ক্লান্তি ছাড়িয়েছে চারিদিকে

in hive-129948 •  4 years ago  (edited)

ক্লান্তি ছাড়িয়েছে চারিদিকে,
আমি শুয়ে আছি কবিতার ভাঁজে ।
আমার কবিতারা আজ নিস্তব্ধ;
গদ্যের প্রয়োজন আজ ভীষণ।
মন কেঁদে যায় আকস্মিক, ভেঙে যায়;
কেউ রাখে না খবর, কেউ দেয় না স্পর্শ ।
শুধু দাবি আর আবদারের মেলায়
আমি ছুটে চলি যন্ত্র মানবের মতো।

একদিন থামবে এই পদচারণ;
ভুলে যাবে ছুঁড়ে দেবে সব ফেলে ।
আমাদের মতো হেরে যাওয়া মানুষ,
কেবল গুনে গুনে দুঃখ রাখে ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব সুন্দর একটি কবিতা। বলার ভাষা নেই. কবিতাটি মন ছুঁয়ে গেছে। দারুন।👌

অসাধারণ শব্দচয়ন।
কবিতা বেচে থাকুক তার কবির লেখনীতে।

হেরে যাওয়া মানুষের জীবনেও এক সময়, সুসময় আসে অপেক্ষা শুধু সময়ের। ভালো লিখেছেন।

@rme ভাইয়া আর্ট গুলা কার করা ?

দুর্ভাগ্যের বিষয় আর্টিস্টের নাম জানা নেই । এই চিত্রকর্ম গুলো আমি কলকাতা বইমেলা থেকে ক্যামেরাবন্দি করি ২০১৮ সালে ।

আমি ভাবছিলাম ঐগুলা ডিজিটাল আর্ট 😅😅

"একদিন থামবে এই পদচারণ
ভুলে যাবে ছুড়ে দেবে সব ফেলে
আমাদের মতো হেরে যাওয়া মানুষ
কেবল গুনে গুনে রাখে দুঃখ।" অসাধারণ। ধন্যবাদ আপনাকে।

অসাধারণ লিখেছেন ভাইয়া।

কেউ রাখে না খবর কেউ দেয় না স্পর্শ শুধু দাবি আর আবদারের মেলায় আমি ছুটে চলি যন্ত্র মানবের মতো।

:- এই লাইন তিনটা চরম বাস্তব ভাইয়া!

অনেক সুন্দর কবিতা।
লেখার শব্দগুলো মনের মতো মিলে যায়।

জীবনের এই সত্যগুলো কখনো এড়িয়ে যাওয়া সম্ভব না, চাইলেও দুঃখগুলোকে মুছে ফেলা যায় না। আকাশের তারার মতো দুঃখগুলো খুবই উজ্জ্বল হয়ে থাকে।

দারুন লিখেছেন, ভালো লাগলো ।

সবাই কবিতাটির প্রশংসা করেছেন দেখি খুবই আনন্দিত বোধ করছি । সবাই কে আর আলাদা আলাদা ধন্যবাদ না দিয়ে এই একটি কমেন্ট এর মাধ্যমেই জানাচ্ছি । সবাইকে অনেক ধ্যনবাদ ।

এক কথায় অসাধারণ হয়েছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

ভাইয়া আমি আপনার কমিউনিটির ডিসকোর্ড এ যুক্ত হতে পারছি না। দয়া করে পুনরায় ডিসকোর্ড লিংকটি শেয়ার করেন।

Screenshot_2021-06-28-14-52-26-536_com.discord.jpg

ধন্যবাদ ভাই❤️

সাবলীল সব্দের সমাহারের কারণে বুঝতে একটুও সমস্যা হয়নি। সুন্দর লেগেছে

দাদা আপনার কবিতা টি পড়ে মনে হয়েছে , জানিনা আপনার মনের গহীনে কোন কষ্ট লুকিয়ে আছে কিনা। এত মানুষের ভীরে সেটা বোঝার মত মানুষের অভাব। আপনি ক্লান্ত হলেও মন কে ক্লান্ত হতে দেবেন না। মনকে সতেজ রাখবেন। কবি গুরু’র ভাষায় লেখা থেকে বলতে ইচ্ছে হল, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু। ভাল থাকবেন দাদা সব সময়।

মন কেঁদে যায় আকস্মিক, ভেঙে যায়
কেউ রাখেনা খবর,কেউ স্পর্শ দেয়না।
কেমন করে এত অসাধারণ কথা লেখা যায়! আমি অভিভূত।
আমি শুয়ে আছি কবিতায়। এই লাইনটা দারুন। আমার সাথে মিলে যায়।

অনেক ভালো হয়েছে আপনার কবিতা লেখনি।হারিয়ে গিয়েছি আমি আপনার লেখা কবিতার পাতায়। ভুলবো না কোনো দিনই এই কবিতা খানি।শুভকামনা ওঅনেক ভাল বাসা রইল আপনার জন্য। ধন্যবাদ ভাইয়া।

বাহ দাদা অপূর্ব শব্দ চয়ন করে কবিতাটি রচনা করেছিলেন। আসলেই গরিব মানুষরা কেবল গুনে গুনে দুঃখ রাখতেই জানে। কবিতাটি বেশ ভালো লাগলো আমার কাছে। ধন্যবাদ।