টিনটিনের ভাই এলো

in hive-129948 •  3 months ago  (edited)

IMG_20241015_094241.jpg


আজ সকাল ৯ টা ৩৩ মিনিটে আমার দ্বিতীয় পুত্র সন্তান, আমাদের টিনটিনের ছোট ভাই এই ধরাতে এসেছে । সকাল থেকে খুবই টেনশনে ছিলাম । অবশেষে মাতা-পুত্র দু'জনেই সুস্থ আছে দেখে টেনশন মোটামুটি ফ্রী এখন । আমাদের সামনে যখন ওকে নিয়ে এলো তখন খুব জোরে জোরে হাত পা ছুঁড়ে কান্না করছিলো । দেখে আমাদের হাসি আর থামতেই চায় না ।

গোলটুর ভাইয়ের চেহারা অবিকল ছোটবেলাকার গোলটুর মতোই হয়েছে । লম্বা হয়েছে বেশ, খাঁড়া নাক, আর মাথায় বেশ চুল হয়েছে দেখলাম ।

ভোর ৬ টা থেকে আজ ছোটাছুটির মধ্যে দিয়ে আছি । খুব ঘুম পাচ্ছে । বাট, ঘুমানোর উপায় নেই । ঘন্টা দুইয়ের জন্য বাড়িতে এসেছিলাম । স্নান করে খেয়ে এখন এই বাড়ি থেকে আবার রওনা হবো ।

সবাই আমার সন্তানের জন্য আশীর্বাদ করবেন ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওর জন্যে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।

দাদা, টিনটিন তো এখন বড় ভাই হয়ে গেল। আপনাকে এবং বৌদিকে অভিনন্দন দাদা। সেই সাথে সবাই সুস্থ আছে জেনেও অনেক ভালো লাগলো। নতুন সন্তানের জন্য অনাবিল আশীর্বাদ এবং শুভেচ্ছা রইল। ♥

টিনটিনের ছোট ভাইটি দেখতে অনেক সুন্দর হয়েছে। টিনটিনের ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইল। মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে জেনে ভালো লাগলো। নতুন অতিথির মঙ্গল কামনা করি। অভিনন্দন দাদা।

সকালে বেলা এনাউন্সমেন্টে শুনেছিলাম বাবু হবার কথা।মা ও বাচ্চা দুজনে সুস্থ আছে জেনে অনেক ভালো লাগলো। দুই ভাই একই রকমের হয়েছে মনে হচ্ছে। দেখতে বেশ কিউট দেখাচ্ছে। দোয়াকরি সৃষ্টিকর্তা বাবুকে নেক হায়াত দান করবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

দাদা আপনাকে প্রথমেই অভিনন্দন জানাচ্ছি দ্বিতীয় পত্র সন্তানের পিতা হওয়ার জন্য। অনেক ব্যস্ততার মাঝেও আপনি আপনার এই খুশির খবরটি আমাদের সবার মাঝে শেয়ার করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো দাদা। মা এবং সন্তান দুজনের জন্যই অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।

নতুন অতিথির জন্য শুভকামনা। মা এবং সন্তান দুজনে সুস্থ্য আছে দেখে ভালো লাগল। অভিনন্দন দাদা।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

মাশাল্লাহ,খুব সুন্দর হয়েছে আমাদের টিনটিনের ছোট্ট ভাইটা। দেখেই বুঝা যাচ্ছে বড় হয়ে বেশ লম্বা চওড়া হবে। যাইহোক দুজনেই সুস্থ আছে, এটা জেনে খুব ভালো লাগলো দাদা। অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো আপনাদের জন্য। ভালো থাকবেন সবসময়।

আমাদের ছোট অতিথি আজ থেকে সবার মাঝে এলো। ওর জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো দাদা।টিনটিন এখন বড় দাদা হয়ে গেল তাহলে।

অভিনন্দন, প্রিয় দাদা। টিনটিনের ছোট ভাইয়ের জন্য শুভ কামনা রইল। আপনার এবং আপনার পরিবারের জন্য মঙ্গল কামনা করি। আমার বাংলা ব্লগ আরেকটি খুশির উপলক্ষ পেল।

হাত পা মাশাল্লাহ অনেক লম্বাই দেখলাম। একেবারে আমাদের টিনটিন বাবুর মত দেখা যাচ্ছে। আশিবার্দ রইলো। টিনটিনের জগড়ার সঙ্গি হও, বিভিন্ন খেলনা নিয়ে দু্ই ভাইয়ের মধ্যে দারুন জগড়া হয়, হা হাহা।😍 ধন্যবাদ।

নতুন অতিথির জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। অভিনন্দন দাদা এবং বৌদি দুজনকেই। 😍💕

টিনটিনের ভাইয়ের জন্য অফুরন্ত ভালোবাসা রইলো, ও বেড়ে উঠুক সুস্থ সবল ভাবে এই বিশুদ্ধ পৃথিবীতে ।

সেই সঙ্গে টিনটিনের বাবা মার জন্যও শুভেচ্ছা রইল।

দাদা দ্বিতীয়বার বাবার হওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন। বৌদি এবং বেবি ভালো আছে জেনে ভালো লাগলো। এমন খুশির দিনে একটু না ঘুমালে কি হয়। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো বেবির জন্য।

আমাদের ছোট গোল্টুর জন্য অনেক অনেক দোয়া ও ভালবাসা রইল । এখন তো আমাদের বড় গোল্টুর অনেক দায়িত্ব বেড়ে গেলো বড় ভাই যে হয়ে গেলো । বৌদি ও ছোট বেবির জন্য অনেক দোয়া ।

গতকাল থেকেই ভাবছিলাম বাবু হওয়ার আগে পর্যন্ত দাদা অনেক টেনশনে থাকবে। এখন বুঝি সময়টা কতটা কঠিন ।

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ।

আমাদের ছোট্টো সোনামনি আজ পৃথিবীর আলো দেখলো। বৌদি আর বাবু সোনার সুস্থতা কামনা করি । সুস্থ ভাবে ঘরে ফিরে সবার অন্তরে শান্তি এনে দিক । আমিন ।🌹🌹🌹🌹

😍😍😍

দাদা আপনাকে অভিনন্দন জানাচ্ছি দ্বিতীয় পুত্র সন্তানের পিতা হওয়ার জন্য।বৌদি ও বাবু দুজনে ভালো আছে জেনে অনেক ভালো লাগলো ।শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে খুশির সংবাদটি দিয়েছেন জেনে অনেক ভালো লাগলো।বৌদি ও বাবুর সুস্থতা কামনা করছি এবং দোয়া রইল।

মাশাআল্লাহ টিনটিন বাবুর ছোট ভাই দেখতে কিউট হয়েছে। বৌদি এবং ছোট বাবুর জন্য দোয়া রইল।

অনেক অনেক অভিনন্দন
প্রিয় দাদাভাই,
টিনটিন বাবুর ভাই এসেছে
খুশির সীমা নাই।

তাদের জন্য অনেক দোয়া
মানুষ যেন হয়,
জীবনের সকল কাজে
করতে পারে জয়। 🤲🤲

এটা তো ভীষণ খুশির সংবাদ দাদা। তার থেকেও বড় ভালো লাগতেছে সন্তান এবং মা দুজনেই সুস্থ আছে এটাই তো সব থেকে বড় বিষয়। বোঝা যাচ্ছে আপনার উপর দিয়ে অনেক চাপ যাচ্ছে। তবে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। টিনটিন এর ছোট ভাইসহ আপনার পুরো পরিবারের জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।

বাহ! দাদার মতোই দেখি ফর্সা হইছে। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। সুস্থ-সবল-জ্ঞানী হোক।

🎊 Congratulations @rme !!

এনাউন্সমেন্ট দেখে ভীষণ ভালো লাগলো। বৌদি ও বাচ্চা সুস্থ আছে এটা জেনে খুবই ভালো লাগছে। বাবুর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।

মাশাআল্লাহ এই পৃথিবীতে নতুন অতিথির আগমনকে শুভেচ্ছা জানাই। ওর সুস্থতা কামনা করছি, মা ও ছেলে সুস্থ আছে জেনে খুবই ভালো লাগছে।

অভিনন্দন দাদা৷ খুবই আনন্দের খবর৷ গোলটুর খেলার সাথি এলো। মা ছেলে উভয়েই সুস্থ আছে জেনে ভালো লাগল৷ এবার দুই ভাই আপনার দুই কাঁধে চেপে ঘুরবে৷ আলো হয়ে থাক এভাবেই আপনাদের ঘর পরিবার৷ 🙏🙏🙏

দাদা প্রথমে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। মা ও সন্তান সুস্থ আছে জেনে অনেক ভালো লাগলো। টিনটিনের খেলার সাথী হল। আসলে ভাই ভাইয়ের রক্তের বাঁধন ছিড়ে যায় না যেন কখনো এই দোয়া করি।

দ্বিতীয় পুত্র সন্তানের বাবা হওয়ার জন্য দাদা আপনাকে অভিনন্দন। এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদের সাথে এই আনন্দ শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। মা ও সন্তান দুজনে সুস্থ রয়েছে জেনে খুশি হলাম। নতুন অতিথির জন্য দোয়া ও ভালোবাসা রইলো ❤️।

নতুন অতিথির আগমনে বাংলা ব্লগ জানো আরো আনন্দিত হলো। নতুন অতিথির সুস্থতা কামনা করছি। মা ও ছেলে সুস্থ আছে জেনে সত্যি অনেক ভালো লেগেছে। দাদা আপনাকে অনেক অনেক অভিনন্দন রইল।

অভিনন্দন দাদা। সকলেই সুস্থ আছে জেনে বেশ ভালো লাগলো।আর আমাদের প্রিয় ছোট টিনটিন বাবুর একজন ছোট সাথী হয়ে গেল। দাদা আপনার বাবু কে অনেক কিউট লাগছে। আপনার ছেলের জন্য দোয়া ও ভালোবাসা রইলো।

দাদার ছেলের জন্য আশীর্বাদ আর অনেক অনেক দোয়া রইল। যাতে এই ছোট্ট মানুষটা নিজের মা বাবা আর বড় ভাইয়ের সাথে হাসি খুশি থাকে। যারা মা বাবা হয় তারাই বোঝে নিজের এই মুহূর্তটা কত বেশি কষ্টের হয় আর হাসিখুশি। যাইহোক আমরা সবাই দাদার ছেলের এবং বৌদির জন্য দোয়া করি যাতে সুস্থ থাকে।

দাদা আপনার পরিবারের নতুন সদস্য এসেছে জেনে খুবই আনন্দিত হলাম। এটা খুবই খুশির একটি সংবাদ। অনেক ভালো লাগলো দাদা আপনার সন্তানকে দেখে। আপনার সন্তানের জন্য অনেক দোয়া রইল দাদা।

মাশাআল্লাহ দাদার ছোট গোলটু শোনার জন্য অনেক বেশি দোয়া রইল। মা ছেলে দুজনেই সুস্থ আছে জেনে অনেক ভালো লাগলো। হাত পা ছড়িয়ে কান্না করাটা দেখে আমার নিজেরও অনেক হাসি পেল। ‌‌ দাদাকে অনেক অনেক অভিনন্দন।

মাশাআল্লাহ 😍
উপর ওয়ালা নেক হায়াত দান করুন।
পুত্র এবং তার মায়ের সুস্বাস্থ্য কামনা করছি।
মিষ্টি পাওনা রইলাম দাদা।

টিনটিনের ছোট ভাই হয়েছে এই কথা শুনে অনেক ভালো লাগলো। বৌদি ও ছোট বাবু ভালো আছে যেনে অনেক খুশি হলাম। দোয়া রইলো টিনটিনের ছোট ভাইয়ের জন্য, সে যেন এই ধরাতে আলোই আলোকিত হয়। নরম মনের একজন ভালো মানুষ হোক। সঠিক একজন জ্ঞানী মানুষ হোক। সর্বোপরি সে তার পরিবারের সাথে ভালো ও সুস্হ থাকুক এই কামনা করি।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

At last macro arrived, may God bless him with healthy body and mind! 🙏😊

হাত পা ছড়িয়ে কান্না করছে তার মানে বড় টিনটিনের থেকে বেশ দুষ্টই হবে বোঝা যাচ্ছে। ছেলে মা দুজনেই সুস্থ আছে, যেন ভালো লাগলো দাদা। খুবই খুশি হলাম আপনাদের খুশির খবরটি পেয়ে। বাবুর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। সাথে আপনার এবং বৌদির দ্বিতীয়বারের মতো বাবা মা হওয়ার জন্য অভিনন্দন।

টিনটিনের ভাইয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা রইলো। বাবুর জন্য জন্যে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। প্রিয় দিদি ও বাবু যেন সুস্থ থাকে এই আশাবাদ ব্যক্ত করি।

সকাল সকাল নিউজটা পেয়ে সত্যিই ভীষণ ভালো লেগেছিল ।অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো গোলটুর ছোট ভাইয়ের জন্য ।দেখতে কিন্তু আমার কাছেও টিনটিনের মতই লাগছে। টিনটিন কিন্তু বড় হয়ে গেল।আজ বড় ভাই হয়ে গেল যে ।সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আর সেই সঙ্গে আপনাকেও শুভেচ্ছা। নাম জানার অপেক্ষায় রইলাম।

মাশাল্লাহ,
নতুন রাজকুমারের আগমন। ❤
বাবু ও বউদির জন্য আমার মনের গহীন থেকে ভালোবাসা। দোয়া করি সকলের জন্য । 😍

সন্তান হলো মা-বাবার জন্য আশীর্বাদ স্বরুপ।দোয়া করি, মা - ছেলে দুজনে সুস্থ থাকুক।

নতুন অতিথি কে স্বাগতম 😍😍 অনেক ভালোবাসা ও দোয়া রইলো ওর জন্য ❤️।
দুজনেই সুস্থ আছেন, ভালো আছেন জেনে ভালো লাগলো। অভিনন্দন

আগে টিনটিন শুধুমাত্র একা ছিল এখন টিনটিনের ছোট্ট একটা ভাই হয়েছে জানতে পেরে বেশ ভালো লাগলো। নতুন অতিথির জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল।

মাশাআল্লাহ, উপরওয়ালা নেক হায়াত দান করুক এই কামনাই করি। নতুন অতিথির জন্য শুভকামনা রইল। মা এবং সন্তান দুজনে সুস্থ্য আছে দেখে খুবই ভালো লাগলো। অভিনন্দন দাদা।

অভিনন্দন দাদা ৷ এমন খুশির খবর জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো ৷ টিনটিনের ছোট্ট ভাই দেখতে বেশ চমৎকার হয়েছে ৷ এবং মা ছেলে দু'জন ই বেশ সুস্থ আছে জেনে আরো বেশি ভালো লাগলো ৷ ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার পরিবার যেনো সব সময়ই ভালো এবং সুস্থ থাকে ৷

অনেক খুশির খবর দাদা। খুব ভাল লাগছে যে দুইজনেই সুস্থ আছে। দোয়া করি নতুন অতিথিসহ আপনারা সবাই যেন সুস্থ থাকেন। ওরা দুজনেই আপনার মত হয়েছে। টিনটিন মনে হয় একেবারে আপনার মত। আর নতুনজন যেহেতু টিনটিনের মত তাই দুজনেই আপনার মত হয়েছে। দুই মাস পর আমাদেরও বাচ্চা হবার ডেট আছে। কিছু টেনশন কাজ করে।

টিনটিন জুনিয়রের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। সেই সাথে সেই সাথে বাচ্চার বাবা এবং মায়ের জন্য রইলো অনেক শুভকামনা।

বাবুর জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল দাদা।

দ্বিতীয় বারের মতো পুত্র সন্তানের বাবা হওয়ার জন্য দাদাকে জানাই অভিনন্দন। ছেলে ও ছেলের মা দুইজনেই অনেক ভালো আছে জেনে ভালো লাগছে। মা ছেলের জন্য দোয়া করি সৃষ্টিকর্তা যেন তাদেরকে ভালো রাখেন এবং নেক হায়াত দান করেন।

পুত্র সন্তানের বাবা হওয়ার জন্য দাদাকে জানাই শুভেচ্ছা ও অভিন্দন। মা ছেলে দুইজনে ভালো আছে জেনে ভালো লাগলো। মা ছেলের জন্য দোয়া রইল তারা যেন সুস্থ শরীরে জীবন যাপন করতে পারে এবং সৃষ্টিকর্তা যেন তাদেরকে নেক হায়াত দান করেন। ❤️

বড় দিদিকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ❤️❤️মা,সন্তান দুজনেই নিরাপদ থাকুক,ভালো থাকুক এই কামনা করি।সুখবরটি শুনে দিনটি খুব ভালো কেটেছে আমার।🥰🥰

পৃথিবীতে নতুন সদস্যের আগমন হয়েছে এটা জানতে পেরে খুবই ভালো লাগছে ভাইয়া। সব থেকে বেশি ভালো লাগছে এটা জানতে পেরে মাতা ও পুত্র দুজনেই সুস্থ আছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন সে বাবার মত একজন ভালো মানুষ হতে পারে।

প্রথমেই অভিনন্দন জানাই। অনেক ভালো লাগছে জেনে মা ও ছেলে দুজনেই ভালো রয়েছে। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো ছোট্ট সোনা বাবুটার জন্য।

Congratulation Dada. নতুন অতিথিকে দেখে ভীষণ আনন্দ হচ্ছে আমার। এমনিতেই ছোট বাচ্চা দেখলে আমার ভীষণ ভালো লাগে। ইচ্ছে করতেছে এখনই আদর করি। অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো দাদা বাবুর জন্য। যেন ভবিষ্যতে মানবিক মানুষ হতে পারে সে দোয়া করি।

দাদা ও বৌদিকে অনেক অনেক অভিনন্দন। সেই সাথে অভিনন্দন টিনটিনকে বড় ভাই হওয়ার জন্য। আর অনেক অনেক দোয়া আর ভালোবাসা টিনটিন এর ছোট ভাই এর জন্য।

মারহাবা। অভিনন্দন!

অনেক শুভকামনা রইল

গতকাল অ্যানাউন্সমেন্টে শুনে ভীষণ আনন্দ হয়েছে। এমন সুন্দর একটি খবর যে কারো দিন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। টিনটিনের ভাই এবং আমাদের বৌদি একেবারে সুস্থ আছে জেনে ভীষণ ভালো লাগলো। এখন এক নতুন জীবন শুরু হলো দাদা। আপনি সেই জীবনেও এক দায়িত্বশীল পিতার ভূমিকায় থাকবেন জানি। নবজাতকের জন্য অনেক ভালোবাসা রইল। আমরা সবাই এবার দুই টিনটিনকে নিয়েই হৈচৈ করে পথ চলব।

Congratulation Dada, onk onk ador roilo babu r jnno.

আজকে আমাদের বাংলা ব্লগ কমিউনিটির অনেক আনন্দের দিন। আজকে আমরা নতুন একজন সদস্যকে পেলাম। দোয়া করি বাবুর জন্য অনেক অনেক ভালোবাসা। বাবু এবং বৌদি ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করি।

বাসায় নতুন অতিথি জন্য দোয়া ও ভালোবাসা রইলো দাদা

Happy birthday to you, dear jewel of the heart

শ্রদ্ধেয় দাদা এবং বৌদি দুজনকেই অনেক অনেক অভিনন্দন। শ্রদ্ধেয় দাদা আপনার ছোট সন্তানের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেনো মানুষের মত মানুষ হয়।

দাদা ও বৌদি আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন।আসলে বৌদি ও বাচ্চা দুজনেই সুস্থ আছেন এটা জেনে ভালো লাগলো।তাছাড়া এই খুশির খবরটি যখন শুনলাম তখন এতটা ভালো লাগছিলো বলে বোঝাতে পারবো না। ছোট্ট গোলটুর জন্য রইলো অনেক অনেক ভালোবাসা,আদর ও আশীর্বাদ।আমরা আবার পিসি হয়ে গেলুম, শুভকামনা রইলো ছোট্ট পিচ্চিটার জন্য।।

অভিনন্দন দাদা। অতিথি সুস্থ থাকুক ভালো থাকুক সেই দোয়া করি।

Congratulations to you dada and bhabi, May he live long and healthy.

It's a great news!

দাদা আপনাকে এবং বৌদিকে দুজনকেই অনেক অনেক অভিনন্দন জানাই। অনেক আনন্দের একটা সংবাদ শুনলাম। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আমাদের ছোট্ট বাবুটার জন্য। দুজনেই সুস্থ আছে শুনে অনেক ভালো লেগেছে।

টিনটিনের ছোট ভাই দেখতে টিনটিনের মতোই হয়েছে।মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে ।অনেক অনেক শুভকামনা রইল দাদা।

Many many congratulations sir. ofcourse the moments like this, are source of happiness for everyone.

Blessings, congratulations, I hope the baby grows up healthy, smart and cute

Masallah