আমার এই পর্যন্ত করা সকল DIY প্রজেক্ট

in hive-129948 •  3 years ago 

আজকে যে কি লিখবো সেটা ভাবতে ভাবতে ৫ ঘন্টা চলে গেলো, কিন্তু কিছুই লিখতে পারলাম না ।মনটা বড় বিক্ষিপ্ত হয়ে আছে, এই মনে কিছু লেখা আঁকা পসিবল নয় । অনেক রাতে ঘুমিয়ে খুব সকালে উঠেছি । এ রকম কখনোই হয় না, কিন্তু কাল হলো । ভোর পাঁচটায় ঘুমিয়ে সকাল ৮ টায় উঠে পড়েছি । তারপর থেকে সমানে চেষ্টা করেও কিছু আঁকতে লিখতে পারিনি ।

"মন আজ বিক্ষিপ্ত
চিন্তা ভাবনা আজ এলোমেলো
সৃষ্টিশীলতা আজ শীতঘুমে
ব্যক্তিস্বাধীনতা আজ ভুলুন্ঠিত "

এ হেন অবস্থায় কিছুই পোস্ট করা সম্ভবপর ছিলো না । কিন্তু, আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছি । আর আমার রেকর্ড টা আমি অক্ষুন্ন রাখতে খুবই ইচ্ছুক, ডেইলি ১ টি পোস্ট করা পুরো ১ বছর ধরে -এটাই আমার রেকর্ড করার চেষ্টা । সেটা আমি ভাঙতে দিতে মোটেও রাজি নই । তাই আজকের পোস্টটিতে জাস্ট আমার বিগত দিনের করা সকল DIY প্রজেক্টের এক ঝলক তুলে ধরা হলো । আশা করি একেবারে খারাপ লাগবে না আপনাদের কাছে ।

তো চলুন দেখা যাক আমার DIY প্রজেক্টগুলি এক ঝলকে --


০১. প্লে ডো দিয়ে মাছের মডেল তৈরী


এটাই ছিল আমার প্রথম DIY প্রজেক্ট । প্লে ডো দিয়ে একটি মাছের মডেল তৈরী করার ব্যর্থ প্রয়াস । খুবই তড়িঘড়ি করার জন্য কাজটা তেমন ভালো হয়নি ।


০২. "আমার বাংলা ব্লগ" -এর আনিম্যাটেড লোগো তৈরী


এটাই ছিল আমার তৈরী ফার্স্ট এনিমেটেড জিফ ফাইল তৈরী করা । আমার বাংলা ব্লগ এর অফিসিয়াল লোগোটা এনিমেটেড করেছিলাম সেদিন । কাজটা করে খুবই আনন্দ পেয়েছিলাম ।


০৩. প্লে ডো দিয়ে প্যান্ডোরা গ্রহের মাছের মডেল তৈরী


আমি একজন সায়েন্স ফিক্শন মুভি ভক্ত । avatar মুভিটা আমার দারুন লেগেছিলো । দারুন লেগেছিলো প্যান্ডোরা গ্রহের অদ্ভুত দর্শন সুন্দর জমকালো প্রাণী জগৎ দেখে । সেই মুগ্ধতা থেকেই আমি তৈরী করলাম প্লে ডো দিয়ে প্যান্ডোরা গ্রহের এক কল্পিত অদ্ভুত মাছের মডেল তৈরী ।


০৪. কাগজ দিয়ে নৌকা ও প্লেন তৈরী


অরিগ্যামি আমি দারুন এনজয় করি বাট নিজে তেমন কিছুই তৈরী করতে পারি না । তবে ছোটবেলায় নৌকা ও প্লেন তৈরী করা শিখেছিলাম । সেই বিদ্যে কাজে লাগিয়েই এই দুটি সৃষ্টি করলাম ।


০৫. প্লে ডো দিয়ে কার্টুন কচ্ছপ মডেল তৈরী


এটাও আমার ছোটবেলায় শেখা । পার্থক্য হচ্ছে ছোটবেলায় মাটি দিয়ে কচ্ছপ বানাতাম আর এখন প্লে ডো দিয়ে বানালাম । দেখতে খুব একটা সুবিধের হয়নি মোটেও ।


০৬. কাগজ দিয়ে 'লাজুক খ্যাঁক'-কে তৈরী


লাজুক খ্যাঁক আমার অতি প্রিয় । তাই অনেক কষ্ট করে কাগজ দিয়ে লাজুক খ্যাঁকের একটা অরিগ্যামি মডেল তৈরী করলাম । মোটামুটি হয়েছে ।


০৭. প্লে ডো দিয়ে "লাজুক খ্যাঁক"-এর মডেল তৈরী


আগেরটা ছিল কাগজের তৈরী মডেল । আর এবারেরটা হলো প্লে ডো দিয়ে তৈরী । এটা বানিয়ে মনে তৃপ্তি পেয়েছিলাম । ভালোই হয়েছিল মডেলটি ।


০৮. প্লে ডো দিয়ে "হীরামন তোতার" মডেল তৈরী


হীরামন তোতা । রূপকথার কল্পিত একটি পাখি । চেষ্টা করেছিলাম কল্পনাকে বাস্তবের রূপ দিতে । কিন্তু লো কোয়ালিটি প্লে ডোর জন্য প্রচেষ্টাটা মাঠে মারা গেলো । তেমন একটি সুবিধের হয়নি ।


০৯. প্লে ডো দিয়ে ৫০০০ বছরের পুরোনো হরপ্পান মডেল এর অনুরূপ পোড়ামাটির খেলনা তৈরী


স্মরণকালের সব চাইতে বাজে DIY প্রজেক্ট এটি । টিনটিনের দুস্টুমির জন্য সব নষ্ট হয়ে গেছিলো । বানাতেই পারিনি মোটেও । তবে ৫০০০ বছর আগেকার শিল্পকর্ম অনিন্দ্যসুন্দর ছিলো না । সেই দিক থেকে দেখতে গেলে আমার মডেলটা খুব একটা খারাপ হয়নি । তবে ষাঁড়ের কুঁজ বানাতে ভুলে গেছিলাম টিনটিনের দুস্টুমির জন্য ।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা আপনার কথা কি বলব, আপনি আসলে প্রতিটা বিষয়ে খুবই দক্ষ একজন ব্যক্তি। আপনি যেটা করে সেটায় খুবই মনোযোগ দিয়ে করেন এবং সেটি সবচাইতে ভালো করেন। আজকে আপনার এই পোস্ট গুলো দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। প্রতিটা ড্রাই পোস্ট খুবই সুন্দর হয়েছে। কোনটা ভাল আর কোনটা খারাপ বলব। বুঝতে পারছিলাম না। বিশেষ করে আমার বেশি ভালো লাগছে লাজুক খ্যাঁকয়ের ড্রাই দুইটি সবচাইতে বেশি ভাল লেগেছে। আপনার দক্ষতার জন্য আমার নিজেকে গর্বিত মনে হচ্ছে যে আমি এত সুন্দর দক্ষ একজন ব্যক্তি অনুপেরণা পাচ্ছি।আপনার জন্য শুভকামনা রইল।

সত্যি সৃষ্টিকর্তা আপনাকে এত সুন্দর দক্ষতা দিয়েছে, আপনার ড্রাই পোস্ট গুলো দেখে আমি বুঝতে পেরেছি। আপনি প্রতিটা বিষয়ে খুবই দক্ষতা সাথে করেন।আপনার সকল পোস্ট আমি দেখি, আপনি সকল বিষয়ে খুবই দক্ষতার সাথে কাজ করেন। আজকে আপনার পোষ্টগুলো দেখে আমি সত্যিই অনেক আশ্চর্য হয়ে গেছি। এগুলো দেখে আমার মনে হয়েছে কোন থ্রিডি পিকচার। পোস্ট গুলো এত সুন্দর লেগেছে ভাষায় প্রকাশ করতে পারছি না। বিশেষ করে আমার প্লে ডো দিয়ে মাছের মডেল তৈরী ড্রাইটি সবচাইতে বেশি ভাল লেগেছে।প্লে ডো সকল ড্রই গুলো আমার খুবি ভালো লাগছে। আপনার জন্য শুভকামনা রইল🌼।

দাদা আপনার প্রতিটি ডাই প্রজেক্ট খুব সুন্দর ও চোখে পড়ার মতো ছিলো ।বিশেষ করে টিনটিন বাবুর জন্য যেটা নষ্ট হয়েছিলো সেটা আর লাজুক খ্যাক এর প্লে ডো গুলো আমায় মোহিত করছে ।শত ব্যস্ততার মাঝেও এতো অমায়িক সৃষ্টি শেয়ার করেছেন ।আপনার জবাব নেই দাদা ।ধন্যবাদ ও দোয়া টিনটিন বাবু ও আপনার জন্য দাদা ।

আশা করি একেবারে খারাপ লাগবে না আপনাদের কাছে ।

নাহ দাদা, খারাপ লাগবে কেনো।অনেক বেশি ভালো লেগেছে।

দারুন লেগেছিলো প্যান্ডোরা গ্রহের অদ্ভুত দর্শন সুন্দর জমকালো প্রাণী জগৎ দেখে ।

দাদা আমার তো এই প্যান্ডোরা গ্রহের এই মাছ কে দেখাই হয়নি। কি যে অদ্ভুত সুন্দর এই মাছটি!দেখলেই আসলে অবাক হয়ে যাই। আর আপনি এই প্লে ডো দিয়ে প্রচুর সুন্দর ভাবে কাজ করতে পারেন।আমি প্লে ডো কিনি নি তবে মাঝেমধ্যে ময়দার ডো দিয়ে ট্রাই করেছিলাম আপনাকে দেখে।তবে এতোটা নিখুঁত হয়না।

সব গুলোdiy প্রজেক্ট অনেক সুন্দর হয়েছে তবে আমার কাছে প্যানডোরা গ্রহের মাছের মডেলটি অন্য রকম লেগেছে। মাথার দিকটা দেখতে হাঙর মাছের মতো। আপনার ডাই প্রজেক্ট গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা 💚

প্লে ডো দিয়ে করা আপনার সবগুলো প্রজেক্টের মাঝে লাজুক খ্যাঁক এর মডেলটি ছিলো আমার দেখা সেরা। এছাড়াও কাগজ দিয়েও তৈরী করা লাজুক খ্যাঁকটি দারুণ ছিলো।

হ্যা, এটা সত্য শুরুর দিকে তৈরী করা সবগুলো প্রজেক্টই অসাধারণ এবং আকর্ষণীয় হয়েছিলো। আমরা এই রকম অসাধারণ সৃষ্টিকর্ম আরো দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ

দাদা আপনি আপনার প্রতিশ্রুতি অক্ষুণ্ন রেখেছেন। এবং কি আপনি আমাদের মাঝে আপনার হাতে করা প্লেডো, লাজুক খ্যাক, একটি মাছ, হীরামন তোতা, অনেক সুন্দর ছিল। হ্যাঁ দাদা এটা ঠিক কোন কিছু করার জন্য ঠান্ডা মস্তিষ্কের প্রয়োজন হয়। তবুও আপনি যে নিজেকে কন্ট্রোল করে শেষ পর্যন্ত আমাদের জন্য একটা পোস্ট তৈরী করেছে এটা সবার পক্ষে সম্ভব হয় না। আমাদের বেলায় যদি মাথা বিগড়ে যায় কোন কিছু করা না হয় তখন এক দিকে ছুড়ে মেরে ফেলে কোথায় যাই কি করি কোন হদিস থাকে না। দাদা ইজ দ্যা গ্রেট। আপনার পোস্ট গুলো পড়লে মনে হয় যেন দাদার কথা কানে বাযচ্ছে। দাদা এটা কি একজনের প্রতি আরেকজনের গভীর ভালবাসার বহির প্রকাশ। যদি এরকম হয়ে থাকে তাহলে আগের জনমে মনে হয় আপনার সাথে আমার সাক্ষাত ছিল, হাহাহা। দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য ভালো ভালো জিনিস উপহার সরুপ দেবেন এই কামনাই করি, ভালোবাসা অবিরাম দাদা।

দাদা আপনি যে ব্যাস্ত মানুষ তারপরের ও যে আপনি এতো সুন্দর ডাই করেন সত্যিই অবিশ্বাসজনক একটা বেপার, কিছুদিন আগে হরপ্পনা হাজার বছর আগের কিছু ভাস্কর্য, এবং সেদিন দিয়েছিলেন ডিজিটাল আর্ট সত্যি দাদা অসাধারণ।

অনেক অনেক ভালোবাসা রইলো দাদা আপনার প্রতি😍😍🥰🥰💓

আপনার প্রতিটা কাজেই দাদা কঠিন দক্ষতার প্রকাশ পায়, প্রতিটা পোস্ট খুব অসাধারণ ভাবে তৈরি করেছেন আপনি, প্লে ডো দিয়ে আমি কখনো কিছু তৈরি করিনি, তবে দাদা ছোটবেলায় কাদামাটি দিয়ে অনেক কিছু বানানোতাম।
আপনার এই প্লে ডো দিয়ে বানানো দেখে আমারও খুব ইচ্ছে করে কিছু না কিছু বানাই।
সত্যি দাদা আপনি ভাবছেন হয়তো খারাপ হয়েছে কিন্তু অসম্ভব। প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে তৈরি করেছেন আপনি। সব মিলিয়ে অসাধারণ উপস্থাপনা ছিল।

ওয়াও দাদা সত্যিই অসাধারণ ছিলো আপনার ড্রাই পোস্টগুলো। আমার কাছে সবগুলো ড্রাই পোস্ট খুব ভালো লেগেছে। প্লেডো দিয়ে তৈরি করার সবগুলো ড্রাই পোস্ট খুব ভালো লেগেছে। খুব সুন্দর করে আপনি প্লেডো দিয়ে মাছ,পাখি,কচ্ছপ, লাজুক খ্যাকের মুখমণ্ডল তৈরি করেছেন। সবগুলোই অসম্ভব সুন্দর হয়েছে যা আমি বলে বুঝাতে পারব না। দাদা আপনি আসলে সর্বগুণ সম্পন্ন একজন মানুষ। এত সুন্দর সুন্দর পোস্ট গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আপনার জন্য শুভকামনা রইল।

কি বলেন দাদা ভোর পাঁচটায় শুয়ে আবার আটটায় ওঠা এটা কি করে সম্ভব। তারপরও আপনি সুস্থ আছেন এটাই হাজার শুকরিয়া। দাদা আপনি খুব কম ঘুমান এটা ঠিক না। ঘুম ঠিকমতো করার চেষ্টা করবেন প্লিজ দাদা ।আপনি এক বছর ধরে নিয়মিত পোস্ট করার কথা চিন্তা করছেন শুনে অবাক হলাম আমরা আজ একটা পোস্ট দিলে পরের দিন চিন্তা করি কি দিব কি দিব কিছুই খুঁজে পাইনা ।আপনি আপনার গন্তব্যে পৌছাতে পারবেন এই আশা রাখি দাদা। আপনার বানানো প্রত্যেকটা ডাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ।সবচাইতে বেশি ভালো লেগেছিল কচ্ছপ আর প্লেডো দিয়ে বানানো লাজুক খ্যাকটি ।প্রথম মাছ টাও আমার কাছে অনেক ভালো লেগেছে। প্লেডো আপনি কত সুন্দর করে বানান আমি চেষ্টা করেও কিছুই বানাতে পারি না আফসোস। অনেক ধন্যবাদ দাদা আপনার পুরনো ডাইগুলো আবার আমাদের সাথে শেয়ার করার জন্য।অবিরাম শুভকামনা রইল।

দাদা আমিও আপনার মতো সাইন্স ফিকশন মুভির ভক্ত। দাদা আপনার প্রত্যেকটি ডাই প্রজেক্টটি অসাধারণ ছিল। প্লেটো দিয়ে আপনি এত সুন্দর সুন্দর মডেল তৈরি করেছেন তা দেখে সত্যিই আমি মুগ্ধ। আপনি শত ব্যস্ততার মাঝেও আমাদের জন্য সময় দেন এই বিষয়টি সত্যিই আমাদেরকে মুগ্ধ করে। প্রতিনিয়ত দাদা আমরা আপনার থেকে অনেক কিছু শিখতে পারি। দাদা আজ আপনার মনটা বিক্ষিপ্ত আছে শুনে খুব খারাপ লাগলো। দোয়া করি আপনার মনটা যেন তাড়াতাড়ি ভাল হয়ে যায়। শুভকামনা রইলো আপনার জন্য ।

দাদা অনেক ভালো লাগলো আপনার পোষ্টটি পড়ে। বছরের রেকর্ডটি ধরে রাখার জন্য চেষ্টা। আপনার প্রতিটি ডাই পোস্ট অসাধারণ হয়েছে। রঙ্গিন কাগজ দিয়ে নৌকা তৈরি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

দাদা আপনার সবশেষ ডাইটা ছাড়া বাকি সব গুলো আসলে অসাধারণ হয়েছিল। তার মধ্যে আমার কাছে প্লেডো দিয়ে মাছের মডেল তৈরি এইটা খুব ভালো লেগেছে একেবারে বাস্তবে মাছের মত লাগছে দেখতে। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের মাঝে এত সুন্দর সুন্দর ডায়লগ গুলো শেয়ার করার জন্য।

আপনি আপনার ব্যস্ততার মাঝেও প্রতিনিয়ত আমাদেরকে সময় দিচ্ছেন এটা দেখে অনেক ভালো লাগলো দাদা। আপনি প্রতিদিন ধারাবাহিকভাবে একটি করে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন এটা ভেবে আমরাও আরো বেশি কাজ করার উৎসাহ পেলাম। দাদা আপনার নিখুঁত হাতের কাজ গুলো আমার অনেক ভালো লেগেছে। আপনি অনেক ব্যস্ততার মধ্যেও দারুন দারুন diy আমাদের মাঝে উপহার দিয়েছেন। সবগুলো diy একসাথে দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। প্লে ডো দিয়ে কচ্ছপ তৈরি, পাখি তৈরি ও মাছ তৈরি দারুন হয়েছে দাদা। এছাড়া হরপ্পার মডেলের পোড়ামাটির খেলনাগুলো পুরনো ঐতিহ্যকে বয়ে আনে। পোড়ামাটির তৈরি খেলনা গুলো আজ বিলুপ্তির পথে। এই খেলনা গুলো এখন আর দেখতেই পাওয়া যায় না। তবে আপনার তৈরি হরপ্পার মডেল গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।আপনার জন্য শুভকামনা রইল দাদা।

দাদা আমিও আপনার মত কাগজ দিয়ে নৌকা ও প্লেন তৈরি করা শিখেছিলাম ছোটবেলায়, প্রাইমারি পড়াকালীন। তবে সময়ের ব্যবধানে আজ অনেকদিন পরে নৌকা ও প্লেন তৈরি করা দেখে ছোটকালে স্মৃতি আমার মনের মধ্যে জেগে উঠল। ফিরে গেলাম ছোটবেলার সেই মনমুগ্ধকর শৈশবে,যখন বন্ধুরা মিলে কতনা খেলাধূলা করেছি। নৌকা তৈরি করে পানিতে ভাসিয়েছি,ভিজে গিয়ে নৌকা নষ্ট হয়ে গেছে; তাতেও আনন্দ খুঁজে পেয়েছি। কিন্তু আজ সেই দিন কোথায় হারিয়ে ফেলেছি । সকল বন্ধু বান্ধবী গুলো যে যার মতো নিজের জীবনে দাঁড়িয়ে গেছে। সেই শৈশব শুধু স্মৃতিময়। মধুর জীবন। আপনার জন্য শৈশবের সেই স্মৃতিময় দিনগুলো কে স্মরণ করতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। আপনাকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ দাদা।

দাদা আমার সবচেয়ে ভালো লেগেছে প্যান্ডোরা মাছের মডেলটি । হিরামন তোঁতা ও বেশ ভালো ছিল। বাচ্চাদের খেলনা দিয়ে কি চমৎকার সব জিনিস বানিয়েছেন। দেখতেই ভালো লাগছে।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv4XZFwa9sxP9itfmVsCkwTYMtkm7U9Cf9ZgnBLYdMKrDGEN5Q9ixcZYZo4MT1ZFJqzTyz6ngCNjgziCe58FQpu45VGrPdMu2tLE15g.jpeg

দাদা আমাদের সবার প্রিয় লাজুক খ্যাঁকের অরিগামীটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এটি আমিও অনেক বার তৈরী করেছি। দাদা আপনার আজকের পোস্টটি দেখে আমি অবাক হলাম আর আপনার সব গুলো সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট গুলো এক সাথে দেখে অনেক ভালো লাগলো। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সবসময় এই কামনাই করি

"মন আজ বিক্ষিপ্ত
চিন্তা ভাবনা আজ এলোমেলো
সৃষ্টিশীলতা আজ শীতঘুমে
ব্যক্তিস্বাধীনতা আজ ভুলুন্ঠিত"

দাদা আপনার লেখা এই লাইনটি আমার কাছে অসাধারণ লেগেছে। মন ঠিক না থাকলে চিন্তা ধারা গুলো এলোমেলো হয়ে যায়। কারণ মনের গহীন থেকেই সুন্দর গোছানো চিন্তাভাবনাগুলো মাথার মধ্যে তৈরি হয়। দাদা আপনার লেখার মধ্যে অদ্ভুত রকমের মায়া রয়েছে। আপনি নতুন কিছু সৃষ্টি করার মধ্যে আনন্দ পান। আর এই সৃষ্টিশীল মানসিকতা থেকেই আপনি আপনার অবসর সময়ে প্লে ডো দিয়ে দারুন কিছু Diy তৈরি করেছেন। প্লে ডো দিয়ে Diy তৈরি আমার কাছে একদম ইউনিক লেগেছে। আপনার মাথায় দারুণ দারুণ ইউনিক চিন্তাগুলো রয়েছে বলেই আপনি এত সুন্দর কিছু আমাদেরকে উপহার দিয়েছেন। আপনার তৈরি প্রতিটি Diy প্রশংসার দাবিদার। সবগুলো একসাথে পেয়ে খুবই ভালো লাগলো। কচ্ছপটি দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগছে। দেখে বোঝা যাচ্ছে আপনি প্রতিটি জিনিস খুবই যত্ন সহকারে এবং দক্ষতার সাথে তৈরি করেছেন। কারণ মনের ইচ্ছা শক্তি ও দক্ষতা না থাকলে কোন কিছুই এত সুন্দর ভাবে উপস্থাপন করা সম্ভব নয়। সবকিছু মিলিয়ে অসাধারণ হয়েছে দাদা।

সবগুলো প্রজেক্ট একসাথে দেখা হলো খুবই ভালো লাগলো।প্লে ডো দিয়ে যে ল্যাজুক খ্যাক ও হীরামন তোতা বানিয়েছেন সেটা বেশি ভালো লাগলো।

মন আজ বিক্ষিপ্ত, চিন্তা শীলতা এলোমেলো

এটা জিনিয়াসদের কমন লক্ষ্মণ আর এই বিক্ষিপ্ত সময়ের যে সৃষ্টি তা সব সময় বিশেষ হয়।

দাদা অসাধারণ সমস্ত ডাই গুলি।
প্লেটো দিয়ে খুব সুন্দর করে অনেক কিছু বানিয়ে ফেলা যায়। এই প্লে ডো অনেকটা কাঁচা মাটির মতন আসলে নিজের সন্তানকে যেভাবে ইচ্ছা সেভাবে এটি আকারে তৈরি করে ফেলা যায়। তবে আমার কাছে প্লে ডো দিয়ে ফেসিয়াল এর আকৃতি তাই বেশ ভালো লেগেছে।

খুবই ভালো লাগলো দাদা আপনার প্লে ডো দিয়ে সমস্ত ডাই গুলি দেখে ।

এটা অনেক ভালো একটা ডিটারমিনেশন যে, প্রতিদিন একটি করে অন্তত পোস্ট করা। এভাবে এক বছর চালাতে পারলে এটি এটা নিয়মিত অভ্যাসে পরিণত হবে এবং পরবর্তীতে আর এই কাজটি ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
আপনার সবগুলো কাজ আগে দেখেছি এবং খুব চমৎকার ছিল। তবে আমাদের কমিউনিটির জন্য যে এনিমেটেড গিফ ফাইল তৈরি করেছেন এটি অনেক সুন্দর হয়েছে এবং অবাক হয়েছি যে, এটি আপনি প্রথমবার করেছেন আর তাতেই এত সুন্দর কাজ হয়েছে।

কম্পিউটারে এত এত কাজ করার পরও গিফ তেমন তৈরি করা হয়নি আপনার এ ব্যাপারটি অনেক অবাক লেগেছে আমার কাছে। যেহেতু আপনি কোডিং নিয়ে ব্যস্ত থাকেন বেশি এবং বিভিন্ন সফটওয়্যার এর কাজ করে থাকেন তাই আসলে এগুলোতে সময় দেওয়ার মতো প্রয়োজন হয়তো কখনো পড়েনি এবং আমি নিজেও মাত্র বছরখানেক আগে প্রথম গিফ তৈরি করেছিলাম।

প্লে ডো দিয়ে কাজগুলো করতে নিশ্চয়ই খুব মজা হয় এবং আমিও চেষ্টা করব আমার মেয়ের জন্য প্লেডো দিয়ে বিভিন্ন রকম কাজ করে সময় গুলোকে উপভোগ করতে এবং মেয়ের মানসিক বিকাশে ভূমিকা রাখতে। ধন্যবাদ।

প্রথমত আমি এই কমিউনিটিতে কারো মাধ্যমে আসিনি। আমার মাধ্যম আপনি দাদা। শুরুর দিককার কথা আমি আপনার একটি ডাই পোস্ট দেখে এতটাই অবাক হয়ে ছিলাম যে কি বলবো। ঠিক তার পরপরই আমি এই কমিউনিটিতে জয়েন করি। মানে বোঝাতে চাইলাম আপনার ডাই প্রজেক্ট যথেষ্ট ভালো লাগে দাদা। আর কাজের চাপ মাঝে মাঝেই এমন পর্যায়ে চলে যায় কি বলবো তখন আমার মাথায় কিছুই আসেনা। এই ব্যাপারগুলো আমার সাথেও হয়। উপর ওয়ালার ইচ্ছায় সব ঠিক হয়ে যাবে দাদা। একদিন আমরা আবার আপনার এই চমৎকার ডাইগুলো দেখতে পাবো। আর আপনার অনেক গুলো ডাই একসাথে দেখছ খুব ভালো লাগলো ♥️
আর প্রতিদিন একটি করে পোস্ট করছেন দীর্ঘদিন ধরে সত্যিই যা অনবদ্য, এভাবেই চালিয়ে যান দাদা।
দাদা দোয়া আপনার জন্য সবসময়ই রয়েছে ❣️

তবে ষাঁড়ের কুঁজ বানাতে ভুলে গেছিলাম টিনটিনের দুস্টুমির জন্য ।

এটি দেখে মজাই লাগলো দাদা। টিনটিন বাবু তাহলে আপনার কাজে ব্যাঘাত ঘটায়। তার কথা হয়ত আপনি কেন প্লে ডো দিয়ে কাজ করবেন। সেটা দিয়ে তো টিনটিন বাবুই খেলা করবে,হাহাহা। তবে সবগুলো ডাই প্রজেক্ট অনেক সুন্দর হয়েছে দাদা। প্রথম যে মাছ তৈরি করেছেন সেটি বেশি সুন্দর হয়েছে।

মনটা তোমার বিক্ষিপ্ত
চিন্তা এলোমেলো
হঠাৎ করে দাদা তোমার
কি হয়ে গেল।

মনটা তোমার ভালো হোক
এই কামনাই করি
মনে বড় আনন্দ নিয়ে
তোমার পোস্ট পড়ি

তোমার হাতে তৈরি করা
এসো নিজে করি
অসাধারণ প্রতিটি পোষ্ট
আহা মরি মরি

এমনি করেই চিরদিন
থেকো তুমি পাশে
আমার বাংলা ব্লগ দাদা
তোমায় দেখে হাসে।।

অনেক গুণে গুণান্বিত
প্রিয় দাদাভাই
এই জগতে তোমার কোনো
নাই উপমা নাই♥♥

দাদা আপনার সবগুলো DIY খুব যত্নসহকারে বানিয়েছেন । কিন্তু ২ এবং ৭ নাম্বার DIY টা আমার কাছে খুবই ভালো লেগেছে। কেননা এই দুইটা বিষয় আমাদের কমিউনিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত।

কি লিখবো সেটা ভাবতে ভাবতে ৫ ঘন্টা চলে গেলো,

আমারও মাঝে মাঝে এমনটা হয়। কি নিয়ে যে পোস্ট করব সেটা ভাবতে ভাবতেই অনেক সময় পার হয়ে যায়। পরে হুট করে মাথায় কিছু একটা চলে আসে আর ওটা নিয়ে লিখে ফেলে।

ডেইলি ১ টি পোস্ট করা পুরো ১ বছর ধরে -এটাই আমার রেকর্ড করার চেষ্টা।

দাদা আপনি নিশ্চয় আপনার এই রেকর্ডটি করতে পারবেন। কেননা আপনি খুবই পরিশ্রমী এবং বুদ্ধিমান।

প্রথমে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি আইডিয়া আপনার মাথায় আসার জন্য।আর সবচেয়ে একটি জিনিস ভালো লাগলো যে আপনি প্রতিদিন একটি করে পোস্ট করবেন এক বৎসর এ ধরনের একটি টার্গেট নিয়ে কাজ করছেন। এটা শুনে আসলেই আমার কাজের আগ্রহ কয়েকগুণ বাড়িয়ে গেল।আপনার জন্য শুভ কামনা রইলো দাদা চিরন্তন।

দাদা 5 ঘন্টা ধরে ভাবতে ভাবতে আপনার মাথায় দারুণ আইডিয়া এসেছে।এটি আমার কাছে খুবই ভালো লেগেছে।

আশা করি একেবারে খারাপ লাগবে না আপনাদের কাছে ।

আর আপনার তৈরি করা diy প্রজেক্ট ভালো লাগবে না এটা হতেই পারে না।কারণ আপনি যেকোনো কাজ অনেক ধৈর্য্য ও মনযোগ দিয়ে অত্যন্ত দক্ষ ও নিপুনতার সঙ্গে তৈরি করেন।একেবারে সকল কাজেই আপনি পারদর্শী।যাইহোক প্রত্যেকটি কাজ অসম্ভব সুন্দর ও আকর্ষণীয়।একদম সত্যিকারের মতো দেখতে লাগছে সবগুলোই।আমার কাছে তো সবগুলোই ভালো লেগেছে।তবে খুব খুব ভালো লেগেছে লোগো,গ্রহের মাছ ,প্লে ডো দিয়ে তৈরি লাজুক খ্যাকের মডেল আর পোড়ামাটির নিদর্শনটি।

তবে ষাঁড়ের কুঁজ বানাতে ভুলে গেছিলাম টিনটিনের দুস্টুমির জন্য ।

দাদা এই বিষয়টি মজার ছিল।তবে হ্যা বাচ্চারা দুস্টুমি করবে এটি স্বাভাবিক।এতেও ওদের মুখের হাসিতে মনে এক অদ্ভুত আত্মতৃপ্তি পাওয়া যায়,অন্যরকম অনুভূতি। অনেক ভালো লাগলো আপনার তৈরি প্রতিটি শিল্পকর্ম।ধন্যবাদ ও শুভকামনা রইলো দাদা।

অফ দাদা জাস্ট আপনার হাতের কাজ গুলো। আপনার হাতে যেন জাদু আছে। আপনার করা প্রত্যেকটি ডাই পোস্ট অনেক নিখুঁত হয়েছে। আমার আপনারটাই প্রজেক্ট গুলো দেখে অনেক অনেক ভালো লাগছে এবং দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে। আপনার অনেক গুণ রয়েছে দাদা। আমার কাছে আপনার করার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে লাজুক খ্যকের মাথা মাছ এবং পাখি। অসাধারণ হয়েছে এগুলো। পণ্যগুলো অনেক ভালো লেগেছে। আপনি সব সময় আপনার ভিন্ন ভিন্ন ধরনের প্রতিভা আমাদের মাঝে তুলে ধরেন ।ধন্যবাদ আপনাকে দাদার সবগুলোর ছবি একসাথে আমাদের মাঝে শেয়ার করার। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

  ·  3 years ago (edited)

সত্যি কথা বলতে দাদা মন ভাল না থাকলে কিছু করতে এবং কিছু আঁকাতে ভালো লাগে না। আসলেই মনের সুস্থতা বড় সুস্থতা। হ্যাঁ আপনি এমনি অনেক রাত জেগে থাকেন তারপরও আজ অনেক রাত জেগে ছিলেন তারপর আবার সকালে উঠছেন একটা এই নিয়ে শরীরের ভিতর কেমন একটা যেন হয়ে গেছে এই মন ভালো লাগছে না।

  • আসলে আপনার ডাই আসলেই অনেক সৃজনশীলতার উদ্ভব ঘটিয়েছেন। আপনি আসলেই প্রথম প্লে ডো দিয়ে মাছের মডেল তৈরি আসলে এটা আমি কখনো দেখিনাই এবং এটি কেমন কিভাবে করে আসলে এটা যদি বিস্তারিত জানতে পারতাম তাহলে আরো ভালো হতো তাও আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন বাস্তবের মত লাগছে বেশ সুন্দর ছিল।

*আসলেই এই লোগোটি একদম দেখার মত ছিল। জীবনের প্রথম করতে পেরেছেন। দেখতে চমৎকার লাগছে

  • লাজুক খ্যাঁক তো একদম জটিল লাগছে। আমার কাছে আর তারপরও আপনি রঙিন কাগজ দিয়ে লাজুক কেক তৈরি করেছেন তার পাশাপাশি একটি ব্লেড দিয়ে কার্টুন কচ্ছপ মডেল বেশ এক কথায় অসাধারন ছিল। সবমিলিয়ে হীরামন তোতা বাহ। এটা আসলেই রূপকথার কল্পিত একটি পাখি তাছাড়া আপনার প্রতিটি কার্যকরও আমার খুবই ভালো লেগেছে বেশ।

দাদা আপনি তো দেখছি অনেকগুলো ডাই প্রজেক্ট তৈরি করে ফেলেছেন ।তবে এর মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আপনার প্রথম ডাই প্রজেক্ট প্লেডো দিয়ে মাছ তৈরি ।এটি সত্যি অসাধারণ ছিলো ।বাকিগুলো ওসুন্দর হয়েছে কিন্তু আমার কাছে এটি বেশি আকর্ষণীয় লেগেছে। পরবর্তীতে আপনার হাতের আরো সুন্দর সুন্দর কাজ দেখতে চাই ।দাদা প্লিজ আমাদেরকে আরো কিছু কিছু প্রজেক্ট বানিয়ে দেখাবেন ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

跟着我

দাদা,আপনার আজকের পোস্ট অনেক সুন্দর হয়েছে। তবে, আমি বলতে চাই ওই কয়েকটি লাইন নিয়ে কিছু কথা। যে লাইনগুলো আপনি প্রথমে লিখেছেন যে,"মন আজ বিক্ষিপ্ত
চিন্তা-ভাবনা আজ এলোমেলো
সৃষ্টিশীলতা আজ শীতঘুমে
ব্যাক্তিস্বাধীনতা আজ ভুলুন্ঠিত।"

একজন মানুষ অন্য সব মানুষের থেকে অনেকটা আলাদা যে মানুষগুলো সৃজনশীল মননশীলতার অধিকারী। এজন্যই আলাদা, কারণ তাঁরা নিত্যনতুন কিছু আবিষ্কার করতে পারে। কেউ আবিষ্কার করে কুটিরশিল্প বা মৃৎশিল্পের মাধ্যমে নানা জিনিস, কেউ আবিষ্কার করে কারুশিল্পের দ্রব্যাদি,কেউ আবিষ্কার করে বিজ্ঞান থেকে অর্জিত অভিজ্ঞতা দিয়ে নানা ধরনের বৈজ্ঞানিক প্রযুক্তিশীল জিনিস, আবার কেউ আবিষ্কার করে সাহিত্য থেকে সঞ্চারিত জ্ঞানের সাহায্যে কালো অক্ষরের সমন্বয়ে গঠিত শব্দ দিয়ে মিলনমেলার আয়োজনে গঠিত বাক্যের সুমিষ্ট সমাহার।

যদিও এই আবিষ্কারের বিষয়গুলি ভিন্ন ভিন্ন তবুও কোনোটার গুরুত্ব কিন্তু কম নয়। এজন্যই কম নয় একটি পেশা ছাড়া অন্য পেশার মানুষ কখনোই চলতে পারে না। প্রত্যেকেই পরস্পর নির্ভরশীল।
তবে, আমার বলার বিষয়টি ছিলো ভিন্ন। সেই বিষয়টা হচ্ছে এই সৃষ্টিশীল মানুষগুলোরও মেধাশক্তির একটি সীমা বা পরিসীমা রয়েছে। আস্তে আস্তে নতুন নতুন কিছু বিষয় তৈরি করতে করতে একটা সময় এসে যায় যখন মানুষের চিন্তাশক্তি আর কাজ করতে চায় না। সৃজনশীল বিষয়গুলো এক ধরনের মারাত্মক কষ্টসাধ্য ব্যাপার। একজন মানুষের পক্ষে সৃজনশীল কোনো বিষয় তৈরি করারও একটি নির্দিষ্ট সামর্থ্য থাকে। একঘেয়ে কাজ করার ফলে মানুষের বুদ্ধিমত্তায়ও এক প্রকার সংকট সৃষ্টি হয়। সৃজনশীল বিষয় যে কতটা কঠিন তা আমরা অনেকেই বুঝতে চাই না। কিন্তু যারা সৃজনশীল মননশীলতাকে ঘিরে জীবন-যাপন করে একমাত্র তাঁরাই এই কষ্টের বিষয়টা ভালো জানে।

দাদা, তুমি পাঁচ ঘন্টা কি লিখবে সেটা ভেবেছ! মারাত্মক ব্যাপার তো। আসলে মাঝে মধ্যে প্রত্যেক লিখিয়েদেরই এমনটা হয়! অনেক জায়গায় পড়েছি এটাকে Writers Block বলে! মাথায় কোনো নতুন আইডিয়া আসে না, কিংবা আইডিয়া থাকলেও সেটা প্রকাশ করার মতো ভাষা খুঁজে পাওয়া যায়। তুমি সাবলীল ভাবে সেটা কাটাতে পারলে। আমার তো বেশ লাগলো। সমস্ত DIY এর একটা Archive গোছের হয়ে গেলো, আবার নতুন পোস্ট তৈরী হলো। এক ঢিলে দুই পাখি।

সত্যি দাদা আপনার সকল বিষয়ে জ্ঞান রয়েছে। আপনার এ সকল ডাই প্রজেক্ট দেখে খুবই ভালো লাগলো বিশেষ করে আজকে যে কথাটা বলেছেন "মন আজ বিক্ষিপ্ত
চিন্তা ভাবনা আজ এলোমেলো
সৃষ্টিশীলতা আজ শীতঘুমে
ব্যক্তিস্বাধীনতা আজ ভুলুন্ঠিত "
এই কথাটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এই কয়েকটা লাইনে অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন। আর প্লে ডো দিয়ে তৈরি করা সবগুলো প্রজেক্ট আলাদা আলাদা রকম ভাবে সুন্দর। এত ব্যস্ততার মাঝেও এরকম কাজ দেখলে আসলেই খুব ভালো লাগে। আপনার সবগুলো পোস্ট এর মাঝেই অনেক ভালো লাগা লুকিয়ে থাকে। অনেক ধন্যবাদ দাদা।

দাদা সত্যিই অনেক ভালো লাগলো আপনার সকল ডাই প্রজেক্ট গুলো দেখে। এর আগেও দেখেছি তবে আজকে আবার পুনরায় সবগুলো একসাথে দেখে অনেক ভালো লাগলো। প্রত্যেকটা ডাই প্রজেক্ট অসম্ভব সুন্দর ছিল দাদা। তবে আপনি আজকে আজকে দাদা অসম্ভব সুন্দর চার লাইনের ছন্দ বা কবিতা লিখেছেন। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল দাদা আপনার জন্য।

দাদা আপনার আজকের পোস্টটি দেখে আপনার খুব সুন্দর সুন্দর ডাইগুলো দেখতে পেলাম যা আমি আগে দেখিনি। প্লেডো দিয়ে মাছের মডেল খুব সুন্দর হয়েছে। তাছাড়া আপনি প্লেডো দিয়ে যে লাজুক খ্যাকের
মুখ বানিয়েছেন সেটি আমার কাছে অসাধারণ লেগেছে। আপনার কাগজের নৌকা এবং প্লেন দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল ।ছোটবেলায় এরকম প্লেন বানিয়ে অনেক উড়াতাম আর বৃষ্টি হলেই তো এরকম কাগজের নৌকা বানিয়ে ভাসিয়ে দিতাম। খুব মজা হত।
আপনার সবগুলো ডাই এর মধ্যে কাগজের তৈরি লাজুক খ্যাক এবং কচ্ছপ টি একটু কম সুন্দর লেগেছে আমার কাছে।
আপনার জন্য শুভকামনা রইল দাদা আপনি যেন আপনার এক বছরের রেকর্ড টি পূর্ন করতে পারেন।

দাদা আপনার প্রতিটা পোস্ট আমি ভালো করে দেখলাম। আপনার ড্রাই গুলো এত সুন্দর হয়েছে যা বলার মতো না। কোনটা ভাল বলবো আমি বিচার করতে পারছিলাম না, আমার খুবই ভালো লেগেছে। আপনার এত সুন্দর ড্রাইগুলো আজকে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন সত্যি দাদা আপনি সকল বিষয়ে দক্ষ। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার প্রতিটি পোস্ট ছিল অসাধারণ এবং বুদ্ধিদীপ্ত। আমি যখন প্রথম কমিউনিটি তে আসি তখন আপনি যে ডাই পোস্ট দিয়েছিলেন সেটা হচ্ছে নৌকার ছবিটি ।আপনার অসাধারণ দক্ষতা ,সৃজনশীলতা ফুটে উঠেছে আপনার এই পোস্ট গুলোর মধ্য দিয়ে হাজারো ব্যস্ততার মাঝে নিজেকে কত সহজে আপনি আমাদের মাঝে বিলিয়ে দিয়েছেন। আপনার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি এতটাই প্রকর, এতটাই সাবলীল যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি মাঝে মাঝে অবাক হয়ে ভাবি একটা মানুষ কিভাবে ব্যবসা ,সংসার, নিজেকে সময় দেওয়া আবার এই কমিউনিটিকে সামলানো কিভাবে সম্ভব।আমি মনে করি আপনি সুপার হিউম্যান। সবসময় ভালোবাসা থাকবে।

দাদা আপনার সকল diy পোষ্ট খুব সুন্দর হয়েছে। সকল পোষ্ট খুবি ভালো লাগছে আমার।আমি দেকে মুগ্ধ হয়ে গেছি।আমার খু্ব ভালো ভালো লাগছে বিষেশ করে প্লে ডো দিয়ে ৫০০০ বছরের পুরোনো হরপ্পান মডেল এর পোড়ামাটির খেলনা আমার খুবি ভালো লাগছে। আপনি খুব সুন্দর ভাবে তৈরি করেছেন।আপনার জন্য অনেক শুভেচ্ছা রইলো।

দাদা এত ব্যস্ততার মাঝে এত গুলো জিনিস তৈরী করেছেন তাতেই তো কত। তাছাড়া এগুলো তো টিনটিন বাবুর আনন্দের জন্যই মূলত তৈরী করা আমি মনে করি। লাজক খ্যাকঁ এর তৈরী মডেলটা কিন্তু সুন্দর হয়েছে বেশী । তাছাড়া মাছ , পাখি , কচ্ছপ এর তৈরী মডেল গুলোও খুবি সুন্দর হয়েছে । টিন টিন বাবু নিশ্চই খুব মজা পেয়েছে। ধন্যবাদ দাদা সবগুলো এক সাথে শেয়ার করার জন্য। কারন বেশ কিছু প্রজেক্ট আমি মিস করে গেছি। ধন্যবাদ । ভাল থাকবেন।

প্লে ডো দিয়ে অসাধারণ মাছের মডেল তৈরি করেছেন। চমৎকার লাগছে মাছের মডেল গুলো। তারপর পাখি এবং খেলনা। সব মিলিয়ে অসাধারণ হয়েছে দাদা আপনার পোস্টটি। সৃজনশীলতার ভরপুর পোস্টটিতে। সবচেয়ে ভালো হয়েছে লাজুক খ্যাঁক এর মডেল। এক কথায় আপনার পোস্টটি দেখে অসাধারণ লেগেছে এবং অস্থির সৃজনশীলতার প্রকাশ। আপনার জন্য সব সময় ভালোবাসা থাকবে দাদা। শুভেচ্ছা ও শুভকামনা রইল। আপনাকে ধরেই চলে যাব বহুদূর আমাদের পাশে থাকলেই হবে। 😍

"মন আজ বিক্ষিপ্ত
চিন্তা ভাবনা আজ এলোমেলো
সৃষ্টিশীলতা আজ শীতঘুমে
ব্যক্তিস্বাধীনতা আজ ভুলুন্ঠিত "

এ বাক্যগুলো শুনে আসলেই খুবই খারাপ লাগছে, আশা করি আপনার মনটা দ্রুত ভালো হয়ে যাবে। আমরা সবসময় দেখছি আপনি কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকেন কিন্তু নিজের দিকে তাকানোর সময় পান না। একজন সুস্থ মানুষের অন্তত 6 ঘণ্টা ঘুমানোর প্রয়োজন, সে কথা আপনি ভুলে যান।

যাই হোক আপনার সকল DIY প্রজেক্টগুলো দেখে খুবই ভালো লাগলো যার মাঝে "আমার বাংলা ব্লগ" -এর আনিম্যাটেড লোগো তৈরীটি ছিল অসাধারন। অনেক অনেক ধন্যবাদ আপনার সমস্ত diy প্রজেক্টগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



আমি কৃতজ্ঞ যে ভাই , আপনার সব গুলো ডাই পোস্ট গুলো আমি প্রথম থেকেই দেখেছি । আপনার মন ভালো থাকুক, স্থিরতা ফিরে আসুক এই কামনাই করি । শুভেচ্ছা রইল ।

কি দারুন,. আপনার সব কাজ খুব সুন্দর. আপনি কর্মক্ষেত্রে খুব সৃজনশীল। ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ।

Hello @rme, I hope you will be fine and doing well. Delegate your SP to @double-voter to get two upvotes per day on your posts. we will also share 90% of the curation reward in both Steem and TRX. We are currently in the initial stage and need your support.

Thanks

দাদা আপনার প্রতিটি ডাই পোস্ট দেখেতে অসাধারন হয়েছে।আপনার ডাই গুলো আমাকে মোহিত করছে।আপনার প্লে ডো তৈরি মাছের ,লাজুক খ্যাঁকের মাথা আর পাখিটি অনেক সুন্দর লাগছে। প্লে ডো তৈরি প্রতিটি ডাই পোস্ট কালার গুলো বেশ সুন্দর লাগছে।আপনার আঁকা গুলো সাথে আমার ছোটে বেলার স্মৃতিময় কথা মনে পড়ে গেলে।আমি ছোটে বেলায় আমরা পাড়ের সকল ছেলে মেয়েরা এক সাথে মাটি দিয়ে তৈরি করতাম,এই রকমের পুতুল।দাদা সব মিলে দারুণ হয়েছে।এতে সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

跟着我

ধন্যবাদ দাদা .... আপনার তৈরি প্রতিটি DIY খুব চমৎকার হয়েছে ।।। এবং আপনার প্রতিটি পোস্ট থেকে আমরা কিছু না কিছু শিখি এবং নতুন কিছু করার অনুপ্রেরণা পাই... 🥰🥰🌷🌷

good work , follow me guys <3

আপনি সবগুলো ডাই প্রজেক্ট একসঙ্গে দেখিয়েছেন দেখতে ভালই লাগলো ।একসঙ্গে অনেকগুলো প্রজেক্ট দেখতে পেলাম । আমার প্লেডো দিয়ে তৈরী হীরামন তোতা পাখি আর কচ্ছপ বেশি ভালো লেগেছে ।কাগজের নৌকা বানানো দেখে মনে পড়ে গেল ছোটবেলায় কথা।ছোটবেলায় অনেক বানিয়েছি কাগজের নৌকা। এখন অবশ্য আর বানানো হয় না ।ধন্যবাদ শেয়ার করার জন্য।

জাস্ট অসাধারণ দাদা, আপনার প্রতিটি ডাই পোস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে লাজুক শিয়াল এর ডাই আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি প্লে ডো ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছেন। যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে।আপনার মধ্যে অনেক ধরনের প্রতিভা বিদ্যমান, আপনি যাই তৈরি করেন না কেন সেটাই সুন্দর হয়ে যায়। আপনার কাজ দেখে মাঝে মাঝে অনেক অনুপ্রেরণা পাই। আপনার কাছ থেকে পরবর্তীতেও এমন ডাই পোষ্ট আশা করবো দাদা,শুভকামনা রইল আপনার জন্য। 💓