"আমার বাংলা ব্লগ ১০০ তম হ্যাংআউট" এর বিশেষ পুরস্কার : লাইভ হ্যাংআউট কুইজ কনটেস্টsteemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 


বিগত ১৮ই মে ২০২৩ ছিল "আমার বাংলা ব্লগের" ১০০ তম হ্যাংআউট । আপনারা জানেন আমার বাংলা ব্লগ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই দু'বছরে প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার ভারতীয় সময় রাত সাড়ে আটটা ও বাংলাদেশ সময় রাত ন'টায় আমার বাংলা ব্লগের ডিস্কোর্ড সার্ভারে হ্যাংআউট অনুষ্ঠিত হয়ে আসছে ।

এটি হলো সাপ্তাহিক হ্যাংআউট । মাসে ৪টি হ্যাংআউট হয়ে থাকে স্বাভাবিক নিয়মে । এছাড়াও বছরের কিছু বিশেষ দিনগুলিতে বৃহস্পতিবার ছাড়াও সপ্তাহের অন্যান্য দিনেও হ্যাংআউট হয়ে থাকে । সেই হিসেবে বছরে ৪৮ টা হ্যাংআউট এর পরিবর্তে ৫২-৫৫ টা হ্যাংআউট হয়ে থাকে বছরে ।

যাই হোক আমাদের কমিউনিটির দ্বিবর্ষপূর্তি হতে আর মাত্র কুড়ি দিন বাকি আছে । তার আগেই শততম হ্যাংআউট অনুষ্ঠিত হয়ে গেলো । এই হ্যাংআউট কে এবার অনেকগুলি সেগমেন্টে বিভক্ত করা হয়েছিল । সময় ছিল ৩ ঘন্টা । বৃহস্পতিবার ঘড়ি ধরে কাঁটায় কাঁটায় ঠিক আটটা তিরিশে হ্যাংআউট শুরু হয়ে গেলো । এই লাইভ অনুষ্ঠানে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ১০০ এর অধিক ছিল ।

হ্যাংআউট এর ফার্স্ট সেগমেন্টে ছিল আমার বাংলা ব্লগের সকল অ্যাডমিন এবং মডেরেটরদের সংক্ষিপ্ত বক্তব্য । সর্বপ্রথম আমি স্পিচ রাখি কমিউনিটির ফাউন্ডার হিসেবে । এরপরে আমার ভাই কমিউনিটির কো-ফাউন্ডার হিসেবে তার বক্তব্য তুলে ধরে । এরপর একে একে সবাই স্ব স্ব বক্তব্য তুলে ধরেন ।

এরপরে ছিল আমাদের কমিউনিটির সদ্য সমাপ্ত ৩৬ তম কন্টেস্টের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী পর্ব । এই পর্বটি প্রত্যেক হ্যাংআউট -এ একটু দীর্ঘায়িত করা হয়ে থাকে । কারণ ফল ঘোষণার পাশাপাশি প্রত্যেক বিজয়ীদেরকে তাঁদের কন্টেস্টে বিজয়ী হতে পারার অনুভূতি শেয়ার করতে বলা হয়ে থাকে । ফলে প্রায় ৩০ মিনিট টাইম লেগে যায় বিজয়ী সবার মুখ থেকে তাঁদের অনুভূতির কথা শুনতে । কিন্তু, শততম হ্যাংআউট এ প্রচুর সেগমেন্ট এবং টাইম স্বল্পতা থাকায় এই পর্বটি খুবই সংক্ষিপ্ত করা হয়েছিল । কোনো বিজয়ীদের মুখ থেকে কন্টেস্টে বিজয়ী হওয়ার অনুভূতি এদিন আর শোনা হয়নি তাই আমাদের ।

এভাবেই ফার্স্ট সেগমেন্ট সমাপ্ত হতেই শুরু হয়ে গেলো অনুষ্ঠানের সেকেন্ড সেগমেন্ট । দ্বিতীয় পর্বের শুরুতেই লাইভ কুইজ কনটেস্ট । এই কুইজ সেক্শনটি খুবই জনপ্রিয় আমাদের হ্যাংআউট এ । প্রথমে অ্যাডমিন এবং মডারেটরদের পক্ষ থেকে একে একে মোট সাতটি কুইজ দেওয়া হয় । প্রতিটা কুইজের উত্তর দেয়ার সময় ছিল ৩০ সেকেন্ড । ঝটপট ৭ জন কুইজ উইনারকে অ্যাডমিন/মডারেটরদের পক্ষ থেকে পুরস্কার প্রদান হয়ে গেলো এবং আমার কুইজ দেওয়ার পালা চলে এলো ।

আমি এই দিন মোট আটটি কুইজ দিয়েছিলাম । এই কুইজগুলোরও উত্তর দেওয়ার সময় ছিল প্রতিটা ৩০ সেকেন্ড এর । আটটির মধ্যে মোট ছয়টি কুইজের সঠিক উত্তর দিতে পেরেছিলেন প্রতিযোগীদের মধ্যে । এই ছ'জনের ভিতর তাই আমি কুইজ এর মোট পুরস্কার আশি স্টিম (৮০ steem) সমান ভাগে ভাগ করে দিলাম । আর সকল কুইজে বিজয়ীদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা ।


কনটেস্ট : লাইভ হ্যাংআউট কুইজ


অনুষ্ঠিত : ১৮ই মে ২০২৩, বৃহস্পতিবার

মোট প্রতিযোগী : ১০৪

মোট বিজয়ী : ৬

পুরস্কার : প্রত্যেককে ১৩.৩৩৩ স্টিম করে মোট ৮০ স্টিম


বিজয়ী এবং পুরস্কার ঘোষণা


ABB Hangout Live Quiz Contest 100 :: Places & Prizes


PRIZE
@msharif13.333 STEEM
@moh.arif13.333 STEEM
@razuahmed13.333 STEEM
@alsarzilsiam13.333 STEEM
@shyamshundor13.333 STEEM
@razuahmed13.333 STEEM

পুরস্কার প্রদান সম্পন্ন


ABB Hangout Live Quiz Contest 100 :: Prize Distribution


DateFromToAmountUnitMemo
2023-05-22, 15:37amarbanglablograzuahmed13.333STEEM100th ABB Hangout Quiz Contest Winner
2023-05-22, 15:37amarbanglablogshyamshundor13.333STEEM100th ABB Hangout Quiz Contest Winner
2023-05-22, 15:36amarbanglablogalsarzilsiam13.333STEEM100th ABB Hangout Quiz Contest Winner
2023-05-22, 15:36amarbanglablograzuahmed13.333STEEM100th ABB Hangout Quiz Contest Winner
2023-05-22, 15:36amarbanglablogmoh.arif13.333STEEM100th ABB Hangout Quiz Contest Winner
2023-05-22, 15:35amarbanglablogmsharif13.333STEEM100th ABB Hangout Quiz Contest Winner

------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)


তারিখ : ২২ মে ২০২৩

টাস্ক ২৭৩ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : d541c99a87807d00d41fab6486614564b38261c05a3c6bd79b19193baad19ace

টাস্ক ২৭৩ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অভিনন্দন রইল সবার প্রতি, যারা সেদিন কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল, তাদের জন্য।

১০০ তম হ্যাংআউটের প্রত্যেকটি পর্ব দারুন ছিল। কুইজ পর্বটিও দারুন ছিল দাদা। যারা এই কুইজ পর্বের বিজয়ী হয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য।

প্রথমেই অভিনন্দন জানাচ্ছি কুইজ প্রতিযোগিতার বিজয়ীদেরকে। ১০০ তম হ্যাংআউট একেবারে মনের মতো হয়েছে এবং আমার বিশ্বাস সবাই মনে রাখবে ব্যতিক্রমধর্মী এই পর্বটি। আশা করি এভাবেই অনেক দূরে এগিয়ে যাবে আমাদের প্রাণের আমার বাংলা ব্লগ কমিউনিটি। সকল বিজয়ীদেরকে পুরষ্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার জন্য শুভকামনা রইল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

দাদা শত তম হ্যাং আউটের লাইভ হ্যাংআউট কনটেস্ট কুইজ দারুন ছিল। তবে দুঃখের বিষয় ঐদিন আমার ভাগ্য তেমন ভাল ছিল না। তাই ঐদিন কোন প্রশ্নের উত্তর দিতে পারি নাই। তবে অনেক আনন্দ পেয়েছি। আপনার কুইজ গুলো তো অনেক কঠিন হয় তাই সবাই পারে না। তবে যারা পড়াশোনা করে তারা ঠিকই পারে। ধন্যবাদ দাদা।

ধন্যবাদ দাদা। স্পেশাল পুরস্কার পেয়ে অনেক ভাল খুশি লাগছে। এই উদ্যোগ এর জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

দুইটি কুইজ এর বিজয়ী হতে পেরে আমারো অনেক ভালো লেগেছে দাদা। আমি ভাবিনি এক সাথে দুইটির জন্য বিজয়ী হবো। আপনার প্রশ্ন গুলো অনেক কঠিন হয়। যা আমার মতন গুগল ম্যান এর ও ১২ টা বাজাই দেয়। অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের ১০০ তম হ্যাং আউটটাকে এভাবে এতো সুন্দর করে তোলার জন্য।

১০০ তম হ্যাং আউটের প্রতিটি পর্ব ছিল বেশ আনন্দ মুখর। প্রতিটি মূহূর্ত কে বেশ আনন্দের সাথে উপভোগ করেছিলাম। আমি আশা করবো এরকম আনন্দ ঘন পরিবেশে আমরা আবারও কোন একদিন কোন এক হ্যাংআউটে মিলিত হবো। আর যারা কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছে প্রত্যেকের প্রতি রইল অভিনন্দন। ধন্যবাদ দাদা। আমার বাংলা ব্লগের ইউজারদের পাশে প্রতিনিয়ত থাকার জন্য।

দাদার পুরস্কার মানেই বাড়তি আনন্দ, তবে এবার সত্যি বাড়তি আনন্দের সাথে বাড়তি পুরস্কারও ছিলো, যেহেতু সবগুলো কুইজের উত্তর সবাই দিতে পারে নাই সেহেতু যারা বিজয়ী হয়েছেন তারা নির্দিষ্ট পরিমান হতে কিছুটা বেশী রিওয়ার্ডস পেয়েছেন। ধন্যবাদ দাদা

সত্যি বলতে দাদা সেদিনের কুইজ গুলো অনেক উপভোগ করেছি। আর একশতম হ্যাংআউট উপলক্ষে অনেক বেশি প্রাইস দিয়েছেন আপনি। সবচাইতে বেশি মজা লেগেছে এয়ার ড্রপগুলো কালেক্ট করতে। মনে হচ্ছে সবাই বড়শি নিয়ে বসে আছে কখন মাছ খোট দিবে আর কখন টেনে তুলবে। খুব টানটান উত্তেজনার মাধ্যমে সবাই এয়ার ড্রপগুলো কালেকশন করেছে এটি অনেক মজা পেলাম। ধন্যবাদ দাদা সব সময় বাড়তি প্রাইস দিয়ে সবাইকে মাতিয়ে রাখার জন্য। আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করি।

দাদা তোমার এক্সট্রা পুরস্কার মানেই অতিরিক্ত আনন্দ, অতিরিক্ত ভালোলাগা। আগের দিনের ১০০ তম হ্যাংআউট অনেক বেশি উপভোগ করেছিলাম। আশা করব ঠিক এভাবেই আমরা আনন্দ, হাসি খুশির ভিতরে ১০০০ তম হ্যাংআউটও কোন একদিন পালন করে ফেলব।

১০০ তম হ্যাংআউট" এর বিশেষ পুরস্কার এর পোস্ট দেখে ভীষণ ভালো লাগলো।
১০০ তম হ্যাংআউট আমরা সকলেই ভীষণ আনন্দ উপভোগ করেছি।
আমার বাংলা ব্লগ পরিবারের শরনিও একটি দিন। দোয়া করি এভাবেই এগিয়ে যাবে আমার বাংলা ব্লগ পরিবার।
অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা।
আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

১০০ তম হ্যাংআউট উপলক্ষে এবারের কুইজ প্রতিযোগিতা টা অনেক সুন্দর হয়েছিল। অনেক অজানা জিনিস জানতে পেরেছি এই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে। যারা এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

১০০তম হ্যাং আউটের কুইজ প্রতিযোগিতা একেবারেই অন্য কোন দিনের থেকেও ভিন্ন ছিল। তবে দাদা যেসব প্রশ্ন করেছিল ওরে বাবা অনেক কঠিন ছিল। তবে অনেক মজা পেয়েছি আর হ্যাঁ যারা পুরস্কার পেয়েছেন তাদের জন্য রইল শুভেচ্ছা ও অভিনন্দন

একশ তম হ্যাংআউট অন্যান্য হ্যাংআউট থেকে একটু বেশিই চমৎকার ছিলো ৷ দারুণ ভাবে উপভোগ করেছি সেই সম্পূর্ণ মুহূর্তটা ৷ বিশেষ করে আপনার কুইজ গুলো একটু বেশিই আনন্দদায়ক ছিলো ৷ দারুণ দারুণ কুইজ দিয়েছেন , যদিও আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব হয়নি ৷ তবে বেশ ভালোই লেগেছিলো ৷ সবার লেখার গতি ছিলো দুর্দান্ত ৷ যাই হোক বিজয়ী সকলের জন্য অভিনন্দন ৷ এবং অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে

মনে হচ্ছে এইতো সেদিন! আমার বাংলা ব্লগের সাথে ছিলাম। দেখতে দেখতে ১০০ তম হ্যাংআউটে উদযাপন করে ফেললাম। সময়গুলো যে কিভাবে চলে গেল দাদা! আমার জীবনের সেরা পাওয়া আমার বাংলা ব্লগের মতো একটি পরিবার। ১০০ তম হ্যাংআউটটা তাইতো সবাই মিলেই আমরা উপভোগ করেছিলাম। আপনার গিফট প্যাকেজ সবসময় বেশি থাকে। মজার মজার কুইজ খেলে গিফট হিসেবে স্টিম পাওয়ার মজাটাই অন্যরকম। আমরা সবাই ২০০ তম হ্যাংআউট যেন একই সাথে উদযাপন করতে পারি এটাই কামনা করছি। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি 😍

দেখতে দেখতে আমরা একটি একটি করে ১০০ তম হ্যাংআউট পার করে ফেলেছি।এইবারের বিশেষ হ্যাংআউটটি দারুণ হয়েছিল।আপনার কুইজগুলো ও অসাধারণ ছিল, সকল কুইজ বিজয়ীদেরকে অভিনন্দন জানাই।অনেক ধন্যবাদ দাদা।

১০০ তম হ্যাংআউট এর প্রত্যেকটা সেগমেন্ট অনেক ভালো ছিল।
উইস পড়বে যারা যারা পুরস্কার পেয়েছে সবার জন্য অনেক অনেক অভিনন্দন রইল।
সত্যিই ১০০ তম হ্যাংআউটের দিনটি মনে থাকবে।
মনে থাকবে সবগুলা সেগমেন্ট এবং মজার মুহূর্তগুলো।।

শততম হ্যাংআউট স্মরনীয় হয়ে থাকবে। সত্যি বলতে ভীষন উপভোগ করেছি প্রতিটি সেগমেন্ট। যারা কুইজে বিজয়ী হয়ে আপনার উপহার পেয়েছেন তাদের অভিনন্দন জানাই।

একশতম হ্যাং আউটে দারুণ স্মৃতি বিজড়িত হয়ে থাকবে । এই স্পেশাল মুহূর্তগুলো সব সময় মনে রাখার মত কখনো ভুলবার নয় কিন্তু পুরস্কার বিজয়ীদের মধ্যে আমার নামটি ভাগ্য করবে মধ্যে আমার ওঠে নাই। যাইহোক, সবাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন।

১০০ তম হ্যাংআউট এর মুহূর্তগুলো সত্যিই অসাধারণ ছিল।এটি এক অন্যরকম অনুভূতি ছিল। আর এই প্রতিযোগিতা গুলো আরো বেশী আনন্দদায়ক দিয়েছে। সত্যিই অনেক আনন্দের সাথে উপভোগ করেছি। এত সুন্দর আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

What is "Mysterium Network" ?
Did anybody knows about it

১০০তম হ্যাং আউট বেশ উপভোগ করেছি। প্রতিটি পর্ব বেশ উপভোগ্য ছিল কুইজ পর্ব বেশ উপভোগ করেছি। যদিও আমি লিখার আগেই সবার লিখা হয়ে যায়। বেশ আনন্দ পেয়েছি এয়ারড্রপ সেগম্যান্টটিতেও। কুইজে যারা বিজয়ী হয়েছে তাদের সবাইকে জানাই অভিনন্দন। দাদা আপনাকে ধন্যবাদ বিজয়ীদের পুরস্কৃত করার জন্য। অনেক অনেক শুভ কামনা আপনার ও আপনার পরিবারের জন্য।