দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে

in hive-129948 •  2 years ago 


Copyright Free Image Source: PixaBay


কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।

আজকে, আমি এই প্রথমবারের মতো "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কুইজ কনটেস্ট আয়োজন করতে যাচ্ছি স্টিমিট প্ল্যাটফর্মে । এর আগে প্রচুর কুইজ ইভেন্ট হোস্ট করেছি । বাট, সবগুলিই ছিল ডিসকোর্ড চ্যানেল আর টেলিগ্রামে । স্টিমিট ব্লকচেইন এ আজকেই আমার প্রথম কুইজ ইভেন্ট ।


নিয়মাবলী :

১. একজন ব্লগার একটার বেশি কমেন্টে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে ।

পুরস্কার :

১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর কমেন্টে আপভোট
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর কমেন্টে আপভোট
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর কমেন্টে আপভোট


কুইজ :

০১. ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় এক জায়গার নাম একটি হিংস্র প্রাণীর মাথার নাম অনুসারে করা হয়েছে । এত জায়গাটি হলো একটা অনুচ্চ পাহাড় । যার আকৃতি হুবহু ওই হিংস্র প্রাণীর মাথার আকৃতির । প্রশ্ন হলো পাহাড়টির নাম কি ?

০২. বাংলাদেশের সিলেটের উৎপাদিত এই চায়ের দুই পাউন্ডের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ কোটি রূপি । কি নাম এই চায়ের ব্র্যান্ডের ?

০৩. ভারতের কোন রাজ্যে প্রত্যেক বছরের একটা নির্দিষ্ট সময়ে ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করে ? প্রায় ১০০ বছরেও এই রহস্যময় ঘটনার কোনও মীমাংসা হয়নি ।

০৪. আজাদ হিন্দ ফৌজের এক নারী অফিসার যিনি নেতাজির উপরে গুপ্ত হত্যাচেষ্টার হামলাকারীকে চোখের নিমেষে পেটে বেয়নেট ঢুকিয়ে হত্যা করেন । এবং সেই গুপ্ত হামলাকারী ছিলেন আর কেউ নয় তার নিজের স্বামী । এই বীরাঙ্গনা নারীর নাম কি ?

০৫. সর্বপ্রথম কোন কল্পবিজ্ঞান লেখকের কোন উপন্যাসে টাইম মেশিন নিয়ে লেখা হয় ?

০৬. ইনকা সভ্যতার শেষ স্বাধীন রাজা আতাহুয়ালপা কীভাবে মারা যান ?

০৭. প্রফেসর শংকু । সত্যজিৎ রায়ের এক অমর সৃষ্টি । শংকুর এক বিখ্যাত আবিষ্কার ছিল এমন একটা ওষুধ যেটা খেলে পৃথিবীর হেন অসুখ নেই যা কিউর হয় না । কি নাম সেই ওষুধের ?

০৮. মহেঞ্জোদারো এবং হরপ্পান সভ্যতার বেশ কিছু পোড়া মাটির ফলকে এমন একটা অদ্ভুত প্রাণীর ছবি খোদাই করা আছে যেটি নিয়ে যুগ যুগ ধরে মানুষের কৌতূহলের কোনো সীমা নেই । প্রচুর রূপকথা, উপকথাতে এই রহস্যময় প্রাণীর উল্লেখ আছে । অবশ্য প্রাণিবিজ্ঞানীদের মতে প্রাণীটি সম্পূর্ণ একটা কাল্পনিক প্রাণী । কি সেই প্রাণী ?

০৯. কোন বিখ্যাত প্রাচীন রাজা সম্পর্কে প্রচুর তথ্য পাওয়া সত্ত্বেও তার মুখের কোনো ছবি আজ পর্যন্ত পাওয়া যায়নি । এ যাবৎ তার যতগুলি প্রস্তর মূর্তি উদ্ধার করা গেছে সব গুলোই মুণ্ডহীন । এটা একটা অমীমাংসিত রহস্য । প্রচন্ড ক্ষমতাধর এই প্রাচীন সম্রাটের মৃত্যুর পরে কোনও এক রহস্যময় কারণে তার সকল প্রস্তর মূর্তির মুন্ড ভেঙে ফেলা হয় । সম্রাটের নাম কি ?

১০. পুরাকালের রূপকথা, উপকথাতে বর্ণিত কোন পাখির জন্ম হয় আগুন থেকে ?


পরিশিষ্ট


প্রতিদিন ২৭৫ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৭ম দিন (275 TRX daily for 7 consecutive days :: DAY 07)


trx logo.png



সময়সীমা : ০৪ সেপ্টেম্বর ২০২২ থেকে ১০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত


তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২২


টাস্ক ৫৬ : ২৭৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

২৭৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : cc2a471363edb44a908f89d27019e9a149961bb425d778ef3bd137520daebd28

টাস্ক ৫৬ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

১. বাঘমুন্ডি
২.: দ্য গোল্ডেন বেঙ্গল চা
৩. আসাম রাজ্যের জাটিঙ্গা
৪.নীরা আর্য
৫.5. দ্য টাইম মেশিন হারবার্ট জর্জ ওয়েলস
৬.স্পেনীয় বাহিনী নেতৃত্ব ফ্রান্সিসকো পিজারো আটাহুয়ালপাকে বিশ্বাসঘাতকতা করে কৌশলে বন্দি ও পরে হত্যা করে
৭.মিরাকিউরল
৮.৮. ইউনিকর্ন
৯ কনিস্ক
১০.ফিনিক্স পাখি

১.বাঘমুন্ডি
২.Golden bengal tea
৩.আসাম
৪.Neera Iyar
৫.H.G.WELLS
৬.শ্বাসরোধ করে
৭.মিরাকুঅল
৮.ইউনিকর্ন
৯.কনিষ্ক
১০.ফোনিক্স

০১ : বাঘমুন্ডি
০২ : গোল্ডেন বেঙ্গল টি
০৩ : জাতিংগা, আসাম
০৪ : নীরা আর্য
০৫ : হার্বার্ট জর্জ ওয়েলেস এর "দা টাইম মেশিন"
০৬ : গ্যারোট দিয়ে শ্বাসরোধ
০৭ : মিরাকুরাল
০৮ : ইউনিকর্ন ষাঁড়
০৯ : কণিষ্ক
১০ : ফিনিক্স (গ্রীক মিথলজি)

সব গুলোই হয়েছে। তবে একটু দেরি হয়ে গেল তো নির্মাল্য দা। এত সময় কই ছিলে।

আমার মনে হচ্ছে যে দুজন আমার আগে সব উত্তর দিয়েছেন তাদের মধ্যে প্রথমজন ৬ নাম্বার উত্তর ভুল দিয়েছেন, দাদার প্রশ্ন ছিলো কীভাবে মারা যান ?। উনি হত্যা করা হয়েছে সেটা লিখেছেন ঠিকই কিন্তু কিভাবে হত্যা করা হয় সেটা লেখেননি।

আর দ্বিতীয় জনের ৪ নম্বর উত্তর ভুল হয়েছে এবং ৫ নম্বর প্রশ্নের উত্তর সম্পূর্ণ দেননি। আরেকটা কথা উনি রোমান হরফ লেখার রুল ভেঙেছেন 😁।

  ·  2 years ago (edited)

উত্তর ভুল তা বলবো না । কারণ সঠিক উত্তর ছিল "তাঁকে হত্যা করা হয়" । পিজারো যখন ইনকাদের দেশে প্রবেশ করেন তখন ইনকা রাজা আতাহুয়ালপা তাকে সসৈন্যে অভ্যর্থনা করেন । পরের দিন ধূর্ত পিজারো এক ভোজ সভায় ইনকা রাজাকে আমন্ত্রণ জানান ।

ইনকা রাজা আতাহুয়ালপা যথারীতি সৈন্য এবং দেহরক্ষী সহ ভোজসভায় যোগ দিতে এলে পিজারো তাঁকে মিষ্টি কথায় ভুলিয়ে সৈন্যদেরকে দূরে পাঠিয়ে অপেক্ষা করতে রাজি করান ।

ইনকা রাজা দেখেন যে ভোজ সভায় কোনো স্পেনীয়দের হাতে অস্ত্র নেই । তাই, তিনি নিজের ব্যক্তিগত দেহরক্ষী জনা পঞ্চাশেক ছাড়া তাঁর বাকি পাঁচ হাজার সৈন্যকে মাত্র ৪০০ গজ দূরে পাহাড়ের নিচে অপেক্ষা করতে বলে নিশ্চিন্ত মনে ভোজ সভায় যোগদান করেন ।

ধূর্ত পিজারো ও তার দলবল এই সুযোগের অপেক্ষাতেই ছিল । সবিস্ময়ে ইনকরাজ লক্ষ করেন যে স্পেনীয়রা তাদের সুদীর্ঘ আলখাল্লা জাতীয় পোশাকের আড়াল থেকে বন্দুক, পিস্তল, তলোয়ার প্রভৃতি অস্ত্র বের করছে ।

মুহূর্তের মধ্যে বন্দুকের গুলিতে ইনকারাজের ব্যক্তিগত দেহরক্ষীরা মৃত্যুর কোলে ঢলে পড়লো । এরপরে, ভীত সন্ত্রস্ত ইনকা সৈন্যদের দিকে ঘোড়া ছুটিয়ে গুলি করতে করতে এগোলো স্পেনীয়রা । ইনকারা জীবনেও আগ্নেয়াস্ত্র দেখেনি । অতদূর থেকে বন্দুকের গুলিতে তাদের সৈন্য ধরাশায়ী হতে দেখে তাদের মনে এক তীব্র আতংককের সৃষ্টি হয় ।

তা ছাড়া বড় কথা হলো ইনকা রাজকে বন্দি হতে দেখে ইনকা সৈন্যদের মনোবল সম্পূর্ণরূপে ভেঙে পড়ে । তাই কচুকাটা হতে থাকে তারা । পাঁচ হাজার সৈন্যের মধ্যে অল্প কয়েক জনই মাত্র জীবিত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয় ।

এই কাহিনী বিশাল বড় । ইচ্ছে আছে একদিন ৩০-৪০ পর্বে লেখার । আমি মোটামুটি ৫-৬ টি বই পড়েছি ইনকা সাম্রাজ্যের পতন সম্পর্কে ।

যাই, হোক পিজারোর ছিল মূলত সোনার লোভ । আর ইনকা ছিল সোনার দেশ । ইনকাদের দেশে খুব সম্ভবত সারা বিশ্বের সোনার এক চতুর্থাংশ জমা ছিল । এই সোনার লোভেই ইনকরাজকে বন্দি করে পিজারো । পরে, তাঁকে খ্রীষ্ট ধর্মে দীক্ষিত করে চতুর পিজারো এবং কিছুদিন পর ব্ল্যাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগ জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করে ।

এটাই ছিল চালে পিজারোর সব চাইতে বড় ভুল । যতদিন ইনকরাজ বন্দি ছিলেন ততদিনে তাঁর মুক্তির জন্য সূর্যমন্দিরের পুরোহিতরা ঘড়া ঘড়া সোনা জমা করতে থাকে পিজারোর কাছে । ইনকারাজের মুক্তিপণ । পিজারোর দাবি ছিল ১০ টন স্বর্ণ । তার দাবি মতো স্বর্ণের যোগান আসতে থাকে ।

কিন্তু, মাত্র আটশো মন সোনা পাওয়ার পরেই পিজারো ইনকরাজাকে হত্যা করে বসে । কারণ, পিজারোর আশঙ্কা ছিল যে, ইনকরাজাকে মুক্ত করতে কয়েক লক্ষ ইনকা সৈন্য এসে তাদেরকে আক্রমন করতে পারে ।

কিন্তু, ইনকারাজের মৃত্যুতে ইনকারা আর সে সাহস পাবে না । পিজারোর ধারণাই ঠিক ছিল । আর আক্রমণ আসেনি ইনকাদের থেকে । পতন হয় ইনকা সাম্রাজ্যের । কিন্তু, সেই সাথে সোনা প্রাপ্তির আশাও চিরকালের মতো লুপ্ত হয়ে যায় পিজারোর ।

@rme দাদা, পিজারোর লোভটা তো ছিলো সোনার উপরেই। তবে শেষমেশ মূর্তি উপাসনার কারণ দেখিয়ে হত্যা করে দিলো। তুর্কি, সৌদি শাসকদের কাপড়ের তলায় যতটা নোংরা লুকিয়ে আছে ইংরেজ, স্পেন, পর্তুগিজ, ফ্রেঞ্চ কিংবা ডাচদের সাম্রাজ্যেও ঠিক তত টাই নোংরা লুকিয়ে আছে। দাস ব্যবসা থেকে শুরু করে সবেরতেই তাদের হাত, মুখ, নাক, কান ডোবানো।

ইনকা সাম্রাজ্য নিয়ে তোমার লেখার অপেক্ষায় রইলাম দাদা।

আরেকটা জিনিস দাদা, মহেঞ্জোদারো এবং হরপ্পান যে সিলের প্রশ্ন করেছ তাকে স্থানীয় ভাষায় কি বলে? যেমন মহাদেবের সিলটাকে পশুপতি সিল বলেই চিনি।

আর অনেককেই দেখছি কণিষ্ক বানান ভুল করে কনিষ্ক লিখেছেন।

আমিতো একটা প্রশ্নের উত্তর দিলাম। আমি কোনো প্রাইজ পাবো না মনে হয়।😁

  ·  2 years ago (edited)

দাদা, চতুর্থ জন ৬ নাম্বার একই ভুল উত্তর দিয়েছেন।কিভাবে হত্যা করা হয় সেটা লেখেননি এবং একটি উত্তর রোমান হরফেও লেখা।

২. দ‍্যা গোল্ডেন বেঙ্গল।

৪. নীরা আর্য

৫. দ্য টাইম মেশিন হারবার্ট জর্জ ওয়েলস

৯. সম্রাট কনিস্ক

১০. ফিনিক্স পাখি

০৯. কোন বিখ্যাত প্রাচীন রাজা সম্পর্কে প্রচুর তথ্য পাওয়া সত্ত্বেও তার মুখের কোনো ছবি আজ পর্যন্ত পাওয়া যায়নি । এ যাবৎ তার যতগুলি প্রস্তর মূর্তি উদ্ধার করা গেছে সব গুলোই মুণ্ডহীন । এটা একটা অমীমাংসিত রহস্য । প্রচন্ড ক্ষমতাধর এই প্রাচীন সম্রাটের মৃত্যুর পরে কোনও এক রহস্যময় কারণে তার সকল প্রস্তর মূর্তির মুন্ড ভেঙে ফেলা হয় । সম্রাটের নাম কি ?

  • ৯)উত্তর : কনিস্ক

উত্তর:
০১.বাঘমুন্ডি অযোধ্যা পাহাড়
০২.গোল্ডেন বেঙ্গল টি
০৩.অসমের ডিমা হাসাও জেলার জাটিঙ্গা গ্রামে
০৪.নীরা আর্য
০৫.হারবার্ট জর্জ ওয়েলস রচিত দ্য টাইম মেশিন
০৬.ফ্রান্সিসকো পিজারো আতাহুয়ালপাকে প্রথমে কৌশলে বন্দি করে ও পরে ফাঁসি কার্যকর করে হত্যা করে।
০৭.মিরাকিউরল
০৮.ইউনিকর্ন ষাঁড়
০৯.কনিষ্ক
১০.ফিনিক্স পাখি

১০. পুরাকালের রূপকথা, উপকথাতে বর্ণিত কোন পাখির জন্ম হয় আগুন থেকে ?

উওর: ফিনিক্স পাখি ।

wonderful

Follow me plzzz member☺

০১.ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় এক জায়গার নাম একটি হিংস্র প্রাণীর মাথার নাম অনুসারে করা হয়েছে । এত জায়গাটি হলো একটা অনুচ্চ পাহাড় । যার আকৃতি হুবহু ওই হিংস্র প্রাণীর মাথার আকৃতির । প্রশ্ন হলো পাহাড়টির নাম কি ?
উত্তরঃ পাহাড়টির নাম হলো বাঘমুন্ডি।

ইনসকা সভ্যতার শেষ স্বাধীন রাজা আতাহুয়ালপা কে ১৫৩৩ সালে আগুনে পুড়িয়ে মৃত্যুদন্ড দেওয়া হয়।

নমস্কার দাদা🙏

০৪. আজাদ হিন্দ ফৌজের এক নারী অফিসার যিনি নেতাজির উপরে গুপ্ত হত্যাচেষ্টার হামলাকারীকে চোখের নিমেষে পেটে বেয়নেট ঢুকিয়ে হত্যা করেন । এবং সেই গুপ্ত হামলাকারী ছিলেন আর কেউ নয় তার নিজের স্বামী । এই বীরাঙ্গনা নারীর নাম কি ?

উত্তর: নীরা আর্য ।

দাদা আপনি দারুন একটি উদ্যোগ নিয়েছেন। বিষয়টি বেশ ভালো লাগলো আমার কাছে।
আমি ৬ নম্বর প্রশ্নের উত্তরটি দিচ্ছি।

০৬. ইনকা সভ্যতার শেষ স্বাধীন রাজা আতাহুয়ালপা কীভাবে মারা যান ?

উত্তর: ইনকা সভ্যতার শেষ স্বাধীন রাজা আতাহুয়ালপা স্পেনীদের হাতে নিহত হয়েছিলেন।

০৫. সর্বপ্রথম কোন কল্পবিজ্ঞান লেখকের কোন উপন্যাসে টাইম মেশিন নিয়ে লেখা হয় ?

উত্তরঃ উপন্যাস লুকিং ব্যাকওয়ার্ড

ইনকা সভ্যতার শেষ স্বাধীন রাজা আতাহুয়ালপা কীভাবে মারা যান ?

উত্তরঃ ওয়াসকারের সাথে গৃযুদ্ধে মারা যান।

০৭. প্রফেসর শংকু । সত্যজিৎ রায়ের এক অমর সৃষ্টি । শংকুর এক বিখ্যাত আবিষ্কার ছিল এমন একটা ওষুধ যেটা খেলে পৃথিবীর হেন অসুখ নেই যা কিউর হয় না । কি নাম সেই ওষুধের ?

উত্তর : মিরাকুরাল
০৯. কোন বিখ্যাত প্রাচীন রাজা সম্পর্কে প্রচুর তথ্য পাওয়া সত্ত্বেও তার মুখের কোনো ছবি আজ পর্যন্ত পাওয়া যায়নি । এ যাবৎ তার যতগুলি প্রস্তর মূর্তি উদ্ধার করা গেছে সব গুলোই মুণ্ডহীন । এটা একটা অমীমাংসিত রহস্য । প্রচন্ড ক্ষমতাধর এই প্রাচীন সম্রাটের মৃত্যুর পরে কোনও এক রহস্যময় কারণে তার সকল প্রস্তর মূর্তির মুন্ড ভেঙে ফেলা হয় । সম্রাটের নাম কি ?
উত্তর :কনিস্ক
০৫. সর্বপ্রথম কোন কল্পবিজ্ঞান লেখকের কোন উপন্যাসে টাইম মেশিন নিয়ে লেখা হয় ?
উত্তর : এইচ জি ওয়েলস,দ্যা টাইম মেশিন

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

৪।

আজাদ হিন্দ ফৌজের এক নারী অফিসার যিনি নেতাজির উপরে গুপ্ত হত্যা চেষ্টার হামলাকারীকে চোখের নিমিষে পেটে বেয়নেট ঢুকিয়ে হত্যা করেন তিনি আর কেউ নন তার নিজের স্বামী সেই বীরাঙ্গনা নারির নাম কি

উত্তর:নীরা আর্য।

দাদা নমস্কার
দাদা আপনি রাত্রি বেলায় খুব সুন্দর একটু উদ্যেগে নিয়ে দশটি মজার কুইজ প্রতিযোগিতা করেছেন ৷তার মধ্যে আমি দুই নাম্বার দেওয়ার চেষ্টা
০২. বাংলাদেশের সিলেটের উৎপাদিত এই চায়ের দুই পাউন্ডের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ কোটি রূপি । কি নাম এই চায়ের ব্র্যান্ডের ?

উত্তর: দ্য গোল্ডেন বেঙ্গল চা!!

১. বাঘমুন্ডি পাহাড়
২.: Golden bengal tea
৩. আসাম রাজ্যের জাটিঙ্গা
৪.নীরা আর্য
৫.এইচ জি ওয়েলস,দ্যা টাইম মেশিন
৬.স্পেনীয় বাহিনী নেতৃত্ব ফ্রান্সিসকো পিজারো আটাহুয়ালপাকে বিশ্বাসঘাতকতা করে কৌশলে বন্দি ও পরে হত্যা করে
৭.মিরাকিউরল
৮.৮. ইউনিকর্ন
৯ কনিস্ক
১০.ফিনিক্স পাখি

১০. পুরাকালের রূপকথা, উপকথাতে বর্ণিত কোন পাখির জন্ম হয় আগুন থেকে ?

উওর: ফিনিক্স পাখি ।

৫)সর্বপ্রথম কোন কল্পবিজ্ঞান লেখকের কোন উপন্যাসে টাইম মেশিন নিয়ে লেখা হয়

উঃ)হারবার্ট জর্জ ওয়েলস কল্প বিজ্ঞান লেখকের দ্য টাইম মেশিন উপন্যাসে লেখা হয়।

একজন তো একটাই উওর দিতে পারবে তাই না?

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



১০.ফিনিক্স
৯.কনিস্ক
৮.ইউনিকর্ণ
৭.মিরাকিউরল
৬.শ্বাস রোধ করে।
৫.দ্যা টাইম মেশিন।লেখকঃহারবার্ট জর্জ ওয়েলস
৪.নীরা আর্য।নেতাজী নীরা নাগিনী ও বলতেন উনাকে।
৩.জাতিংগা,আসাম রাজ্য
২.দ্যা গোল্ডেন বেঙ্গল টি
১.বাঘমুন্ডি

০১. ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় এক জায়গার নাম একটি হিংস্র প্রাণীর মাথার নাম অনুসারে করা হয়েছে । এত জায়গাটি হলো একটা অনুচ্চ পাহাড় । যার আকৃতি হুবহু ওই হিংস্র প্রাণীর মাথার আকৃতির । প্রশ্ন হলো পাহাড়টির নাম কি ?

উত্তর:পাহাড়টির নাম হলো বাঘমুন্ডি।

দাদা, আমি যখন পুরুলিয়ায় ঘুরতে গেছিলাম ঘুরতে যাওয়ার আগে পুরুলিয়া সম্পর্কে বিস্তারিত সবকিছু জেনে গেছিলাম তখনই ওই পাহাড়ের নামটি আমি জেনেছিলাম।

০৩. ভারতের কোন রাজ্যে প্রত্যেক বছরের একটা নির্দিষ্ট সময়ে ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করে ? প্রায় ১০০ বছরেও এই রহস্যময় ঘটনার কোনও মীমাংসা হয়নি ।

উত্তর: আসাম রাজ্যের দিমা হাসাও জেলার জাতিংগা গ্রামে।

২ন প্রশ্নের উত্তর- বিশ্বের সবচেয়ে দামি চা সিলেটে উৎপাদিত 'দ্য গোল্ডেন বেঙ্গল'।

দারুণ উদ্যোগ দাদা, এটা ভালো লেগেছে আমার কাছে, যদিও আমি অতো ভালো জ্ঞানী না। তবে হ্যা, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটি দিতে পারবো, অন্তত একটা পারতেছি দেখে ভালো লাগছে নিজের কাছে, হা হা হা।

চা’টির নাম হলো গোল্ডেন বেঙ্গল টি। দেখি নাই এখনো অনেক আগে পত্রিকায় পড়েছিলাম। ধন্যবাদ

৩নং প্রশ্ন- ভারতের কোন রাজ্যে প্রত্যেক বছরের একটা নির্দিষ্ট সময়ে ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করে ? প্রায় ১০০ বছরেও এই রহস্যময় ঘটনার কোনও মীমাংসা হয়নি ।

উত্তর-ভারতের আসাম রাজ্যে দিমা হাসা জেলার পাহাড় বেষ্টিত রহস্যময় গ্রাম, "জাতিঙ্গা গ্রামে" প্রতিবছর হাজার হাজার পাখি আত্মহত্যা করে।

০৯. সম্রাট কনিষ্ক

দারুন একটি উদ্যোগ নিয়েছেন দাদা উত্তর গু লো খুঁজতে খুঁজতে সব উত্তর দেখি সবাই দিয়ে দিয়েছে মোটামুটি।

৮. ইউনিকর্ন (এ ধরনের কাল্পনিক ষাঁড়) মহেঞ্জোদারো মুভিতে এই প্রানীকে দেখানো হয়েছে।
২. দ‍্যা গোল্ডেন বেঙ্গল
১০. ফিনিক্স পাখি

hello follow!

১০. পুরাকালের রূপকথা, উপকথাতে বর্ণিত কোন পাখির জন্ম হয় আগুন থেকে ?

উত্তরঃ ফিনিক্স পাখি

সোর্স গুগল সার্চ ইঞ্জিন

০৩. ভারতের কোন রাজ্যে প্রত্যেক বছরের একটা নির্দিষ্ট সময়ে ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করে ? প্রায় ১০০ বছরেও এই রহস্যময় ঘটনার কোনও মীমাংসা হয়নি ।

উত্তরঃআসাম রাজ্যের জাতিঙ্গা গ্রামে।

ধন্যবাদ দাদা অসাধারণ এই উদ্যোগ নেয়ার জন্য।🤗

মহেঞ্জোদারো এবং হরপ্পান সভ্যতার বেশ কিছু পোড়া মাটির ফলকে এমন একটা অদ্ভুত প্রাণীর ছবি খোদাই করা আছে যেটি নিয়ে যুগ যুগ ধরে মানুষের কৌতূহলের কোনো সীমা নেই । প্রচুর রূপকথা, উপকথাতে এই রহস্যময় প্রাণীর উল্লেখ আছে । অবশ্য প্রাণিবিজ্ঞানীদের মতে প্রাণীটি সম্পূর্ণ একটা কাল্পনিক প্রাণী । কি সেই প্রাণী ?

উত্তর:- ইউনিকর্ন 🦄

০১. ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় এক জায়গার নাম একটি হিংস্র প্রাণীর মাথার নাম অনুসারে করা হয়েছে । এত জায়গাটি হলো একটা অনুচ্চ পাহাড় । যার আকৃতি হুবহু ওই হিংস্র প্রাণীর মাথার আকৃতির । প্রশ্ন হলো পাহাড়টির নাম কি ?

উত্তর: পাহাড়টির নাম হলো বাঘমুন্ডি

এতগুলি প্রশ্নের ভেতরে শুধু একটি প্রশ্নের উত্তর জানা ছিলো। কিন্তু পোস্টটি দেখার আগেই সেই উত্তর অনেকেই দিয়েছে। চমৎকার একটি আয়োজন করেছেন দাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আফসোস হচ্ছে আমার আগে কেন পোস্টটি দেখিনি ,উত্তর করতে করতে তো সবাই দিয়ে বসে আছে ,তবে দাদা আজকের পোস্ট আমার কাছে অনেক বেশি ইন্টারেষ্টিং লাগছে ,এই কুইজ জেতার মজাই আলাদা ছোটবেলায় অনেক খেলেছি। আর এখন মোবাইলের একটা এপপ্স আছে যেখানে নানা ধরেন কুইজ খেলা যায়। তবে ভালো লাগলো।

প্রফেসর শংকু সত্যজিৎ রায়ের এক অমর সৃষ্টি । শংকুর এক বিখ্যাত আবিষ্কার ছিল এমন একটা ওষুধ যেটা খেলে পৃথিবীর হেন অসুখ নেই যা কিউর হয় না । কি নাম সেই ওষুধের ?

উত্তরঃ মীরাকুরল

দারুন একটি উদ্যোগ নিয়েছেন দাদা। কুইজ প্রতিযোগিতার মাধ্যমে সবার জ্ঞানের পরিধি বিস্তার পাবে। অনেক অজানা তথ্য গুলো জানতে পারলাম দাদা। যদিও উত্তর গুলো আগে অজানা ছিল এরপর google এ দেখে জেনে নিলাম।

১.বাঘমুন্ডি
২.দ্যা গোল্ডেন বেঙ্গল টি
৩.জাতিঙ্গা গ্রামে
৪.নীরা আর্য।
৫.দ্যা টাইম মেশিন। হারবার্ট জর্জ ওয়েলস।
৬.শ্বাস রোধ করে।
৭.মিরাকুরাল।
৮.ইউনিকর্ণ।
৯.কনিস্ক।
১০.ফিনিক্স পাখি।

দাদা খুব ভালো একটি উদ্যোগ নিয়েছেন।
আপনাকে সাধুবাদ জানাই।

২. দ্য গোল্ডেন বেঙ্গল টি
১০. ফিনিক্স পাখি

দাদা এত সুন্দর একটি উদ্যোগ নেয়ার জন্য শুরুতেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার মত আমারও কুইজ প্রতিযোগিতার বিষয়ে খুবই আগ্রহ আছে। যদিও আমি খুব একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি তবে এ ব্যাপারে আমার আগ্রহের কমতি ছিল না। যাইহোক একদিন দেরিতে দেখার কারণে কিছু স্টিম জিতে নেয়ার সুযোগ হাতছাড়া হয়ে গেল। আশা করি পরবর্তী পর্বটা কোনভাবেই মিস করবো না।

উত্তর: ১. বাঘমুন্ডি
২.দ্য গোল্ডেন বেঙ্গল।
৩.আসাম।
৪.নীরা আর্য।
৫.দ্য টাইম মেশিন হারবার্ট জর্জ ওয়েলস।
৬.আতাহুয়াল্পা স্পেনীদের হাতে নিহত হয়েছিলেন।
৭.মিরাকিউরল বড়ি।
৮.ষাঁড়
৯.সম্রাট অশোক।
১০.ফিনিক্স পাখি ।

দাদা আপনার নতুন উদ্যেগটিকে সাধুবাদ জানাই। কুইজ খেলার প্রতি আমার অনেক আগ্ৰহ। চেষ্টা করব পরবর্তী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার।