আসন্ন "আমার বাংলা ব্লগ" এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ লোগো কনটেস্ট

in hive-129948 •  7 months ago 


২০২১ সালের জুন মাসের ১১ তারিখ । এই দিনেই সর্বপ্রথম "আমার বাংলা ব্লগের" পথযাত্রা শুরু হয় । ১১ জুনের রাত ১০ টা ০৯ মিনিটে আমি প্রথম পোস্ট করি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে । পোস্টের শিরোনাম ছিলো - আমার বাংলা ব্লগের যাত্রা শুরু...... । পোস্টটি পড়তে পারবেন এখানে ক্লিক করে ।

এই পোস্টটি ছিল "আমার বাংলা ব্লগের" একটা পরিচিতিমূলক পোস্ট এবং কিছু বেসিক নিয়ম কানুন জানানোর উদ্দেশ্যে পোস্টটি করা হয়েছিল । এই পোস্টে ব্যবহৃত লোগোটিই হলো "আমার বাংলা ব্লগের" অফিশিয়াল লোগো । এর পরে অবশ্য আরো অনেকগুলো লোগো তৈরী করা হয়েছিল ।



আমার বাংলা ব্লগে এই মুহূর্তে বহুল ব্যবহৃত লোগোর সংখ্যা তিন । আগামী মাসের ১১ তারিখ আমাদের কমিউনিটির তৃতীয় বর্ষ পূর্ণ হতে যাচ্ছে । তাই তৃতীয় বছরে পদার্পণে আমি চাচ্ছি সম্পূর্ণ নতুন একটি লোগো । আমরা বর্ষপূর্তিতে এই লোগোর শুভ উদ্বোধন করতে চাই । এই উদ্দেশ্যে তাই আমি একটি লোগো কন্টেস্টের আয়োজন করেছি । আশা করছি আমার বাংলা ব্লগের সকল সম্মানিত ব্লগারগণ এই কন্টেস্টে অংশগ্রহণ করে আমাদেরকে বিশেষভাবে বাধিত করবেন । সেরা লোগোটিকে আমার বাংলা ব্লগের নিউ অফিসিয়াল লোগো হিসেবে গ্রহণ করা হবে এবং বিজয়ীকে পুরস্কৃত করা হবে ।


আমার বাংলা ব্লগের প্রথম অফিসিয়াল লোগো

Amar_Bangla_Blog_logo_png.png
এই হলো "আমার বাংলা ব্লগের" দ্বিতীয় লোগো

Amar_Bangla_Blog_logo_png.png
এই হলো "আমার বাংলা ব্লগের" তৃতীয় লোগো



কন্টেস্টের বিষয় : "আমার বাংলা ব্লগ" কমিউনিটির জন্য অফিসিয়াল লোগো তৈরী ।


➥লোগোটি কমিউনিটির উদ্দেশ্য এবং কার্যকলাপকে বেস করে ক্রিয়েট করতে হবে ।


➥এই প্রতিযোগিতায় শুধুমাত্র "আমার বাংলা ব্লগের" সদস্যরা অংশগ্রহণ করতে পারবেন ।


➥ফাইনাল আউটপুট হবে png ফরম্যাট এ এবং ব্যাকগ্রাউন্ড হবে fully transparent ।


➥রেসল্যুশন মিনিমাম ১০২৪X৭৬৮ হতে হবে ।


➥লোগোটি সম্পূর্ণ নিজের তৈরী হতে হবে ।

➥লোগো তৈরিতে যদি আপনি কোনো গ্রাফিক্স কনটেন্ট use করে থাকেন তবে সেগুলি কপিরাইট ফ্রি ও রয়্যালটি ফ্রি হতে হবে ।

➥বিজয়ী লোগোটি যেহেতু আমাদের কমিউনিটির অফিসিয়াল লোগো হবে তাই আপনাদের সম্পূর্ণ স্বত্ব ত্যাগ করে লোগোটি আমাদেরকে ব্যবহার করতে দিতে হবে ।

➥কন্টেস্টের সময়সীমা : ৩ সপ্তাহ । লাস্ট ডেট : ০৯ জুন ২০২৪, রবিবার ভারতীয় সময় রাত ১২ টা অব্দি।

➥কনটেস্ট উইনার কে পুরস্কৃত করা হবে ।


পুরস্কার : 1K STEEM


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার অংশগ্রহণ


"আমার বাংলা ব্লগ" ~ তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ লোগো তৈরি


https://steemit.com/hive-129948/@bijoy1/394bfcb09a4e4


Amar-bangla-blog-png.png

  ·  7 months ago (edited)

আমার বাংলা ব্লগের নতুন বছরে পদার্পন উপলক্ষে খুবই দারুন একটি উদ্যেগ নেওয়া হয়েছে।এইতো সেদিন এনাউন্সমেন্ট শুরু হলো দেখতে দেখতে ৩ টা বছর শেষ হতে গেলো।প্রাণের এই কমিউনিটি টা।আপনার জন্য আজ বিশ্বে বাংলা কে অন্য রকম ভাবে চিনছে মানুষ। ইউ আর গ্রেট দাদা।ভালবাসা নিবেন।এগিয়ে যাক আমার বাংলা ব্লগ।

লোগো কনটেস্ট এর আগের বছর ও আয়োজন করা হয়েছিলো। অনেকেই অংশগ্রহন করেছিলো। এবার আমি ও অংশগ্রহন করবো। ধন্যবাদ দাদা।

অসম্ভব সুন্দর একটি কনটেস্ট। এই প্রতিযোগিতার মধ্যে ইউজারগণ তাদের ক্রিয়েটিভিটিকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। অপেক্ষায় রইলাম সকলের সুন্দর সুন্দর লোগো গুলো দেখার জন্য। সম্ভব হলে চেষ্টা করব নিজেও এই কনটেস্টে অংশগ্রহণ করার। নতুন লোগো তৈরি করা নিয়ে চমৎকার একটি কনটেস্ট আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

এ তো বিশাল প্রতিযোগিতা 🥳
১K স্টিম।
নতুন বছরের নতুন লোগো তৈরি করার চিন্তাটা সুন্দর।
তবে আমাদের প্রথম লোগোটির সাথে আমরা এতোটাই পরিচিত যে লোগোটি দেখলেই মনে হয় বাংলা কমিউনিটির একক প্রতিক।

দেখতে দেখতে আমার বাংলা ব্লগের তিন বছর হয়ে যাচ্ছে। মনে হয় এই তো সেদিন আমার বাংলা ব্লগের যাত্রা শুরু হল। দাদা তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আবারও লোগো কন্টেস্টের আয়োজন করেছেন দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো। নতুন নতুন চমৎকার কিছু লোগো দেখতে পাব। যদিও আমার বাংলা ব্লগের প্রথম অফিশিয়াল লোগোটি আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। কেমন যেন হৃদয়ের একটা টান অনুভব করি ওই লোগোটি দেখলে ।তারপরেও আরো নতুন নতুন লোগো দেখার অপেক্ষায় রইলাম। যদি লোগো তৈরি করতে পারতাম আমিও এই কনটেস্টে অংশ নিতাম। যাই হোক দারুন একটি কনটেস্টের আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার বাংলা ব্লগের এই পথ চলা যেন আরো অনেক অনেক সুদীর্ঘ হয় ,আর এভাবেই যেন আমার বাংলা ব্লগের সঙ্গে থাকতে পারি সেই প্রত্যাশায়।

গত বছরও আমি আমাদের প্রিয় কমিউনিটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ লোগো কনটেস্টে অংশগ্রহন করেছিলাম। আলহামদুলিল্লাহ, সফলও হয়েছিলাম। গত বছর সবাই অনেক সুন্দর সুন্দর লোগো তৈরী করেছিল। এই বছরও কন্টেস্টে অংশগ্রহন করবো,ইনশাআল্লাহ। ধন্যবাদ দাদা।

সবার মাধ্যমে আশা করি খুব সুন্দর সুন্দর লোগো দেখতে পাবো। নতুন বছরে পর্দাপন সে সাথে নতুন লোগো দারণ ভালো লাগা কাজ করতেছে। অপেক্ষায় রইলাম সবার কাছ থেকে সুন্দর সুন্দর লোগো দেখার।

কমিউনিটির নতুন বছর সামনে রেখে বেশ দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন দাদা। গতবছরের ন্যায় এবারও লোগো কনটেস্টের আয়োজন করেছেন দেখে বেশ ভালো লাগলো। আশা করছি এই প্রতিযোগিতার মাধ্যমে আমার বাংলা ব্লগ কমিউনিটির বিভিন্ন ধরনের নতুন লোগো দেখতে পারবো। ধন্যবাদ দাদা এত সুন্দর ভাবে একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

দাদা গতবছরের ন্যায় এই বছরেও এমন সুন্দর একটি কনটেস্টের আয়োজন করেছেন দেখে খুব ভালো লাগলো। "আমার বাংলা ব্লগ" শুরুর কিছুদিন পর থেকেই এই পর্যন্ত কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ এভাবেই সবসময় কাজ করে যাবো। এবার আবারও সবার কাছ থেকে নতুন নতুন লগো দেখতে পারবো জেনে ভালো লাগলো। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কনটেস্টের আয়োজন করার জন্য।

দাদা গত বছরের মত এবারেও লোগো কনটেস্ট দেখে ভীষণ ভালো লাগলো। গতবছরে দেখলাম সবাই যে যার মত করে লোগো তৈরি করেছিল। আশা করি এবারও যারা যারা এই কাজে দক্ষ রয়েছেন তারা অবশ্যই জয়েন করবেন। তাছাড়া পুরস্কার দেখছি বিশাল বড়। আপনার এই ধরনের কাজগুলো খুবই ভালো লাগে। দেখতে দেখতে তিনটা বছর কেটে গেল।

বেশ ভালো লাগলো কারণ দেখতে দেখতে তৃতীয় বর্ষপূর্তি চলে আসলো। এবারও কিন্তু সবাই বেশ সুন্দর সুন্দর লোগো ডিজাইন তৈরি করতে পারবেন। আগের বারের মতো এবারেও নতুন ভাবে আমরা নিজেরাও চেষ্টা করতে পারব এটা নিয়ে। সব সময় মত চেষ্টা করব যাতে এবারেও সুন্দর একটি লোগো তৈরি করার। বেশ ভালো একটি সময় এবারেও সবাই মিলে কাটাতে পারব। সবার ভালো কাজ গুলো দেখার অপেক্ষায় রইলাম। আর আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে পোস্টটি শেয়ার করার জন্য।

আশা করি এবারও আমরা সবাই অনেক সুন্দর সুন্দর লগো ডিজাইন দেখতে পাবো। গত বছর তো বেশ সুন্দর কিছু লগো ডিজাইন দেখেছিলাম। তবে এবার ইউজাররা তাদের সমস্ত একটিভিটি দিয়ে লগো ডিজাইনের প্রতিযোগিতায় অংশ গ্রহন করবেন। ধন্যবাদ দাদা এমন একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

দেখতে দেখতে এক বছর কিভাবে অতিবাহিত হয়ে গেলো,সেটা টেরই পেলাম না। আশা করি গত বছরের মতো এই বছরও অনেক সুন্দর সুন্দর লোগো দেখতে পাবো। গত বছর মনে হয় জনি প্রিন্স ভাই বিজয়ী হয়েছিল। যাইহোক এতো চমৎকার একটি কনটেস্টের আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

দেখতে দেখতে কোথা দিয়ে আবার একটি বছর আমরা পার করে ফেললাম । মনে হচ্ছে সেদিন আমাদের যাত্রা শুরু হয়েছিল । আর দেখতে দেখতে আমরা তিনটি বছর শেষ করে ফেলেছি । সেই শুরু থেকে আমার বাংলা ব্লগের সাথে আছি আশা রাখছি আরও সুদীর্ঘ পথ যেতে পারবো সবাই একসাথে । এবারও লোগো কন্টেস্টের আয়োজন দেখে ভালো লাগছে । সবাই সুন্দর সুন্দর লোগো তৈরি করবে সেটাই দেখার অপেক্ষায় রইলাম । অনেক ধন্যবাদ দাদা আবারও সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য ।

আমি গত বছর এখানে জয়েন করার কয়েক মাস পরেই আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষ উদযাপন করা হয়েছিলো। তিনদিন যাবত সে অনুষ্ঠানটি দারুন ছিলো।আমরা সবাই অনেক আনন্দ করেছিলাম। গত বৎসর অনেক মেম্বারই লগো কনটেস্টে অংশগ্রহণ করেছিল। আশা করি এই বছরও সবাই স্বতঃস্ফূর্তভাবে লগো কনটেস্টে অংশগ্রহণ করবে। এবছর অনেক বড় একটি অ্যামাউন্ট পুরস্কার হিসেবে রাখা হয়েছে। ধন্যবাদ দাদা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

সুন্দর চিন্তা চেতনা উৎসবের আমেজে জড়িয়ে চমৎকার এবং ফলপ্রসূ হয়ে উঠুক এই কামনা করছি। আমাদের মাঝে বেশ কয়েকজন অসাধারণ ডিজাইনার রয়েছে। আমরা সবাই আশাবাদী চমৎকার একটি লগো প্রতিযোগিতা আমরা দেখতে পাবো। আর পুরষ্কার তো বড় এমাউন্ট 😍 ইনশাআল্লাহ যোগ্য ব্যাক্তি তার কাজের উপযুক্ত মূল্যায়ন পাবে। অগ্রিম শুভকামনা দাদা ❤️

সময় কিভাবে চলে যায় দেখতে দেখতে আবারো একটি বছর চলে গেলো। গত বছরে বেশ সুন্দর কিছু লোগো ডিজাইন দেখেছিলাম। এবার ও কনটেস্টের আয়োজন করা হয়েছে দেখে ভালো লাগলো।এবার আমরা অনেক সুন্দর সুন্দর লোগো ডিজাইন দেখতে পাব আশা করছি। অনেক ধন্যবাদ দাদা দারুন একটি কনটেস্টের আয়োজন করার জন্য।

আগামী মাসের ১১ তারিখ আমাদের কমিউনিটির তৃতীয় বর্ষ পূর্ণ হতে যাচ্ছে, এটা জেনে অনেক বেশি খুশি হলাম দাদা। আশা করা যায়, এই কনটেস্টের মাধ্যমে নতুন নতুন লোগো দেখতে পাবো। তাছাড়া পুরস্কার হিসেবে যেহেতু 1K স্টিম দেওয়া হবে, সে ক্ষেত্রে আমিও চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

আমার বাংলা ব্লগ কমিউনিটির যাত্রা শুরু থেকে আজ অবধি সাথে রয়েছি। এবার তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান হবে যেখানে অনেক ধরনের আড্ডা আনন্দময় মুহূর্ত উপভোগ করতে পারব। প্রতিবছর বর্ষপূর্তি উপলক্ষে লোগো কনটেস্টের আয়োজন করা হয়ে থাকে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেকে এই কাজে দক্ষ । যারা খুবই সুন্দর সুন্দর লোগো তৈরি করে উপহার দিয়ে থাকে। এবারও আরো সুন্দর সুন্দর লোগো তৈরি দেখতে পাবো।

এসবের কাজ খুব ভালো পারলে অবশ্যই চেষ্টা করতাম।তাও এখনো একবার চেষ্টা করে দেখবো যদি সফল হই!

ও মোর খোদা,
এতো দেখি বিশাল বড় সড় প্রতিযোগিতার আয়োজন।
পুরস্কারও দেখি বিশাল এমাউন্টের।
সুন্দর সুন্দর লোগোর এন্ট্রি দেখতে পারবো আশা করি।

দাদা প্রতিবছরের ন্যায় এবারও তৃতীয় বছর পূর্ণ তাই১১ ই জুন একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিষয়টা খুবই ভালো লাগলো। যদিও আমি আগে থেকেই জানি তবে এই উপলক্ষে লোগো তৈরীর কনটেস্ট দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

প্রতিবছরের ন্যয় এবারো লগো কনটেস্টের আয়োজন করা হয়েছে। এর আগের বছর আমি এই কমিউনিটিতে নতুন ইউজার ছিলাম বলে। অংশগ্রহণ করতে পারেনি। এবার চেষ্টা করবো লগো কনটেস্টে অংশগ্রহণ করতে। ধন্যবাদ দাদা।

অসাধারণ একটি উদ্যোগ নিয়েছেন দাদা,সবাই সুন্দর সুন্দর লোগো ডিজাইন তৈরির সঙ্গে সঙ্গে শিখতে আগ্রহী হবে।এই কমিউনিটিতে প্রথম থেকে থাকতে পেরে আমিও খুবই খুশি,আগামীতেও এভাবেই থাকতে চাই সর্বদা।তাছাড়া এত বড় এমাউন্টের পুরস্কারের আয়োজন করেছেন দেখে খুবই ভালো লাগলো।নতুন নতুন লোগো দেখার অপেক্ষায় রইলাম।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

গত বছরের মতো এ বছরও লোগো কনটেস্টের আয়োজন করেছেন দেখে অনেক ভালো লাগলো দাদা। আশা করছি এবারও দারুন দারুন লোগো ডিজাইন গুলো দেখতে পাবো। অনেক অনেক ধন্যবাদ দাদা দারুন একটি কনটেস্টের আয়োজন করার জন্য।

গতবারের মত এবারও লোগো কনটেস্টের আয়োজন করছেন দেখে খুব ভালো লাগছে দাদা। আমার বাংলা ব্লগ শুরুর কিছুদিন পর থেকেই এই পর্যন্ত কাজ করে যাচ্ছি। আশা করি আগামী সময়ও এভাবেই থাকতে পারবো। আর এবারেও নতুন নতুন লোগো গুলো দেখার অপেক্ষায় রইলাম।

আমার অংশগ্রহন-
https://steemit.com/hive-129948/@titash/f854e2c736e4f

54.png

https://steemit.com/hive-129948/@rahimakhatun/7fknzk

আসন্ন "আমার বাংলা ব্লগ" এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমার তৈরি বিশেষ লোগো।

amr bangla  logo 2 png.png

দারুণ উদ্যোগ দাদা,
নতুন বছরের পদার্পণে
নতুন আয়োজনের জাগরণে,
নতুনভাবে সাজবে লগো
নতুনভাবে রঙিন হবে কমিউনিটি।

বাহ দারুণ! এখন তো দেখছি সব কথা কবিতার ভাষায় প্রকাশ পাচ্ছে🥰🥰। কবিতা দারুণ হয়ছে ভাইয়া।

আমার অংশগ্রহন
https://steemit.com/hive-129948/@joniprins/f1dc9289a2b07

51-51.png

01.png