গ্রামে আমার সাথে ঘটে যাওয়া একটা মজার ঘটনাsteemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 


গত ২৬ শে ডিসেম্বর আমার সাথে বেশ মজার একটি ঘটনা ঘটেছিলো । সেদিন ছিল সোমবার । গ্রামে আমাদের আত্মীয়বাড়ির এক ছেলে বিকেলবেলা হঠাৎ আমাকে বললো তার সাথে বাইকে করে গ্রামে ঘুরে আসতে । গ্রামের ইঁটের রাস্তায় বাইকে ঘোরা কোনোদিনও হয়নি । নতুন একটা অভিজ্ঞতা সঞ্চয় হবে ভেবেই মনটা আমার বেশ চঞ্চল হয়ে উঠলো হঠাৎ । তাই সঙ্গে সঙ্গে এক কথায় রাজি হয়ে গেলুম ।

বাইক দেখে অবশ্য মনটা খচ খচ করতে লাগলো । কোন সাবেক আমলের এক পুরোনো লজ ঝড়ঝড়ে বাইক । তাও আবার অন্য্ আরেকজনের কাছ থেকে চেয়ে এনেছে চড়ানোর জন্য । এই বাইকে উঠলে জান না শেষ হয়ে যায় তাই ভাবছিলাম । তারপরে ভাবলুম গ্রামের রাস্তা, একসিডেন্টে মরার কোনো চান্স নেই যখন তখন যাই না একটা এডভেঞ্চারে ! যে ভাবা সেই কাজ সঙ্গে সঙ্গে চড়ে বসলুম বাইকের পেছনটায় । অবশ্য আর কাউকে জানাইনি । যদি যেতে না দেয় সেই ভয়ে ।

তো, বাইকের পেছনে তো উঠলুম । কিন্তু রামো ! এ কি রাস্তা ? ঘটর ঘটর, ঘটর ঘটর ! ইঁটের রাস্তায় সে এক তাজ্জব ব্যাপার । দাঁতে দাঁতে ঠোকাঠুকি লাগছে । আর রাস্তায় শব্দ উঠেছে এই রকম । দাঁতের ঘটর এর সাথে ইঁটের ঘটর । সে এক কান্ড বই কী । তো ঘটর ঘটর করতে করতে চলেছি তো চলেছি । গ্রামের অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যেন ঘটর ঘটর ভুলেই গিয়েছি ।

এর মধ্যে বাইকার এর ডাকে সম্বিৎ ফিরলো । গ্রামের ইঁটের রাস্তা ছেড়ে একটা কাঁচা রাস্তা ধরেছে । সামনে প্রকান্ড একটা পুকুর । লক্ষ সেই পুকুরের অপর পাড়ের ঘাটে । খুব সরু পুকুর পাড় । তাই দেখে আমি বারে বারে নিষেধ করতে লাগলাম তাকে । কিন্তু, সে কোনো কিছুর পরোয়া না করে বাইক চালিয়ে দিলো সেই সরু পুকুর পাড় ধরে । আর কী ? নিমেষের মধ্যে বাইক ধড়াস করে পিচ্ছিল পুকুর পাড়ে আছড়ে পড়লো । আমি জাস্ট উড়ে গিয়ে পুকুর পাড়ে জলের ধারে একটা ঝোপের মধ্যে গিয়ে পড়লাম । ডান পা জল কাদায় ঢুকে গেলো ।

আমি জাস্ট হতভম্ব ! এ কী হলো ? কোনো রকমে মাঝ পুকুরে শীতের বিকেলে চুবানি খাওয়া থেকে বাঁচলুম । ঝোপে যদি আটকে না যেতাম তো শীতের বিকেলে দাঁতে আরেকটা সাউন্ড বেজে উঠতো - ঠক ঠক ! ঠক ঠক !


✡ ধন্যবাদ ✡


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাঁতের ঘটর এর সাথে ইঁটের ঘটর ।

এই লাইনটা বেস্ট ছিলো।😂😂হাসতে হাসতে শেষ।কথায় আছে গ্রামে গিয়ে একটু আছাড় না খেলে কি আর হয়!তবে দাদা একটাই আফসোস,আপনার ওই অবস্থায় একটা ছবি দেখতে পারলে খুব মজা হতো।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



I love hearing about fun and memorable experiences like this. Thanks for sharing this with us!

দাদা আমি আপনার গল্পটি প্রথম থেকে পড়ছি আর অপেক্ষা করছি কখন আপনি ঠাস করে পড়ে যান, ঠিক তাই হল। হাসতে হাসতে আমি শেষ আপনার গল্পটি পড়ে। ঠকঠকই তো ভালো ছিল কেন যে পুকুর পাড়ের সরু রাস্তায় গেল ভাগ্য ভালো ঠাণ্ডার ভিতরে পানির ভিতরে চুবানি খাননি কাদায় আটকে গিয়েছিলেন।ছিটকে পরলে কি হবে দাদা দারুন একটি অভিজ্ঞতা পেলেন গ্রামে ঘুরতে এসে। আপনি যে কোন সাহসে ওই মোটরসাইকেলে উঠলেন তাইতো ভেবে পেলাম না। তবে ভালো হয়েছে নতুন একটি অভিজ্ঞতা নিয়ে যেতে পারবেন। অনেক মজা পেলাম।

দাদা রাত ২ টার সময় আপনার সাথে ঘটে যাওয়া গল্পটি পড়ছি আর অজান্তেই খিল খিল করে হাসছি। কি হল এটা?? যদিও কারো কষ্টে হাসা উচিত নয় কিন্তু আমি পড়তে পড়তে কল্পনা করছিলাম ঘটনাটা এজন্য হাসি আর ধরে রাখতে পারলাম না।ভাগ্য ভাল বড় কেন বিপদ হয়নি দাদা। আল্লাহকে শুকরিয়া। নতুন কোন অভিজ্ঞতা হলো আপনার। যেমন আনাড়ি ছেলেটি, তেমনি ধার করে আনা লক্বর ঝক্কর বাইক। যাই হোক সাবধানে থাকবেন দাদা। অনেক শুভকামনা আপনার জন্য।

হাহাহাহা। বেশ মজাই তো পেলাম. গ্রামের ঠুকুর ঠুকুর রাস্তায় হন্ডা চড়া। ভাগ্যিস, ঝোপঝাড়টি ছিল। তা না হলে কি হত? এ পড়ন্ত বিকেলে ঠান্ডা পানিতে গোসল করতে হতো।

দাদা তাহলে ভালোই অভিজ্ঞতা অর্জন করেছেন ।আমিও আপনার বাইক থেকে পড়ে যাওয়ার গল্পটি মনোযোগ দিয়ে পড়ে অনেক সময় ধরে হেসেছি। গ্রাম্য পরিবেশের সকল ধরনের অভিজ্ঞতা যেটা আপনার হয়ে গেল। ভাগ্যিস এই শীতের সময় পুকুরে পড়ে যান নাই।😍😍😛

সত্যি দাদা গ্রামের রাস্তায় বাইকে চড়ে আপনার নতুন একটা অভিজ্ঞতা হলো।আপনার আত্মীয় দেখছি আপনাকে বাইকে চড়ানোর জন্য সাবেক আমলে পুরোনো লজ ঝড়ঝড়ে বাইক । তাও আবার চেয়ে এনেছে।ইটের রাস্তায় দাঁতের ঘটর এর সাথে ইঁটের ঘটর দারুণ কিন্তু । আর পড়ন্ত বিকেলে পুকুরে পড়লে কি আর হতো শুধু গোসল করতে হতো।

আমি জাস্ট পোস্টটি পড়ে কিছুক্ষণ হাসলাম। ইটের ঘটর দাঁতের ঘটর,,,😂😂
বাড়িতে ফেরার পর বৌদির রিএকশন এর কথা তো বললেন না। আর বাইকও সেই বেচারার কি হলো তাও জানতে পারলাম না।

যাইহোক বেশ মজার ঘটনা দাদা।

দাদা হাঁসবো না কাঁদবো বুঝতে পারছি না। সাহস করে বাইকে উঠলেন আর তাউ কি না পড়লেন পুকুর ধারে গিয়ে। একেই বলে কপাল। এই শীতের দিনে যদি পানির মধ্যে গিয়ে পরতেন ইস ভাবতেই শরীর ঠান্ডা যাচ্ছে।

Why is this author getting paid so well for every article

হা হা হা হা, আমি জাস্ট দৃশ্যটা কল্পনা করে হাসতে হাসতে অস্থির হয়ে গেলাম দাদা, আহা গ্রাম বাংলার পুকুরে আছড়ে পরার কি দারুন দৃশ্য হা হা হা। আর একটা প্রশ্ন, বৌদি পরে বকা দেয় নাই তো?

যাক দারুণ একটা অভিজ্ঞতা হলো আপনার, অন্তত বেশ সময় স্মরণে থাকবে চমৎকার এই ঘটনাটি। তবে হ্যা, ইটের রাস্তায় বাইকে চলা বেশ মুশকিল, আপনার দাঁত যে ভাঙ্গে নাই এটাই বড় কথা, হা হা হা।

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

আহারে এই ঘটনাটা বুঝি শীতের সময়ে ঘটতে হল। এত কনকনে শীতের সময় গ্রামে তো অবস্থা খুবই খারাপ। তাও আবার পুকুর পাড়ে। ভাগ্য ভালো সেজন্য হয়তো পুকুরের পানিতে পড়েননি দাদা। তবে বেশ হাসি পাচ্ছিল যখন দাঁতের ঘটর ঘটর আর রাস্তার ঘটর ঘটর এর মুহূর্ত পড়লাম। মনে হচ্ছিল কোন হাসির গল্প পড়ছি। কিন্তু ঘটনাটা আপনার সাথে ঘটে গিয়েছে তা তো দুঃখের বিষয়😪।

বাড়ি ফেরার পর তনুজা দির রিয়াকশন কি ছিল সেটা জানতে ইচ্ছে করছে খুব। 😁

ভাইরে ভাই... কি পড়লাম এটা। হাসতে হাসতে শেষ 🤣🤣

ওই দৃশ্যটা যতবার মনে পড়ছে ততবার হেসে ফেলছি 😂😂😅

আমি তো মন্তব্য লিখতেই পারছিনা হাসতে হাসতে ,ঘটনা গুলো আমার জাস্ট চোখের সামনে ভেসে উঠছে ,হাহাহাহা কিছু বলার নেই,আর সেই বাইকার নিজেকে অনেকটা হিরো ভেবেছিলো যার জন্যে এই অবস্থা। হাহাহাহা

দাদা আপনার গল্প পড়তে পড়তে হাসতে হাসতে আমি শেষ😂😂। বেচারা আপনাকে মোটরসাইকেলে ঘুরাবার জন্য লক্কর ঝক্কর মোটরসাইকেল ধার করে নিয়ে এসেছে। আপনি না গেলে তো খুবই মন খারাপ করতে মনে হয়। প্রথম থেকেই ভাবছিলাম কোন একটা অঘটন ঘটিয়েছেন। শেষে গিয়ে তাই হল অল্পের জন্য দাঁতের ঠকঠক থেকে বেঁচে গিয়েছেন। পরবর্তীতে বাড়িতে যাওয়ার পর কি অবস্থা হয়েছিল তা তো জানালেন না। ওই মোটরসাইকেলে করে কি বাড়িতে ফিরেছিলেন?

ঘটনাটা পড়ে বেশ মজা পেলাম।ভাবছি যদি কাঁদায় না পরে পানিতে পুরো ভিজে যেতেন তাহলে কেমন হতো🤣।হা হা

সত্যি মজার একটি ঘটনা পড়লাম না হেসে উপায় নেই। মনে হচ্ছে যেন আমার চোখের সামনে এই দৃশ্যটি দেখতে পাচ্ছিলাম। ইস আপনি কিভাবে যে পড়লেন সরাসরি দেখতে পারলে বেশ মজা হতো। ভাগ্য ভালো পানিতে পড়েন নি, তাহলে বাইকে চড়ার স্বাদ মিটে যেত এই ঠান্ডায়। বেশ ভালো ছিল ঘটনাটি। ধন্যবাদ ,ভালো থাকবেন।

হাহাহা, বেশ হাসলাম ভাই। কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না, তবে বলবো সময় গুলো উপভোগ করুন আর অভিজ্ঞতা সঞ্চারণ করুন। তবে আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তার অভিজ্ঞতা।

বেশ দারুন একটা অ্যাডভেঞ্চার হয়েছে আপনার দেখছি। শীতের বিকেলে গোসল করা থেকে বেঁচে গিয়েছেন। এই কারণেই আমি ড্রাইভার পছন্দ না হলে কখনো কারো বাইকের পেছনে উঠি না। আর তাছাড়া গ্রামের এই ইটের রাস্তা গুলিতে বাইক চালানো এমনিই কঠিন মনে হয় আমার কাছে। যাক কোন রকমে এ যাত্রা বেঁচে গিয়েছেন।

ঈশ্বর সহায় ছিলো ভাগ্যিস যে পুকুরে পরেন নি ৷ আসলে গ্রামের রাস্তা তো এমনি ভাঙ্গা নর্দমা ৷ আরও ইট ভাটার আসলে ইটের ভাটা রাস্তা যে কতটা ভাঙ্গা তা আমি জানি ৷ কারন আমাদের এই দিকেও এরকম রাস্তা আছে ৷ সাইকেল বা বাইক যাই কো যেতে যে কি নাকাল অবস্থা ৷

তবে আপনার কথা গুলো শুনে হাসি পাচ্ছে ৷ আবার ভাগ্য ভালো যে কোনো কিছু হয় নি ৷

বাহ বেশি মজার ঘটনা ছিল দাদা। এক তো ভয়ের কারনে দিদিকে জানিয়ে যাননি। আবার লটর বটর বাইকে খটর খটর রাস্তায় গেছেন। পুকুর পাড়ে পড়ে আপনি যেন জাষ্ট স্বপ্ন দেখে ঘুম থেকে জাগ্রত হলেন.. কী হলো...হা হা হা। ধন্যবাদ দাদা হাসঁতে হাসঁতে আমি শেষ।

  ·  2 years ago Reveal Comment