ফোটোগ্রাফি পোস্ট : সিরাজ উদ্যানে কাটানো একটি মায়াবী সন্ধ্যাsteemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 

সিরাজ উদ্যান । নামটি শুনতে বেশ, তাই না ? আসলে এটি একটি ঐতিহাসিক স্থান । কথিত আছে মুর্শিদাবাদ থেকে কলকাতায় এলে সর্বাগ্রে এই স্থানের বিশাল সরোবরের জলে নবাব ও তাঁর বাহিনীর তৃষ্ণা নিবারণ হতো । তারপরে কলকাতায় প্রবেশ করতেন তিনি ও তাঁর বাহিনী । এই স্থানটি তখন অতি মনোরম ছিল । বিশাল বিশাল গাছপালার জটলায় জায়গাটি সব সময় ছায়া সুনিবিড় ও ঠান্ডা সুশীতল থাকতো ।

এই স্থানের ঠিক মাঝখানে বিশাল এক দীঘি ছিল । এই দীঘিটি এখন আয়তনে সংকুচিত হয়ে মাঝারি আকারের এক সরোবরে পরিণত হয়েছে । তৎকালীন বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ জেলায় । কলকাতা থেকে মুর্শিদাবাদ অনেক দীর্ঘ পথ । তাই নবাবের সৈন্যরা কলকাতা প্রবেশের আগে এখনই বিশ্রাম গ্রহণ করতো ।

কথিত আছে আছে যে এই উদ্যানের ঠিক মাঝখানে যে বৃহৎ দীঘিটি ছিল তার পাশে একটি বড় বিশ্রামগৃহ ছিল । নবাব সিরাজউদ্দোলা কলকাতায় এলে এই বিশ্রামগৃহে কিছুকাল বিশ্রাম গ্রহণ করতেন এবং নবাবের সাথে যেসব অশ্ব ও হস্তী থাকতো সেগুলো সরোবরের জল পান তৃষ্ণা নিবারণ করে বিশ্রাম নিতো । নবাব কলকাতায় এলে তাঁর সঙ্গে প্রচুর হস্তী থাকতো । এত হাতির তৃষ্ণা নিবারণের জন্য বিশাল এই সরোবরই ছিল একমাত্র উপযুক্ত জলাশয় । তাই এই সরোবরটির নাম হয়ে গিয়েছিলো "হাতি পুকুর" । এখনো এই নামেই জায়গাটার নাম ।

গত বছর বর্ষাকালের এক সন্ধ্যায় আমরা তিনজনে ঘুরতে গিয়েছিলাম এই "সিরাজ উদ্যানে" । ফেরার পথে বৃষ্টি নেমেছিল । তখন আমরা রেস্টুরেন্টে খাওয়ার উদ্দেশ্যে পার্ক থেকে বেরিয়ে পড়েছি, তাই আর ভিজে যাইনি । ভালোই লেগেছিলো বেশ এই "সিরাজ উদ্যানে" সন্ধ্যাটা উদযাপন করতে পেরে ।

সরোবরের ঠিক মাঝখানে এখন একটা রেস্টুরেন্ট হয়েছে । দারুন সুন্দর একটা ব্রিজ পেরিয়ে তবেই এই রেস্টুরেন্টের নাগাল পাওয়া যায় । রেস্টুরেন্টে আমরা টুকটাক কিছু খেয়ে নিলাম, কারণ বেশি খাওয়ার কোনো উপায় ছিল না; রাতে বুফ্যেতে ডিনার বুক করা ছিল ।

রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ব্রিজে কিছুক্ষণ দাঁড়ালাম আমরা । সরোবরের জল ছুঁয়ে বর্ষার জোলো বাতাস আরো ঠান্ডা হয়ে এসে মুখে বুকে শীতলতার পরশ লাগিয়ে দিচ্ছিলো । আহা ! অপূর্ব :)


টাওয়ার অফ ব্রিজের প্রধান তোরণ । এই ব্রিজ পেরিয়ে সরোবরের মধ্যস্থিত রেস্টুরেন্টে যাওয়া যায় । আর এই ব্রিজের ওপর দাঁড়ালে সান্ধ্যকালীন সময়টা দারুন উপভোগ করা যায় । সরোবরের জল ছুঁয়ে শীতল বাতাসে শরীর মন একদম জুড়িয়ে যায় ।

তারিখ : ৩০ জুলাই ২০২২
সময় : সন্ধ্যা ৭ টা ১০ মিনিট
স্থান : সিরাজ উদ্যান, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


টাওয়ার অফ ব্রিজ পেরিয়ে ওই যে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে । ঠিক সরোবরের মধ্যিখানে অবস্থিত এই রেস্টুরেন্টটি দেখতে একদম প্রাচীন কালের চীনা বাড়ির মতো ।

তারিখ : ৩০ জুলাই ২০২২
সময় : সন্ধ্যা ৭ টা ১৫ মিনিট
স্থান : সিরাজ উদ্যান, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


টাওয়ার অফ ব্রিজ থেকে বেরিয়ে আমরা উদ্যানের উত্তর পূর্ব দিকের বাগানে চলে আসি । এখানে অনেকগুলি ব্রোঞ্জের তৈরী প্রমাণ সাইজের পদাতিক, অশ্বারোহী ও গজারূঢ় সৈন্যদের মূর্তি রয়েছে । এই যে পদাতিক সৈন্যদের একটা সারি চলেছে । ঠিক তার পেছনে টাওয়ার অফ ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে ।

তারিখ : ৩০ জুলাই ২০২২
সময় : সন্ধ্যা ৭ টা ২৫ মিনিট
স্থান : সিরাজ উদ্যান, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পদাতিক ও অশ্বারোহী সৈন্যদের একটা দল । নবাব সিরাজউদ্দৌলার সেনাবাহিনী । মূর্তিগুলো ব্রোঞ্জ ও পাথরে নির্মিত ।

তারিখ : ৩০ জুলাই ২০২২
সময় : সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট
স্থান : সিরাজ উদ্যান, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সৈন্যদলের শোভাযাত্রার মাঝে চলেছে বিশাল আকারের হস্তী । হস্তীর পিঠে স্বর্ণখচিত হাওদা । এই হাওদার ওপর স্বয়ং নবাব সিরাজউদ্দোলা আসীন রয়েছেন । মূর্তিগুলো একদম জীবন্ত দেখতে ।

তারিখ : ৩০ জুলাই ২০২২
সময় : সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিট
স্থান : সিরাজ উদ্যান, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পুরো উদ্যান জুড়েই রয়েছে এমন অসংখ্য পাথরের মূর্তি, নবাবি আমলের কামান এবং পাথরের ফোয়ারা । আছে অসংখ্য ফুলের গাছ, ফলের গাছ, বাচ্চাদের খেলার অসংখ্য ব্যবস্থা এবং টয় ট্রেন ।

তারিখ : ৩০ জুলাই ২০২২
সময় : সন্ধ্যা ৭ টা ৫০ মিনিট
স্থান : সিরাজ উদ্যান, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ



------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)


তারিখ : ১৯ মে ২০২৩

টাস্ক ২৭০ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : e0322b699f1c167e997d93e1beaacc1ce0da432d4216572d036f7129ef70755d

টাস্ক ২৭০ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

দাদা আপনার আরেকটি পর্বে সিরাজ উদ্যানের কিছু ফটো দেখেছিলাম। আজকে বাকি ফটো গুলো দেখে পূর্ণতা পেল। এই জিনিষ গুলোর মধ্যে কত স্মৃতি লুকায়িত রয়েছে। এগুলো দেখলে ইতিহাস সম্পর্কে ধারনা পাওয়া যায়। ধন্যবাদ দাদা।

গত বছর বর্ষাকালের এক সন্ধ্যায় তিনজন মিলে ঘুরতে গিয়েছিলেন সিরাজ উদ্যানে।জায়গাটি বেশ সুন্দর। ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেলাম।ফটোগ্রাফি গুলো দারুন লাগলো দাদা। অনেক ইতিহাস ও জানা গেলো পোস্টের মাধ্যমে। নবাব এখানে বিশ্রাম নিতেন।আর সেই সরোবরে নবাবের হাতি,ঘোড়া জল পান করতো তাই তার নাম হাতি পুকুর,বেশ ভালো লাগলো জেনে।সমস্ত উদ্যানটিতে পাথরের মূর্তিতে ভরা।খুব সুন্দর জায়গা।ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।

সিরাজ উদ্যান নামটি সত্যিই অনেক সুন্দর। আর জায়গাটিও ভীষণ সুন্দর। ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দরভাবে সাজানো গোছানো এরকম কোন জায়গায় গেলে সত্যিই অনেক ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনার কাটানো মুহূর্তগুলো ফটোগ্রাফির মাধ্যমে উপস্থাপন করার জন্য।

দাদা আপনি গত বছর বর্ষাকালে সন্ধ্যাবেলায় তিনজন মিলে ঘুরতে গিয়েছিলেন সিরাজ উদ্যানে। আর সেখানে ঘুরতে গিয়ে আপনি খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন ফটোগ্রাফি গুলো সত্যি অনেক দেখার মত। খুব চমৎকার কিছু দৃশ্যগুলো আপনি ক্যামেরা বন্দি করেছেন। অনেক সুন্দর সাজানো গোছানো জায়গা গুলো দেখতে বেশ ভালো লাগে। এই জায়গা গুলো ফটোগ্রাফি দেখে বোঝাচ্ছে আপনার খুবই সুন্দর কিছু মুহূর্ত সেখানে কাটিয়েছিলাম। ইতিহাসের অনেক কিছু আপনার পোষ্টের মাধ্যমে আমরা জানতে পারলাম ধন্যবাদ আপনাকে।

গত বছর আপনারা সবাই মিলে ঘুরতে গিয়েছেন জেনে অনেক ভালো লাগল। আপনার পোস্টটের মাধ্যমে সিরাজ উদ্যান দেখতে পেলাম,জায়গাটা অনেক সুন্দর। আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ দাদা সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

দাদা সত্যি বলতে আপনার কিছু কিছু পোষ্ট অনেক গুরুত্বপূর্ণ ৷ কারন আপনার ব্লগ পড়ে অনেক কিছু জানতে পারি শিখতে পারি ৷
সিরাজ উদ্যানে মায়াবী সন্ধ্যায় কাটানো মুহূর্ত আর ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মন ভরে গেল ৷ প্রতিটি ফটোগ্রাফি ছিল অসাধারণ ৷

"সিরাজ উদ্যান" নামটি যেমন সুন্দর তেমনি ছবিতে জায়গাটাও খুব সুন্দর দেখাচ্ছে দাদা। আসলে এমন জায়গাগুলো দেখলে ইচ্ছে করে একবার গিয়ে ঘুরে আসি। দিঘীটি প্রসারিত হওয়ার বদলে সংকুচিত হয়ে সরোবরে পরিণত হয়েছে। তার মাঝখানে একটি রেস্টুরেন্ট তৈরি হয়েছে। আসলে ছবির মাধ্যমে আপনি কিন্তু সবটাই ফুটিয়ে তুলেছেন যার কারণে খুব উপভোগ্য লাগছে।

আসলেই দাদা সিরাজ উদ্যান নামটি খুব সুন্দর। সন্ধ্যার সময় ঘুরাঘুরি করতে আমার খুব ভালো লাগে। আর এমন জায়গায় ঘুরতে যেতে পারলে তো আর কোন কথাই নেই। আপনারা সিরাজ উদ্যানে দারুণ সময় কাটিয়েছেন দাদা। ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

In ancient times, the long walks of the soldiers of any country were for months or years just to conquer new lands, something that I don't see meaning in, but that was the language of the emperors, kings of antiquity.

I was recently talking with my friends about which part of the past you would like to travel to if we had the opportunity to travel in time.

Without hesitation. I told him that at no time has a war been caused, I told them that instead of the past I would like to travel to the future, I would like to see how far the human being can go in the technological and scientific field.

If you were given the opportunity to travel to some time in the past or future, where would you like to go?

Upvoted! Thank you for supporting witness @jswit.

সরোবরের জল ছুঁয়ে বর্ষার জোলো বাতাস আরো ঠান্ডা হয়ে এসে মুখে বুকে শীতলতার পরশ লাগিয়ে দিচ্ছিলো । আহা ! অপূর্ব :)

দাদা, আপনার এই কথাগুলো পড়ে বুঝতে বাকি নেই সিরাজ উদ্যানে কাটানো সময়টুকু আপনার কতটা ভালো কেটেছে। সিরাজ উদ্যান দেখে মনে হচ্ছে সত্যিই খুবই মায়াবী একটি জায়গা। আর এই অসম্ভব সুন্দর জায়গায় আপনি দারুন দারুন ফটোগ্রাফি করেছেন, যা দেখে ভীষণ ভালো লাগছে। দাদা, সিরাজ উদ্যানে কাটানো একটি মায়াবী সন্ধ্যায় অসাধারণ কিছু ফটোগ্রাফিগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

সিরাজ উদ্যানের ফটোগ্রাফি এবং ইতিহাস জানতে পেরে খুবই ভালো লাগলো।
এমন ইতিহাস এবং ঐতিহ্য ঘেরা জায়গা ভ্রমণ করতে সত্যিই অনেক ভালো লাগে।।
এই জায়গাটির নাম বেশ কয়েকবার শুনেছি। তবে আজ আপনার সুন্দর ফটোগ্রাফি এবং ইতিহাস পড়ে পূর্ণতা পেল।।
ধন্যবাদ দাদা সুন্দর এই ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।।।।

প্রিয় দাদা, সিরাজ উদ্যানে কাটানো অত্যন্ত উপভোগ্য মুহূর্তটুকু আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। সিরাজ উদ্যানের খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার তোলা সিরাজ উদ্যানের প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। খুবই চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

দাদা গত বর্ষার মৌসুমে টিনটিন বাবু আর বৌদি কে নিয়ে সিরাজ উদ্যোনে ঘুরতে যেয়ে তো অনেক ফটোগ্রাফি করেছেন। তো তার মধ্যে আমাদের মাঝে প্রায় ১১ টি ফটোগ্রাফি আপনি শেয়ার করে নিলেন। আপনার করা প্রতিটি ফটোগ্রাফি দেখেই কিন্তু বুঝা যাচ্ছে যে সিরাজ উদ্যানটি কতটা সুন্দর। ধন্যবাদ দাদা ।

Taxes Made Simple: Understanding Your Tax Obligations

নামটা মনে হয় আগেও একবার শুনেছিলাম, তবুও অতীতের কিছু কথা জানার সুযোগ পেলাম পুনরায়। তবে ফটোগ্রাফির দৃশ্যগুলো দেখেই বুঝা যাচ্ছে সুন্দর সময় উপভোগ করার জন্য দারুণ একটা জায়গা এটা, রেষ্টুরেন্টের বাহিরে ছবি দেখিয়েই শেষ করে দিলেন, পরের বার খাবারের দৃশ্যগুলোও দেখতে পাবো নিশ্চয়। ধন্যবাদ

হাতি পুকুর সম্পর্কে বিগত সময়ে হালকা কিছু ধারণা পেয়ে ছিলাম সম্ভবত ছোট দাদার পোস্ট কি বৌদির পোস্ট থেকে, তবে এতো বিস্তারিত সেবার জানতে পারি নি, তবে এবার পুরো ব্যাপারটি জেনে ভালো লাগলো ভাই।

please upvote me and support me

মূর্তি গুলো সত্যিই একেবারে জীবন্ত মনে হচ্ছে। আর রাতে হওয়াতে আরো বেশি জীবন্ত মনে হচ্ছে। যাক আপনার জন্য সিরাজ উদ্যান দেখা হয়ে গেল একটু করে।

I appreciate just a minute of your time friend to be able to have a dialogue about my situation since they won't let me publish in steemit alliance and to be able to work hard please I urge your attention.

create a support ticket regarding this issue in Steem Alliance Discord Channel.

I just need your confirmation to be able to publish in your community I started there, when I started in fact you have been giving me your support in my publications and since I am not a moderator they do not want to let me publish.. in fact today I published and they silenced the publication I ask for your authorization , if you can grant it to me , I can help myself since I have a disabled mother and it is the first time in real time that I can communicate with you . i am very grateful to you since i started steemit in your community you can check it yourself.