২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ হ্যাংআউট এর প্রাইজ ডিস্ট্রিবিউশন কমপ্লিটsteemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 

Amar_Bangla_Blog_logo.jpg


২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ হ্যাংআউটের এন্টারটেইনমেন্ট সেগমেন্টে পার্টিসিপেট করা সকল ইউজারদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হলো ।


পার্টিসিপেন্টদের নাম


নাম:বৃত্ত
স্টিমিট আইডি: shyamshundor

নামঃ বৃষ্টি চাকী
স্টিম আইডিঃ bristychaki

নাম : জনি প্রিনস
স্টিমিট : joniprins

নাম: তাসলিমা আক্তার সনিয়া
স্টিমিট আইডি: tasonya

নামঃ তাহমিনা আক্তার বৃষ্টি
স্টিমিট আইডিঃ bristy1

নামঃ তুহিন
স্টিমিট আইডি : tuhin002

নামঃ সেলিনা সাথী
স্টিম আইডি : selinasathi1

নাম : শিফা আক্তার
স্টিমিট আইডি : sshifa

নাম : সায়মা আক্তার
স্টিমিট আইডি : saymaakter

নাম : মাহবুবুল লিমন
স্টিমিট আইডি: mahbubul.lemon

নাম: পূজা ঘোষ
স্টিমিট: pujaghosh


পুরস্কার প্রদান সম্পন্ন


সিরিয়ালস্টিমিট আইডিপুরস্কার
০১@shyamshundor১০ স্টিম
০২@bristychaki১০ স্টিম
০৩@joniprins১০ স্টিম
০৪@tasonya১০ স্টিম
০৫@bristy1১০ স্টিম
০৬@tuhin002১০ স্টিম
০৭@selinasathi1১০ স্টিম
০৮@sshifa১০ স্টিম
০৯@saymaakter১০ স্টিম
১০@mahbubul.lemon১০ স্টিম
১১@pujaghosh১০ স্টিম

Untitled.png


✡ ধন্যবাদ ✡



পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)


তারিখ : ০৭ মার্চ ২০২৩

টাস্ক ১৯৭ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 046b78976bb1fd3d60c508561273267d2fabed1c19181758ecf033e9d8957a60

টাস্ক ১৯৭ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ হ্যাংআউটের এন্টারটেইনমেন্ট পর্বে পার্টিসিপেট করা সকল ইউজারদেরকে বিশেষ পুরস্কার প্রদান করেছেন। আশা করি এর মাধ্যমে তারা সবাই অনেক উৎসাহ পাবে। ধন্যবাদ দাদা।

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

Upvoted! Thank you for supporting witness @jswit.

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ হ্যাংআউটে অংশগ্রহণ করে, আজকের এই পুরস্কারে আমি অনেক বেশি আনন্দিত। সেই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই দাদা আপনাকে।♥♥

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের একটি বিশেষ হাংআউট এর আয়োজন করা হয় এবং সেখানে যারা বিনোদন পর্বের এটেন্ট করেছিল তাদেরকে দাদার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হল। সত্যিই বিষয়টির আমাদের সকলের জন্য গর্বের। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ হ্যাংআউটে আমরা সবাই অনেক সুন্দর সময় কাটিয়েছি। আর যারা এই আয়োজনটা আরো বেশি মাতিয়ে তুলেছিল তাদেরকে পুরস্কার দিয়েছেন দেখে সত্যি ভালো লাগলো দাদা। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা হ্যাংআউটে সবাই মিলে উপভোগ করতে পেরেছিলাম। যারা হ্যাংআউটের বিনোদন পর্বে অংশগ্রহণ করে হ্যাংআউটের অনুষ্ঠানটি আরও আকর্ষণীয় করে তুলেছিল তাদেরকে ধন্যবাদ না দিলেই নয়! আপনি তাদেরকে প্রাইজ ডিস্ট্রিবিউশন করেছেন এতে আমি মনে করি তারা অনুপ্রাণিত হবে। সামনে আরও ভালো কিছু উপস্থাপন করবে আমাদের সাথে 💟🦋

একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য বিশেষ হ্যাংআউট অনুষ্ঠানটি ছিল অসাধারণ।আর এই বিশেষ হ্যাংআউট অনুষ্ঠানটিকে আরও প্রানবন্ত করে তোলার জন্য যারা অংশগ্রহন করেছেন তাদেরকে দাদার তরফ থেকে পুরস্কার প্রদান দেখে খুবই ভালো লেগেছে। আসলে সবসময়ই দাদা বিশেষ দিনকে আলাদা গুরুত্ব দিয়ে থাকে।সেই জন্য দাদাকে অন্তরের অন্তস্তল থেকে অসংখ্য ধন্যবাদ।

এই পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত।ধন্যবাদ দাদা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ হ্যাংআউটে অংশগ্রহণ করে আমি যে পুরস্কার পেয়েছি এতে আমি খুবই আনন্দিত। আর এর পুরো কৃতিত্বটাই দিতে চায় দাদাকে। আপনার জন্য শুভকামনা রইল দাদা।

আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষ্যে বিশেষ হ্যাংআউটে যারা অংশগ্রহণ করে ছিলেন,তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।আপনার তরফ থেকে গিফট পেয়ে তারা খুশি হয়েছে নিশ্চয়।ধন্যবাদ দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

অনেক খুশী হয়েছি এই পুরস্কার পেয়ে।আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে বিশেষ হ্যাঙআউটে যারা যারা অংশগ্রহন করেছিল তাদের সবাই কে অভিনন্দন। ভালো লাগলো।ধন্যবাদ

যারা ইন্টারটেইনমেন্টে অংশগ্রহণ করেছিল পুরস্কার পেয়েছে তাদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসলেই যে কোন ক্ষেত্রে পুরস্কার পেলে খুবই ভালো লাগে যেটা সবাই প্রত্যাশা করে।

অনেক অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটি আয়োজন এবং আয়োজন শেষে আবার গিফট।

  ·  2 years ago (edited)

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ হ্যাংআউট এর প্রাইজ ডিস্ট্রিবিউশন দেখে খুবই ভালো লাগলো দাদা। যারা যারা পার্টিসিপেট করেছে আশা করছি তারা অনেক বেশি খুশি হবে। ধন্যবাদ দাদা সব সময় এভাবে সবাইকে সারপ্রাইজ দিয়ে যাওয়ার জন্য।

একুশে ফেব্রুয়ারি বিশেষ হ্যাংআউটে অংশগ্রহণ করায় আজকের এই পুরস্কার পেয়ে আমি সত্যি খুব আনন্দিত। অনেকদিন পর আপনার এই সারপ্রাইজ পেয়ে সত্যি খুব ভালো লাগছে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

অভিনন্দন সবাইকে, বিশেষ দিনে বিশেষ আয়োজনের সাথে পুরস্কার জেতার মজাটাই আলাদা আর আমার বাংলা ব্লগ মানে সেই মজাটাকে দ্বিগুন করার সুযোগ পাওয়া। ধন্যবাদ দাদা

মাতৃভাষা দিবস উপলক্ষে আপনার কাছ থেকে গিফট পেয়ে ভীষণ ভালো লাগলো দাদা। আসলে ওই দিনটা হ্যাংআউট এ আমরা ভীষণ আনন্দ করেছিলাম। আমি মনে করি ওই দিনটা আমাদের জন্য গর্বের বিষয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ওই বিশেষ হ্যাঙআউটে যারা যারা অংশগ্রহন করেছিল তাদের সবাই কে কংগ্রাচুলেশন। দাদার কাছ থেকে তারা একটা ভালো পুরস্কার পেয়েছে এটা দেখে বেশ ভালো লাগলো।

অভিনন্দন সবাইকে। আপনাদের সৌজন্যে সেদিনের হ্যাং আউট আরো প্রাণবন্ত হয়ে উঠেছিলো। ধন্যবাদ দাদা। ভালোবাসা অবিরাম ❤️

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। হ্যাংআউটের মধ্যে দেখা যায় আপনারা অনেক বেশি আনন্দ করেছেন। আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম। খুবই ভালো লাগলো আপনার পোস্ট। অসংখ্য ধন্যবাদ,

ধন্যবাদ সম্মানিত ফাউন্ডার এভাবে প্রাইজ দিয়ে আমাদের মত ছোট ছোট ইউজারদের কে উৎসাহিত করার জন্য। যদিও আমি হ্যাং আউটের বিনোদান পর্বে অংশ গ্রহণ করতে পারিনি। তবু শুভেচ্ছা জানাই আমার প্রিয় সকল সহকর্মীদের যারা পুরুস্কার পেয়েছেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ হ্যাংআউটে অংশগ্রহণ করে পুরস্কার পেয়ে আমিও খুবই আনন্দিত। অনেক অনেক দিন পরে পুরস্কার পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশেষ হ্যাংআউটে অংশগ্রহণের জন্য আমাদের পুরষ্কৃত করার জন্য, দাদাকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি।