কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।
নিয়মাবলী :
১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে । তবে সেখান থেকে হুবহু কপি করা যাবে না ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট
পুরস্কার :
১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর কমেন্টে আপভোট
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর কমেন্টে আপভোট
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর কমেন্টে আপভোট
কুইজ : (জীব জগৎ)
০১. তিন চক্ষু বিশিষ্ট এক প্রজাতির মাছ আছে আমাদের এই পৃথিবীতে । বলতে হবে এই বিস্ময়কর মাছ কোন দেশে পাওয়া যায় ?
০২. টিনটিনের কমিক্সে টিনটিনের সার্বক্ষণিক সঙ্গী যে সাদা ধবধবে তুলোর মতো কুকুরটিকে দেখা যায় সেটি কোন প্রজাতির কুকুর ?
০৩. কুকুর সাধারণত আমাদের দেশে গৃহপালিত প্রাণী হিসেবেই পরিলক্ষিত হয় । কিন্তু কোন দেশে কুকুর যানবাহনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে ?
০৪. ডিয়ার (হরিণ) আর এন্টিলোপের মধ্যে প্রধান পার্থক্য কি ?
০৫. তিমির কোন প্রজাতি সমুদ্রে হাঙ্গরের চাইতেও মাত্রারিক্ত হিংস্র আর স্বভাব মানুষখেকো হয়ে থাকে ?
০৬. নীল গাই বর্তমানে একটি রেয়ার ক্রিয়েচার, রি নীল গাই আসলে কোন প্রজাতির প্রাণী ?
০৭. একটা বড়ো মেঠো ইঁদুরের আকারের এই হরিণ বর্তমানে ভারতে খুবই বিরল একটি প্রাণী ? কি নাম এই বিরল প্রজাতির হরিণের ? ভারতের কোন রাজ্যে পাওয়া যায় এই হরিণ ?
০৮. এটি একটি রাক্ষুসে মাছ, অন্য মাছই এই মাছের এক মাত্র খাদ্য । পৃথিবীর সব চাইতে দামি মাছ এটি ? এভারেজ কত দামে বিক্রি হয়ে থাকে এই রাক্ষুসে মাগুর মাছের মতো দেখতে মাছটি ?
০৯. মকর । কল্পিত এই প্রাণী হিন্দু পুরানে আর বাংলা রাশিচক্রে স্থান পেয়েছে । কোন জলজ প্রাণীর কল্পিত রূপ এটি ?
১০. গ্রিফিন । এটি একটি গ্রীক মাইথোলজির প্রাণী । কল্পিত এই প্রাণীর অর্ধেক এক প্রাণী, বাকি অর্ধেক আরেক প্রাণী । বলতে হবে কোন দুই প্রাণীর সমন্বয়ে গ্রিফিন এর উদ্ভব ।
১.উত্তর:আর্জেন্টিনা।
২.উত্তর:Wire fox terrier(ওয়াইর ফক্স টেরিয়ার প্রজাতির)
৩।উত্তর:আলাস্কা।
৪.উত্তর:পুরুষ হরিণের শিং নিয়মিত গজায় তবে এন্টিলোপেরটা না।আরেকটি হলো হরিণের শিং শাখাযুক্ত,এন্টিলোপেরটা না।
৫.উত্তর:খুনে তিমি।
৬.উত্তর:বসেলাফুস ত্রেগুক্যামেআস (Boselaphus tragocamelus)প্রজাতির।
৭.উত্তর:রুপালি পিঠের শেভ্রোটাইন বা মাউস-ডিয়ার,ঝাড়খন্ড রাজ্যে।
৮.উত্তর:হোয়াইট আরওয়ানা ,দাম প্রায় ৪১,০০০,০০০ টাকা এর চেয়ে বেশি ।
৯.উত্তর:কুমির বা ডলফিনের কল্পিত রূপ।
১০.উত্তর:মাথা ও ডানা ঈগল পাখির মতো এবং দেহ সিংহের মতো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
১.আর্জেন্টিনা
২.ফক্স টেরিয়ার জাতের কুকুর
৩.আলাস্কা
৪. ডিয়ার (হরিণ) আর এন্টিলোপের মধ্যে প্রধান পার্থক্য হল তাদের মাথার শিং।
৫.নীল তিমি, খুনে তিমি (killer whale), এবং পাইলট তিমি,
৬. অ্যান্টিলোপ জাতীয় প্রাণী
৭. মাউস ডিয়ার। ঝাড়খণ্ড রাজ্যে
৮. হোয়াইট আরওয়ানা। চার লাখ মার্কিন ডলার
৯. কেউ কেউ একে কুমির, আবার কেউ কেউ একে ডলফিনের স্বরূপ মনে করেন।
১০.সিংহের দেহে ঈগলের মাথা ও ডানাওয়ালা কল্পিত প্রাণী.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
১. আর্জেন্টিনাতে পাওয়া গিয়েছিল।
২. কুটটুস ফক্স টেরিয়ার প্রজাতির কুকুর।
৩. বিশেষ করে আর্কটিক দেশ গুলোতে কুকুরকে যানবাহনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। যেমন, গ্রীনল্যান্ড, আইসল্যান্ড।
৪. হরিণ ও অ্যান্টিলোপের মধ্যে মূল পার্থক্য হলো দেহের আয়তনে। তাছাড়া হরিণের শিং প্রতিবছর ঝড়ে গিয়ে আবার গজায় কিন্তু অ্যান্টিলোপের শিং স্থায়ী হয়, ভেঙে গেলে আর গজায় না।
৫. ওরকা। যাকে কিলার হোয়েলও বলা হয়ে থাকে।
৬. নীল গাই একটি অ্যান্টিলোপ।
৭. ইন্ডিয়ান স্পটেড চেভরটেইন। কর্ণাটক, কেরালা ছত্রিশগড়।
৮. প্ল্যাটিনাম আরোয়ানা। দাম আনুমানিক ৪ লক্ষ ডলার।
৯. কুমীর।
১০. ঈগলের মাথা আর সিংহের দেহ দুই মিলিয়ে গ্রিফিন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
১. উত্তর : আর্জেন্টিনায়।
২.উত্তর :মসৃণ ফক্স টেরিয়ার।
৩. কয়েকটি দেশ যেমন যুক্তরাষ্ট্রের আলাস্কায়, কানাডা এবং সাইবেরিয়াতে যানবাহন হিসেবে ব্যবহার করা হয়।
৪. উত্তর: ডিয়ার হরিণ নিজের শিং নিজেই কেটে ফেলে কিন্তু এন্টিলোপের তা করে না এটাই মূল পার্থক্য।
৫. উত্তর: ওরকা যাকে তিমি হত্যাকারী তিমি বলা হয়।
৬. উত্তর: অ্যান্টিলোপ শ্রেণীর প্রাণী।
৭. উত্তর: যাকে বিশেষজ্ঞের নাম দিয়েছিল মাউস ডিয়ার ইন্ডিয়ার কেরালায়।
৮. উত্তর: প্লাটিনাম আরওয়ানা এই মাছটির দাম চার লাখ মার্কিন ডলার।
৯. উত্তর: কুমিরের কল্পিত রূপ।
১০. উত্তর: ঈগল এবং সিংহের সমন্বয়ে গ্রিফিন উদ্ভব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া হল👇
১)উত্তর:আর্জেন্টিনা।
২)উত্তর:ওয়াইর ফক্স টেরিয়ার প্রজাতির
৩)উত্তর : বিশেষ করে আর্কটিক দেশ গুলোতে কুকুরকে যানবাহনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
৪)উত্তর:পুরুষ হরিণের শিং নিয়মিত গজায় তবে এন্টিলোপেরটা না।আরেকটি হলো হরিণের শিং শাখাযুক্ত,এন্টিলোপেরটা না।
৫)উত্তর:নীল তিমি, খুনে তিমি।
৬)উত্তর:বসেলাফুস ত্রেগুক্যামেআস প্রজাতির।
৭)উত্তর : ইন্ডিয়ান স্পটেড চেভরটেইন। কর্ণাটক, কেরালা ছত্রিশগড়।
৮)উত্তর : প্ল্যাটিনাম আরোয়ানা। দাম আনুমানিক ৪ লক্ষ ডলার।
৯)উত্তর : কুমীর।
১০)উত্তর : ঈগলের মাথা আর সিংহের দেহ দুই মিলিয়ে গ্রিফিন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Your post has been rewarded by the Seven Team.
Support partner witnesses
We are the hope!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
I hope I guess the deadline correct again :)
This contest has been included in the daily Active Contest List
Follow & Resteem for more updates.
#ContestAlerts #winwithsteem
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উত্তরঃ
১. আর্জেন্টিনা।
২. ফক্স টেরিয়ার জাতের কুকুর।
৩. আলাস্কা।
৪. হরিণের শিং ঝরে যায় এবং নতুন ভাবে গজায়। কিন্তু অ্যান্টিপোপের শিং স্থায়ী হয়। ভেঙে গেলে আর গজানোর সম্ভাবনা নেই।
৫. ওরকা।
৬. নীল গাই অ্যান্টিলোপ জাতীয় প্রাণী।
৭. ইন্ডিয়ান স্পটেড চেভরটেইন। কর্ণাটক, কেরালা ছত্রিশগড়।
৮. হোয়াইট আরওয়ানা। চার লাখ মার্কিন ডলার।
৯. কুমির বা ডলফিনের কল্পিত রূপ।
১০. মাথা ও ডানা ঈগল পাখির মতো এবং দেহ সিংহের মতো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
My answer
Thanks
Greetings from Indonesia @cekbram
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
০১) উত্তর:- আর্জেন্টিনা।
০২) উত্তর:- ফক্স টেরিয়ার।
০৩) উত্তর:- যুক্তরাষ্ট্রের আলাস্কা, কানাডা এবং সাইবেরিয়া।
০৪) উত্তর:- নিজের প্রয়োজনে শিং ছোট করতে পারে অন্যদিকে এন্টিলোপ পারে না।
০৫) উত্তর:- অরকা (Orca) তিমি।
০৬) উত্তর:- হরিণ শ্রেনী ও স্তন্যপায়ী প্রাণী।
০৭) উত্তর:- মাউস ডিয়ার, ভারতের কেরালা রাজ্যে পাওয়া যায়।
০৮) উত্তর:- প্লাটিনাম আরোয়ানা, এভারেজ ৩ লাখ ডলারে বিক্রি হয়।
০৯) উত্তর:- শুশুক ।
১০) উত্তর:- সিংহ(প্রানী)ও ঈগল (পাখি)।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
০১। আর্জেন্টিনা।
০২। ওয়াইর ফক্স টেরিয়ার প্রজাতির কুকুর।
০৩। যুক্তরাষ্ট্র, গ্রীনল্যান্ড, ফিনল্যান্ড ও আইসল্যান্ড।
০৪। হরিণের শিং শাখাযুক্ত। তিন বা তিনের অধিক মুখী শিং তাছাড়া হরিণের শিং প্রতিবছর ঝড়ে গিয়ে আবার গজায়। অ্যান্টিলোপের দ্বিমুখী শিং এছাড়াও ইহার শিং স্থায়ী হয়, ভেঙে গেলে আর গজায় না।
০৫। কিলার হোয়েল বা খুনী তিমি যা মূলত 'অরকা' নামেই বেশি পরিচিত।
০৬। বসেলাফুস ত্রেগুক্যামেআস প্রজাতির প্রাণী।
০৭। ইন্ডিয়ান স্পটেড চেভরটেইন। কর্ণাটক, কেরালা, ছত্রিশগড়।
০৮। প্লাটিনাম অ্যারোওয়ানা মাছ। যার দাম প্রায় ৫.৭ বিলিয়ন ডলার।
০৯। কুমির বা ডলফিনের কল্পিত রূপ।
১০। সিংহ ও ঈগল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
1 - আর্জেন্টিনা
2 - কমিক্সে টিনটিনের অবিরাম সঙ্গী হল স্নোই নামে একটি সাদা তারের শিয়াল টেরিয়ার।
3- গ্রীনল্যান্ড এবং আলাস্কা
4 - হরিণের দুটি পায়ের আঙ্গুল সহ খুর থাকে, আর এন্টিলোপের তিনটি পায়ের আঙ্গুলের খুর থাকে।
5-ওরকা হত্যাকারী তিমি নামেও পরিচিত।
6- নীল গাই একটি হরিণ।
7- ভারতীয় দাগযুক্ত Chevartain. কর্ণাটক, কেরালা ছত্তিশগড়।
8-প্লাটিনাম অ্যারোওয়ানা। দাম আনুমানিক ৪ লাখ ডলার।
9-কুমির
10-একটি ঈগলের মাথা এবং একটি সিংহের শরীর সহ একটি গ্রিফিন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
১. আর্জেন্টিনায় পাওয়া যায়।
২. ওয়াইর ফক্স টেরিয়ার প্রজাতির কুকুর।
৩. আলাস্কা।
৪. হরিণের শিং ঝরে যায় এবং নতুন ভাবে গজায়। কিন্তু অ্যান্টিপোপের শিং স্থায়ী হয়। ভেঙে গেলে আর গজানোর সম্ভাবনা নেই।
৫. নীল তিমি।
৬. নীল গাই অ্যান্টিলোক জাতীয় প্রাণী।
৭. বিরল প্রাণীটি ইন্ডিয়ান স্পোটেড চেভরটেইন। এই প্রাণীটি পাওয়া যায় ভারতের ঝাড়খন্ড রাজ্যে।
৮. মূল্যবান এই রাক্ষুসে মাছটির নাম প্লাটিনাম অ্যারোওয়ানা অ্যাকোয়ারামা।
৯. কুমিরের একটি কাল্পনিক রূপ।
১০. ঈগল পাখির মাথা ও সিংহের দেহ মিলে নতুন গ্রিফিন উদ্ভব হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit