এবং সবাইকে একত্রে দেখে বেশ ভালো লাগলো । ভালো থাকুন সবাইকে নিয়ে এবং এমন সময় বারবার ফিরে আসুক এই কামনাই করি ।আপনাদের পরিবারের জন্য শুভকামনা রইল । তবে রেস্টুরেন্টের নামটা আমার খুব ভালো লেগেছে , বাগিচা ।

ভালোবাসা রইল ভাই ❤

শত ব্যস্ততার মাঝে ছোট দাদার জন্মদিন পালন করছেন।ভালো লাগলো।দাদা কত কত আইটেম। ছবি দেখেই তো আমার লোভ হচ্ছে। সব মিলিয়ে পরিবেশটা বেশ সুন্দর ছিলো।ধন্যবাদ দাদা,সুন্দর সময়গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

বাবাগো, খালি খাওন আর খাওন, চিন্তায় পড়ে গেলাম ছোট আয়োজন এই রকম হলে বড় আয়োজন করলে তো আইটেম গুনতে গুনতে সকাল হয়ে যাবে হা হা হা হা। বেশ দারুণ সব ফটোগ্রাফি, বেশ আনন্দ হয়েছে বুঝতে পারলাম। দাদার সেলফিগুলো সর্বদা একই রকম হয়ে থাকে, চোখগুলো ঢাকা ঢাকা হা হা হা হ।

প্রথমে দাদা শুভ নববর্ষ শুভেচ্ছা নেবেন।ছোটে দাদার শুভ জন্মদিন অনেক অনেক শুভ কামনা রইল।দাদা অনেক সুন্দর করে ছোট দাদার শুভ জন্মদিন পালনের খাবার মেন্যু তৈরি করছেন।আমি দেখে লোভ সামলাতে পারলাম না।মনে মনে আমি এক রকম খেয়ে ফেলছি।খাবার মেন্যু গুলো অসাধারন। অনেক ধন্যবাদ দাদা। সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

দাদা আয়োজন ছিল দারুন। সকলে মিলে দিনটি ভালই কাটিয়েছেন।খাবারের কথা কি আর বলবো দাদা, এতো দেখছি এলাহি কান্ড। উপভোগ করেছি ছবির মাধ্যমে। আগামীর পথচলা সুন্দর হোক ছোট দাদার এই প্রার্থনা করি ইশ্বরের কাছে। ভাল থাকবেন দাদা। শুভেচ্ছা।

দাদা দারুণ আয়োজন করেছেন ছোট দাদার জন্মদিন উপলক্ষে। আনন্দের কোন কমতি ছিল না।বৌদি কে এত দাুন লাগছে কি বলবো। চোখ ফেরানো যাচ্ছে না। ভরপুর আনন্দ নিয়ে আয়োজন করেছেন দেখে বেশ ভালো লাগলো।এমন আনন্দ সবার জীবনে চির অম্লান থাকুক এই কামনা করি।

দাদা আয়োজনটি জাস্ট অসাধারণ হয়েছে। আর আপনাকে দেখে ফেললাম পিছনে আয়নায়😜। একটু বিচক্ষণতার সাথেই দেখলাম। টিনটিনতো মহা খুশি। আর নিশ্চয়ই সন্ধ্যাটি ভালোই উপভোগ করেছিলেন।

শুভ কামনা রইলো আপনার পরিবারের সকল সদস্যদের জন্য দাদা।

ছোট দাদার জন্মদিনের অনুষ্ঠানটি বেশ দারুনভাবে সবাই উপভোগ করলেন, দেখে ভীষণ ভালো লাগলো। কি চমৎকার আয়োজন, সবকিছু মনমুগ্ধকর ছিল। বিশেষ করে সবার চোখে মুখে স্পষ্ট আনন্দের হাসি ছিল যা দেখার মতো ছিল। আর খাবারগুলো তো 😋 দারুন।
শুভ কামনা এবং দোয়া পুরো পরিবারের জন্য রয়েছে।

জন্মদিনের আয়োজন টা ছোট পরিসরে হলেও যদি পরিবারের সবাই থাকে সেটাই অনেক ভালো লাগে দাদা। আর এই জন্মদিনের আয়োজন ছোট পরিসরে কিন্তু খাবারের কিন্তু অনেক আয়োজন ছিল। খুবই ভালো লাগছে আর আপনি অনেকগুলো ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে দাদা।

ছোট করে বার্থডে পার্টি আয়োজন করে হলেও বার্থডে পার্টি ছিল অসাধারণ। বার্থডে পার্টির প্রতিটা মুহূর্তর ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার পোষ্টের মাধ্যমে আবারও ছোট দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আসলে জন্মদিন উপলক্ষে খাবারের আয়োজন গুলো দেখে খুবই ভালো লাগলো এবং নানা রকমের খাবারের আয়োজন। আপনার পরিবারের সকলের জন্য শুভকামনা এবং সুস্থতা কামনা করছি।

শুরুতেই blacks দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আর দাদা দুর্দান্ত একটা আয়োজন ছিল এক কথায়। জন্মদিন ব্যাপারটা আমার মাঝে একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করায় সব সময়। আমিও সবার জন্মদিন এমন ধুম ধাম করে করতেই খুব ভালোবাসি। কেক টা খুব চমৎকার হয়েছে দাদা। ছবি গুলো দেখে মুহূর্ত গুলো উপভোগ করলাম ভীষণ রকম। 😊🥰❤️

সকলকে একসাথে দেখতে বেশ ভালো লাগছে দাদা। সব ছবিগুলো দেখেই বুঝা যাচ্ছে আপনারা জন্মদিনে অনেক মজা করেছেন। বিশেষ করে বৌদির একটি ছবিতে বৌদিকে বেশ মিষ্টি লাগছে। আর টিনটিন বাবুর খুশি তো দেখাই যাচ্ছে, সবমিলিয়ে দারুণ।

দাদা এত সুন্দর একটা ছোট্ট আয়োজনে এত বিশাল এরেজমেন্ট করেছেন। অনেকক্ষণ স্থির চিন্তা করলাম যে যদি এটা বড় আয়োজন হতো তাহলে কি হতো। আর বসে বসে ভাবছি যে আর কোন খাবার আছে কি মেনুতে। অসাধারণ ছিল ছোট্ট বার্থডের বিশাল পার্টি এবং প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল অসাধারণ। আমার দাদার এই জন্মদিনে আমি একটা নাম দিতে চাই, আমার দেওয়া নাম সঞ্জয় দা ব্লাক, জানিনা নামটা কেমন লাগবে। তবে নামটা আমার কাছে খুব ভালো লাগে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দা ডে সঞ্জয় দা ব্লাক্স।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



শুভ জন্মদিন ব্ল্যাক দাদা। আপনার পরবর্তী জীবন সুন্দর এবং শুভময় হোক এই কামনাই করি।
তবে যদি খাবারের মেনুর কথা বলি তাহলে খাবারের রাজ্যে হারিয়ে যেতে মন চায় 😋

এটা ছোট আয়োজন ছিল দাদাভাই😰!! এত রকমের খাবার,এত বড় একটা কেক এবং সেই সাথে এত সুন্দর একটি রেস্তোরাঁ। এইটা যদি ছোট আয়োজন হয়, তাহলে বড় আয়োজন কোনটা হবে দাদাভাই। আপনাদের সবাইকে খুব সুন্দর দেখাচ্ছিল। এবং বোঝা যাচ্ছে বেশ জমিয়ে খাওয়া-দাওয়ার মাধ্যমে জন্মদিনের উৎসব পালন করেছেন। এভাবেই সবাই আজীবন হাসি-খুশি থাকেন এই কামনাই করি। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনাদের সবার জন্য দাদাভাই 🥰❣️।

শতবর্ষীয় পুরোনো ব্রিটিশ আমলের বাড়িতে একটি রেস্তোরাঁ।

রেস্তুরাটি দেখছি বেশ পুরোনো। আর বেশ অনেক ধরনের খাবার আয়োজন করা হয়েছে দেখছি। খাবার গুলো দেখতে খুবই লোভনীয় লাগছে।

চকোলেট দিয়ে তৈরী বোকেটটা অনেক সুন্দর।

প্রথমেই ব্লাকস দাদাকে জন্মদিনের শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি। দাদা জন্মদিনের পার্টিটা ছোট করে হলেও আমার কাছে মনে হচ্ছে অনেক বড়। আসলে এখানে অনেকগুলো মানুষের ভালোবাসা মিশে আছে। আপনাদের পরিবারের বন্ডিং আর একে অপরের প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। ঐদিন রাতে স্পেশাল হ্যাংআউট এর পর ছোট দাদার পোস্টটি পড়ে আমি বুঝতে পারলাম আপনাদের পরিবার প্রত্যেকে ভালোবাসায় একটা শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। বিশেষ করে আপনি ছোট দাদাকে অনেক ভালবাসেন যিনি খুব ভালো লেগেছে। যাই হোক দাদা আপনার আজকের পার্টিটা আমার কাছে অসাধারণ লেগেছে। খাবার মেনু গুলো জম্পেশ ছিল দেখেই বুঝা যাচ্ছে আপনারা অনেক আনন্দ করেছেন। আপনার আনন্দঘন মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

प्यार, शादी और सेक्स

ওয়াও!! খুব সুন্দর আউটডোর এবং ইনডোর ডিজাইন। আয়োজন ছোট পরিসরে হলেও মনে হচ্ছে ভালোই হয়েছে। সবাইকে একসাথে দেখতে পেরে খুব ভালো লাগলো দাদা। ব্ল্যাক্স দাদাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা। ভাই ভাইয়ের বন্ধন যেন এভাবেই আজীবন অটুট থাকে সেই দোয়াই করি দাদা ❤️

ছোট দাদার জন্মদিনের আনন্দঘন মুহূর্ত গুলো আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দাদা। দেখে অনেক ভালো লাগলো। সেই সাথে অনেক লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে লোভ লেগে গেলো। অনেক সুন্দর ভাবে আপনাদের আনন্দঘন মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনাদের সকলের জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা। 💖💖

বেশ ভালো আয়োজন করা হয়েছে দেখছি। দাদা এই ভাবে আয়োজন করাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ছোট দাদা নিশ্চিন্তে অনেক বেশি খুশি হয়েছে।
অনেক রকমের খাবারের আইটেম করা হয়েছে। ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয়েছে। অনেক এনজয় করলাম। ধন্যবাদ দাদা।

প্রথমেই জানাই ছোট দাদাকে জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন ছোট দাদা।এই দিনটি ছোট দাদার জীবনে বার বার আসুক এই কামনা রইলো। এইরকম সুখ এবং আনন্দে সব সময় থাকুক পরিবারের প্রতিটি ব্যক্তি এই দোয়া করি সৃষ্টিকর্তার কাছে।

দাদা এত ধরনের খাবার থেকে জিভে জল চলে আসলো। আমি একটু পেট পুজো ছেলে তো, তাই খেতে অনেক ভালোবাসি এবং আপনার ছবি এবং আপনার পরিবারের ছবি দেখে সত্যি অনেক ভালো লাগলো দাদা। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

মাগো এটাই যদি ছোট্ট আয়োজন হয়। তাহলে বড়ো আয়োজন হলে আর কত ধরনের খাবার থাকবে আমি তো চিন্তায় পড়ে গেলাম। ছোট পরিসরে হলেও অনেক সুন্দর ছিলো আয়োজন। ছোট দাদাকে জন্ম দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই।দাদার জন্ম দিন উপলক্ষে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সুন্দর একটি হ্যাংআউট ছিল। আমি দাদাকে উইস করেছি কবিতার মাধ্যমে।দাদা আপনার পরিবারের সবাইকে দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের ভালোবাসা অটুট থাকুক চিরকাল এই দোয়াই করি।আপনার দেওয়া পোস্ট দেখে অনেক উপভোগ করলাম দাদা। সবাই কে নিয়ে সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি।♥️♥️♥️

বাহ দাদা খুব সুন্দর একটি সন্ধা উপভোগ করেছেন। আমার তো দেখেই অনান্দ হচ্ছে।খাবারের ছবি গুলো তো দেখে আমার খুবই ইচ্ছা করছে।জিভে জল আসার মত সব খাবার। আপনার পরিবার নিয়ে খুব খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন।দোয়া রইল দাদা সবসময় পরিবার নিয়ে এমন সুখি শান্তিতে আনন্দে থাকবেন। ।ছোট দাদার জন্য রইল অনেক অনেক শুভকামনা।ছোট দাদার ভবিষ্যত জীবন উজ্জ্বল হোক।

আমি এই পোস্ট বেশ কয়েকবার দেখেছি। ফটোগুলো দেখতে আমার ভীষণ ভালো লেগেছে। খুব এনজয় করেছি। তবে খাবারের মেনু গুলো দেখে আমি অবাক। এই যদি হয় ছোট আয়োজন তাহলে বড় আয়োজন তো আমার মাথার উপর দিয়ে যাবে। হাহাহাহা।
সর্বোপরি এই পরিবারটার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি।

আমাদের সকলের প্রিয় ব্ল্যাকস দাদাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। জন্মদিনের চমৎকার আয়োজন ছিল দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবাইকে একসাথে দেখে খুবই ভালো লাগলো, আপনাদের সবার সুন্দর সব মুহূর্তগুলো আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আপনার পরিবারের জন্য।

জন্মদিন মানেই খুবই আনন্দের ।আপনারা দারুণ সময় পার করেছেন জন্মদিন উপলক্ষে পুরোনো রেস্তোরাঁয়।পুরোনো হলেও বেশ সুন্দর রেস্তোরাঁটি।আর কেকটিও খুবই সুন্দর।ধন্যবাদ ও শুভকামনা রইলো আপনার পরিবারের সকলের জন্য দাদা।

প্রিয় দাদা বার্থডে সেলিব্রেশনটা খুব ভাল লাগলো। দেখে মনে হচ্ছে কোন কিছুর কমতি ছিল না। সবাই আনন্দের সাথেই উপভোগ করেছে। ধন্যবাদ দাদা ।

ছবিগুলো দেখে ও পোস্ট পড়ে পুলকিত হলাম। দীর্ঘজীবী হোক আমাদের ছোট দাদা এই শুভকামনা রইল।

আমাদের সকলের প্রিয় Black's দাদাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি।

ফাটাফাটি একটা আয়োজন ছিল দাদা। খাবারগুলোর মেনু দেখে নিজেকে সামলাতে পারছি না একদম 😊। এভাবেই হাসি খুশিতে কাটুক জীবনের প্রতিটি দিন ❤️❤️