অণুকাব্য চতুষ্টয় "নীল আকাশের হাতছানি"

in hive-129948 •  3 years ago 


Copyright-free Image source : Pixabay


অণুকাব্য চতুষ্টয় "নীল আকাশের হাতছানি"



💘


♡ ♥💕❤

নীল আকাশের নীচে,
তুমি আর আমি পার করেছি সুদীর্ঘ দিন ।
ক্লান্তিহীন দীর্ঘ রজনী;
অনেক কিছু পেয়েও
হারিয়েছি অনেক ।

দিন শেষে কালো আকাশের নীচে,
এসে দাঁড়াই দুজনে ।
আগামী দিনের
নীল আকাশের
স্বপ্নে বিভোর হয়ে ।


একটি বর্ষণমুখর সন্ধ্যা ,
ভেজা আর এলো হাওয়া;
ঝিঝিদের অবিশ্ৰান্ত কলতান,
ব্যাঙের ডাক আর মেঘেদের গর্জন ।

সাথে ক্ষণে ক্ষণে বিদ্যুতের ঝলকানি ;
আকুল হয়ে রয়েছে আমার এ ক্ষুদ্র হৃদয়খানি ,
তোমারই বিরহে, তোমারই ফেরার পথ চাহি ।


যতই সন্ধ্যা আসে ঘনিয়ে,
রাধার ব্যাকুল হিয়া উৎসুক হয়ে ওঠে ।
আর কতক্ষণ, পলে পলে অপেক্ষায় থাকা,
শ্যাম বিহনে রাধার হৃদয় রিক্ত, নিঃস্ব-একা ।

যামিনী দ্বিতীয় প্রহর, আকাশে শুকতারা জ্বলে,
বনপথে একাকিনী কলঙ্কিনী রাধা অভিসারে চলে ।
যমুনার কালো জলরাশি হিন্দোলে ঢেউ, সে কি উচ্ছ্বাস !
রাতচরা পাখির কুজন, দখিনা হাওয়া আর তারাজ্বলা আকাশ ।

আকাশে-বাতাসে ঢেউ তোলে শ্যামেরও বাঁশি,
জাত-কুল-মান সবই ভোলে আজ রাধা কলঙ্কিনী ।
যমুনার তটে পুষ্প ঘেরা সেই কুঞ্জবনে,
শ্যামের বাঁশি ঝড় তোলে আজ রাধার আলিঙ্গনে ।


চারিদিকে দেখি আজ শুধু শকুনের দল,
সমাজ নীরব, আইন অন্ধ, বিচার প্রহসন ।
নরমাংস লোভী এসব শকুনের খাদ্য একটাই,
নারীমাংস, নারীরক্ত, বিনষ্ট নারীর সম্মান ।

♡ ♥💕❤


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank You for sharing Your insights...

Hello
1_KGd4f91oUEVy13hNy3Z7eA.jpeg

চারিদিকে দেখি আজ শুধু শকুনের দল,
সমাজ নীরব, আইন অন্ধ, বিচার প্রহসন ।
নরমাংস লোভী এসব শকুনের খাদ্য একটাই,
নারীমাংস, নারীরক্ত, বিনষ্ট নারীর সম্মান ।

দাদা আপনার এই চারটি লাইনের মাধ্যমে তুলে ধরেছেন প্রতিটা সমাজে মহিলারা কতটা অবহেলিত।
দিনদিন অবনতির দিকে যাচ্ছে নারীদের সম্মান, তবে দিন শেষে একটাই প্রত্যাশা এই নিকৃষ্ট সমাজের পরিবর্তন হবেই।

বাংলায় ভালো দখল না থাকলে কাব্যচর্চা হয়না কিন্তু এর ব্যতিক্রমও আছে। তবে সেগুলো প্রতিভা। স্বাভাবিকভাবে কাব্যচর্চার জন্য বাংলা ভাষা এবং শব্দের উপর যথেষ্ট পারদর্শিতা থাকা প্রয়োজন। আপনার কবিতা গুলোর শব্দ প্রয়োগ দেখেই আমার এ ধারণা বদ্ধমূল হয়েছে।

চারিদিকে দেখি আজ শুধু শকুনের দল,
সমাজ নীরব, আইন অন্ধ, বিচার প্রহসন ।
নরমাংস লোভী এসব শকুনের খাদ্য একটাই,
নারীমাংস, নারীরক্ত, বিনষ্ট নারীর সম্মান

এই কবিতাখানি যেনো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে। দারুন লিখেছেন দাদা।
অবিরাম চলতে থাকুক আপনার লেখনী, এই প্রত্যাশা।

Thank You for sharing...

  ·  3 years ago (edited)

নরমাংস লোভী এসব শকুনের খাদ্য একটাই,
নারীমাংস, নারীরক্ত, বিনষ্ট নারীর সম্মান ।

কী অসাধারণ কথাগুলো। নারী পক্ষে বাস্তবমুখী কতা গুলো পড়তে ভীষণ ভালো লাগলো দাদা। অনুকাব্য হলেও ছোট কথাগুলোর মধ্যে অনেক বড় বিষয় উপস্থাপন করেছেন আপনি। লেখাগুলো পড়লে ও গভীরভাবে চিন্তা করলে সব বুজা যায়। আপনার জন্য শুভকামনা রইল দাদা।

দাদা আপনার কবিতাটি অসাধারণ লাগলে।আপনার কবিতার এই লাইন গুলো আমার অনেক সুন্দর লেগেছে।
image.png
আসলে দাদা প্রেম আর ভালোবাসার মধ্যে কোনে জাত কুল কিছু মানে না।অনেক ধন্যবাদ দাদা।

একটি বর্ষণমুখর সন্ধ্যা ,
ভেজা আর এলো হাওয়া;
ঝিঝিদের অবিশ্ৰান্ত কলতান,
ব্যাঙের ডাক আর মেঘেদের গর্জন ।>

অসাধারণ লিখনি ছিলো দাদা।চমৎকার একটি বর্ষণমুখর সন্ধ্যার কাহিনী সাথে করে ব্যাঙের ডাকের কুর্জন আপনার কবিতায় ফুঁটে উঠেছে।আপনার পুরো কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।সত্যিই আপনার লিখনির প্রশংসা করতেই হয়।

Thank You for sharing...

কবিতাটি আসলে অসাধারন হয়েছে আমি অবুঝ বালক এতো শক্ত কবিতা বুঝা দায় তবে এটুকু বলতে পারি মনের ক্ষোভ টুকু হয়েছে প্রকাশিত প্রতিটা লাইন প্রতিটা শব্দ তারই রয়েছে অনবদ্য। 🥰🥰😍

দাদা আপনার শেষের চারটি লাইন মনে হল যে কবিতাটিকে পূর্ণতা দিল। খুবই চমৎকার লেগেছে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে। আপনার কবিতার কথা নতুন করে আর কি বলবো সেটাতো সবসময়ই অসম্ভব সুন্দর হয়।

Thank You for sharing...

রাধা এবং কৃষ্ণের সুন্দর এবং সুন্দর প্রেমের গল্প।

যতই সন্ধ্যা আসে ঘনিয়ে,
রাধার ব্যাকুল হিয়া উৎসুক হয়ে ওঠে ।
আর কতক্ষণ, পলে পলে অপেক্ষায় থাকা,
শ্যাম বিহনে রাধার হৃদয় রিক্ত, নিঃস্ব-একা ।

দাদা আপনার লেখা এই কবিতা অসাধারণ হয়েছে। বিশেষ করে এই লাইনগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। সন্ধ্যা যত ঘনিয়ে আসে রাধার হৃদয়ের ব্যাকুলতা ততো বেশি বেড়ে ওঠে। শ্যামের বিহনে রাধার হৃদয় আরো বেশি রিক্ত ও নিঃস্ব হয়ে যায়। আপনি আপনার কবিতার মাঝে প্রেমিকার একাকিত্বের রিক্ততা তুলে ধরেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে দাদা অসাধারণ এই কবিতা সকলের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইল দাদা। 💖💖💖

Thank You for sharing...

দাদা শব্দ চয়ন গুলো খুবই চমৎকার হয়েছে।

চারিদিকে দেখি আজ শুধু শকুনের দল,
সমাজ নীরব, আইন অন্ধ, বিচার প্রহসন ।
নরমাংস লোভী এসব শকুনের খাদ্য একটাই,
নারীমাংস, নারীরক্ত, বিনষ্ট নারীর সম্মান ।

আসলে প্রতিটি শব্দের মর্মার্থ খুব গভীর।আসলেই সমাজে নারীদের ভোগ্যপন্য মনে করা যায়।পুরুষ শাসিত সমাজে নারী যেন অবহেলিত। পুরুষের চোখে নারীরা কেমন আপনি বুঝিয়ে দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার অনুকাব্যটি শেয়ার করার জন্য।

বিদ্যুতের ঝলকানি মত মানুষের হৃদয় কারো জন্য পথ চেয়ে আকুল হয়ে রয়েছে এমনই একটি উক্তির মাধ্যমে ভালোবাসার মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ পেয়েছে। এছাড়াও নীচের লাইন গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।

আকাশে-বাতাসে ঢেউ তোলে শ্যামেরও বাঁশি,
জাত-কুল-মান সবই ভোলে আজ রাধা কলঙ্কিনী ।
যমুনার তটে পুষ্প ঘেরা সেই কুঞ্জবনে,
শ্যামের বাঁশি ঝড় তোলে আজ রাধার আলিঙ্গনে ।

Thank You for sharing...

দাদা,অসাধারণ লিখেছেন। আমি কবিতা বুঝিনা। তবে
অণুকাব্য কবিতাগুলো পড়তে বেশ ভালো লাগলো।একেকটা লাইন একেক রকম সুন্দর।

দিন শেষে কালো আকাশের নীচে,
এসে দাঁড়াই দুজনে ।
আগামী দিনের
নীল আকাশের
স্বপ্নে বিভোর হয়ে ।

খুবই সুন্দর।

চারিদিকে দেখি আজ শুধু শকুনের দল,
সমাজ নীরব, আইন অন্ধ, বিচার প্রহসন ।

কতোটা অবলীলায় সমাজের বাস্তব চরিত্রকে তুলে ধরলেন তাই ভাবছি আমি।সত্যি কথাগুলো একেবারে সঠিক ভাবেই বলেছেন দাদা।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

Thank You for sharing...

শ্যাম বিহনে রাধার হৃদয় রিক্ত।

মনে করিয়ে দিলেন দাদা ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলায় অনার্স মাস্টার্স লাইফের কথা। অনার্স মাস্টার্স পড়াকালে রাধাকৃষ্ণের অনেক গল্প কাহিনী কবিতা পড়েছি। আপনিও খুব সুন্দর ভাবে রাধা কৃষ্ণের প্রেমলীলা নিয়ে সুন্দর একটি কবিতা রচনা করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনার এত সুন্দর কবিতা দেখে আমার খুব ভালো লেগেছে যথেষ্ট দক্ষতা সম্পন্ন একটি কবিতা হয়েছে।

Thank You for sharing...

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Thank You for sharing...

শ্যাম আসুক রাধার মিলন হোক ,
চলমান থাকুক কবির ভালোবাসার ছন্দ,
কবির যতো ছন্দ আসবে ,
পাঠক ততো পড়ে মুগ্ধ হবে ।

ভালোবাসা রইল। ।

দাদা, আপনার লেখা কবিতাগুলো সত্যিই অসাধারণ সুন্দর হয়। আপনার কবিতা গুলো পড়লে আমার মন ছুঁয়ে যায়। কবিতাগুলো লেখেন খুব গভীর থেকে তাই প্রতিটা মানুষেরই আপনার কবিতাগুলো খুবই ভালো লাগে। দাদা, কবিতার এই অংশটি আমার খুবই ভালো লেগেছে।

যতই সন্ধ্যা আসে ঘনিয়ে,
রাধার ব্যাকুল হিয়া উৎসুক হয়ে ওঠে ।
আর কতক্ষণ, পলে পলে অপেক্ষায় থাকা,
শ্যাম বিহনে রাধার হৃদয় রিক্ত, নিঃস্ব-একা ।

ধন্যবাদ দাদা, এত সুন্দর সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।।

Thank You for sharing...

দাদা আমি যখন আপনার কবিতাটি প্রথম থেকে পড়ছিলাম তখন ভেবেছিলাম আপনি করাকরি প্রিয়সি কে নিয়ে লেখা লিখছেন যে তার প্রিয়জনের অপেক্ষায় প্রহর গুনছে। তার প্রতিটি সময় তাকে ঘিরে কাটছে। আপনার কবিতার প্রতিটি লাইন সেরকমই ইঙ্গিত দিচ্ছিল কিন্তু শেষের দিকে এসে আমি চমকে যাই আপনি খুব সুন্দর ভাবে চারটি লাইন আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যেখানে নারীকে সমাজের কতটা অবহেলা শিকার হতে হয় কতটা নির্যাতনের শিকার হতে হয় কতটা ভোগ্যপণ্য মনে করা হয় তা আপনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। রাস্তা ঘাটে পথে-প্রান্তরে অফিস ও বিভিন্ন কর্মস্থলে নারীরা হেনস্থার শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে কিন্তু তার বিচার আমরা কোথাও পাচ্ছি না ।অনেক সময় নারীরা অনেক নির্যাতন সহ্য করেও সম্মানের ভয়ে তা কাউকে বলতে পারছিনা এটি আমাদের জন্য লজ্জার, আমাদের নিরাপত্তা কোথায়? তবুও সবকিছু বিবেচনা করেই আমাদের পথ চলতে হচ্ছে। আপনি ঠিক বলেছেন আমাদের আশেপাশে শুধু শকুনের দল।

Thank You for sharing...

চারিদিকে দেখি আজ শুধু শকুনের দল,
সমাজ নীরব, আইন অন্ধ, বিচার প্রহসন ।
নরমাংস লোভী এসব শকুনের খাদ্য একটাই,
নারীমাংস, নারীরক্ত, বিনষ্ট নারীর সম্মান ।

অনবদ্য দাদা, দারুণ লিখেছেন, দারুণভাবে ভেতরের ক্ষোভটা প্রকাশিত হয়েছে। সমাজ আজ সত্যি নীবতায় আচ্ছন্ন, আইনের শাসন অন্ধকারাচ্ছন্ন, বিচারের বাণী তাই নিবৃত্যে অশ্রু জড়ায়। আমরা সত্যি পাল্টে গেছি, পাল্টে গেছে আমাদের মানসিকতা, যার কারনে সমাজের এই অবস্থা। পরিবর্তন আসুক, এই প্রত্যাশা করি।

Thank You for sharing...

সবগুলো অণুকাব্যই খুব সুন্দর আর অর্থবহ। এক একটা এক এক অর্থকে সম্বল করেছে। এগুলোর মধ্যে আমার শেষেরটি খুব ভাল লেগেছে। প্রথম ৩ চরণ পড়ে মূল বিষয়টা ধরতে পারিনি। শেষটি পড়ে গুরু অর্থ বুঝতে পেরেছি। কবিতাটি রূপক কবিতা হিসেবে এক কথায় বাজিমাত করা কবিতা!

মিথ্যে বলব না দাদা, এই ধরনের লেখা এই প্রথম আমি পড়লাম। বেশ কবার পড়তে হলো। তারপর অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো। শেষের চরণ গুলো বেশি মন ছুয়ে গেল। আমার কাছে পুরোটাই নতুনত্বে ভরা। আশা করি এমন ভালো লেখা আরো সামনে পাব এবং নতুন করে জানবো এই ধারার সাহিত্য। 🙏

Thank You for sharing...

দাদা কি বলবো প্রতিটি লাইন যেন হৃদয়ে কড়া নাড়ে। আপনি অনুপ্রেরণা যুগিয়েছেন।

চারিদিকে দেখি আজ শুধু শকুনের দল,
সমাজ নীরব, আইন অন্ধ, বিচার প্রহসন ।
নরমাংস লোভী এসব শকুনের খাদ্য একটাই,
নারীমাংস, নারীরক্ত, বিনষ্ট নারীর সম্মান ।

আমিও লিখে রেখে গেলাম দুটো লাইন

এভাবে আর কতদিন , চাই প্রতিবাদী কন্ঠ
চাই শকুন কে ছিন্ন ভিন্ন করার দন্ড
হে ইশ্বর তুমি নিরব রয়েছ আপন মনে
তবু ডেকে যাই অন্ধের মতন প্রতি ক্ষনে

আরো লেখা চাই দাদা। ভাল থাকবেন। শুভেচ্ছা রইল অন্তর থেকে।

আপনার প্রত্যেকটি অনুকাব্য গুলো অনেক সুন্দর হয়েছে। আমি ও বর্তমানে কবিতা লেখার চেষ্টা করি মাঝে মাঝে।

একটি বর্ষণমুখর সন্ধ্যা ,
ভেজা আর এলো হাওয়া;
ঝিঝিদের অবিশ্ৰান্ত কলতান,
ব্যাঙের ডাক আর মেঘেদের গর্জন ।

বর্তমান সময়ের সাথে এই লাইন গুলোর সাদৃশ্য রয়েছে। গত কয়েকদিন ধরে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে এবং কবিতাটি পড়ে সর্বপ্রথম আমার ব্যাঙের কথাই মনে পরে গেল।

চারিদিকে দেখি আজ শুধু শকুনের দল,
সমাজ নীরব, আইন অন্ধ, বিচার প্রহসন ।
নরমাংস লোভী এসব শকুনের খাদ্য একটাই,
নারীমাংস, নারীরক্ত, বিনষ্ট নারীর সম্মান ।

দাদা ,এই 4 লাইনের মধ্যে ফুটে উঠেছে সমাজের বাস্তব রূপ।যেখানে আইন দেখে ও দেখে না, সমাজের মানুষরা সত্যের পক্ষে নীরব হয়ে থাকে, নারীদের উপর অত্যাচার বেড়েই চলে ।মানুষরূপী শকুনদের নিচু মনমানসিকতার পরিচয় স্পষ্ট হয়ে ওঠে।প্রত্যেক লাইনই খুবই সুন্দর লিখেছেন, ধন্যবাদ দাদা।ভালো থাকবেন।

Thank You for sharing...

চারিদিকে দেখি আজ শুধু শকুনের দল,
সমাজ নীরব, আইন অন্ধ, বিচার প্রহসন ।
নরমাংস লোভী এসব শকুনের খাদ্য একটাই,
নারীমাংস, নারীরক্ত, বিনষ্ট নারীর সম্মান ।

লাইনগুলো অসাধারণ লিখেছেন দাদা। এই লাইন গুলো দ্বারা আপনি সমাজের প্রতি, সমাজে বসবাসকারী অমানুষদের প্রতি মনের ক্ষোভ অসাধারণ ভাবে প্রকাশ করেছেন। সমাজ আজ সত্যি নীরবতাই আচ্ছন্ন, অন্ধ হয়েছে আইনের চোখ এবং মানুষের মনুষত্ব দিন দিন অমানবিক পশুতে পরিণত হয়েছে। তবে দিনশেষে এটাই প্রত্যাশা, সমাজের একটি সুন্দর পরিবর্তন আসুক।

Thank You for sharing Your insights...

Wow this is amazing

এই ধরনের কবিতা গুলো পড়তে ভালই লাগে। দারুন লিখেছেন দাদা। আপনার কবিতা লেখা থেকে অনুপ্রাণিত হয়ে নিজেও কিছু লেখার চিন্তা ভাবনা করছি। দেখা যাক শেষ পর্যন্ত পেরে উঠি কিনা। কবিতাগুলো চমৎকার ছিলো।