নতুন স্টিমিট কমিউনিটির জন্য মডারেটর রিক্রুটমেন্টের ঘোষণা

in hive-129948 •  3 years ago 

Steem Widget.png

this image is created by me using two images which were collected from copyrightfree source


স্টিমিট কোনো cryptocurrency ইনভেস্টমেন্ট বা এক্সচেঞ্জ প্রজেক্ট নয় । এটি হলো একটি স্বাধীন, বিকেন্দ্রীক ও ব্লকচেন বেসড ব্লগিং প্ল্যাটফরম যেখানে আপনি আপনার মুক্ত মতপ্রকাশ , লেখালেখি এবং নিজের সৃষ্টিশীলতাকে সবার সামনে মেলে ধরতে পারেন । চমৎকার এই প্লাটফর্মে আমাদের দুটি কমিউনিটি চলমান আছে আপনারা জানেন । সেখানে সব সাবস্ক্রাইবাররা সম্পূর্ণ ফ্রী তে ব্লগিং করে আর্ন করতে পারেন ।

অতি সম্প্রতি আমি আরো একটি কমিউনিটি রি-ব্র্যান্ডিং এর কাজে নিযুক্ত আছি, সেটা হাইভে । অনেক দিন আগে থেকেই আমার ইচ্ছে ছিলো শুধুমাত্র ব্লকচেইন কে কেন্দ্র করে একটা স্বাধীন মুক্ত কমিউনিটি থাকুক স্টিমিটে । সেই লক্ষ্যে আমি আরো নতুন একটা কমিউনিটি গড়ার কাজ শুরু করতে চাচ্ছি । হাইভ-এর কমিউনিটি-টি রি-ব্র্যান্ডিং এর কাজ সম্পন্ন হলেই স্টিমিট এর এই নিউ প্রজেক্টটি নিয়ে কাজ শুরু করবো ।

এখন আমাদের আপকামিং স্টিমিট কমুনিটির সকল কাজ সুসম্পন্ন করার জন্য কয়েকজন মডারেটর চাই । আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটি থেকে ২ জন আর "Beauty of Creativity" কমিউনিটি থেকে ২ জন মড চাইছি । "Beauty of Creativity" কমিউনিটিতে কমুনিটির অ্যাডমিন এনাউন্সমেন্ট করে দেবেন মড রিক্রুটমেন্টের জন্য ।

আমি চাইছি অন্তত ৫০% মডারেটর বাঙালি নেওয়া হোক । তাই এখানে রিক্রুটমেন্টের ঘোষণা দিলাম ।


মডারেটর হওয়ার জন্য রিকোয়রমেন্টস


১. স্টিমিটে "আমার বাংলা ব্লগ" ও "Beauty of Creativity" এবং হাইভে বর্তমানের "Beauty of Creativity" -র existing কোনো অ্যাডমিন বা মডারেটর এপ্লাই করতে পারবেন না ।

২. ব্লকচেইন, স্টিমিট এবং ট্রন (Tron) বিষয়ক ভালো জ্ঞান থাকতে হবে ।

৩. গ্রাফিক্স design সংক্রান্ত দক্ষতা প্রয়োজন ।

৪. ইংলিশে ভালো দখল থাকতে হবে । কারণ কম্যুনিটিটি সম্পূর্ণ ইংলিশ ভাষায় পরিচালিত হবে ।

৫. ম্যানেজমেন্ট ও এডমিন্সট্রেশন সেকশন এ পূর্বের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ।

৬. ডিসকর্ড, টুইটার, রেডিট এবং ফেইসবুক সম্পর্কে খুঁটিনাটি জানা থাকতে হবে ।

৭. ওয়েবভিত্তিক কোনো প্রজেক্ট প্রোমোট করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে ।

৮. এবং সর্বোপরি কমিউনিটিতে সময় দেওযার মতো সময় থাকতে হবে ।


কিভাবে মডারেটর পদের জন্য এপ্লাই করবেন ?


১. কমিউনিটির অ্যাডমিন @blacks কে নিচের যে কোনো একটি ইমেইলে আপনার বায়ো ডেটা সহ কন্টাক্ট করবেন ।

২. এরপরে যাচাই বাছাই এর পরে সিলেক্টেড অপ্প্লিক্যান্টদের ইমেইল করে একটা নির্দিষ্ট ডেটে ডিসকোর্ড এ ইন্টারভিউ এ হাজির থাকতে বলা হবে ।

৩. ইন্টারভিউ এর পরেই মডারেটরদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে ও তাঁদেরকে ইমেইলে কন্ফার্ম করা হবে রিক্রুটমেন্ট এর ব্যাপারে ।


এপ্লাই করার জন্য নিচের যে কোনো একটি এড্রেস এ ইমেইল করুন :


১. [email protected]
২. [email protected]


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও দাদা অসাধারণ একটা উদ্যোগ নিয়েছেন, আমাদের প্রিয় দাদার কমিটিতে শুধুমাত্র স্টিমিট না হাইব ও কাজ করতে পারব । এটি আমাদের জন্য একটি অসাধারণ প্রাপ্তি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। আপকামিং কমিউনিটির প্রতীক্ষায় রইলাম।

  ·  3 years ago (edited)

ওয়াও দাদা আরো একটি নতুন কমিউনিটি বিষয়টা অনেক ভালো লাগলো।স্টিমিট আরাও এগিয়ে যাবে এভাবে।আশা করছি কমিউনিটির সবাই নিজের দক্ষতা দেখানোর চেষ্টা করবে আমি নিজেও করবো।

সত্যি দাদা অনেক দারুণ একটি উদ্যোগ নিয়েছেন।
যাদের এইসব সুদক্ষতা রয়েছে তারাই মডারেটরে সুযোগ পেতে যাচ্ছে।
আমাদের প্রিয় আমার বাংলা ব্লগ ইনশাআল্লাহ আরো অনেক শক্তিশালী হবে।

অনেক সুন্দর একটি পরিকল্পন, অনেক সুন্দর একটি পদক্ষেপ। আপনার প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন হবে সুন্দরভাবে এটা আমি নিশ্চিত। দাদা আপনার জন্য শুভ কামনা রইলো চিরন্তন।

শুভকামনা রইল দাদা আপনার জন্য, অভিনন্দন আপনাকে খুবই সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা নতুন একটি কমিউনিটি পাবো বলে আনন্দিত। সেইসাথে 2 কমিউনিটি থেকে দুইজন করে চারজন মডারেটর নিযুক্ত হবে এটা ভেবে খুবই ভালো লাগলো।

আশা করছি,
আমি খুব দ্রুতই এই বিষয়ে এপ্লাই করব। এবং আমি সকল রিকুটমেন্ট ভালোভাবে পার করে যাব। কারণ এসবের পূর্ব অভিজ্ঞতা আমার আছে।
এখন শুধু সময়ের অপেক্ষা, আবেদন করার।

দাদা কে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, এত সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য। সত্যি দাদা আপনার কোন তুলনাই হয়না। 🥰

শুভ কামনা এবং দোয়া সবসময়ই রয়েছে ❣️
এগিয়ে যান ✨

দাদা সত্যিই ব্যাপারটি দারুণ হবে।মডারেটর হওয়ার জন্য যে যে দক্ষতার প্রয়োজন সেসব দক্ষতা যাদের থাকবে তারা আশা করি বেশ ভালো একটি সুযোগ পেতে যাচ্ছে। আর এতো বড় একটি সুযোগ কখনোই মিস করা উচিত নয় বলেই আমি মনে করি।

স্টিমিট আমার অত্যন্ত প্রিয় একটি ডিসেন্ট্রালাইজড ব্লগিং প্ল্যাটফর্ম। আমি সবসময়ই প্রত্যাশা করি এই প্লাটফর্ম টা যেন অনন্য উচ্চতায় অবস্থান করে। এখন আমি দেখতে পাচ্ছি আমাদের এই প্ল্যাটফর্ম এর ভবিষ্যত উজ্জ্বল। আপনার উপর এ বিষয়ে সম্পূর্ণ আস্থা রাখতে পারি আমরা।

আপনার মহৎ উদ্যোগ টি খুব দ্রুত সফলতা পাবে, সেই প্রত্যাশা করি।

এই প্ল্যাটফর্মটি আরও ভাল কাজ করবে যদি ফ্যান্টমের মতো আরও লোকেরা এই প্ল্যাটফর্মে বিশ্বাস করে এবং এটিকে অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করে এবং তাদের নিজের সুবিধার কথা না ভেবে, স্টিমিট একটি সুন্দর প্ল্যাটফর্ম যা এটিতে আরও সময় এবং ভালবাসা উত্সর্গ করার মূল্যবান।

অনেক ভাল একটি উদ্যোগ এবং স্টিমিট প্লাটফর্মে দীর্ঘমেয়াদে এই সবগুলো কমিউনিটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একসাথে এগিয়ে যাওয়ার পথে এটা অনেক দীর্ঘমেয়াদী এবং ফলপ্রসূ একটি উদ্যোগ। আমি এ ধরনের উদ্যোগ-কে সব সময় স্বাগতম জানাই। আমি ব্যক্তিগতভাবে আপনার টিমে কাজ করতে পারলে অনেক ভালো লাগবে। খুব শীঘ্রই আমি মডারেটর এর জন্য এপ্লাই করব। ধন্যবাদ

অসাধারণ একটি সুযোগ সবার জন্য অপেক্ষা করছে। যারা মডারেটর প্যানেলের যোগ্য তারা ইনশাল্লাহ এখানে নিজের নামটি লেখাতে পারবে বলে আমি মনে করি। সবকিছু মিলেই অসাধারণ ভাবে এগিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় দাদা। অনেক অনেক শুভেচ্ছা রইল তাদের জন্য যারা অংশগ্রহণ করবেন। আমি মনে করি ভয় না পেয়ে ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে এখানে এপ্লাই করা উচিত।

অনেক দারুন উদ্যোগ নিয়েছেন দাদা। এই উদ্যোগের জন্যই অনেক দক্ষ মডারেটর পাওয়া যাবে। যারা কমিউনিটির সার্বিক দিকে আরও দ্রুত উন্নতি ঘটবে। যারা আপনার উল্লেখিত সকল বিষয়ে দক্ষতা আছে তাদের জন্য অনেক বড় একটা সুযোগ। সকলের জন্য শুভ কামনা। আশা করি আমরা আরও অনেক দক্ষ মডারেটর পাবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা।

এটি আসলে অনেক ভালো উদ্যোগ, আমি মনে করি যে আপনার এই উদ্যোগটি সফল হবে এবং আপনি অনেক ভালো মডারেটর পেয়ে যাবেন । আমি সাধুবাদ জানাই আপনাকে যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন এই জন্য। আশা করি অনেকেই এখানে অংশগ্রহণ করবে এবং চেষ্টা করবে উপরের নিয়মকানুনগুলো মেনে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য । শুভেচ্ছা রইল ।

খুব সুন্দর একটি পদক্ষেপ। ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করতে সুবিধা হবে আপনাদের। এই সকল ব্যাপারে দক্ষ দের জন্য দারুন একটি সুযোগ এটি।

আসলে দাদাকে যতই দেখতেছি ততই অবাক হয়ে যাচ্ছি । অনেক সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন দাদা ।সবার জন্য অনেক বড় একটি সুযোগ অপেক্ষা করতেছে , এর থেকে বড় আর সুযোগ কি হতে পারে ।

দাদাকে অনেক ধন্যবাদ জানাই । আমাদেরকে এত বড় বড় সুযোগ করে দেওয়ার জন্য । আপনার প্রতি শুভকামনা রইল দাদা ।

সত্যি দাদা অসাধারণ আপনার কোন তুলনা হয়না যাদের যাদের দক্ষতা রয়েছে তারা সহজেই সুযোগ পেয়ে যাচ্ছে আপনার জন্য শুভকামনা রইল দাদা।

সত্যি দাদা বিষয়টি খুবই দারুণ। মডারেটর হওয়ার জন্য যাদের দক্ষতা আছে সেসব সুদক্ষ ব্যক্তিরা দারুন একটি সুযোগ পেতে যাচ্ছে। আমি মনে করি মডারেটর হওয়ার উপযুক্ত দক্ষ ব্যক্তিদের এ সুযোগ মিস করা উচিত নয়। আমি নিজেও দক্ষতা অর্জনের জন্য চেষ্টা করে যাচ্ছি।

দাদা অনেক সুন্দর একটা উদ্যোগে গ্রহন করছেন।আর আনন্দর বিষয় হলো তাও আবার সবার প্রিয় ব্লগে দুটি থেকে দুজন করে মডারেটের নেওয়া হবে।দাদার এই রিক্রুটমেন্টের ঘোষণাটি অনেকের জন্য সুবর্ণ সুযোগ ।যারা দাদার বাচাই পর্ব মডারেটির হবেন তারাও অনেক ভাগ্যবান হবেন।কারন দাদার মতো এমন মানুষ অন্যে কোনে কমিনিটিতে পাবেন না।আশাকরি দাদা অনেক ভালো মানের মডারেটের খুজে পাবেন।এখানে যারা যারা অংশগ্রহন করবেন।সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

দাদা আপনি খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। এখান থেকে সঠিক মডারেটর বেছে নেওয়া সম্ভব। খুবই ভালো মাধ্যম, এভাবেই সুন্দর কাজের জন্য এবং ভালো মানের মডারেটর, যোগ্য মডারেটর বেছে নেওয়া যাবে। এটি খুবই সুন্দর একটি পদ্ধতি হয়েছে। আপনার কাজ গুলো এ জন্য ভালো লাগে।অনেক ধন্যবাদ দাদা।

দাদা খুবই বড় একটি সুযোগ দিয়েছে আমাদের জন্য। এখান থেকে আমরা আমাদের যোগ্যতা দিয়ে নিজের অবস্থান তৈরি করতে পারব। দাদার এই সুন্দর প্রতিযোগিতার মাধ্যমে সঠিক ব্যক্তিকে বেছে নেওয়ার মাধ্যমটি আমার খুবই ভালো লেগেছে। শুভেচ্ছা রইল।

চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন দাদা ।এতে আমারবাংলা ব্লগ কমিউনিটি আরও মজবুত হবে ।এবং দক্ষভাবে সবকিছু পরিচালনা হবে ।খুবই ভালো লাগলো দাদা ।ধন্যবাদ দাদা এতো সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য।

দাদা আপনার এই সুন্দর পরিকল্পনাকে প্রথমে ধন্যবাদ জানাই। আপনি খুবই সুন্দর পদ্ধতির মাধ্যমে দিয়ে যোগ্য ব্যক্তিকে নির্বাচন করবেন এবং যারা ইংরেজিতে খুবই ভালো দক্ষ তাদের জন্য এই কাজটি আরও খুবই সহজ হবে। তাই শুধু ইংরেজির পাশাপাশি তাকে সকল বিষয়ে জ্ঞান থাকতে হবে। এটি খুবই সুন্দর একটি মাধ্যমের। এই মধ্যমে সঠিক নেতা নির্বাচন হবে। আমি সকলের জন্য শুভ কামনা করছি এবং যোগ্য ব্যাক্তি দেখা পাবো এই আশা করছি।

দাদা আপনি খুবই সুন্দর একটি পরিকল্পনা করেছেন, এই পরিকল্পনার মাধ্যমে সঠিক ব্যক্তিকে নির্ণয় করা যাবে এবং তার যোগ্যতা সম্পর্কেও জানা যাবে। এটি খুবই সুন্দর একটি মাধ্যম। আর কিভাবে এপ্লাই করতে হবে সেটিও আপনি বলে দিছেন। আপনারা সকল কাজ খুবই সুন্দর এবং পরিকল্পনার মাধ্যমে হয়ে থাকে। তাই আপনি এত সাকসেসফুল। এজন্যই আমি আপনার অনুসরণ করি। আপনার সুন্দর পরিকল্পনাকে অনেক ধন্যবাদ জানাই।

খুবই বড় একটা সুযোগ। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এর থেকে ভালো কোনো সুযোগ আর হতে পারে না। খুব ইচ্ছা হচ্ছে এপ্লাই করার জন্য।

কিন্তু উপরের যে এপ্লাই করার জন্য দক্ষতা এবং যোগ্যতা প্রয়োজন এর দুটোর কোনটাই আমার নাই। সামান্য ভুলের জন্য কষ্ট জীবন থেকে বড় কিছু হারিয়ে ফেলছি। আসলে ও, শিক্ষার যে কতগুলো কত বড় গুরুত্ব ছিল এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছি।

এমন অবস্থায় আমার আর কি আর করার বা আছে।??

যাইহোক নতুন প্রজেক্ট কে সাধুবাদ জানাই প্রতিনিয়ত। সুন্দর হোক আমার বাংলা ব্লগ কে কেন্দ্র করে সফল উদ্দেশ্য।

ভালোবাসা অবিরাম সবসময়

দাদা আপনি অনেক সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন আশাকরি আপনি এই উদ্যোগে সফল হবেন। আর ভালো মডোরেটর খুঁজে পাবেন। এখানে যারা অংশগ্রহণ করবে সবার জন্য শুভকামনা রইলো

আপনার প্রতিটি উদ্যোগের পিছনে একটা মহৎ ভাবনা থাকে এবং আপনি যথাযথভাবে সেই ভাবনার পূর্ণতা দেয়ার চেষ্টা করেন। আমি যতদূর আপনার সম্পর্কে জানতে পেরেছি এবং যতটা বুঝতে পেরেছি, সেই ক্ষেত্রে এটা বলতে পারি এই উদ্যোগটিও দারুণভাবে সফল হবে এবং যোগ্যদের জন্য একটা চমৎকার সুযোগ তৈরী করবে, তার সাথে স্টিম প্লাটফর্মে আপনার অবদান আরো সুদৃঢ় হবে।

আশা করছি উপযুক্ত ব্যক্তিরা যথাযথ নিয়মে আবেদন করবেন এবং নিজের যোগ্যতার জায়গতা হতে চমৎকার সুযোগটি গ্রহনের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

আসন্ন নতুন কমিউনিটির জন্য আমার পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ এবং শুভ কামনা রইল।

নিঃসন্দেহে চমৎকার একটি উদ্যোগ ♥️
সত্যিই এখানে যোগ্য ব্যাক্তি ভীষণ প্রয়োজন।
নতুন কমিউনিটির যোগ্য মডারেটরদের অগ্রিম শুভকামনা জানাই।

দাদা আপনার উদ্যোগে নতুন আরো একটি কমিউনিটি চালু হচ্ছে এটা জেনে অনেক ভালো লাগলো। এখানে মডারেটর হিসেবে অবশ্যই যোগ্য লোককে নির্বাচন করা হবে। কারণ একজন মডারেটর কমিউনিটির সব খুঁটিনাটি দায়িত্ব পালন করে থাকেন। তাই তাদেরকে অবশ্যই সব বিষয়ে পারদর্শী এবং দক্ষ হতে হবে। আশাকরছি যোগ্য এবং পারদর্শী লোকরাই সুযোগ পাবে নতুন ভাবে নিজেকে গড়ে তোলার।

নতুন কমিউনিটির জন্য আমার পক্ষ হতে আন্তরিক ভাবে শুভ কামনা রইলো। যাদের সব রিকোয়রমেন্টস রয়েছে আশা করছি তারা এতো বড় একটি সুযোগ কখনোই মিস করবেন না।

খুবই চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করেছেন দাদা আপনার এই উদ্যোগ গ্রহণের মাধ্যমে আপনি সঠিক ব্যক্তিকে খুঁজে পাবেন বলে আশা রাখি যে কিনা আমাদের কমিউনিটির জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাবে কমিউনিটির মডারেটর হওয়ার জন্য যতগুলো গুণ থাকা দরকার সবগুলোই আপনি আপনার পোষ্টের মাধ্যমে শেয়ার করেছেন কোন অজানা ব্যক্তি স্থান গ্রহণ করতে পারবে না সব মিলিয়ে দারুন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা

আমাদের জন্য নতুন কিছু আনার জন্য আপনাকে, আগে থেকেই আমি সমর্থন দিয়ে থাকি। এটারো আমি জোর সমর্থনকারী। তবে আমি, নতুন মডারেটরদের মানবিক গুণাবলী বিশ্লেষণ প্রস্তাব করছি। আশীর্বাদ কামনায়

বর্তমানে ব্লগিং সাইট গুলো খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। দাদা একটি চমৎকার পরিকল্পনা হাতে নিয়েছে আমি দাদাকে অনেক সাধুবাদ জানাই এই পরিকল্পনাটি হাতে নেওয়ার জন্য, সবার জন্য শুভকামনা।

প্রতিটি উদ্যোগই ভালো, সমস্যা হলো সঠিক কর্মী দিয়ে প্রকল্প শুরু করা

দাদা আপনার পরিকল্পনা সব সময় ফলপ্রসূ হোক এটাই আশা করি আপনার দক্ষতার মাঝে মাধ্যমে আপনি অনেক দূর এগিয়ে যান এটাই আশা করি আপনি আরও একটি নতুন কমিউনিটি খুলতে চাই তার জন্য শুভকামনা রইল আশা করি সেটি পুরোদমে চলতে থাকবে এবং স্টিমিট জগতে সুনাম বয়ে আনবে।

সত্য কথা বলতে আপনি একটি ভাল উদ্যোগ নিয়েছেন দাদা। আপনার এই উদ্যোগটি সুন্দর ভাবে সফল হোক। আর আমাদের মাঝে এমন অনেকে আছে যারা এসব বিষয়ে অনেক দক্ষ। আশা করি আমাদের মধ্যে থেকে কেউ মডারেটর হতে পারবে। আপনার জন্য রইল আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ❤️❤️🥰

অনেক গুরুত্বপূর্ণ একটি পোষ্ট শেয়ার করেছেন দাদা। এই পোস্টের মাধ্যমে যোগ্য ব্যক্তিরা সঠিক তথ্য পেয়ে যাবে। আশা করছি অনেকেই নতুনভাবে মডারেটর হওয়ার সুযোগ পাবে। যোগ্যতার মাপকাঠিতে যাদের স্থান উপরে শুধুমাত্র তারাই এই সুযোগ পাবে। যাই হোক যারা নিজেকে যোগ্য মনে করেন এবং সততার সাথে কাজ করতে চান তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করবে। দাদা আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার জন্য শুভকামনা রইল।

আপনার এই উদ্যোগে প্রথমে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই স্টিমিট প্ল্যাটফর্ম একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। এখানে সহজেই যে কেউ তার সৃজনশীলতা দেখিয়ে কাজ করতে পারে। এজন্য আপনি যত যত লোক বাছাই করবেন মডারেটর এর জন্য। সবকিছু শেষে একটাই কথা আপনার জন্য শুভকামনা এবং মন ভরা ভালবাসা রইল।

দাদা খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছেন। যার মাধ্যমে অনেকেই একটি ভালো সুযোগ পাবে। ইন্টারভিউ নেয়ার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করতে সুবিধা হবে। প্রতিযোগিতার মাধ্যমে যোগ্যরাই নির্বাচিত হবে আশা করছি।

এটা দুঃখের বিষয় যে আমি কিছু প্রয়োজনীয়তা পূরণ করি না, আমার কাছে একটি জব পাওয়ার জরুরী প্রয়োজন, এটি একটি দুর্দান্ত সুযোগ যা নিজেকে উপস্থাপন করে, কিন্তু আমি সাবলীল ইংরেজি বলতে পারি না এবং অনেক কম বাংলা বলতে পারি।

আমি ব্লকচেইন প্রযুক্তি সম্পর্কে মৌলিক বিষয়গুলি জানি, আমি প্রতিদিন সম্প্রদায়ের জন্য উত্সর্গ করার জন্য আমার সময় 12 ঘন্টা গণনা করতে পারি।

কিন্তু আমি জানি যে এটি আপনি দলের সদস্য হওয়ার জন্য যা দাবি করছেন তার 25%ও নয়। 😟

দাদা সত্যি অসাধারণ একটা উদ্যোগ নিয়েছেন আপনি। আপনি মড দের নিয়োগের জন্য নিয়মকানুন ভেদে দিয়েছেন। এবং তারা সম্পূর্ণ অভিজ্ঞ সম্পন্ন হতে হবে এবং কে ইংলিশে টকিং করতে পারে এবং আপনি যে বিষয়বস্তুগুলো তাদের দক্ষতার মাঝে চাচ্ছেন সত্যি বলতে তাকে অনেক বুদ্ধিমান বিচক্ষণ হতে হবে। এবং প্রতিনিয়ত ইংলিশে টকিং করতে হবে। আমার বাংলা ব্লগ প্লাটফর্মে এসে আমি আপনাকে চিনেছি এবং দিন দিন আপনার দক্ষতা দেখে মুগ্ধ হতে যাচ্ছি। আপনি যে ধরনের মড চাচ্ছেন তারা অনেক ট্যালেন্ট হবে এবং ব্যক্তিত্বসম্পন্ন। দাদা এত সুন্দর একটা পদক্ষেপ নেওয়ার জন্য ভালোবাসা অবিরাম।

অনেক সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন দাদা, আশা করছি এই বিষয়ে প্রতিটা যোগ্য মানুষ অংশগ্রহণ করবে, আর আপনি একটি যোগ্য মডারেটর পেয়ে যাবেন, দাদা আমি আপনাকে যতদূর জানি, আপনার কোন উদ্বেগ বিফলে যাওয়ার নয়। উদ্যেগটি আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে, আপনার প্রতিটা কাজে সফল হোক দাদা সেই প্রত্যাশা করি।

দাদা সত্যি চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন আপনি। দুই কমিউনিটি থেকে দুজন করে চারজনকে নতুন মডারেটর হিসেবে নিযুক্ত করবেন এটা শুনে সত্যি অনেক ভালো লাগলো। সবার আনন্দর একটা ব্যাপার। অনেক খুশি হলাম। দাদা আপনি আপনার নতুন কাজে যেন, পৌছাতে পারেন এই কামনাই করি।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



jolie

বাহ আরেকটি নতুন কমিউনিটি। বিষয়টি বেশ দারুণ হবে। আমার খুব ইচ্ছে ছিল এপ্লাই করার। কিন্তু আপনার উল্লেখিত কিছু বিষয়ে আমি অদক্ষ। আমি প্রথমে চাইব এগুলোতে দক্ষ হওয়ার। এবং পরবর্তীতে ইনশাআল্লাহ আরও সুযোগ পাব। শেখার কোনো শেষ নেই। এবং যারা এপ্লাই করবেন তাদের জন্য শুভকামনা।

আপনি যদি আমাকে গ্রহণ করেন তবে আমি এই নতুন প্রকল্পের অংশ হতে চাই।

বর্তমান নতুন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনি আমাকে সদস্য হিসেবে যাচাই করতে পারেন কিনা তাও আমি জানতে চাই।

@rme @blacks @rex-sumon

ইংরেজিতে কনটেন্ট রাইটার দের জন্য একটি চমৎকার মাধ্যম হতে চলেছে । বিষয়টি খুবই আনন্দের । দাদা আপনার এই চমৎকার উদ্যোগটি ইনশাল্লাহ সফল হবে । 💕

good <3

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

goood

খুবই ভালো উদ্যোগ এটি।তাছাড়া বাঙালি দক্ষ মডারেটর নিয়োগ করা হবে এটি খুবই আনন্দের বিষয়।আশা করি, সব কাজে পারদর্শী এইরকম মডারেটর খুব ভালোভাবে ইন্টারভিউ দিয়ে নিয়োগ হতে সক্ষম হবে।শুভেচ্ছা রইল।

Who sure !I am fit and excellent for this recruitment. H🖕T here 💢👁

নিঃসন্দেহ বিশাল একটি সুযোগ। যদিও আমি এর আগে কোনো কাজ করিনি মডারেটর হিসেবে। যোগ্য প্রার্থীরা সিলেক্ট হবে।

দাদা খুবই সুন্দর একটা উদ্যোগ, যারা আসলেই অভিজ্ঞ এসব বিষয়ে ডিস্কড,টুইটার, রেডিট, এবং গ্রাফিক্স ডিজাইন যারা ভালো একটা সুযোগ।
দাদা ভালোবাসা অবিরাম।

এটি দুর্দান্ত, প্রত্যেকের জন্য একটি খুব দরকারী তথ্য যাদের স্টিম সম্পর্কে আরও জ্ঞান রয়েছে এবং প্রত্যেকেরই এটিকে সত্যিই ভাল এবং গুরুত্ব সহকারে করা উচিত।