অণুকবিতা "নিশিপদ্ম"

in hive-129948 •  8 months ago  (edited)

love-story-3060241_1920.jpg
কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : PixaBay


কবিতা "নিশিপদ্ম"



💘


♡ ♥💕❤

০১

প্রেমের ও প্রদীপ জ্বালাই দ্বারে,
তোমার ও ভালোবাসার শিখা চিরন্তন রূপে।
প্রেমের ও গল্পে টানাপোড়েন সংসারেতে ,
বদলে যায় না প্রেম, গতি নিজের ও ছন্দতে ।

তোমার ও পলক না ফেলা প্রেমময় দৃষ্টি,
ধূসর জীবনে এনেছে প্রেম,
ভালোবাসার রঙধনুর সাত রঙ এর সৃষ্টি ।
প্রেম প্রেম শত রঙ এর ওই মেলায়,
হারাবো দুজনায়, ধুয়ে মুছে যাক গ্লানি,
প্রেমময় আঁখিদুটি জ্বল জ্বল,
নিভু নিভু রাত্রির প্রদীপ শিখার চেষ্টার ইতি।

০২

ও যে মানে না মোর বারণ,
যাতনা যতো অকারণ।
প্রেমময় মানে না তো বাঁধা,
তোমারও আত্মত্যাগ, নিঃস্বার্থ, স্নেহময় ছায়া,
তুমি মোর ভালোবাসার বহিঃপ্রকাশ,
আর একগুচ্ছ কেহ না শোনা বসন্তবিলাপ ।

তুমি মোর ভাবনারও ওপার,
প্রেমের সংজ্ঞা নিরূপণেও তুমি যে আমার।
ছিনিয়ে নেবে সাধ্যি সে কার!
তুমি আমার প্রেমের অফুরন্ত ইচ্ছেশক্তির বহ্নিশিখা।

০৩

তেপান্তরে ছুটছে কারা ?
রূপসী এক এলোকেশীর মায়া।
মন্ত্র জাদু বলে আটকে পড়েছি কী ?
না কি প্রেম মন্দিরের নিশ্চুপ বাঁধনে পড়ে যাওয়া ?

তোমার ওই প্রেম ভয়ংকর রূপেরও অনল,
তোমার ওই ওষ্ঠ, ভাষায় ফুলঝুরি যেনো বসন্ত আগত।
তোমার ও ফেলে যাওয়া পদধূলি,
মোর আঙিনায় মাতাল করা সুভাষের ছড়াছড়ি ।

০৪

♡ ♥💕❤


ষোল বসন্ত পেরিয়ে গেলো,
তবে তোমার দেখা।
প্রেম তব কি এতোই মধুর?
যেনো ছুঁতে না পাওয়া অমৃত সুধা!

তুমি বুঝি প্রেম, তুমি বুঝি প্রিয়তম ?
তুমি বুঝি মোর প্রেমের কুঞ্জবনের সে মোহ?
তুমি বুঝি মোর না পাওয়া ভালোবাসা,
তুমি বুঝি মোর না পাওয়া প্রেমের একশত পদ্মের গল্প?

তাই বা না যদি হও,
তবু কেনো রয়েছ দূরে?
কাছে এসে মম হৃদয় জুড়াও,
সুমিষ্ট সে হাসির রোশনাই ছড়িয়ে।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা অনেকদিন পর অনু কবিতা শেয়ার করলেন আমাদের সাথে। আপনার অনু কবিতাগুলো একেবারে মন ছুঁয়ে যায়। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকের শেয়ার করা চারটি অনু কবিতা জাস্ট অসাধারণ হয়েছে দাদা। কোনটা রেখে কোনটার প্রশংসা করবো সেটাই বুঝতে পারছি না। তবে শেষের অনু কবিতাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

This is a great poem that you have written Dada, you are so good at poem writing.

Keep up your good works, we love you ❤️❤️❤️

একজন মানুষের আবেগ অনুভূতি, ভাবনা-চিন্তা ছোট আকারে প্রকাশ করাই কবিতা। তবে এই প্রকাশে ছন্দ বা বিভিন্ন ইঙ্গীত, রুপক, উপমা থাকতে হবে,তাহলে তিনি কবি। দাদা আপনার কবিতায় তা বিদ্যমান। এজন্য আপনার কবিতা পড়তে ভালো লাগে। আজকের অণুকবিতা চারটি অসাধারণ হয়েছে।নিশিপদ্ম শিরোনামে অণুকবিতা গুলো শেয়ার করে আমাদের পড়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা আপনার জন্য।

এত সুন্দর করে কিভাবে যে কবিতা লেখেন তাই ভাবি। আপনার কাছ থেকেই কিন্তু অনুকবিতা শেখা হয়েছে আমার। আমিও চেষ্টা করি প্রতিসপ্তাহে একটি করে অনুকবিতা শেয়ার করার।আর আপনার আজকের লেখা অনুকবিতাগুলো জাস্ট ফাটাফাটি হয়েছে দাদা।ধন্যবাদ সবসময় এত সুন্দর সুন্দর কবিতা গুলো দিয়ে আমাদের অনুপ্রেরণা জাগানোর জন্য।

বাহ! অনেকদিন পর আপনার অনু কবিতা পড়লাম। অনু কবিতার বেশ সুন্দর একটি নামও দিলেন অনেক ভালো লেগেছে নিশিপদ্ম। এখন তো আমরাও অনু কবিতা লেখার চেষ্টা করি দাদা আপনার অনুপ্রেরণায়। তবে আমরা যে কবিতা গুলো লিখি আপনার কবিতার দ্বারের কাছেও যেতে পারবেনা। আপনার কবিতা গুলো সব সময় সেরা হয় খুব সুন্দর অনুভূতি দিয়ে লিখলেন প্রেমের কবিতা গুলো। অনেক ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ দাদা অনেকদিন পর আপনার কবিতা পড়ে ভালো লেগেছে।

বাহ্ দাদা,চমৎকার অনুকবিতা লিখলেন।👌অনেক দিন পর আপনার অনুকবিতা পড়লাম।ভীষণ ভালো লাগলো। আপনার অনুপ্রেরণায় আমি কবিতা লিখতে চেষ্টা করে যাচ্ছি।সুন্দর অনুভূতি নিয়ে অনুকবিতা গুলি লিখলেন।ধন্যবাদ দাদা সুন্দর অনুকবিতা গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

অনেক দিন পর অনুকবিতা পড়লাম।দুই নং অনুকবিতাটা বেশ ভালো লেগেছে।

তুমি মোর ভাবনারও ওপার,
প্রেমের সংজ্ঞা নিরূপণেও তুমি যে আমার।
ছিনিয়ে নেবে সাধ্যি সে কার!
তুমি আমার প্রেমের অফুরন্ত ইচ্ছেশক্তির বহ্নিশিখা।

এই লাইনগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

দারুণ দারুণ।প্রতিটি কবিতাই যেনো একেবারে মনের কথা বলে।বিশেষ করে শেষ কবিতাটি বেশি ভালো লেগেছে।

প্রেম মন্দিরের বাঁধনে সবাই আটকা পড়ুক। কোনো বিশেষ মানুষ প্রত্যেকের আসুক, এসে জীবন ও হৃদয় দুটোই জুড়িয়ে দিক। তাহলেই পৃথিবী আরো সুন্দর হয়ে উঠবে। অসাধারণ হয়েছে দাদা ♥️

প্রেম তব কি এতোই মধুর?
যেনো ছুঁতে না পাওয়া অমৃত সুধা!

কথাটা ঠিক দাদা। প্রেম সত্যিই মধুর। এবং একেবারে অমৃত সুধা। বেশ দারুণ ছিল আপনার অনুকবিতা গুলো। একেবারে প্রেম এবং প্রেমিকার যোগ্য একটা উদাহরণ। সত্যি সে আমার না পাওয়া একশত প্রেমের গল্প। দারুণ ছিল অনুকবিতা গুলো।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

প্রেম কি এত মধুর যখন মানুষ প্রেমে পড়ে তখন প্রেম মধুরই মত লাগে দাদা ।মনে হয় ছুতে না পাওয়া অমৃত ।সংসারের যতই না অভাব-অনটন আসুক ভালোবাসা যেন কোন কমতি থাকে না ।ভালোবাসার কিছু ভালোলাগা ভালবাসা এবং মধুময় কিছু কথা কবিতা মাধ্যমে তুলে ধরেছেন দাদা। আসলে আপনার কবিতাটা পড়েতে আমার অনেক ভালো লাগলো ।যারা ভালোবাসার কবিতা লিখে তারা হয়তো ভালোবাসাকে আরো গভীরভাবে বুঝে সে যেন ভালোবাসার কবিতা এত সুন্দর ভাবে লিখতে পারে। ধন্যবাদ দাদা এত সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

দারুন লিখেছেন দাদা। কবিতা আমি একেবারেই লিখতে পারি না। আপনার কবিতাগুলো পড়ে আমি অবাক হয়ে যাই কি চমৎকার করে আপনি কবিতা লিখেন। ধন্যবাদ চমৎকার এই কবিতার জন্য।

তেপান্তরে ছুটছে কারা ?
রূপসী এক এলোকেশীর মায়া।

এলোকেশীর মায়া, জাস্ট এই কথাটা শুনে কেমন যেনো মনের মধ্যে একটা টান দিলো। মায়া জিনিসটাই বড় অদ্ভুত, কখন যে কার প্রতি মায়া জন্মায় যায়, কখনো হিসেব নিকেস করে বলা খুবই মুশকিল।

অনেক সুন্দর সুন্দর কবিতা শেয়ার করেছেন দাদা। আমার অন্তর ছুঁয়ে গেছে।

প্রতিটি অণু কবিতাতেই ভালোবাসার দারুণ বহিঃপ্রকাশ ফুটে উঠেছে। সবগুলো কবিতাই বেশ ভালো লেগেছে।

শুভেচ্ছা রইল ভাই।

দাদা অনেকদিন পর আপনার লেখা কবিতা পড়লাম ।যেখানে রোমান্টিকতা ভালোবাসার সার্থকতা খুব সুন্দর ভাবে কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন। আসলে যতই অভাব অনটন আসুক না কেন ভালোবাসার কাছে সবকিছু পরাজয় । যেখানে আপনি ভালোবাসাকে ঊর্ধ্বে রেখেছেন‌। আপনার লেখা কবিতা আমার খুবই ভালো লাগে। যেটা পড়ার জন্য অপেক্ষায় থাকি।

আপনার অণু কবিতা গুলো পড়ে মনে ভালোবাসার দোলা দিয়ে গেল দাদা। এদিকে আমার ২৫ বসন্ত পার হয়ে গেল তারপরও মনের মানুষ কাছে পেলাম না।

Very good!

দাদা আপনার অনু কবিতা গুলো পড়ে পড়েই কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছি। আপনি কিন্তু দারুন কবিতা লেখেন। আজও বেশ কিছু মন জুড়ানো কবিতা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি অনু কবিতা খুব সুন্দর হলেও আমার কাছে নিচের শব্দ চারন গুলো দারুন লেগেছে। ধন্যবাদ দাদা এমন সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।

@rme hope you are doing good in life, I want to discuss Regarding a small steem proposal. Were can I contact you. Thank you 🙏.

অনেকদিন পর আপনার অনুকবিতা পড়লাম। বরাবরই সেরা ছিল। ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল প্রত্যেকটি অনুকবিতায়!

তোমার ও ফেলে যাওয়া পদধূলি,
মোর আঙিনায় মাতাল করা সুভাষের ছড়াছড়ি ।

এ অনুকবিতার লাইনখানা খুবই ভালো লেগেছে। হৃদয়ে প্রেমের মাতাল হাওয়া বইলে সবকিছুই যেন রঙিন লাগে।

বাহ! বাহ! দারুণ কিছুর ছন্দের সাথে মত উতালা করার দারুণ কিছু অনু কবিতা পাঠ করলাম অনেক দিন বাদে দাদা, আপনার অনু কবিতা মানে হৃদয়ের চঞ্চলতা, নতুনভাবে নতুন কিছু উপভোগ করার দারুণ সুযোগ। দারুণ ছিলো সবগুলো অনু কবিতা।

অনেকদিন পর দাদা আপনার নিকট হতে কিছু অনু কবিতা আমরা পেলাম।প্রত্যেকটি কবিতা এত সুন্দর ভাবে লিখেছেন যা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অনু কবিতার নামটিও অসাধারণ ছিল নিশি পদ্ম। দাদা আপনার কবিতার ভাষা কবিতা লেখার সৌন্দর্য সবকিছুই অন্যরকম। আমরা হাজার চেষ্টা করলেও মনে হয় আপনার মত হবে না কবিতা লিখা। চারটি অণু কবিতাই আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ দাদা দারুন কিছু কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।