"আমার বাংলা ব্লগ" এর নিউ ইনিশিয়েটিভ "রেফার করো রিওয়ার্ড জেতো" -০৩steemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 


বহু আগে স্টিমিটে রেফারাল সিস্টেম ছিল । পরে, একটা হার্ড ফর্ক এনে এই রেফারাল সিস্টেমটাকেই তুলে দেওয়া হয় । কারণ ছিল খুব সম্ভবত abuse । কিন্তু, আমি মনে করি রেফারাল সিস্টেমটা তুলে না দিলে ভালোই হতো । বর্তমানে এফিলিয়েশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্ম । কোনো ব্র্যান্ড বা কোম্পানি বা পণ্য অথবা সার্ভিসকে দ্রুত সবার মধ্যে ছড়িয়ে দিয়ে এবং সেটিকে জনপ্রিয় করার একটা মার্কেটিং স্ট্রাটেজি এটি ।

সেই হিসেবে বলা যেতেই পারে স্টিমিটেও রেফারাল সিস্টেমটা রাখা খুব গুরুত্বপূর্ণ । কিন্তু, দুর্ভাগ্যবশতঃ সেটি না থাকার কারণে শুধুমাত্র "আমার বাংলা ব্লগ"-এর ইউজারদের জন্য এই সিস্টেমটি আনা হলো । প্রত্যেক মাসে আমাদের কমিউনিটিতে নতুন মেম্বার নেওয়া হয়ে থাকে শুধুমাত্র কমিউনিটির বর্তমান এক্টিভ মেম্বারদের রেফারারে । কিন্তু, এজন্য রেফেরাররা কোনো রিওয়ার্ডস পেতেন না । এটি ছিল ফ্রি রেফারাল সিস্টেম ।

কিন্তু, বিগত মাস থেকে আমরা প্রত্যেক একটিভ রেফারারের প্রতিটি ভ্যালিড ও ভেরিফাইড রেফারাল এর জন্য ৫ স্টিম করে পুরস্কার দিয়ে আসছি । এই পুরস্কারটি দেওয়া হচ্ছে "আমার বাংলা ব্লগ"-এর মেইন কিউরেশন একাউন্ট @amarbanglablog থেকে । আমি মনে করি, এর ফলে স্টিমিট আরো দ্রুত মানুষজনের মধ্যে ছড়িয়ে পড়বে এবং খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করবে ।


"আমার বাংলা ব্লগ" এর নিউ ইনিশিয়েটিভ "রেফার করো রিওয়ার্ড জেতো"

রাউন্ড : ০৩

রেফারাল রিওয়ার্ডস : প্রত্যেক ভ্যালিড এবং ভেরিফায়েড মেম্বার এর জন্য 5 STEEM ওয়ান টাইম রিওয়ার্ড

রেফেরার হওয়ার যোগ্যতা : "আমার বাংলা ব্লগ"-এর ভেরিফাইড এক্টিভ মেম্বার

ভ্যালিড রেফারাল হওয়ার যোগ্যতা : "আমার বাংলা ব্লগ"-এর ভেরিফিকেশন লেভেল পাশ করতে হবে

লিমিট : একজন রেফেরার প্রত্যেক রাউন্ডে একবারে সর্বোচ্চ ১০ জন কে রেফার করতে পারবেন


রাউন্ড -০৩ এর ভ্যালিড রেফেরার ও রেফারেল এর তালিকা

ক্রমরেফেরাররেফারেল সংখ্যা
০১@winkles০১
০২@nevlu123০১
০৩@tasonya০১
০৪@bdwomen০১
০৫@hafizullah০১

:রেফারেল রিয়ার্ডস প্রদান সম্পন্ন :


ক্রমএমাউন্টরেফেরারমেমো
০১Transfer 5.000 STEEMto winklesABB Referral Rewards
০২Transfer 5.000 STEEMto nevlu123ABB Referral Rewards
০৩Transfer 5.000 STEEMto tasonyaABB Referral Rewards
০৪Transfer 5.000 STEEMto bdwomenABB Referral Rewards
০৫Transfer 5.000 STEEMto hafizullahABB Referral Rewards

Untitled.png



✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


প্রতিদিন ৪২৫ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৭ম দিন (425 TRX daily for 7 consecutive days :: DAY 07)


trx logo.png



সময়সীমা : ১৬ অক্টোবর ২০২২ থেকে ২২ অক্টোবর ২০২২ পর্যন্ত


তারিখ : ২২ অক্টোবর ২০২২


টাস্ক ৯৮ : ৪২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৪২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 4c31b9d79d3e777bac4cd663305298db64da5c07a20286d6037cea66e85b1046

টাস্ক ৯৮ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

RME, Thank You for sharing Your insights...

আপসোস এখন পর্যন্ত রেফার করে কোন রিওয়ার্ড জিততে পারলাম না। একজন ইউজার কে রেফার করেছিলাম কিন্তু তখন রিওয়ার্ড এর এই ব্যবস্থা ছিলনা। যাই হোক নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। আশাকরি এর মাধ্যমে সবাই উৎসাহিত হবে।

Congratulations!

Your post has been rewarded by the Seven Team.
Delegate Steem Power to @steem-seven or Cast your vote to @seven.wit witness! This way you will be supporting this initiative.

Support partner witnesses

@cotina
@bangla.witness

We are the hope!

দাদা আপনার গ্রহণ করা প্রত্যেকটি পদক্ষেপ সবার জন্য অনেক উপকারী। এই প্লাটফর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি দারুন একটি উদ্যোগ নিয়েছেন দাদা। স্টিমিটে রেফারাল সিস্টেম রাখা সত্যি গুরুত্বপূর্ণ। আপনি আবারও সেই সিস্টেম চালু করেছেন দেখে সত্যিই ভালো লাগে। সময়ের সাথে সাথে আমার বাংলা ব্লগ আরো এগিয়ে যাবে। আমরা সবাই চেষ্টা করছি আমাদের কাছের মানুষ এবং যারা ক্রিয়েটিভ কিছু কাজ করতে পছন্দ করে তাদেরকে এই প্লাটফর্মের সাথে পরিচয় করিয়ে দিতে। যারা আপনার দেয়া উপহার পেয়েছে আশা করছি তারা অনেক খুশি হয়েছে।

Thank You for sharing...

দাদা,আপনি খুবই সুন্দর এবং খুবই ভাল একটি উদ্যোগ নিয়েছেন।এই উদ্যোগের মাধ্যমে কোনো abuse সুযোগ থাকবে না। নতুন মেম্বার যদি পরিচিত মানুষ মাধ্যমে আসে তাহলে কমিউনিটির জন্য খুবই উপকার হবে। দাদা, রিওয়ার্ড দেওয়ার কারণে আমরা উৎসাহিত হয়ে নতুন মেম্বার আনব আর এই নতুন মেম্বারদের মাধ্যমে স্টিম প্ল্যাটফর্ম সবার মাঝে ছড়িয়ে পড়বে সেটা খুবই ভালো উদ্যোগ। দাদা,আমি আশা করছি নতুন মেম্বার যারা আসবে ভেরিফাই মেম্বারদের মাধ্যমে তারা সব নিয়ম কানুন মেনে কাজ করবে । ধন্যবাদ দাদা।।

আমার দৃষ্টিকোণ থেকে রেফারেল সিস্টেম টা তুলে না দিলেই ভালো হতো। এটা অব্যাহত থাকলে আশা করা যায় অনেক দ্রুত বিস্তৃতি ঘটবে। বিশেষভাবে আমার বাংলা ব্লগের ইউজারদের জন্য এই সিস্টেমটি নতুন করে আনা হয়েছে। এটা আসলেই অনেক ভালো একটা উদ্যোগ। রাউন্ড-৩ এ যারা রিওয়ার্ড জিতেছেন তাদের প্রত্যেককে অভিনন্দন। নতুন ইউজারদের জন্য শুভকামনা রইল।

Thank You for sharing...

দাদা খুব ‍সুন্দর একটি উদ্যেগ নিয়েছন। আমি মনে করি এর মাধ্যমে আমার বাংলা ব্লগে নতুন মেম্বার এড করার প্রতি সবার আগ্রহ বেড়ে যাবে। রাউন্ড-৩ এ পাচঁজনকে দেখলাম রেফার করে রিওয়ার্ড জিতেছে। আর আপনি ও তাদের প্রাপ্য পুরষ্কার তাদের একাউন্টে জমা করে দিয়েছেন। যারা পরষ্কার জিতেছে সবার প্রতি শুভ কামনা রইল। ধন্যবাদ দাদা।

চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন দাদা। এর ফলে আমরা আমাদের কমিউনিটিতে আরো নতুন নতুন মুখ দেখতে পাবো। যারা তাদের কাজের মাধ্যমে আমাদের কমিউনিটি কে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

দাদা আপনি খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছেন। আপনি রেফারাল সিস্টেমটা আমার বাংলা ব্লগের ইউজারদের জন্য এনেছেন।খুবই ভালো একটি পদক্ষেপ। আপনার প্রতিটি পদক্ষেপে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ । এতে করে ভেরিফাইড ইউজাররা তাদের পরিচিত অনেককেই রেফার করবে আর রিওয়ার্ডস জিতবে। ধন্যবাদ আপনাকে ।ভালো থাকবেন।

এটাই প্রকৃত সিস্টেম। রেফারেল ছাড়া বর্তমান কোন ব্যবসা প্রতিষ্ঠান দ্রুত এডভান্স করতে পারেনা। যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর ফলে আমার বাংলা ব্লক কমিউনিটি পাবেন নতুন মুখ এবং বিনিময়ে রেফারেল পাবে একটিভ ইউজাররা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Thank You for sharing...

Thank You for sharing...

Good!

অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। রিওয়ার্ড পেয়ে আরো অনেকটাই ভালো লাগলো। আমি যাকে রেফার করেছি চেষ্টা করব তাকে সব নিয়মকানুন শিখিয়ে দেওয়ার জন্য। যাতে আমার বাংলা ব্লগের সুন্দর পরিবেশটা ধরে রাখতে পারে। আপনার এই উদ্যোগটা দেখে ভেরিফাইড মেম্বাররা আরো উৎসাহিত হবে নতুন নতুন মেম্বার নিয়ে আসার জন্য। সকল নতুন ইউজারের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

  ·  2 years ago (edited)

খুব ভালো একটি উদ্যোগ। এর ফলে অবশ্যই ভেরিফায়েড মেম্বাররা ভালো ইউজার রেফার করার প্রতি আরো বেশি আগ্রহী হবেন। স্টিমিট এ এই রেফারেল সিস্টেম টা চালু থাকলে ভালো হত মনে হয়। তাহলে অনন্ত ভালো মানের ইউজার থাকতো। যাক আপনি আবার চালু করেছেন দেখে ভালো লাগলো। সাথে আবার গিফ্ট ও রেখেছেন। ধন্যবাদ দাদা আপনাকে।

Thank You for sharing...

এই সিস্টেমটা করে ভালো হয়েছে তাহলে পরিচিতজনদের ভেতর থেকে নতুন মেম্বার আসবে কোন সমস্যা হওয়ার কোন সুযোগই থাকবে না। আর এরকম রিওয়ার্ড দেওয়ার কারণে সবাই উৎসাহিত হয়ে আরো লোকজন নিয়ে আসবে এতে করে স্টিমিট এর নামও আরো বহু দূরে ছড়িয়ে পড়বে। এতে করে নতুন মেম্বারা যারা আসবে তারা তার রেফারারের কাছ থেকে সব নিয়ম-কানুন জেনেই কমিউনিটিতে ঢুকবে আশা করছি।

Thank You for sharing...

আপনার নেওয়া প্রত্যেকটা সিদ্ধান্তকেই আমরা সব সময় সাধুবাদ জানিয়ে আসছি কেননা আপনার নেওয়া সিদ্ধান্ত সব সময়ই পজেটিভ।।

এখন পর্যন্ত যতগুলো সিদ্ধান্ত আপনি নিয়েছেন যদি মূল স্টীম টিমে এগুলা কার্যকর হয় তাহলে স্টিমের ভবিষ্যৎ আরো অনেক ভালো হবে।।

অবশ্যই রেফার করবো এবং রিওয়ার্ড জেতার চেষ্টা করব।।

Thank You for sharing...

এই রেফার সিস্টেমটি উঠিয়ে না দিলে স্টিমেট প্ল্যাটফর্ম আরো জনপ্রিয় হত। দাদা আপনার উদ্যোগের মাধ্যমে অনেক নতুন নতুন ইউজার এই প্লাটফর্মে যোগ দিচ্ছে। সত্যিই যেটা সফলতার দিকেই নিয়ে যাবে। আমরা চেষ্টা করব এই প্লাটফর্মে কাজ করার আগ্রহ সম্পন্ন ব্যক্তিদের সমর্থন করার।

abuse মুক্ত রাখার জন্য আমার বাংলা ব্লগের সেরা একটি উদ্যোগ।আশা করি এই প্রক্রিয়ার মাধ্যমে স্টিম এর জনপ্রিয়তা ও বাড়বে সাথে abuse ও কমবে।এবং সামনে সব কমিউনিটি এই প্রক্রিয়ার মাধ্যমে তাদের মেম্বার নিবে।

Thank You for sharing...

দাদা আপনার নেওয়া প্রত্যেকটি উদ্যোগ খুবই প্রশংসনীয়।কারন স্টিমিটে রেফারাল সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ যেটি এখন না থাকলেও আমাদের কমিউনিটিতে আছে।তাছাড়া কমিউনিটির পরিচিত মানুষের মাধ্যমে কাউকে সুযোগ করে দিলে পরে আর কোনো ঝামেলায় থাকবে না।এটা খুবই ভালো একটি দিক।আশা করি এটা আরো জনপ্রিয়তা লাভ করবে এবং মানুষের কাছে বিস্তৃত হবে।

আসলেই স্টিমিটে রেফারাল সিস্টেম রাখা সত্যি গুরুত্বপূর্ণ ৷ তাতে আমরা একজন প্রকৃত ইউজার পাবো ৷ আর যার মাধ্যমে পাবো সে নিশ্চয়ই এ কমিউনিটির নিয়ম কানুন জেনেই তাকে এই প্লাটফর্মে জয়েন করাবে ৷
তাই আমিও মনে করি স্টিমিটে রেফারাল সিস্টেম রাখাটাই সবচেয়ে ভালো ৷
সর্বোপরি আপনার প্রতিটি উদ্যেগে যেন নতুন কিছু নিয়ে আসে ৷
ধন্যবাদ দাদা

Thank You for sharing...

খুবই চমৎকার একটি উদ্যোগ দাদা এই উদ্যোগের মাধ্যমে,স্টিমিট প্লাটফরমটি যেমন প্রচার এবং প্রসার হবে। ঠিক তেমনি আমার বাংলা ব্লগের ও প্রচার এবং প্রসার হবে বলে আমি বিশ্বাস করি। তাছাড়া পরিচিতজন আত্মীয়স্বজনদের মধ্যে রেফার করলে তেমন সমস্যা না হওয়ারই কথা।রেফারেল সিস্টেম টি মার্কেটিং এর জন্য অন্যতম একটি ধারা।
♥♥

দাদা আপনার এই উদ্বেগে আমি ১০০%একমত ,কারণ এই ভেরিফিকেশন সিস্টেম যদি আপনি চালু না করতেন তাহলে আমরা অনেক ভাবেই ঠকে যেতাম নিউ মেম্বারদের ক্ষেত্রে ,আশাকরছি এভাবেই চলতে থাকবে সবসময় , আর যারা রেফার করবে তাদের জন্যে ও থাকছে ৫ স্টিম পুরস্কার , এর থেকে ভালো উদ্বেগ আর কি হতে পারে।

Thank You for sharing...

good report keep it up

সেই উদ্যোগটি সত্যিই অনেক ভালো একটা উদ্যোগ দাদা। এর ফলে সবাই চেষ্টা করবে তাদের আত্মীয়স্বজনদেরকে এখানে নিয়ে আসতে। ফলে আত্মীয়-স্বজনেরাও উপার্জনের একটা রাস্তা পাবে আর যে নিয়ে আসবে সেও রেফার বোনাস পাবে। আমি মনে করি এই উদ্যোগের ফলে স্টিমেট অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে।

Thank You for sharing...

প্রত্যেক ভ্যালিড এবং ভেরিফায়েড মেম্বার এর জন্য 5 STEEM করে দেওয়ার জন্য তাদের ভিতর রেফার করার আগ্রহ আরো অনেক গুনে বেড়ে গেছে বলে আমি মনে করি। তবে একটা বিষয় যেটা বেশ ভালো লাগলো সেটা হচ্ছে লেভেল ওয়ান পাস করার পর তারপর রেফেরার দের এই স্টিম প্রদান করা হবে। যদিও আমার রেফার করার মত তেমন কেউ নেই তবে সুযোগ পেলে আমার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অবশ্যই থাকবে।

Thank You for sharing...

এটি নিঃসন্দেহে খুব ভালো একটি উদ্যোগ এতে করে আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে নতুন মানুষরা জানতে পারবে, তবে উপযুক্ত মানুষদেরকেই প্ল্যাটফর্ম এর সাথে যুক্ত করা উচিত।

Thank You for sharing...

  ·  2 years ago (edited)

দাদা আপনার কাছ থেকে রিওয়ার্ড পেয়ে ভীষণ ভালো লাগতাছে। আমি যাকে রেফার করেছি সে যদি সব নিয়ম মেনে সুন্দর ভাবে কাজ করে তাহলে আমার রিওয়ার্ড পাওয়া হয়ে যাবে। প্রত্যেকটা নতুন মেম্বারের জন্য অনেক অনেক শুভকামনা রইল।