একগুচ্ছ অণুকবিতা "ছিন্ন চয়নগুলি"steemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 


Copyright-free Image source : pixabay


একগুচ্ছ অণুকবিতা "ছিন্ন চয়নগুলি"



💘


♡ ♥💕❤

(১)

ভালোবাসি তাকে, অথচ বোঝে না সে,
বোঝাতে চেয়েছি কত, বুঝতেই চায় না সে ।
চোখের ভাষা, কবিতার ভাষা পড়তে দিয়েছি কত,
সে হয়তো চোখের ভাষা বোঝে না,
কবিতার ভাষাও দুর্বোধ্য তার কাছে ।

একটা সময় ভেবেছিলাম,
সে হয়তো ভালোবাসে আমাকে,
এখন বুঝতে পারি, অর্ধেক জীবন পার করেও
বড্ড বোকাই রয়ে গিয়েছি আমি ।

তাই, আমার ভালোবাসাকে অবশেষে রাখলাম
হৃদয়ের গহনে, কিছু ব্যাথা আর দুঃখ দিয়ে মুড়ে ।
দেখতে পাবে না কেউ, ছুঁতে পাবে না সে,
শুধু বন্ধু হয়েই তার থাকবো জীবনপাশে ।

(২)

তোমার চোখের তারায় দেখি
এই তো আমি বেঁচে আছি ।
তোমার হাসির মাঝে আমি
ভোরের নরম আলো খুঁজি ।
তোমার কণ্ঠস্বরে শুনি
গেয়ে ওঠে ভোরের পাখি ।
তোমার সাথে কাজের মাঝে
বেঁচে থাকার মানে বুঝি ।
দিনশেষে তোমার সাথে
আমার সকল ক্লান্তি ভুলি ।

(৩)

বন্ধু আমায় ডেকে নিও,
তুমি যখন একলা ভীষণ ব্যস্ত থাকো
শত কাজের ভীড়ের মাঝে,
তখনও আমায় সাথে নিও ।

বন্ধু আমায় ডেকে নিও,
তুমি যখন অলস দুপুর, মেঘলা বিকেল,
বাউল হাওয়ায় চুল এলো করো,
তখন আমায় সঙ্গ দিও ।

বন্ধু আমায় ডেকে নিও,
মন খারাপের সাঁঝেরবেলায়, বৃষ্টিমুখর উদাসী রাতে,
একটু তোমার দুঃখ ভোলাতে,
তখন আমায় আপন করো ।

বন্ধু আমায় ডেকে নিও,
ঝড়ের রাতের ভীষণতায়, পৌষরাতের জোৎস্না আলোয়,
মনে সুখের কাঁপন ধরাতে,
তখন আমায় সাথী করো ।

বন্ধু আমায় ভালোবাসো,
ভালোবাসো একটুখানি ।

♡ ♥💕❤



✡ ধন্যবাদ ✡



পরিশিষ্ট


প্রতিদিন ৪৫০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৬ষ্ঠ দিন (450 TRX daily for 7 consecutive days :: DAY 06)




সময়সীমা : ২৩ অক্টোবর ২০২২ থেকে ২৯ অক্টোবর ২০২২ পর্যন্ত


তারিখ : ২৮ অক্টোবর ২০২২


টাস্ক ১০৪ : ৪৫০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৪৫০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : a927bc40e7a47c8fd30d3100926a3918c1e15582590cefd6f564c0eb866d05bf

টাস্ক ১০৪ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Congratulations!

Your post has been rewarded by the Seven Team.
Delegate Steem Power to @steem-seven or Cast your vote to @seven.wit witness! This way you will be supporting this initiative.

Support partner witnesses

@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

Good

Good

Yes

অনেকদিন পর আপনার অনু কবিতা দেখে সত্যি ভীষণ ভালো লাগলো । এক নম্বর কবিতাটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে । কাউকে ভালোবাসি সেটা বোঝাতে চাইলে সে নিশ্চয়ই বুঝে , তবে না বোঝার ভান করে । আসলে নিজের মনের কষ্টগুলো শুধুমাত্র নিজেরই থাকে সেটা অন্য কাউকে দেখানো বা বোঝানো সম্ভব হয়ে ওঠে না । তবে বন্ধু হিসেবে সারা জীবন পাশে পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার ,সেটাই বা কজনে পায় ।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

দাদা আপনার লেখা কবিতার শব্দচয়নগুলো এত সুন্দর হয় রবীন্দ্রনাথের কবিতাগুলোর সাথে আপনার কবিতার সাথে অনেকটা মিল আছে। প্রতিটা মানুষের জীবনে ভালোবাসার অনুভূতির বিষয়টি ভালই উপলব্ধি করে লিখেছেন। সত্যি মুগ্ধ হয়েছি অনেক ভালো লাগলো দাদা।

কোন ভাষাই যেহেতু বোঝে না, তাহলে আমার কাছে পাঠিয়ে দেন,আমি সব বুঝিয়ে দিব নে🤪🤪।আর বন্ধু একটু খানি ভালবাসবে কেন, বেশি বেশি ভালোবাসবে 🤣।যাই হোক
অনেক দিন পর আপনার লিখা অনুকবিতা দেখতে পেলাম।বরাবরই আপনি খুব ভালো অনুকবিতা লিখেন।তেমনি আজকে অনুকবিতার প্রতিটি লাইন খুব সুন্দর।

বন্ধু আমায় ডেকে নিও,
মন খারাপের সাঁঝেরবেলায়, বৃষ্টিমুখর উদাসী রাতে,
একটু তোমার দুঃখ ভোলাতে,
তখন আমায় আপন করো ।

এই লাইনগুলো বেশি সুন্দর। ধন্যবাদ

বন্ধু আমায় ডেকে নিও,
ঝড়ের রাতের ভীষণতায়, পৌষরাতের জোৎস্না আলোয়,
মনে সুখের কাঁপন ধরাতে,
তখন আমায় সাথী করো ।

প্রতিটি অনুকবিতা ভীষণ ভালো লেগেছে আমার কাছে। বিশেষ করে এই কয়েকটি লাইন দারুন ছিল। প্রিয়তমার প্রতি প্রবল ব্যাকুলতা কাজ করেছে লাইনগুলোর মাঝে।
তাছাড়াও প্রতিটি কবিতা রোমান্টিকতায় পরিপূর্ণ ছিল দাদা।

দাদা আপনার অনুকবিতা খুব ভাল লাগলো পড়ে। ভালবাসার আকুতি ছিল কবিতার মাঝে। কেউ এভাবে অনূভুতি নিয়ে ভালবাসলে, সে ভালবাসা আসলে দূরে সরিয়ে দেওয়া যায় না। অনেক ধন্যবাদ দাদা, 🙏🥰 সুন্দর সুন্দর অনুকবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

দাদা অনেকদিন পর আপনার অনুকবিতা পড়ে বেশ ভাল লাগলো। তবে একটু ভালোবাসা নয় ভালোবাসার গভীরতা যেহেতু ব্যাপক ভালোবাসা চাই বেশি বেশি ভালবাসা দিতে ও হবে বেশি বেশি। ভালোবাসা হোক ভালবাসাময়। ধন্যবাদ এত সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য।♥♥

বাহ্ খুব সুন্দর লিখেছেন কবিতাটি দাদা। ভালোবাসার অণুকবিতাটি অসাধারণ হয়েছে। অবশ্য আপনার সব কবিতাই অসাধারণ হয়। ধন্যবাদ দাদা সুন্দর অণু কবিতাটি শেয়ার করার জন্য।

দাদা আপনার লেখা কবিতা গুলো সত্যিই অনেক সুন্দর হয় ৷ আসলে কবিতা পড়ে কি মন্তব্য করবো বুঝতে পারি নাহ ৷কবিতার শব্দচরণ গুলো অনেক সুন্দর ভাবে সাজানো ৷ অনেক ভালো লাগলো কবিতাটি পড়ে ৷ ধন্যবাদ দাদা আপনাকে অণুকবিতার ছিন্ন চয়নগুলি আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

দাদা অনেক দিন পরে আপনার অণুকবিতা পড়ে ভালই লাগলো। আজকে আপনি তিনটি কবিতা সেয়ার করেছেন যার প্রত্যেকটা কবিতা আলাদা আলাদা অর্থ বহন করে। প্রথম কবিতায় অর্ধেক জীবন পার করে মনের মানুষকে ভালবাসা বুঝাতে না পেরে সারাজীবন বন্ধু হয়ে পাশে থাকার অনুভূতি প্রকাশ করেছেন। দ্বিতীয় কবিতায় মনের মানুষের চোখের পাতায়, হাসির মাঝে,কণ্ঠস্বরে নিজেকে খুজে পাওয়ার অনুভূতি প্রকাশ করেছেন। আর তৃতীয় কবিতায় বন্ধুকে তার বিভিন্ন সময়ে,আপনাকে ডেকে নিতে,একটু খানি ভালবাসতে আকুল আবেদন জানিয়েছে। সর্বপরি কবিতা গুলো পড়ে অনেক ভাল লাগলো।

দাদা আপনার কবিতাগুলো যতই পড়ে ততই খুব ভালো লাগে আপনার কবিতার গভীরতা অনেক। আমার কাছে পড়তে এবং কবিতাগুলোর অর্থ বুঝতে খুবই ভালো লাগে। আপনাকে ধন্যবাদ দাদা এত সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

দাদা অনেক দিন পর কবিতার পোস্ট ৷ যদিও আপনার লেখা প্রতিটি কবিতা সত্যি অসাধারণ ৷ বিশেষ করে কবিতার প্রতিটি চরন লাইন গুলো অনেক মুগ্ধতা এনে দেয় ৷ আসলে মন্তব্য করে শেষ করার মতো না ৷

ভালোবাসি তাকে, অথচ বোঝে না সে,
বোঝাতে চেয়েছি কত, বুঝতেই চায় না সে ।
চোখের ভাষা, কবিতার ভাষা পড়তে দিয়েছি কত,
সে হয়তো চোখের ভাষা বোঝে না,
কবিতার ভাষাও দুর্বোধ্য তার কাছে ।

আসলেই দাদা কিছু মানুষ কে মন থেকে ভালোবাসলেও সে মানুষটি আসলে কখনো ভালোবাসে না ৷ জানি না কেন কী তার কারন ৷

হেরে যাওয়া এক প্রেমিকের আত্মকথা প্রকাশ পেয়েছে যেন আপনার এই কবিতার মধ্যে দিয়ে। সত্যি আমাদের ভালোবাসার মানুষ গুলো যেন ইচ্ছা করেই বোঝে না আমরা তাদের ভালোবাসি। কিন্তু তারপরও আমরা তাদের সঙ্গে থাকতে চাই। অপেক্ষায় থাকি কখন তারা বলবে চলে আসো। দারুণ হয়েছে দাদা কবিতা টা অসাধারণ।।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



দাদা আজ কতদিন পর কবিতা লিখলেন মনে আছে? এখন মনে হয় আপনার হাতে অনেক সময় পোস্ট করার জন্য। সেজন্য ঝটপট আর কবিতা লেখা হয় না। প্রথমে ভেবেছিলাম যে এক নম্বর কবিতাটি বেশি সুন্দর হয়েছে। পড়তে পড়তে মনে হলো যে না তিন নম্বর কবিতাটি আরো বেশি ভালো হয়েছে।

দাদা আমার কাছে পাঠিয়ে দিন,আমি দেখছি কি করা যায়।😁অনেকদিন পর আপনার কবিতা পেলাম দাদা,আপনার কাছ থেকেই কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছিলাম আর মাঝে দেখি আপনিই লিখছেন না।তাই একটু মন খারাপ ই ছিলো আপনার কবিতার জন্যে।আরো চাই দাদা।

দাদা অনেকদিন পর আপনার কবিতা পড়লাম,কবিতার প্রতিটা লাইন জাস্ট দারুন লাগলো,প্রতিটা লাইনেই ভালোবাসার মানুষকে না বলা ভালোবাসার কথা গুলোর প্রকাশ পেয়েছে। অসাধারণ লিখেছেন দাদা।

সত্যি দাদা প্রেমিক হৃদয়ে প্রেমিকার জন্য ভালোবাসা কোন কমতি নেই। শত বেদনা, লাঞ্ছনা, ক্লান্তিতে ও যেন আত্মতৃপ্তির একটা দিন খুঁজে পায় প্রেমিক। অসাধারণ আকাঙ্ক্ষা ও বাস্তবতা ফুটে উঠেছে আপনার একগুচ্ছ অণুকবিতা "ছিন্ন চয়নগুলির মধ্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

প্রথম অনু কবিতাটি দাদা অনেক চমৎকার ছিলো। মনে হচ্ছে আমার জীবনের না বলা কথা গুলো পড়ছি। সত্যি দাদা আপনার কবিতায় যেমন ছন্দ ছিলো তেমনি কবিতা গুলোর মধ্যে অনেক গভীরতা ছিল। আপনার জন্য শুভকামনা রইলো, ধন্যবাদ।।

দাদা যে এতদিন পর আবার লিখেছেন এটা ভেবেই অনেক ভালো লাগছে। সত্যি বলতে আপনার লেখাগুলো পড়লে আমার নিজেরও একটু নিজের মতো করে লিখতে ইচ্ছে করে। আগেও যেটা বলেছি এখনও বলছি দাদা প্রতি মাসে অন্তত দুইটা করে কবিতা চাই ই চাই। আর আমার কাছে কবিতার তিনটা অংশই অসাধারণ লেগেছে। এক এক অংশে এক এক রকমের আকুলতা প্রকাশ পেয়েছে। তবে শেষ অংশটা বোধ হয় একটু বেশি ভালো লেগেছে। কারো মনে যদি সত্যিকারের ভালোবাসা থেকে থাকে তবে নিশ্চয়ই ভালোবাসার এই আকুলতা সে বুঝবে এবং ভালবাসবে।

প্রথম অনুকবিতায় না পাওয়ার অব্যক্ত অনুভূতি তবে পরের দুই অনুকবিতায় কাছের মানুষকে পেয়ে কিভাবে আগলে রাখতে হয় সেই অনুভূতি প্রকাশ পেয়েছে । বেশ ভালোই লাগল ভাই অনুকবিতার চয়ন গুলো ।

তাই, আমার ভালোবাসাকে অবশেষে রাখলাম
হৃদয়ের গহনে, কিছু ব্যাথা আর দুঃখ দিয়ে মুড়ে ।
দেখতে পাবে না কেউ, ছুঁতে পাবে না সে,
শুধু বন্ধু হয়েই তার থাকবো জীবনপাশে ।

প্রতিটা সত্যি মনের ভালোবাসা বুঝি দাদা এমন হয়?ভালোবাসার মানুষটিকে না পেয়েও ভালোবাসা যায়।না পাওয়া ভালোবাসা বুকে নিয়ে, সবার অগোচরে ভালোবাসে যাওয়ার নাম হচ্ছে সত্যি কারের ভালোবাসা। মনের গভীর ভালোবাসা মনের মধ্যেই রেখে বন্ধু মত পাশে থাকাটাই সার্থকতা।দাদা, অনেকদিন পর আপনার অনু কবিতাগুলো পড়ে সত্যিই খুব ভালো লেগেছে। এই কবিতা গুলোর মধ্যে হাজারো ভালোবাসার মানুষের মনের কথাগুলো ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ দাদা💐💐

একটা সময় ভেবেছিলাম,
সে হয়তো ভালোবাসে আমাকে,
এখন বুঝতে পারি, অর্ধেক জীবন পার করেও
বড্ড বোকাই রয়ে গিয়েছি আমি ।

ভালোবাসাটা সত্যি এমনই,
কখনো হৃদয় চঞ্চল করে
কখনো আবেগ নির্জীব করে,
কখনো আশা জাগায়
কখনো হতাশায় ডুবায়।
মাঝে মাঝে মনে হয় সবই রয়েছে হৃদয়ের পাশে
মাঝে মাঝে মনে উত্তাল সাগরে আমি বড়ই একা।

আপনার কবিতা সব সময়ই ভালোবাসামুখী। এই ভাবে কাউকে 'ভালোবাসি' বললে কখনও ফিরইয়ে দেওয়া যায়? সেই ভালোবাসা ঠিক জায়গা করেই নেবে।আর ঐই ভাবে যারা নিবেদন করবে তাদূ পরিনতি পাবেই সম্পর্ক।

Good!

Loading...

দাদা অনেক দিন পর আপনার কবিতা পড়লাম । আমি আসলে ঠিক কাব্য রসিক না তবে আপনার অনুকবিতা গুলো আমার কাছে বেশ লাগে। আপনার কাব্য প্রতিভা পূর্ণতা লাভ করুক এই প্রত্যাশা সবসময়।