এলোমেলো চিন্তা, মন ভালো নেই

in hive-129948 •  3 years ago 


Copyright Free Image Source : Pixabay


গতকাল দুপুরের পর থেকে আমার মন খুবই বিক্ষিপ্ত হয়ে রয়েছে । গভীর উদ্বেগ আর উৎকণ্ঠায় ছেয়ে আছে মন । এতটা টেনশনে এর আগে কোনোদিন পড়িনি । খুবই কাছের রক্ত সম্পর্কের প্রিয়জনের শারীরিক অসুস্থতা হেতু মন ভীষণ খারাপ আমার । টেনশনে টেনশনে শেষ হয়ে যাচ্ছি ।

কাল সারাদিন কাজের মধ্যে ডুবে থাকার চেষ্টা করেছি মনকে কিছুটা টেনশন থেকে রিলিফ দিতে । বাট, ব্যর্থ হয়েছি । পোস্ট লেখার মতো মানসিক জোর আমার নেই এখন । তাও, আপ্রাণ চেষ্টা করছি কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে । আশা করছি সব কিছুই দ্রুত ঠিক হয়ে যাবে । এই সঙ্কট থেকে পরিত্রাণ পাবো আমরা ।

মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থণা করছি যেন সব কিছু আবার আগের মত স্বাভাবিক হয়ে যায় । একটু একটু আশার আলো দেখছি আমরা । আপনাদের সবার কাছেও অনুরোধ করছি একটু প্রার্থণা করবেন আমাদের জন্য । এই গভীর সংকট থেকে যেন পরিত্রাণ মেলে আমাদের ।

প্রায় ২৪ ঘন্টা হতে চললো, অবস্থার সামান্য উন্নতি হয়েছে শুধু । আমরা সবাই করজোড়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি যেন আজকে গতকালকের চাইতেও আজকে অবস্থার ব্যাপক উন্নতি হয় । এই সপ্তাহের মধ্যেই যাতে এই বিপদ কাটাতে পারি ।

আর কি লিখবো ! কিছুই মাথায় আসছে না এখন । টেনশনে ব্রেইন কাজ করছে না আমার। মাঝে মাঝেই হাত পা ঠান্ডা হয়ে আসছে, বুক ধড়ফড় করছে । কাজ, কাজের মধ্যে ডুবে থাকার আপ্রাণ চেষ্টা করছি । তাও, তো টেনশন কমে না একবিন্দু ।

চারটি ভাইটাল প্রব্লেম এর মধ্যে লাস্ট খবর পাওয়া অব্দি দুটো প্রব্লেম এর উন্নতি হয়েছে । বাকি দুটি এখনো ক্রিটিক্যাল পজিশনে আছে । গত ২৪ ঘন্টায় এই দুটি crucial অবস্থার উন্নতি হওয়াতে ধন্যবাদ জানাই মহান সৃষ্টিকর্তা'র কাছে । তাঁর কাছে করজোড়ে আমি এই প্রার্থনাই করি যেন বাকি দুটি crucial অবস্থার উন্নতি নেক্সট ২৪ ঘন্টার মধ্যে হয় । তাহলেই এই বিপদ থেকে নিষ্কৃতি মেলে আমাদের ।

আমাদের জন্য সবাই একটু মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন, এ বিপদ যেন কেটে যায় আমাদের ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি যেন তিনি তাড়াতাড়ি আপনার প্রিয় জনকে সুস্থ করে আপনার কাছে পিরিয়ে আনে। সৃষ্টি কর্তা যেন আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করে।

image.png

Thank You for sharing Your insights...

খুবই কাছের রক্ত সম্পর্কের প্রিয়জনের শারীরিক অসুস্থতা হেতু মন ভীষণ খারাপ আমার ।

আমরা সবাই মিলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি তিনি যেনো এই বিপদ থেকে রক্ষা করেন। আপনার প্রিয় জনের শারিরীক সুস্থতা কামনা করছি। দাদা, সত্যি আপনার পোস্টটি পড়ে মনটা অনেক খারাপ হয়ে গেলো। তবে আশা করি আমাদের দু'আ আর্শিবাদে আপনার সব বিপদ মহান সৃষ্টিকর্তা দূর করে দিবেন। আর আপনি নিজেকে শক্ত করুন। এই সময়ে ভেঙে পড়লে চলবে না। 😔

প্রিয় দাদা, মহান সৃষ্টিকর্তার কাছে আকুল আবেদন করছি তিনি যেন খুব দ্রুত আপনার প্রিয়জনকে সুস্থতা দান করেন। এবং আপনার মনে প্রশান্তি ফিরিয়ে নিয়ে আসেন।আপনার পোস্টটি পড়ে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল।আপনি কেন সালের ছটফট করছে জেনে আমার মনটাও প্রায় অশান্ত হয়ে গিয়েছিল।আমার বাংলা ব্লগ পরিবারের সবাই মিলে দোয়া করছি খুব দ্রুতই যেন সব কিছুই স্বাভাবিক হয়ে যায়।আর আপনার মনটা শান্ত হয়ে যায়।দুশ্চিন্তা করবেন না দাদা নিশ্চয়ই খুব দ্রুত সবকিছু ঠিক হয়ে যাবে♥♥♥

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Thank You for sharing...

দাদা আপনি খুবই টেনশনে আছেন এবং মানসিক চাপের মধ্যে আছেন এ কথাটি শুনে আমার খুবই খারাপ লাগছে।আমি একদম ইমোশনাল হয়ে গেছি দাদা।আসলে দাদা আপনার মন খারাপ থাকলে আমাদের সকলেরও মন খারাপ হয়ে যায়।মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি যে আপনি যেন আপনার সকল সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে পারেন।মহান সৃষ্টিকর্তা যেন আপনাকে এবং আপনার পরিবারকে সবসময় সুস্থ এবং হাসিখুশি রাখেন।সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা রইলো।🙏🙏🙏

Thank You for sharing...

খুবই কাছের রক্ত সম্পর্কের প্রিয়জনের শারীরিক অসুস্থতা হেতু মন ভীষণ খারাপ আমার ।

দাদা বিষয়টি শুনে সত্যি খুবই মর্মাহত হলাম, এই জন্য হয়তো কাল আপনাকে খুব একটা দেখতে পাই নাই। আমাদের এখন একটাই করার আছে, সেটা হলো আন্তরিকতার সাথে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা, দুটো প্রবেলেম এর উন্নতি যেহেতু হয়েছে আমরা দোয়া করছি বাকি দুটোও ক্রিটিক্যাল পজিশন হতে ভালো অবস্থায় চলে আসবে। আমিন।

আমিন

দাদা খবরটি শুনে খুবই খারাপ লাগলো। আজ সকাল থেকেই আপনাকে কোথাও লিখতে দেখি নি। ভেবেছিলাম হয়তো আপনি খুব ব্যস্ত আছেন। কিন্তু এই খারাপ সংবাদটি শুনে সত্যিই মনটা ভার হয়ে গেলম। দুশ্চিন্তা করবেন না দাদা। সৃষ্টিকর্তা নিরাশ করবেন না । সবকিছু ঠিক হয়ে যাবে । 🙏

দাদা অন্তরের অন্তস্থল থেকে আপনার প্রিয়জনের সুস্থতা কামনা করছি। আপনার মন ভালো না থাকলে আমাদের বাংলাব্লগ পরিবারের কারোই মন ভালো থাকার কথা নয়। আশাকরি বাংলাব্লগের প্রত্যেকটি সদস্য তাদের অন্তর থেকে আপনার জন্য আর আপনার প্রিয়জনের জন্য প্রার্থনা করবেন। যেন সৃষ্টিকর্তা খুব তাড়াতাড়ি তাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন। দুশ্চিন্তামুক্ত সদা হাসি খুশি আমাদের দাদাকে আমরা দেখতে চাই। অন্তর থেকে শুভকামনা রইল🙏

Thank You for sharing...

প্রিয় মানুষের অসুস্থতার কথা শুনলে নিজেকে ঠিক রাখা যায় না। আসলে এরকম পরিস্থিতির মধ্যে কারোরই মাথা ঠিক থাকে না। সৃষ্টিকর্তা যেহেতু সমস্যা দিয়েছেন তাই তিনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে সহায়তা করবেন। দাদা আপনি অনেক টেনশনের মধ্যে সময় কাটাচ্ছেন এটা আমরা বুঝতে পারছি। সৃষ্টিকর্তার কাছে আমরা সকলেই প্রার্থনা করি তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন। আমরা সকলেই প্রার্থনা করছি সৃষ্টিকর্তার কাছে। আমরা এতগুলো মানুষ উনার জন্য প্রার্থনা করছি তিনি অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। 🤲🤲

দাদা সৃষ্টিকর্তা বিপদ দেয়, আবার সৃষ্টিকর্তায় উদ্ধার করে। নিজেকে এতটা ভেঙে পড়বেন না। আমরা সবাই তো আছি উপরওয়ালার কাছে দুহাত তুলে আপনার জন্য এবং আপনার পুরো পরিবারের জন্য দোয়া করি সব সময়। তবে আপনাকে শক্ত হতে হবে। এবং উপরওয়ালা হয়তো আপনাকে পরীক্ষা করছে। আমারও একই অবস্থা আমি অসুস্থ তেমন কিছু লিখতে পারছি না, তবে আপনার পুরো পরিবারের জন্য দুই হাত তুলে রোজা রেখে সৃষ্টিকর্তার কাছে এটুকুই প্রার্থনা করি আল্লাহ্ ও আপনার পরিবারের মঙ্গল করুন।

Thank You for sharing...

দাদা মন থেকে সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক প্রার্থনা করছি যেন আপনার প্রিয় জন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। দুটো অবস্থার উন্নতি যেহেতু হয়েছে আশা করছি বাকি দুটো খুব শীঘ্রই হয়ে যাবে ।সবাই আবার আগের মত সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। আপনাদের সব টেনশন যেন খুব দ্রুত দূর হয়ে যায় যেন মানসিক শান্তি ফিরে আসে সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনা করছি ।ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন এটাই আমাদের সব সময়ের চাওয়া।

😭😭😭 এর আগে সত্যি আপনাকে এভাবে কখনো বলতে শুনিনি। তবে দাদা চিন্তা করবেননা অনেক মানুষের দোয়া আছে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আমার মার অবস্থা খুব খারাপ ছিল সবাই এত দোয়া করেছে তিনি আজ প্রায় সুস্থ। আমরা দোয়া করি এ রমজান মাসের উসিলায় সৃষ্টিকর্তা তাকে সুস্থ করে দিন আমীন। দাদা আপনার পাশে আমরা আছি আপনি এত চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।

প্রিয় দাদা, আপনার বিষয়টি শুনার পর আমার অনেক খারাপ লাগতেছে, সৃষ্টি কর্তার কাছে আকুল আবেদন যে আপনার সমস্যা যেনো খুব দ্রুত ঠিক হয়ে যায়, দুইটি সমস্যার উন্নতি যাতে হয়েছে আমরা সবাই আশা বাদি খুব শীঘ্রই বাকি দুটি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ, সৃষ্টি কর্তার কাছে আবারও প্রার্থনা করি নিতি যেনো আপনার মনে আকুলতা দূর করেন এবং আপনাদের সমস্যা গুলো মিটিয়ে দেন....আমিন

দাদা টেনশন করবেন না সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন সৃষ্টিকর্তা নিশ্চয়ই সব ঠিক করে দেবেন।
আমরাও সৃষ্টিকর্তার কাছে করজোড়ে প্রার্থণা করি , সৃষ্টিকর্তা যেন খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক করে দেন। আমিন।

আল্লাহ বিপদ দিয়ে মানুষকে পরীক্ষা করে। আমরা এই পরীক্ষায় তে কিভাবে পাশ করতে পারবো সেটাই বড় বিষয়। বিপদ না আসলে জীবন কত মূল্যবান তা কি আমরা বুঝতাম।
দাদা আপনার এবং আপনার ফ্যামিলির জন্য সব সময় দোয়া করি আমরা। ভালো মানুষের ক্ষতি হয় না। মহান সৃষ্টিকর্তা খুব দ্রুত এই বিপদ থেকে আপনাদের মুক্তি দিক সেই দোয়াই করি।

আজ বেশিকিছু আমিও বলব না দাদা। এই অবস্থায় আমিও পড়েছি হয়তো আপনার মতো জটিল অবস্থা হয় নাই। তবে আপনার বতর্মান পরিস্থিতি অনূভুতি আমি বুঝতে পারছি। আপনার সমস্যা টা যেন দ্রুতই দূর হয়ে যায় সেই কামনা করি। প্রার্থনা করছি সৃষ্টকর্তার কাছে।

অনেক অনেক দোয়া এবং ভালবাসা রইল আপনার পরিবারের প্রতি। আপনার পরিবারের আপন জন টি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই দোয়া করি সৃষ্টিকর্তার কাছে।

ইশ্বরের কাছে প্রার্থনা করছি বিপদ যেন কেটে যায়।সবকিছু যেন আবার আগের মতন স্বাভাবিক হয়ে যায়। ইশ্বর সর্বশক্তি মান । বিপদ থেকে রক্ষা করার তিনিই একমাত্র উদ্ধারকারী। সাবধানে থাকবেন দাদা। মনোবল হারাবেন না।ইশ্বর আছেন আপনার পাশে। আমরা সকলে প্রার্থনা করছি।সব কিছু ঠিক হয়ে যাবে দাদা।

Thank You for sharing...

দাদা প্রিয়জনের শরীর অসুস্থ হলে মনের মধ্যে যে কি দোলাচল চলে বুঝতে পারছি ।তাও বলছি দাদা সব ঠিক হয়ে যাবে ।আমাদের ভরসা রাখতে হবে ভগবানের উপর ।মন বলছে দাদা যেটুকু উন্নতি হয়েছে তার থেকে অনেক অনেক বেশি উন্নতি হবে ।খুব তাড়াতাড়ি আপনার প্রিয়জন সুস্থ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি আমাদের এই বিপদ কেটে যাবে।

পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়লে কেমন লাগে সেটা আমি খুব ভালো ভাবে জানি। আপনার মানসিক অবস্থা আমি কিছুটা আঁচ করতে পারছি। মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া রইলো যেন তিনি দ্রুত বড় দাদাকে তাকে সুস্থ করে তোলেন। ধৈর্য ধরুন, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে।

খুবই কাছের রক্ত সম্পর্কের প্রিয়জনের শারীরিক অসুস্থতা হেতু মন ভীষণ খারাপ আমার । টেনশনে টেনশনে শেষ হয়ে যাচ্ছি ।

আল্লাহপাক আপনার প্রিয়জনকে দ্রুত সুস্থতা দান করুন এই কামনা করছি 🤲 উপর ওয়ালা মানুষকে বিপদ দিয়ে পরিক্ষা করেন, আবার তিনি বিপদ মুক্ত করেন। তাই ইনশাআল্লাহ বিপদ মুক্ত হবেন আর আপনার প্রিয়জন সুস্থ হবেন। আমাদের সবার প্রার্থনা আপনার সাথে আছে দাদা।

আপনার জন্য অনেক দোয়া করি দাদা যেনো আপনার আপন মানুষটি দ্রুতই সুস্থ হয়ে উঠে। চিন্তা করবেন না৷ স্রষ্টা আছে। উনি সব ঠিক করে দিবেন। উনি কাউকে খালি হাতে ফেরান না। আমিন।

Nice

আশা করি আপনার সব সমস্যা তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।

দাদা, আমি জানিনা হটাৎ কার কেমন সমস্যা হল, কিন্তু যাইহোক , আমি মন থেকে প্রার্থনা করছি সব যেন ঠিক হয়ে যায়।চিন্তা করো না দাদা। সব ঠিক হয়ে যাবে অবশ্যই। আমি জানি প্রিয় জনের সামান্য ব্যথাও সহ্য হয়না। সে জায়গায় নিশ্চয় বড় কিছু হয়েছে। ভগবান সব ঠিক করে দেবেন। ভরসা রাখো।

দাদা প্রিয়জনের ব্যথায় আজ আপনার হৃদয় রিক্ত। হৃদয়ে রক্ষাক্ষরণ হচ্ছে নিশ্চয়ই। হবেই বা না কেন রক্তের সম্পর্ক বলে কথা।প্রার্থনা করি পৃথিবীর সকল মানুষ সুস্থ থাকুক নিরাপদ থাকুক।সেই সাথে আপনার প্রিয়জন খুব দ্রুত সুস্থ হয়ে আপনাকে টেনশন মুক্ত করুক।

দুশ্চিন্তার মধ্যে আশার আলো পেলাম দুটি ভাইটাল প্রব্লেমের উন্নতি হওয়ায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাকি দুটো প্রবলেমের যেন অতি সত্বর উন্নতি হয়। ঘরের মানুষ সুস্থ হয়ে ঘরে ফিরে আসুক।

ভাইয়া প্রিয়জন অসুস্থ হলে আমাদের নিজেদের অনেক কষ্ট ও টেনশন হয়,আমার আম্মু যখন অসুস্থ ছিল তখন আমি সেটা অনুভব করেছি। আপনার প্রিয়জন সহ সবার প্রিয়জনের সুস্থতা কামনা করি। আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন তিনি সবাইকে বিপদ-আপদ থেকে হেফাজত করেন।

খবরটা শুনে খুবই খারাপ লাগলো দাদা। আপনার রক্তের সম্পর্কের প্রিয়জন খুবই অসুস্থ, আর আপনি টেনশনে আছেন খুব। এদিকে দুটি সমস্যার সমাধান হয়েছে, আর দুটি সমস্যা আশা করি শীঘ্রই সেরে যাবে সেই দোয়া করি।
এ বিপদ থেকে মহান সৃষ্টিকর্তা যেন রক্ষা করে সেই দোয়াই করি। অতি শীঘ্রই সব আগের মতো হয়ে যাবে সেই কামনাই করি দাদা।

মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থণা করছি যেন সব কিছু আবার আগের মত স্বাভাবিক হয়ে যায় । একটু একটু আশার আলো দেখছি আমরা । আপনাদের সবার কাছেও অনুরোধ করছি একটু প্রার্থণা করবেন আমাদের জন্য । এই গভীর সংকট থেকে যেন পরিত্রাণ মেলে আমাদের ।

প্রিয় মানুষগুলো অসুস্থ থাকলে খুবই খারাপ লাগে। সারাক্ষণ টেনশন হয়। আর এই টেনশনে কিছুই ভালো লাগেনা।তেমনি আপনি সারাদিন টেনশন এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন। এটা জানতে পেরে খুবই খারাপ লাগছে। সৃষ্টিকর্তার কাছে হাতজোড় করে প্রার্থনা করি। আপনার যে সমস্যা তা যেন খুব তাড়াতাড়ি সমাধান করে যায়।সবকিছু যেন আগের মতন হয়ে যায়। আপনার দুটি সমস্যা পজেটিভ হয়েছে আর দুটি সমস্যা যেন আল্লাহ খুব তাড়াতাড়ি পজেটিভ করে দেয় এই দোয়া রইল।

Thank You for sharing Your insights...

খবরটা শুনে খুবই মর্মাহত হলাম। আসলে কাছের প্রিয় মানুষ যখন কোন বিপদে থাকে নিজের কতটা খারাপ লাগে আমি সেই ব্যাথাটা বুঝি।দোয়া করি দাদা আপনার প্রিয় মানুষ যেন অতি দ্রুত সুস্থ হয়ে যায়।আসলে আপনার মানসিক অবস্থা আমরা বুঝতে পারতেছি। কতটা মানসিক খারাপ অবস্থার মধ্যে আপনি আছেন। যা লেখার ধরন দেখেই আমরা বুঝতে পারতেছি। আমরা দোয়া করি দাদা তাড়াতাড়ি যেন আপনার প্রিয় মানুষ সুস্থ হয়ে ফিরে আসে আমাদের মাঝে।🙏🙏

অনেক অনেক দোয়া থাকবে দাদা যাতে করে খুব তাড়াতাড়িই বিপদ থেকে মুক্ত হতে পারেন। আর বাকি যে দুটি এখনো ক্রিটিক্যাল পজিশনে আছে সৃষ্টিকর্তার কাছে দোয়া করি সে দুটি রেজাল্ট যাতে ভালো আসে। আপনার সুস্থতা কামনা করি দাদা।

শুনে খুবই ভালো লাগলো যে দুটি দিকের উন্নতি হয়েছে আশা করা যাচ্ছে খুব শীগ্রই অন্য সমস্যা গুলোর সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সব সময় মন থেকে আপনার জন্য দোয়া করে যাচ্ছি দাদা। আপনজন অসুস্থ হলে আসলেই নিজেকে স্থির রাখা যায়না তারপরও দাদা বলব উপরওয়ালার উপর ভরসা রাখুন । আল্লাহ যেন খুব দ্রুত আপনাদেরকে বিপদ থেকে উদ্ধার করে সব সময় এই কামনাই করছি।

Thank You for sharing...

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

পরিবারের একজন অসুস্থ হলে সেটা কতটা মন খারাপের বিষয় তা বুঝতে পারছি দাদা।তবুও মনকে শক্ত রেখে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন দাদা,সব ঠিক হয়ে যাবে।সকলের আশীর্বাদে আশা করি, আজ আপনার প্রিয়জনের শারীরিক অবস্থার অনেক উন্নতি হবে এবং দ্রুত বিপদ কেটে যাবে।

সত্যি অনেক খারাপ লাগছে দাদা আপনার প্রিয়জনের মানুষের শরীর খারাপ এই কথা শুনলেই কেমন জানি বুকটা কেঁপে উঠল। পরিবারের আমাদের কারো শরীর খারাপ হলে অবস্থাই খারাপ হয়ে যায়। সবসময় আপনার ও আপনার পরিবারের জন্য দোয়া করি দাদা। এসময় এ টেনশন হবে এবং অস্থিরতা হবে এটা স্বাভাবিক। সবকিছু মিলিয়ে আপনি নিজেকে একটু শান্ত রাখার চেষ্টা করবেন এবং সেই মানুষটির একটু যত্ন নেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে দাদা। অফুরন্ত দোয়া ও ভালোবাসা রইলো দাদা।

সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন সকল সমস্যা দূর হয়ে যায়। রক্তের সম্পর্কের মানুষদের অসুস্থ হলে কাজে কোন মতেই মন বসবে না। কিছুই ভালো লাগবে না। আবারও যেন আপনি আমাদের মাঝে সুন্দরভাবে ফিরে আসতে পারেন। সাবলীল ভাবে থাকতে পারেন। সৃষ্টিকর্তার কাছে এই কামনাই করি এবং সকলে যেন সুস্থ থাকে।

দাদা দোয়া করছি পরিবারের মানুষটি যেন একেবারেই আগের মত সুস্থ সবল হয়ে উঠে এবং আপনার সকল দুশ্চিন্তার অবসান হয়। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার পরিবারের মানুষটি যেন সকল চিন্তাকে শেষ করে দিয়ে একেবারে সুস্থ সবল হয়ে ওঠে।কাল ভাবছিলাম আপনি কাজে ব্যস্ত,তবে এমন হবে আশা করিনি।

একজন মানুষ যখন সিচুয়েশনের কাছে অসহায় হয়ে পড়ে তখন সৃষ্টিকর্তার কাছে সাহায্য চায় আর সৃষ্টিকর্তা কখনোই তাকে ফিরিয়ে দেয় না। মন থেকে দোয়া করছি আপনি অতি দ্রুত স্বাভাবিক অবস্থানে ফিরে আসবেন ইনশাআল্লাহ।

হাই প্রিয় দাদা আপনার পোস্টটি পড়ে মনটা আমার অনেক খারাপ লাগলো যে আপনার প্রিয় জন অসুস্থ ।তাই হাত জোড়ে আমি ঈশ্বর কাছে প্রার্থনা করি,আপনার প্রিয় জন্যকে তাড়াতাড়ি যেন সুস্থ করে দেয়।

তীব্র বিশ্বাস নিয়ে, চোখের পানি ঝরিয়ে মন থেকে সৃষ্টিকর্তাকে ডাকলে অবশ্যই সৃষ্টিকর্তা সেই ডাকে সাড়া দেন। আমরা সকলেই আপনার পাশে আছি, মন থেকে দোয়া করছি অবশ্যই তিনি সুস্থ হয়ে যাবেন শীঘ্রই। মনকে শক্ত রাখুন ধৈর্য ধরুন।

প্রিয় দাদা মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন এই অবস্থা থেকে খুব শীঘ্রই পরিত্রান পান। মহান সৃষ্টি কর্তাই পারে একমাত্র সকল বিপদ থেকে মুক্তি দিতে। তাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রইলো খুব শীঘ্রই যেন আপনি এই বিপদ থেকে মুক্তি পান।

খুবই কাছের রক্ত সম্পর্কের প্রিয়জনের শারীরিক অসুস্থতা হেতু মন ভীষণ খারাপ আমার ।

দাদা সত্যিই আজকে পোস্ট পড়ে মন খারাপ হয়ে গেলো। খুব কাছের মানুষের অসুস্থ হয়ে পরলে কষ্ট কি তা খুব কাছে থেকেই অনুভব করা যায়। মন থেকে দু'হাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেনো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। (আমিন) আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

দাদা ভগবান যেন আপনার বিপদ কাটিয়ে ভালো সময় ফিরিয়ে দেন এই প্রার্থণা করি।সৃষ্টিকর্তার উপর ভরসা রাখেন।

  ·  3 years ago (edited)

দাদা,আপনার পরিবারের আপন মানুষ টির সংকট থেকে সৃষ্টিকর্তা যেন হেফাজত করে।আর যে এত বড় সংকটে পড়ে আছে সৃষ্টিকর্তাকে দীর্ঘ আয়ু দান করে সুস্থতা দান করে।ঠিক বলেছেন দাদা,পরিবারের কারো যদি কোন কিছু হয় তাহলে আর মাথায় কোনো কাজ করে না।তবে দাদা,আপনি মাথা ঠান্ডা রাখবেন না হলে, আপনার শারীরিক সমস্যা হবে।দাদা,আমি দুই হাত তোলে দোয়া করি এই রমজান মাসে আল্লাহ যেনো সুস্থতা দান করে🤲🤲।

Thank You for sharing...

দাদা পরিবারের কেউ অসুস্থ হলে মন কেমন লাগে তা আমি জানি। তবে শুনার পর অনেক আপসেট হয়ে গেলাম। মন থেকে দোয়া করি দাদা আল্লাহতালা যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলেন। 😢😥

আমরা সবাই প্রাণভরে দোয়া করি যেন সৃষ্টিকর্তা আপনার পরিবারের সমস্যা দূর করে দেয়। ইনশাহাল্লাহ ‍ধৈর্য্য ধরুন। বিপদ কেটে যাবে।

  ·  3 years ago (edited)

কি বলবো বুঝে উঠতে পারছি না।জার জন্য আমাদের ভালো থাকা,তার মনের এই অবস্থা শুনে কি করে ভালো থাকি😭।আপনার প্রিয় মানুষ মনে সেই প্রিও মানুষ আমাদের ও খুব কাছের।আমি মন থেকে সেই সত্তার কাছে প্রার্থনা করি যিনি এই অসুস্থতা দিয়েছেন, ঠিক তিনিয় যেনো সুস্থতা দান করে।এবং আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার সক্ষমতা দেন। আমাদের এই ধৈর্য শক্তিকে যেন আর দীর্ঘায়িত না করেন। হে রব আমরা তো আপনারই সৃষ্টি,একটু কৃপা করুন😭🙏🖤

Thank You for sharing...

it requires a great mental and emotional effort to remain active in our daily activities in spite of the family crisis. when there is a sick person at home or close to home, the mixed feelings are many. and one prays to god, so that the crisis will soon pass and our family member will recover, he is our best source of support.

কাছের মানুষের এমন শরীর খারাপ করলে মন কখনোই স্থির করে রাখা যায় না দাদা। দুশ্চিন্তা ভেতরে কাজ করে যায় সব সময়। কি বলব তার ভাষা নেই আমার কাছে। ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা করতে পারি এতোটুকুই। ঈশ্বর যেনো খুব দ্রুত তার শারীরিক অবস্থার উন্নতি করে দেন। আবার যেন তিনি সুস্থ শরীরে পরিবারের সবার মাঝে ফিরে আসতে পারেন 🙏।

হ্যা দাদা, অবশ্যই মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এ বিপদ যেন খুব দ্রুতই কেটে যায় আপনাদের। আপনাদের সব মন খারাপ, সব টেনশন যেন দ্রুতই চলে যায়। আপনি যেন দ্রুতই মানসিক প্রশান্তি পান এই কামনাই করছি। আর আপনার প্রিয়জনের সুস্থতা কামনা করছি। সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

আমিন

Our prayers are always with you and your family. Hope your relative gets well soon and you and your family comes out of these crisis soon. It is really inspiring to see that even in these circumstances you are taling time out for work and community you are associated with. God bless us all

আপনার জন্য অনেক দোয়া করি দাদা যেনো আপনার আপন মানুষটি দ্রুতই সুস্থ হয়ে উঠে।

আশা করি সৃষ্টির্কতা খুব শীঘ্রই বিপদ কেটে যাবে।আমরা প্রার্থনা করি।

প্রায় ২৪ ঘন্টা হতে চললো, অবস্থার সামান্য উন্নতি হয়েছে শুধু।

আলহামদুলিল্লাহ দাদা আল্লাহ তায়ালা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ করে দিবেন । খুবই কাছের রক্ত সম্পর্কের প্রিয়জন কে।আর দাদা দুআ করি আল্লাহ তায়ালা আপনাদের সবার টেনশন যেনও খুব তাড়াতাড়ি দূর করে দেয়। দাদা আপনার পোস্ট টা পড়ে সত্যি বলছি এর রোজার মাস আমার চোখ দিয়ে পানি চলে এসেছে😥। দাদা রোজা দুআ করলে আল্লাহ তায়ালা ফেরান না আমি অনেক দুআ করবো। যেনও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দাদা আপনার জন্য অনেক দুআ রইলো আপনি সুস্থ থাকুন সব সময়।

Thank You for sharing Your insights...

দাদা তোমাকে মানসিক ভাবে ভেঙে যেতে দেখে খুব খারাপ লাগছে আমার। কিন্তু মনটাকে শক্ত করা এখন সব থেকে বেশি জরুরি। এটা সত্যি যে খুব কাছের রক্তের সম্পর্কের প্রিয়জনের শারীরিক অসুস্থতা কষ্ট দায়ক। তবে এই অন্ধকারের ঘনঘটা কেটে খুব জলদি ভোরের ঊষা জেগে উঠবে। খুব জলদি সুস্থ হয়ে যাবে । এবং আগের মতো সব কিছু ঠিক হয়ে যাবেন উনি। আমার সবাই মন থেকে মানুষটার সুস্থতা কামনা করছি। ভগবান জানো সব কিছু আগের মতো করে দেয়।

Thank You for sharing...

সকল আপাদ বিপাদ কেটে যাক এই দোয়া করি মহান রাব্বুল আল-আমিনের কাছে।আসলে রক্তের মানুষের কোন বিপদ হলে কোন কাজেই ভালো লাগে না।তখন মন ছটফট করতে থাকে।যতসময়ে সুস্থ্য না হয়ে উঠে ততোটাইম কিছুই ভালো লাগে না এটাই বাস্তব।

দাদা সকল আপদ বিপদ কেটে যাক তোমার সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।মানুষের জীবনে একটা বিপদ আসলে তা সামলাতে মানুষ হিমশিম খায়। তোমার আসা চারটা সমস্যার মধ্যে দুটোর সলিউশন হয়ে গেছে আর দুটো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে দাদা চিন্তা করোনা ।এটা সত্যি যে দাদা নিজের রক্তের কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে নিজেকে সামলাতে অনেক কষ্ট হয়ে যায়। এই পরিস্থিতিকে একটু সামলে নাও দাদা সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যাবে ।আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি যেন খুব তাড়াতাড়ি সবকিছু নরমাল হয়ে যায় । অনেক ভালো থাকো ,সুস্থ থাকো, সুন্দর থাকো সবাইকে নিয়ে এই শুভকামনা রইল ।

Thank You for sharing Your insights...

🙏🙏🙏

[WhereIn Android] (http://www.wherein.io)

শ্রদ্ধেয় প্রিয় দাদা, আপনার ভীষণ মন খারাপ শুনে খুবই কষ্ট লাগলো। আপনার প্রিয়জনের শারীরিক সুস্থতা কামনা করি। সৃষ্টিকর্তা যেন তাকে খুব দ্রুত সুস্থতা দান করে সেই প্রার্থনা করি 🤲🤲🤲। আপনি মানসিক টেনশন এ্ এতটাই বিষন্ন হয়ে পড়লেন তা শুনে সত্যি আমি শিহরিত হয়ে উঠলাম। আপনারা যেন খুব দ্রুত এই বিপদ থেকে কাটিয়ে উঠতে পারেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি।

  ·  3 years ago (edited)

দাদার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন আপনার প্রিয়জনকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। আর আপনারা যেন এই বিপদ থেকে তাড়াতাড়ি স্বস্তিপান। আপনার পোস্টটা পড়ে খুবই খারাপ লাগছে দাদা। চিন্তা করবেন না দাদা অবশ্যই সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য শুভকামনা রইল।

দাদার পরিবারের সকলের জন্য অনেক দোয়া রইল যে বিপদেই থাকেন না কেন দোয়া করি যেন মাহে রমজানের বরকতে উসিলায় আপনাদের সকল বিপদ আপদ দূর হয়ে যায়।

আমাদের যে কার ও প্রিয়জন অসুস্থত হলো আমরা চিন্তা পড়ে যাই ওনার সুস্থতার বিষয়ে।আপনি ও ঠিক তেমনটি পরিস্থিতির স্বীকার।আপনার প্রিয়জনের অসুস্থতা আপনি কাজ কর্মে মনোনিবেশ করতে পারছেন না।ওনার সুস্থতার জন্য সবসময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যাচ্ছেন।আমরা ও আপনার প্রিয়জনের জন্য সৃষ্টিকর্তার কাছে আকুল প্রর্থনা করছি ওনি যেন তাড়াতাড়ি সুস্থতা লাভ করেন।

Thank You for sharing...

অসুস্থ আনতে যার ইশারা। তার ইশারায় সুস্থতা নিশ্চিত হবে, ইনশাআল্লাহ। ধৈর্য ধারন করে স্রষ্টার ইশারার অপেক্ষা ও বিশেষজ্ঞদের চিকিৎসায় বিশ্বাস রাখুন। তিনিই সব ঠিক করে দেবেন। আমিন

খুবই কাছের রক্ত সম্পর্কের প্রিয়জনের শারীরিক অসুস্থতা হেতু মন ভীষণ খারাপ আমার । টেনশনে টেনশনে শেষ হয়ে যাচ্ছি ।

দাদা আল্লাহর কাছে দুই হাত তুলে🤲দোয়া করছি আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আপনার প্রিয় জনকে সুস্থতা দান করে।সতি কথা বলতে দাদা আমি একটু বিজি থাকার কারণে আপনার পোস্ট পড়তে পারি নি পড়ার পর আমার মনটা ও ভীষণ খারাপ হয়ে গেলো দাদা।আপনার মন খারাপ থাকলে কেনো যানি ভালো লাগে না দাদা।আপনি সবসময় হাসি খুশি থাকবেন ভালো থাকবেন আমরা এটাই চাই সৃষ্টি কর্তার কাছে। বিপদের সময় ধৈর্য হারানো যাবে না দাদা মহান সৃষ্টি কর্তা সব ঠিক করে দিবে ইনশাআল্লাহ।

Thank You for sharing Your insights...

আমরা সবাই মিলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। তার বাকি দুটো ক্রিতিক্যাল অবস্থার উন্নতি হয় যেন খুব তাড়াতাড়ি। আপনার প্রিয়জনের শারীরিক সুস্থতা কামনা করি মহান সৃষ্টিকর্তার কাছে।

দাদা হাজার মানুষের ভালোবাসা আর দোয়া থাকলে মহান সৃষ্টিকর্তা কোনোদিন তাদের খালি হাতে ফেরত দেয়। আমি মসজিদে এতেকাফে বসে দোয়া করছি মহান সৃষ্টিকর্তা আপনার প্রিয় মানুষ তারা তারি সুস্থ হয়ে উঠুক ইন শা আল্লাহ হবেই সকলের দোয়া আছে।

ঈশ্বর সহায় হোক । সব বিপদ কেটে যাক , এই কামনাই করছি ভাই । আমি একটু হলেও আপনার মনের অবস্থা বুঝতে পারছি ভাই । নিজের কেউ অসুস্থ হলে ,আসলেই ব্যাপারটা অন্য দিকে গড়ায় । সব বাঁধা কেটে যাক এই কামনাই করি । চিন্তামুক্ত থাকুন ভাই । ❤🙏