ভোট গণনার দিন যেমন কাটলো আমার

in hive-129948 •  7 months ago 


image.png


আজকে ছিল আমাদের দেশে ভোট গণনার দিন । সদ্য সমাপ্ত হওয়া অষ্টাদশ লোকসভা ভোটের গণনা প্লাস রেজাল্ট পাবলিশ হওয়ার দিন আজ । যেহেতু ভোর আটটা থেকে ভোট গণনা শুরু তাই গতকাল রাতে একটু সকাল সকাল ঘুমোতে গিয়েছিলাম যাতে ভোরে উঠতে পারি । উত্তেজনা আর টেনশনে রাতে ভালো ঘুমোতে পারলাম না । সকালে ভোর সাতটার দিকেই আমার ভাই টিভি অন করে নিউজ চ্যানেলগুলো সার্ফ করতে লাগলো ।

তড়িঘড়ি উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে দ্রুত ব্রাশ করে নিলুম । তারপরে মোবাইল ফোনটা চার্জারে গুঁজে দিয়ে ড্রয়ইংরুমে টিভির সামনে সোফায় গ্যাঁট হয়ে বসে পড়লুম । ঘড়িতে তখন সবে সাতটা কুড়ি । তখনও ভোট কাউন্টিং স্টার্ট হয়নি । তবে টিভি নিউজ চ্যানেলগুলো বিভিন্ন আলোচনা সভার আয়োজন করে সেগুলো লাইভ ব্রডকাস্ট করছিলো । বসে বসে তাই দেখতে লাগলাম ।

এরপরে ধীরে ধীরে ঘড়ির কাঁটা এগিয়ে যেই আটটার ঘর ছুঁলো অমনি শুরু হয়ে গেলো বিভিন্ন কাউন্টিং বুথ থেকে ভোটের স্ট্যাটিস্টিক্স আসা । একদম শুরুর দিকে শুধুমাত্র পোস্টাল ব্যালটগুলোর গণনাকার্য স্টার্ট হলো । ঘন্টা খানেক স্থায়ী ছিল পোস্টাল ব্যালট এর গণনাকার্য । তখন ট্রেন্ড ছিল এমন -

এনডিএ জোট : ৩২৭
ইন্ডিয়া জোট : ১৮৩
অন্যান্য : ০৭

মোট আসন : ৫১৭/৫৪৩

পোস্টাল ব্যালটের ভোট গণনা মিটতেই মাত্র আধা ঘন্টার মধ্যে ট্রেন্ড পুরো পাল্টাতে শুরু হলো । ধীরে ধীরে ইন্ডিয়া জোট এনডিএর সাথে ব্যবধান কমিয়ে ফেললো । এরপরে এক এক রাউন্ডের ভোট গণনা হতে লাগলো আর ফলাফল ম্যাজিকের মতো চেঞ্জ হতে লাগলো ।

টিভির সামনে একটানা ঠায় বসে রইলুম দুপুর ১ টা অব্দি । এই ছ ঘন্টায় রেজাল্টে অনেক কিছু বদলাতে দেখলাম । এনডিএ জোটের আসনসংখ্যা ২৯০-৩১০ এর মধ্যে ঘোরাফেরা করতে লাগলো, ইন্ডিয়া জোটের ১৯৪-২১৫ এর মধ্যে আর অন্যান্য ১০-২০ । তখনো অব্দি পুরো ৫৪৩ আসনের সব কয়টির রেজাল্ট আসেনি ।

এই ছ' ঘন্টার মধ্যে শুধুমাত্র কয়েক গ্লাস জুস্ পান করলুম । ভীষণ হাড্ডাহাড্ডি লড়াই । এক মুহূর্তের জন্য টিভি স্ক্রিন থেকে চোখ সরাতে পারিনি । এরপরে দুপুর দেড়টা নাগাদ সব কয়টি আসনের ট্রেন্ড সামনে চলে এলো । এনডিএ জোট ৩০০-৩০৪ টি আসন, ইন্ডিয়া জোট ২১০-২২০ টি আসন আর অন্যান্য দলগুলি ১৯ থেকে ৩৩ টি আসনে লিড নিয়েছিল এই সময়ে । দুপুরে খাওয়ার সময় হয়ে যাওয়াতে টিভি দেখা সাময়িক অফ করে খেতে গেলুম ।

লাঞ্চ করে এসে আবারো টিভি চালালাম । তখন দুপুর দু'টোর বেশি বাজে । এই সময়কার যে ট্রেন্ড থাকে সেটা খুব বেশি আর চেঞ্জ হয় না পরবর্তীতে । এই সময় যে ট্রেন্ড যেটা ছিল -

আসন : ৫৪৩/৫৪৩
এনডিএ জোট : ২৯০
ইন্ডিয়া জোট : ২৩০
অন্যান্য : ২৩

বুঝে গেলাম কী হতে যাচ্ছে । কেন্দ্রে আবারো তৃতীয়বারের মতো এনডিএ সরকার ক্ষমতায় ফিরতে চলেছে যদি না খুব বড় কোনো ধরণের অঘটন ঘটে গিয়ে থাকে । সরকার গঠনের জন্য দরকার ২৭২ টি আসন । কিন্তু, এবারের নির্বাচনে কোনো দলই এককভাবে ২৭২ টি আসন পায়নি । বিজেপি ২৪১, কংগ্রেস ৯৮, তৃণমূল ৩০ আর অন্যান্য দল ১৭৪ টি আসন পেয়েছে এখনো অব্দি পাওয়া উপাত্তের ভিত্তিতে । আর দু'ঘন্টায় বড়জোর ৪-৫ টা আসনে হেরফের হতে পারে রেজাল্টে, কিন্তু তার বেশি নয় ।

বিজেপি এককভাবে পেয়েছে মোট ৪৪ শতাংশ ভোট, কংগ্রেস এককভাবে মোট ১৮ শতাংশ ভোট । শতাংশের নিরিখে বিজেপির ভোট তেমন একটা কমেনি, কিন্তু কংগ্রেসের উল্লেখযোগ্য হারে বেড়েছে । কেন্দ্রে সরকার গঠন করতে হলে বিজেপির এখন তার জোটসঙ্গী বিহারের নীতিশ কুমার আর অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবুর উপর অনেকাংশেই নির্ভর করতে হবে । এই দুই জোটসঙ্গীর সাপোর্ট ছাড়া কার্যত অসম্ভব বিজেপির পক্ষে ক্ষমতায় ফেরা । তবে উদ্ধব ঠাকরে এনডিএ-র দিকে বেশ কিছুটা ঝুঁকে রয়েছেন । ফলে তাঁর দলের ১০ টি আসন পেয়ে যেতে পারে এনডিএ । কিন্তু, ইন্ডিয়া জোটের ভাগ্যে এ বছর মনে হয় না সরকার গঠনের শিকা ছিঁড়বে । আরো পাঁচটি বছর তাদের কঠোর পরিশ্রম করে যেতে হবে তবেই হয়তো আশা করা যায় পরবর্তীতে তারা ক্ষমতায় ফিরতে পারবে ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

This is a well detailed report you have made on vote counting in your region.

It is nice to have received this news from you, thank you for sharing with us 😊❤️❤️❤️

Vote for vote?
On my recent post

আসলে ভোট গণনা এমন একটি বিষয় যে কেউ বেশ এক্সাইটেড থাকে। যেমন টা আপনিও ছিলেন। তবে আপনার পোস্টের মাধ্যমে বেশ সুন্দর করে পুরো ভোটের ইতিহাস জেনে নেওয়া গেল। বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল যে সেটা বুঝাই যাচ্ছে। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Congratulations, your post has been upvoted by @upex with a 41.04% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

দাদা আপনি তো দেখছি ভীষণ এক্সাইটেড ছিলেন নির্বাচনের ফলাফল দেখার জন্য। ছোটবেলায় দেখতাম বড়রা নির্বাচনের ফলাফল দেখার জন্য এমনটা করতেন। মোটকথা টিভির সামনে থেকে উঠতো না। কিন্তু এখন তো আমাদের দেশের জনগণের তেমন কোনো আগ্রহ নেই নির্বাচনের ব্যাপারে। কারণ রেজাল্ট আগে থেকেই সবার জানা। যাইহোক এনডিএ জোট বিজয়ী হবে সেটা আগে থেকেই শুনেছি, তবে ইন্ডিয়া জোট বেশ ভালোই টক্কর দিয়েছে। এতে করে বুঝা যাচ্ছে, আগামী বারের নির্বাচনের ফলাফল ইন্ডিয়া জোটের অনুকূলে আসতে পারে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

আপনার পোস্ট পড়েই বোঝা যাচ্ছে আপনি ভোট গণনা নিয়ে বা ইলেকশনের ফলাফল নিয়ে বেশ উত্তেজনায় ছিলেন।তবে অবশেষে ফলাফল পাওয়া গেল যে তৃতীয়বারের মতো এনডিএ সরকার ক্ষমতায় আসলো। যার কারণে আরো পাঁচটি বছর ইন্ডিয়া জোট কে অপেক্ষা করতে হবে তবেই হয়তো তারা সরকারে আসতে পারবে। নির্বাচনের ফলাফল নিয়ে তথ্যগুলি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।

দীর্ঘ এক মাস ভোটাভুটি হওয়ার পরে যখন ফলাফল ঘোষণার সময় চলে আসে সেই সময় প্রত্যেকটা ভোটারের মধ্যে উত্তেজনা কাজ করে। কি ঘটতে চলেছে কে হবে দারুন এক বেদনা সেটা আপনার মধ্যে ছিল দাদা সেটাই উপলব্ধি করতে পারলাম। অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে খুব সুন্দরভাবে ফলাফলগুলো আমাদের মাঝে তুলে ধরলেন ।আমাদের একদিনের মধ্যেই নির্বাচন শেষ হয়ে যায় আর আপনাদের এক মাসেরও বেশি । যেখানে বেশি উত্তেজনা থাকাটাই স্বাভাবিক।

দাদা উত্তেজনা কিরকম পর্যায়ে থাকলে ভোট গণনার আগের দিন রাতে ঘুম হয় না সেটা পোস্ট করেই বুঝতে পারলাম। দাদা আপনি মনোযোগ সহকারে ভোট গণনা দেখেছেন যে, ছয় ঘন্টায় টিভির সামনে থেকে চোখ সরাতে পারেননি আর শুধুমাত্র জুস বাদে কিছুই খাননি। অষ্টদশ নির্বাচনের মাধ্যমে তৃতীয়বারের মতো এনডিএ সরকার আবারও ক্ষমতায় ফিরছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

ভোট গণনার দিনটি আপনার কতটা উত্তেজনায় কেটেছে তা স্পষ্ট বুঝতে পারলাম আপনার লিখাগুলো পড়ে। আসলে একটি দেশের নির্বাচনের ফলাফলের উপরে ঐ দেশের জনগণের আর্থসামাজিক অবস্থান নির্ভর করে। তাই নিঃসন্দেহে ভোট গণনার দিনটি ভীষণ উত্তেজনা পূর্ণ এবং অস্থিরতায় কাটে। এনডিএ জোট বেশ বিপুল ভোটে জয়লাভ করেছে দেখছি। যাইহোক তারা আবারও দল গঠন করে জনগণের সেবায় নিযুক্ত হবে এই কামনা করছি।

বেশ এক্সাইটেড মোমেন্ট গেল তাহলে দাদা। আবারো তাহলে এনডিএ অর্থাৎ তৃতীয় বারের মতো নরেন্দ্র মোদি ক্ষমতায় বসবেন। তবে ইন্ডিয়া জোট বেশ কিছু আসনের জন্য পিছিয়ে গেল। নয়তো তারাই হতো এবার!

আমিও সকালে অফিসে এসে আপনাদের ভোটের ফলাফল দেখা শুরু করলাম। প্রথমে ভেবেছিরাম ইন্ডিয়া জোট সরকার গঠন করবে। কিন্তুু ধীরে ধীরে বিজিপির দিকে চাকা ঘুরতে লাগলো। সারা দিনের দশ পনের বার পত্রিকায় চোখ রেখেছি। সকাল থেকেই দেখে আসছি বিজিপ,সন্ধায়ও দেখলাম বিজিপি। সরকার আর চেন্জ হবে না। ধন্যবাদ।

দাদা উত্তেজনা কিরকম পর্যায়ে থাকলে ভোট গণনার আগের দিন রাতে ঘুম হয় না সেটা পোস্ট করেই বুঝতে পারলাম।

এক মাস ভোট হওয়ার পর যখন ফলাফলের সময় চলে আসে তখন প্রতিটা ভোটারদের আকর্ষণ থাকে কি ঘটতে চলেছে, কি হবে, কে বিজয়ী হবে, সে এক দারুন অনুভূতির দাদা সেটা আপনার মধ্যেও ছিল তা বুঝতে পারলাম। এনডিএ জোট বেশ বিপুল ভোটে জয়লাভ করেছে দেখছি।নির্বাচিত ফলাফল ও তথ্যগুলো আমাদের মাঝে বেশ দারুণভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ দাদা আপনাকে।

সকাল থেকে আমিও টিভির সামনে বসে ছিলাম দাদা। ভোট গণনা দেখছিলাম আর ক্ষণে ক্ষণে সবকিছু পাল্টে যাচ্ছিল। তবে বিজেপি আর একটু বেশি আসন পাবে, এটাই আশা করেছিলাম। যাইহোক, তারপরও তৃতীয় বারের মতো তারাই ক্ষমতায় থাকবে এটাই দেখা যাচ্ছে । এই নির্বাচনে মোটামুটি সব দলের এক্সপেক্টেশন কিছু কিছু পূরণ হয়েছে যা দেখছি।

একটা বিষয় ভিষণ ভালো লেগেছে দাদা, সেটা হলো ইন্ডিয়ান জনগণ কিন্তু ভোট বিমুখ হয়নি, বরং আসল খেলাটা তারা ঠিক খেলে দিলো আর সবার মাঝে দারুণ একটা টান টান উত্তেজনা তৈরী করে দিলো। ঠিক যেমনটা হতো নব্বইয়ের দশকে ভারত-পাকিস্তার ক্রিকেট ম্যাচে, হি হি হি।

গতকাল দুপুরে ডিসকর্ডে আলোচনার সময় কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম দাদা, আপনি বেশ ভালই অস্থির ছিলেন ।।