দৃষ্টি

in hive-129948 •  3 years ago 


image source : copyright & royalty free image sharing website piXabaY


❤কবিতা "দৃষ্টি"❤


আমি আকাশ দেখি, প্রতিদিন-প্রতিরাত, প্রতিনিয়ত;
আকাশ, অনন্ত যৌবনা আকাশ,
আজ পর্যন্ত সেই আকাশকে কোনোদিন পুরোনো হতে দেখলাম না ।

ক্ষনে ক্ষনে তার রূপ পরিবর্তন করতে দেখি,
কখনো সাদা মেঘের ভেলায় সাদা আকাশ,
কখনও নীল আকাশ,
কখনো সূর্যোদয়ের কমলা আকাশ,
গোধূলি বেলার আবীর রাঙা লাল আকাশ ।

কখনো আবার বর্ষার মেঘে ঢাকা ধূসর আকাশ,
রাতের বেলায় অনন্ত নক্ষত্রখচিত কালো আকাশ,
চাঁদের হাসি মাখা স্নিগ্ধ রূপালী আকাশ ।

দীঘির ঘাটে বসে দিনের পর দিন কাটিয়ে দিয়েছি,
তবুও কোনোদিন দীঘির কালো জলের রূপকে
হতে দেখলাম না পুরোনো ।

পুরোনো হলো না কোনোদিন পাড়ের সেই হিজল গাছটি;
দিনশেষে যখন তার লম্বা ছায়া পড়ে জলে,
বাতাসে ঢেউ ওঠে দীঘির কালো জলে,
তখন আমি ছায়াটিকে ভেঙে যেতে দেখেছি;
মানুষের জীবনের কত ঠুনকো সম্পর্কের মতো ।

সমুদ্রের ঢেউও কি কোনোদিন পুরোনো হয় ?
অনন্তকাল ধরে তার বিপুল জলরাশির বুকে যে ঢেউ ওঠে,
তার শেষ পরিণতি হয় তীরে আছড়ে পড়ে ।

একটা ঢেউ যখন জন্ম নেয়,
কি উচ্ছল কি প্রাণবন্ত তার গতি ,
অথচ তার শেষ পরিণতি হলো,
তীরে এসে আছড়ে পড়ে বিলীন হওয়ার ।

ঠিক যেন এক জন মানুষের সমগ্র জীবনের প্রতিচ্ছবি;
উত্থান তার নক্ষত্র বেগে,
শেষ মেশ পতনই তার একমাত্র পরিণতি ।

একটি ছোট্ট অগ্নি স্ফুলিঙ্গের মধ্যেও দেখেছি
উড়িয়ে গিয়ে ফুরিয়ে যাওয়ার মধ্যে সৌন্দর্য্য রয়েছে অপার;
জগতে সবই সুন্দর, শুধু দেখার চোখ চাই ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দৃষ্টি কবিতা খুব সুন্দর লেগেছে আমার কাছে। আপনার কবিতা বরাবরই খুব ভালো লাগে আমার কাছে দাদা।

একটা ঢেউ যখন জন্ম নেয়,
কি উচ্ছল কি প্রাণবন্ত তার গতি ,
অথচ তার শেষ পরিণতি হলো,
তীরে এসে আছড়ে পড়ে বিলীন হওয়ার ।

এই লাইনগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। প্রতিটি লাইন সাবলীল ভাষাভাষীর হলেও এর গভীতা অনেক বেশি। সত‍্যি বলেছেন ঢেউ যখন জন্ম নেয়
কি উচ্ছল কি প্রাণবন্ত তার গতি থাকে যখন গন্তব্যস্থল এসে পৌছায় কোথায় যেন হারিয়ে যায়। ঠিক তেমনি একটি মানুষ প্রথম পরিচয়ে খুব গুরুত্বপূর্ণ থাকে পরে ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে নিঃশেষ হয়ে যায়।

সত্যি আপনার কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি। এই কবিতাটি খুবই সুন্দর ভাবে লিখেছেন, কবিতাটির মাধ্যমে বাস্তবতা প্রকাশ রয়েছে। সত্যিই আমরা যদি দেখার মতো চোখ করে এই সুন্দর পৃথিবী দেখি। তাহলে এই সুন্দর পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারব। পৃথিবীর চারদিকে খুবই সুন্দর প্রকৃতি রয়েছে আমরা দেখার মতো চোখ তৈরি করতে পারি না। তাই আমরা সৌন্দর্য দেখতে পারিনা। তাই আমাদের প্রথম দেখার মতো চোখ তৈরি করতে হবে। আপনার কবিতাটি আমার অনেক ভালো লেগেছে, আপনার জন্য অনেক ভালোবাসা রইলো।

বাহ দাদা কি চমৎকার কবিতা ছিল আমি তো একেবারে যেন ফিদা হয়ে গেছি আপনার কবিতা দেখে পুরো কবিতা টি আমার ভিষণ ভালো লেগেছে।ধন্যবাদ দাদা এরকম একটা সুন্দর কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

আকাশ, প্রকৃতির মাঝে থাকা সেই হিজল গাছ এবং সমুদ্রের ঢেউ আসলেই পরিবর্তন হয় না। সমুদ্রের ঢেউয়ের মতো মানুষের জীবনও শুরু হয়ে শেষ হয়ে যায়। সব কিছুর মাঝেই রয়েছে অনাবিল সৌন্দর্য এবং সেই সৌন্দর্যমন্ডিত পৃথিবী দেখার জন্য আমাদের থাকতে হবে সেই চোখ যে চোখ দিয়ে কেবল সৌন্দর্য দেখা যায়। পৃথিবীটা সত্যিই অনেক সুন্দর। আপনার কবিতাগুলোও অনেক সুন্দর।

দাদা আপনার আজকের কবিতাটা সত্যিই খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে এই কবিতাটি লিখেছেন, কবিতার প্রতিটা লাইন আমার খুবই ভালো লেগেছে। আপনার কবিতাটি বিশেষ করে এই অংশটুকু আমার খুবই ভালো লেগেছে,

সমুদ্রের ঢেউও কি কোনোদিন পুরোনো হয় ?
অনন্তকাল ধরে তার বিপুল জলরাশির বুকে যে ঢেউ ওঠে,
তার শেষ পরিণতি হয় তীরে আছড়ে পড়ে

এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

দীঘির ঘাটে বসে দিনের পর দিন কাটিয়ে দিয়েছি,
তবুও কোনোদিন দীঘির কালো জলের রূপকে
হতে দেখলাম না পুরোনো ।

বাস্তবতা সত্যি এই রকমই কখনো বদলায় না, কিন্তু বদলে যায় আমাদের মানসিকতা, বদলে যাই আমরা। খুব সুন্দর লিখেছেন দাদা, আপনার লেখা নিয়ে কিছু বলার সাহস নেই আমার। তবে প্রশংসাতো করতে পারি, হে হে হে। খুব সুন্দর লিখেছেন।

জাস্ট অসাধারণ হয়েছে কবিতাটি দাদা।সত্যিই এই জগৎকে মনের অনুভূতির চোখ দিয়ে দেখতে হবে তাহলে গভীর ভাবনাগুলো প্রতিফলিত হবে।সবকিছুর শুরু থেকে শেষ আছে,আছে ধ্বংসের প্রতিচ্ছবি।আপনি কত সুন্দর করে গাছের ছায়া,নদীর ঢেউ এবং ধোঁয়ার স্ফুলিঙ্গ এর সঙ্গে মানুষের সমগ্র জীবন সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন।যা বাস্তব সত্য কিন্তু আমাদের চোখে শুধু আকাশ রং বদলায় কিন্তু পরিবর্তন হয় না।তেমনি মানুষ পরিবর্তন হয় কিন্তু রং বদল হয় না।ধন্যবাদ দাদা।

দাদা যথার্থ লিখেছেন আপনি।
জগতে সবই সুন্দর, শুধু দেখার চোখ চাই । এই কথাটা আমার কাছে সবচেয়ে বেশি দারুন মনে হয়েছে। আসলেই তো সৃষ্টিকর্তার সকল নেয়ামত ই সৌন্দর্যে ভরপুর, শুধুমাত্র সেগুলো উপভোগ করতে হবে এবং মনের চোখ দিয়ে দেখতে হবে।
আপনার প্রতিটি কথা বলতে যথার্থ যুক্তি রয়েছে বলে আমি মনে করি দাদা।

সমুদ্রের ঢেউও কি কোনোদিন পুরোনো হয় ?
অনন্তকাল ধরে তার বিপুল জলরাশির বুকে যে ঢেউ ওঠে,
তার শেষ পরিণতি হয় তীরে আছড়ে পড়ে ।

দাদা আপনার কবিতা গুলো যতই পড়ি আর ততই বেশি ভালো লাগে। আপনার কবিতার ভাষা গুলো অনেক ভালো লাগে । আজকে দৃষ্টি কবিতা চমৎকার হয়েছে। আর এই উপরের লাইন গুলো আমার বেশি পছন্দ হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

দাদা যথার্থ লিখেছেন, আমিতো অবাক। আপনার প্রত্যেকটা কথা প্রত্যেকটা লাইনের একটি করে যুক্তি আছে। বরাবরের মতোই কবিতা নিয়ে আমি মুগ্ধ। আপনি সত্যিই আমাদের প্রশংসনীয়। অসাধারণ কবিতাটি লিখেছেন দাদা। আপনার প্রতি ভালোবাসা এবং শুভকামনা।

আপনার কবিতাটি সত্যিই আমার অসাধারণ লেগেছে দাদা। সত্যি আপনার কবিতার প্রতিটি লাইনের যুক্তি আছে। বরাবরের মতো এবারো আমি মুগ্ধ।

সত্যি বলতে দাদা আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে যায়। আপনি প্রতিটা কাজ দক্ষতার সাথে করেন। আপনার কবিতাগুলো আমার খুবই ভালো লাগে। এই কবিতাগুলো পড়ে মনে হয় কোন বড় কবির, কবিতা আমি পড়ছি। খুবই যত্ন সহকারে কবিতাগুলো আপনি আমাদের মাঝে উপস্থাপন করেন। আপনার প্রতিটা কবিতা আমার খুবই ভালো লাগে। আজকের কবিতাটা সত্যি বাস্তব কবিতা। এটি মানুষের বাস্তবতা রয়েছেই কবিতার মধ্যে, আপনার জন্য রইল শুভকামনা।

একটি ছোট্ট অগ্নি স্ফুলিঙ্গের মধ্যেও দেখেছি
উড়িয়ে গিয়ে ফুরিয়ে যাওয়ার মধ্যে সৌন্দর্য্য রয়েছে অপার;
জগতে সবই সুন্দর, শুধু দেখার চোখ চাই ।

আসলে দাদা আপনি খুবই সুন্দরভাবে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছেন। আসলেই প্রকৃতি অনেক সুন্দর আর সৃষ্টিকর্তা খুবই সুন্দরভাবে তৈরি করেছে। শুধু আমাদের দেখার মতো চোখ লাগবে। যদি দেখার মতো চোখ হয় তাহলে আমরা ঠিকই সৌন্দর্য উপভোগ করতে পারব। আপনার কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা।

দাদা আপনি কবিতার মধ্যে দিয়ে আকাশের সৌন্দর্য ফুটে তুলেছেন ।সত্যি বলতে আকাশের নিত্য নতুন রূপ আমাদের সবাইকে মুগ্ধ করে ।তার রূপে আমরা প্রেমে পরে যাই ।তার এত রূপ শুধু তাকিয়ে রই ।মানুষের মত ক্ষনে ক্ষনে রূপ বদলায় কিন্তু সেই রূপে আছে মায়া ,যা মানুষের রূপে পাওয়া যায়না । সমুদ্রের উত্তাল ঢেউ আমাদের অশান্ত মনকে শান্ত করে দেয় কিন্তু সে যতই উত্তাল ঢেউ তুলে আসুক না কেন তাকে তীরে এসে পড়তেই হবে ঠিক তেমনি মানুষ যত বড় হোক না কেন ,সে যত অহংকার করুক না কেন একদিন তার পতন হবে। আপনার কবিতায় বাস্তব জীবন ফুটে উঠেছে।অনেক অনেক ধন্যবাদ দাদা।

প্রকৃতির প্রতিটি পরতে পরতে ছড়িয়ে আছে অপার সৌন্দর্য। আসলে সেই সৌন্দর্য দেখার জন্য দৃষ্টিতে যে গভীরতা থাকা দরকার সেটা অনেকেরই নেই। আপনার এই কবিতাটি অসম্ভব সুন্দর হয়েছে। আমাদের প্রতিদিনের দেখা সূর্যোদয় ,গোধূলি বেলা অথবা বর্ষার আকাশে যে চিত্র তুলে ধরেছেন সেটি আমার কাছে অসাধারণ লেগেছে। পুরো কবিতাটি ভীষণ সুন্দর হয়েছে।কিন্তু আমার কাছে এই অংশটুকু বেশি ভালো লেগেছে।

সমুদ্রের ঢেউও কি কোনোদিন পুরোনো হয় ?
অনন্তকাল ধরে তার বিপুল জলরাশির বুকে যে ঢেউ ওঠে,
তার শেষ পরিণতি হয় তীরে আছড়ে পড়ে ।

ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

জাস্ট অসাধারণ দাদা, আপনি অনেক সুন্দর একটি কবিতা আমাদের সকলের মাঝে তুলে ধরেছেন ।আপনার কবিতার মাধ্যমে আপনি প্রকৃতির সাথে মিল রেখে আমাদের জীবনের শেষ সময়টা তুলে ধরেছেন। সব কিছুরই শুরু এবং শেষ আছে ,আপনার কবিতার প্রথম অংশে আপনি অনেক চমৎকার ভাবে প্রকৃতির বর্ণনা করেছেন ।আমরা মানুষ হিসেবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি কিন্তু আমরা চিরকাল এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না ।আমাদেরও চলে যেতে হবে কোন একটা সময় কোন এক মুহূর্তে দূর অজানায় ।সমুদ্রের বুকে যখন ঢেউ ওঠে সেই ঢেউ এর শেষ পরিণতি হয় সমুদ্রের তীরে আছড়ে পড়া ,ঠিক তেমনি ভাবে আমাদের শেষ পরিণতি হবে মৃত্যু ।মৃত্যুর মাধ্যমে আমরা আমাদের শেষ পরিণতিতে পতিত হবে। ধন্যবাদ আপনাকে দাদা, এত সুন্দর একটি কবিতা যা আমাদের জীবনের সাথে সাদৃশ্যমান রেখে আপনি অনেক চমৎকারভাবে তুলে ধরেছেন ।আপনার কাছ থেকে এইরকম সুন্দর সুন্দর কবিতা আমরা প্রত্যহ দিন আশা করি।

দাদা আপনি অনেক সুন্দর করে আপনার কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে দাদা।

একটা ঢেউ যখন জন্ম নেয়,
কি উচ্ছল কি প্রাণবন্ত তার গতি ,
অথচ তার শেষ পরিণতি হলো,
তীরে এসে আছড়ে পড়ে বিলীন হওয়ার ।

দাদা আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ। অনের লিখা কবিতার প্রতিটা লাইন অনেক সুন্দর হয়েছে দাদা। আপনার কবিতা পড়ে আমার খুবই ভালো লাগলো দাদা। আমাদের জীবনের উপলব্ধিগুলো আপনি আপনার কবিতায় অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার লেখা সুন্দর এই কবিতার নাম দিয়েছেন "দৃষ্টি"। আপনি আপনার এই কবিতায় আকাশের অপরূপ সৌন্দর্যকে তুলে ধরেছেন। আমরা ছোট থেকে আকাশ যেমন দেখছি ঠিক তেমনি রয়েছে। সময়ের সাথে সাথে রূপ বদলায়নি। পুকুর পাড়ের সেই হিজল গাছটি যেমন ছিল ঠিক তেমনি আছে। আজও সেই আগের মতই ছায়া দিয়ে যাচ্ছে। পৃথিবীতে এমন কিছু জিনিস রয়েছে যেগুলোর কোনো পরিবর্তন নেই। তবে সমুদ্রের ঢেউ আমাদের জীবনের মতই। জোয়ার ভাটার প্রভাব আমাদের জীবনকে পরিবর্তন করে দেয়। একটি ঢেউ যখন জোয়ারের টানে ভেসে আসে তখন থাকে প্রাণবন্ত ও সজীব। কিন্তু যখন ভাটা পড়ে যায় তখন আমাদের জীবনের মতই শেষ হয়ে যায়। সমুদ্রের ঢেউ ও আমাদের জীবন একই গতিতে চলেছে। সমুদ্রের ঢেউ কেমন জোয়ার ভাটার কারণে নিজেদের গতির পরিবর্তন করছে তেমনি আমাদের মানব জীবনও সময়ের সাথে সাথে অনেকটা বদলে যাচ্ছে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা শুভকামনা রইলো আপনার জন্য।

দাদা অসাধারণ কবিতা লিখেছেন প্রতটা লাইন পড়লাম, খুবই মনোমুগ্ধকর কবিতা, আকাশ কোনোদিন পূরন হইনা এটা একদম সত্যি কথা, জতোই দেখি ততই যেনো নতুন লাগে। 💗💗🌼🌼

প্রকৃতি তার নিজের মত করে নিজেকে সৌন্দর্যের চাদরে সাজিয়েছে। সৌন্দর্যের পূজারী মানুষ কিন্তু সে সৌন্দর্য উপলব্ধি করার মত চোখ থাকতে হবে। আপনার শেষ চরণটি একটি গুরুভার শিক্ষা বহন করে। আকাশের সঙ্গে মানব জীবনের এক বিশাল ব্যবধান তুলে ধরেছেন আপনার সুন্দর একটি লেখার মাধ্যমে। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

মানুষের বয়স বাড়ে, পুরোনো হয়ে যায় সে। কিন্তু তার দৃষ্টি কখনো পুরোনো হয় না। চোখ দিয়ে যাই দেখে তাই যেনো নতুন লাগে।

ঠিক যেন এক জন মানুষের সমগ্র জীবনের প্রতিচ্ছবি;
উত্থান তার নক্ষত্র বেগে,
শেষ মেশ পতনই তার একমাত্র পরিণতি ।

একদম ঠিক কথা বলেছেন দাদা। ❤️

Right sir its help me a a lot but I have translated it to English

অসাধারণ প্রাকৃতিক পরিবেশ এর বর্ণনা করেছেন দাদা। কবিতাটির প্রতিটি লাইনেই ফুটে উঠেছে এই প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। মনোমুগ্ধকর বর্ণনার সাথে প্রাকৃতিক পরিবেশকে কল্পনা করছিলাম।

আপনার প্রতিটা কবিতা আমার খুবই ভালো লাগে, কারণ আপনি কবিতা গুলো খুবই সুন্দর ভাবে লেখেন। আপনার কবিতার ভাষা গুলো আমার অনেক ভালো লাগে। এই কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। আসলেই এই জগত খুবই সুন্দর, আমরা আসলে দেখার মতো চোখ করে দেখতে পারি না। তাই আমাদের কাছে সুন্দর্য মনে হয় না। আপনার কবিতার মাধ্যমে বাস্তবতা খুবই সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে। আপনার জন্য রইল শুভকামনা

দাদা, এত অপূর্ব ভাবনা, আমি অবাক হয়ে যাচ্ছি। কি সুন্দর ভাবে বর্ণনা দিলেন। একেবারেই খাঁটি কথা, প্রকৃতির বাস্তব কে যেভাবে কাব্যিক রূপ দিলেন আর তার পরেই যে আমাদের দর্শন ভাবনার পার্থক্য টেনে আনলেন , এ যেন সত্যিই সেই মা দূর্গার প্রতিমার মুখের চোখ অঙ্কন।

দাদা আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে। নিচের অংশটুকু আমার খুব ভালো লেগেছে। এগিয়ে যান শুভকামনা আপনার জন্য..........
“সমুদ্রের ঢেউও কি কোনোদিন পুরোনো হয় ?
অনন্তকাল ধরে তার বিপুল জলরাশির বুকে যে ঢেউ ওঠে,
তার শেষ পরিণতি হয় তীরে আছড়ে পড়ে”

Sure ?

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



চমৎকার কবিতাটি দাদা খুবই ভালো লাগলো, প্রাণবন্ত একটি কবিতা ।আসলেই দাদা আকাশ কখনো পুরাতন হয় না, যতই দেখি ততই আরও ভালো লাগে দেখার স্বাদ জাগে ।নদীর ঢেউ ও সমুদ্র ঢেউ কখনো পুরাতন হয় না। মানুষের জীবন ও সেরকম এক মুহূর্তে শুরু হয় এবং শেষ পর্যন্ত তার মৃত্যুর মাধ্যমে শেষ হয়।এভাবে প্রতিটা জিনিসের শুরু এবং শেষ হয়ে থাকে ।আর এভাবেই বহমান থাকে এরমধ্যে যার চোখ আছে সে সব উপভোগ করে যার দেখার মতো চোখ নেই সে উপহাস পায় ।

একটা ঢেউ যখন জন্ম নেয়,
কি উচ্ছল কি প্রাণবন্ত তার গতি ,
অথচ তার শেষ পরিণতি হলো,
তীরে এসে আছড়ে পড়ে বিলীন হওয়ার ।

সব কিছুই সৃষ্টি হয়েছে একদিন বিলিন হবেই ।ধন্যবাদ ও দোয়া রইলো দাদা ।

জগতে সবই সুন্দর, শুধু দেখার চোখ চাই ।

এই লাইনটি আমার কাছে বেশ চমৎকার লেগেছে। আসলে পৃথিবীটা খুব সুন্দর শুধু দেখার চোখের পার্থক্য। একই জিনিস একেকজনের কাছে একেকরকম লাগে।কারো চোখে ভালো আর কারো চোখে খারাপ। আকাশ নিয়ে খুব সুন্দর লিখেছেন। আসলে আকাশ বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে এবং প্রতিটি রূপ খুব চমৎকার লাগে। আকাশের কোন রুপই খারাপ লাগেনা। আসলে আপনার কবিতাগুলো এত সহজ ভাষায় লেখেন যে পড়তে খুবই সুবিধা হয় এবং এক কথায় চমৎকার হয় আপনার প্রতিটি কবিতা।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

জগতে সবই সুন্দর, শুধু দেখার চোখ চাই ।

👌💓আকাশের নানান সময় নানান রূপের চমৎকার বর্ণনা ছিল । নানান সময় নানান রূপে দেখা দেয় সে সর্বদায় । সুন্দর হৃদয় না হলে সবকিছুর মাঝে সৌন্দর্য খুঁজে পাওয়া যায় । জগতের সব কিছুই সুন্দর শুধু দেখার মতো চোখ প্রয়োজন । অসাধারণ ফ্যান্টাস্টিক ছিল কবিতাটি ।💓 👌

So lovely dear @rme

জি দাদা এই পৃথিবীতে সবকিছুই সুন্দর আবার আমাদের দেখার মত সুন্দর দুটিও চোখ আছে কিন্তু সুন্দরকে দেখার মত আমাদের মানসিকতা নেই।

আপনার বিষয়বস্তু খুব আকর্ষণীয়, এটা আমার অন্তর্দৃষ্টি যোগ করে, ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ

আপনার লেখা কবিতা আমার খুব সুন্দর লেগেছে।

একটা ঢেউ যখন জন্ম নেয়,
কি উচ্ছল কি প্রাণবন্ত তার গতি ,
অথচ তার শেষ পরিণতি হলো,
তীরে এসে আছড়ে পড়ে বিলীন হওয়ার ।

এই চার লাইনের মাধ্যমে অনেক কিছু শেখার আছে। একটা ঢেউ যখন তীরে এসে আচরে পরে তার পরই কিন্তু ঢেউ বিলিন হয়ে যায়। একজন মানুষ জন্মের সময় কত আনন্দ,বড় হলে তার কত ক্ষমতা কিন্তু একদিন সব থেমে যায়।
শিক্ষানীয় বিষয়টি আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।

আকাশের বিশালতার সৌন্দর্য এর শেষ নেই। প্রকৃতি অপুরুপ সুন্দর আমরা আমাদের সুন্দর চোখ দিয়ে দেখলেই কেবল তা উপভোগ করতে পারি। অসাধারন শব্দ গুচ্ছ দিয়ে দারুন একটি কবিতা উপহার দিয়েছেন দাদা চমৎকার হয়েছে🥰❤️

ক্ষনে ক্ষনে তার রূপ পরিবর্তন করতে দেখি,
কখনো সাদা মেঘের ভেলায় সাদা আকাশ,
কখনও নীল আকাশ,
কখনো সূর্যোদয়ের কমলা আকাশ,
গোধূলি বেলার আবীর রাঙা লাল আকাশ।

আকাশের রূপবৈচিত্র্য অনেককে বানিয়েছে কবি।
দাদা,আপনি নিতান্তই আকাশের প্রেমে পড়েছেন,যার কারণে এত সুন্দর কবিতা লিখেছেন।

আপনার বিষয়বস্তু খুব ভাল, আমি অনেক কিছু শিখেছি, শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

বদলে যাওয়া আকাশের রঙ সত্যি অসাধারণ। সূর্য ডুবে যাবার আগে বদলের এক খেলাটা এমন যে চোখ ফেরানো যায়না। আর সাগরের ঢেউয়ের আছড়ে পড়ার গল্প দারুণ ভাবে ফুটে উঠেছে কবিতায়। প্রকৃতির ভিন্ন রুপ দারুণ ভাবে ধরা দেয় আপনার কবিতায়। ধন্যবাদ শেয়ার করার জন্য।

দাদা আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ হয়েছি ।আপনার কবিতার প্রতিটি লাইন ই অর্থ বহন করে। আকাশের নানারূপ এবং রং কে আপনি যেভাবে আপনার কবিতার ভাষায় ফুটিয়ে তুলেছেন সত্যিই এটি একটি অসাধারণ প্রতিভার প্রকাশ। যা আমাকে মুগ্ধ করেছে।

কিছু কিছু কবিতা পড়ে মুগ্ধ হতে হয়।
এটাও তার ব্যাতিক্রম নয়।
আপনার এই কবিতাগুলো খুব উপভোগ করি দাদা।

দাদা আপনার কবিতা টা আমার কাছে খুব ভালো লেগেছে।
কবিতার প্রতিটি লাইনে অনেক অর্থ লুকিয়ে আছে।
দাদা আপনার সব কবিতায় বেশ দারুণ দারুণ হয়।

একটা ঢেউ যখন জন্ম নেয়,
কি উচ্ছল কি প্রাণবন্ত তার গতি ,
অথচ তার শেষ পরিণতি হলো,
তীরে এসে আছড়ে পড়ে বিলীন হওয়ার ।

দাদা আমার কাছে এই লাইটা বেশি ভালো লেগেছে,বাস্তব জীবনের সাথে অনেক মিল রয়েছে।
দাদা এতো সুন্দর কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।
আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইলো।

দাদা,আপনি খুবই খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপনার লেখা কবিতার অর্থ গুলো সুন্দর মনকে ছোঁয়ে দেয়। দাদা,আপনার কবিতার মধ্যে বাস্তবতা খুঁজে পাওয়া যায়। সত্যি কথা দাদা আমরা যদি মনের চোখ মেলে পৃথিবীটাকে দেখি তাহলে পৃথিবীটা অনেক সুন্দর লাগবে।
দাদা,আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমার খুবই ভালো লেগেছে। তবে কবিতার এই অংশটি আমার খুব ভালো লেগেছে।

একটি ছোট্ট অগ্নি স্ফুলিঙ্গের মধ্যেও দেখেছি
উড়িয়ে গিয়ে ফুরিয়ে যাওয়ার মধ্যে সৌন্দর্য্য রয়েছে অপার;
জগতে সবই সুন্দর, শুধু দেখার চোখ চাই ।

ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন💐💐

একদম মনমুগ্ধকর এবং ইউনিক কবিতা দাদা। আমার মনে হয় না এর আগে কখনো আকাশ সম্পর্কে এত সুন্দর কবিতা লেখা হয়েছে। জাস্ট অসাম কবিতা

একদম ঠিক কথা

আমরা জন্মের পর থেকে প্রতিনিয়ত প্রতি সময় আকাশ দেখি। কিন্তু আমাদের কখনোই আকাশ পুরনো হতে দেখিনি। দেখিনি আকাশকে অন্য রকম রং বদলাতে।

কিন্তু আকাশ যতবার তার উপরের রং পরিবর্তন করে ততই যেন সুন্দর লাগে।

অনেক অনেক শুভকামনা রইল দাদা আপনার জন্য একটা ইউনিক কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য

অসাধারণ একটি কবিতা লিখেছেন দাদা।
আমি কবিতা পড়তে অনেক ভালোবাসি ।

একটা ঢেউ যখন জন্ম নেয়,
কি উচ্ছল কি প্রাণবন্ত তার গতি ,
অথচ তার শেষ পরিণতি হলো,
তীরে এসে আছড়ে পড়ে বিলীন হওয়ার ।

যথার্থ লিখেছিলাম ভাই ।

প্রকৃতির রূপ, রস, সৌন্দর্য উপভোগ করার জন্য চাই সুন্দর মন ও দেখার মতো দৃষ্টি।

একটি ছোট্ট অগ্নিস্ফুলিঙ্গের মধ্যেও দেখেছি
উড়িয়ে গিয়ে ফুরিয়ে যাওয়ার মধ্যে সৌন্দর্য রয়েছে
অপার;
জগতে সবই সুন্দর, শুধু দেখার চোখ চাই।

দাদা অসাধারণ লিখেছেন কবিতাটি।কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য দাদা।

একটা ঢেউ যখন জন্ম নেয়,
কি উচ্ছল কি প্রাণবন্ত তার গতি ,
অথচ তার শেষ পরিণতি হলো,
তীরে এসে আছড়ে পড়ে বিলীন হওয়ার ।

দাদা অসাধারণ সুন্দর হয়েছে আপনার কবিতাটি। এ কবিতাটির মধ্যে যে আপনি অনেক কিছু বুঝেছেন। কবিতাটির প্রতিটি লাইন অত্যান্ত প্রাণবন্ত হয়েছে। অসংখ্য ধন্যবাদ দাদা খুব সুন্দর একটি কবিতা আপনি আমাদের উপহার দিয়েছেন।

জগতে সবই সুন্দর, শুধু দেখার চোখ চাই ।

জি আপনি যথার্থই বলছেন।

গুটিকয়েক পঙতি'তে,সকল অবলোকন তুলে ধরার চেষ্টায়, সফল পথিক আপনি। আপনার লেখার গুঁঢ় রহস্য, সবসময় আমাকে টানে। সাফল্য কামনায়.....

আমরা চোখে যা দেখি আর যা ভাবি সব সময় তা সত্যি হয় না। আমাদের দৃষ্টিভঙ্গি অর্থাৎ দেখার সীমা বহুদূর। নিত্যদিন বিভিন্ন ধরনের মানুষ এবং পরিবেশের সাথে দেখা হয় এবং সবকিছুকে পিছনে ফেলে যুদ্ধক্ষেত্রের সৈনিকের মতো পথ চলতে হয়। প্রত্যেকটি কবিতায় আমরা যা দেখি কিন্তু লেখক এর গন্তব্য থাকে অন্যদিকে। দাদা আপনার লিখিত কবিতার মাধ্যমে বাস্তবতা র বিভিন্ন ক্ষেত্র এবং বিষয় সম্পূর্ণ ভিন্ন রূপে আমাদের সামনে তুলে ধরেছেন।

ভাই আপনি কতটা ভালো অভিনয় করেছেন এটা আমাকে অবাক করে দিয়েছে। প্রতিটি লাইনে আপনি যা বলেন তার জন্য আপনার কাছে একটি একক যুক্তি আছে। কবিতা আমার কৌতূহল দখল করতে থাকে, এবং আমি এটি সত্যিই উপভোগ্য বলে মনে করি। আমাদের মতে, আপনি একজন সত্যিকারের সেলিব্রিটি। উষ্ণ শুভেচ্ছা সর্বদা, ‎

শেষ লাইনটি খুব সুন্দর ছিল।আমাদের দেখার চোখ এর উপর সবকিছু নির্ভর করে।আকাশের রূপ ক্ষণে ক্ষণে রূপ বদলায় বিভিন্ন ঋতুতে।কিন্তু তবুও আমাদের কাছে অনেক সুন্দর লাগে।জগতে সব সৃষ্টির বিনাশ হয়।কিন্তু সৌন্দর্য থেকে যায় চিরকাল।দাদা খুবই সুন্দর ছিল আপনার লেখা কবিতাটি।শুভকামনা রইলো আপনার জন্য।

একদম বাস্তবধর্মী একটা কবিতা। মানুষ পরিবর্তন হয় কিন্তু প্রকৃতি তার আপন ধারায় গতিশীল। এই বিশ্ব জগৎ এক অপূর্ব সৌন্দর্যে ভরপুর। আমারা একটু ভালোভাবে দৃষ্টি দিলেই উপলব্ধি করতে পারি। আপনার কবিতা সব সময় বাস্তব জীবনের কিছু মেসেজ দেয় এইবারও তার ব্যতিক্রম কিছু না। সামনে আরো এমন কবিতা চাই। আপনার জন্য শুভকামনা রইলো।

সত্যিই দাদা আপনার আজকের কবিতাটি অসম্ভব ভালো লাগলো। আপনার প্রত্যেকটা কবিতা লেখার কোন তুলনা হয় না। আজকের কবিতাটি অসম্ভব সুন্দর হয়েছে। প্রত্যেকটা লাইন খুবই ভালো লাগে। এত ব্যস্ততার মাঝেও এত সুন্দর ভাবে কিভাবে লেখেন দাদা।

একটা ঢেউ যখন জন্ম নেয়,
কি উচ্ছল কি প্রাণবন্ত তার গতি ,
অথচ তার শেষ পরিণতি হলো,
তীরে এসে আছড়ে পড়ে বিলীন হওয়ার
এগুলো অসাধারন ছিলো। ভালো লাগার মধ্যেও ভালো লাগাগুলোকে খুঁজে নিতে হলে আপনার কবিতা গুলো পড়তে হবে। সুন্দর কিছুকে সংগায়িত করলে সেটা কখনই মানান সই হয়না। ভালোবাসা আপনার জন্য দাদা।

সমুদ্রের ঢেউও কি কোনোদিন পুরোনো হয় ?
অনন্তকাল ধরে তার বিপুল জলরাশির বুকে যে ঢেউ ওঠে,
তার শেষ পরিণতি হয় তীরে আছড়ে পড়ে ।

একটা ঢেউ যখন জন্ম নেয়,
কি উচ্ছল কি প্রাণবন্ত তার গতি ,
অথচ তার শেষ পরিণতি হলো,
তীরে এসে আছড়ে পড়ে বিলীন হওয়ার ।

সমুদ্র সৃষ্টি লগ্ন থেকেই এমন ভাবে তার ঢেউ মানুষের দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছে। মাঝপথে উৎপন্ন হয় ঢেউ কুলে এসে নিঃশেষ হয়ে যায় ।মনে হয় যেন এই ঢেউ আরে এলাকাকে ছুতে এসেছিল। আর সমুদ্রের ঢেউ এভাবেই চিরকাল বয়ে চলে । তার গতি দেখে ভয়ে পালিয়ে যায় কুলের লোকজন আবার কেউ চাই সে ঢেউয়ে ভেসে বেড়াতে

কতটা আবেগ, কতটা মায়া আপনার কবিতায় মিশে আছে আমার জানা নেই। আমি বারবার পড়তেছিলাম আর মায়ায় পরে যাচ্ছিলাম। অসাধারন বললে ভুল হবে এক কথায় অনবদ্য। প্রত্যেকটি লাইন এতো আবেগ এতো মায়া দিয়ে লিখেছেন আমার খুব ভালো লেগেছে।

সমুদ্রের ঢেউও কি কোনোদিন পুরোনো হয় ?
অনন্তকাল ধরে তার বিপুল জলরাশির বুকে যে ঢেউ ওঠে,
তার শেষ পরিণতি হয় তীরে আছড়ে পড়ে ।

আপনার কবিতাটা পড়ে আমি সত্যই কেঁদেছি দাদা। ভালোবাসা নিয়েন আপনি। ❤️

পৃথিবীর নিয়ম কখনও বদলানে যায় না। একটা সময় আমরা যখন ছোট ছিলাম, আজ আমরা বড়। ঠিক তেমনই আমাদের জীবনের বয়সও তেমই বাড়তে বাড়তে একটা পর্যায়ে আমাদের জীবনেশ সকল শক্তি শেষ হয়ে যায়। যা মাধ্যমে আমাদের জীবনের ভবলীলাসাঙ্গ হয়ে যায়। আমরা আমদের দৃষ্টি দিয়ে প্রকৃতির নানা ধরনের রূপ, আচরণ দেখতে পায়। কিন্তু সব সময় সেই রূপটা নাও থাকতে পারে।
দাদা, যদি আপনার কবিতাগুলো সারর্মম সব বোঝার মতো জ্ঞান আমার নাই, তবুও চেষ্টটা করি আপনার কবিতাগুলোর সারর্মম বোঝার। আপনার আজকের কবিতাটা আমাদের জীবন চক্রকে তুলে ধরে। অনেক সুন্দর একটা কবিতা আমাদের মাঝে তুলে ধরেছেন।
দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এতো সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভ কামনা এবং ভালোবাসা রইল।

প্রকৃতির বিভিন্ন উপাদানগুলোর গতি প্রকৃতির সঙ্গে মানুষের জীবনের তুলনা সুন্দরভাবে করেছেন। মানুষের জীবনের সাধারণ গতি বজায় থাকলে সবকিছুই সুন্দর দেখায়। কিন্তু খুব দ্রুতই হতে থাকলে একসময় ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। কবিতার শেষ অংশে প্রকৃত তাৎপর্য খুঁজে পাওয়া যায়।সব মিলে আপনার লেখা কবিতাটা অনেক সুন্দর ছিল। শুভকামনা রইল আপনার জন্য।