একগুচ্ছ অণুকবিতা "তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম

in hive-129948 •  3 years ago  (edited)


Copyright-free Image source : Pixabay


একগুচ্ছ অণুকবিতা "তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম"



💘


♡ ♥💕❤

উড়ছে হাওয়ায় সুখগুলি সব,
কান্না হয়ে জমছে দেখ আকাশপানে ।
বৃষ্টি ধারায় নামবে যখন ধরার পানে
সুখগুলি সব আসবে ফিরে একে একে ।


এসেছে চিঠি বৈশাখী ঝড়ে,
এলোমেলো হাওয়া বাউল বাতাসে ।
রিক্ত-শূন্য হিমেল হৃদয়,
উষ্ণ করেছে তারই ছোঁয়ায় ।



বন্ধু আমার একেলা আকাশ,
মেঘলা বিকেল, এলো হাওয়া,
বৃষ্টি হয়ে ঝরবো তোমার চোখে ।

তোমার চোখেই দেখবো আকাশ,
সকাল সাঁঝে গভীর রাতে।
একাকীত্বের নির্জনতা জড়িয়ে নেবো বুকে ।



বন্ধু তোমায় ভালোবাসি,
কথাটি নয় মিছে ।

তোমার হিয়ার গোপন ব্যথা,
নিজের করেই নেবো আমি,
দিলেম তোমায় কথা ।


ভোরে উঠে কাজ, দুপুরেও তাই, রাতের বেলাও কাজ,
এত কাজের ভীড়ে তোমায় হয়না তো বলা,
ভালবাসি বড্ড, আমার হৃদয়ে শুধু তোমারই বাস ।



আমার আকাশে মেঘেরা আজ বড্ড চঞ্চল,
হাওয়ায় দেখ উড়ছে যেন মেঘেরই অঞ্চল ।
তোমার আকাশের মেঘেরা নিশ্চুপ না জানি কোন দুঃখে,
আমার আকাশের মেঘেরা সুখের কাঁপন ধরাবে বুকে ।



মৃত্যুর আগে ফুরিয়ে যাবো,
মরার আগেই মরে যাবো ।
মিলনের আগেই বিরহের আগুনে,
জ্বলে ছারখার আমি হবো ।

তাই ফুরিয়ে যাওয়ার আগেই অন্তত একবার তোমার
প্রেমে পড়তে চাই ।

♡ ♥💕❤


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা অনেক সুন্দর ভাবে কবিতাটি লিখেছেন যে তুই সত্যিই হৃদয়ের ভেতর গাছ ফেলে দেওয়ার মত একটি কবিতা ।বিশেষ করে নিচের লাইন গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।

বন্ধু তোমায় ভালোবাসি,
কথাটি নয় মিছে ।
তোমার হিয়ার গোপন ব্যথা,
নিজের করেই নেবো আমি,
দিলেম তোমায় কথা ।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



বাহ দাদা দারুন। চমৎকার লিখেছেন ।আমার কাছেতো খুবই ভালো লেগেছে। আমার কাছে বেশি ভালো লেগেছে এই লাইনগুলি

বন্ধু আমার একেলা আকাশ,
মেঘলা বিকেল, এলো হাওয়া,
বৃষ্টি হয়ে ঝরবো তোমার চোখে ।

তবে আপনার কবিতার নাম "তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম "এর অর্থ বুঝতে পারলাম না।

"তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম " মজা করে লিখেছি । সত্যজিৎ রায়ের একটি মজার গল্পের সংকলনের নাম ছিল "তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম " । আমি এখানে এই নাম দিয়েছি এটা বোঝাতে যে কিছু আবোল তাবোল অণুকবিতা লিখেছি যেগুলো একটি গুচ্ছ আকারে এখানে পাবলিশ করা হয়েছে, এই আর কি !

এবার বুঝলাম,ধন্যবাদ দাদা।

আমার আকাশে মেঘেরা আজ বড্ড চঞ্চল,
হাওয়ায় দেখ উড়ছে যেন মেঘেরই অঞ্চল ।
তোমার আকাশের মেঘেরা নিশ্চুপ না জানি কোন দুঃখে,
আমার আকাশের মেঘেরা সুখের কাঁপন ধরাবে বুকে ।

এই লাইনগুলো সেরা ছিলো দাদা, মনে মনে আমারও কিছু লাইন ভাসতে শুরু করেছে কিন্তু সেগুলো এখানে প্রকাশ করা যাবে না, তাহলে পাবলিক মাইর দিবে হা হা হা।

বাহ্ বাহ্, এই না হলে আমাদের রোমান্টিক হাজিফ ভাই । মডারেশন প্যানেলে প্রকাশ করবেন আপনার মনের কথা । তাহলে পাবলিক জানতে পারবে না কিন্তু, আমরা জেনে খুবই আনন্দ উপভোগ করতে পারবো ।

দাদা, হাফিজ দা তো আগে থেকেই অল্প রোমান্টিক মানুষ ছিলেন এখন তোমার কবিতাগুলো পড়ে পূর্ণ রোমান্টিক হওয়ার দিকে ঝুঁকে গেছেন। হাফিজ দা আমরাও আপনার মনের ভাব শুনতে চাই 😁।

পুুরো কবিতা আসছে একটু পরই, হি হি হি। পাবলিক থামানোর দায়িত্ব আপনাদের কিন্তু হে হে হে।

yesss

দাদা আপনার সব পোস্ট গুলো আমি পড়ার চেষ্টা করি। খুব ভালো লাগে আপনার লেখা গুলো। আমিও মাঝে মধ্যে কবিতা লিখে পোস্ট করি কিন্তু আপনার লেখার সামনে সেটা অতি নগন্য। খুব ভালো লাগলো আপনার লেখা কবিতাটি পড়ে।

ভোরে উঠে কাজ, দুপুরেও তাই, রাতের বেলাও কাজ

দাদা, আমার মনে হলো এই কবিতাটার প্রথম লাইনটা মনে হয় তোমার নিজের জীবন থেকেই নিয়েছ। তোমার মতো কর্মঠ মানুষ জীবনে খুবই কম দেখেছি। কাজের প্রতি তোমার ইচ্ছাশক্তি আর ভালোবাসা দুটোকেই স্যালুট। 💕🙏🏾

দাদা আপনার আজকের কবিতাটি খুবই চমৎকার হয়েছে। আপনি যে কীভাবে এত সুন্দর সুন্দর কবিতা লেখেন বুঝতে পারিনা। প্রতিটি কবিতাই অসাধারণ হয়। কবিতার প্রতিটা লাইন একেকটি অর্থ বহন করে। খুব ভালো লাগে পড়তে।

বৃষ্টি ধারায় নামবে যখন ধরার পানে
সুখগুলি সব আসবে ফিরে একে একে ।

এই লাইন দুটি আমার কাছে খুবই চমৎকার লেগেছে। সবথেকে বেশি মজা লেগেছে কবিতার নামটি।

দাদা বেশ দারুণ কবিতাটি।পড়তে আমার অনেক ভালো লাগছে।প্রতিটি লাইন ছন্দ দিয়ে বাধানো ছিলে।

image.png

এই লাইন গুলো আমার অনেক ভালো লেগেছে।আসলে এতে ঝড় বৃষ্টি মধ্যে হৃদয় যখন হার কাপানো ঠান্ডায় কাপাছে ,তখন মনের মানুষের ছোয়ায় কার না দেহে উষ্ণ হয়্।খুব সুন্দর ছিলে দাদা।অনেক ধন্যবাদ।

তোমার হিয়ার গোপন ব্যথা,
নিজের করেই নেবো আমি,

এই দুই লাইন জাস্ট অসাধারণ দাদা।প্রতিটি অণুকবিতাই দারুণ হয়েছে।তবে, এই দুই লাইন যেনো মন ছুঁয়ে গেলো।

Nice post!

তোমার হিয়ার গোপন ব্যথা,
নিজের করেই নেবো আমি,
দিলেম তোমায় কথা ।

এই লাইনগুলো আমার যথার্থ লেগেছে ভাই । বিশেষ করে হিয়ার কথা বোঝার মানুষ তো , এখন তেমন নেই । ভালো ছিল কথাগুলো , বেশ ভালো লিখেছেন ভাই ।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

অনুকবিতা অনুকাব্য
লেগেছে অনেক ভালো
দুই নয়নের তারা তুমি
জোছনা ভেজা আলো।

এই হৃদয়ে আছো তুমি
থাকবে বার মাস,
কোমল মনে একমাত্র
তোমার বসবাস।

♥♥

হাহা,, দাদা কবিতার নামটা ভালো লাগলো। আর কি সব কিছুতেই ঘোরার ডিম না হলে চলেই না। 😁😆

তবে কবিতার প্রতিটি লাইন সহজ ভাষায় ছিল। আমার কাছে আবার এমন কবিতা অনেক ভালো লাগে। যে ভাষাগুলো সহজেই বুঝা যায়। অসাধারণ লিখেছেন দাদা। 🥰

দাদা,আপনি তো খুব চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।কবিতার প্রতিটি লাইন আমার খুবই ভালো লেগেছে। দাদা, আপনার কবিতাগুলো যেন বাস্তবিক কিছু ভালোবাসার মানুষের মনের কথা গুলোর সাথে মিলে যায়।

মৃত্যুর আগে ফুরিয়ে যাবো,
মরার আগেই মরে যাবো ।
মিলনের আগেই বিরহের আগুনে,
জ্বলে ছারখার আমি হবো ।
তাই ফুরিয়ে যাওয়ার আগেই অন্তত একবার তোমার
প্রেমে পড়তে চাই ।

সত্যি দাদা,প্রকৃত ভালোবাসা মনের আকুতি গুলো মনে হয় এমনই হয়। ধন্যবাদ দাদা, এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।।

সুন্দর কবিতা

মৃত্যুর আগে ফুরিয়ে যাবো,
মরার আগেই মরে যাবো ।
মিলনের আগেই বিরহের আগুনে,
জ্বলে ছারখার আমি হবো ।
তাই ফুরিয়ে যাওয়ার আগেই অন্তত একবার তোমার
প্রেমে পড়তে চাই ।

শেষ লাইনটি খুবই সুন্দর ও ভালো লেগেছে আমার কাছে।

ডাক ও খনার বচন এর মত দুই লাইন, চার লাইনের সুন্দর সুন্দর ছন্দ আকারে অনুকবিতা যদিও থিম সব ভালবাসার।

মাঝে মাঝে এরকম অনুকবিতাও দিয়েন দাদা

দারুন তো অণুকবিতা গুলো ।সবগুলোকে মিলিয়ে দারুন একটা ভাবার্থ তৈরী হয়েছে। আপনার কাছ থেকে অনুপ্রেরণা পাই দাদা। তাই আবারো চেষ্টা নতুন করে।

তোমার আকাশ মেঘলা জানি
আমার আকাশও ভারী
বৃষ্টি ঝরবে অঝর ধারায়
ঝরতে আমি জানি

চোখের জলও ঝরছে আমার
হৃদয়ে রক্ত ক্ষরন
তোমার কোলেই মাথা রেখে
হয় যেন আমার মরন ।

ঝোড়ো হাওয়া বইবে যখন
তোমার আচল উড়বে তখন
শেষ হবে সব চাওয়া পাওয়া
আমিই হবো ঝোড়ো হাওয়া

ভালবাসি বলে তোমায়
একলা জেগে গভীর রাতে
পথের বাকে বসে আছি
তোমার অপেক্ষাতে ।

হা হা হা । দাদা দারুন ছিল কবিতা গুচ্ছ। আরো চাই লেখা । ভাল লাগে পড়তে। ধন্যবাদ দাদা ভাল থাকবেন। শুভেচ্ছা।

অণুকবিতাগুলো খুবই সুন্দর লিখেছেন দাদা।আপনার এই কবিতা পড়ে আমার স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছে।যখন সব বন্ধুরা মিলে আমরা ছন্দ তৈরি করতাম চার লাইনের করে।এখনও মনে আছে কয়েকটি ,তবে বলা যাবে না।বেশ হাস্যকর, অনেক ধন্যবাদ দাদা।

বন্ধু আমার একেলা আকাশ,
মেঘলা বিকেল, এলো হাওয়া,
বৃষ্টি হয়ে ঝরবো তোমার চোখে ।
তোমার চোখেই দেখবো আকাশ,
সকাল সাঁঝে গভীর রাতে।
একাকীত্বের নির্জনতা জড়িয়ে নেবো বুকে

এই লাইন গুলো সেরা ছিলো দাদা।খুব ভালো লেগেছে আপনার এই কবিতাটি সত্যি অসাধারণ লিখেছেন দাদা। এতো কিছু আপনার মনে আসে কি ভাবে দাদা। এতো সুন্দর ভাষা শৈলী এতো সুন্দর ছন্দের মিল আহারে কী যে ভালো লাগে আমার ভাষায় প্রকাশ করতে পারছি না। "তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম", কথাটি বুঝতে অনেক কষ্ট হলো দাদা।এক গুচ্ছ অণুকবিতা কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল দাদা।
♥️♥️♥️♥️

আমার কাছে অনুকবিতা বেশ ভালো লাগে।ছোট বেলায় এই রকম কবিতা কার্ডের উপর লিখা হতো।যদি ও আমি পারি না লিখতে।মানুষেরা কপি করতাম।যাই হোক ভালে ছিলো।দাদা।ধন্যবাদ

আমার আকাশে মেঘেরা আজ বড্ড চঞ্চল,
হাওয়ায় দেখ উড়ছে যেন মেঘেরই অঞ্চল ।
তোমার আকাশের মেঘেরা নিশ্চুপ না জানি কোন দুঃখে,
আমার আকাশের মেঘেরা সুখের কাঁপন ধরাবে বুকে ।

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন দাদা। কবিতার লাইনগুলো আপনি কিভাবে যে এতো সুন্দর করে সাজিয়ে লিখেন তা সত্যিই আমি ভাবতে থাকি। খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। শুভকামনা রইল আপনার জন্য।