আমার বাংলা কবিতা "পুরুষ তুমি"

in hive-129948 •  3 years ago  (edited)


image source: copyright & royalty free image sharing website piXabY


কবিতা : "পুরুষ তুমি"



💘


♡ ♥💕❤
পুরুষ তুমি অন্ধ, খোঁজ নাওনি কোনোদিনও
তোমার সঙ্গিনীর মনটার, বোঝোনা তাকে ।
কারণ, বুঝতে কি আদৌ করেছো চেষ্টা কোনোদিন ?
কামুক হাতের স্পর্শ দিয়েছো তাকে বহুবার,
অথচ সান্ত্বনার করস্পর্শে বঞ্চিত হয়েছে সে বারংবার ।

জড়িয়ে ধরেছো তাকে কামনার বশে অহর্নিশি,
সাহস জোগাতে কেন তবে, একবার তাকে, করোনি আলিঙ্গন ?
চুলের মুঠি ধরে হয়তো প্রহার করেছো কত শত !
অথচ, আদর করেছো কি কোনোদিনও ?
আঘ্রাণ নিয়েছো তার কেশরাশির কখনও ?

অধরে অধর রেখেছো কত সহস্রবার, শুধু যৌনতার মোহে,
ভালোবেসে কি করেছো চুম্বন তার অধরে ?
তার বুক নিষ্পেষিত হয়েছে তোমার লৌহকঠিন হাতের নিপীড়নে,
অথচ জানতে চেয়েছো কি কোনওদিন পুরুষ তুমি,
প্রেয়সীর স্তনের নিচে, চামড়ার নিচে তার সুকোমল হৃদয়ের খোঁজ ?

তার বুকে মাথা রেখে সুখ খোঁজা ছাড়া কি কোনোদিনও,
শুনেছো তার হৃদস্পন্দন ? প্রতি সেকেন্ডে সেখানে স্পন্দিত হয়,
পুরুষ শুধু তোমারি নাম ।

উচ্চতায় খাঁটো, গায়ের রংটি চাপা অথবা মেদবহুল শরীর,
পুরুষ তুমি মুখটি ফিরিয়ে নাও, তন্বী শ্যামা শিখরদশনা নারীটি তুমি চাও ।
নিজে তুমি হস্তীসদৃশ হলেও ক্ষীণ কটি তন্বী শ্যামাই চাই ।
কারণ, তুমি ভালো করেই জানো নারীরা শরীর নয় হৃদয়কেই চায় ।
অথচ, পুরুষ তুমি নারীর হৃদয় নয়, তার রূপসী শরীরটাকেই চাও,
তাকে ভোগ্য পণ্য করো ।

নিজ হাতে প্রেয়সীর চুল বেঁধে দিয়েছো কি ? সাজিয়েছো তাকে কোনওদিন ?
বলবে এতো আমার কাজ নয় ।
শাড়ী তো শুধু খুলতেই শিখেছো, পরিয়েছ কি কোনওদিন ?
কাজল পরা চোখের পাতায় একটি স্নেহচুম্বন দিয়ে দেখছো কি ?
নারী তো উজাড় করে সবই দিলো, তুমি দিলেটা কি ?

তার চোখে চোখ রেখে সেভাবে কি দেখেছো কোনোওদিন ?
যদি রাখতে তো দেখতে পেতে, সে কী মুগ্ধতার আবেশ মাখা,
তার হরিণ কালো কাজল পরা আঁখিতে, সে মুগ্ধতা তোমার প্রতি,
তোমার প্রেমে পাগল হয়ে, শুধু তোমায় ভালোবেসে ।

পুরুষ তুমি তাই স্বার্থপর-ই রয়ে গেলে,
ভালোবাসতে জানলে না ।
♡ ♥💕❤


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@tipu curate 10

অনেক সুন্দর লিখেছো।কবিতাটি আমার মন ছুঁয়ে গেলো আজ।

একেবারে সত্যি।আপু খুব খুব সুন্দর।

Google is presently paying $10447 to $13025 every month for working on the web from home. I have joined this activity 2 months back and I have earned $15248 in my first month from this activity. I can say my life is improved totally!

Look at it what I do.......... http://Www.Cash46.Com

  ·  3 years ago (edited)

আমার অনেক বেশি মন ছুঁয়েছে বৌদি। সত্যি দাদার আজকের কবিতাটি অনেক সুন্দর হয়েছে। স্যালুট জানাই দাদাকে। আমি বাঙ্গালি তাই গর্ব হয় , আরও বেশি গর্ব হয় দাদাকে নিয়ে, জিনি সবার মাঝে অনেক কিছু শেখার বা জানার সুযোগ করে দিয়েছেন । শুভকামনা রইল আপনাদের জীবনে

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



তার বুকে মাথা রেখে সুখ খোঁজা ছাড়া কি কোনোদিনও,
শুনেছো তার হৃদস্পন্দন ? প্রতি সেকেন্ডে সেখানে স্পন্দিত হয়,
পুরুষ শুধু তোমারি নাম ।

সত্যি তো নারীরা অনেক মমতাময়ী এবং তাদের মনটা অনেক নরম হয়ে থাকে। তারা সব সময় তাদের প্রিয় মানুষকে আগলে রাখার চেষ্টা করে তাদের মন প্রাণ দিয়ে। অনেক ভালো একটি কবিতা লিখেছেন ধন্যবাদ আপনাকে দাদা অনেক অনেক অনেক শুভকামনা রইল।

পুরুষ তুমি তাই স্বার্থপর-ই রয়ে গেলে,
ভালোবাসতে জানলে না ।

দাদা সব পুরুষ হয়তো একই না।অনেকেই ভালোবাসতে জানে,আগলে রাখতে জানে,অনেকেই সঙ্গীনিকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে।
তবে আজকের কবিতার সাথে বাস্তবতা মিলে যায় অনেক অনেকখানি।

তার চোখে চোখ রেখে সেভাবে কি দেখেছো কোনোওদিন ?
যদি রাখতে তো দেখতে পেতে, সে কী মুগ্ধতার আবেশ মাখা,
তার হরিণ কালো কাজল পরা আঁখিতে, সে মুগ্ধতা তোমার প্রতি,
তোমার প্রেমে পাগল হয়ে, শুধু তোমায় ভালোবেসে ।

দাদা আপনি আজকে চমৎকার ভাবে পুরুষ তুমি কবিতা লিখেছেন। এই লাইন গুলো পরে অনেক বেশি ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

ওয়াও দাদা জাস্ট অসাধারণ একটা কবিতা শেয়ার করেছেন। আমাদের সমাজের বাস্তব চিত্র এই কবিতাটির মধ্যে ফুটে উঠেছে। আসলে কবিতাটি পড়তেই খুব ভালো লাগলো। প্রত্যেকটি লাইনের সাথে মনে হচ্ছে বাস্তবতার মিল খুঁজে পাওয়া যাচ্ছে।

তার বুকে মাথা রেখে সুখ খোঁজা ছাড়া কি কোনোদিনও,
শুনেছো তার হৃদস্পন্দন ? প্রতি সেকেন্ডে সেখানে স্পন্দিত হয়,
পুরুষ শুধু তোমারি

দাদা আপনার লেখা কবিতা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আসলে আমরা পুরুষরা সত্যি স্বার্থপর।।প্রিয় মানুষটির বুকে মাথা রেখে নিজের সুখ খোঁজার চেষ্টা করেছি কিন্তু তার হৃদয়ের স্পন্দন শুনতে পাইনি। তার খোপায় ভালোবেসে কখনো ফুল পরিয়ে দেইনি। অনেক সুন্দর একটি কবিতা লিখে সকলের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।💗💗💗

তার চোখে চোখ রেখে সেভাবে কি দেখেছো কোনোওদিন ?
যদি রাখতে তো দেখতে পেতে, সে কী মুগ্ধতার আবেশ মাখা

চমৎকার লিখেছেন দাদা সত্যি বলছি খুব সুন্দর হয়েছে। আপনার প্রশংসা যত করি ছোট হয়ে যায়। আপনার কবিতার লাইনগুলো বেশ সুন্দরভাবে সাজিয়ে। ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

তার বুকে মাথা রেখে সুখ খোঁজা ছাড়া কি কোনোদিনও,
শুনেছো তার হৃদস্পন্দন ? প্রতি সেকেন্ডে সেখানে স্পন্দিত হয়,
পুরুষ শুধু তোমারি নাম ।

সত্যি তো নারীরা অনেক মমতাময়ী এবং তাদের মনটা অনেক নরম হয়ে থাকে। তারা সব সময় তাদের প্রিয় মানুষকে আগলে রাখার চেষ্টা করে তাদের মন প্রাণ দিয়ে। অনেক ভালো একটি কবিতা লিখেছেন ধন্যবাদ আপনাকে দাদা অনেক অনেক অনেক শুভকামনা রইল।

উচ্চতায় খাঁটো, গায়ের রংটি চাপা অথবা মেদবহুল শরীর,
পুরুষ তুমি মুখটি ফিরিয়ে নাও, তন্বী শ্যামা শিখরদশনা নারীটি তুমি চাও ।
নিজে তুমি হস্তীসদৃশ হলেও ক্ষীণ কটি তন্বী শ্যামাই চাই ।

দাদা আপনার কবিতা পড়ে একজন পুরুষ হিসেবে নিজেকে খুব নিকৃষ্ট মনে হচ্ছে। যদিও আমি এ শ্রেণীর মধ্যে পড়িনা তবুও বাকিরা তো সবাই আমার একই জাতি ভাই। সত্যিই আমরা শুধু ভোগ করতেই জানি কখনো ভালোবেসে প্রতিদান দেই না। অসাধারণ একটি কনিতা। অনেক ভালো লাগলো।

তার বুকে মাথা রেখে সুখ খোঁজা ছাড়া কি কোনোদিনও,
শুনেছো তার হৃদস্পন্দন ? প্রতি সেকেন্ডে সেখানে স্পন্দিত হয়,
পুরুষ শুধু তোমারি নাম ।

বাহ! খুব সুন্দর একটা কবিতা পড়লাম যদিও আমি আজ নারী নিয়ে কবিতা শেয়ার করেছি। তবে আপনার কবিতাটি বেশ ব্যতিক্রম ছিলো, ভিন্নভাবে চমর বাস্তবতা নির্ভর কিছু সত্য কথা ফুটিয়ে তুলেছেন। সত্যি আমরা পুরুষ বটে, সঠিকভাবে বিষয়টি উপলব্ধি করার চেষ্টা করি না।

পুরুষ তুমি তাই স্বার্থপর-ই রয়ে গেলে,
ভালোবাসতে জানলে না ।

সত্তিকারের ভালবাসা পাওয়ার সৌভাগ্য হয়তো সব নারীর হয়না। হয়তোবা এটা পুরুষের ব্যর্থতা। না হলে নারীর দুর্ভাগ্য। সবকিছু মিলে মিশেই নারী-পুরুষের এই পথ চলা। পুরুষ হৃদয় যদি তার জীবনসঙ্গিনীর এই মন বুঝতে পারতো তাহলে হয়তো সম্পর্কগুলো ভালোবাসায় পূর্ণতা পেত। হয়তোবা নারী-পুরুষের সেই মধুর সম্পর্ক আরও বেশি মধুর হত। অসাধারণ লিখনী আপনার দাদা। অসাধারণ লিখনী আমাদের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

সত্যিই অসাধারণ লিখেছেন দাদা। এই বিষয়গুলো কয়জনই বা উপলব্ধি করতে পারে। একজন পুরুষ তার প্রিয়তমার পোশাক স্বরূপ , ঠিক তেমনি একজন নারী তার প্রিয়তমর পোশাকের মতো। সব সময় একে অপরকে আগলে রাখতে হয়।

দাদা আপনার কবিতাটি চরম চিন্তার ফসল। এই কবিতার মধ্য দিয়ে পুরুষের পুরুষত্ব ফলানোর গল্প ফুটে উঠেছে। নারীর প্রেম, নারীর মন বুঝতে না চাওয়া পুরুষের সংখ্যা নেহাত কম না। পুরুষ শরীর না খুঁজে যদি মন খুজত তাইলে এই সংসার কত না সুখের হত। আপনার কবিতার মধ্যে দিয়ে নারীর সম্মান, ভালবাসার গল্প ফুটে উঠেছে। আপনার অসাধারণ লেখনি আমাকে মুগ্ধ করেছে দাদা। ভালবাসা রইল।

দাদা অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন।একদম বাস্তবধর্মী একটি কবিতা।আপনি বরাবরই অনেক ভালো কবিতা লেখেন।আমার কাছে অনেক ভালো লাগে আপনার কবিতা গুলো।

কবিতার প্রতিটি লাইন হৃদয়ে লেগেছে। অসম্ভব ভালো লেগেছে দাদা আপনার কবিতাটি। কবিতার প্রথম লাইন নিয়ে গবেষণা করা যায় এমন। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার পুরো কবিতাটি।

তার বুকে মাথা রেখে সুখ খোঁজা ছাড়া কি কোনোদিনও,
শুনেছো তার হৃদস্পন্দন ? প্রতি সেকেন্ডে সেখানে স্পন্দিত হয়,
পুরুষ শুধু তোমারি নাম ।

দাদা আপনার লেখা আজকের কবিতাটি পড়ে মন ছুঁয়ে গেল। কি সুন্দর কবিতা লিখেছেন দাদা, যেন বারবার ই পড়তে মন চাইছে। আমার কাছে আজকের কবিতাটি সর্বসেরা মনে হয়েছে।

পুরুষ তুমি তাই স্বার্থপর-ই রয়ে গেলে,
ভালোবাসতে জানলে না ।

কবিতার প্রতিটি চরণ প্রতিটি বাক্য যেন নারীদের প্রতি পুরুষদের বাস্তবতাকে তুলে ধরেছে। তবে এখনো এমন কিছু পুরুষ রয়েছে যারা তাদের স্ত্রীর শরীর নয় স্ত্রীর মনটাকে ভীষণ ভালোবাসে। যারা তাদের স্ত্রী জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। আবার সমাজে এরূপ স্বার্থপর পুরুষেরও অভাব নেই।

আপনার কবিতা মানেই অসাধারণ হবে যেমন গভীরতা ঠিক ততটাই শব্দের ছন্দমিল। আর আজকে আপনার কবিতা আমাদের বৌদি হৃদয় ছুঁয়ে গেছে এর থেকে আনন্দময় আর কি হতে পারে 🥰😍

নিজ হাতে প্রেয়সীর চুল বেঁধে দিয়েছো কি ? সাজিয়েছো তাকে কোনওদিন ?
বলবে এতো আমার কাজ নয় ।
শাড়ী তো শুধু খুলতেই শিখেছো, পরিয়েছ কি কোনওদিন ?
কাজল পরা চোখের পাতায় একটি স্নেহচুম্বন দিয়ে দেখছো কি ?
নারী তো উজাড় করে সবই দিলো, তুমি দিলেটা কি ?

মন ছুয়ে গেলো দাদা 😢🙏

Amazing

ভালোবাসার প্রকৃত স্পর্শ হলো হৃদয়ের স্পর্শ যেটা সবাই নিতে পারে নাহ।দুটি মনের মেলবন্ধনের মাঝে প্রকৃত ভালোবাসা অন্তনির্হিত থাকে। দাদা আপনার কবিতার ভাবার্থ ভালোই উপলব্ধি করতে পেরেছি। যা প্রকৃত ভালোবাসার চাহনি প্রকাশ করে।❤️❤️

নিজ হাতে প্রেয়সীর চুল বেঁধে দিয়েছো কি ? সাজিয়েছো তাকে কোনওদিন ?
বলবে এতো আমার কাজ নয় ।
শাড়ী তো শুধু খুলতেই শিখেছো, পরিয়েছ কি কোনওদিন ?
কাজল পরা চোখের পাতায় একটি স্নেহচুম্বন দিয়ে দেখছো কি ?
নারী তো উজাড় করে সবই দিলো, তুমি দিলেটা কি ?>

অসাধারণ ছন্দের মিল ছিল।
দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাস্তবধর্মী কবিতা উপহার দেয়ার জন্য।

অসম্ভব সুন্দর লিখেছেন দাদা। কবিতাটি অনেক ভালো লেগেছে আমার। কামুক হতে পারা সহজ তবে প্রেমিক সকলে হতে পারে না। নারীর প্রতি খুধাতুর দৃষ্টি না দিয়ে ভালোবেসে তাকে আলিংগন করলে সেই প্রেম অমর হয়। সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, ইচ্ছা, আকাংখা সবই থাকা উচিত এবং একে অপরকে বুঝা উচিত। সুন্দর সুন্দর আরোও কবিতা আপনার মাধ্যমে পেতে চাই দাদা। ভালোবাসা নিবেন। 🤍

খুব সুন্দর লিখেছো দাদা।

অনেক সুন্দর 😘

বাপরে বাপ! কবিতার শব্দ বিস্ফোরক এর মত বাজছে!! অসাধারণ। ফাটাফাটি। তোমার লেখা কবিতা গুলির মধ্যে অন্যতম সেরা একটি কবিতা। পুরুষ হয়ে , একটা নারীর অ্যাঙ্গেল থেকে একটা পুরুষ কে দেখা। চমৎকার। ধন্যবাদ দাদা। খুব ভালো লেগেছে ।

পুরুষ তুমি তাই স্বার্থপর-ই রয়ে গেলে,
ভালোবাসতে জানলে না ।

দাদা একদমই বাস্তবধর্মী চমৎকার একটি কবিতা লিখেছেন 👌
সত্যিই মন ছুঁয়ে গেলো। তবে সবাইতো আর এক নয় কিছু ভালো মানুষ হয়ত এখনো দুনিয়াতে বেঁচে আছে, যারা সত্যিই ভালোবাসতে জানে।
শুভ কামনা এবং দোয়া সবসময়ই রয়েছে দাদা 💚

  ·  3 years ago (edited)

আগে নারীর হৃদয় ছুয়ে তার পরে নারীর দেহ ছুঁতে হয়,সেটাতেই স্বার্থকতা। খুব সুন্দর একটি কবিতা লিখেছেন দাদা। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য, যেটি খুবই বাস্তববাদী একটি কবিতা ছিলো।

অধরে অধর রেখেছো কত সহস্রবার, শুধু যৌনতার মোহে,
ভালোবেসে কি করেছো চুম্বন তার অধরে ?
তার বুক নিষ্পেষিত হয়েছে তোমার লৌহকঠিন হাতের নিপীড়নে,
অথচ জানতে চেয়েছো কি কোনওদিন পুরুষ তুমি,
প্রেয়সীর স্তনের নিচে, চামড়ার নিচে তার সুকোমল হৃদয়ের খোঁজ ?

দাদা আপনার কবিতার মাঝে সব প্রশ্ন আমার দেওয়ার সাধ্য নেই ।আপনার কবিতার লাইন গুলো সত্যি বাস্তবতাকে প্রকাশ করে। আপনার লেখায় আমি মুগ্ধ্য হয়ে প্রতিটি লাইন পড়েছি আর বুঝতে চেয়েছি নিজেকে।

পুরুষ তুমি তাই স্বার্থপর-ই রয়ে গেলে,
ভালোবাসতে জানলে না ।
👌👌👌👌👌👌
অনেক সুন্দর আর্থ প্রকাশ করেছেন যা আমার হৃদয়ে জায়গা করেছে। সত্যি এরোই নাম ভালোবাসা। আপনার কবিতার খাতায় এই কবিতা অনেক বেশি জায়গা করে নিয়েছে দাদা। শুভকামনা রইল

কবিতা টি যর্থাথই লিখেছেন। সত্যি বলতে পিছপা না হওয়া পুরুষ টি সত্যি কারের পুরুষ। আপনি সত্যি কারের পুরুষ। ধন্যবাদ দাদা ভাল লেগেছে কড়া সত্যি গুলো কবিতার মাধ্যমে বুঝিয়ে দিলেন বলে। শুভেচ্ছা।

এত বাস্তব কথা অনায়াসে আপনিই লিখতে পারেন। কবিতার প্রতিটি লাইন দারুণ, একেবারে মন ছুঁয়ে গেলো। সব মেয়েদের মনে কথাই লিখে ফেললেন।

কি বলবো দাদা ভাষা খোঁজে পাচ্ছিনা। একদম অসাধারণ। পুরুষরা তাহলে এরকমই হয় কি দাদা! নারীর দেহটাকেই চায়, মনটাকে চায়না। তবে অনেক পুরুষ সঙ্গীনীর আচলটা এখনও বেধে দেয়। বাস্তবতার সাথে মিলে গেছে দাদা। এখন হয় তার উল্টো। খুব ভালো লাগলো পড়ে। 😍

তার বুকে মাথা রেখে সুখ খোঁজা ছাড়া কি কোনোদিনও,
শুনেছো তার হৃদস্পন্দন ? প্রতি সেকেন্ডে সেখানে স্পন্দিত হয়,
পুরুষ শুধু তোমারি নাম

নারী তো উজাড় করে সবই দিলো, তুমি দিলেটা কি ?

পুরুষ তুমি তাই স্বার্থপর-ই রয়ে গেলে,
ভালোবাসতে জানলে না

দাদা আপনার অন্যসব কবিতার চেয়ে এটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ কথাগুলো খুব সুন্দর ভাবে বাস্তবতা ও অবস্থাকে তুলে ধরেছে। আর আপনার কবিতাগুলো কে দিয়ে একটি বই বের করার অনুরোধ রইলো।

আমার কাছে কবিতার চেয়েও আপনার গল্পগুলো আরো অনেক অনেক বেশি ভালো লাগে কারণ গল্পগুলো একেবারে সাহিত্যিকদের মত সুন্দর করে লিখে থাকেন। কবিতা অবশ্য আমি একটু কমই বুঝি।

মাঝে মাঝেই আশেপাশের অবস্থার কথা চিন্তা করলেই নিজেকে নিজের কাছে লজ্জা লাগে । কতশত নোংরা ঘটনাতো প্রতিনিয়তই ঘটছে , আসলে পুরুষ হিসাবে এইসব ভাবলেই লজ্জা চলে আসে । দিনশেষে জানোয়ারের মতো পুরুষত্ব মনোভাবটাই থেকে যাচ্ছে কিন্তু আসল পুরুষ হয়ে উঠা হচ্ছে না । সমসাময়িক অবস্থা কবিতার মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ভাই । জাস্ট অসাধারণ।

পুরুষ তুমি তাই স্বার্থপর-ই রয়ে গেলে,
ভালোবাসতে জানলে না ।

সব পুরুষ এক হয়না। ভালোবাসা তৈরি হয় প্রিয় মানুষকে ঘিরে সেটা একটা ছেলের প্রতি একটা মেয়ের হতে পারে আবার একটা মেয়ের প্রতি একটা ছেলে রোগ হতে পারে। আর তাই শুধু একজন পুরুষ স্বার্থপর হবে এমনটি নয়।

অসাধারণ দাদা।একেবারে বাস্তব কিছু কিছু মানুষের জন্য।আমার কাছে খুব ভালো লেগেছে।পুরো কবিতাই খুন সুন্দর। তারপরও

উচ্চতায় খাঁটো, গায়ের রংটি চাপা অথবা মেদবহুল শরীর,
পুরুষ তুমি মুখটি ফিরিয়ে নাও, তন্বী শ্যামা শিখরদশনা নারীটি তুমি চাও ।
নিজে তুমি হস্তীসদৃশ হলেও ক্ষীণ কটি তন্বী শ্যামাই চাই ।
কারণ, তুমি ভালো করেই জানো নারীরা শরীর নয় হৃদয়কেই চায় ।
অথচ, পুরুষ তুমি নারীর হৃদয় নয়, তার রূপসী শরীরটাকেই চাও,
তাকে ভোগ্য পণ্য করো ।

বেশি ভালো লেগেছে।ধন্যবাদ