আমার বাংলা কবিতা "বন্ধু তুই আমার"

in hive-129948 •  3 years ago 


image source: copyright & royalty free image sharing website piXabY


কবিতা : "বন্ধু তুই আমার"



💘


♡ ♥💕❤
আমি তোমার আকাশ, তুমি বৃষ্টি হয়েই ঝরো,
মনের মাঝে বাউল বাতাস বইছে এলোমেলো ।

তুমি আমার হৃদয়, শুধু এই হৃদয়েই থেকো,
অন্য কারো হয়ে আমায় দুঃখ দিও না'কো ।

ভ্রমর হয়ে করি তোমার অধর সুধা পান ,
তুমি আমার মিষ্টি গোলাপ, তুমিই আমার প্রাণ ।

ভুলতে আমায় যতই করো চেষ্টা তুমি হাজার,
নিঃশ্বাসে যে আছে মিশে, যায় কি ভোলা বন্ধু আমার !

তুমি আমার আঁধার ঘরের পূর্ণিমারই আলো,
এই হৃদয়ে বহ্নিশিখা বন্ধু তুমিই জ্বালো ।

যখন আমি থাকি দূরে চিঠি লিখি হাওয়ায় ,
বাতাস এসে কানে কানে বার্তা শোনায় তোমায় ।

সেই চিঠিতে কি লিখেছি জানো ?
"প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে" আনো প্রেম তুমি আনো ।

শেষ বিকেলের রোদ, জোৎস্না মাখা রাত আর শিশিরভেজা ভোর,
সবখানেই দেখি তোকে, সবখানেই খুঁজে ফিরি মুখটি শুধু তোর ।

বন্ধু তোকে ভালোবাসি, ভালোবাসি ভীষণ
তুই না থাকলে, ব্যর্থ আমি, ব্যর্থ এ জীবন ।

♡ ♥💕❤


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শয়নে তুমি সপণে তুমি
বন্ধু প্রিয় জন,
আশার আলো তুমি আমার
সাত রাজার ধন।

শেষ বিকেলের রোদ তুমি
জোছনা ভেজা রাত,
শিশির ভেজা ভোর তুমি
সোনালী আভায় প্রভাত।

বন্ধু তোমায় ভালোবাসি
ভীষণ ভীষণ ভালো
হৃদয় মাঝে এসে তুমি
জ্বালিয়ে দেবে আলো।
♥♥

বন্ধু তোকে ভালোবাসি, ভালোবাসি ভীষণ
তুই না থাকলে, ব্যর্থ আমি, ব্যর্থ এ জীবন ।

দাদা আপনার লেখা কবিতা অসাধারণ হয়েছে। প্রিয় মানুষটিকে ছাড়া আমাদের জীবন বড়ই ব্যর্থ। ভালোবাসা দিয়ে যখন প্রিয় মানুষটি এ জীবন ভরিয়ে রাখে তখন এ জীবন সার্থক হয়। ভালোবাসার সেই অনুভূতি হয়তো বলে বোঝানো যায় না। তবে এতটুকুই বলতে পারি প্রিয় তুমি ছাড়া এ জীবন বড়ই ব্যর্থ। তাইতো এই ব্যর্থতার গ্লানি মুছে দিতে শুধু বারবার তোমাকেই ভালোবাসি। দাদা আপনি আপনার লেখা কবিতার মাঝে আপনার ভালবাসার সেই মানুষটির উদ্দেশ্যে অনেক সুন্দর কিছু কথা উপস্থাপন করেছেন। আপনার ভালোবাসার মানুষটির প্রতি আপনার অনুভূতিগুলো কবিতার ভাষায় প্রকাশ করেছেন। দারুন একটি কবিতা লিখে সকলের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। আপনার জন্য এবং আপনার সেই ভালোবাসার মানুষটির জন্য শুভকামনা রইলো দাদা।

বাহ,খুবই সহজ সরল ভাষায় লেখা কবিতাটি খুবই সুন্দর হয়েছে।দাদা আপনার চমৎকার কবিতা লেখা পড়ে আমরাও অনেক উৎসাহ ও অনুপ্রেরণা পাচ্ছি কবিতা লেখার প্রতি।সত্যিই বন্ধুকে কখনো ভুলে থাকা যায় না এবং জীবন ও বৃথা ভালো বন্ধু ছাড়া।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



@tipu curate 10

সেই চিঠিতে কি লিখেছি জানো ?
"প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে" আনো প্রেম তুমি আনো ।

দাদা আপনার কবিতার মাঝে ফুটে উঠেছে সেই প্রাণের ভালোবাসা। হৃদয়ের কোনে জমে ভালোবাসার ব্যাকুলতা কবিতার ভাষায় প্রকাশ পেয়েছে দাদা। প্রিয় ভালোবাসার মানুষটিকে দূর থেকেই আপনি আপনার ভালোবাসার কথাগুলো জানিয়ে দিয়েছেন। ভালোবাসায় সিক্ত হতে চায় ভালোবাসায় ভরা হৃদয়। অসাধারণ একটি কবিতা সকলকে পড়ার সুযোগ করে দিয়েছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে দাদা।

ভুলতে আমায় যতই করো চেষ্টা তুমি হাজার,
নিঃশ্বাসে যে আছে মিশে, যায় কি ভোলা বন্ধু আমার !

এই লাইনটার মানে অনেক গভির। নিঃশ্বাসে মিশে যাওয়া মানুষ গুলারে কখনো ভুলা যায়না। যত চেস্টা করাই হোক না কেনো। যারা ভুলতে পারে তারা খুবই নিষ্ঠুর। এমন মানুষ ও দেখেছি আমি।

বন্ধু তোকে ভালোবাসি, ভালোবাসি ভীষণ
তুই না থাকলে, ব্যর্থ আমি, ব্যর্থ এ জীবন ।

সবগুলো লাইনই ভাল লেগেছে তবে বিশেষ করে এ দুটো লাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যি ভালোবাসার মানুষ যদি না থাকে তাহলে জীবন ব্যর্থ হয়ে যায়। জীবনের কোন মূল্য থাকে না। দাদা আপনার সবগুলো কবিতাই আমার কাছে অনেক ভালো লাগে। এই কবিতাটা আরো বেশি ভালো লেগেছে। দাদা আপনার কবিতাগুলো পড়লে কেন জানি মন অনেক ভাল হয়ে যায়। কবিতার প্রতিটি লাইনে খুব সুন্দর ভাবে প্রিয় মানুষটিকে তুলে ধরেছেন। প্রিয় মানুষটির প্রতি আপনার যে ভালোবাসা সেটি আপনি আজ কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। দাদা আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

ভ্রমর হয়ে করি তোমার অধর সুধা পান ,
তুমি আমার মিষ্টি গোলাপ, তুমিই আমার প্রাণ ।
ভুলতে আমায় যতই করো চেষ্টা তুমি হাজার,
নিঃশ্বাসে যে আছে মিশে, যায় কি ভোলা বন্ধু আমার !

আমার এই ছোট্ট জীবনে আফসোস, এমন বন্ধু আমি কারো হতে পারলাম না ভাই । সুন্দর লিখেছেন ভাই । ভালোবাসা অবিরাম। ❤🙏

দাদা, প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুবই চমৎকার একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার লেখা কবিতাটি আমি যতবারই পড়ছি ততবারই আমার কাছে ভালো লেগেছে। যাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসা যায় তাকে হাজারবার চেষ্টা করলেও মন থেকে মুছে ফেলা যায় না। সে যেন মিশে থাকে প্রতিটি নিঃশ্বাসে,প্রতিটি বিশ্বাসে। ভালোবাসার মানুষটি জীবনের প্রত্যেকটি বিষয়ে এমনভাবে জড়িয়ে থাকে তাই যত বাধা বিপত্তি আসুক না কেন তাকে কখনো ভুলে থাকা যায় না। দাদা, আপনার লেখা কবিতায় শেষের দুটি লাইন

বন্ধু তোকে ভালোবাসি, ভালোবাসি ভীষণ
তুই না থাকলে, ব্যর্থ আমি,ব্যর্থ এ জীবন।

আমার কাছে এই লাইন দুটি এত,এত বেশি ভালো লেগেছে যা ভাষায় প্রকাশ করতে পারবো না। সত্যিই তাই,ভালোবাসার মানুষ যদি পাশে না থাকে, ভালোবাসার মানুষকে যদি কাছে না পাওয়া যায়,তাহলে জীবনটা যেন মরুভূমি হয়ে ওঠে। যার কারণে জীবনটাকে একদমই ব্যর্থ মনে হয়। আর এই ব্যর্থ জীবনকে বইয়ে না বেরিয়ে ভালোবাসার মানুষকে বারংবার খুঁজে ফিরে কাছে টানতে হয়। দাদা, কি দারুন একটি কবিতা লিখেছেন যা পড়ে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। কবিতা পড়ছি আর ভাবছি এত সুন্দর কথা গুলো কত সুন্দর ভাবে কবিতা আকারে আমাদের মাঝে উপহার দিলেন। আর এই অসাধারণ সুন্দর কবিতাটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

তুমি আমার আঁধার ঘরের পূর্ণিমারই আলো,
এই হৃদয়ে বহ্নিশিখা বন্ধু তুমিই জ্বালো ।

লাইন গুলো যেন ভালোবাসার বহিঃপ্রকাশ। প্রিয় মানুষ ছাড়া জীবনটা একদম অর্থহীন আর যখন প্রিয় মানুষটা পাশে থাকে তখন জীবনের সার্থকতা বোঝা যায়।

দাদা রোমান্টিক কবি হিসেবে আপনি প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছেন। এ পর্যন্ত যতগুলো কবিতা পড়লাম তাতে অনায়াসে একটা সংকলন বের করে ফেলা যেত। তবে আমার ধারণা টাকা দিয়ে কবিতার বই কেনার মত পাঠক আমাদের বঙ্গসমাজে খুব কম আছে। তা না হলে আপনার কবিতাগুলো খুব বিক্রি হতো। শুভকামনা রইল আপনার জন্য।

ভুলতে আমায় যতই করো চেষ্টা তুমি হাজার,
নিঃশ্বাসে যে আছে মিশে, যায় কি ভোলা বন্ধু আমার !

তুমি আমার আঁধার ঘরের পূর্ণিমারই আলো,
এই হৃদয়ে বহ্নিশিখা বন্ধু তুমিই জ্বালো

দাদা আপনার কবিতাটি খুবই সুন্দর হয়েছে। আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আসলে বন্ধু তুমি আমার কবিতাটির মধ্যে অনেক ভালবাসার প্রকাশ পেয়েছে। যা পড়ে আমার খুবই ভাল লাগল। সত্যিই আপনার প্রত্যেকটা কবিতা আমার খুবই ভালো লাগে। আজকের কবিতাটি খুবই সুন্দর হয়েছে। এরকম কবিতা মাঝে মাঝে আমাদের উপহার দিয়েন। আপনার কবিতাগুলো খুবি ভালো লাগে। আপনার জন্য রইল শুভকামনা।

তুমি আমার আঁধার ঘরের পূর্ণিমারই আলো,
এই হৃদয়ে বহ্নিশিখা বন্ধু তুমিই জ্বালো ।
যখন আমি থাকি দূরে চিঠি লিখি হাওয়ায় ,
বাতাস এসে কানে কানে বার্তা শোনায় তোমায় ।

আসলে দাদা এই লাইনগুলো এতটা ভালো লেগেছে এতটাই ভাল লেগেছে ভাষায় প্রকাশ করার মতো না। আপনার কবিতার প্রত্যেকটি লাইন এত সাজানো গোছানো এবং এক লাইনের সাথে আরেক লাইন এর ছন্দ মিলন এক কথায় অসাধারণ দাদা। অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি ভালোবাসা নিয়ে কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

দাদা,অসাধারণ একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।আপনার কবিতাটি পড়ে আমার খুব ভালো লেগেছে। কবিতার প্রতিটা চয়ন যেনো আমার মনের ভাষা।দাদা,আপনার কবিতাগুলো সত্যিই মনের গভীর থেকে লিখেন। দাদা,আপনার পুরোটা কবিতা আমার খুব ভালো লেগেছে তবে কবিতার এই চয়নটি আমার খুবই ভালো লেগেছে।

বন্ধু তোকে ভালোবাসি, ভালোবাসি ভীষণ
তুই না থাকলে, ব্যর্থ আমি, ব্যর্থ এ জীবন ।

অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ভ্রমর হয়ে করি তোমার অধর সুধা পান ,
তুমি আমার মিষ্টি গোলাপ, তুমিই আমার প্রাণ ।

ওয়াও দাদা অসাধারণ একটি কবিতা লিখেছেন আপনি। আজকে আপনি বন্ধুকে নিয়ে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন।উপরের লাইনগুলো আমার অনেক ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ জানাই দাদা এতো সুন্দর একটা কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।

আপনার কবিতা পড়া আমাকে মনে করিয়ে দেয় যখন আমি কলেজে ছিলাম যখন আমি এটি বুঝতে না পেরে আমার সেরা বন্ধুর প্রেমে পড়েছিলাম এবং এই অংশটি পড়ার সময় সেই স্মৃতিগুলি আমার কাছে এসেছিল।

ভুলতে আমায় যতই করো চেষ্টা তুমি হাজার,
নিঃশ্বাসে যে আছে মিশে, যায় কি ভোলা বন্ধু আমার !

যখন সেমিস্টার শেষ হয় এবং আমি আর্থিক সমস্যার কারণে আমার পড়াশোনা চালিয়ে যেতে পারিনি, তখন তিনি এই কথাগুলি বলেছিলেন এবং আমাকে বিদায় জানান।

বন্ধু তোকে ভালোবাসি, ভালোবাসি ভীষণ
তুই না থাকলে, ব্যর্থ আমি, ব্যর্থ এ জীবন ।

আমি যখন শুনলাম যে আমি খুব উত্তেজিত ছিলাম কিন্তু আমার ভাগ্য আমাকে আমার প্লেটোনিক ভালবাসা থেকে কেড়ে নিয়েছে কারণ আমরা দেশের বিপরীত মেরুতে থাকতাম কারণ আমি আমার পড়াশোনা শেষ করতে পারিনি বলে আমাকে বাড়ি ফিরতে হয়েছিল।

যা আমাকে সবচেয়ে বেশি বিরক্ত করে তা হল যে আমার বন্ধুটি আমাদের আবার দেখার জন্য লড়াই করেনি এবং বছর পেরিয়ে যাওয়ার সাথে সাথে আমি তার জন্য যে ভালবাসা অনুভব করেছি তা অদৃশ্য হয়ে গেছে, কিন্তু ভালবাসা এমনই, কারো জন্য এটি হারায় এবং অন্যদের জন্য এটি জিতে যায়।

পুরো কবিতাটাই অসাধারণ লেগেছে আমার। সব লাইনে ছন্দের মিল তো আছেই সাথে ভাবেরও ছন্দপতন হয়নি। কবিতার সব লাইনেই ভাবার মত বা গভীর চিন্তার খোরাক রয়েছে। তবে আমার কাছে এই লাইন দুটি খুব গভীর লেগেছেঃ

ভুলতে আমায় যতই করো চেষ্টা তুমি হাজার,
নিঃশ্বাসে যে আছে মিশে, যায় কি ভোলা বন্ধু আমার !

খুব সাবলীলভাবে অনেক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। অনেক সময় চাইলেও যে ভুলতে পারা যায়না কাউকে, কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের স্মৃতির অবাধ বিচরণ রয়েছে।

good

এক গভীর ভালোবাসার অকৃত্রিম বহিঃপ্রকাশ।

ভ্রমর হয়ে করি তোমার অধর সুধা পান ,
তুমি আমার মিষ্টি গোলাপ, তুমিই আমার প্রাণ ।

দাদা বন্ধুত্ব নিয়ে আপনার কবিতাটি অসাধারণ। বন্ধুত্ব ও ভালোবাসা তার কবিতায় খুব ভালোভাবেই স্থান পেয়েছে। কবিতার প্রতিটি লাইনে বন্ধুর প্রতি ভালোবাসার কথা সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনার প্রতিটি কবিতা আমাকে মুগ্ধ করে। আপনার শব্দচয়ন, বাক্যের গঠন ,ছন্দের মিল সবকিছুই অসাধারণ হয়। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

শেষ বিকেলের রোদ, জোৎস্না মাখা রাত আর শিশিরভেজা ভোর,
সবখানেই দেখি তোকে, সবখানেই খুঁজে ফিরি মুখটি শুধু তোর ।

এর নামই বোধহয় আবেগ, এর নামই বোধহয় ভালোবাসা
যার কারনে হৃদয়ে সর্বদা আবেগের ঝড়। খুব ভালো লেগেছে দাদা ভিন্ন অনুভূতির কবিতা।

শেষ বিকেলের রোদ, জোৎস্না মাখা রাত আর শিশিরভেজা ভোর,
সবখানেই দেখি তোকে, সবখানেই খুঁজে ফিরি মুখটি শুধু তোর ।>

এই দুইটি চরণ অসাধারণ ছিলো শেষ বিকালের রোদ জোৎসা মাখারাত আহ্ কি যে অসাধারণ কথা।
ধন্যবাদ দাদা আপনাকে এত এত সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য।

বন্ধু তোকে ভালোবাসি, ভালোবাসি ভীষণ
তুই না থাকলে, ব্যর্থ আমি, ব্যর্থ এ জীবন ।

দাদা আপনি আজকে চমৎকার ভাবে বন্ধু তুই আমার কবিতা লিখেছেন। পড়ে অনেক ভালো লাগলো। প্রতিটি লাইন মন ছুঁয়ে যায়। অসাধারণ লিখেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

ভ্রমর হয়ে করি তোমার অধর সুধা পান ,
তুমি আমার মিষ্টি গোলাপ, তুমিই আমার প্রাণ ।

চমৎকার লাগল দাদা এই দুটি লাইন। আপনার এই কবিতায় দুষ্টু মিষ্টি ভাব দেখে সত্যি অনেক ভালো লাগলো। চমৎকারভাবে কবিতাটি উপস্থাপন করেছেন দাদা। কবিতাটি পড়ে সত্যিই অনেক ভালো লাগলো। আবারো অপেক্ষায় রয়ে গেলাম আপনার পরবর্তী কবিতার জন্য।

বন্ধু তোকে ভালোবাসি, ভালোবাসি ভীষণ
তুই না থাকলে, ব্যর্থ আমি, ব্যর্থ এ জীবন ।

শেষের ফিনিশিংটা অসাধারণ ছিল দাদা।

ভালোবাসার মানুষকে হাজার রকমে প্রকাশ করা যায়। ভালোবাসার মানুষটি সবেতেই মিশে থাকে। প্রিয় মানুষটি বুকের মধ্যেখানে একটা জায়গা করে নেয়। দূরে গেলে ওই জায়গাটা খালি হয়ে যায়। সেটা অপূরণীয়।

বন্ধু তোকে ভালোবাসি, ভালোবাসি ভীষণ
তুই না থাকলে, ব্যর্থ আমি, ব্যর্থ এ জীবন ।

যে মনের মতো বন্ধু,সঙ্গী তাকে ছাড়া আসলেই জীবনটা ব্যর্থ মনে হয়।আর যে পেয়ে যায় সে হলো আসল অর্থে ভাগ্যবান,ভাগ্যবতি।

Awesome poet. I like your creativity. I hope you will write more poet for us. We are waiting here for your poet.
Thank you for your creativity

অসাধারণ একটি কবিতা লিখেছেন দাদা। কবিতার প্রতিটি লাইন ভীষণ সরল এবং খুবই সুন্দর। কবিতার প্রতিটি লাইনে লুকিয়ে রয়েছে গভীর ভালোবাসা।

তুমি আমার আঁধার ঘরের পূর্ণিমারই আলো,
এই হৃদয়ে বহ্নিশিখা বন্ধু তুমিই জ্বালো ।

ভালোবাসার মানুষকে ছাড়া সত্যি জীবন বৃথা মনে হয়। ভালোবাসার মানুষই একমাত্র অন্ধকার জীবনে আলোর শিখা ফুটিয়ে তুলতে পারে। অসাধারণ একটি কবিতা লিখেছেন দাদা। আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

আমি তোমার আকাশ, তুমি বৃষ্টি হয়েই ঝরো,
মনের মাঝে বাউল বাতাস বইছে এলোমেলো ।

তুমি আমার হৃদয়, শুধু এই হৃদয়েই থেকো,
অন্য কারো হয়ে আমায় দুঃখ দিও না'কো ।

দাদা আপনার কবিতার প্রশংসা কিভাবে করবো তা বুঝতে পারছি না। কবিতার প্রতিটি লাইন এতোটা ছন্দ আর ভালোবাসা মাখিয়ে লিখেছেন যা ভাষায় প্রকাশ করা যাবে না। ছন্দে ছন্দে ভালোবাসার কথা বলে গিয়েছেন। ধন্যবাদ দাদা।

ছন্দ মিলিয়ে কবিতা খানি দারুন লিখেছেন।

শেষ বিকেলের রোদ, জোৎস্না মাখা রাত আর শিশিরভেজা ভোর,
সবখানেই দেখি তোকে, সবখানেই খুঁজে ফিরি মুখটি শুধু তোর ।

এভাবেই হয়তো খুজে ফিরতে হয় তবু তার দেখা পাওয়া যায় না। বন্ধু অন্ত প্রান কবিতায় যেন ফুটে উঠেছে। ধন্যবাদ । শুভচ্ছা রইল।

very romantic, nice poem, the sunset always inspires

ভালোবাসার কি আকুল আবেদন! সত্যি দাদা কবিতা টি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ ছিল পুরো কবিতাটি।

বন্ধু তোকে ভালোবাসি, ভালোবাসি ভীষণ
তুই না থাকলে, ব্যর্থ আমি, ব্যর্থ এ জীবন ।

আপনার ভালোবাসার ছায়াতলে যে জায়গা করে নিবে তার জীবনটাই ধন্য।🖤