পার্সোনাল ফেসবুক ওয়াল থেকে কিছু পুরোনো স্মৃতি শেয়ার

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা,
আশা করি শীতে সবাই কেঁপে যাচ্ছেন; সবাইকে জানাই শীতের সন্ধ্যার হিমশীতল শুভেচ্ছা ।

আজকে কি পোস্ট করি, কি পোস্ট করি ভাবতে ভাবতে সন্ধ্যার দিকে ঘুমিয়েই পড়েছিলাম । এখন উঠে তাই ভাবছিলাম, কী পোস্ট করা যায় । শেষমেশ ভেবে বের করলাম যে ফেসবুকে শেয়ার করা কিছু পুরোনো স্মৃতি আমার স্টিমিট বন্ধুদের সাথে শেয়ার করলে কেমন হয় ! যেমন ভাবা তেমন কাজ । কিছু ছবি ডাউনলোড করে ফেললাম । তারপরে এখন গুছিয়ে বসেছি শেয়ার করার জন্য । তো চলুন শুরু করা যাক ।

মোট ১৪টি ফটোগ্রাফ শেয়ার করেছি এখানে ।আশা করছি আপনাদের ভালোই লাগবে ।


pic-01.jpg

আমার চুলের এই দশা করেছে তনুজা, দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার পরে স্কাই ওয়াকে তোলা সেলফি
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৯
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


pic-02.jpg

pic-03.jpg

pic-04.jpg

pic-05.jpg

টিনটিন জন্মানোর পরে হসপিটাল থেকে বাড়ি ফিরে একটু সাজু গুজু করে এই সেলফি তুলেছিল তনুজা । সেদিন একটা বিশেষ দিন ছিলো আবার । টিনটিন তার বয়স ১ সপ্তাহ পূর্ণ করে ফেলেছিলো । ফার্স্ট সপ্তাহ passed অন earth ।
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


pic-06.jpg

টিনটিন বাবুকে নিয়ে আমাদের প্রথম পুজো কাটানোর একটি মুহূর্ত ।
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর, ২০১৯
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


pic-07.jpg

তাজমহলের সামনে সেলফি দু'জনের । কোনও এক শীতার্ত দিনের দুপুরে তোলা সেলফি ।
আলোকচিত্র তোলার তারিখ : ডিসেম্বর, ২০১৯
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


pic-08.jpg

অন্নপ্রাশনের পরের দিন তোলা ছবি এটি । ছোট্ট টিনটিন বাবু । বয়স ছ'মাস ।
আলোকচিত্র তোলার তারিখ : মার্চ, ২০১৯
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


pic-09.jpg

চুল উস্কো খুস্কো, মুড অফ । ঘুম থেকে জোর করে ওঠানোর পর টিনটিন বাবু । বয়স ১ বছর ।
আলোকচিত্র তোলার তারিখ : সেপ্টেম্বর, ২০১৯
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


pic-10.jpg

কাকার সাথে তোলা সেলফি টিনটিন বাবুর । কাকার ছবি অবশ্য ঢেকে দেওয়া প্রাইভেসি ইস্যুর কারণে । বয়স ৮ মাস ।
আলোকচিত্র তোলার তারিখ : মে, ২০১৯
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


pic-11.jpg

চার মাসের ছোট্ট টিনটিন বাবু । গোল গাল, নাদুস নুদুস ।
আলোকচিত্র তোলার তারিখ : মে, ২০১৯
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


pic-12.jpg

টিনটিন বাবু এখন নিজেই এক জন ফটোগ্রাফার ।
আলোকচিত্র তোলার তারিখ : মে, ২০১৯
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


pic-13.jpg

বিয়ের পর আমাদের প্রথম পুজো দেখার সময় তোলা সেলফি ।
আলোকচিত্র তোলার তারিখ : মে, ২০১৯
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


pic-14.jpg

বিধানসভা ভোট দেওয়ার পরে তোলা একটি সেলফি । বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে ভোটদানে বিরত থাকার একটা টেন্ডেন্সি ইদানিং খুবই চোখে পড়ে, যা মোটেও কাম্য নয় । ভোট দেওয়া আমাদের সবার একটি নৈতিক দায়িত্ত্ব ।
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus এবং Oppo
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আশা করছি আপনাদের ভালোই লাগবে ।

আপনার পুরনো দিনের স্মৃতি জড়িত ফটোগুলো খুবই উপভোগ করলাম দাদা।

চুল উস্কো খুস্কো, মুড অফ । ঘুম থেকে জোর করে ওঠানোর পর টিনটিন বাবু । বয়স ১ বছর ।

আপনাদের রোমান্টিক কাপল পিক আর এই ছবিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। টিনটিনের চুলের স্টাইল একদম ওর বাবার মতই। মুড অফ থাকা অবস্থায় ওকে দেখতে খুবই দারুন লাগছে। 🥰

পুরো পরিবারের ছবি , বিশেষ করে টিনটিনের ছোট বেলার ছবি গুলো বেশ সুন্দর। তাছাড়াও রোমিও এবং জুলিয়েটকে তো সুন্দর লাগছেই । শুভেচ্ছা রইল ভাই ।☺🙏❤

ছবিগুলো এককথায় অসাধারণ ♥️

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZdfto4rGuVLG4P8V8K2HUpsoBRYwntJpXJ9yB3f8hYetHqkrjAzsDRLCfXLFsA1HcxhEt1T18frW.jpeg

এই ছবিটিতে মনে হচ্ছে একজন নবীন শিল্পী তার ক্যামেরার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর বলছে ছবিটা এবার ভালো না উঠলেও সামনে অনেক ভালো উঠবে দেখে নিস। ♥️

ধন্যবাদ জানাচ্ছি আপনার ফেসবুকের ছবিগুলো স্টিমেট প্লাটফর্মের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করার জন‍্য। আপনার প্রতিটি ফটোগ্রাফি খুব ভালো লেগেছে আমার কাছে। বৌদি এই কাজটা মোটেও ঠিক করে নাই দাদা আপনার চুল গুলো জোর পূর্বক ভাবে কেটে দিয়ে 😄।

pic-11.jpg

চার মাসের ছোট্ট টিনটিন বাবু । গোল গাল, নাদুস নুদুস ।

এই ছবিটি দেখে আমার কাছে মনে হচ্ছে ছেলেটা একদমই অবুঝ যেন কিচ্ছুই বোঝে নাহ। আমি টিনটিন বাবুর হাসির মায়ার পরেছি এই ছবিটির মাধ্যমে। মায়াবি একটি হাসি।
দোয়া রইল দাদা আপনার এবং বৌদির জন‍্য সেই সাথে টিনটিন বাবুর জন‍্যেও যেন হাজার বছর বেচে এই থাকে এই হাসিটা নিয়েই💖।

আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে দাদা। আপনার স্মৃতিগুলো দেখে আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে। বৌদি আর আপনাকে বেশ মানিয়েছে। আর আমাদের ছোট্ট টিনটিন বাবুকে দেখে আমার অনেক ভালো লেগেছে। ছোট্ট টিনটিন এখন বেশ বড় হয়ে গেছে।
সব মিলিয়ে আপনার পুরো পরিবারের জন্য রইলো একবুক ভালোবাসা!

দাদা খুবই ভালো লাগলো আপনার পুরনো স্মৃতি কথাগুলো জেনে। খুব সুন্দর করে ছবিগুলো তুলেছেন এবং যত্ন সহিত রেখে দিয়েছেন।
আপনাদের সুন্দর কিছু মুহূর্ত, টিনটিন এবং বৌদির সাথে ছবিগুলো দেখে খুবই ভালো লাগলো দাদা।
ধন্যবাদ আপনাকে আপনার সেই পুরনো স্মৃতিগুলো আজ আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক ভালোবাসা রইলো আমাদের টিনটিন সোনার জন্য।

দাদা স্মৃতির পাতা থেকে খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ফটোগ্রাফির মাধ্যমে আপনাকে, বৌদি এবং টিনটিন বাবুকে সুন্দরভাবে দেখতে পেলাম। 2019 সালের এই ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি দেখে অনেক আনন্দ উপভোগ করেছি। সত্যি টিনটিন বাবু অনেক সুন্দর ছোটবেলা থেকেই। আপনার এবং বৌদির এই সুন্দর স্মৃতির ফটোগ্রাফি গুলো দেখতে পেরে খুবই ভালো লাগছে। আপনাদের জন্য রইল শুভকামনা।

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZgZSZEb8uFcb9uzUz9hRNhN4ZR84kksbJeuU34pbnCQVdNYzpgEwvoq7LV1omTkug899wa427nNr.jpeg

চুল উস্কো খুস্কো, মুড অফ । ঘুম থেকে জোর করে ওঠানোর পর টিনটিন বাবু । বয়স ১ বছর ।

প্রথমেই অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা পার্সোনাল ফেসবুক ওয়াল থেকে কিছু পুরোনো স্মৃতি আমাদের সাথে শেয়ার করার জন্য। টিনটিন বাবুর এই ছবিটি আমার ভিশন পছন্দ হয়েছে। টিনটিন বাবু দেখতে ঠিক আপনার মতো। দোয়া করি টিনটিন বাবু বড় হয়ে আপনার মতো হোক। দাদা বৌদির সাথে সুন্দর মুহূর্ত কাটিয়েছেন আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনাকে আবারো অসংখ্য ধন্যবাদ। দাদা আপনার পুরো পরিবারের জন্য দোয়া রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করছি।

দাদা আপনাদের দুইজনার জুটি দারুণ মানিয়েছে এবং খুবই ভালো লাগলো আপনাদের পুরোনো দিনের ছবিগুলো দেখে।এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে দীর্ঘদিন।আর টিনটিন বাবুকে এতটাই কিউট ও গলু গলু লাগছে ছবিতে যে আমার তো ওকে আদর করতে মন চাইছে।প্রত্যেকটি ছবিতে দারুণ পোজ দিয়েছে টিনটিন বাবু।দেখতে ভীষণ কিউট লাগছে ,আমার তো সবগুলো ছবিই ভালো লেগেছে।টিনটিন বাবুর জন্য অফুরন্ত ভালোবাসা ও আদর রইলো।আপনাদের ও আপনার পরিবারের জন্য রইলো অনেক অনেক শুভকামনা।ধন্যবাদ দাদা সুন্দর ছবিগুলো শেয়ার করার জন্য।

দাদা আপনাকে কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব সেটা বুঝে উঠতে পারছিনা ,আপনার আজকের পোস্ট এতোটা এতোটা ভালো লাগলো যা বলার বলার বাহিরে। সবার ছবি দেখে অনেক অনেক ভালো লাগলো। দাদা প্রতিটি ছবি অসাধারণ সুন্দর লাগলো ,আমাদের টিনটিন এতোটা কিউট মাশাআল্লাহ। দাদা আপনি আর বৌদিকে এতোটা মানাইছে। সব মিলিয়ে অসাধারণ।

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZk73Fm6cQYGWh7b3m4XFqAzxx2a7jXBfkUQ8HGh7saLgXCupjant3MVGrU47KJPwB1PpvDE8qg6z.jpeg

৮ মাসের টিনটিন বাবুর ছবিটি সবচেয়ে বেশি কিউট লেগেছে আমার কাছে।
পৃথিবীতে প্রথম সাত দিন, অন্নপ্রাশন সহ সব গুলো ছবি অনেক দারুন ছিল।

আসলেই নতুন প্রজন্মের মধ্যে ভোট না দিয়ে এবং রাজনীতি থেকে দূরে থাকার প্রবণতা দেখা যায়। অনেকে আছে যারা মনে করে, যারা রাজনীতি করে তারা মনে হয় খুব খারাপ। তাই কাউকে ভোট দিতে যায় না। আসলে নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব: যাকে আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তাকে নির্বাচনের জন্য ভোট দেওয়া। প্রত্যেকের ভোট অনেক গুরুত্বপূর্ণ। আর রাজনীতি থেকে দূরে সরে থাকা মানে সমাধান নয় বরং রাজনীতির ভেতর দিয়েই সমস্যার সমাধান করতে হবে এবং ভালো ভালো মানুষকে বেশি বেশি রাজনীতির দিকে ছুটতে হবে যাতে করে মানুষের মধ্যে যে ভুল ধারণা গুলো রয়েছে সেগুলো কে সরিয়ে দেয়া যায়। ধন্যবাদ

✅✅✅

I am very glad to see your lovely couples selfie' s with two angel cute chabbi kids pictures you shared :))) I hope you enjoyed a beautiful married life w/ full of joy in a clouds nine style
I wish a Happy Life journey to the lovely family ❣️❣️❣️❣️❣️
@rme
#affable

প্রত্যেক টি ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে পুরোনো স্মৃতির ফটোগ্রাফিগুলো দেখে খুবই ভালো লাগলো ।ধন্যবাদ দাদা আপনি আমাদেরকে এরকম আপনার পুরনো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

প্রথমেই অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা পার্সোনাল ফেসবুক ওয়াল থেকে কিছু পুরোনো স্মৃতি আমাদের সাথে শেয়ার করার জন্য।প্রত্যেক টি ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে পুরোনো স্মৃতির ফটোগ্রাফিগুলো দেখে খুবই ভালো লাগলো ।আপনাদের এই স্মৃতিমালা গুলো আরো বেশী মধু ময় হোক এই প্রত্যাশা করি♥♥। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।😍

দাদা সর্ব প্রথমে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। কারণ আপনি আপনার স্মৃতির পাতা থেকে কিছু স্মৃতি আমাদের মাঝে শেয়ার করেছেন। দাদা আপনি আর বৌদি দুজনকে একত্রে অনেক সুন্দর লাগছে। আর টিনটিন বাবু ছোট বেলার ছবি দেখে সত্যিই খুব ভাল লাগল।

কাকার সাথে তোলা সেলফি টিনটিন বাবুর । কাকার ছবি অবশ্য ঢেকে দেওয়া প্রাইভেসি ইস্যুর কারণে । বয়স ৮ মাস

আসলে স্মৃতির পাতা থেকে আপনি যেগুলো ফটোগ্রাফি আমাদের মাঝে আজকে শেয়ার করেছেন, এই প্রত্যেকটা ফটোগ্রাফিতে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে এই ফটোগ্রাফি গুলো দেখার সুযোগ করে দিয়েছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিনটিন বাবু কাকার সাথে এই ছবিটি আমার খুবই ভালো লেগেছে। সে খুবই মিষ্টি হাসি দিয়েছে। যার কারণে আমার এই ছবিটি বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। আপনার জন্য রইল শুভকামনা।

আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্য সামাজিক মিডিয়া ব্যবহার করার সবচেয়ে কঠিন অংশ কি?

আপনি যদি বেশিরভাগ ছোট ব্যবসার মালিকদের মতো হন, তাহলে বিষয়বস্তু নিয়ে আসা আপনার তালিকার শীর্ষে।

বিষয়বস্তু তৈরি করার সময় খুঁজে বের করা হোক বা প্রতিদিনের ভিত্তিতে সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করবেন তা খুঁজে বের করা হোক — বিষয়বস্তুর ধারণা নিয়ে আসা আপনাকে ধীর করে দেওয়া সহজ।

সামঞ্জস্যপূর্ণ এবং মূল্যবান সামগ্রী তৈরি করা কোন ছোট কৃতিত্ব নয়। কিন্তু অনেক চ্যালেঞ্জের মতো, আপনার সেরা বিকল্প হতে পারে একদিনে জিনিসগুলি নেওয়া (এবং ফোকাস করার জন্য সঠিক সামাজিক নেটওয়ার্কগুলি বেছে নেওয়া!)

আমাদের 30-দিনের সোশ্যাল মিডিয়া কন্টেন্ট চ্যালেঞ্জে স্বাগতম
আপাতদৃষ্টিতে কখনও শেষ না হওয়া সামাজিক মিডিয়া ফিডগুলি পূরণ করার জন্য বিষয়বস্তু নিয়ে আসা কতটা কঠিন হতে পারে তা জেনে, কনস্ট্যান্ট কন্টাক্টের আমাদের বিপণন বিশেষজ্ঞরা আপনার বিভিন্ন সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে চেষ্টা করার জন্য 30টি বিষয়বস্তুর ধারণার একটি তালিকা তৈরি করেছেন৷

এবং চিন্তা করবেন না বা ভয় পাবেন না। এর বেশিরভাগই কয়েক মিনিটের মধ্যে সম্পন্ন করা যেতে পারে। আমরা আপনার সৃজনশীল পেতে অন্যান্য সফল ছোট ব্যবসা এবং সংস্থা আছে!

স্মৃতির পাতা থেকে খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আজকে আমাদের মাঝে উপস্থাপন করলেন। এই ফটোগুলো দেখে আমার সত্যি অনেক ভালো লেগেছে কারণ এই ফটোগ্রাফি গুলোতে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। ফটোগ্রাফির মাধ্যমে আপনাকে বৌদিকে এবং টিনটিন বাবুকে সুন্দরভাবে দেখতে পেয়েছি। এই ফটোগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। আসলেই পুরনো ছবিগুলো দেখলে খুবই ভালো লাগে। সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সেই দিনের সুন্দর আনন্দ মুহূর্তগুলো উপভোগ করতে পারছি। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আপনাদের জন্য রইল শুভকামনা

চার মাসের ছোট্ট টিনটিন বাবু । গোল গাল, নাদুস নুদুস ।
আলোকচিত্র তোলার তারিখ : মে, ২০১৯

দাদা আপনার স্মৃতির পাতা থেকে খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ফটোগ্রাফি দেখে আজকে আমার খুবই ভালো লাগলোম বিশেষ করে টিনটিন বাবুর এই ছবিটি আমার খুবই ভালো লেগেছে। চার মাস বয়সে টিনটিন বাবু খুব নাদুশ-নুদুশ ছিল এবং চেহারা অনেক মায়াবী লাগছিল। সকল ফটোগ্রাফি আমার খুবি ভালো লাগছে।

আমি সব ধরনের ফটোগ্রাফি দেখতে উপভোগ করি, কিন্তু আমি সত্যিই ভিনটেজ মেমরি ছবি দেখতে উপভোগ করি। ধন্যবাদ, বিরক্তি, এইভাবে আমাদের সাথে আপনার পুরানো ছবি শেয়ার করার জন্য সময় দেওয়ার জন্য। |

মাশাআল্লাহ দাদা বৌদি সব সময় এভাবেই হাসি খুশি থাকুক সারাজীবন দুআ করি সব সময়।
সব গুলো ফটোগ্রাফি বেশি দারুণ হয়েছে দাদা।
বিশেষ করে আমাদের টিনটিন সোনার ছোট বেলার ফটোগ্রাফি গুলো।

দাদা আপনাদের জন্য অনেক দুআ ও ভালোবাসা রইলো।

পার্সোনাল ফেসবুক ওয়াল থেকে কিছু পুরোনো স্মৃতি মালা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আপনাদের প্রতিটি ছবি দেখে খুবই ভালো লাগলো। অসাধারণ ছবিগুলো। টিনটিন বাববাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা♥♥

আপনাদের এই স্মৃতিমালা গুলো আরো বেশী মধু ময় হোক এই প্রত্যাশা করি♥♥

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZft1XnQsnG35LkmHmkiHcUDQRg5Fk27MdvwEAyU3VDPqj3n1cYm4y6zJ7bLCoQVBMBxmwuSZSNkn.jpeg
এমন নির্মল চাহনি, একটি দম্পতির পৃথিবী সম উপহার।

ছবি গুলোতে আপনার পারিবারিক কৃষ্টি ও জীবন যাপন মান ফুটে উঠেছে। যা ভাবুকদের নজরে আসলে ভাবাবে।
শীত তো নয়! যেন বরফের গোলা পড়ছে।পর্যুদস্ত প্রাণীকূল।

মানুষের চেয়ে বেশি, কষ্ট করছে বন্য প্রানী।প্রভুর দেওয়া, তাদের বাসযোগ্য পৃথিবী, মানুষ ধংশ করেছে। কিন্তু তাদের প্রতি দরদী হয়ে উঠেনি। মহান প্রভু তাদের পুনঃ হেফাজত করুন।

অসীম বছর টিকে থাক ফ্যান্টমরা এই কামনায়---

  ·  3 years ago (edited)

আসলেই পুরানো ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে, এগুলো দেখলে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। আপনার সবগুলি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে কিন্তু আমার কাছে অনেক অনেক কিউট লাগছে ছয় মাস আর তিন মাসের টিনটিন বাবুকে। আর আপনার শেষের ফটোগ্রাফিটি দেখতে চমৎকার লাগছে । অনেক অনেক ধন্যবাদ সুন্দর এই ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

দারুন সব ছবি শেয়ার করেছেন দাদা । টিন টিন বাবু তো বিশাল এক ক্যামেরা নিয়ে বসে আছে। ভোট দেয়ার ছবিটিও তুলে রেখেছিলেন ফেসবুকে। ধন্যবাদ দাদা ছবি গুলো দেখে ভাল লাগলো। ভাল থাকবেন সকলে।

দাদা আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আর দেখে মন জুড়িয়ে গেল আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

pic-13.jpg

আপনাদের এই বিশেষ দিনের ছবিটি দেখতে পেরে খুবই ভালো লাগছে। আপনাদের ভালোবাসা বেঁচে থাকুক চিরকাল।

pic-09.jpg

টিনটিন বাবুর মুড অফ করা এই ছবিটি আমার কাছে বেশ দারুন লেগেছে।

দাদা আপনি বৌদির সাথে সুন্দর সময় পার করছেন এবং সেগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। টিনটিন বাবু ক্যামেরা নিয়ে এমন পোজ দিয়েছে দেখে মনে হচ্ছে ক্যামেরায় ধারণ করা ছবি গুলো দেখছে। আপনাদের কাটানো সব সুন্দর মুহূর্তের স্মৃতিগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা 💚

অসাধারণ কিছু মুহুর্তের ছবি আপনি শেয়ার করেছেন দাদা আপনি। দেখে খুব ভালো লাগলো।আপনার আর বউদির সম্পর্ক যে কতটা ভালো তা ছবিতে প্রকাশ পেয়েছে। আর টিনটিন বাবুর কথা নাই বললাম।ক্যামেরা সহ ছবিটা দেখে খুব ভাল লাগলো। সে যে কতটা মনযোগ সহকারে দেখতেছে দেখে মনে হচ্ছে যে ছবিটা ভালো না খারাপ হইছে।টিনটিন বাবুর জন্য শুভকামনা রইল। আপনি বৌদি টিনটিন বাবুর জন্য শুভকামনা রইল।

আমার চুলের এই দশা করেছে তনুজা

এই পড়ে একটু হাসি আসলো।আপনাকে তো দাদা ভালোই সুন্দর লাগছে ওই ছবি।বৌদি ভালোই করেছে।

আপনাদের একসাথে দেখলে,টিনটিন সোনাকে দেখলে আলাদা রকমের ই ভালো লাগে।

দাদা আপনাদের পুরনো স্মৃতিগুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পুরনো ছবিগুলো দেখতে খুবই সুন্দর ছিল। মাশাল্লাহ আমাদের টিনটিন বাবুকে অনেক সুন্দর লাগছে ছবিগুলোতে। দেখে ইচ্ছে করছে কোলে নিয়ে আদর করতে কিন্তু সেটা তো আর সম্ভব না দেখে মন বড়াতে হবে। টিনটিন বাবু এবং আপনাদের সবার জন্য শুভকামনা রইল এভাবেই সবাই হাসি খুশিতে দিনগুলো পার করবেন এই কামনা করি দাদা।

আপনার সন্তানেরা আপনার সুন্দরী স্ত্রীর মতোই ফটোজেনিক, কিন্তু আপনার মুখ একইভাবে ঢেকে রাখার জন্য, কেউ যদি আপনার পরিচয় জানতে চায়, তাহলে আপনাকে শুধু স্টিমিটের প্রোফাইল ফটো থেকে আপনার চোখের একটি ফটো নিতে হবে এবং ফটোশপের সাথে মিশিয়ে দিতে হবে। আসল ফ্যান্টমের পরিচয় আবিষ্কার করুন।

ফ্যান্টম সময়ে সময়ে সম্প্রদায়ের কাছে তার পরিচয় প্রকাশ করার সাথে কোনও ভুল নেই। 😁

দাদা আপনার, বৌদির এবং টিনটিন বাবুর পুরনো ছবিগুলো দেখে খুবই ভালো লাগলো। পুরনো ছবিগুলোর সাথে অনেক স্মৃতি মিশে রয়েছে। আমরা যখন আমাদের পুরোনো ছবির অ্যালবাম দেখি তখন সেই ছবি গুলোর সাথে সাথে মনে পড়ে যায় সেই পুরনো স্মৃতিগুলো। প্রত্যেকটি ছবির পিছনে লুকিয়ে থাকে কোনো না কোনো বিশেষ স্মৃতি। ছবিগুলো দেখার সাথে সাথে সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। প্রতিটি ছবি অনেক সুন্দর হয়েছে দাদা। বিশেষ করে টিনটিন বাবুর ছোটবেলার ছবি গুলো দেখে খুবই ভালো লাগলো। টিনটিন বাবুর ছোট বয়সের সব ছবিগুলো আপনি অনেক সুন্দর করে শেয়ার করেছেন দাদা। প্রত্যেকটি ছবি আমার কাছে খুবই ভালো লেগেছে। টিনটিন বাবু এবং আপনাদের সকলের জন্য শুভকামনা রইল।

টিনটিন বাবুকে ক্যামেরা নিয়ে অসাধারণ দেখা যাইতেছে। তবে দাদা আপনার ছবিগুলো দেখে মনে হইতেছে অনেক সুন্দর ভাবে জীবনযাপন করে থাকেন। পরিবারের মাঝে ভালোবাসাটা সবচেয়ে উত্তম জিনিস।
দোয়া রইলো দাদা তোমার জন্য ❤️❤️

আমার চুলের এই দশা করেছে তনুজা

দাদা আপনার এই চুলের স্টাইলটা কিন্তু অনেক সুন্দর লাগছে। বৌদিকে ধন্যবাদ জানাই দাদার চুলের দারুন স্টাইল করে দেওয়ার জন্য। আপনার পুরনো দিনের ছবিগুলো দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে আমাদের প্রিয় ও ভালবাসার টিনটিন বাবুর ছোটবেলার ছবিগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। ছোটবেলায় টিনটিন দেখতে খুবই কিউট ছিল। এখনো সে কিউট হয়েছে। এক কথায় বলা যায় টিনটিন বাবু ছোটবেলা থেকে অনেক কিউট। টিনটিনের ছবিগুলো খুবই ভালো লেগেছে। এছাড়া আপনার এবং বৌদির ছবিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। দুজনকে একসাথে দেখে মনে হচ্ছে যেন একে অন্যের জন্য এই পৃথিবীতে এসেছেন। দুজনের মাঝে সেই ভালবাসার বন্ধন ছবির মাধ্যমে ফুটে উঠেছে। আপনাদের ভালোবাসার বন্ধন ভাবেই অটুট থাকুক এই কামনা করি দাদা। শুভেচ্ছা রইলো আপনার জন্য। দাদা সেই সাথে আপনাকে ধন্যবাদ জানাতে চাই দারুন কিছু ফটোগ্রাফি আমাদের সকলের মাঝে উপহার দেওয়ার জন্য। এবং আপনার পুরনো দিনের স্মৃতিগুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

দাদা আপনার পুরোনো স্মৃতির ফটোগ্রাফিগুলো দেখে খুবই ভালো লাগলো ।বিশেষ করে টিনটিন বাবুর ছোট বেলার ছবি দেখে আমার ছোট বেলার কথা মনে পরে গেলো ।টিনটিন বাবু একেবারেই দাদার মতোই দেখতে ।বউদি আপনাকে টিনটিন বাবু উপহার দিয়ে মনে হচ্ছে আপনার জীবন খুশিতে ভরে গেছে ।দাদা বউদি এমনি সারাজীবন মিলেমিশে জীবন একসঙ্গে পার করুন এটাই দোয়া ।ধন্যবাদ দাদা আপনার স্মৃতির খুশির মুহূর্ত শেয়ার করার জন্য।

পুরনো স্মৃতি সব সময়ই ভালো লাগে। প্রতিটি ছবি দেখলাম সবগুলো ছবি আমার অনেক ভালো লেগেছে। টিনটিনের ছবিগুলো বেশি কিউট লেগেছে। অনেক মায়াবী দেখতে।

দাদা আপনি অনেক চিন্তার পর আমাদের সাথে শেয়ার করেছেন আপনার অতি স্মরণীয় দিন গুলোর ফটোগ্রাফি। দেখে অত্যন্ত ভালো লেগেছে এবং আমাদের টিনটিন বাবু যখন ছোট ছিল খুবই নাদুশ-নুদুশ ছিল হেব্বি কিউট ছিল। এগুলো আমি কল্পনা করিনি কখনো দেখতে পারব। যাইহোক আপনি আমাদের সাথে অনেক সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেইসাথে দিন-খন গুলো খুব সুন্দর করে দিয়েছেন। তবে বৌদির সাথে ভোজপুরি একটা হিরো দেখেছিলাম, হিরো টা কি আপনি,হাহাহা। এখনকার আপনি আর তখনকার আপনি অনেক পার্থক্য, যাইহোক সেসময় হিরো ও ছিলেন আর এখন তো রিয়েল হিরো। আমাদের সাথে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনার প্রতি রইল গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনার আগামীর দিনগুলো হয়ে উঠুক সুখ-সমৃদ্ধির।

সেলফির যুগ, কত কিছু নিয়ে যে সেলফি তোলা হয় আজকাল, তবে সবচেয়ে বেশী ভালো লাগে বউকে নিয়ে সেলফি তোলার সময় কারন বউ মেলা খুশি হয় তখন, হে হে হে।

সবগুলো ফটোই সুন্দর ছিলো, তবে আমার কাছে মনে হচ্ছে টিনটিন ছোট বেলায় বেশী সুন্দর এবং কিউট ছিলো। বেশ মায়াবী একটা ভাব ছিলো চেহারায়। তাছাড়া স্বাস্থ্যও কিছুটা নষ্ট হয়েগেছে মনে হচ্ছে ছোট বেলার তুলনায়।

দাদা, বৌদি এবং টিনটিন সোনামণির জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। ধন্যবাদ

পুরাতন স্মৃতি মনে পড়লে সবাইরে অনেক ভালো লাগে এবং আপনার পুরাতন স্মৃতিগুলো ছবিগুলো অনেক সুন্দর ছিল।। এবং বাবুর ছবিগুলো অনেক কিউট এবং বাবু দেখতেও অনেক কিউট সত্যি দেখে অনেক ভালো লাগলো

দাদা আপনাদের সবাইকে এক সাথে দেখে অনেক ভালো লাগল।বিশেষ করে টিনটিন এর ছবিগুলো অনেক সুন্দর হয়েছে।আমার অনেক দিনের ইচ্ছে ছিল টিনটিনকে দেখার জন্য। দাদা আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর সুন্দর মুহুর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। বিশেষ করে টিনটিনের স্মৃতি গুলো আমাদের শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা। আপনাদের জন্য দোয়া করি সারা জীবন যেন আপনারা এই ভাবে হাসিখুশি থাকেন।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

চার মাসের ছোট্ট টিনটিন বাবু । গোল গাল, নাদুস নুদুস ।

স্মৃতির পাতা থেকে খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে চার মাসের টিনটিন বাবুর গোলগাল নাদুসনুদুস চেহারা দেখে আমার খুবই ভালো লাগলো। টিনটিন বাবুকে খুবই মায়াবী এবং সুন্দর লাগছে। সকলের জন্য রইল শুভকামনা এবং আন্তরিক ভালোবাসা।

খুবিই সুন্দর একটি পরিবার আপনার দাদা। ধন্যবাদ আমাদের সাথে আপনার পরিবারের পরিচিত করের জন্য। আমি এই ছবি গুলো খুবি উপভোগ করলাম।

দাদা আপনার ছবিগুলো দেখে খুবই ভালো লাগলো ।বৌদি ও টিনটিনকে খুবই সুন্দর লাগছে। আর আপনিতো চোখের উপর সবসময় পর্দা দিয়ে থাকেন কি আর বলবো। পুরনো ছবি দেখতে আমার খুবই ভালো লাগে ।আপনাদের পুরনো ছবিগুলো দেখতে খুবই ভালো লাগলো। পুরনো স্মৃতি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।

দাদা আপনার স্মৃতির পাতা থেকে খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। চার মাসের ছোট্ট টিনটিন বাবুকে দেখতে অনেক কিউট লাগছে। দাদা টিনটিন বাবু দেখতে একদম আপনার মতো হয়েছে। দাদা আপনাকে ও বৌদিকে একসঙ্গে দেখতে খুবই সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে, আমাদের মাঝে আপনার পরিবারের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের স্মৃতি গুলো শেয়ার করার জন্য। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার ও আপনার পরিবারের জন্য।

সময় চলে যায় স্মৃতি রয়ে যায় মনের পাতায়
যখন মনে পড়ে স্মৃতির দিনগুলো তখন হয়তোবা খুশিতে আত্মহারা নয়তোবা চোখের জলে দিশেহারা।

শ্রদ্ধেয় দাদা সর্ব প্রথমে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যেই আজকে পোষ্টের মাধ্যমে আপনাদের ফ্যামিলির সদস্যদের দেখার সুযোগ হলো। আপনারা সবাই যেন একে অপরের প্রতি মায়া মমতা ভালবাসা অটুট থাকে। সব সময় সুখে-শান্তিতে থাকতে পারেন এই আশা করছি। টিনটিন বাবু উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সৃষ্টিকর্তা যেন সব সময় আপনাদের ভালো রাখে এই শুভকামনা রইল।টিনটিন বাবু খুব হাসি মাখা চেহারা দেখতে খুব চমৎকার লাগছে। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ রইল। ভালো থাকবেন দাদা।

টিনটিন বাবাইকে দেখে ভালো লাগছে। টিনটিন বাবাই এখন নিজেই ফটোগ্রাফার এই ছবিটা আর জোড় করে ঘুম থেকে তোলার পর মুড অফের ছবিটা বেশ কিউট লাগছে দাদা। আর দাদা আপনাকে আর বৌদিকে সুন্দর লাগছে। বিয়ের পরে আপনাদের প্রথম পূজোর ছবিটা সুন্দর ছিল। বিধানসভায় ভোট দেয়ার ছবিটাও। আর আপনি ঠিক বলেছেন এখন প্রায় তরুণ যারা আছে তারা ভোট দিতে অনীহা দেখায়। ভোট দেয়া হলো আমাদের অধিকার। আমাদের নৈতিক দায়িত্ব।

আপনাকে ধন্যবাদ দিতে চাই দাদা কিছু সুন্দর মুহূর্ত আমাদের সাথে ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করার জন্য। টিনটিন বাবাই ও বৌদির জন্য দোয়া রইল। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি দাদা।

দাদা, অসংখ্য ধন্যবাদ আপনার পার্সোনাল ফেসবুক ওয়াল থেকে আপনার পছন্দের ছবিগুলো শেয়ার করেছেন।বৌদির সাথে আপনার ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে।তবে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে টিনটিন বাবুর ফটোগ্রাফি। টিনটিন বাবুর ফটোগ্রাফি গুলোতে টিনটিন বাবুকে এতো কিউট লাগছে যা বলে বোঝাতে পারবো না।
সব চেয়ে বেশি ভালো লেগেছে টিনটিন বাবুর ১ বছরের ফটোগ্রাফিটা।
অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।

বাহ অনেক সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন দাদা। প্রতিটি ফটোগ্রাফি দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। বিশেষ করে আমার প্রিয় টিনটিন বাবুর ছোটবেলার ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছে। চার মাসের টিনটিন বাবু দেখতে কি মধুর চেহারা। গোল গাল, নাদুস নুদুস মিষ্টি মিষ্টি চেহারার সাথে মিষ্টি মিষ্টি হাসি। সত্যিই অনেক অনেক ভালো লাগলো দাদা আপনার ফটোগ্রাফি গুলো দেখতে। আমাদের টিনটিন বাবুর জন্য অনেক অনেক শুভকামনা রইল।

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZdfto4rGuVLG4P8V8K2HUpsoBRYwntJpXJ9yB3f8hYetHqkrjAzsDRLCfXLFsA1HcxhEt1T18frW.jpeg
এতো সুন্দর ইনোসেন্ট মুখটি দেখেই প্রেমে পড়ে গেলাম সত্যিই।
সব গুলো ছবি দেখছিলাম আর ভাবছিলাম কতইনা সুন্দর পরিবার এটি। অনেকদিন থেকেই আশায় ছিলাম যে দাদার পরিবারটিকে দেখবো। আজ আমার আশা পূরণ হলো।
অসংখ্য ধন্যবাদ দাদা।
আর টিনটিনের জন্য অনেক গুলো ভালোবাসা ।♥️

14 টি ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। টিনটিন বাবু তো অনেক ছোট ছিল। খুব সুন্দর ভাবে তার ছবিগুলো ফুটে উঠেছে আর সত্যিই বৌদি আপনার চুলের এ দশা করেছে এর বিচার চাই হাহাহাহা দাদা😅 অনেক সুন্দর ছিল। প্রতিটি ফটোগ্রাফি এবং বাড়ির ডিজাইন টা আমার খুবই ভালো লাগলো।অনেক সুন্দর ডিজাইন অনেক ভাল ছিল।তারপর পরিবার নিয়ে সুন্দর একটি মুহূর্ত আপনারা কাটিয়েছেন। পুজোয় অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো। তাজমহলের সামনে সেলফি অসাধারণ ছিল

দাদা,আপনার ছবিগুলো দেখে ভাবতেছি মাঝে মধ্যে কোনো পোস্ট করার ইচ্ছা আপনার না হোক,কারণ তখন আমরা এই রকম কিছু অভাবনীয় ছবি দেখতে পারবো। টিনটিন বাবু ছোট বেলায় নাদুস-নুদুস থাকলেও এখন কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা ভালো সময় কেটেছিল তখন৷ খুব ভালো লাগলো দাদা,অসম্ভব সুন্দর সবগুলো।