একগুচ্ছ অণুকবিতা "ফেসবুকের টুকরো কথা"

in hive-129948 •  2 years ago 


Copyright-free Image source : Pixabay


একগুচ্ছ অণুকবিতা "ফেসবুকের টুকরো কথা"



💘


♡ ♥💕❤

রাত জেগে ফেসবুকে কবিতা লিখি না আমি,
যখন মন চায় টুকরো কথার জাল বুনি ।
আবোল তাবোল, জীবনের টুকরো কথা,
হৃদয়ের যত জমানো গোপন ব্যাথা।
লিখে যাই যা মন চায়, দিন-রাত্রি,
সৃষ্টিছাড়া লেখার সৃষ্টির উল্লাসে আমি মাতি ।

এখানে বৃষ্টি নেই বারোমাস,
এখানে গাছেরা সবুজ নয়।
এখানে দিনে মরুভূমি,
রাতে ভীষণ তীব্র ব্লিজার্ড |

শেষ বিকেলের নরম আলো দ্রুত ফুরিয়ে আসছে ,
অস্তগামী বিদায়ী সূর্য্যের শেষ রশ্মি দ্রুত মুছে যাচ্ছে ।
এই মুঠিতে আমি ফুরিয়ে যাওয়া আলোকে বন্দী করতে চাই ।
বিশ্বসংসারের সবাই সময়ের অধীন হলেও,
শুধু সময় কারোও অধীন নয় ।
তাই, সময় ফুরিয়ে আসছে, বুঝতে পারছি ।
নিজ বিদায়ের পদধ্বনি ,
আজ নিজের কানেই ধ্বনিত হতে আমি শুনছি ।

এই বেশ ভালো আছি ।
ভালোবাসি, এতেই আনন্দ খুঁজে পাই;
কেন তাকে বলতে হবে ?
ভালোবাসি তোমায় !
বোঝে তো বুঝুক সে,
বলতে কেন হবে?
তাকে ভালোবেসে তৃপ্ত এ হৃদয়,
ভালো যদি সে নাও বাসে তবুও আমায়।

সকাল থেকেই আজ বৃষ্টি নেমেছে,
টবে রাখা শুষ্কপ্রায় গাছটি আজ ভিজছে ।
বেঁচে থাকার এই তো আনন্দ ।
ভালোবাসার বৃষ্টি যখন সিক্ত করে,
তখন খুঁজে পাওয়া যায় বেঁচে থাকার মানে ।

আমার শহরের বুকে আজ বৃষ্টি নেমেছে,
শুষ্ক মৃতপ্রায় এ মরুশহরের তেষ্টা মেটাতে ।
বৃষ্টির ফোঁটাগুলো নতুন জীবন এনেছে,
ইট-কাঠ-পাথরের হৃদয় আজ ভিজতে শিখেছে ।

♡ ♥💕❤


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

god bless you

দাদা আপনার প্রতিটি কবিতা পড়ে অনেক উৎসাহ এবং কিছু লেখার শক্তি পাই। তবে আমি কবিতা লেখা শুরু করেছি আপনার কবিতা গুলো থেকে শক্তি নিয়ে এবং নিজেকে কবি ভাবতে শুরু করেছি। জানিনা কখনো কবি হতে পারবো কি না?

দাদা সত্যিই অসাধারণ সব অনুকবিতা লিখেছেন। প্রত্যেকটা কবিতায় আমার কাছে খুবই ভালো লেগেছে। বেশ সুন্দর করে ছন্দ মিলিয়ে লিখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর অনুকবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

দারুন হয়েছে অনুকবিতা গুলো।তবে ভালোবাসার মরুভূমিতে বৃষ্টি নামুক,গাছেরা হোক সবুজ।

সকাল থেকেই আজ বৃষ্টি নেমেছে,
টবে রাখা শুষ্কপ্রায় গাছটি আজ ভিজছে ।
বেঁচে থাকার এই তো আনন্দ ।
ভালোবাসার বৃষ্টি যখন সিক্ত করে,
তখন খুঁজে পাওয়া যায় বেঁচে থাকার মানে ।

এটা বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ

চমৎকার লিখেছেন দাদা। বেশ ভালো লেগেছে পড়ে ।তবে সব থেকে বেশি ভালো লেগেছে চার নম্বর কবিতাটি। ঠিকই লিখেছেন যাকে ভালবাসেন তাকে বলতে হবে কেন? তাকে এমনিতেই বুঝে নিতে হবে। আসলে সত্যিকারের ভালোবাসাটা এমনই হয় যাকে ভালোবাসা যায় তাকে ভালোবেসেই হৃদয় তৃপ্ত হয় ,যদি সে ভালো নাও বাসে।তবে 5,6 নম্বর কবিতাটিও বেশ সুন্দর হয়েছে ।আমাদের এখানেও আজ অঝর ধারায় বৃষ্টি পড়ছে ।অবশেষে আপনিও বৃষ্টির দেখা পেয়েছেন বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

এখন আর ফেইসবুকে রাত্রিযাপন করি না আমি
এখন আর মেসেঞ্জারে বৃথাই নষ্ট করি না সময়
এখন আর ইমুতে অযথা যেতে ইচ্ছে করে না আমার
আমি পেয়ে গেছি আমার সোনালী সময়টুকু কাটানোর ভালোবাসার রং তুলির আচর
আর এম ই দাদার গড়া আমার বাংলা ব্লগ নামের পাঁঝর
আমার বাংলা ব্লগ দেখছি আমি যত
সীমাহীন ভালোবাসা ছড়িয়ে যাচ্ছে তত।

দাদা আপনার প্রত্যেকটা অনুকবিতা দারুন ছিল। আমিও চেষ্টা করেছি আপনার দেখায় আপনার অনুপ্রেরণায় একটা অনু কবিতা লিখার। জানিনা কতটুকু লিখতে পেরেছি। তবে আপনার মত কখনোই হবে না সেটাও ভালো করে জানি, তবুও চেষ্টা করি আর কি। আপনার কবিতার লেখার প্রশংসা কিভাবে করব তাও হয়তো আমার জানা নেই। আমাদেরকে এতগুলো অনুকবিতা উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম দাদা।

দাদা প্রত্যেকটি অনুকবিতা অনেক সুন্দর হয়েছে।

তবে ৪ নাম্বার অনুকবিতার

ভালোবাসি তোমায় !
বোঝে তো বুঝুক সে,
বলতে কেন হবে?

এই লাইনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলেই ভালোবাসার কথা মুখ দিয়ে বলতে হয়না যে বোঝার সে ঠিকই বুঝে নেয়।
ধন্যবাদ দাদা।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



সবগুলো কবিতার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে ৪ নাম্বার কবিতাটি। সত্যিই একতরফা ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে সেরা ভালোবাসা।

আহা ফেসবুক যেন হৃদয়ের উর্বর ভূমি, সকাল বিকেল সেখানে কাব্যের ছড়াছড়ি হি হি হি হি।

আমি ফেসবুকে খুঁজে পেয়েছি হৃদয়ের আবেগ
আমি ফেসবুকে খুঁজে পেয়েছি কবিতার আবেগ
আমি ফেসবুকে লিখেছি হৃদয়ের যত আবেগ
আমি কবিতার ছন্দে খুঁজেছি ভালোবাসার আবেগ।

আপনার অনুকবিতা গুলো জাস্ট অসাধারণ হয়েছে দাদা । সবগুলো কবিতাই পড়ে ভালো লাগলো ।

বিশ্বসংসারের সবাই সময়ের অধীন হলেও,
শুধু সময় কারোও অধীন নয় ।

শুধু সময়ে যেন আমাদের অধীনে নয় । সময় সময়ের নিয়মে চলে যাচ্ছে আমাদের জীবন থেকে ।

৪ নাম্বার অনু কবিতাটি পড়ে ভাল লাগলো দাদা । আসলে সে যদি না ভালোবাসে তাহলে তৃপ্ত এ হৃদয় । কিন্তু কয়জনইবা হৃদয় তৃপ্ত হতে পারে ! সবসময় তাকে একটি অস্বস্তিতে যদি সে না বুঝে যে তাকে ভালবাসে।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

এমনটা স্বভাব খুব যে খারাপ , তা কিন্তু না । যেহেতু লেখার জায়গা আছে, তাই লিখে যান হয়তো আমরাও পড়ে মজা পাই । এটা সত্য যে , আপনার লেখায় যুক্তি আছে সঙ্গে আছে ধার । এজন্যই ফিরে আসি বারবার হয়তো এখানে নতুবা ফেসবুকে ।

বেশ ভালই লিখেছেন কথাগুলো ভাই ।

প্রত্যেকটা অণুকবিতা আমি পড়লাম আবার অনেক ভালো লাগলো সত্যি দাদা আসলে আপনার প্রতিভার যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায়। আপনি খুবই সুন্দর কবিতা লেখেন। আপনার এই অণু কবিতা গুলো আমার অনেক ভালো লেগেছে, পড়তে অনেক মজা পেয়েছি।

প্রত্যেকটি অনুকবিতা অসাধারণ হয়েছে দাদা। সত্যি বলতে ভালোবাসা একটি অনুভুতির এবং এই অনুভূতিটি শুধুমাত্র তারাই অনুভব করতে পারে যে সত্যিই অন্যকে ভালবাসতে পারে। দাদা আপনার প্রত্যেকটি কবিতার মধ্যে ভালবাসার লুকিয়ে ছিল।

দাদা প্রশ্ন কবিতা গুলো আমার কাছে খুব ভালো লাগে। অল্প কয়েকটা লাইনের মধ্যে চমৎকার একটা গল্প তৈরি হয়ে যায়। মাত্র কয়েকটা শব্দের মধ্যে পুরো বিষয়টাকে ফুটিয়ে তোলা খুব সহজ কথা নয়। এই অসম্ভব কাজটা কে আপনি অবলীলায় সম্ভব করে তোলেন। প্রত্যেকটি অনুকবিতা আমার ভালো লেগেছে। দাদা ছোট ছোট এই কবিতা গুলোর মধ্যে দারুন একটা ফিল আছে। অনু কবিতা গুলোর জন্য অসংখ্য ধন্যবাদ।

কবিতাটি কয়েক বার পড়েছি দাদা যেটা পড়ে সত্যিই নিজের মধ্যে জীবনের সকল স্মৃতিবিজড়িত স্মৃতিচারণ যা উপলব্ধি করতে পেরেছি। আসলেই কবিতাগুলো বাস্তব জীবনের কিছু অর্থবহ বিষয় উপলব্ধি করায়। যেটা আপনার কবিতা পড়ে বুঝতে পারি। প্রত্যেকটা কবিতা নিজেকে ভাবায় খুবই ভালো লাগলো দাদা আপনার লেখা কবিতা।

ভালোবাসার বৃষ্টি যখন সিক্ত করে,
তখন খুঁজে পাওয়া যায় বেঁচে থাকার মানে ।

অগোছানো মৃত প্রায় জীবনে যখন ভালোবাসা নামক বৃষ্টি এসে ভিজিয়ে দেয়, তখন জীবন আবার নতুন রূপে সজ্জিত হয়। ভালো ছিলো আপনার ৫ নাম্বার কবিতাটি। ভালোবাসা অবিরাম দাদা।

বাহ,খুবই সুন্দর হয়েছে গুচ্ছ অনুকবিতাগুলি।আসলে সময় কখনো থেমে থাকে না নিজ গতিতে চলতে থাকে।আর ভালোবাসার মানুষকে সবসময় মুখ ফুটে বলার প্রয়োজন হয় না বুঝে নিতে হয়।তাছাড়া একতরফা ভালোবাসার মাঝে আলাদা একটি তৃপ্তি আছে।অনেক ধন্যবাদ দাদা।

এখানে বৃষ্টি নেই বারোমাস,
এখানে গাছেরা সবুজ নয়।
এখানে দিনে মরুভূমি,
রাতে ভীষণ তীব্র ব্লিজার্ড |

কবির হৃদয়ের আকাশ আজ মনে হচ্ছে মেঘাছন্ন । তাই হয়তো কবি মেঘাছন্ন কিন্তু বৃষ্টিহীন মনের ফ্যাকাসে হয়ে যাওয়া গাছেরা মুরুভূমির শেষ প্রান্তে দাড়িয়ে ।

আবারো বৃষ্টি হবে ভিজবে সারা শহর
গাছের পাতার জাগবে ফুটবে ফুল টগর

ভাল থাকবেন দাদা । শুভেচ্ছা ও ভালবাসা নেবেন।

I voted for your post ..

kindly support me ,,thx

https://steemit.com/@the-dream

⚠️ God has said in the Quran:

🔵 { O mankind, worship your Lord, who created you and those before you, that you may become righteous - ( 2:21 )

🔴 [He] who made for you the earth a bed [spread out] and the sky a ceiling and sent down from the sky, rain and brought forth thereby fruits as provision for you. So do not attribute to Allah equals while you know [that there is nothing similar to Him]. ( 2:22 )

🔵 And if you are in doubt about what We have sent down upon Our Servant [Muhammad], then produce a surah the like thereof and call upon your witnesses other than Allah, if you should be truthful. ( 2:23 )

🔴 But if you do not - and you will never be able to - then fear the Fire, whose fuel is men and stones, prepared for the disbelievers.( 2:24 )

🔵 And give good tidings to those who believe and do righteous deeds that they will have gardens [in Paradise] beneath which rivers flow. Whenever they are provided with a provision of fruit therefrom, they will say, "This is what we were provided with before." And it is given to them in likeness. And they will have therein purified spouses, and they will abide therein eternally. ( 2:25 )

⚠️ Quran

🔵THE MEANING OF LIFE "SPOKEN WORD"🎬👇🏼