আমার লাইফের প্রথম ইফতার উপভোগ করলাম

in hive-129948 •  3 years ago 


আমার জীবনে প্রথম ইফতার করলাম এ বছর । মুসলমানদের ধর্মীয় এ আচার সম্পর্কে আমার খুবই ভাসা ভাসা জ্ঞান ছিল আগে । রোজা কি ? ইফতার কি ? এসব কিছুই জানতাম না । প্রায় জিরো নলেজ ছিল এসব ব্যাপারে । এবছর রমজান শুরু হওয়ার আগে এ নিয়ে একটু পড়াশোনা করলুম । এবং, অনেক কিছুই জানতে পারলাম ।

মানুষ আসলে সব সময় ভোগ বিলাসে মত্ত থাকতে পছন্দ করে । এই অতিরিক্ত ভোগ-বিলাস মানুষকে দিন দিন আরো স্বার্থপর, নীচু মানসিকতার এবং উদারহীন করে তোলে । রমজান হলো সেই মাস যে মাসে মানুষকে এই অতিরিক্ত ভোগ বিলাস থেকে বিরত রাখে, এই মাস হলো সংযমের মাস । এই মাস হলো নিজেদের সকল ইন্দ্রিয়সুখ এবং যাবতীয় ভোগ বিলাস বিসর্জন দিয়ে ঈশ্বরের কাছে নিজেকে উৎসর্গ করার মাস । এক মাস ধরে প্রতিদিন পুরো ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টা সকল রকমের খাদ্য , পানীয়, সুখ, বিলাস ব্যাসন ত্যাগ করে মহান সৃষ্টিকর্তার উপাসনায় নিজেকে ব্যাপৃত রাখার মধ্যে একটি অন্যরকমের ভালো লাগা আছে সেটা বুঝলুম ।

যাই হোক, আমাদের বাড়িতে বিগত তিন দিন ধরে ইফতার করেছি আমরা পরিবারের সবাই মিলে । আমাদের পরিবারে কোনো ধর্মের গোঁড়ামি নেই, এবং পরিবারে প্রতিটা সদস্য খুবই উদার মনস্ক এসব ব্যাপারে ।

তো ভালোই কেটেছে ইফতার পার্টি আমাদের । কালকের ইফতারে কি কি আয়োজন ছিল সেটাই এখন বলি । আমি তো বাইরে খাই না, কদাচিৎ রেস্টুরেন্টে খাই । তাই সবগুলি আইটেমই তনুজার বানানো । তো চলুন দেখা যাক আমাদের গতকালের ইফতারের আয়োজন -


শরবত দিয়ে শুরু করলুম । রুহ আফজা, খেতে ভালোই লেগেছে ।

তারিখ : ০৪ এপ্রিল ২০২২
সময় : সন্ধ্যা ৫ টা ৫২ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এরপরে ছিল আমার খুবই প্রিয় একটি আইটেম । রান্না করা মাখো মাখো "ছোলা আলু দম" । প্রথমে পুরো ১২ ঘন্টা ছোলা ভিজিয়ে রাখা হয়, এরপরে, ছোট করে আলু কেটে সিদ্ধ করে রাখা হয় । পেঁয়াজ, রসুন, গরম মশলা , লঙ্কা গুঁড়ো সহেযোগে ছোলা কষাতে কষাতে যখন জল একদমই কমে যায় তখন সিদ্ধ আলু দিতে হয় । এরপরে দমে বসাতে হয় ।

তারিখ : ০৪ এপ্রিল ২০২২
সময় : সন্ধ্যা ৫ টা ৫২ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এরপরে ডালপুরি । বেশ বড় সাইজের ৬-৭ খানা ডালপুরি খেলুম পেট পুরে । ভিতরে ডালের পুরটা খেতে জাস্ট অসম লাগে আমার ।

তারিখ : ০৪ এপ্রিল ২০২২
সময় : সন্ধ্যা ৫ টা ৫২ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এরপরে শুধু আমার নয়, সবারই প্রিয় বেগুনি । বেগুনি আমার আবার একটু বেশি প্রিয়, তার ওপর এসব তেলেভাজা জিনিস খাওয়া আমার একদম নিষেধ, কতকাল যে খাই না আমি । তাই কাল একটু বেশিই বেগুনি খেয়ে ফেলেছিলাম ।

তারিখ : ০৪ এপ্রিল ২০২২
সময় : সন্ধ্যা ৫ টা ৫২ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এগুলি কি বলুন তো ? পেঁয়াজী । তনুজার স্পেশ্যাল পেঁয়াজী । এই পেঁয়াজী-তে পেঁয়াজ ছাড়াও থাকে বেসন, চালের গুঁড়ো, ডাল বাটা আর ডিমের গোলায় চোবানো ।

তারিখ : ০৪ এপ্রিল ২০২২
সময় : সন্ধ্যা ৫ টা ৫২ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এগ ডেভিল । তনুজা দারুন করে এটি । কালকেও দারুন হয়েছিল । তাই একটু বেশিই খেয়ে ফেলেছিলাম । ৮ টা এগ ডেভিল খেয়েছি কাল ।

তারিখ : ০৪ এপ্রিল ২০২২
সময় : সন্ধ্যা ৫ টা ৫২ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


জিভে জল আনা আলুর চপ । এক একটা কামড়ে মনে হবে মর্ত্যে নয়, স্বর্গে বিচরণ করছি । ৬-৭ টার মতো খেয়েছি কাল ।

তারিখ : ০৪ এপ্রিল ২০২২
সময় : সন্ধ্যা ৫ টা ৫২ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সবার শেষে ছিল ফলমূল আর হরেক রকমের মিষ্টি, লাড্ডু, প্যাড়া । আমি মিষ্টি খাই না ।

তারিখ : ০৪ এপ্রিল ২০২২
সময় : সন্ধ্যা ৫ টা ৫২ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার লেখাগুলো যখন পড়েছিলাম তখন চোখ থেকে পানি বের হয়ে গিয়েছিল অটোমেটিক। আসলে আপনার মত মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া সত্যিই বিরল দাদা। আপনি অন্য ধর্মালম্বী হওয়া সত্ত্বেও মুসলমানদের ধর্ম কে এত শ্রদ্ধা এবং ভালোবাসা দেখানো এটি সত্যিই আমার হৃদয় কে অনেক নরম করে দিয়েছে। আপনার প্রতি ভালোবাসা শতগুণ বেড়ে গেল।

এটা ঠিক কথা যে রমজান মাস আল্লাহ তালা পাঠিয়েছেন সংযমের মাস হিসেবে।

সবকিছু শেষে তনুজা বৌদি কে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাবেন। গতকালকের ইফতারিতে এত সুন্দর সুন্দর আইটেম তৈরি করার জন্য বৌদির জন্য রইল অবিরাম ভালোবাসা এবং শুভেচ্ছা।

আর আপনার প্রতি তোর ভালোবাসা এবং স্যালুট সব সময়।

Thank You for sharing...

আপনি একদম মনের কথা বলেছেন। আমিও যখন দাদার পোস্ট করছিলাম কেন জানিনা ভিতরে একটা অদ্ভুত অনুভুতির জোয়ার এসে গিয়েছিলো। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।

দাদা আমার লাইফের প্রথম ইফতার উপভোগ করার মহূর্ত গুলো দেখে অনেক ভালো লাগলো। আর বৌদির হাতের বানানো খাবার গুলো স্পেশাল ছিলো দেখে অনেক ভালো লাগলো। আজকের পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

দাদা আপনার জন্য মন থেকে ভালোবাসা রইলো ✨
আপনি যেভাবে রোজার মহত্ব তুলে ধরেছেন আমাদের মুসলমানদের অনেকেই তা পারবেনা।
আর দাদা ইফতারের আয়োজন দেখে আমার নিজের মনের হচ্ছিল চলে যাই আপনার বাসায় ইফতার করতে। আর বৌদির হাতের রান্না তো অসাধারণ 😍। আপনি সোয়াবের ভাগিদার হলেন। আমরা আপনার জন্য দোয়া সবসময়ই করি 🤲

ঠিকই বলেছেন দাদা পবিত্র মাহে রমজান মাসে আত্মসংযমের মাস এই মাসে অনেক বেশি বেশি আত্মত্যাগী হওয়া শেখায়।অন্যান্য মাসির যে এই মাসের তাৎপর্য তা অনেক বেশি।সিয়াম সাধনার এই মাসে আমরা আরো বেশি বেশি ইবাদত করে নিজেকে আত্মসংযমী করার তোলার জন্য।

সর্বোপরি তনুজা বৌদির হাতের ইফতার গুলি সত্যি অনেক সুন্দর অনেক আকর্ষনীয় এবং অনেক মজাদার হয়েছে যা আপনার মুখ থেকে শোনা।এত সুন্দর সুন্দর ইফতারের আয়োজন করার জন্য তনুজা বৌদিকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মন থেকে।সপরিবারে চলে আসেন আমার বাসায় ইফতারের দাওয়াত থাকলো প্রিয় দাদা বৌদি♥♥

এক মাস ধরে প্রতিদিন পুরো ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টা সকল রকমের খাদ্য , পানীয়, সুখ, বিলাস ব্যাসন ত্যাগ করে মহান সৃষ্টিকর্তার উপাসনায় নিজেকে ব্যাপৃত রাখা

আপনি একদম ঠিক বলেছেন দাদা আমরা প্রত্যেকেই চেষ্টা করি দিনের বেশিরভাগ অংশই সকল প্রকার পানাহার ভোগবিলাস থেকে নিজেদেরকে বিরত রাখতে। এই একটি মাস আমরা নানা ধরনের শিক্ষা গ্রহণ করি। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে এই একটি মাস থেকে শিক্ষা নিয়ে বাকি ১১টি মাস আমল করার জন্য বলেছেন। এই একটি মাস আমাদের সকলের জন্য ট্রেনিং পিরিওড। আমাদের এই এক মাসের ট্রেনিং থেকে আমরা বাকি মানুষগুলোকে জীবন পরিচালিত করার ইচ্ছা পোষণ করি। এই একটি মাস রোজা রাখার ফলে আমরা বুঝতে পারি অসহায় গরীব দুঃখী মানুষের যারা দিনে এক বেলা খেতে পায়না তারা কত কষ্টে জীবন যাপন করে। এই একটি মাসে সৃষ্টিকর্তা আমাদেরকে বুঝিয়েছেন ক্ষুধার যন্ত্রণা কতটুকু।

দাদা আপনি রমজান সম্পর্কে অনেক সুন্দর ধারনা লাভ করেছেন এটা জেনে আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনি সত্যিই একজন উদার মনের মানুষ দাদা।

Thank You for sharing...

রমজাম মাস সম্পর্কে আপনি ভালো জ্ঞান অর্জন করেছেন। রমজান তাকওয়া ও সংযমের মাস। এ মাসে জান্নাতের দরজা গুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা গুলোকে বন্ধ করে দেওয়া হয়।

দাদা আপনার ইফতার পার্টির শরবত দেখে মন শিতল হয়ে গেলো। রোজা রাখা অবস্থায় এই পোস্টটি দেখলে লোভ সামলাতে পারতামনাহ। ভালোই হলো এখন দেখেছি।

দাদা বলে বুঝাতেই পারবো না আমি কতটা খুশি হয়েছি, আপনি রোজা নিয়ে পড়াশোনা করেছেন এতো বিজি থাকা সত্ত্বেও। ইফতার করেছেন তাও আমরা যা যা তৈরি করি সেগুলো! মন ছুয়ে গেলো দাদা বিষয় টি। আর খাবার গুলো খুবই লোভনীয় হয়েছে। এগ ডেভিল আমার খুব প্রিয়। বৌদির হাতের রান্না খাবার সত্যি মজার। খুবই ভালো লাগলো পোস্ট টি পড়ে।

  ·  3 years ago (edited)

রোজার মাস হল সংযমের মাস । আসলে কি আমরা এই মাসে সংযম করি। সারাদিন না খেয়ে যে সংযম করি ইফতারির সময় এক বারে তার থেকে বেশি খেয়ে ফেলি। আর দাদা আপনি মনে হয় আরো বেশি খেয়ে ফেলেছেন। ছয় সাতটা ডাল পুরি, আটটি এগ ডেভিল , ছয় সাতটা আলুর চপ খেয়েছেন। আপনি তো পুরো এক মাসের ইফতারির খাবার একবারে খেয়ে ফেলেছেন মনে হচ্ছে।
যাইহোক খুব ভালো লাগলো দাদা আপনাদের ইফতারির আয়োজন দেখে। আসলে ধর্ম তো আমাদের এটিই শিখায়। অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা , উদারতা। আপনার কাছ থেকে অনেক কিছু শিখার আছে। কিভাবে একজন মানুষ এতটা উদার মনের হয়?

Thank You for sharing...

দাদা আপনার তুলনা হয় না।দাদা আপনি জীবনের প্রথমবার ইফতার করেছেন শুনে খুবই খুশি হলাম। মনটা আনন্দে ভরে গেল।আপনার জীবনের প্রথমবার ইফতার করার অনুভূতি পড়ে খুবই ভালো লাগছে।দাদা আপনাকে যত দেখছি আপনার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান সবকিছুই বেড়ে যাচ্ছে।

দাদা আপনার জীবনে প্রথম ইফতার উপভোগ একথা শুনে যতটা ভালো লাগছে এবং কি সে সম্পর্কে আপনি বিস্তারিত এত সুন্দর করে লিখেছেন যা অনেকে হয়তো জানেই না। আপনি ঠিকই বলেছেন এই মাসটা হচ্ছে যাই সংযমের মাস। উপরওয়ালার সন্তুষ্টির জন্য রোজা রাখা ফরজ। আর প্রতিদিন রোজা গড়ে প্রায় 14 থেকে 15 ঘণ্টা। পরে এই 14 15 ঘণ্টা না খেয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সারাক্ষণ ইবাদত করা প্রতিটি মুসলিমের জন্য ফরজ। দাদা আপনি এতো সুন্দর করে লিখেছেন সত্যি দাদা ভাষায় প্রকাশ করতে পারছিনা কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো। আপনার প্রতি ভালোবাসা অবিরাম দাদা। আর সেই সাথে তনুজা বৌদির হাতের ইফতার গুলো দেখে আমারও খেতে ইচ্ছে করছে। দেখেই বুঝা যাচ্ছে খুবই সুস্বাদু করে তৈরি করেছেন। প্রতিটি ইফতারির কালার এবং কি ইফতারি দেখে খুব লোভ লেগে গেছে। বৌদির জন্য রইল অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক অভিনন্দন।

Thank You for sharing...

দাদা সত্যি বলতে আমি অবাক হয়ে গেছি। আসলে একটা মানুষ এত ব্যস্ততা সত্ত্বেও রোজর বিষয় নিয়ে একটু পড়েছে এবং মুসলিমদের ধর্মীয় বিষয়টিকে উপলব্ধি করেছে সত্যি অবাক হওয়ার বিষয়। বৌদি তো বেশ চমৎকার রান্না করেছে। সত্যি ইফতারে আমরা এগুলো জিনিস খেয়ে থাকি।
দাদা আপনার জন্য শুভকামনা রইল। 💞💞

রমজান হলো সেই মাস যে মাসে মানুষকে এই অতিরিক্ত ভোগ বিলাস থেকে বিরত রাখে, এই মাস হলো সংযমের মাস ।

দাদা আপনি একদম ঠিক কথাই বলেছেন এই রমজান মাস হল সংযমের মাস। আপনি অনেক সুন্দর ভাবে আপনার ইফতারি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখে ভালো লাগলো। সবচেয়ে বেশি ভালো লাগলো বৌদি অনেক কষ্ট করে অনেক লোভনীয় সব খাবার গুলো তৈরি করেছেন। মুখরোচক সব খাবারের ছবিগুলো দেখে লোভ লেগে গেলো। ধন্যবাদ দাদা আপনার ইফতারির ফটোগ্রাফি সুন্দর করে উপস্থাপন করার জন্য। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️❤️

দাদা আপনি রমজান নিয়ে পড়াশোনা করে যতটা জানতে পেরেছেন এতটা আমার আগে জানা ছিল না, আপনার পোষ্টটি পড়ে জানতে পারলাম। আপনি খুবই সুন্দর ভাবে রমজানের ব্যাপারটা আমাদের মাঝে তুলে ধরেছেন , পড়ে খুবই ভালো লাগলো।
আর পরিবারের সবাই মিলে বৌদির হাতে বানানো ইফতার আইটেম দিয়ে ইফতার করেছেন দেখে খুবই খুশি হলাম দাদা। খাবার গুলো দেখতে খুবই লোভনীয় লাগছে দাদা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেয়ার জন্য।

Thank You for sharing...

খাবারের আয়োজন কিন্তু দেখে ভালোই লেগেছে। বৌদি যে বেশ, ভালই রান্না করতে পারে। এটা নিয়ে নতুন করে আর বলার কিছুই নেই । তবে রমজান মাস সম্পর্কে যে কথাগুলো বলেছেন , ভালই বলেছেন ভাই । শুভেচ্ছা রইল।

দাদা আমি অভিভূত। আমার আসলে জানা নেই যে অন্য কোন ধর্মালম্বী মানুষকে এভাবে আপনার মত ভাবে কিনা । এক কথায় অসাধারণ দাদা। আসলে রমজান মাস মুসলমানের জন্য একটি সংযমের মাস। তবে সবচেয়ে ভালো লাগলো যে আপনি আগে এইসব বিষয়ে জানতেন না কিন্তু এইসব বিষয়ে পড়াশোনা করেছেন। সব বিষয়ে জেনেছেন এটা ভালো লাগলো অনেক। আর বৌদিকেও ধন্যবাদ জানাই যে এভাবে সুন্দর করে ইফতারের আয়োজন করার জন্য। অনেক পদের রান্না হয়েছে দেখে বোঝা যাচ্ছে। পরিবারের সবাইকে একসাথে একটা সুন্দর মুহূর্ত কাটিয়েছেন ইফতারের মাধ্যমে তা দেখে বোঝা যাচ্ছে। আসলে দাদা সত্যি কথা বলতে আপনার থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। সবাই যদি আপনার মত মন-মানসিকতার হইত তাহলে হয়তো পৃথিবীটাই চেঞ্জ হয়ে যাইতো। ধন্যবাদ দাদা আপনাকে খুব সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

Thank You for sharing...

সত্যিই আপনার এই পোস্টটা দেখে মনটা জুড়িয়ে গেল দাদা, খুব ভালো লাগলো, আপনাদের ইফতার পার্টি দেখে অসম্ভব রকম ভালো লাগলো, এই সময়টা আমরা চেষ্টা করি সকল ভাল কাজ করার জন্য এবং ধনী-গরীব সকলের মাঝে ভেদাভেদ দূর করার জন্য। আপনি আমাদের রোজা সম্পর্কে অনেক কিছু জেনেছেন আমি আপনার শুভ কামনা করছি।

ভাই আমি নিজেও সবার কমেন্ট পড়ে খুব খুশি হচ্ছে সবাই অনেক অনেক আনন্দিত আজকে। সত্যি বলতে দাদা রমজান নিয়ে যে সুন্দরভাবে লিখেছে তা হয়তো বা অনেক মুসলিম নিজেও জানেনা। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমিন।

দাদা প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি তবে ইফতারের সময়সূচি টা রয়েছে সেটি একটু ব্যতিক্রম ধরনের। সূর্য উঠা থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমরা কোন পানাহার করব না। এটা হতে পারে ১৫ ঘণ্টা হতে পারে আবার ১৮ ঘণ্টা হতে পারে. আপনার জন্য অসংখ্য শুভ কামনা রইল দাদা।।

৮ টা এগ ডেভিল খেয়েছি কাল ।

বাহ দাদা দেখি আমার মতনই। আমিও যেটা ভালো লাগে সেটা অনেক খাইতে পারি। আমাদের এইদিকে এটাকে ডিম চপ বলে। খুবই ভালো লাগে খেতে। দাদা একটা রেসিপি বলি যেটা আমরা ইফতারিতে খাই। আলুরচপ, বেগুনি, পেয়াজু প্রথমে ছোট ছোট করে ভেঙ্গে নিবেন। তারপর ছোলা ভুনা দিয়ে মিক্স করে এটায় মুড়ি যোগ করে মিশিয়ে খেয়ে দেখবেন। অনেক ভালো লাগবে। আর সরবত এর বদল লাচ্চি ও ট্রাই করতে পারেন। খুব ভালো লাগবে।

প্রথমে আপনাকে জানাই রমজান মোবারক দাদা। রমজানের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার প্রতি। আপনি জীবনের প্রথমবার হরেকরকম ফলমূল এবং নানান ধরনের মুখোরোচক খাবার দিয়ে ইফতার পার্টি সম্পূর্ণ করেছেন। মনে হচ্ছে আপনি ইফতার টি অনেক উপভোগ করেছেন। ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য সবসময় ভালোবাসা এবং শুভকামনা দাদা।

Thank You for sharing...

দাদা, আপনার পোস্টি দেখে এতোটাই ভালো লেগেছে যা বলে বুঝানো সম্ভব না, সত্যি দাদা আপনার তুলনা হয় না, আপনি সব কিছুই করতে পারেন দাদা, সত্যি আপনার মত মানুষ খুঁজে পাওয়া বড় দায়ে। দাদা আপনার ইফতার পার্টি অনেক জমজমাট ছিলো, বৌদি অনেক সুন্দর করে ইফতার পার্টি পরিবেশন করেছেন, আপনার এবং আপনার পরিবারের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো দাদা।

দাদা সত্যি বলতে আপনার যত পোস্ট পড়েছি মনে হচ্ছে আজকের পোস্ট আমার কাছে সেরা। আমি জানি না কেন জানি আমার কাছে খুব ভালো লেগেছে। আমি সবসময় একটি দোয়া করি যেটি সঠিক পথ সেই পথে যেন আপনি থাকেন। শুধু আপনি নন পৃথিবীর যত মানুষ রয়েছে প্রতিটা মানুষের জন্য আমার গভীর ভালোবাসা রয়েছে আর আমি সবসময় এটাই চাই সবাই ঠিক যেই পথ সঠিক সেই পথেই হাঁটুক। আপনার ইফতার পার্টি বেশ চমৎকার ভাবেই কেটেছে বুঝা যাচ্ছে।

দাদা যদিও আপনি আগে বলেছেন রমজান মাস কি রমজান মাসের করণীয় কি এই সম্বন্ধে আপনি কিছু জানতেন না। কিন্তু প্রথমবার একটু পরেই এই সমন্ধে আপনি অনেক কিছু জানতে পেরেছেন। আসলে লেখাটি পড়ে বোঝার উপায় নাই যে আপনি রমজান সম্বন্ধে তেমন কিছু জানতেন না বরং আমাদের অনেকের চেয়ে একটু বেশিই জানেন। আমরা সবাই জানি এবং বিশ্বাস করি রমজান মাস গুনাহ মাফের মাস, সংযমের মাস কিন্তু অনেকেই মানতে চাই না। যাইহোক আপনার ইফতারের আয়োজন দেখে আমার খুব ভালো লেগেছে। তাই বৌদির ইফতারের সবগুলো আইটেমের মধ্যে কোনটা রেখে কোনটা ভালো বলবো তার উপায় নেই। বিশেষ করে এগ ডেভিল এবং আলুর চপ দেখে মনে হচ্ছে স্পেশাল কিছু। আপনার আজকের লেখাটি পড়ে আরো একবার প্রমাণিত হল আপনি অনেক বড় মনের একজন মানুষ। টিনটিন বাবু বৌদি এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Thank You for sharing...

দাদা আপনার পোষ্টটা যখন পড়তেছিলাম তখন বুকটা বিশাল আকৃতির মনে হয়েছিলো।সত্যিই আপনি একজন রিয়েল হিরো দাদা। আপনার যোগ্যতা অনেক উঁচু মানের।
দিদিকে ও জানাই অনেক অনেক আন্তরিকবাদ আপনাকে এই মহান কাজে সহায্য করার জন্য।

দাদা, কি আর বলবো ইফতারের এতো সব আয়োজন দেখে মাথা নষ্ট হয়ে গেলো। আমার প্রিয় কিছু আইটেম আপনার লিষ্টে দেখলাম। বিশেষ করে আলুর চপ আর পেঁয়াজী আমার অনেক প্রিয় ইফতারের জন্য। আজকে ইফতারে আলুর চপ বেশি খাওয়া হইছে। অনেক ধন্যবাদ দাদা আপনার এই বছরের প্রথম ইফতারের অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

আত্মসংযমের মাস সম্পর্কে আপনার চমৎকার জ্ঞান শক্তিকে আমি স্যালুট করি ।
সত্যি স্বচ্ছ পরিষ্কার মনের মানুষ আপনি দাদা । ওয়াও লেভেলের ছিল পোস্টটি 👌❤️ ।

ইফতারির আইটেম গুলোর মধ্যে ছোলা আমার খুব পছন্দের । 💝😍

দাদা আসলেই আপনি কত বড় মনের মানুষ তা আবারো প্রমাণিত করলেন। আসলে আপনার প্রশংসা করলে শেষ হবেনা আপনি ধর্মীয় অনুভূতির বিষয়টি বিশেষ করে রমজান মাসের রোজার সার্থকতার বিষয়টি এবং নিজের বাড়িতে পরিবারের সাথে ইফতার করলেন । এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া সকল ধর্মপ্রাণ মুসলিম ও হিন্দু ভাইদের উচিত সকল ধরনের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একই সূত্রে গাঁথা যেটা আপনার পোষ্টের মাধ্যমে প্রমাণিত হয় ।এই মেল বন্ধন আজীবন অটুট থাকুক এই কামনা করি।

Thank You for sharing...

৮ টা এগ ডেভিল খেয়েছি কাল ।

কেমনে কি দাদা? পুরাই তো মাথা নষ্ট! তবে এইবার একটু নিশ্চিত হলাম ছোট বেলার মতো কেউ আর ভুঁড়ির ধাক্কা দিয়ে কাইত করে ফেলে দিতে পারবে না দাদাকে হা হা হা হা।

আসলেই সবগুলো বেশ সুস্বাদু খাবার কিন্তু তবুও ইফতারির সময় এগুলো আমাদের পরিহার করা উচিত, কিন্তু কে শুনে কার কথা আমি নিজেও শুনি না। আগে স্বাদ পরে স্বাস্থ্য হা হা হা।

খুবই ভালো লেগেছে দেখে পরিবার নিয়ে সকলেই একসাথে ইফতারি করেছেন, রোজার মাহাত্ম্য সুন্দরভাবে তুলে ধরেছেন।এগ ডেভিল দেখে লোভ লেগে গেল, সবগুলো রেসিপি অনেক সুন্দর হয়েছে, বৌদি অনেক কষ্ট করে রেসিপিগুলো বানিয়েছেন।

Delicious products. Thank you @rme for interesting posts!

জীবনে প্রথমবারের ইফতারের স্বাদ গ্রহণ করেছেন দাদা এটা শুনে তো খুবই ভালো লাগছে। ইফতার গ্রহণের স্বাদটা আশা করি উপভোগ করেছেন। আমার কাছে খুব ভালো লাগলো যে আমাদের ধর্মীয় একটি বিষয় নিয়ে গবেষণা করেছেন। আর বউদি ইফতারের জন্য হরেক রকমের আইটেম বানালো। খেয়ে মজা পেয়েছেন নিশ্চয়। যায়হোক আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সবসময় ❤️

দাদা,লিখাটা পড়ে অনেক ভালো লাগলো,কত সুন্দর করে বলে দিলেন রমজান মাস সংযমের মাস।আসলে আমরা মুসলমানরা কতটুকু ও বা পালন করছি সৃষ্টি কর্তার কথাগুলো।যাই হোক দাদা ইফতার গুলো সব গুলো অনেক লোভনীয় ছিলো।দাদা একদিন বেগুনির মত ধুন্দলের চপ খেয়ে দেখবেন।অনেক ভালো লাগবে।ধন্যবাদ।

আপনাকে রমজানুল মোবারক দাদা। আসলে আপনি যতটা সুন্দরভাবে রমজান এর উদ্দেশ্য বুঝেছেন এবং উপস্থাপন করেছেন এটা অধিকাংশ মুসলিম জানে না। আপনি এবং আপনার পরিবার একসঙ্গে ইফতার করেছেন বিষয়টি আমার কাছে দারুণ লাগল। সাধারণত আমরা যে আইটেমগুলো দিয়ে ইফতার করি তার সবগুলো ছিল আপনার ইফতার লিস্টে তবে একটা কমন জিনিস ছিল না সেটা হচ্ছে খেজুর। অসাধারণ পোস্ট ছিল।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

দাদা আপনার প্রতি যেন ভালোবাসা আরো বেড়ে গেল। আপনারা সবাই গত তিনদিন ইফতার করেছেন জেনে অনেক খুশি হলাম।
তবে ইফতার পার্টিতে অনেক মজার মজার খাবার নিয়ে উপস্থিত হয়েছেন। পরবর্তী ইফতার পার্টিতে খেজুরের ব্যবস্থা করবেন। ভালো মানের খেজুর হলে তার টেস্ট অন্যরকম 😋

দাদা আপনার ইফতারের আয়োজন দেখে আমার খেতে ইচ্ছে করছে। আসলে বৌদির হাতে রান্না প্রতিটি রেসিপি অনেক দারুণ লাগছে,খেতে অনেক মজাদার হয়েছে।আসলে দাদা আপনার মতো কম মানুষ দেখা যায়,অন্য ধর্মের প্রতি আপনার যত খানি উদারতা আর ভালোবাসা। তাছাড়া বিশেষ করে বৌদি কে ধন্যবাদ জানাই অনেক সময় ধরে আমাদের প্রিয় দাদার জন্য ইফতারের আয়োজন করার জন্য। অনেক ধন্যবাদ দাদা।

দাদা আপনি যে বেশ পড়ুয়া রমজানের ব্যাপারে আপনার পড়ালেখার কথা শুনেই এটা বুঝতে পেরেছি। আসলে রমজান মাসের যদিও সংযমের মাস কিন্তু আমরা এই মাসের সব শিক্ষা ভুলে গিয়েছি। ঘুষ-দুর্নীতি, মিথ্যা, অহংকার, ব্যভিচার সহ যাবতীয় অন্যায় বা পাপকার্য কোনটা থেকেই আমরা বিরত হই না। শুধু দিনব্যাপী না খেয়ে থাকার নাম সংযোগ না। যাই হোক আপনারা যে তিন বছর যাবত নিয়মিত ইফতার করেন এটা শুনে বেশ অবাক হলাম। সত্যি বলতে কি ধর্মীয় গোঁড়ামি মুক্ত উদার মনের মানুষের সঙ্গে আলাপ করতেও ভালো লাগে। এপারে আসলে আপনাকে ইফতারের দাওয়াত দিতাম। যাইহোক আপনার ইফতার পার্টি বেশ জমজমাট হয়েছিল বলেই মনে হচ্ছে। বৌদির হাতের রান্না এক কথায় অসাধারণ।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



দাদা আপনার ব্যাপারে অনেক শুনেছি তবে আজ নিজ চোখে দেখলাম, আপনার এই পোস্ট টি আপনার উদারতার প্রমান দেয়। আপনার পোস্টটি পড়ে আসলেই বোঝা যাচ্ছে সৃষ্টিকর্তা যোগ্য মানুষকেই যোগ্য স্থান দেন সে যে ধর্মেরই হোক। মানুষ যে ধর্মেরই হোক না কেন সকল ধর্মের প্রতি হওয়া উচিত শ্রদ্ধাশীল। বাংলাদেশ ও ভারত উভয় দেশেই কিছু ধর্মভীরু মানুষের জন্য আজ আমাদের মাঝে এত দ্বন্দ্ব এত বিভেদ। যার যার ধর্ম তার তার হলেও সকল ধর্মকে সম্মান দিয়েই একজন প্রকৃত ধর্মালম্বী মানুষের দায়িত্ব। আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করুক। জানিনা আমার এই কমেন্ট আপনার চোখে পড়বে কিনা তবে আপনার জন্য হাজারো শুভকামনা রইল।🤲 আমিন।

Thank You for sharing...

দাদা লাইফে প্রথম ইফতার উপভোগ তাও বৌদির হাতের তৈরি অনেক খাবারের আয়োজন দেখে আমার কাছে ভীষণ পছন্দ লেগেছে। সত্যি দাদা আপনার ও বৌদির প্রতি ভালোবাসা আরো দ্বিগুণ দ্বিগুণ বেড়ে গেছে । রমজান মাস নিয়ে আপনি অনেক সুন্দর কথা লিখেছেন দাদা।আসলে আপনার মতো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া বিরল দাদা আপনি ও আপনার পরিবার অন্য ধর্ম কে এত শ্রদ্ধা ও ভালোবাসেন তা সত্যি মন নরম করে দিয়েছে। আপনার ও বৌদির প্রতি রইল অবিরাম ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। আপনারা সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল।

Loading...

দাদা, আপনার মত এরকম মানুষ মনে হয় খুব কমই দেখেছি। আপনার লেখাগুলো প্রথম থেকে যখন পড়ছিলাম এতো ভালো লাগছিল কি বলবো। আপনি অন্য ধর্মের হয়েও আমাদের ধর্মের প্রতি এত শ্রদ্ধা ভালোবাসা। আপনার প্রথম ইফতার করার মুহুর্ত একদম মন ছুয়ে যাওয়ার মত। তাছাড়া বৌদির হাতের এতগুলো রান্না করা আইটেম দেখে খুবই ভালো লাগলো। আসলে বাইরের খাবার এর চেয়ে নিজেরা এই রকম তৈরি করে খেলে তা অনেক বেশি মজার। আপনি তো দেখছি অনেক কিছুই খেলেন। আমরাও নিজেদের বাড়িতে এইরকম ইফতারের জন্য এই সকল আইটেম গুলো তৈরি করি। এরকম একটা মুহুর্ত শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় দাদা।

দাদা আপনার লেখাগুলো পড়ে অসম্ভব ভালো লেগেছে। জীবনের প্রথম ইফতার বিষয়টা আমার মনে গেছে দাদা। বৌদির হাতের রেসিপিগুলো এমনিতেই সব সময় খুব সুস্বাদু হয়ে থাকে। রমজানের আমরাও বাসায় এগুলো খেয়ে থাকি। আপনি এগুলো খেয়েছেন দেখে খুবই অসাধারণ লেগেছে। দাদা আপনাদের সবার দীর্ঘ হায়াত কামনা করি। সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন। সৃষ্টিকর্তা আপনার সহায় হোক।

Thank You for sharing...

মাঝেমধ্যে কিছু পোস্ট পড়ে মন থেকেই ভালো লাগা কাজ করে।আপনার আজকের পোস্টটাও ঠিক তাই দাদা,এতোটা শান্তি লেগেছে যে কি আর বলবো।সত্যিই মন করে দেওয়ার মতো।আসলেই রোজার মাস হলো সংযমের মাস।দারুণ সব খাবার,আমরাও প্রায় এগুলোই খাই।

ভোগে সুখ নাই ত্যাগেই প্রকৃতি সুখ। ঠিক বলেছেন দাদা সংযম পালনের মাস। আমি মনে করি আমাদের ইন্দ্রীয় গুলোকে সংযম করা উচিত। যাতে আমাদের লোভ লালসা থেকে দূরে থাকতে পারি। আপনার মতই আমরও জিরো নলেজ তবে এতটুকু বুঝি বা দেখে এসেছি ছোট থেকে সেটাই আপনি সুন্দর করে সাজিয়ে লিখেছেন। জানার কোন শেষ নেই। ইফতার এর আইটেম গুলো ভাল ছিল। ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

রমজান মাস নিয়ে খুব সুন্দর কিছু কথা বলেছেন দাদা। কথাগুলো পড়ে একদম মন ভরে গেল। মন থেকে আপনার প্রতি ভালোবাসা শ্রদ্ধা আরো গেলো। আপনাকে যতই দেখি ততই অবাক লাগে আমার ।

বৌদি অনেক কষ্ট করে বেশ মজার মজার ইফতার তৈরি করেছে দেখছি। ইফতারের প্রত্যেকটা আইটেম দেখতে খুবই লোভনীয় লাগছে। এগ ডেভিলটি দেখতে অস্থির লাগছে।

আর হ্যাঁ বৌদির কাছে অনুরোধ এই এগ ডেভিল রেসিপিটি একদিন আমাদের সাথে শেয়ার করার জন্য।

Thank You for sharing...

দাদা আপনার জন্য অনেক ভালোবাসা ও দোয়া রইল কারণ আপনি যেভাবে রোযার মুহূর্তগুলো তুলে ধরেছেন তা দেখে অনেক ভালো লেগেছে। বিশেষ করে বৌদির হাতে রেসিপি গুলো দেখে অনেক ভাল লেগেছে। প্রতিটা রেসিপি খুবই সুস্বাদু হয়েছে। এত সুন্দর সুন্দর রেসিপি বৌদি তৈরি করে আপনাকে দিয়েছে যা দেখে অনেক ভাল লেগেছে। আপনার পরিবারের সবার জন্য অনেক শুভকামনা রইল।

দাদা খুবই ভালো লাগলো শুনে যে আপনি ইফতার ভালোভাবে উপভোগ করতে পেরেছেন। আমাদের বাড়িতেও প্রত্যেকদিনের ইফতারের মেনু তে এরকম ভাজাপোড়া থাকে। ছোলা আর পিয়াজি এই দুইটা কমন। প্রত্যেকদিনই রাখা হয় মেনুতে। এগুলো না খেলে কেমন যেন একটা অপূর্ণতা থেকে যায়।

বৌদির হাতে তৈরি মজাদার ও লোভনীয় সব ইফতারি গুলো দেখে খুবই ভালো লাগলো আসলে। বৌদি আমাদের সব দিকেই সেরা। বৌদি দারুন দারুন সব রেসিপি তৈরি করেন। অনেক মুখরোচক এবং লোভনীয় সব রেসিপি তৈরি করেছেন বৌদি। দাদা আপনি অনেক সুন্দর করে আপনার অনুভূতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

গ্রুপে এডমিন ফাউন্ডার ছাড়া কি কেউ পোস্ট করতে পারে ?

দাদা আপনার প্রতি ভালোবাসা শ্রদ্ধা কখনোই কমতি ছিল না । আজকের পোষ্ট পড়ে আপনার প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা দুটোই বহুগুণে বেড়ে গেল। আমাদের মানবসমাজে সকল ধর্মের প্রতি সম্মান থাকা উচিত। ধর্মীয় গোঁড়ামি আমাদেরকে যতটা না ধ্বংস করে দেয় ততটাই অন্য ধর্মের প্রতি উগ্রতা প্রকাশে বাধ্য করে। কিন্তু যারা আসলেই ধর্ম বোঝে ধর্ম কি তা জানতে চেষ্টা করে তারা কখনোই অন্য ধর্মকে অসম্মান করবে না। অনেক বন্ধু বান্ধবী আছে যারা হিন্দু কিন্তু আমার এক জীবনে অনেক সময় তাদের সাথে ইফতার করেছি, আমিও তাদের বাড়িতে পুজোর সময় গিয়ে অনেক খেয়েছি আসল ধর্মের সৌন্দর্যটা এখানে। কিন্তু দুঃখের বিষয় মাঝে মাঝে এমন কিছু খবর প্রপাগান্ডা আমাদের শুনতে হয় যা এই মানব জাতিকে লজ্জিত করে তোলে। আপনার পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করাটা যতটা না আন্দন্দের তার থেকে মুসলিম ধর্মের প্রতি আপনাদের সম্মান শ্রদ্ধা কত উপরে তা প্রকাশিত হয়েছে। খুব কম ফ্যামিলি পাওয়া যাবে যারা এই কাজটি করে। চেতনা ও চিন্তাশক্তি কতটা উন্নত হলে কারো পক্ষে এ রকম কাজ করা সম্ভব । আমাদের ধর্ম সম্পর্কে আপনি স্টাডি করেছেন সেই সাথে রোজার সম্পর্কেও কিছু জ্ঞান অর্জন করেছেন যা শুনে ভালো লাগলো । আমাদের সবার উচিত সব ধর্মকে সম্মান করা সেইসাথে সব ধর্মের মূলমন্ত্র গুলো জানা। কোন ধর্ম বিদ্বেষ কে সমর্থন করে না সমর্থন । আপনার ইফতার আইটেম গুলো অনেক সুন্দর হয়েছে দেখেই তো খেতে ইচ্ছা করছে। সবথেকে বেগুনি টা এত সুন্দর হয়েছে বলে বুঝানো যাবেনা। অনেক ধন্যবাদ দাদা।

Thank You for sharing...

বাঃ বেশ ভালো। আমারও একদিন ইচ্ছে আছে।

দাদা বিশ্বাস করবেন কিনা জানিনা। আমি আমার জীবনে আপনার মত আরেকটি মানুষ দেখিনি। মানুষের মন মানসিকতা এতটা কিভাবে ভালো হতে পারে। দাদা বিশ্বাস করেন আজকের পোস্ট দেখে আমি কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি। অনেক অনেক দোয়া রইলো অনেক অনেক ভালোবাসা নেবেন দাদা।

এটা খুবই সুস্বাদু, আমি আপনার পরিবেশন করা খাবার দেখতে ক্ষুধার্ত.

বাহ,দাদা দারুণ ইফতার পার্টি করেছেন তো।ছোলা ভাজি মাখা মাখা করে ও পেঁয়াজু খেতে আমার ও খুব ভালো লাগে ।মাঝে মাঝেই আমি তৈরি করি এই দুটি আইটেম।তবে আলুর চপটি বেশ লোভনীয় হয়েছে বলে মনে হচ্ছে।আসলে এখানে সবগুলো খাবারই লোভনীয়।সুন্দর ভাবে ইফতার পার্টি করেছেন দাদা,শুভকামনা রইলো আপনাদের জন্য।

আপনার পোস্ট টা পড়ে যে কতটা ভালো লাগলো লিখে সে অনুভূতি প্রকাশ করা যাবে না। আপনি রমজান মাস নিয়ে পড়াশুনা করে রমজান এর তৎপর্য কি সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আজ আপনার প্রতি শ্রদ্ধা আরো অনেক বেড়ে গেলো দাদা।
বৌদি খুব যত্নসহকারে ইফতার এর আইটেম গুলো রান্না করেছে। সত্যিই খুব ভালো লাগছে। শ্রদ্ধা, ভালোবাসা ও শুভ কামনা আপনাদের জন্য।

দাদাভাই আপনার পোস্টটা পড়ার পর থেকে ভিতর থেকে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। মুসলমান ধর্মের প্রতি আপনার এত শ্রদ্ধা দেখে সত্যি ভাষা হারিয়ে ফেলছি। কারণ সাধারণত এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। সবাই নিজ নিজ ধর্ম নিয়ে ব্যস্ত থাকে। তবে আপনি আমাদের ধর্মকে সম্মান জানিয়ে এত সুন্দর করে ইফতার পার্টি করেছেন। সত্যিই এর তুলনা আর কোনো কিছুর সাথে হয়না। সময় করে রমজান নিয়ে পড়েছেন। সত্যি দাদা ভাই এই সবকিছুর জন্য মহান মনুষ্যত্ব এবং ইচ্ছাশক্তি থাকাটা অনেক বেশি জরুরী। আমি যা আপনার মধ্যে ভরপুর। আর তনুজা বৌদি তো একেবারে বেস্ট। এত মজার মজার আইটেম তৈরি করেছে। দেখেই অসম্ভব রকমের লোভ হচ্ছে। আমার পক্ষ থেকে আপনাদের দুইজনের জন্য এবং আপনাদের পরিবারের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল দাদাভাই ❤️। আপনি দীর্ঘজীবি হন মন থেকে সবসময় প্রার্থনা করি 🥰।

Thank You for sharing...

আপনার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা কয়েকগুন বেড়ে গেলো। সৃষ্টিকর্তা আপনাকে অনেক ভালো রাখুক। আপনার লেখাগুলো পড়ে খুবই ভালো লাগলো দাদা। অন্য ধর্মের প্রতি আপনার শ্রদ্ধা এবং ভালোবাসা দেখে অনেক অনুপ্রাণিত হলাম। ভালোবাসা জানবেন

আমাদের বাড়িতে বিগত তিন দিন ধরে ইফতার করেছি আমরা পরিবারের সবাই মিলে । আমাদের পরিবারে কোনো ধর্মের গোঁড়ামি নেই, এবং পরিবারে প্রতিটা সদস্য খুবই উদার মনস্ক এসব ব্যাপারে ।

আপনি এই প্রথম রমজানে ইফতার উপভোগ করলেন জেনে অনেক ভালো লাগল ।অন্য ধর্মালম্বী হওয়া সত্ত্বেও মুসলমানদের ধর্ম কে এত শ্রদ্ধা করেন যা শুনে আমরা কাছে একটি গর্ব বিষয় ।কারন অনেকে মুসলমানদের ধর্মের প্রতি অশ্রদ্ধাশীল দেখায়, যা আপনার ক্ষেত্র ভিন্ন দেখলাম। আপনার মত সহৃদয়বান ব্যাক্তি খুব কম সংখ্যক দেখা যায়।গর্ব আপনাকে নিয়ে যে আপনার মত একজন ফাউন্ডারের কমিউনিটিতে কাজ করতে পেরে।বৌদির হাতের তৈরি ইফতারের সব খাবার অনেক সুন্দর করে করেছেন, তাই বৌদিকে ধন্যবাদ জানাই। শুভকামনা।

Thank You for sharing...

দাদা প্রতিটা ধর্মের প্রতি আপনার শ্রদ্ধা ও ভালোবাসা দেখে আমি আবেগে আপ্লুত হয়ে গেলাম। সত্যি দাদা আপনি একজন প্রকৃতপক্ষে ভালো মানুষ এবং সত্যিকার অর্থে মানুষ। আপনার থেকে অনেক কিছু শেখার আছে। মুসলিম ধর্মের প্রতি এত শ্রদ্ধা দেখে দাদা আপনার ও আপনার পরিবারের প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা হাজার গুণ বেড়ে গেল।

সবশেষে তনুজা বৌদিকে অসংখ্য ধন্যবাদ লোভনীয় সব ইফতারি আইটেম বাড়িতে তৈরি করার জন্য। দাদা অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আপনার ও আপনার পরিবারের জন্য।

আপনার পোষ্টের লেখা গুলো পড়ে খুবই ভালো লাগলো দাদা। সত্যি বলতে আপনার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেলো। তবে আপনি যে গবেষনা করতে খুবই ভালোবাসেন সেটা বোঝা যাচ্ছে। আর ইফতার আইটেম গুলো খুবই লোভনীয় ছিল। আপনার জন্য শুভকামনা রইল দাদা।

আপনাকে রমজানের অশেষ মোবারক দাদা, অনেক সুন্দর একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রথমবারের মতো রমজানের ইফতার করেছেন এবং আয়োজনটি বেশ চমৎকার ছিল। ধন্যবাদ দাদা ভালো থাকুন সবসময়।

আপনার মতো কয়জন পারে আমাদের মুসলিম ধর্মের সাপোর্ট করতে। আমি সত্যি অনেক অবাক। মানে কি আর বলনে ভাইয়া ভাষায় হারিয়ে ফেলেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর করে ইফতার তুলে ধরার জন্য।

সত্যি দাদা আপনার লেখা গুলো যখন পরছি আর সাথে সাথে চোখ দিয়ে পানি এসে পরেছে আবার গায়ে জর ছিল তাই বেশি চোখের পানি এসে পরেছে। আপনার মত মানুষকে সবার অন্তরে রাখা আমি তো সবার আগে রেখে দিয়েছি। সত্যি বলতে সবার প্রতি সবার ভালোবাসা এখনো বেচে আছে তা আপনাকে দেখে বুঝা যায় দাদা। আমার কাছে সব গুলো খাবার অনেক লোভ লেগেছে তার মধ্যে পেয়াজুটা দেখে খুব মজার হয়েছে মনে হচ্ছে তাই মনে মনে খেয়ে ফেলেছি আর ডিম চপ আহ খুব মজার তবে দাদা সব গুলো আপনি ৭টা ৮টা করে খেয়েছেন ভালো লাগলো তার মানেই বুঝা যায় কত মজা হয়েছে খাবার গুলো। ধন্যবাদ দাদা ভালোবাসা অবিরাম

Thank You for sharing...

এত কিছু সাবার করেছেন দেখেই বুঝা যাছে সবগুলো আইটেম খুব ভাল লেগেছে আপনার। পিয়াজো, আলুর চপ, বেগুনী, খেজুর, শরবত বা রুহ আফজা আর ছোলা মুড়ি ছাড়া ইফতার ভাবাই যায় না। সব শ্রেনী পেশার কমন আইটেম এগুলো ইফতারে আমাদের এখানে। এগুলো কমন রেখে অনেকে অন্য কিছু যোগ করে।

আপনাকে পড়াশুনা করতে দেখে ও বাসায় আয়োজন দেখে ভাল লাগল।

Hello everyone,
Support the people of Ukraine by your donations, I understand that you all do care about the people of Ukraine, they are ordinary people who ask for help from everyone, please help them not to die of hunger, make a small donation to help fund for their welfare, The easiest way to do this is via Bitcoin because banking system is not currently active so be merciful and help all them survive this invasion by Russia.
If everyone responds to their cry for help and sends $5, it will not be a big loss to you but for them it will be a big help, kindly show your support by your donation to help innocent children dying of hunger and starvation show your support by donating via Bitcoin Wallet address below to show you and the rest of the world truly care about them and their current situation.

Bitcoin wallet address:
bc1qzsgj8p9ztdq7t35qydyxjtqa52w5e4f9jqua0q

Thanks for your donations
David Miliband