আমার জীবনের কিছু প্যারানরমাল অভিজ্ঞতা : ঘটনা ০১

in hive-129948 •  2 years ago  (edited)


Copyright Free Image Source: PixaBay


আমি একটু অতিমাত্রায় বিজ্ঞান বিশ্বাসী । প্রচলিত যাবতীয় কুসংসস্কারের ঘোরতর অবিশ্বাসী । তাই, স্বাভাবিকভাবেই ভূত-প্রেতে কোনও বিশ্বাস নেই । এমনকি, অলৌকিক কোনো কিছুতেই বিশ্বাস নেই আমার । তা সত্ত্বেও পৃথিবীর বুকে এমন কত অদ্ভুত, অলৌকিক ঘটনা প্রতিনিয়ত ঘটছে যার কোনো বিজ্ঞান সম্মত ব্যাখ্যা আজও মেলেনি । শেকসপীয়ার এর সেই জগৎ বিখ্যাত লাইন - "স্বর্গে ও মর্ত্যে এমন অনেক অদ্ভুত ঘটনা ঘটছে প্রতিনিয়ত, হোরেশিও, যা তুমি কল্পনাও করতে পারবে না ।"

বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি আমরা । প্রতিদিন কত না অদ্ভুত, অলৌকিক, ভৌতিক এবং আধি-ভৌতিক ঘটনা ঘটেই চলেছে আধুনিক বিজ্ঞান তার কোনো ব্যাখ্যা আজও দিতে পারেনি । বিজ্ঞান সে সব ঘটনাকে অমীমাংসিত রহস্য বলে আখ্যায়িত করেছে, কিন্তু অলৌকিক বলতে নারাজ ।

টাইটানিক জাহাজ তৈরী হওয়ার বহু আগে এক লেখক একটি উপন্যাস লেখেন । উপন্যাসটিতে তিনি একটি জাহাজ নিয়ে লেখেন যার নাম "টাইটান" । তিনি তার উপন্যাসে টাইটান নামের বিশাল এক জাহাজের সমুদ্রে যাত্রী সমেত ডুবে যাওয়ার ঘটনা লেখেন । এটি ছিল তার প্রথম সমুদ্র যাত্রা । উপন্যাসে তিনি লেখেন শেষ রাতে এক বিশাল হিমশৈলের সাথে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায় । তিনি তাঁর উপন্যাসে যতজন যাত্রীর মৃত্যুর কথা উল্লেখ করেছিলেন সেটি আশ্চর্যজনক ভাবে মূল দুর্ঘটনার সাথে হুবহু মিলে যায় । এমনকি , পর্যাপ্ত লাইফ বোট না থাকাতে যে এতো যাত্রীর মৃত্যু হয়েছিল সেটিও মূল দুর্ঘটনার সাথে মিলে যায় ।

টাইটানিক জাহাজ ডুবির পরে এই লেখক এবং তার উপন্যাস নিয়ে শোরগোল পড়ে যায় । লেখকও স্বীকার করে নেন যে স্বপ্নে তিনি এই গল্পের মূল প্লটটার ধারণা পেয়েছিলেন । এত বছর পরেও বিজ্ঞান শুধু এটাকে কাকতালীয় ঘটনা ছাড়া আর কিছু বলতে নারাজ । এমন হাজারো ঘটনা রয়েছে পৃথিবীর বুকে । আমি তো মোটে একটিকে আপনাদের সামনে হাজির করলাম । এখন আসা যাক মূল ঘটনায় ।

এখন আমিও জীবনে কিছু অদ্ভুত ঘটনার সাক্ষী আছি । বিয়ের পরে তনুজা এমনই একটি ঘটনার সাক্ষী হয়ে আশ্চর্য হয়ে গিয়েছিলো । তো চলুন শোনা যাক ।

মাধ্যমিক পাশের পরে এক বিকেলে আমি আর আমার এক কাজিন তাদের গ্রামের রাস্তায় দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায় । আমরা বুড়োর বটতলা নামে গাঁয়ের ওই বাস স্টপেজে দাঁড়িয়ে রয়েছি প্রায় মিনিট পঁচিশেক এর মতো । স্টপেজ থেকে ২০০ মিটার দূরে একটি বাঁক । বেশ কিছু গাছগাছালি জট পাকিয়ে আছে বাঁকের মুখের কাছটায় । এমন সময় আমি বাসটিকে দেখতে পেলাম বাঁকের মুখে, স্টপেজের দিকে আসছে, হর্ণও পরিষ্কার শুনতে পেলাম । এর পরে বাসটি গাছ গাছালির জটলায় অদৃশ্য হলো । এবং তারপরে, আর কখনোই সেটিকে দেখতে পেলাম না ।

আমি এই ঘটনাকে নিজের চোখের ভুল মানে হ্যালুসিনেশন বলে চালিয়ে দিতে পারতাম অনায়াসে যদি না আমার বন্ধুও এই ঘটনার সাক্ষী না হতো । আরো হতবাক হয়ে গেলাম যখন বাস স্টপেজের চায়ের ঝুপড়ির বুড়ো দোকানদারও অবাক হলো আমাদের মতো। সেও বললো বাস দেখেছে আসতে, হর্ণও শুনেছে । এই ঘটনার প্রায় আরো ১৫ মিনিট পরে রিয়েল বাস এসেছিলো ।

এই অবাক করা ঘটনার একটি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আমি অনেক পরে পেয়েছিলাম । আমার মতো এমন অদ্ভুত ঘটনার সাক্ষী পৃথিবীতে এমন নাকি অনেকেরই হয়েছে । না, এটা কোনো দৃষ্টিবিভ্রম নয় । প্রকৃতির এক অত্যাশ্চর্য খেয়াল এবং রহস্য । ক্যামেরায় রেকর্ড করার মতো অনেক খন্ড দৃশ্য, শব্দ সহ প্রকৃতি রেকর্ড করে রাখতে পারে এবং কোনো কোনো সময়ে সেটা মাত্র কয়েক সেকেন্ড এর জন্য সে প্লে করতে পারে । জটিল আছে এই ব্যাখ্যাটি । একদিন একটি আলাদা পোস্টে এটি নিয়ে বলবো ।

পরপর কয়েকদিন আমার জীবনে ঘটে যাওয়া এমন কিছু অত্যাশ্চর্য প্যারানরমাল ঘটনা নিয়ে লিখবো ।

[নেক্সট প্যারানরমাল ঘটনা ০২.....]


বি: দ্রঃ উপরে বর্ণিত ঘটনাটি শতভাগ সত্য । বুড়োর বলা সেদিন কেউ বিশ্বাস করেনি । বুড়ো বয়সের ভীমরতি, চোখের ভুল বলেছিলো সবাই । আর আমরাও নিজের পরিবারে ঘটনাটি বলার পরে সবাই এটা খুব হাসাহাসি করেছিল । কিন্তু, আমরা দু'জন শুধু জানি সেদিনকার ঘটনা ছিল শতভাগ সত্য ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কিভাবে সম্ভব দাদা? বাসটি দেখতে পেলেন আসলো হঠাৎ করেই গাছের ভিতরের উদাও! এটা কি প্রতিফলন ছিল নাকি দাদা না অন্য কিছু। বুড়োর কথা তো কেউ বিশ্বাসও করছেনা। আপনারা স্বয়ং দেখতে পেলেন। কিছুদিন আগে শুনেছিলাম বিজ্ঞানীরা নাকি প্যারালাল ইউনিভার্স বিশ্বাস করে। এটা কতটা যুক্তিযুক্ত আমি নিজেও বুঝতে পারলাম না।

@tipu curate 7

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

ব্যাখা শুনেই তো আমার মাথায় কেমন জট পাকিয়ে যাচ্ছে।এমন কথা বা ব্যাখা জীবনে কখনো শুনি নাই।
এমন একটি ঘটনা অবশ্য আমার সাথেও ঘটেছে তবে সাথে কেউ ছিলনা বিধায় আমার মনের খেয়াল বলেই চালিয়ে দিয়েছিলাম নিজের কাছে।কিন্তু আপনার ব্যাখা শোনার পর মনে হলো,হয়তোবা সেইম কাহিনী আমার সাথেও ঘটেছিল।
নেক্সট কাহিনির আশায় থাকলাম,না জানি কোন রহস্য জানতে পারবো আবার।

আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি বিশ্বাস করবো কিনা বুঝতে পারছি না। এমন টাইপের বিভিন্ন ঘটনা ইদানিং ফেসবুকে ভিডিও দেখতে পাওয়া যায়। আসলে এগুলো যার সাথে ঘটে সেই ভালো বলতে পারবে। আমি হলে তো ভয়ে উল্টো দিকে দৌড় দিতাম।
টাইটানিকের ঘটনাটি প্রথম শুনলাম। এরকম হুবুহু মিলে যাওয়া কি শুধুই কাকতলীয় হতে পারে?

বিশ্বাস না করারই কথা । আর এজন্যই আমি পোস্টের কোথাও বলিনি যে প্লিজ আপনারা বিশ্বাস করুন । তবে, সত্যিটা এটাই ছিল ।

ঘটনাটা পুরোপুরি বুঝতে পারলাম না। বাসটি যেদিক থেকে এসেছিল সেদিকেই কি আবার হারিয়ে গিয়েছিল নাকি চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল? নাকি একদিক থেকে এসে অন্য দিকের মোড়ের কাছে এসে গাছের আড়ালে অদৃশ্য হয়ে গিয়েছিল? যাই হোক এটি সত্যিই একটি প্যারানরমাল ঘটনা ছিল। বিভিন্ন সাইন্স ফিকশন উপন্যাসে এ ধরনের ঘটনার কথা শুনেছি কিন্তু কারো বাস্তব জীবনে এমন অভিজ্ঞতা হয়েছে এই প্রথম জানলাম। সত্যি বলতে কি প্রকৃতি আসলেই রহস্যময়। আর আমাদের যে বিজ্ঞান তা দিয়ে অনেক কিছুই ব্যাখ্যা করা যায়না। খুবই ভালো লাগলো আপনার অভিজ্ঞতা। পরবর্তী প্যারানরমাল ঘটনার অপেক্ষায় রইলাম। আশা করি খুব বেশি দেরি করবেন না। ধন্যবাদ দাদা।

বাসটি যেদিক থেকে এসেছিলো সেদিকে কি ভাবে ফিরে যাবে ? গ্রামের সরু পিচঢালা রাস্তা । বাস ইউ টার্ন নেবে কি ভাবে ? আর পরিষ্কার আমরা দেখেছিলাম হর্ন দিতে দিতে আমাদের দিকে আসতে । এরপরেই উধাও ।

দাদা এমন একটি ঘটনা তাও আবার রীতিমতো তিনজন প্রত্যক্ষদর্শী!!! হয়ত বিষয়টা কেউই সিরিয়াস ভাবে নেয় নি। তা না হলে রীতিমতো পৃথিবী তোলপাড় করার মত একটা ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছেন আপনারা। বর্তমানে অনেক বিজ্ঞানীরাই প্যারালাল ইউনিভার্স এর কথা বলে থাকে। যেখানে হুবহু একই রকমের পাশাপাশি অনেকগুলো জগত বিদ্যমান। কখনো কখনো এক জগতের কোনো একটি বিষয় এমন হুট করে আরেকটি জগতে ঢুকে পড়ে, আবার তা নিমিষেই গায়েব হয়ে যায়। যদিও বিষয়টা সম্পূর্ণ তাত্ত্বিক প্রমাণিত সত্য নয়। সত্যিই জগত আশ্চর্য রহস্যময়।

শেষ দিকটা পড়ুন । এর একটা ব্যাখ্যা আছে । তার একটা আভাস দিয়েছি আমি ।

দাদা অনেস্টলি বলছি আমি আপনার পোষ্ট সম্পূর্ণ না পড়ে কখনো কমেন্ট করি না। যাই হোক আপনার ব্যাখ্যা সম্বলিত সেই পোষ্টের অপেক্ষায় রইলাম।

এমন সময় আমি বাসটিকে দেখতে পেলাম বাঁকের মুখে, হর্ণও পরিষ্কার শুনতে পেলাম । এর পরে বাসটি গাছ গাছালির জটলায় অদৃশ্য হলো । এবং তারপরে, আর কোনোদিনও সেটিকে দেখতে পেলাম না ।

আমাদের চারপাশে প্রতিনিয়ত এমন কিছু ঘটনা ঘটে যেগুলো অন্য কাউকে বিশ্বাস করানো যায় না। সেই ঘটনাগুলো নিজের চোখে দেখার পরেও অনেক সময় মনে হয় কল্পনা। তবে এই সত্য ঘটনাগুলো অনেক সময় বিশ্বাস অযোগ্য হয়। দাদা আপনার শেয়ার করা এই ঘটনাটি পড়ে অনেক ভালো লাগলো। তবে আমি এরকম ভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন কখনো হয়নি। দাদা আপনার লেখা পড়ে অনেক ভালো লেগেছে। দাদা আপনি আপনার অভিজ্ঞতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। 💗💗

জ্বি দাদা এমন অনেক ঘটনা দুনিয়ার বুকে ঘটে যার কোন বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই। এগুলো যেমন বিজ্ঞান বিশ্বাস করে না ঠিক সেরকমভাবে এমন রকম সব অতিপ্রাকৃত ঘটনা আমরাও মাঝে মাঝে অবিশ্বাস করতে পারি না।

행복하세요 ^^

দাদা আমার জীবনেও এরকম প্যারানরমাল একটি ঘটনা ঘটেছিল কিন্তু আমি একাই ছিলাম বিধায় মনের ভুল বলে চালিয়ে দিয়েছি। কিন্তু আজ যখন আপনার লেখাটি পড়লাম তখন বারবার আমার সেই দিনটির কথা মনে পড়ে যাচ্ছে। অনেকদিন আগে আমি একাই মোটর বাইকে করে রাত একটার সময় এক আত্মীয়ের বাসা থেকে ফেরার পথে রাস্তায় শুধু একটি কালো বিড়াল দেখতে পাচ্ছিলাম। আমি যতই এগোচ্ছি ততই সে আমার সামনে পড়ে যাচ্ছে। আমি বুঝতেই পারছিলাম না মোটরবাইকের আগে সে কিভাবে আমার সামনে এসে উপস্থিত হচ্ছে। সেই মুহূর্তে আমার গায়ের লোম ও মাথার চুল শিউরে উঠেছিল। এক পর্যায়ে আমি সেই কালো বিড়ালটিকে কয়েকবার অতিক্রম করার পর দূরে ফেলে রেখে এসেছিলাম। আমি সেই বিড়ালটিকে পিছনে ঘুরে আর দেখিনি। সত্যি দাদা জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা কখনো খুঁজে পাওয়া যায় না। অত্যন্ত আশ্চর্যজনক একটি প্যারানরমাল ঘটনা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

স্বপ্ন দেখে, উপন্যাস লিখেন তাও আবার বাস্তবেও মিলে গেলো,কেমনে কি হলো। যাই হোক গল্পটি পড়ে আমি ভাবতাছি, কেমনে কি সম্ভব। বাস হর্ন বাজলে বাসটা কোথায় গেলো।যাই হোক পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম।

প্রতিদিন কত না অদ্ভুত, অলৌকিক, ভৌতিক এবং আধি-ভৌতিক ঘটনা ঘটেই চলেছে আধুনিক বিজ্ঞান তার কোনো ব্যাখ্যা আজও দিতে পারেনি । বিজ্ঞান সে সব ঘটনাকে অমীমাংসিত রহস্য বলে আখ্যায়িত করেছে, কিন্তু অলৌকিক বলতে নারাজ ।

সত্যি দাদা, এ বিষয়টি হলো নিমর্ম বাস্তবতার অন্যতম একটা কঠিন সত্য। তবে হ্যা, আমাদের জীবনে এই রকম নানা ঘটনা ঘটে যাচ্ছে যার আদৌ কোন বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আমরা জানতে পারি নাই, হয়তো ভেতরের আড়ালে কোন কিছু রয়েছে যার রহস্য আমরা এখনো উদঘাটন করতে পারি নাই, হয়তো ভবিষ্যতে এ বিষয়ে আরো কিছু আমরা জানার সুযোগ পাবো।

তবে আপনার ঘটনাটির ব্যাখ্যা জানার অপেক্ষায় রয়েছি, সেদিনের সেই বিষয়টির আড়ালে কোন যুক্তি থাকলে সেটাও জানার আগ্রহ প্রকাশ করছি। এই সিরিজটা ধারাবাহিক চলুন, মাঝখানে যেন হারিয়ে না যায় আবার। ধন্যবাদ

শুনেছিলাম কোভিড মহামারীর মত কাহিনি নিয়েও একটি উপন্যাস অনেক আগে প্রকাশিত হয়েছিলো। এই সত্যতা আমার জানা নেই।

প্যারানরমাল এই ঘটনা গুলো যদিও আমার সাথে কখনো ঘটেনি তবে প্রকৃতি বড়ই অদ্ভুত। প্রতিনিয়ত ঘটে যাওয়া অনেক ঘটনার ই বৈজ্ঞানিক ব্যাখ্যা হয়না। তবে আপনি যে ব্যাখাটি দিলেন তা সত্যিই মাথার ওপর দিয়ে গেলো।

ঠিকই বলেছেন, ১৯৬২ সালে খুব সম্ভবত এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল, যেখানে করোনার মহামারী চীন টি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং সারা পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষের মৃত্যু হয় তাতে ।

Loading...

tell us more!

আপনার জীবনের প্যারানরমাল ঘটনাটি সত্যি আশ্চর্য ছিল। তবে পৃথিবীতে বিজ্ঞানীরা অনেক কিছুই রিচার্জ করেছে। অনেক কিছুর সন্ধান পেয়েছে। অনেক কিছুই পরিত্যক্ত হিসেবে অসমাধানযোগ্য বলে রেখে দিয়েছে। কিন্তু আমাদেরকে একটা জিনিস মানতেই হবে। জিন এবং ইনসান এ দুটোর আখেরাতে হিসাব হবে। আর এই অদৃশ্য মূলক যে ঘটনাগুলো ঘটে যা আমরা জিন জাতিকে দেখতে পাই না। অতএব তাদের এমন কোন শক্তি আছে যে তারা অদৃশ্যমান থেকে অনেক কিছুই করে যায় যা আমাদের কাছে কৌতূহল এবং অবিশ্বাস্য কিছু ঘটনা ছাড়া আর কিছু নয়। তবে হতে পারে এটাই হচ্ছে বাস্তবতা। অসাধারন ছিল এই পোষ্টের মাধ্যমে আপনি আপনার জীবনের প্যারানরমাল ঘটনা গুলো জানতে পারবো। অপেক্ষায় রইলাম বড় আকারে আপনার জীবনের প্যারানরমাল ঘটনা গুলো গল্প গুলো শোনার জন্য, আপনার জন্য রইল ভালোবাসা অবিরাম দাদা।

দাদা নেক্সট পার্ট তাড়াতাড়ি চাই চাই চাই।আসলে অলৌকিকতা আমাদের বিশ্বাস করতেই হবে কারণ সব কিছুর ব্যাখ্যা হয়না।যেমন এ ঘটনার লৌকিক কোনো ব্যাখ্যাই নেই।

টাইটানের ব্যাপারটি হালকা জানতাম ,তবে আপনার ব্যাপারটি থেকে বেশ রহস্যের এক প্রকার গন্ধ পেলাম । চোখের ভুল হলে তো আবার সবার চোখের ভুল হতো না । অনেকটা গোলকধাধাঁর ভিতরে পড়ে গেলাম ভাই । পরের পর্বের অপেক্ষায় রইলাম ভাই ।

প্রতিদিন কত না অদ্ভুত, অলৌকিক, ভৌতিক এবং আধি-ভৌতিক ঘটনা ঘটেই চলেছে আধুনিক বিজ্ঞান তার কোনো ব্যাখ্যা আজও দিতে পারেনি । বিজ্ঞান সে সব ঘটনাকে অমীমাংসিত রহস্য বলে আখ্যায়িত করেছে, কিন্তু অলৌকিক বলতে নারাজ ।

বিজ্ঞান কোনদিনও তার ব্যাখ্যা দিতে পারবে না। আমরা অন্ধের মতো বিজ্ঞানকে বিশ্বাস করে যাচ্ছি, বিজ্ঞান যাই বলে তাই আমরা সাপোর্ট করছি, কিন্তু তার বাইরেও অনেক মহা শক্তিশালী ঘটনা আমাদের সামনে ঘটে যাচ্ছে, বিজ্ঞান কি পারবে তার ব্যাখ্যা দিতে? বিজ্ঞান কি পারবে মানুষের দেহ থেকে যে রুহ বের হয়ে যায় তার ব্যাখ্যা দিতে, রুহ কেমন? কিন্তু এটাতো বাস্তব সত্য তা কোনদিনও পারবে না। তাই বলে কি আমরা রুহ বিশ্বাস করব না?

আর আমরা যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি তারা অবশ্যই জিন বিশ্বাস করি
, ভূত বলতে কিছুই নেই। এই জিন জাতি পৃথিবীতে বিভিন্ন রূপে পৃথিবীতে বিচরণ করে।

দাদা টাইটানিক নিয়ে চমৎকার অলৌকিক ব্যাপারটা জানতাম না, আজ জানলাম । আর পুরো একটি বাস গায়ের হয়ত কয়েকজন মানুষ না দেখলে আপনি নিজেও এটাকে দৃষ্টিভ্রম বলতেন। যাক পরবর্তী ঘটনাগুলো শুনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

দাদা টাইটানিক মুভি প্রথমবার সিনেমা হলে দেখেছিলাম খুব ভালো লেগেছিল। তারপর অনেকবার দেখেছি এখনো ষ্টার মুভিতে টাইটানিক মাঝে মাঝে দেখি। কিন্তু সব সময় এই মুভিটি দেখার পর আমি ভাবতাম বাস্তব এরকম হতে পারে কেমন যেনো মনে হতো। আপনার তথ্যবহুল আজকের লেখা টি পড়ে সেই উপন্যাসের কথা জানতে পারলাম। আমার কাছে বিষয়টা আরো অন্যরকম এক পর্যায়ে চলে গেল যেটার কোন সঠিক ব্যাখ্যা আমিও মিলাতে পারছিনা।

ক্যামেরায় রেকর্ড করার মতো অনেক খন্ড দৃশ্য, শব্দ সহ প্রকৃতি রেকর্ড করে রাখতে পারে এবং কোনো কোনো সময়ে সেটা মাত্র কয়েক সেকেন্ড এর জন্য সে প্লে করতে পারে ।

দাদা আপনার মত আমিও খুবই বিজ্ঞান বিশ্বাসী আপনার লেখাগুলো পড়ে আজকে আমি একটু নড়েচড়ে বসলাম। আপনি যে ঘটনাটির বর্ণনা করেছেন আমার জীবনেও এরকম অনেক ঘটনা ঘটেছিল। আমি সবসময় এগুলোকে দৃষ্টিভ্রম বলে চালিয়ে দিতাম। কিন্তু এখন আবার নতুন করে ভাবতে হবে। তথ্যগুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

আমি এই ঘটনাকে নিজের চোখের ভুল মানে হ্যালুসিনেশন বলে চালিয়ে দিতে পারতাম অনায়াসে যদি না আমার বন্ধুও এই ঘটনার সাক্ষী না হতো । আরো হতবাক হয়ে গেলাম যখন বাস স্টপেজের চায়ের ঝুপড়ির বুড়ো দোকানদারও অবাক হলো আমাদের মতো। সেও বললো বাস দেখেছে আসতে, হর্ণও শুনেছে । এই ঘটনার প্রায় আরো ১৫ মিনিট পরে রিয়েল বাস এসেছিলো ।
এই অবাক করা ঘটনার একটি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আমি অনেক পরে পেয়েছিলাম

দাদা আমি আপনার এ ধারণাগুলোর সাথে একমত্ প্রত্যেকটি জিনিসের একটি জ্ঞানসম্মত ব্যাখ্যা রয়েছে ঠিক শার্লক হোমসের গোয়েন্দা কাহিনীর মতো।

কিন্ত একটি জিনিসের কোন ব্যাখ্যা আমি ২৫ বছর ধরে আজো খুজে পাচ্ছিনা। আমার বয়স তখন ৭/৮ হবে আমাদের বাড়িতে এক দরবেশ সম্পর্কে আমাদের ভাবি লাগে বিবাহিত এক নারীকে বললো আরে তুইতো পোলাওযালি। তখন সেখানে অনেক লোকজন ছিল কেউ শব্দটি তেমন গুরত্ব দেইনি। বিষয়টি আজো আমার স্মরণে আছে । আমি খেয়াল করলাম ঐ ভদ্র মহিলার ০৪টি পুত্র সন্তান কিন্তু কোন মেয়ে নেই। এ বিষয়টির কোন ব্যাখ্যা পাইনি আজো। যদিও আমি কুসংস্কারে বিশ্বাস করিনা।

এমন অলৌকিক ঘটনা গুলো গায়ে কাঁটা দিয়ে যায় মাঝে মাঝে। আমার কাছে মনে হয়, যে কোন কিছুই ঘটতে পারে যেকোনো মুহূর্তে। অসম্ভব কিছুই না। পরবর্তী পর্বের জন্য ভীষণ অপেক্ষায় থাকলাম দাদা। বিজ্ঞানসম্মত ব্যাখ্যা গুলো জানতে অনেক ভালো লাগে। টাইটানিক নিয়ে কথাগুলো প্রথমবার জানলাম। সত্যিই অবাক হয়ে যাওয়ার মত। আচ্ছা দাদা বারমুডা ট্রায়াঙ্গেলস নিয়ে যে ঘটনাগুলো প্রচলিত আছে সেটা নিয়ে আপনি কতটা বিশ্বাস করেন?

বারমুডা ট্রায়াঙ্গেলস মিস্ট্রি নিয়ে অসংখ্য প্রবন্ধ, গল্প পড়েছি । একটি গোটা বইও পড়েছি এই মিস্ট্রীটা নিয়ে । একদিন একটা পোস্টে জানাবো সে সব ।

অপেক্ষায় রইলাম দাদা। খুব তাড়াতাড়ি এটা নিয়ে একটা পোষ্ট চাই।

  ·  2 years ago (edited)

আমি আপনার পোস্ট পড়ে সত্যি অবাক হলাম। টাইটানিকের এই ঘটনাটা আমার আগে জানা ছিল না। তবে এভাবে হুবহু মিলে যাওয়ায় বেশি হবাক হই যদিও বাস্তবে এমন কখনও আমার সাথে ঘটে নি। এরপরে আপনার সাথে ঘটে যাওয়া বাসের অদৃশ্য হয়ে যাওয়া। আমার মাথা ঘুরপাক খাচ্ছে?????

তবে দাদা এটা আসলে ঠিক সব জিনিসের ব্যাখা হয় না।

দাদা আজকে আপনার পোষ্টটি পড়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। আপনি মাধ্যমিক পাশ করার পরে আপনি এবং আপনার কাজিন একটি রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন বাসের জন্য অপেক্ষা করতে ছিলেন। একটি বাস আপনারা দেখতেছেন বাসটি আসতেছে এবং বাসটির হর্নও শুনলেন কিন্তু একটু পরে বাসটিকে দেখতে পেলেন না। এটি শুধু আপনি না, আপনি দেখলে হয়তো চোখের ভুল হতো, কিন্তু আপনার সাথে আপনার কাজিনেরও দেখল। সত্যিই এই বিষয়টি আমার কাছে অদ্ভুত লেগেছে। এরকম ঘটনা আমার সাথে একদিন হয়েছিল। একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় আমি সামনে থেকে দেখলাম একটি ঘোড়া দৌড় আছে এবং এই ঘোড়াটি নিমিষেই হারিয়ে গেল কিন্তু আমার সাথে আমার বন্ধু এই ঘোড়াটি দেখেছিল আসলে এটা কিভাবে হলো আমি পরে অনেক ভাবনা চিন্তায় পড়ে গিয়েছিলাম।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



জটিল আছে এই ব্যাখ্যাটি । একদিন একটি আলাদা পোস্টে এটি নিয়ে বলবো ।

দাদা ব্যাখ্যাটি শোনার অপেক্ষায় রইলাম। টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরের ডুবার ঘটনাটা আমিও জানি তবে এই ঘটনাটির পিছনে এত বড় একটি রহস্য রয়েছে আমি পূর্বে জানতাম না। একজন লেখক তার স্বপ্নে এমন বাস্তব একটি ঘটনা দেখতে পেয়েছেন এবং ঘটনাটির প্রায় হুবহু সবকিছুই ঠিক লিখেছেন এটা সত্যি অনেক আশ্চর্যজনক একটা বিষয়।

এছাড়াও দাদা আপনি এবং আপনার কাজিন বাসের জন্য অপেক্ষা করার সময় যেই অলৌকিক ঘটনাটা ঘটেছিল এটি সম্পর্কেও আমার ধারণা ছিল না,🙂 আমার সাথে আজও কখনো এমন ঘটনা ঘটেনি তবে এমন ঘটলে জানিনা কি হয় কেননা আমি একটু ভূতে ভয় পাই 😐। আপনার অভিজ্ঞতাটুকুর মধ্য দিয়ে আজকে নতুন একটা বিষয় জানতে পারলাম ধন্যবাদ দাদা আপনাকে। 🥰

আপনার ঘটনাটা রাতে পড়লে হয়তো একটু ভয় পেতাম। এমন অনেক ঘটনা আমি শুনেছি,একবার বিশ্বাস হয় আরেকবার বিশ্বাস হয় না। নিজের সাথে যেদিন ঘটবে সেদিন হয় পুরপুরি বিশ্বাস হবে। নিজের সাথে যেন এমন ঘটনা না ঘটে সেই কামনাই করি। ধন্যবাদ দাদা।

সত্যি বলতে দাদা বাসের ঘটনাটি খুবই অদ্ভুত। তবে এটি আসলে কি ঘটেছিল নিজের মাথায় কোন ভাবেই ধরছেনা। আশা করি সামনের পোস্ট এ কিছুটা ক্লিয়ার করে দিবেন। ধন্যবাদ দাদা বাস্তবিক একটা ঘটে যাওয়া ঘটনা কে আমাদের সাথে তুলে ধরার জন্য। আপনার সুস্বাস্থ্য কামনা করি।

সত্যিই এটি একটি আশ্চর্যজনক প্যারানরমাল ঘটনা। আমিও বিজ্ঞানের বিশ্বাসী। তাই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কিন্তু বলছেন আপনার বন্ধু সাথে ছিল, তাই বিশ্বাস করলাম।

দাদা আপনার ঘটনাটি অনেকেই বিশ্বাস করবে না, এমনকি আমিও না, তবে আমার জীবনেও এমন একটি ঘটনা ঘটেছে। যার ফলে আপনার ঘটনাটি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। তবে আজকে কমেন্ট করে নয়, ঘটনাটি আমি একটি কন্টেন লিখে প্রকাশ করব। জন্য শুভকামনা রইল।

অবশ্যই প্রকাশ করবেন । জানবার আগ্রহে অপেক্ষা করে রইলাম ।

দাদা, প্রথম কথা গায়ে কাঁটা দিয়ে উঠলো। পুরো ব্যাপারটা। এমন কি করে হতে পারে। তুমি যেটা পরের পোষ্ট এ বোঝাতে চাইলে, আমি খুব অপেক্ষায় থাকলাম সেটা বোঝার। আর এমন আরো কিছু জানতে চাই দাদা, শেয়ার করো মাঝে মধ্যে। এগুলো বেশ ইন্টারেস্টিং।

আসলে দাদা বাসের ঘটনা টি সত্যিই অদ্ভুত ছিল। যেই বাস হারিয়ে গেল সেই বাস ১৫ মিনিট পরে আসবো দেখলেন আপনারা।

আমি এই ঘটনাকে নিজের চোখের ভুল মানে হ্যালুসিনেশন বলে চালিয়ে দিতে পারতাম অনায়াসে যদি না আমার বন্ধুও এই ঘটনার সাক্ষী না হতো ।

আসলে দাদা আমাদের পৃথিবীতে অনেক ঘটনা ঘটতে থাকে যা আমরা সব সময় লক্ষ্য করি না। কিন্তু কিছু কিছু সময় এমন কিছু ঘটনা আমাদের চোখের সামনে ঘটে যায় যা আমরা বিশ্বাস না করে পারি না। ঠিক আপনার মত আমারও জীবনে এমন কিছু ঘটনা ঘটেছিল।

ভূত-প্রেতে আমি বিশ্বাসী নই। তবে অনেক ভূতুড়ে কাহিনী ঘটনা অনেকের মুখে অনেক ভাবে বর্ণনা করতে দেখা যায়। আপনার চোখের সামনে দেখা ঝোপঝাড়ের পাশে মোটরগাড়ি টি নিমিষেই হারিয়ে গেল যা আজ পর্যন্ত আপনার কাছে পৌঁছেছে বলে আমার মনে হয় না। এটা কোন ধরনের অলৌকিক, এর ক্যাটাগরি করার ক্ষমতা আমার নাই। তবে দৃষ্টি ভ্রম। তাই মাঝে মধ্যে ড্রাইভারদের মুখে গল্প শুনেছি ,যারা অ্যাকসিডেন্ট করে এখনো বেঁচে আছে। তারা বলে এক্সিডেন্ট হওয়ার প্রাক্কালে রাস্তাটি তারা চিনতে পারে না কিংবা অনেকগুলো রাস্তায় রাস্তাটি বিভক্ত হয় ।এরা এটার প্রত্যক্ষদর্শী ।তারপরেও আমার মনে হয় এটা মন মানসিকতার কারণে দৃষ্টিভ্রমের একটি লক্ষণ ।আপনারটাও এমন কিছু কিনা যা পরবর্তী পোস্টে জানার চেষ্টা করব। উপস্থাপনা ভালোই চলছে।

দাদা টাইটানিকের ঘটনাটা পড়ে সত্যিই অবাক লাগলো ।স্বপ্নে দেখা ঘটনা পরবর্তীতে সত্যি ঘটনায় মোড় নিয়েছে এই ঘটনাটি আমি এর আগে কখনো শুনিনি। আপনার কাছ থেকে জেনে বেশ ভালো লাগলো। আপনার সঙ্গে ঘটে যাওয়া গল্পটি শুনেও গা শিউরে উঠলো। এরকম ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন আপনি। আরো এরকম ঘটনা শুনতে চাই দাদা।ধন্যবাদ আপনাকে।

আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমি বিশ্বাস করছি। কারণ এমন ঘটনার সাথে আমিও জড়িত।কারন আমি একদিন ঘুমের ঘরে হেঁটে বেড়াচ্ছিলাম। সকালে উঠে মা বলছিল কিন্তু আমি বিশ্বাস করছিলাম না। সেদিন বৃষ্টি হচ্ছিল সকালে উঠে দেখছি সত্যি সত্যি আমার পায়ে কাদা লেগে ছিল। তখনই আমি বিশ্বাস করেছিলাম। তাই আমি বুঝতে পারছি দাদা কেমন ঘটনা যার সাথে ঘটে সেই জানে।টাইটানিকের ঘটনা আমি শুনেছিলাম অনেক আগে। কিন্তু আপনারটা এরিয়েল মনে হচ্ছে দাদা।

দাদা আপনার মত আমিও ভূত-পেত্নী এগুলোকে কখনোই বিশ্বাস করিনা। আমার মায়ের মুখে এবং আমার দাদা-দাদির মুখে গ্রামের অনেক মুরুব্বীদের মুখে শুনেছি। এরকম ভূত পেত্নীর অনেক গল্প কাহিনী যেগুলো তাদের সাথে ঘটে গিয়েছে। তবুও কেন জানি আমার বিশ্বাস হয় না অনেক রাত জেগে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি কখনও আমার সাথে এসব ভূত পেত্নীর সাক্ষাৎ হয়নি। সেই থেকে আমার বিশ্বাস হয়না কিন্তু আপনার জীবনে ঘটে যাওয়া বাস্তব কাহিনীর সাথে আমারও একটা মিল খুঁজে পেয়েছি দাদা। অনেকদিন আগের কথা আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমার সাথে আমার মামা ছিল তখন বয়স 16 থেকে 17 বছর একটা বিড়াল রাস্তা ওভারটেক করছিল । আমি একটু দুষ্টু কোয়ালিটির ছিলাম বিড়ালটাকে ধাওয়া দেয়ার সাথে সাথে ছোট্ট একটি গাছের নিচে যাওয়ার পর বিড়ালটিকে আর দেখা যায় না। আমি সত্যিই অবাক হয়েছিলাম কোথায় গেল ঠিক আপনার সাথে ঘটে যাওয়া বাসের শব্দ পাওয়া যেটা সাক্ষী হিসেবে ছিল সেটা সত্যি অবাক করলো।

টাইটানিক জাহাজ ডুবির সাথে যে একটি উপন্যাস এর হুবুহু মিল ছিল তা আপনার মাধ্যমে আজ জানতে পারলাম দাদা। সত্যিই অলৌকিক একটি বিষয়। সেই উপন্যাসিক এর সপ্নে দেখা জাহাজ ডুবির সাথে বাস্তবের টাইটানিক জাহাজ ডুবে যাওয়া বিষয়টি শুনে অবাক হচ্ছি এখন। যাইহোক আপনার দেখা বাসটির ঘটনা শুনে প্রথমে ভয় ভয় লাগছিল। একটা ভৌতিক ব্যাপার আছে। প্রকৃতি যে কিছু সেকেন্ডের জন্য শব্দ রেকড করে রাখতে পারে তা আমিও একটি ভিডিও এর মাধ্যমে দেখেছিলাম ইউটিউব এ। আপনার প্যারানরমাল ঘটনাগুলো পড়ার জন্য অপেক্ষায় রইলাম দাদা। অনেক ভালোবাসা আপনার জন্য।

Awesome view and picture. It tells a story few people may understand quick. In a hint, it could be loneliness, or series of thoughts about suicide.

আপনি যখন ঘটনাটি বলতে চেয়েছেন তখনই আমার কাছে কেন যেন মনে হচ্ছিল এটি একটি ভূতের ঘটনা শোনার আগেই ভয় লাগছিল, পরে ঘটনাটি যখন বলযেন শুনেতো সত্যি আমিও হতবাক হয়ে গেলাম। এ ধরনের ঘটনা শুনলে আসলে হাসাহাসি করার কথা কিন্তু যার সাথে ঘটেছে সেই এর আসল রহস্য বুঝতে পারবে কারো সাথে না ঘটা পর্যন্ত সেটা বুঝতেই পারবে না। সত্যিই অবিশ্বাস্য একটি ঘটনা ঘটে ছিল আপনার সাথে ।আর টাইটানিক জাহাজের গল্পটির আগে যে সত্যিকারে একটি গল্প একজন লিখেছিল সেটা আজ প্রথম জানতে পারলাম ।আপনার পোস্ট থেকে অনেক কিছুই জানা যায় ভালো লাগে পরবর্তী গল্পের অপেক্ষায় রইলাম দাদা।

আমার সাথে এমন ঘটনা কখনো ঘটে নাই। তবে আমার মাঝে মাঝে মনে হয় কিছু কিছু ঘটনা আমি আগেও দেখছি মানে এখন আমি টাইপ করছি আগেই সেইম ভাবে টাই করছি। একই ঘটণা দুইবার ঘটে এটা মাঝে মাঝে হয়।

তবে টাইটান ও আপনার বসের ঘটনা সত্যিই ভয়ংকর ছিলো। যে লোক বই লিখেছিলো সে যদি টাইটেনিক জাহাজ তৈরি হওয়ার পর তার সপ্নের কথা সবাইকে জানাইতো তাহলেও সবাই তাকে পাগল ভাবতো।

আর বাসের ঘটনাটা শুনে ইন্ডিয়ান চ্যানেল সনি আট এর কথা মনে পড়ে গেলো দাদা। পরবর্তী ঘটনার অপেক্ষায় রইলাম।

দাদা আপনার সাথে ঘটে যাওয়া প্যারানরমাল এক্টিভিটিটা কিন্তু আমার কাছে আসলেই খুব অদ্ভুত লেগেছে এসব ঘটনা আমি আহটে দেখেছিলাম কিন্তু বাস্তবে কারো মুখে শুনিনি। যাক আপনার মাধ্যমে এমন একটি ঘটনা আজ শুনতে পেলাম তবে আপনার পরবর্তী প্যারানরমাল একটিভিটি -2 এর জন্য অপেক্ষায় রইলাম।

  ·  2 years ago (edited)

তিনি তাঁর উপন্যাসে যতজন যাত্রীর মৃত্যুর কথা উল্লেখ করেছিলেন সেটি আশ্চর্যজনক ভাবে মূল দুর্ঘটনার সাথে হুবহু মিলে যায় ।

দাদা,আমার মনে হয় কিছু মানুষের মধ্যে অলৌকিক কিছু লুকিয়ে থাকে।যেটি অবিশ্বাস্য হলেও সত্যি, হয়তো আমরা মন থেকে সেটি মানতে পারি না।তবে এর বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা ও থাকে না।

আশ্চর্য বিষয় দাদা,বাসটি চোখের সামনে অদৃশ্য হয়ে গেল আর আপনারা হর্ন ও শুনতে পেলেন।দাদা হতে পারে, অনেক দূরের জোরে হর্ন বাজানো আপনারা স্পষ্ট শুনতে পারেন আর অতিরিক্ত ধোঁয়ার মতো আবছায়া দেখেছিলেন সবাই, যেটি আসলে বাস বলে মনে হয়েছিল।আবার এটি ও হতে পারে, প্রত্যেক মানুষের মাঝে ঈশ্বর মনে হয় এভাবেই পরীক্ষা নেন।অনেকে বিশ্বাস না করলে ও আমি কিছুটা করি।ধন্যবাদ দাদা।তবে এর জটিল ব্যাখ্যার অপেক্ষায় রইলাম...

ক্যামেরায় রেকর্ড করার মতো অনেক খন্ড দৃশ্য, শব্দ সহ প্রকৃতি রেকর্ড করে রাখতে পারে এবং কোনো কোনো সময়ে সেটা মাত্র কয়েক সেকেন্ড এর জন্য সে প্লে করতে পারে ।

আমি শুনেছি দাদা বিজ্ঞানীরা এই সব ভিডিও প্রকৃতি থেকে সংগ্রহ করার চেষ্টা করছে। তাতে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া খুন কিংবা দূর্ঘটনার সঠিক তথ্য পাওয়া যাবে। তবে আদেও সফল হতে পারবে কিনা জানি না। আমি একটি ঘটনা ছোট্ট করে শেয়ার করি। আমার পরিচিত এক বড় ভাইয়ের দোকানে একটা ফ্যান ছিল । একদিন ফ্যান টি দেখে আমার মনে হল আজ ফ্যান টি খুলে পরতে পারে। তাকে সর্তক করে দিলাম। কিন্তু সে বললো কোনদিনও না । ঠিক দুপুরে ফ্যাটি খুলে তার মাথা ফাটিয়ে দিল। বিকেলে সে ফোন করে বললো শুভ তুমি কৈ আমার সাথে দেখা করো। দেখা করে সব শুনলাম। সত্যি বলতে এমন ঘটনা আমার জীবনে বহুবার ঘটেছে এবং ঘটছে । জানি না এটা কেন হয়। ভাল থাকবেন দাদা। শুভেচ্ছা ও ভালবাসা নেবেন।

দাদা আপনার এই গল্পের ঘটনা ২ দেখেই আমি ১ম পড়তে চলে এসেছি। আমাদের ধর্ম অনুসারে আমাদের ২টি জাতি মহান সৃষ্টিকর্তা তৈরি করেছেন। এক জ্বীন জাতি আরেক মানুষ জাতি। তবে সর্বশ্রেষ্ট মানব জাতিই উল্লেখ করেছেন। এই জিন জাতি অদৃশ্য। তাই আমি আপনার কথা গুলো বিশ্বাস করলাম। আর তা ছাড়া ৩জন মানুষ ভুল কিভাবে দেখবে? যাইহোক দাদা আপনাকে ধন্যবাদ আপনার জীবনের ঘটে যাওয়া কিছু মুহুর্ত শেয়ার করার জন্য।

ঘটনাটি শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা। এই ঘটনাটি পড়ে অনেক দিন আগের পড়া একটা বইয়ের কথা মনে হল। বারমুডা ট্রাইএংগেল নিয়ে লিখা। লেখকের নাম এই মুহুর্তে মনে পরছে না। যাই হোক, উনি মাত্রা পরিবর্তনের বা এক মাত্রা থেকে অন্য মাত্রার মাঝে একটি দরজার(সহজ ভাষায়) কথা বলেছেন। দরজটা অদৃশ্য । সেই দরজা হঠাৎ করে সামনে আসলে হয় অন্য জগতের কোন কিছু এই জগতে চলে আসে বা এই জগতের কিছু সেই জগতে চলে যায়। তার ব্যাখাটা এমনই ছিল এবং উনি কিছু বাস্তব উদাহরণও টেনেছিলেন এটার। বাসের ঘটনাটি এমন কিছু হলেও হতে পারে। দরজাটি কিছু সময়ের জন্য সামনে পড়েছিল। তখন বাসটি দেখা গিয়েছে। অথবা সেটা প্রকৃতির অন্য কোন খেয়াল যেমন রেকর্ড করে রাখাও হতে পারে।

একাধিক ব্যক্তি ঘটনাটা প্রত্যক্ষ করেছিলেন বলে । না হলে সবাই আপনার মনের ভুল বলে চালিয়ে দিতো । এত বড় একটা ঘটনা কিন্তু সকলে খুব স্বাভাবিকভাবে নিয়েছে আপনি ছাড়া । হয়তো আর কেউ এটা নিয়ে খুব বেশি চিন্তাও করেনি ।

দাদা আপনার পোস্ট পড়ে আমি নিজেই এখন বিশ্বাস করতে পারছি না, এটা কিভাবে সম্ভব,
আমি যদিও এমন কিছু দেখিনি, কিন্তু এভাবে চোখের সামনে অনেক কিছুই দেখেছি। যেটাকে আজও চোখের ভুল বলেই মেনে নেই। কিন্তু জানিনা প্রকৃতির কি নিয়মের লীলাখেলা। এ ধরনের ঘটনা আরো বেশি চাই দাদা, অনেক ইন্টারেস্টিং লাগে।