Copyright-free Image source : Pixabay
কবিতা "নতুন দিনের স্বপ্ন দেখি, আবার নতুন করে বাঁচি"
💘
♡ ♥💕❤
আবার ফিরে পেলাম তোমায়,
ঘন তমসাবৃত পথে হাঁটতে হাঁটতে,
হারিয়ে ফেলেছিলাম তোমায় ।
যে হাত কখনো না ছাড়ার অঙ্গীকার করেছিলে তুমি,
ভুল করে সে হাত দিয়েছিলে ছেড়ে ।
আমায় ছেড়ে পুরোনো বন্ধুর হাত ধরেছিলে,
কিন্তু যখন সে আলতো করে,
ছেড়ে দিলো তোমার বরফ শীতল হাত,
উষ্ণতা খোঁজায় ব্যর্থ তখন তুমি ।
আবার পেলাম খুঁজে তোমায়,
বেঁচে থাকার স্বপ্নে আঁকড়ে ধরলে তুমি আমার হাত ।
আর কোনোদিনও না ছেড়ে দেওয়ার অঙ্গীকার,
করস্পর্শে উষ্ণ করলাম তোমার শীতার্ত করতল ।
হৃদয়ের উষ্ণতায় একটুখানি আদরের রোদ
মেখে নিলাম দু'জনায় ।
অতীতকে ভুলে আবার এক হলাম দু'জনে;
চলো বন্ধু আবার করি যাত্রা অসমতল বন্ধুর এই পথে ।
আবার ভুলে থাকার চেষ্টা করি অতীতের
ছিন্নমূলের যাতনার দিনগুলি ।
আমি চাই এ পথের যেন শেষ না হয়,
যেন শেষ না হয় আমাদের দু'জনের এই পথচলা ।
এই অবিরাম পথচলায় অতীতকে ভুলে থাকা যায়,
অতীতের দিনগুলি সারি-সারি বেদনার নীলছবি ।
ফেলে আসা স্মৃতি মনকে শুধু কাঁদিয়েই যায়;
দুঃসহ বেদনার নীল স্মৃতিগুলো মোছে না কেন ?
ফিকে হতে হতে মুছে যাক অতীতের সে দিনগুলি।
পুরোনো কথার ভীড়ে নতুন কথাগুলি
দেব না তো আর হারিয়ে যেতে আমি।
দিন ফুরিয়ে এলো, ধরণীর বুকে, এখন রাত্রি নামার পালা;
শেষ বিকেলের ফুরিয়ে আসা আলোয়,
এসো আকাশ দেখি দু'জনায় ।
দেখো, পাখির ডানায় বিকেলের মরা রোদ
ছায়াগুলি এখন ঘন আরও ঘন হচ্ছে,
আঁধারের জটলা এখন ছায়াদের বুকে ।
স্বপ্নমধুর এই গোধূলী বেলায়, মায়াবী আলোয়,
উদ্ভাসিত হোক তোমার হৃদয় ।
অন্তরের সকল আঁধার দূর হোক নিমেষেই ।
দিন শেষ হয়ে আসে দ্রুত, নীড়ে ফেরা পাখিদের ডানার শব্দ,
পশুদের অশুভ কণ্ঠে ঘোষিত হচ্ছে দিনের অন্তিমলগ্ন ।
বেঁচে থাকার স্বপ্নে আঁকড়ে ধরেছি আবার তোমাকে,
দিনশেষের এই বিদায়লগ্নে নতুন দিনের স্বপ্ন দেখি দু'জনে ।
♡ ♥💕❤
দাদা আপনার প্রেম-ভালোবাসা নিয়ে কবিতা গুলো আমাকে মুগ্ধ করে। আপনি সব সময় ভালোবাসার কবিতা লিখতে ভীষণ পছন্দ করেন। আপনার কবিতার প্রতিটি লাইন ভালোবাসা মন। কবিতার মধ্য দিয়েই আপনার মনের ভালোবাসার অভিব্যাক্তিগুলো প্রকাশ করেন। একজন মানুষ কতটা সৃজনশীল করে প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কবিতা লিখতে পারে। আপনার এই চিন্তাশক্তিকে আমি অনেক শ্রদ্ধা করি। আপনার কবিতার প্রতিটি লাইন আমাকে ছুঁয়ে দেয় এত সুন্দর সুন্দর কবিতা লেখার জন্য আমার ভীষণ ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এসেছে ফিরিয়া পাখি
হাত ধরা ধরি, হাত ছাড়া ছাড়ি
তবুও তোকেই ডাকি
খুলিয়া রেখেছি হৃদয়ের দ্বার
ফিরে আয় মোর পাখি
এক কথায় অসাধারন লিখেছেন দাদা। আপনার জন্যই তো বারবার ফিরে পাই ভাষা ফিরে পাই বাঁচিবার আশা। ভাল থাকবেন। শুভেচ্ছা ও ভালবাসা সবসময় থাকবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি যদি কাউকে সত্যি ভালোবাসি এবং সে যদি জীবনের কোনো একসময় ফিরে আসে তাহলে হয়তো আমি তাকে গ্রহণ করব। কারণ মানুষ টাকে আমি ভালোবাসি। তখন দুজনের পথচলা আবার নতুন করে হবে। দুজন দেখবে নতুন দিনের স্বপ্ন। কবিতা টা দারুণ ছিল দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জাস্ট অসাধারণ। এই লাইনগুলো তিনবার পড়লাম। আমার মনে হয় চর্চার মাধ্যমে কবিতা হয়না। কবিতা লেখার জন্য চাই সহজাত প্রতিভা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতা লিখতে আসলে প্রাণচঞ্চল মন লাগে আর আপনার ভেতরে এমন কিছু আছে যা কবিতার শব্দ চয়নের যথেষ্ট। কবিতার এই অংশটুকু আমার কাছে খুবই ভালো লেগেছে। এই কবিতাটি আপনি বৌদিকে পড়ে শুনিয়ে দেন। তাহলে বৌদি খুশি হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ দাদা এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা সত্যিই এক কথায় মুগ্ধ হয়ে গেলাম আপনার লেখা কবিতাটি পড়ে। পুরো কবিতাটি মনোযোগ দিয়ে পড়লাম সত্যি খুবই ভালো লাগলো দাদা।
ভালোবাসার মানুষটিকে একবার হারিয়ে তাকে ফিরে পেয়ে আবার নতুন করে পথ চলা এটা সত্যি খুবই ভালো লাগার একটি ব্যাপার।
যাইহোক খুবই ভালো লাগলো দাদা আপনার লেখা কবিতাটি। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যারা ছেড়ে যাবেনা কখনো এই কথাটি বলে আমার মনে হয় তারাই সবার আগে ছেড়ে যায়। এমনটি হয়ে থাকে। সব সময়। তাকে তো আবার সুযোগ দিতেও ভয় লাগে। যদি আবারো সে চলে যায়। খুব সুন্দর এক কবিতা উপহার দিলেন দাদা। তমসাবৃত এই শব্দের অর্থ টা বুঝিয়ে দিলে ভালো হতো দাদা এটার অর্থ বুঝিনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তমসাবৃত- অন্ধকারে আছন্ন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আধার তো হয়ে গেছে দূর
এসে গেছে যখনি কাছে,
শুধু আলো-আঁধারি টা চলবে
জীবনের পেক্ষাপটে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উফফ কি অসাধারণ শব্দ চয়ন,জাস্ট মগধ হয়ে গেছি আপনার পুরো পুরো কবিতা টি পড়ে😍
আমিও তাই চাই,এগিয়ে যাক সে,ভালোবাসায় পূর্ণতা পাক তার হৃদয়😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতা আর আবেগ দুটোর মাঝে দারুণ সন্ধি হয়ে উঠছে আজকাল, দাদার কবিতার প্রথম ফটোটি দেখে অনুভুতিগুলো যেন জাগ্রত হয়ে উঠলো আবার।
আমি তোমার মাঝে হারিয়ে
খুঁজি নিজের হৃদয়ের আলো,
আমি তোমায় ছুঁয়ে উত্তেলিত
ভালোবাসার পরশে আভিভূত।
পাশে থাকার দৃঢ় প্রত্যয়ে
হাত দুটো ধরো শক্ত করে
পাশা-পাশি হাঁটবো দুজনে
সুখে দুঃখে একসাথে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমনটাই তো চাওয়া
কবির বাসনা যেন পূরণ হয়
ভালোবেসে যেন কবি
ভালোবাসার মানুষকে পাশে পায়
এমনটাই তো ভাবি ,
তবে আশা মাঝে মাঝে এলোমেলো হয়
বিধায় কবি মাঝে মাঝে দ্বিধাগ্রস্ত হয়ে
চিন্তায় কবিতা লিখে ফেলে ।
বেশ ভালো ছিল কবিতাটি । শুভেচ্ছা রইল ভাই ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সেই তো তুমি ফিরে এলে
আবার আমার বুকে,
শুধু শুধু এতগুলো দিন
বাঁচলাম ধুকে ধুকে।।
উষ্ণতার এই পরশে আজ
খুশি হলাম আবার,
বর্তমানের আলোক শিখায়
দূর হল সব আঁধার।
বাকিটা পথ এমনি করেই
দিব দুজন পারি,
পূর্ণতা পাক ভালোবাসা
দিব না আর আড়ি♥♥
♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার কবিতাটি সত্যিই অসাধারণ, খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আসলে আপনার কবিতা পড়ে খুবই ভালো লাগে। অতীতকে ভুলে গিয়ে প্রিয় মানুষটিকে নিয়ে নতুন স্বপ্ন দেখায় এবং নতুন দিনগুলো সুন্দরভাবে পার করা এটাই সবচাইতে সুখের কাজ। আমার খুবই ভালো লেগেছে, আজকে আপনার কবিতাটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আজ আবারও বলছি, এমন ভালোবাসার কবিতা গুলো পড়লে , আবার নতুন করে ভালবাসতে ইচ্ছে করে। খুব করে। তবে দাদা কিছু কিছু লেখা কবিতা তেই খুব সুন্দর মানায় গো। বাস্তবে বড্ড কঠিন ব্যাপার গুলো।
এই লাইন গুলো যখন পড়ছিলাম দাদা বুক টা কেপে কেপে উঠছিল। স্বপ্নের মত ছিল মনে হয় জীবন টা। দাদা, এমন লেখা আরো দেবেন কেমন। নতুন করে অনেক কিছুতে উৎসাহ পাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসা থাকলে পৃথিবীর সব কিছুই সুন্দর লাগে।
হাজার কষ্টের পরেও মনে শান্তি থেকে যায়।
ভালোবাসাই পারে সব কষ্টকে জয় করতে।
দাদা আপনার এই ভালোবাসার কবিতা আমার খুবই ভালো লাগে। প্রতিটি লাইনে ভালোবাসা মাখানো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা কি আর বলব, মনে হচ্ছে আমার মনের কথাগুলোই আপনি বলেছেন তবে কবিতা শেষাংশে যেরকম করে উপস্থাপন করেছেন আমার জীবনের জীবনে যদি সে আবার ফিরে আসে কখনোই আমি তোকে গ্রহণ করব না... আপনার কবিতাটি সত্যি অনেক ভালো লাগলো দাদা...
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শ্রদ্ধেয় প্রিয় দাদা আশাকরি ভাল আছেন?
আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। সত্যিই অসাধারণ হয়েছে কবিতার প্রতিটি লাইন আমার হৃদয় ছুঁয়ে গেছে । বিশেষ করে এই লাইন গুলো আমার কাছে খুবই দুর্দান্ত মনে হচ্ছে।
এত চমৎকার কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কবিতাটি এমনভাবে তারেফের যোগ্য, কবিতার প্রতিটি লাইনে আপনি যেভাবে আপনার হৃদয়ের কথা বলেছেন, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা,আপনার লেখা প্রেম বিরহে কবিতাগুলো আপনি খুব সুন্দর ভাবে লেখেন। যেন বাস্তবে কিছু প্রেমিক প্রেমিকার মনের কথাগুলো আপনার কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলেন।দাদা, আপনার কবিতাগুলো যত পড়ি ততই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনি এত সুন্দর ভাবে গুছিয়ে কবিতাগুলো লেখেন আমি আপনার এই কবিতাটি দু-তিনবার পড়েছি এত সুন্দরভাবে কবিতাটি লিখেছেন পড়তে ইচ্ছে করছিল শুধু।দাদা, আপনার লেখা কবিতার মধ্যে এই অংশটি আমার খুবই ভালো লেগেছে।
দাদা, প্রথম ভালোবাসা প্রথম বন্ধুত্বের মতো কোনো বন্ধুত্ব বা ভালবাসার সম্পর্ক হয় না। তাই সেই পুরনো ঠিকানায় ফিরে আসা বাস্তব।ধন্যবাদ দাদা 💐💐
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এক কথায় অসাধারণ, মনমুগ্ধকর একটি কবিতা, এভাবেই সবার ভালোবাসার মানুষকে নিয়ে আসুক, ভালোবাসার বিচ্ছেদ বড় কষ্টের, আজকের কবিতাটি অসাধারণ হয়েছে খুব ভাল লেগেছে আপনার আজকের এই কবিতা। হৃদয় ঠান্ডা করার মত ছন্দ মিলিয়ে কবিতা লিখেছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
love your content
appreciate it if you would check out my post
i post about movies reviews there facts etc
follow for follow
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
"নতুন দিনের স্বপ্ন দেখি, আবার নতুন করে বাঁচি" কবিতার কথাগুলো সত্যিই খুব অসাধারণ হয়েছে দাদা। এই কবিতাটি পড়ে মানুষ নতুন করে বাঁচার, নতুন ভাবে বাঁচার স্বপ্ন দেখতে পারে। কবিতাটি হাজারো মানুষের জীবনে আশার আলো জাগিয়ে তুলবে। কবিতাটির প্রত্যেকটি লাইনই নতুন করে বেঁচে থাকার এক নতুন গল্প।
বিশেষ করে এই লাইনগুলো আমার খুব বেশি ভালো লেগেছে..
যেন শেষ না হয় আমাদের দু'জনের এই পথচলা।
এই অবিরাম পথচলায় অতীতকে ভুলে থাকা যায়,
অতীতের দিনগুলি সারি-সারি বেদনার নীলছবি ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার কবিতার এই লাইনে গুলো আমার মন ছুঁয়ে গেছে।আসলে অন্ধকার ময় থেকে আবার দুজনের মধ্যে মধুর সম্পর্ক ও ভালোবাসা আবদ্ধ হোক। অনেক ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা,প্রতিনিয়ত আপনার সুন্দর সুন্দর প্রেমের কবিতাগুলি পড়ে খুবই ভালো লাগে।অসাধারণ লেখনী।
ভালোবাসার মানুষটি ছেড়ে চলে গেলেও তার জন্য মঙ্গল কামনা করা সত্যিই বড়ো প্রেমের পরিচয়।ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আহা কি মধুর লাইন দাদা!কবে যে এমন একজনকে পাবো যার সাথে বসে আকাশ দেখা যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অতীতের করা ভুল অথবা অতীতের করা কোন ভুলের স্মৃতি কখনোই সাথে বয়ে নিয়ে চলা উচিত নয়। তা শুধু দুঃখ দেয়। তাই আমাদের উচিত পুরনো স্মৃতি স্মৃতির পাতা থেকে মুছে নতুনভাবে পথ চলা শুরু করা। দাদা আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যে হাত ধরেছিল সারাজীবনের জন্য কিন্তু পুরনো বন্ধুর হাত ধরে সে চলে যায়। আপনি তখনও আশায় বুক বেধেঁ ছিলেন। ভাগ্যের কি নির্মম পরিহাস। বন্ধুর কাছে থাকতে পারেনি বেশিদিন। আপনি তাকে খুব সহজেই আপন করে নিলেন। কিন্তু অতীতের কিছু দুঃসহ স্মৃতি কী ভুলা যায়! সব স্মৃতি ভুলে একসাথে আবার বেচেঁ থাকার অঙ্গীকার।
খুব সুন্দর লিখেছেন দাদা ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This is a beautiful poem accompanied by beautiful animated images. It’s surprising how poetry is still alive today as an artform. I’m in love with this form of literature. Thank you.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আমার আদাব নিবেন।
হারানো প্রেম ফিরে পেলে মনে যে তাৎক্ষণিক আনন্দ অনুভূত হয় আমার কাছে তা বিধবা মায়ের হারানো সন্তানকে ফিরে পাওয়ার আনন্দকেও হার মানাবে। কাউকে খুশি করার জন্য নয় দাদা আপনার কবিতা আমার সত্যিকার অর্থে আমার অনেক ভাললাগে। তাই আমি আপনার কবিতাগুলো খুটিয়ে খুটিয়ে পড়ি এবং নতুন কবিতা লেখার রসদ আমার মনের খোরাক হয়। আজকে যে কবিতাটি লিখেছি তার শিরোনাম হলো " প্রিয়া মোর এসেছে ফিরে । হারানো ভালোবাসার মানুষকে পেলে ব্যথিত হৃদয়ে যে আনন্দের বন্যা বইয়ে যায় তা এ কবিতার মূল উপজীব্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit