কিছু স্বস্তির নিউজ, দুঃশ্চিন্তা তবু যায় নাsteemCreated with Sketch.

in hive-129948 •  last year 


Copyright Free Image Source : Pixabay


পরশুদিন যখন আমার মায়ের অসুস্থতার কথা লিখছিলাম তখন যেমন গভীর উদ্বেগ, উৎকণ্ঠা আর দুশ্চিন্তায় মন আমার আচ্ছন্ন হয়েছিল এখন আর ততটা নেই । কারণ, অনেকগুলো ভালো নিউজ পাওয়া গিয়েছে মেয়ের স্বাস্থ্য সম্পর্কিত । তবুও, দুশ্চিন্তা এখনো পুরোপুরিভাবে মুছে যায়নি, কারণ, মা এখনো হসপিটালে এডমিটেড রয়েছে । যদিও আজ সকাল দশটায় রিলিজ করার কথা আছে ।

আসলে প্রথমে হসপিটাল এর ইমার্জেন্সি ইউনিটে ভর্তি করার কিছুক্ষণের মধ্যে দ্বায়িত্বরত ডক্টর আমাদেরকে বললেন যে মায়ের ব্রেন স্ট্রোক সাস্পেক্ট করছেন তাঁরা । এই জন্য প্রচুর পরিমাণে ঘাবড়ে গিয়েছিলাম আমরা । যাই হোক সন্ধ্যা ৭ টা নাগাদ মায়ের CT Scan করা হলো এবং আটটা নাগাদ রিপোর্ট দিলো । রিপোর্ট একদম নরমাল হওয়াতে আমার সবাই বিশাল একটা স্বস্তির নিঃশ্বাস ফেললুম ।

তারপরেও ডক্টর বললেন অনেক সময় খুব মৃদু স্ট্রোক হলে সেটি সিটি স্ক্যানে ধরা পড়ে না । তখন MRI করা লাগে । তাই উনি মাইল্ড স্ট্রোক সাসপেক্ট করে MRI রেকমেন্ড করলেন । কিন্তু, MRI এর জন্য শিডিউল পেলাম পরের দিন দুপুরে । মা কে HDU কেবিনে ভর্তি করে বাড়ি ফিরলাম । ডক্টর প্রথমে ICU তে শিফট করার কথা বলেছিলেন, কিন্তু আমরা রাজি হইনি । কারণ ICU তে ইনফেকশন এর ভয় থাকে এবং লাইফ সাপোর্ট লাগবে এমন রোগী ছাড়া সেখানে শিফট না করাটাই বেটার ।

রাতে সাড়ে এগারোটা নাগাদ আবার একবার হসপিটালে কল করে মায়ের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ নেওয়া হলো । দায়িত্বরত সিস্টার জানালেন যে ভালো আছেন উনি, এখন ঘুমোচ্ছেন । এরপরে পরেরদিন সকালে আবার হসপিটালে গিয়ে ডক্টরের সাথে কথা বলে জানা গেলো এক চোখের একটু প্রব্লেম আর দুর্বলতা ছাড়া আর তেমন কোনো জটিলতা মায়ের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না । শুনে বেশ স্বস্তি পেলাম আমরা ।

এরপরের দুপুরের দিকে MRI করা হলো এবং বিকেলের পরে রিপোর্ট পেলাম আমরা । MRI রিপোর্ট একদম নরমাল পাওয়াতে বিশাল স্বস্তি পেলাম আমরা সবাই । কারণ, এই রিপোর্ট এর রেজাল্টের উপর নির্ভর করছিলো সব কিছু । কোনো খারাপ কিছু হলে MRI তে মাস্ট ধরা পড়বে । সেই MRI রিপোর্ট নরমাল আসাতে তাই আমাদের ফ্যামিলির প্রত্যেকেই বেশ স্বস্তির নিঃশ্বাস ফেললো ।

সন্ধ্যায় মায়ের কেবিনে গেলাম । মিনিট কুড়ি কথাও বললাম । সব কিছুই বেশ স্বাভাবিক মনে হলো আমার কাছে । শুধু চোখে একটু প্রব্লেম রয়ে গিয়েছে । তো সেটা সুস্থ হওয়ার পরে একটা eye hospital এ দেখিয়ে নেওয়া যাবে ।

সব মিলিয়ে এখন মনে দুঃশ্চিন্তার বোঝা বেশ কিছুটা হালকা হয়ে গিয়েছে । আপনাদের সবার প্রার্থনা সফলতা পেয়েছে । সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই । এখন, চোখের প্রব্লেমটা ঠিক হয়ে গেলেই অনেক টেনশন মুক্ত হই । সবাই সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনাটুকু করবেন ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৩

টাস্ক ৩৯২ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 4c4cea568df6bba70ad7a26a4482469ddbcb5756014ca50c62cd53338c29ac6e

টাস্ক ৩৯২ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গতকাল হ্যাংআউটে মাসিমার অসুস্থতার কথা জানতে পারলাম।জেনে খুবই খারাপ লাগলো।মায়ের অসুস্থতা সন্তানের জন্য অনেকটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। মা ছাড়া পুরো পৃথিবী অন্ধকার তাই মায়ের সুস্থ থাকাটা খুবই জরুরী।দাদা আপনার পোষ্টটি পড়ে খুবই ভালো লাগলো যে মাসিমা আগের থেকে অনেকটাই সুস্থ এবং সবগুলো রিপোর্ট নরমাল এসেছে।ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি পৃথিবীর সকল মা ভালো থাকুক,সুস্থ থাকুক।🙏🙏

Upvoted! Thank you for supporting witness @jswit.

শুনে ভালো লাগলো যে আন্টি এখন অনেকটাই সুস্থ আছেন । আর এম আর আই রিপোর্টটা যেহেতু ভালো এসেছে তাহলে আর মনে হয় দুশ্চিন্তার কোনো কারণ নেই । সত্যি দাদা মা বাবার কিছু হলে নিজের মনকে আসলেই স্থির রাখা যায় না । তারপরও আল্লাহর কাছে কোটি কোটি লাখ লাখ শুকরিয়া যে আন্টি অল্পের ভেতর দিয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন । আর চোখের ডাক্তার দ্রুত দেখিয়ে ফেলবেন দাদা আশা রাখছি সবকিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে । সব সময় আন্টির জন্য অনেক অনেক দোয়া রইল ।

  ·  last year (edited)

আন্টির সব রিপোর্ট নরমাল আছে জেনে খুব ভালো লাগলো দাদা।সব মা ভালো থাকুক। মা অসুস্থ হলে সন্তানদের দুঃশ্চিন্তার শেষ থাকে না।এখন আন্টির শুধু চোখের সমস্যাটা আছে। দোয়া করি সৃষ্টিকর্তা যেন আন্টিকে চোখের সমস্যাটাও সারিয়ে দেয়।আন্টি এবং আপনার পরিবারের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা।

দাদা আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম এখন কিছুটা হলেও স্বস্তি অনুভব করছেন। বেঁচে থাকা বা মারা যাওয়া সবই সৃষ্টিকর্তার হাতে। সৃষ্টিকর্তা চাইলে অনেক কিছুই করতে পারেন। দাদা দুশ্চিন্তা করবেন না, যখন সৃষ্টিকর্তা আপনার মাকে রেখে গেছেন, তখন তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

Posted using SteemPro Mobile

দাদা আসলেই সবার প্রার্থনা সফলতা পেয়েছে। আপনার পোস্ট পড়ে আমরা সবাই বেশ চিন্তিত ছিলাম। গতকালকে হ্যাংআউটে আপনার মুখ থেকে বিস্তারিত সবকিছু শুনে অনেকটা স্বস্তি পেয়েছিলাম। যেহেতু সিটি স্ক্যান এবং এমআরআই রিপোর্ট নরমাল এসেছে, তাহলে আলহামদুলিল্লাহ ভয়ের কোনো কারণ নেই। আশা করি চোখের সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। দাদা দুশ্চিন্তা করবেন না,আমাদের সবার দোয়া আছে আন্টির সাথে। যাইহোক আপনার পুরো পরিবারের প্রতি অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

শুনে খুবই শান্তি লাগলো দাদা আলহামদুলিল্লাহ। আসলে মা মানেই হৃদয়ের ভালোবাসা এবং আবেগ-অনুভূতির উৎকণ্ঠা। রিপোর্টগুলো ভালো এসেছে এটা ছিলো সবচেয়ে ভালো খরব। আশা করছি দ্রুত বাড়িতে ফিরতে পারবেন এবং সবাইকে নিয়ে আগের মতো হাসি খুশি সময় উপভোগ করতে পারবেন।

মায়ের সুস্থতাই হলো সবচেয়ে বড় চাওয়া।আর আপনার মায়ের অসুস্থতার কথা শুনে খুব ভয় পেয়ে গিয়েছিলাম।এখন সিটি স্ক্যান এবং এমআরআই রিপোর্ট ভালো এসেছে শুনে স্বস্তি ফিরে এলো।আর দোয়া করি চোখের সমস্যাটাও দ্রুত ভালো হয়ে যাক।ভালো লাগলো মায়ের অসুস্থতা কমেছে জেনে❣।

দাদা আপনার সেদিনের পোস্টটা পড়ে যেমন খারাপ লেগেছিল আজকের পোস্টটা পড়ে সত্যিই তেমন ভালো লাগলো ।আসলে খারাপ নিউজ শুনতে ভালো লাগে না। সবাই ভাল থাকলেই ভালো লাগে ।আর আপনাকে বারবার আমাদেরকে দোয়া করার কথা বলতে হবে না ।আপনাদের জন্য সব সময় দোয়া মন থেকে এমনিতেই চলে আসে । আর আন্টির জন্য সবসময় প্রার্থনা করছি উনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার হাসিখুশি ভাবে ফিরে আসেন । একটুও যেন কোন সমস্যা না থাকে । আর চোখের যেহেতু সামান্য একটু প্রবলেম হয়েছে তাহলে দ্রুত ডক্টর দেখিয়ে নেবেন ।আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।

শুনে বেশ ভালো লাগল দাদা যে আপনার মা এখন সুস্থ‍্য আছে। এবং সেরকম কোনো শঙ্কাও নেই। আশাকরি চোখের যে সামান্য সমস্যা টা আছে ঐ টা খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। বেশ কঠিন এবং দুঃচিন্তাময় সময় অতিবাহিত করেছেন।

Posted using SteemPro Mobile

দাদা জীবনটাই এরকম। কখনো মেঘ কখনো বৃষ্টি। সে যাই হোক সবচেয়ে স্বস্তির বিষয় হলো আন্টির সবগুলো রিপোর্টই ভাল এসেছে। এতে করে আমাদের সকলের মনের ভয় অনেকটা কমে গেছে। আশা করি বাঁকি যতটুকু সমস্যা আছে সেটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। মনোবল হারাবেন না দাদা। ভালো থাকবেন এই কামনাই করি।

এর আগের পোস্ট পড়ে খারাপ লেগেছিল কিন্তুু আজকের পোস্ট পরে কিছুটা হলেও ভালো লাগলো।দাদা আপনি একটু হলেও সস্তি ফিরে পেয়েছে এটাই সৃষ্টিকর্তার আশির্বাদ। খুব তারাতারি মাসিমার দূর্বলতা কেটে যাবে এবং বাড়িতে চলে আসবে সবার মাঝে সেই কামনা করছি।

এতশত দুঃশ্চিন্তার পর যখন ভালো নিউজ আসে, তখন মনে হয় ঘাড়ের উপর থেকে শক্ত বোঝা নেমে গেলো। এখন চিন্তার কোনো কারণ নেই, কাকীমা দ্রুত আগের মত সুস্থ হয়ে উঠবে। ❤💖

সৃষ্টিকর্তার অশেষ রহমতে সব রিপোর্ট নরমাল এসেছে জেনে খুবই ভালো লাগলো দাদা। আগের পোস্ট টা পড়ে খুবই খারাপ লেগেছিলো।তবে আজকে এতগুলো ভালো খবর শুনে মনটা ভালো হয়ে গেল। আশা করছি যেটুকু সমস্যা আছে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। অনেক দোয়া রইলো আপনার পরিবারের জন্য।

Posted using SteemPro Mobile

আমরাও এখন ভাই অনেকটাই খুশি হয়েছি যে, আপনার মা এখন সুস্থ আছে এটা জেনে। আপনার মা দ্রুত বাসায় ফিরে আসুক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।

শুভেচ্ছা রইল 🙏

দাদা আমার ও শুনে খুব ভালো লাগলো। যাক কিছুটা স্বস্তি পেলেন।আসলে শারীরিক টেনশন সহ্য করা যায় কিন্তু মানসিক টেনশন বড্ড ভোগায়।মা সুস্থ মানেই পরিবার হাসি-খুশী।পৃথিবীর সকল মা তার সন্তানদেরকে আগলে রেখে ভালো থাকুক, এই কামনাই করি।অনেক অনেক দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে সকল মা কে আল্লাহ ভালো রাখুন।ধন্যবাদ দাদা আপনাকে খবরটা জানানোর জন্য। যদিও কাল বলেছিলেন।

মায়ের জন্য এই পৃথিবীর আলোটা আমরা দেখতে পারি। আর আপনার মা যাতে সুস্থ এবং স্বাভাবিক হয়ে সুন্দর ভাবেই পৃথিবীর আলোটা দেখতে পারে সেই কামনাই করি। ঈশ্বরের কাছে আপনাদের পরিবারের সুখের জন্য প্রার্থনা করি।

আলহামদুলিল্লাহ।
রিপোর্টের অপেক্ষায় থাকার পরে ভালো নিউজ পাওয়াটা খুবই স্বস্তিদায়ক। আন্টি বাসায় আসলে আরো খুশি লাগবে সবার। মায়ের প্রতি ভালোবাসা 💞

পৃথিবীতে মায়ের মত আপন কেউ নেই তাই তো মায়ের কিছুহলে মাথা ঠিক থাকে না এবং মনও ভালো থাকে না। শুনে ভালো লাগলো যে আন্টি এখন অনেকটাই সুস্থ আছেন। দোয়া করি আন্টির চোখের সমস্যাটা যেন সৃষ্টিকর্তা তাড়াতাড়ি সারিয়ে দেন। যে কোন পরিবারের মা সুস্থ মানে সেই পরিবার সুস্থ। দোয়া করি সৃষ্টিকর্তা যেন পৃথিবীর সকল মাকে সুস্থ রাখে।আপনার পরিবারের সবার প্রতি অনেক অনেক দোয়া রইলো ।

মহান সৃষ্টিকর্তার শুকরিয়া। চোখের রিপোর্টও সৃষ্টিকর্তার দয়ায় ভাল আসুক এই কামনা করি।

Mri রুমে একবার আমি আমার বাবার সাথে ছিলাম ৩০ মিনিটের বেশি রিপোর্ট টাও আমি নিয়েছিলাম রিপোর্ট টা দেখে আমি নিজেকে ধরে রাখতে পেরেছিলাম না নিজের বাবার মৃত্যু খবর পেলাম যেনো।

আপনার মায়ের জন্য দোয়া রইলো দাদা সত্যি সস্তির খবর ছিল❤️

Posted using SteemPro Mobile

আসলে ঘরের প্রধান সদস্য আমরা মা-বাবাকে গণ্য করি। তাদের কেউ একজন অসুস্থ হলে দুশ্চিন্তা এমনিতেই ভর করবে। যাই হোক আপনার মায়ের সম্পূর্ণ সুস্থতা কামনা করি ,আশা করছি চোখের সমস্যাও সারিয়া উঠবে। শুধু একটু যত্ন নেওয়া প্রয়োজন।

অনেকটা নিশ্চিন্ত হলাম।মায়ের অসুখ হলে চোখের সামনে যেন আধার নেমে আসে। পৃথিবী দুলতে থাকে। খারাপ কিছু হয়নি এজন্য ভগবান কে ধন্যবাদ। আর কাকিমা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এই প্রার্থনা করি।

Posted using SteemPro Mobile

Loading...

আন্টিকে দ্রুত চোখের ডাক্তার দেখিয়ে পুরোপুরি সুস্থ করে তুলুন দাদা।এরপর একেবারে সুস্থতার খবর চাই আপনার কাছ থেকে আমরা।দোয়া করি সব ঠিক হয়ে যাবে।

আন্টির এমআরআই রিপোর্টটা জানার পরে মোটামুটি নিশ্চিন্ত হতে পেরেছিলাম দাদা। কারণ প্রথমে আন্টির লক্ষণগুলো শুনে আমার কাছে মনে হয়েছিল তিনি মাইন্ড স্ট্রোক করেছেন। ডাক্তার আপনাদের সঠিক পরামর্শ দিয়েছিলেন। কারণ অনেক সময় স্ট্রোক হওয়ার সাথে সাথে সিটিস্ক্যান রিপোর্টে সেটা ধরা পড়ে না। আশা করি আপনারা সবাই এখন ভাল আছেন। আসলে মা অসুস্থ হলে দুনিয়ার কোন কিছুই ভালো লাগেনা। আপনাদের জন্য অনেক দোয়া রইলো।

ইনশাল্লাহ 🌼, চোখের সমস্যাটাও আশা করি থাকবে না দাদা। এম আর আই করিয়ে যেহেতু রিপোর্ট পজিটিভ এসেছে তাই এখন চিন্তামুক্ত হয়েছেন জেনে অনেক ভালো লাগলো। মা অসুস্থ থাকলে মনে হয় দুনিয়াই যেন অন্ধ। ভালো থাকুক পৃথিবীর সকল মা 💟

অবশ্যই মাসিমার জন্য মন থেকে অনেক অনেক প্রার্থনা থাকলো। যেহেতু ভয়ের তেমন কিছু নেই, জেনে খুবই খুশী হলাম। এখন হসপিটাল থেকে ছাড়া পেয়ে চোখের সমস্যা টার জন্য দ্রুত একজন বিশেষজ্ঞ দেখাতে হবে।

Posted using SteemPro Mobile

যাক দাদা খবরটা শুনে টেনশন মুক্ত হলাম। CT Scan, MRI সব কিছু যেহেতো নরমাল তাহলে আর কোন টেনশন নেই। আশা করি খুব তারাতারি আপনার আম্মু বাড়ি ফিরতে পারবেন। সবাই সেই কামনাই করছি। ধন্যবাদ দাদা।

আপনার মা এখন অনেকটা সুস্থ জেনে ভালো লাগলো।ডাক্তারের পরামর্শে MRI করিয়ে একদম ঠিক করেছেন দাদা।এতে খুঁটিনাটি সব প্রবলেম ধরা পড়ে।তবে MRI করতে গেলে অনেকটা ভয় লাগে রোগীর,আমার একবার করা হয়েছিল তো জানি।এখন ছোট প্রবলেম টা আই হসপিটালে দেখিয়ে নিলেই ঠিক হয়ে যাবে দ্রুত, আপনার মা।অনেক দোয়া রইল।ধন্যবাদ দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile