স্টিমিট কমিনিটি অবজার্ভ - পার্ট ০১

in hive-129948 •  2 years ago 

steem-smart-token-STM-launch.png
Image Source : cryptoninjas : Under Creative Common License, Fair usage policy


স্টিমিটে বর্তমানে বহু কমিউনিটি আছে । কিছু কমিউনিটি আসলেই দারুন । প্রচুর গুড কোয়ালিটি পোস্ট আর এনগেজমেন্ট লেভেল বেশ ভালো রকমেরই, চোখে পড়ার মতো । এসব কমিউনিটি আসলেই দরকার স্টিমিটের জনপ্রিয়তা অর্জনের জন্য । কিন্তু, এর পাশাপাশি এমন বহু কমিউনিটি আছে যেগুলো স্পামিং, ফার্মিং আরও নানান ধরণের এবিউজ কর্মকান্ডে জড়িত ।

এসকল কমিনিটি সমগ্র স্টিমিট প্ল্যাটফর্মের জন্য হুমকিস্বরূপ । রিওয়ার্ড পুল লুঠতরাজ ছাড়া আর কোনো কিছুই এদের উদ্দেশ্য নয় । এদের কারণেই ভালো মানের ব্লগাররা সাপোর্ট না পেয়ে স্টিমিট প্ল্যাটফর্ম ত্যাগ করে হাইভে চলে যাচ্ছে । এদের স্টিমিটে জিরো কান্ট্রিবিউশন এর কারণে স্টিমিট মোটেও সেই ভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারছে না ।

যেন তেনো প্রকারের কিছু ভ্যালুলেস মেরিটলেস মাইক্রো পোস্ট বা কপি পেস্ট পোস্ট করে এরা যা স্টিম রিওয়ার্ডস হিসেবে পাচ্ছে তা পুরোটাই মার্কেটে প্রতিনিয়ত সেল করে মার্কেটে স্টিম প্রাইস ডাউন করেই যাচ্ছে । এক পয়সার স্টিম কেনা তো দূরের কথা যা স্টিম পাওয়ার পাচ্ছে তার সবটাই পাওয়ার ডাউন দিয়ে মার্কেটে সেল করে দিচ্ছে ।

তাই আমার ও আমার টীম এর মতামত হলো আমরা স্বেচ্ছাসেবী হিসেবে স্টিমিট প্ল্যাটফর্মের বর্তমানে যতগুলি কমিউনিটি আছে সবগুলোইকে খুব ভালো ভাবে পর্যবেক্ষণ করে একটা রিপোর্ট পাবলিশ করবো । এবং সেই সকল কমিউনিটির এডমিনেবং মডারেটরদের সাথে কন্টাক্ট করে কমিউনিটিকে একটি স্বচ্ছ এবং ভ্যালুএবল কমিউনিটি হিসেবে গড়ে তোলার লক্ষে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবো ।

আমাদের টীম লীডার:

@rex-sumon

যদি কেউ স্বেচ্ছাসেবক হতে আগ্রহী হোন তবে কমেন্ট বক্সে উল্লেখ করবেন অবশ্যই ।


পরিশিষ্ট


প্রতিদিন ৩০০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৪র্থ দিন (300 TRX daily for 7 consecutive days :: DAY 04)


trx logo.png



সময়সীমা : ১১ সেপ্টেম্বর ২০২২ থেকে ১৭ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত


তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২২


টাস্ক ৬০ : ৩০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৩০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : a60bd1061ff7a3febca03a64647d302677cc184a6005fca7739b10847d2be379

টাস্ক ৬০ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নতুন নতুন কিছু কমিউনিটি চালু হচ্ছে যেগুলোর নিয়ন্ত্রকরা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে লিপ্ত। আর সেগুলো দেখে নতুন ইউজাররা সেইম কাজগুলোই করে। তারা তো আর সঠিক ধারণা পায় না।

এখন এই ধরণের কর্মকান্ড গুলো বহু দিক থেকেই প্ল্যাটফর্মের জন্য ক্ষতিকর।
প্রথমত কিছু ইউজার পথভ্রষ্ট হয়।
দ্বিতীয়ত রিওয়ার্ড ফার্মিং হয়।
এরপর প্লাটফর্মের রেপুটেশন নষ্ট হয় ।

আপনার এই মহান উদ্যোগের মধ্য দিয়ে এই সমস্যা গুলোর সমাধান দেখতে পারবে প্ল্যাটফর্মের জেনুইন ইউজার রা। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে।

My name is suzicasamo ben l loved your post.
I have no any followers please follow me

Make money online 50$/hr with facebook, youtube, twitter will pay you to work with them, no experience required
Learn more click here https://www.digistore24.com/redir/401177/chankimsan/

  ·  2 years ago (edited)

দাদা আমি ও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহী এবং অনেক ভালো লাগবে যদি এই মহান উদ্যোগের সাথে জড়াতে পারি।

Make money online 50$/hr with facebook, youtube, twitter will pay you to work with them, no experience required
Learn more click here https://www.digistore24.com/redir/401177/chankimsan/

  ·  2 years ago Reveal Comment

দাদা আপনার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আপনি মহৎ একটি উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগের মাধ্যমে স্টিমেট প্ল্যাটফর্ম অসামাজিক কার্যকলাপ থেকে মুক্তি পাবে বলে আমি আশা করছি। আর স্বেচ্ছাসেবক হিসেবে আমি কাজ করতে চাই। আমি স্টিমের সর্বদাই ভালো কাজের জন্য নিজেকে নিয়োজিত করতে চায়।

My name is suzicasamo ben l loved your post.
I have no any followers please follow me


আমি একজন steemit প্রেমী হিসেবে বলতে চাই আপনার এই উদ্যোগ টা সম্পূর্ণ ইতিবাচক। প্লাটফরমের সেরা ট্রেন্ডিং পোস্ট গুলোর মধ্যে আমি অনেক পোস্ট দেখি। তার অধিকাংশ পোস্ট খুবই খারাপ। যা আমাকে সত্যিই মন থেকে কষ্ট দেয়। তারা দুই তিন লাইন চাইনিজ কোরিয়ান ভাষা লিখেই শত ডলার নিয়ে নিচ্ছে। তাদের বিরুদ্ধে বলার খুব ইচ্ছা হয় আমার কিন্তু আমি নগণ্য বলে তাদের কিছু বলতে পারি না। তবে আপনি যেহেতু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার চিন্তা করেছেন, আমি এটা নিঃসন্দেহে করতে পাড়ি। আমি @rex-sumon ভাইয়ের টিমে কাজ করার জন্য সর্বদা প্রস্তুত। আপনার কাছে থেকে এরকম একটি বিজ্ঞপ্তি আমাকে ভোট চাষ কারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। আমি চাই পুরো steemit প্ল্যাটফর্ম একটি সচ্ছ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত হোক। আমি একজন সেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য আগ্রহী। আশা করছি আমাকে পর্যালোচনা করে বিবেচনা করা হবে।

শুভ কামনা রইলো আপনার জন্য 🤞

কোরিয়ান আর চাইনিজ যারা ১-২০০$ এর ভোট নিচ্ছে ছোট পোস্ট করে। তারা ৯০% মানুষই স্টীম বিক্রি করে না৷ ওরা সব সময় পাওয়ার আপ করেন এটা ওদের ওয়ালেটে ঢুকলে আপনি বুঝতে পারবেন৷ কোরিয়ান ২ টা কমিউনিটি আছে টপ৷ এদের ব্যপারে না যাওয়াই ভালো৷

কিন্তু তারা ত ম্যাক্রো পোস্ট করছে প্রতিনিয়ত, এটা কি steemit প্লাটফর্মে ইতিবাচক?

ঠিক। তবে তারা যে ভোট পায়৷ তার থেকে যে স্টীম তারা পায়। সবটুকুই তারা পাওয়ার আপ করে স্টীমিট প্লাটফর্মের পাশে থাকেন৷ তারা স্টীমিটের ক্ষতি করতেছেন না৷ তারা স্টীমিট ৩০% শতাংশ নিজেরা ধরে আছেন। আর তাদের নির্দিষ্ট ২-৩ টি কমিউনিটি আছে। তাই তাদেরকে তাদের মত কাজ করতে দেওয়া যায়।

Ok টিম গঠন করা হলে সব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে আশা করছি। আমরা টিম লিডারের গাইডলাইন অনুযায়ী কাজ করবো ইনশাল্লাহ।

হ্যা।

প্রিয় দাদা, আমি আপনার এই সুন্দর উদ্যোগকে স্বাগত জানায় এবং আমি স্বেচ্ছাসেবক দলের একজন সদস্য হিসেবে আন্তরিকতার সাথে কাজ করতে চাই। আমি এর আগেও কয়েকটি কমিউনিটিতে দেখেছি যে তারা বিভিন্ন বিষয়ে কনটেস্ট এর আয়োজন করে। কিন্তু সেই কনটেস্ট এর প্রাইজ থাকে, প্রথম স্থান অধিকারীর জন্য তিন স্টিম এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী জন্য থাকে দুই স্টিম করে পুরস্কার। অথচ দেখা যায় যিনি কনটেস্টের আয়োজন করেছেন তার পোস্টে ১০০ ডলারের উপরের ভোট। এটা লুটপাট করে খাওয়া ছাড়া আর কিছুই না। প্রিয় দাদা খুবই সময়োপযোগী এবং সর্বজন কল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

খুবই ভালো একটা উদ্যোগ গ্রহণ করেছেন দাদা। আমিও চাই এরকম কমিউনিটি গুলো খুঁজে বের করা হোক। তাই এরকম ভালো কাজে আমি একজন স্বেচ্ছাসেবক হওয়ার জন্য আমি আগ্রহী।

অনেক ধন্যবাদ ভাই আপনার আগ্রহ দেখে অনেক বেশি ভালো লেগেছে ভালো থাকবেন।

দাদা ঠিক আর যথার্থ বলেছেন!!
আমরা চাই যারা সত্যি ব্লগিং করতে চায় ৷তারা যেন নিজের মেধা সৃজনশীলতা কাজে লাগিয়ে কাজ করুক ৷তাহলে স্টিমিট প্লাটফর্ম সেই আগের জায়গায় চলে আসবে ৷
ধন্যবাদ দাদা

  ·  2 years ago (edited)

আমি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহী । @rme দাদা আশা করি বিবেচনায় রাখবেন।

আমার বাংলা ব্লগ সব সময় আমাদেরকে এই সব অসাদাচারণ থেকে বিরত থাকতে নির্দেশ প্রদান করে থাকে । কিন্তু সমস্যা এক ব্যক্তি ছাড়িয়ে যখন অন্য কোন কমিউনিটি কেন্দ্রিক তখন বিষয়টা আরো ভালো ভাবে লক্ষ্য রাখার প্রয়োজন হয়ে পড়ে । আমি নিজে থেকেও এর একটা বিহিত হোক এটা চাচ্ছিলাম ।

  ·  2 years ago (edited)

স্টিমিট প্ল্যাটফর্মকে এই ধরনের সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষার জন্য অনেক ভালো একটি উদ্যোগ নিয়েছেন দাদা। প্রত্যাশা করছি নতুন এই উদ্যোগের মাধ্যমে অন্যান্য কমিউনিটি কিছুটা সচ্ছ হবে। @rex-sumon ভাই ওনার টিম নিয়ে কার্যকর ভূমিকা পালন করবেন আশা করছি। সব মিলিয়ে কথা হচ্ছে এই ধরনের অপকর্ম ঠেকাতে হবে।
অনেক অনেক শুভকামনা রইল।
@rme দাদা আমি নিজেও এই মহৎ উদ্যোগে সেচ্ছাসেবী হিসাবে থাকতে চাই।

একটিমাত্র ছবি পোস্ট করে হিউজ ভোট পেয়ে যায়। কেমনে সম্ভব সেটা 🙂🤨। রিওয়ার্ড পুলের অবস্থা খারাপ বানায় দিতেছে কিছু কমিউনিটির লোকজন। সেই সাথে স্টিমের দামও ডাউন মারতেছে। এটা নিংসন্দেহে ভাল একটি উদ্যোগ দাদা। একজন স্বেচ্ছাসেবী হিসেবে আমিও কাজ করতে চায় আপনাদের সাথে। আশা করি একজন স্বেচ্ছাসেবী হিসেবে আমাকে গ্রহণ করবেন।

আপনার এই উদ্যোগটি আমার কাছে খুবই ভালো লেগেছে দাদা। আমিও চাই আমাদের এই ভালোবাসার প্লাটফর্মটি সচ্ছভাবে পরিচালিত হোক।

আমি স্বেচ্ছাসেবক হিসেবে আপনাদের সাথে কাজ করতে আগ্রহী । @rme দাদা ,@rex-sumon ভাইয়া আশা আমাকে করি বিবেচনায় রাখবেন।

যথার্থ বলেছেন ভাই , আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতে চাই এই সকল সুবিধাবাদী মানুষ ও কমিউনিটি গুলোকে খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ । কারণ তাদের কারণেই আজ এই প্লাটফর্মের অবস্থা কিছুটা নাজুক । আমি মনেকরি যারা স্টিমিট কে ভালোবাসে বা ব্লগিং করতে পছন্দ করে তারা অবশ্যই এই উদ্যোগকে সাধুবাদ জানাবে এবং স্বেচ্ছাসেবী হওয়ার ভূমিকায় অংশগ্রহণ করবে ।

সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে
আমরা চাই এই প্লাটফর্ম কে আরও জনপ্রিয় করতে ।।

খুব সুন্দর একটি উদ্যেগ নিয়েছেনা দাদা। অনেক ইউজার আছে যারা P2P করে স্টিমিটের প্লাটফর্মকে নষ্ট করে দিচ্ছে। তাদের মাধ্যমে স্টিমিট থেকে মানুষ ঝড়ে যাচ্ছে। কাজ করার আশা হারিয়ে ফেলছে। আমাদের কমিউনিটর পক্ষ থেকে যারা সেচ্ছাসেবক হবে তাদেরকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। ধন্যবাদ দাদা।

আমি বলব এই উদ্যোগে আমাদের ভালো স্টিম ইউজারদের জন্য অনেক উপকার করবে। যারা প্রতিদিন ভালো ভালো ব্লগ করতেছে তারা আসলে তার ফল সরুপ ভালো কিছু পাওয়ার যোগ্য রাখে বলে আমি মনে করি।তাই যে সমস্ত্য কমিউনিটি বা ইউজার এর জন্য দিনদিন স্টিমের মান কমতেছে তাদেরকে স্টিমের আগাছা হিসেবে কেটে ফেলা সবার জন্য ভালো হবে বলে আশা করি দাদা। আমিও চাই এই সমস্ত অগাছা পরিষ্কার হক, তাহলে স্টিম এক সময় বেশি জনপ্রিয় হবে।তাই আমিও এই স্বেচ্ছা সেবায় নিয়জিত থাকতে চাই।আশা করি । ধন্যবাদ দাদা সুন্দর একটি উদ্দেগ্য গ্রহন করার জন্য।

যারা স্প্যামিং এবং কপি পেস্ট করে স্টিমিট এর রেওয়ার্ড পুল থেকে প্রচুর পরিমাণে রেওয়ার্ড নেওয়ার পর সেগুলো মার্কেটে সেল করে দিচ্ছে এবং কোন প্রকার স্টিম না কিনে স্টিম এর অবমাননা করছে তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর একটা ব্যবস্থা নেওয়া উচিত।
আমার বাংলা ব্লগের শ্রদ্ধেয় ফাউন্ডার @rme দাদার এই অসাধারণ পদক্ষেপকে সাধুবাদ জানাই ্্। সাধুবাদ জানাই একজন স্টিমিট প্রেমিক মানুষকে ্।।

আশা করি এই উদ্যোগের মাধ্যমে পুরো ইস্টিমেট প্ল্যাটফর্ম উপকৃত হবে। দারুন একটি উদ্যোগ নিয়েছেন দাদা। ধন্যবাদ আপনাকে।

এটি খুবই ভালো উদ্যোগ দাদা।আপনার এই উদ্যোগটিকে সাধুবাদ জানাই।এতে স্টিমিট প্ল্যাটফর্ম আরো স্বচ্ছ ও সুন্দর হবে।প্ল্যাটফর্মকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, ধন্যবাদ দাদা।

খুবই ভালো একটি উদ্যোক্ত দাদা ।এই উদ্যোগের ফলে স্টিমিটের যেমন জনপ্রিয়তা বৃদ্ধি পাবে সেই সাথে যারা সত্যিকারের ব্লগার তাদের দ্বারা স্টিমিট প্লাটফর্ম আরো সমৃদ্ধ হবে। যাদের জন্য স্টিম প্রাইস ডাউন হয়ে যাচ্ছে বারবার তাদের প্রতিরোধ না করা গেলে এই ডাউন ফেজ আমাদের অনেকদিন পর্যন্ত দেখে যেতে হবে। সবার উদ্যোগে এই কমিউনিটি স্বচ্ছ এবং ভ্যালুএবল কমিউনিটিতে পরিণত হোক এই প্রত্যাশা রইল।

আসলেই দাদা এরকম একটা উদ্যোগ আমার কাছে ভীষণ ভালো লাগলো। আমরা অনেকেই আছি যারা প্রকৃতপক্ষে পরিশ্রম করে পোস্ট করি। কিন্তু দেখা যায় যে যারা সত্যিকারের পরিশ্রম করে তারা ভোট পায় না। কিন্তু অন্যরা শুধুমাত্র কোন রকমে কাজ করে ভোট নিয়ে যাচ্ছে। এইজন্য আমিও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহী। এরকম একটা উদ্যোগে শামিল হতে পারলে আমার নিজের বেশ ভালো লাগবে।

দাদা এটা একটি যুগোপযোগী উদ্যোগ। সাধুবাদ জানাই উদ্যোগকে। এতে করে সকল কমিউনিটিতে একটা সচেতা ফিরিয়ে আসবে। আর যারা ভালো মানের ব্লগার তাদের মূল্যায়ন হবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

এই উদ্যোগটি পুরো স্টিমিট প্ল্যাটফর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আমি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহী।

প্রচুর গুড কোয়ালিটি পোস্ট আর এনগেজমেন্ট লেভেল বেশ ভালো রকমেরই, চোখে পড়ার মতো । এসব কমিউনিটি আসলেই দরকার স্টিমিটের জনপ্রিয়তা অর্জনের জন্য । কিন্তু, এর পাশাপাশি এমন বহু কমিউনিটি আছে যেগুলো স্পামিং, ফার্মিং আরও নানান ধরণের এবিউজ কর্মকান্ডে জড়িত

এটা চিরন্তন সত্য। স্পামিং আর ফার্মিং এ জড়িতদের গাইড করার জন্য সবাইকে একসাথে কাজ করা উচিত। আমিও একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য আগ্রহী।

বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি স্টিমিটে স্পামাররা নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে ভোট ফার্মিং করছে । ইতোমধ্যে কিউরেটর হিসেবে কাজ করতে গিয়ে অনেক ফার্মিং একাউন্ট পেয়েছি যাদেরকে ওয়ার্নিং পর ভিন্ন পদ্ধতিতে তারা তৈরি করে ফেলে ভোট ফার্মিংয়ের জন্য ।

এই সকল স্পামার শায়েস্তা করার জন্য আপনার উদ্দ্যোগটি প্রশংসনীয় । হয়তো আরো আগে থেকে এধরনের উদ্দ্যোগ নিলে প্রিয় স্টিমিট প্লাটফর্মের মান তারা নষ্ট করতে পারতোনা ।

এই ভালো কাজটিতে আমি একজন স্বেচ্ছাসেবক হিসেব কাজ করতে আগ্রহী ।

আসলেই এই ধরনের অপরাধ এখন খুব বেশি হচ্ছে। আমরা সাবাই মিলে পদক্ষেপ নিলে অবশ্যই আমরা আমাদের প্রিয় STEEMIT প্লাটফর্মকে স্বচ্ছ ও আরো জনপ্রিয় করে তুলতে পারবো৷

@rme দাদা আমিও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহী । সুযোগ পেলে @rex-sumon ভাইয়ের নেতৃত্বে নিজের সর্বোচ্চ দিয়ে সাথে থাকতে চাই।

দাদা এই উদ্যোগ সত্যিই দারুণ ৷ আমাদের সবার উচিত এবিষয়ে কাজ করার ৷ খারাপ ইউজার ও খারাপ বিষয় গুলো রোধ না করলে স্টিমিট আরো খারাপ অবস্থানে চলে যাবে ৷ তাই খুব তারাতারি আপনার এ উদ্যোগ বাস্তবায়ন করার প্রয়োজন ৷ আশা করি আপনার এই মহান উদ্যোগে মাধ্যমে সমস্যা গুলো সমাধান হবে ৷ ধন্যবাদ আপনাকে

এটা সত্যি দুঃখজনক, আমরা শুরু হতেই চেষ্টা করছি কমিউনিটির মাধ্যমে ইউজারদের সঠিক শিক্ষা দিয়ে পরিবেশ সুন্দর রাখার কিন্তু কিছু কিছু কমিউনিটি রিওয়ার্ডস বৃদ্ধির জন্য, যেন তেন কাজের মাধ্যমে পরিবেশটা নষ্ট করার চেষ্টা করছে। আমি মনে করি সুন্দর এবং পরিশ্রমী একটা টিম সাজাতে পারলে বিষয়টি আরো সহজ হয়ে যাবে আমাদের জন্য। দারুণ ফলপ্রসু হবে উদ্যোগটা।

খুব ভালো একটি উদ্যোগ নিয়েছেন দাদা। আমিও চাই সকল কমিউনিটি যেন স্বচ্ছ এবং ভ্যালুএবল কমিউনিটিতে পরিণত হোক। আশাকরি এতে সকলেরই মঙ্গল হবে। তাই আমি ও স্বেচ্ছাসেবক হতে আগ্রহী।

অবশ্যই এটি একটি ভালো উদ্যোগ। এই ভালো কাজে আমিও অংশগ্রহণ করতে চাই। আমিও এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করছি। শুভকামনা রইল।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



আমরা সবাই এই প্লাটফর্মে কাজ করতে ভালোবাসি এটার সাথে আমাদের আবেগ এবং অনেক স্মৃতি জড়িয়ে আছে, আমরা চাই আমাদের এই প্লাটফর্মটিকে একটি সুন্দর মার্জিত পরিবেশ উপহার দিতে, এরকম মহৎ কর্মকান্ডের সাথে নিজেকে জড়াতে পারবে ধন্য মনে করব, অবশ্যই আমি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহী এবং চেষ্টা করে যাবো এ প্লাটফর্ম এর জন্য ভালো কিছু করার।

অনেক সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন আপনি দাদা। আমি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য আগ্রহী। যদি আপনারা আমাকে সেই সুযোগ দেন তাহলে আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনার সাথে কাজ করব ইনশাআল্লাহ।

দাদা, কিছু লোকের কাজই ভালো কাজটাকে খারাপ কাজে নিয়ে যাওয়া। যা এবিউস এর মধ্যে পরে।এই হীনমন্যতা লোকের জন্য অনেক কিছু ক্ষতি হয়ে যায়।তারা অল্প লোভে কত যে ক্ষতি করছে তা তারা চিন্তা ও করতে পারে না।আসলেই এই ধরনের হীনমন্যতা কিছু লোকের জন্য এই স্টিমিট প্লাটফর্মে ভাবমূর্তি নষ্ট হচ্ছে।তাই সেই দুষ্ট প্রকৃতির লোকদের এখনই খুজে বের করা দরকার। তাই এসব কাজের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে থাকতে পারলে নিজের গর্বিত মনে করবো।কারণ এর মাধ্যমে কিছু মহৎ কাজ করতে পরবো।

অপকর্ম যখন থেকে একেবারেই জন্য বন্ধ হয়ে যাবে তখন থেকে এই প্লাটফর্মটি সবদিক থেকেই উন্নতি করবে, এটা আমার বিশ্বাস।আর এর জন্যে কাজ করতে হবে নিঃস্বার্থ ভাবে।

আমাদের কর্মক্ষেত্রকে আমাদেরই রক্ষা করতে হবে।এই সুন্দর উদ্যোগ এ আমিও অংশীদার হতে চাই।আমিও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করব।

Advertise your company now
Take the opportunity, become a fan of TOP.JOBfin.de, add your company's (organization's) profile to the portal and advertise your business with us. Fill out your profile, add all the important information and direct people to your company.
N1JYPRHN.png
So werden Sie Fan in 3 Schritten
Wählen Sie Ihr Paket, beim Fan Abo kostenlos überspringen Sie die Unterpunkte einfach

Klicken Sie im Email auf den Link um ein gewünschtes Passwort zu vergeben,
Loggen Sie ein und fügen Ihre ITEMs* und Jobs hinzu.

অনেক গুরুত্বপূর্ণ একটি উদ্দ্যেগ গ্রহণ করেছেন দাদা,আমি ও চাই এই ধরণের মেম্বার এবং এই ধরণের কমিউনিটিগুলোকে খুঁজে বের করা হোক,তাদের এই ধরণের কার্যকলাপের জন্যে স্টিমিটের যথাযথ স্থান নষ্ট হচ্ছে। আশাকরছি আমরা সকলে মিলে চেষ্টা করলে ভালো কিছু করা সম্ভব।

খুবই প্রশংসনীয় উদ্যোগ এটি। স্টিমিট প্ল্যাটফর্ম আরো সুন্দর করার জন্য এসব পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমিও স্বেচ্ছাসেবক দলের সদস্য হতে চাই।

সু মহান উদ্যোগ কে সাদুবাদ জানাই।এই টিমে থেকে কাজ করতে পরালে নিজেকে ধন্য মনে করবো।।

খুবই ভালো উদ্যোগ দাদা। এবিউজার দের জন্য ভালো ব্লগার দের খুবই সমস্যা হচ্ছে। এটা খুবই বড় একটি সমস্যা হয়ে দাড়িয়েছে বর্তমান সময়ে। দাদা আমি সেচ্ছাসেবক হিসেবে সুমন ভাই এর টিম এ কাজ করতে চাই। সুমন ভাই এর সাথে মিলে খুব ভালো একটি সার্ভিস দিতে পারবো আশা করি।

খুবই ভালো একটি উদ্যোগ দাদা।এটা স্টিম প্ল্যাটফর্ম এর জন্য খুবই জরুরি।এবং আমি চাই এই প্ল্যাটফর্ম সকল অপকর্ম রুখে দিতে এবং পরিচ্ছন্ন রাখতে সক্রিয়ভাবে কাজ করতে এবং বিনা স্বার্থে কাজ করতে আগ্রহী।যেনো স্টিম প্লাটফর্মটি সামনে এগিয়ে যেতে পারে এবং ইউজাররা একটা ভালো এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারে।🙏🙏

স্টিমিট আমাদের ভালোবাসার প্লাটফর্ম।
এই প্লাটফর্মকে আবর্জনা মুক্ত রাখতে আমাদের সবাইকে সর্তক থাকতে হবে।

ফার্মিং, স্প্যামিং, মাইক্রো পোষ্ট বন্ধ করতে ডাউন ভোটের বিকল্প নেই। ইনশাল্লাহ আমরা সবাই একটা বদ্ধ হয়ে এসব অপকর্ম প্রতিহত করতে পারবো। ❤️❤️

নিজেকে একজন স্বেচ্ছাসেবক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। 🎈🎈

অনেক বড় একটা উদ‍্যোগ এটা। আমি আপনাদের সাহায্য করতে পারলে নিজেকে ধন‍্য মনে করব। আমি সেচ্ছাসেবক হতে ইচ্ছুক দাদা।।

খুবই ভালো উদ্যোগ দাদা। আশা করি এই উদ্যোগে কোয়ালিটি সম্পূর্ণ মেম্বারদের জন্য সুবিধা হবে। আমিও সাহায্য করবো নিজের সাধ্য মত। ধন্যবাদ।

অসাধু ব্লগার ধরার যুদ্ধে আমিও সামিল হতে চাই এবং @rex-sumon ভাইয়ের সাথে কাজ করতে চাই।
আমি স্বেচ্ছাসেবক হতে আগ্রহ প্রকাশ করছি।

খুবই চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন দাদা। আপনার এই উদ্যোগের সাথে আমি সহমত পোষন করছি। নিশ্চয়ই,, এই উদ্যোগের মাধ্যমে অনেক অন্যায়,,অনিয়ম লাঘব হবে এটাই প্রত্যাশা।♥♥

অনেক সুন্দর একটি উদ্যোগ নিয়েছে দাদা। আমি আপনার এমন কাজেকে সাধুবাদ জানাই। যারা সবকিছু জেনে ও এমন অন্যায় কাজ করতেছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিৎ। আর এমন ভালো কাজে আমি নিজে ও সেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহী। ধন্যবাদ দাদা।

@rme দাদা প্রথমেই আপনার এই মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। স্টিমিট প্ল্যাটফর্মকে আমাদেরই সুরক্ষিত রাখতে হবে। আর তাই @rex-sumon ভাইয়ের প্রতিনিধিত্বে আমি স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে প্রস্তুত

দাদা আপনার পোস্টের লেখাগুলো পড়ে বুঝতে পেরেছি আসলেই আমাদের সবার মঙ্গলের জন্য এমন একটি মহৎ উদ্যোগ আগে থেকে নিলে আরো ভাল হত।যাক, এখন যখন হচ্ছে আমি মনে করি এই উদ্যোগ সবার জন্য অনেক ভাল হবে।কেউ আর কোন অপরাধ মূলক কর্মে জড়াতে পারবে না। ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ এডমিন প্যানেল কে।

এমন মহান একটি কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারলে অনেক ভালো লাগবে। তাই আমি স্বেচ্ছায় এই কমিউনিটির স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করতে ইচ্ছা পোষণ করছি। @rex-sumon ভাই যদি সুযোগ থাকে আমাকেও একটু সুযোগ দিবেন। আশা করছি আমি আমার দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব।

দাদা,আপনার যেকোনো উদ্যোগ সবসময়ই একটা সুফল বয়ে আনে।আর এরকম ভালো একটা কাজ করার জন্য টিম লিডার এবং স্বেচ্ছাসেবক সকলের জন্য অধিক ভালোবাসা রইল। আর সেই স্বেচ্ছাসেবকদের মাঝে থাকতে পারলে খুবই ভালো লাগবে আমার।আমিও চাই স্টিমিট প্লাটফর্ম এর জন্য ভালো কিছু করতে।এই কাজের একজন স্বেচ্ছাসেবক হতে চাই দাদা।ভালোবাসা ও শ্রদ্ধা নিবেন।💞

খুবই চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন দাদা। সবাই একত্রিত হয়ে কাজ করলে এই প্লাটফর্ম থেকে অ্যাবিউজ দূর করা সম্ভব।

খুবই ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছেন দাদা। আপনার সাথে আমরাও একমত আমরাও চাই এই ধরনের কমিউনিটি খুঁজে বের করা হোক। ‌ সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই খুঁজে বের করা যাবে এই সকল কমিউনিটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য এবং সুন্দর একটি টিম গঠন করার জন্য।

@rme দাদা সত্যি আপনার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আসলেই বর্তমানে এইরকম অনেকে আছে যারা শুধু অল্প কিংবা কপি পেস্ট করে পোস্ট করে। যা আসলেই নজরদারি করা উচিত। এদের করনেই স্টিমিট প্লাটফর্ম তেমন একটা জনপ্রিয় হতে পারতেছে নাহ। তাই আপনার এই কাজে তাদেরকে আমরা সবাই ধরতে পারব এবং স্টিমিট প্লাটফর্মের রিওয়ার্ডপুলকে আমরা রক্ষা করতে পারবো।

তাই আমিও @rex-sumon ভাইয়ের নেতৃত্বে আপনার এই কাজকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং স্টিমিট প্লাটফর্মের রিওয়ার্ডপুলকে রক্ষা করতে চাই।

  ·  2 years ago (edited)

হ্যাঁ ঠিকই বলেছেন দাদা এই ধরনের অপকর্ম থেকে তারা বিরত না হলে স্টিমিট প্ল্যাটফর্ম একসময় বিপদগ্রস্ত বা জনপ্রিয়তার সম্মুখীন হতে পারবে না ।সত্যিই এই উদ্যোগের মাধ্যমে ভালো ভালো ইউজার যারা তারা কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেবে। সত্যিই একটা ভালো উদ্যোগ ছিল তাছাড়া অনেকে স্প্যামিং এবং রিপিট পোস্ট করে তাদের ফায়দা লুটে নিয়েছে যেটা স্টিমিট প্ল্যাটফর্মের জন্য খুবই খারাপ খবর।@rme দাদা আমিও এই সেচ্ছাসেব সংগঠনের সাথে কাজ করে যেতে চাই আমাদের টিম লিডার @rex-sumon ভাইয়ের সাথে।

This post has been featured in the latest edition of Steem News...

নিঃসন্দেহে এটি সময় উপযোগী সঠিক একটি সিদ্ধান্ত। প্রবাদ আছে "সততাই সর্বোৎকৃষ্ট পন্থা" আসলে সবাই যদি সততার সাথে এখানে কাজ করে তাহলে অবশ্যই স্টিমিট এর জনপ্রিয়তা বহুগুনে বৃদ্ধি পাবে।

@rme দাদা আমি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহী এবং আমি যদি সুযোগ পাই তাহলে অবশ্যই স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পারব।

  ·  2 years ago Reveal Comment