কবিতা "ভালোবাসা"

in hive-129948 •  2 years ago  (edited)


Copyright-free Image source : Pixabay


কবিতা "ভালোবাসা"



💘


♡ ♥💕❤

ভালোবাসা আমার জীবনে, আমার কাছে,
একটি কবিতার খাতার মতো;
যার অনেকগুলো পাতা সাদা রয়ে গিয়েছে ।
কালির আঁচড় পড়েনি তাতে বহুদিন ।
বিবর্ণ, জীর্ণ পাতাগুলি মুড়ে রাখা ।

পঠিত হয়নি তার কবিতাগুলো বহুকাল,
লোকচক্ষুর অন্তরালে, আত্মগোপনকালে,
হঠাৎ সে এলো, এক অচেনা অতিথি ।

তার করস্পর্শে মাকড়শার জাল ছিন্ন করে,
কবিতার খাতাটি হলো উন্মুক্ত ।
জীর্ন পাতাগুলি যেন প্রাণ ফিরে পেলো,
এতকাল পরে কেউ তাকে পড়লো ।

সাদা পাতাগুলি আজ বড়ই চঞ্চল,
কেননা তাদের শূন্য গর্ভ উঠবে ভরে
আবার ছন্দ আর কবিতায় ।

অচেনা সে অতিথি কবিতাগুলি চিনে নিতে ব্যস্ত,
একটি একটি কবিতাকে সে বন্দী করেই চলেছে,
তার হৃদয়ডোরে আজ কবিতারা আবদ্ধ ।

মলিন কবিতার খাতা আজ প্রাণ ফিরে পেয়েছে,
নব ছন্দে, নব মাধুর্য্যে কাব্যের ভাষা আজ আগলবিহীন;
নব নব সৃষ্টির উল্লাসে মত্ত ।

♡ ♥💕❤


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কিছু ভালোবাসার কবিতার খাতা মত হয়ে থাকে।যার পৃষ্ঠা গুলোর মধ্যে কলমে কালির দাগ এখনো পড়ে নি। হয়তো এমন সাদা পৃষ্ঠা হয়ে পড়ে থাকবে, নয়তো নতুন করে লেখা হবে। দাদা, আপনার লেখা কবিতাগুলো সত্যিই সত্যি অনেক সুন্দর। খুব সুন্দর ভাবে মিলিয়ে মিলিয়ে আপনি কবিতাগুলো লিখেন আর কবিতা গুলো পড়লে সত্যি যেন কেমন মন চঞ্চল হয়ে যায়। দাদা, আপনি আপনার প্রতিটা কবিতা মনের খুব গভীর থেকে লিখেন তাই হয়তো এত সুন্দর হয়। দাদা, আপনার কবিতার এই অংশটি আমার খুবই ভালো লেগেছে।

মলিন কবিতার খাতা আজ প্রাণ ফিরে পেয়েছে,
নব ছন্দে, নব মাধুর্য্যে কাব্যের ভাষা আজ আগলবিহীন;
নব নব সৃষ্টির উল্লাসে মত্ত ।

দাদা, এমন সুন্দর সুন্দর আরো কবিতা আপনার থেকে পেতে চায়। কারণ এই কবিতা গুলোর যেন আমার মন কথা গুলো খুঁজে পায়। ধন্যবাদ দাদা, এত সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।।💐

ভালোবাসা আমার জীবনে, আমার কাছে,
একটি কবিতার খাতার মতো;
যার অনেকগুলো পাতা সাদা রয়ে গিয়েছে ।
কালির আঁচড় পড়েনি তাতে বহুদিন ।

ভালোবাসা নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন দাদা, আসলে আপনার কবিতাগুলো পড়ে খুবই ভালো লাগে। আপনার আজকের কবিতা পড়ে খুবই ভালো লাগলো। কবিতার ভাষা গুলো অসাধারণ, ভালোবাসার বহিঃপ্রকাশ কবিতার মাধ্যমে ফুটে উঠেছে, শুভকামনা রইল।

ভালোবাসা আমার জীবনে, আমার কাছে,
একটি কবিতার খাতার মতো;
যার অনেকগুলো পাতা সাদা রয়ে গিয়েছে ।
কালির আঁচড় পড়েনি তাতে বহুদিন ।

আসলেই দাদা এক জীবনে কি কাউকে সবটুকু ভালোবাসা দেয়া সম্ভব। মন বদলায়, ভালোবাসা বদলায়। যাকে পরিমাপ করা যায় না, ধরা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায় তাকে ব্যাখ্যা করা আসলেই কঠিন।

খুব সুন্দর কবিতা লেখেন আপনি দাদা। পুরো কবিতাটা খুব মনোযোগ দিয়ে পড়লাম। খুব সুন্দর হয়েছে আজকের লেখা। যদিও আপনার সব লেখা গুলোই ভালো। এবং আমি চেষ্টা করি আপনার সব লেখা গুলো পড়বার। আপনার জন্য শুভ কামনা রইলো দাদা।

বাহ দাদা দারুন কবিতা লিখেছেন। কবিতাটি ভালো ভাবে বুঝার জন্য ২-৩ বার পড়লাম বেশ ভালো লাগলো। আপনি সত্যিই দারুণ কবিতা লেখেন দাদা। ধন্যবাদ।

তোমার কবিতাগুলো পড়ে আমি হই মুগ্ধ,
মাঝে মাঝে চোখ আমার হয় অশ্রুসিক্ত।
এই ভালো লাগায় আরো পড়ার দাবি জানায়
আমার এ মন।

দাদা আপনার কবিতাগুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই। ভালোই লাগে পড়তে আর গভীর ভাবে ভাবতে৷ আপবার পরবর্তী কবিতার অপেক্ষায় রইলাম।
শুভকামনা রইল। 🙂

দাদা আপনার কবিতাটি পরে আমার খুব ভালো লাগলো। কবিতার প্রত্যেকটি লাইন আমার হৃদয় স্পর্শ করেছে। কবিতাটির বিষয়বস্তু ভালোবাসা আর তাই প্রতিটা ছন্দে ছন্দে ভালোবাসার আঁচ পাওয়া যায়।আপনি খুব চমৎকার করে কবিতার সাদা পাতার সাথে আমাদের মনকে মিলিয়ে দিয়েছেন। ভালোবাসার সংস্পর্শে কবিতার ছন্দে মত মন চঞ্চল হয়ে উঠবে এটা একদম সত্যি। ধন্যবাদ দাদা আমাদের মাঝে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

আপনার কবিতাগুলো সহজ ভাষায় লিখা থাকে যার জন্য পড়তে খুব ভালো লাগে। আজকের কবিতাটিতে অন্য রকম এক মাধুর্য রয়েছে। অসম্ভব ভালো লেগেছে আমার কাছে আজকের কবিতাটি।

ভালোবাসা এর পরিধি বিশাল। ভালোবাসা নিয়ে একেক কবি ও সাহিত্যেক একেক রকমের লেখনী লিখেছেন। যাই হোক আপনার কবিতা ভালবাসা পড়ে মনে হল, কোন প্রেমিক দীর্ঘদিন অপেক্ষার পর নব্য ভালোবাসার সূচনা করতে যাচ্ছে। আপনার জন্য শুভকামনা সর্বদা।

ভালোবাসা নিয়ে লেখা কবিতাগুলো পড়ার প্রতি অন্যরকম একটা ফিলিংস থাকে।

সাদা পাতাগুলি আজ বড়ই চঞ্চল,
কেননা তাদের শূন্য গর্ভ উঠবে ভরে
আবার ছন্দ আর কবিতায় ।

বলতে গেলে ভালোবাসার এক নতুন রূপ এর বহিঃপ্রকাশ। আপনার সুন্দর লেখনি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।

নির্জীব হৃদয়ে ফিরলো স্পন্দন
কারো উপস্থিতিতে বেড়ে গেলো কম্পন
ফ্যাকাশে হয়ে যাওয়া কবিতার খাতায়
রঙিন আবহে জেগে উঠা ভালোবাসায়।

আহা কি কবিতা দাদা, কারো অপেক্ষায় হৃদয়ে ভাব আসে না, কবিতাগুলো ছন্দে ফেরে না। দারুণ দাদা, দারুণ।

কবিতাটি বেশ সুন্দর। ভালবাসা সত্যি কি খাতার মতো।প্রতিটি লাইন বেশ সুন্দর।

ভালোবাসা আমার জীবনে, আমার কাছে,
একটি কবিতার খাতার মতো;
যার অনেকগুলো পাতা সাদা রয়ে গিয়েছে ।
কালির আঁচড় পড়েনি তাতে বহুদিন ।
বিবর্ণ, জীর্ণ পাতাগুলি মুড়ে রাখা ।

ভালো ছিলো লাইনগুলো।ধন্যবাদ।

জানেন তো দাদা, ভালবাসায় যারা সার্থক
এমন মানুষদের লেখার মাঝে একটা অন্যরকম অনুভূতি থাকে। ভালোবাসা খুয়ে পথে হারানো ছেলেটাও নতুন করে ভালবাসতে চায়। ইচ্ছে করে আরেকটা বার নতুন করে ভালবাসায় জীবন টা রাঙ্গাতে। কিন্তু পা ফেলতে ভীষণ ভয় হয়। মনে যে দাগ লেগে গেছে কখনো যে মুছে যাবে না।

একটা অন্যরকম লেখা ছিল দাদা। হয়তো অনেককে নতুন করে ভালবাসতে উৎসাহিত করবে।

এত ভারী কথা বোঝা দায়,
তবে কবির যে ভালোবাসা পাওয়া জরুরি
তা একটু হলেও আন্দাজ করতে পারি,
কবির জীবন প্রেমময় হয়ে উঠুক
এমন প্রত্যাশাই রইল ।।

শুভাকাঙ্ক্ষী

আমি মাঝে মাঝে ভাবি,আমাদের এডমিন কবির মনে কতই না ভালোবাসা!কতই না আবেগ!
নিত্যদিন এমন নিদারুণ কবিতা আমাদের মাঝে দিয়েই চলেছে,অন্ত নেই।
সাদা পাতাগুলো ভরে উঠুক কবির কালির ছোয়ায়।শুভ কামনা রইলো দাদা 🥰

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



ভালোবাসা আমার জীবনে, আমার কাছে,
একটি কবিতার খাতার মতো;
যার অনেকগুলো পাতা সাদা রয়ে গিয়েছে ।
কালির আঁচড় পড়েনি তাতে বহুদিন ।
বিবর্ণ, জীর্ণ পাতাগুলি মুড়ে রাখা ।

প্রতিটি লাইনে ভালোবাসা মাখানো , ভালোবাসা ছাড়া জীবন ধূলো ভরা পরে থাকা বইয়ের মতো ,যখনি ভালোবাসা আসবে সব কিছু জেগে উঠবে , ধুলো পড়া বইয়ের সুন্দর্য ও ফুটে উঠবে। দারুন কবিতা।

সাদা পাতাগুলি আজ বড়ই চঞ্চল,
কেননা তাদের শূন্য গর্ভ উঠবে ভরে
আবার ছন্দ আর কবিতায় ।

দাদা আমি আশা করি আপনার কবিতার সাদা পাতা গুলো খুব শীঘ্রই রঙ্গিন কালি দিয়ে ভরে যাক। আপনি আমাদের মাঝে মনে গেঁথে থাকার মত ভালোবাসার একটি কবিতা শেয়ার করেছেন। কবিতাটি পড়ে সত্যিই আমি মুগ্ধ। দাদা এমন ভালোবাসার কবিতা ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো প্রত্যাশাই রইলাম❤️❤️❤️

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

মলিন কবিতার খাতা আজ প্রাণ ফিরে পেয়েছে,
নব ছন্দে, নব মাধুর্য্যে কাব্যের ভাষা আজ আগলবিহীন;
নব নব সৃষ্টির উল্লাসে মত্ত ।

কবিতার খাতায় যদি কবিতা লেখা না হয় তাহলে সেই খাতাটা যেন নিষ্প্রাণ হয়ে যায়। দাদা আপনি কিভাবে যে এতগুলো ভাষা এতগুলো চিন্তা ধারা নিয়ে কবিতা লেখেন তা আমি ভাবতে থাকি ।অবশ্য যারা কবিতা লিখতে পারে তাদের কাছে হয়তো বা সকল ভাবনাতে কবিতার ছন্দ ভাসে। খুব ভালো লাগে আপনার কবিতাগুলো পড়তে।

ভালোবাসা আর কবিতার মধ্যে বেশ মিল পাই আমি কেনো জানিনা।ভালোবাসা যেমন খুব যত্নের,কবিতাও ঠিক তাই।

প্রথমেই বলি দাদা এত সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কবিতার মধ্যে অনেক গভীরতা ছিল, কেন জানি আমার জীবনের সাথে এই কবিতাটির অনেকাংশে মিলে যায়। তবে ভালোবাসা মানে, না পাওয়ার একটি বেদনা।

দাদা আপনার লেখায় মুগ্ধ হয়ে যাচ্ছি প্রতিনিয়ত

ভালোবাসা আমার জীবনে, আমার কাছে,
একটি কবিতার খাতার মতো;
যার অনেকগুলো পাতা সাদা রয়ে গিয়েছে ।
কালির আঁচড় পড়েনি তাতে বহুদিন ।
বিবর্ণ, জীর্ণ পাতাগুলি মুড়ে রাখা ।

ভালবাসার ছোয়ায় ভরে উঠুক কবিতার সাদা পাতা
ভালবাসার ছোয়ায় ফোয়ারা ছুটুক কলমের কালিতে
নতুন করে রচিত হোক হৃদয়ের না বলা কথা
নতুন করে প্রান ফিরে পাক বিবর্ণ জীর্ন পাতাগুলো
ভালবাসা তুমি ফিরে আসো সত্যিকারের ভালবাসা হয়ে।

ধন্যবাদা ভাল থাকবেন।মূলত কবিতা লেখা কঠিন আর আপনি সেই কঠিন কাজটি করে যাচ্ছেন প্রতিনিয়ত । ভাল লাগে পড়তে । ভাল থাকবেন । শুভেচ্ছা ও ভালবাসা রইল দাদা।

কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি, অনেক রোমান্টিক একটি কবিতা ছিল, যেখানে প্রথমে ভালবাসা না পাওয়ার আক্ষেপ এবং পরবর্তীতে নতুন করে ভালোবাসা, সব মিলিয়ে অসাধারণ ছিল আপনার কবিতার মূলভাব।

ভালোবাসা নিয়ে অসাধারণ সুন্দর একটি কবিতা তুমি আমাদের সাথে শেয়ার করলে দাদা।নতুন ছন্দে নতুন একটি কবিতা তুমি আজ আমাদের উপহার দিলে।
কবিতার প্রতিটি লাইন সুন্দর একটি অর্থ বহন করে। পড়ে খুব ভালো লাগলো। কবিতার শুরুর লাইনগুলো প্রথমে পড়েই আলাদা একটা অনুভূতি পেলাম।

ভালোবাসা আমার জীবনে, আমার কাছে,
একটি কবিতার খাতার মতো;
যার অনেকগুলো পাতা সাদা রয়ে গিয়েছে ।
কালির আঁচড় পড়েনি তাতে বহুদিন ।
বিবর্ণ, জীর্ণ পাতাগুলি মুড়ে রাখা ।

বাহ,খুবই সুন্দর ভালোবাসার কবিটাখানি দাদা।যেখানে কবিতার খাতায় গুচ্ছ গুচ্ছ ভালোবাসার ছন্দ স্থান খুঁজে পায়, সাদা পাতাগুলো ছন্দের জাদুতে ভরে যায়।শেষ তিন লাইন ভীষণ ভালো লেগেছে আমার কাছে,ধন্যবাদ দাদা।

দাদা আসলে আমার জানা মতো ভালোবাসার বিষয় ভাবে কেউ এখনে ব্যাখা দিতে পারে নাই। অনেক কবি ,সাহিত্যিক অনেক ভাবে বুঝিয়েছেন।আপনি চমৎকার করে কবিতা লিখছেন। অনেক ধন্যবাদ দাদা।

পঠিত হয়নি তার কবিতাগুলো বহুকাল,
লোকচক্ষুর অন্তরালে, আত্মগোপনকালে,
হঠাৎ সে এলো, এক অচেনা অতিথি।>

আসলেই দাদা সত্যিই বলছেন পরিচিত কোন জিনিস যদি দীর্ঘদিন দেখা বা সর্স্শে না আসে তাহলে তা পুরোই অচেনা মনে হয়।

Poetry is one of the purest form of self-expression and it’s a great medium to show your thoughts on the matter. I really applaud your way with words that are not only relatable but also inspiring.

বিরহ যেখানে প্রেমের সূচনা
মন্দ বলে কিছু নাই,
অসময়ে ফিরে এল প্রেম
তারে আলিঙ্গন জানাই।।

উচাটন মন শান্ত হয়ে তারে
বুকে টেনে নিতে চায় বারেবার
হাজার বার ফিরে আসুক আগ্রহ
খোলা আছে আমার মনের দুয়ার।

কবিতার খাতায় ভালোবাসা
হয়ে আছে বন্দি,,
অতিথি আর কবিতা মিলে
বেশ হয়েছে সন্ধি।

কবিতাগুলো বহুদিন পর
ফিরে পেল প্রাণ,,
চারিদিকে ছড়িয়ে গেল
সুভাষিত ঘ্রাণ।

সাদা পাতার ভাঁজে ভাঁজে
ছন্দরা সব খেলায়
চঞ্চলতা দোল দিয়ে যায়
বেলা অবেলায়♥♥

সৃষ্টি সুখের উল্লাসে আজ
খাতাটি পেলেও প্রাণ,,,
নব সুখের আনন্দরা-
বিলিয়ে দিচ্ছে ত্রাণ,,,,,,
♥♥

আমার মনে হয় সবার জীবনেই অন্তত একবার হলেও ভালোবাসার আগমন হওয়া উচিত। ভালোবাসায় জীবন সিক্ত করে দিক। কালির আঁচড় পড়ুক জীবনের সবকটি
বিবর্ণ, জীর্ণ পাতাগুলিতে।

poem feeling words touching my heart

মলিন কবিতার খাতা আজ প্রাণ ফিরে পেয়েছে,
নব ছন্দে, নব মাধুর্য্যে কাব্যের ভাষা আজ আগলবিহীন;
নব নব সৃষ্টির উল্লাসে মত্ত ।

যাক আবার প্রাণ ফিরে পেলো তাহলে। ভালোবাসা আসলে কবিতার খাতার মতোই দাদা। আমাদের জীবনে যখন এমন একজন আসে তখন খাতার সাদা পৃষ্ঠাগুলো যেন পূর্ণতা পায়। এভাবেই বেচেঁ থাকুক ভালোবাস, সৃষ্টির উল্লাসে হোক মত্ত। ❤️

প্রেম হোক ছন্দের। প্রেম এভাবেই ধীরে-ধীরে এসে মনের অতলে পড়ে থাকা সাদা খাতায় একটা গোলাপ হয়ে ফুটে উঠুক!

  ·  2 years ago Reveal Comment