অণুকবিতা "বিস্রস্ত বাউন্ডুলে মন"

in hive-129948 •  3 years ago 


Copyright-free Image source : Pixabay


অণুকবিতা "বিস্রস্ত বাউন্ডুলে মন"



💘


♡ ♥💕❤

রাত জাগা পাখি
এখন আর থাকে না তো রাত জেগে;
কার জন্য জাগবে?
কার পথ চেয়ে থাকবে?
যার জন্য জেগে থাকা,
সে তো এখন আর কুলায় ফেরে না ।
নষ্ট এ নীড়ে, শুধু একাকী রাত জাগা পাখিটা
আজ ঘুমিয়ে থাকে ।


ব্যস্ত থাকো তুমি এখন খুব,
তাই অবহেলারা ভীড় করছে ।
ভালো যদি বেসে থাকো তবে
অবহেলা কোরো না ।
অবহেলা জমলে আর যাই হোক বন্ধু,
ভালোবাসা থাকে না ।


ত্রস্তা রমণী, চঞ্চলা হরিণী;
আয়ত চক্ষে তার বিদ্যুৎ চাহনি ।
বিদুষা নারী, অহং-বোধ সামান্য,
রূপ আর গুনের মিশেলে অনন্য ।


স্মৃতির নৌকোয় পাল তুলেছি,
অতীতের মাঝ দরিয়ায় পাড়ি দেব বলে ।
ছায়া ছায়া অতীতের সেসব দিন,
কত রৌদ্র, কত বরষা,
শীতের কুয়াশামাখা কত না ভোর,
কাটিয়েছি বন্ধু সাথে তোর ।
ভুলে থাকা সেসব অতীত
ফিরে পাওয়ার আশা আর রাখি না ।
শুধু স্বপ্নের মধ্যে ফিরে ফিরে আসে,
রঙহীন অশ্রুজলে বেদনার নীল কথা বলে ।


আমার বসন্তরা মৃত,
আমার রাত্রিরা নিষ্প্রাণ,
আমার দিনগুলি জড়, নির্জীব ।
দখিনা বাতাস এখন
আর আমার ক্ষুদ্র বাতায়নে
ভীড় করে আসে না ।
ঘোর বর্ষায় অলিন্দে দাঁড়িয়ে,
আলতো হাতে বৃষ্টিকে দিলাম ছুঁয়ে,
হাত ভিজলো তবু আমার হৃদয় ভিজলো না ।


শেষ কবে নদীর পাড়ে গিয়েছি,
মনে তো পড়ে না ।
এলো হাওয়ায় বিস্রস্ত হয়েছে কেশ,
শেষ কবে ? মনে তো পড়ে না ।
শহরের উষ্ণতম দিনগুলিতে,
হৃদয়ে পেতে একটু হিমেল পরশ
শেষ কবে নদীর পাড়ে গিয়েছি,
মনে তো পড়ে না ।


হৃদয়ে জমা দুঃখগুলো মুছে দিতে ইচ্ছে করে,
খুব খুব, বড্ড ইচ্ছে করে ।
বড্ড ইচ্ছে করে বর্ষণমুখর এই সাঁঝবেলায়,
ভিজবো আমি তোমার সাথে অসময়ের বারি ধারায় ।

♡ ♥💕❤


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

হৃদয়ে জমা দুঃখগুলো মুছে দিতে ইচ্ছে করে,
খুব খুব, বড্ড ইচ্ছে করে ।
বড্ড ইচ্ছে করে বর্ষণমুখর এই সাঁঝবেলায়,
ভিজবো আমি তোমার সাথে অসময়ের বারি ধারায় ।

আহ! ভালোবাসার দারুণ আবেগ অনুভূতিগুলোকে চঞ্চল করে দিলো, বর্ষণমুখর পরিবেশে বড্ড বেশী আবেগী করে দিলো ভেজার আকাংখা বাড়িয়ে দিয়ে। লাইনগুলো দারুণ ছিলো দাাদ।

Thank You for sharing Your insights...

ঘোর বর্ষায় অলিন্দে দাঁড়িয়ে,
আলতো হাতে বৃষ্টিকে দিলাম ছুঁয়ে,
হাত ভিজলো তবু আমার হৃদয় ভিজলো না।

হয়তো অশ্রুধারা হৃদয়ের সমস্ত সিক্ততা কেড়ে নিয়েছে। কবির হৃদয়কে করে দিয়েছে পুরোপুরি শুকনো। কবির বিরহ বেদনা প্রতিটা অক্ষরে ফুটে উঠেছে।

স্মৃতির নৌকোয় পাল তুলেছি,
অতীতের মাঝ দরিয়ায় পাড়ি দেব বলে ।
ছায়া ছায়া অতীতের সেসব দিন,
কত রৌদ্র, কত বরষা,
শীতের কুয়াশামাখা কত না ভোর,
কাটিয়েছি বন্ধু সাথে তোর ।
ভুলে থাকা সেসব অতীত
ফিরে পাওয়ার আশা আর রাখি না ।
শুধু স্বপ্নের মধ্যে ফিরে ফিরে আসে,
রঙহীন অশ্রুজলে বেদনার নীল কথা বলে ।

কবিতার এক একটি লাইন যেন জীবন থেকে নেয়া । জীবনের সাথে মিল খুজে পেলাম আমার নিজেরই। মুগ্ধ আমি মুগ্ধ দাদা । ভাল থাকবেন দাদা। শুভেচ্ছা ও ভালবাসা রইল আপনার জন্য সবসময়।

Thank You for sharing...

অবহেলা জমলে আর যাই হোক বন্ধু,
ভালোবাসা থাকে না ।

ঠিক বলেছেন দাদা। ভালোবাসা থাকলে কেউ কখনো অবহেলা করতে পারে না। কিছু বলার ভাষা নেই দাদা অসাধারণ ছিল কবিতা টা। মনভাঙা প্রতিটা মানুষ কবিতা টার অর্থ বুঝবে।

বাস্তবিক অর্থেও অবহেলা খুব খারাপ জিনিস। কারণ অবহেলা থেকেই দূরত্বের সৃষ্টি হয় । আর যেখানে দূরত্ব সৃষ্টি হয় সেখানে সম্পর্ক গুলো হালকা হয়ে যায় । যথার্থ লিখেছেন প্রতিটি চরণগুলো ভাই ।

এতো সুন্দর কবিতা দাদা আপনি লিখতে পারেন যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি লিখতে বসলে এতো সুন্দর লাইন খুঁজে পাই না। আপনার কবিতা পড়ে বরাবরের মতোই মুগ্ধ দাদা।আপনার কবিতা পড়ে আমার ও খুব ইচ্ছে করে কবিতা লিখতে। লিখতে বসলে ভাবতে ভাবতে অনেক সময় চলে যায়। আপনার কবিতার ভক্ত হয়ে গেছি দাদা। আপনার লেখা একটা কবিতার বই চাই দাদা।প্রতিটি লাইন যথাযথ লিখেছেন দাদা। আপনার লেখা কবিতার সাথে আমার জীবনের অনেক টা মিল আছে দাদা সত্যি অবহেলা খুব খারাপ জিনিস দাদা। সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দাদা।

Thank You for sharing...

দাদা আপনার কবিতাটি অসাধারণ লাগলো।আসলে কবিতার প্রতিটি লাইন অনেক দারুণ ।
image.png

সত্যি বলছেন দাদা,সত্যি কারের ভালোবাসার মধ্যে যদি একবার অবহেলা জন্ম নেয় ,তাহলে তার মধ্যে ভালোবাসা বেশি থাকে না।অনেক ধন্যবাদ দাদা।

প্রত্যেকটি অণুকবিতাগুলো অনেক চমৎকার হয়েছে।

ব্যস্ত থাকো তুমি এখন খুব,
তাই অবহেলারা ভীড় করছে ।
ভালো যদি বেসে থাকো তবে
অবহেলা কোরো না ।
অবহেলা জমলে আর যাই হোক বন্ধু,
ভালোবাসা থাকে না ।

বাস্তব কিছু কথা বলেছেন।।
অবহেলা ও ব্যাস্ততার মাঝে ভালোবাসা থাকেনা।
ভালোবাসা অনেক মূল্যবান জিনিস,
কেউ কেউ এই শব্দটি ব্যবহার করে
মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে।

Thank You for sharing...

দাদা মনের ইচ্ছে গুলোকে আলমারি তে তালা বদ্ধ করে দিয়েছি। কিছু ইচ্ছে যদি এক বারে পূরণ হয় তবেই তাতে তৃপ্তি মেটে কিন্তু দ্বিতীয় বার গেলে ভেতরে চাপা কষ্ট টাই জেগে ওঠে বেশি। চার নম্বর পার্ট টা আমার বেশি ভালো লেগেছে দাদা। সত্যি বলতে পুরো লেখাটাই তো ভেতরে ছুয়ে গেছে। এই লেখা গুলো ভেতরে অনেক অনুভূতি নতুন করে দিয়ে যায় দাদা।

ভালোবাসা রইলো ❤️❤️❤️

দাদা আপনার অনুকবিতা গুলো যেমন সুন্দর। তেমন বাস্তবাদী।অবহেলায় কখনো সম্পর্ক ভালো থাকে না।ভালো ছিলো ধন্যবাদ।

ব্যস্ত থাকো তুমি এখন খুব,
তাই অবহেলারা ভীড় করছে ।
ভালো যদি বেসে থাকো তবে
অবহেলা কোরো না ।
অবহেলা জমলে আর যাই হোক বন্ধু,
ভালোবাসা থাকে না ।

ধন্যবাদ

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Thank You for sharing...

আমরা অনেক সৌভাগ্যবান যে নিয়ম করেই তোমার কবিতাগুলো আমরা পড়ার সুযোগ পাচ্ছি ,দাদা। তুমি আজও অসাধারণ সুন্দর আরো একটু অনুকাব্য আমাদেরকে উপহার দিলে । "বিস্রস্ত বাউন্ডুলে মন" নিয়ে লেখা আজকের কবিতাটির অন্তর্নিহিত মানে অনেক সুন্দর । তিন থেকে চারবার পড়ার পর ভিতরে মিনিং গুলো ভালো করে বুঝতে পেরেছি ।
আজকের শেয়ার করা অণুকাব্যের প্রত্যেকটা লাইনই অসাধারণ সুন্দর হয়েছে। সেই লাইনগুলোর মধ্যে বিশেষ করে এই আটটি লাইন আমার মন ছুঁয়ে গেছে ।

শেষ কবে নদীর পাড়ে গিয়েছি,
মনে তো পড়ে না ।
এলো হাওয়ায় বিস্রস্ত হয়েছে কেশ,
শেষ কবে ? মনে তো পড়ে না ।
শহরের উষ্ণতম দিনগুলিতে,
হৃদয়ে পেতে একটু হিমেল পরশ
শেষ কবে নদীর পাড়ে গিয়েছি,
মনে তো পড়ে না ।

Thank You for sharing Your insights...

শেষ কবে নদীর পাড়ে গিয়েছি,
মনে তো পড়ে না ।
এলো হাওয়ায় বিস্রস্ত হয়েছে কেশ,
শেষ কবে ? মনে তো পড়ে না ।
শহরের উষ্ণতম দিনগুলিতে,
হৃদয়ে পেতে একটু হিমেল পরশ
শেষ কবে নদীর পাড়ে গিয়েছি,
মনে তো পড়ে না।

একদম বাস্তব কথা ফুটে উঠেছে আপনার অণুকবিতায়। নদীর পাড়ে এলোমেলো কেশ বাতাসের দ্বারা আসলেই তা একেবারেই বাস্তধর্মী কথা। ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে একটা কবিতায় আমাদের শেয়ার করার জন্য।

দাদা, আপনার অনুকাব্য গুলো যত পড়ি ততই পড়তে ইচ্ছে করে। কেন যেন মনের গভীর থেকে অণুকাব্য গুলো এতটা ভালো লাগে।দাদা, আমার মনে হয় মানুষ বিরহের গান বিরহের কাব্যগুলো খুবই পছন্দ করে।কারণ সুখ তো ক্ষণস্থায়ী বিরহ প্রতিনিয়ত মনকে খুঁড়ে খুঁড়ে খাই। বিরহের কাব্য বিরহের গানগুলো তাই হয় এত ভালো লাগে।

ব্যস্ত থাকো তুমি এখন খুব,
তাই অবহেলারা ভীড় করছে ।
ভালো যদি বেসে থাকো তবে
অবহেলা কোরো না ।
অবহেলা জমলে আর যাই হোক বন্ধু,
ভালোবাসা থাকে না ।

এই চয়নটি একদম ঠিক লিখেছেন দাদা, অবহেলা করলে সেই জায়গায় কখনো ভালোবাসা থাকে না। ভালোবাসার মধ্যে থাকে শুধু গভীরতা অবহেলা-ভালোবাসার গভীর সম্পর্ক নষ্ট করে দেয়। ধন্যবাদ দাদা 💐💐

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

আলতো হাতে বৃষ্টিকে দিলাম ছুঁয়ে,
হাত ভিজলো তবু আমার হৃদয় ভিজলো না ।

দাদা সব মানুষেরই বোধহয় একটা আকাঙ্ক্ষা থাকে বৃষ্টির জলে হৃদয় ধুয়ে ফেলার কিন্তু চাইলেই কি আর সব করা যায়। যাইহোক আমার কাছে লাইন দুটো খুবই ভালো লাগলো। সেইসঙ্গে অনুরোধ রইল দুই একটা গল্প লেখার।

Thank You for sharing...

এত সুন্দর সুন্দর কবিতা কিভাবে লিখেন তাই তো বুঝি না। আমার তো হাজার চিন্তা করলেও এক লাইনও আসে না। আপনি আপনার কবিতার একটা বই বের কইরেন দাদা। তাহলে সব কবিতা একসঙ্গে থাকবে।
৩ নম্বর কবিতাটি সব থেকে ভালো লেগেছে আমার কাছে।

দাদা আমি যতদূর জানি আপনি তাৎক্ষণিক কবিতা লেখেন কিন্তু তাৎক্ষণিক এত সুন্দরভাবে অনুকবিতা গুলো আপনি কিভাবে লেখেন সেটা আমি এখনও বুঝে উঠতে পারিনি একটা মানুষ কতটা সৃজনশীল হলে তাৎক্ষণিক কবিতা লিখতে পারে। যাই হোক আপনি আপনার কবিতায় রাত জাগা পাখি কে নিয়ে কথা বলেছেন। রাতজাগাপাখি রাত জাগে না ভালোবাসা আর ব্যাস্ততা দুটি যেন বিপরীত দিক হয়ে গেছে। হয়তোবা ব্যস্ততার কারণে পাখিগুলো সময় দেয় না কিন্তু ভালোবাসা কি তাই ভালোবাসা অবশ্যই কোন ব্যস্ততা মানেনা ।সব সময় পাশে থাকে প্রিয় মানুষের। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

Thank You for sharing Your insights...

আপনার পোস্টে এত চমৎকার চমৎকার কবিতা আমরা পাই খুব ভালো লাগে আপনার কবিতাগুলো পড়লে, এত এত সুন্দর ভালোবাসার কবিতা আপনি আমাদেরকে উপহার দেন খুব ভালো লাগে এগুলো পড়ে, আজকের এই কবিতাটি খুব ভালো লেগেছে, চমৎকার ছন্দে ছন্দে মিলিয়ে আপনি কবিতাটি সাজিয়েছেন।

সুখ-দুঃখের মিশেলে ভালোবাসার অনুকাব্যটি ফুটে উঠেছে।ভালোবাসায় মানুষ অবহেলা করলে সেটাকে ভালোবাসা বলা যায় না।এই দুঃখগুলি অসময়ের বৃষ্টিতে ভিজে সব একাকার হয়ে যায় বৃষ্টির জলে।আপনার অনুকাব্যের তুলনা হয় না, অনবদ্য।ধন্যবাদ দাদা।

সে তো এখন আর কুলায় ফেরে না ।
নষ্ট এ নীড়ে, শুধু একাকী রাত জাগা পাখিটা
আজ ঘুমিয়ে থাকে ।

আলাদা আলাদা ছন্দে সবগুলো অনুকবিতা খুব ভালো লেগেছে আজকের। কবিতা লিখতে পারিনা কিন্তু পড়তে ভালো লাগে। তবে মাঝে মাঝে মনে হয় কলম নিয়ে কিছু লেখার চেষ্টা করি। চালিয়ে যান দাদা।

হৃদয়ের জমা কষ্ট কি আর বললেই মুছা যায়?যদি মুছা যেতো তবে মানুষ ই হতো পৃথিবীর সবচাইতে সুখী প্রাণী।এ ইচ্ছে কখনোই পূরণ হবার নয় দাদা।

অণুকবিতা "বিস্রস্ত বাউন্ডুলে মন"খুব সুন্দর ভাবে লিখেছেন দাদা সত্যিই প্রতিটা অর্থই আমার মন ছুঁয়ে গেছে এবং আমি মনোযোগ সহকারে কবিতাটির অর্থ বোঝার চেষ্টা করেছি।

বিশেষ করে নীচের লাইন গুলো খুবই ভালো লেগেছে আমার কাছে।

আমার বসন্তরা মৃত,
আমার রাত্রিরা নিষ্প্রাণ,
আমার দিনগুলি জড়, নির্জীব ।
দখিনা বাতাস এখন
আর আমার ক্ষুদ্র বাতায়নে
ভীড় করে আসে না ।

Thank You for sharing...

Hello,

thank you for sharing this amazjng summary.

ত্রস্তা রমণী, চঞ্চলা হরিণী;
আয়ত চক্ষে তার বিদ্যুৎ চাহনি ।
বিদুষা নারী, অহং-বোধ সামান্য,
রূপ আর গুনের মিশেলে অনন্য ।

ভারী ভারী শব্দ আর
দামি দামি কথায়,
সাজিয়ে তুললেন অনুকবিতা
বুঝতে আমার মহা দায় ।

বুঝবেন শুধু জ্ঞানী যারা
আমি মূর্খ বুঝবো কি,
ভাষার যে এত কঠিন মারপ্যাঁচ
আগে কখনো ভেবে দেখিনি।

আশীর্বাদ কামনায়

সমস্ত হিসেব মিলিয়ে নেওয়ার পর, সমস্ত বোঝাবুঝির সমাপ্ত হলে যখন না ফেরাটাই সংগত মনে করে উঁচু-নিচু পাথুরে পথে আমরা হাঁটা শুরু করি - নিজের একান্ত জীবনের গন্তব্যে, সেই পথেও তাকে স্মরণ করতে করতে যায়! পায়ে রক্ত ঝরলেও বৃষ্টি ভেজা দিনগুলো ভাবতে থাকি। তাহলে?

আসলে ভালোবাসাকে কোনো সংজ্ঞায় বাঁধা যায়না। ভালোবাসা খুব জটিল এবং এই জটিলতার মাঝে কোনো দিক না পাওয়ায় এর ধর্ম।

Thank You for sharing Your insights...

nice & thanks for sharing this
visit my website - https://www.producttrunk.com/2022/05/amelia-wordpress-appointments-and.html

Having deeper thoughts can be troublesome just as much as it is beautiful. In many ways, it is difficult to find people who can understand what we mean when we don’t know how to communicate what we wish to say.