ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ৩৬ (১১-০১-২৪ থেকে ১৭-০১-২৪)

in hive-129948 •  10 months ago 


বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ৩৬ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @bristy1


পুরস্কার : $২৫ এর দুটি আপভোট


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার


SERIALAUTHORUPVOTEPOST LINK
01@bristy1$25 UPVOTEস্বরচিত কবিতা -ভাবনা
02@bristy1$25 UPVOTEশীতের তীব্রতা।

অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

পুরো নাম - তাহমিনা আক্তার বৃষ্টি। জাতীয়তা - বাংলাদেশী।শিক্ষাগত যোগ্যতা - অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত অবস্থায় রয়েছেন । পছন্দের কাজগুলোর মাঝে অন্যতম ছবি আঁকা,রঙ করা,নতুন কিছু তৈরি করা সহ ইত্যাদি।সে সাথে আরো ভালোলাগার বিষয় হলো রান্না করা।আরো পছন্দ করে ঘুরোঘুরি করি।স্টিমিটে জয়েন করেছেন ২০২১ সালের জানুয়ারি মাসে।বর্তমানে উনার স্টিমিট জার্নির বয়স প্রায় ৩ বছর।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

IMG_20240123_221129.jpg

তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :


axopD2eJJx4aTbgP3zRkDZXbH6BDjKUTbvTfJjMRtYKKHnpSWEHxpzdjGFvv.jpeg

গান কভার||সেই তুমি কেন এত অচেনা হলে।...... by @bristy1.• 13/01/2024

আজ আবারো হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একটি গান শেয়ার করব বলে। গান গাইতে এবং শুনতে সবার কাছে ভালো লাগে। গাইতে বলতে প্রফেশনালি সবাই না গাইলেও মোটামুটি গুনগুন করে অনেকেই গান গাইতে পছন্দ করে। আর আমি ছোটবেলা থেকে যেকোনো গান গুনগুন করে গাইতে থাকি। আর এজন্যই মূলত মাঝে মাঝে আপনাদের সাথে কিছু গান শেয়ার করি।…

প্রথমেই বলতে চাই যে বৃষ্টি ম্যাডামের গানের গলা বরাবরই অনেক সুন্দর। কারণ উনি আমাদের সাপ্তাহিক হ্যাংগআউট এবং বিশেষ হ্যাংগআউট গুলোতে বেশ অনেকবারই গান পরিবেশনা করেছেন এবং প্রতিবারই আমার বেশ পছন্দের গানগুলোই উনি গেয়েছেন। কারণ আমি বেশ গান প্রেমী একজন মানুষ এবং সে কারণে কাজের ফাঁকে সবসময় গান শোনা হয়। তাই বলতে চাই উনার এই গানটিও আমার বেশ পছন্দের। গান এমন একটা ব্যাপার যেটা সবাই চাইলেই করতে পারে না। কিংবা সবাই চাইলেই হয়ে যায় না। তাই যে সুন্দর গাইতে পারে সে সত্যিই সৌভাগ্যবান কিংবা সৌভাগ্যবতী। যদিও এটা একেবারে প্র্যাকটিসের ব্যাপার। কিন্তু তাও উনার গাওয়া এই গানটি একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতোন ।

axopD2eJJx4aTbgP3zRkDZXbH6BDjKUTbvTfJjMRtYKKHnpSWEHxpzdjGFvv.jpeg

ছবিটি বৃষ্টি ম্যাডামের ব্লগ থেকে নেওয়া হয়েছে

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xqs6JMXfFTMA64HxekLDWv2rTV8Qb3rHskSw3DnnAiNUzikq9uqnkCV2aFkLmKUqbM6qJgZDsC2V9fUUhEEJDs479btz2.jpeg

ভিন্ন ভিন্ন ছবিতে আজকের ব্লগ||রেনডম ফটোগ্রাফি।...... by @bristy1 • 16/01/2024

বাইরে যাওয়ার সুযোগ পাইনা বলেই পুরনো ফটোগ্রাফি থেকে বেশি কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে কিছু ফুল রয়েছে একদম আর্টিফিশিয়াল। দেখতে মনে হয় যেন বাস্তব ফুল। এগুলো একদিন শপিংমলে যাওয়ার পর তুলেছিলাম। একটা ফুল দোকানের পাশে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম। সেখানে ফটোগ্রাফি গুলো করেছি। …

ফুল কিংবা প্রকৃতি পছন্দ করে না এমন মানুষ পাওয়া বেশ কষ্টকর। তাই আমিও তার মাঝে একজন। অর্থাৎ আমিও ফুলপ্রেমী একজন মানুষ এবং সে কারণেই আমাদের ছাদে বেশ অনেক ভালো সুন্দর সুন্দর ফুলের বাগান রয়েছে। যদিও আমি কাজের ফাঁকে খুব একটা ছাদে যেতে পারি না। কিন্তু মাঝেমধ্যে যখন যাই তখন সেই ফুলগুলোর সৌন্দর্য আমাকে বরাবরই মুগ্ধ করে। তবে উনার পোস্টটি ভালোভাবে না পড়লে বুঝতেই পারতাম না যে কোনগুলো আর্টিফিশিয়াল ফুল এবং কোন গুলো আসল। কারণ আসল ফুলগুলোর মাঝে আর্টিফিশিয়াল ফুলগুলোকেও যেনো একেবারে আসল লাগছিলো। কারণ উনি ফটোগ্রাফি গুলো বেশ সুন্দরভাবে করেছিলেন।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xqs6JMXfFTMA64HxekLDWv2rTV8Qb3rHskSw3DnnAiNUzikq9uqnkCV2aFkLmKUqbM6qJgZDsC2V9fUUhEEJDs479btz2.jpeg

ছবিটি বৃষ্টি ম্যাডামের ব্লগ থেকে নেওয়া হয়েছে

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yNgw6CUDPwsE6ZEoCm96N1r5KRvNsx3d3V5zfbWwyd93wvaX7QAuscHyUpytTLSVGDWaUV29vRNR9Lj2GWhMkVnJxr3ve.jpeg

চাইনিজ সবজির সহজ রেসিপি।...... by @bristy1 • 20/01/2024

আজকের রেসিপি হল আমার খুব প্রিয় একটি রেসিপি। শুধু আমার বললে ভুল হবে আমাদের ফ্যামিলির সবারই কিন্তু অনেক প্রিয় এটি। চাইনিজ সবজি, যেটার নাম যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু। ফ্রাইড রাইস এর সাথে চিলি চিকেন আর চাইনিজ সবজি বেশ ভালো একটা কম্বিনেশন ডিস।এই প্লেটারটা কিন্তু রেস্টুরেন্টে গেলে অনেক দাম দিয়েই খেতে হয়।…

সাধারণত বিয়ে বাড়িতে কিংবা পোলাও রোস্টের সাথে যে আইটেমটি সবসময় থাকে। তা হলো চাইনিজ সবজি এবং এই সবজিটি খুব স্বাস্থ্যকর উপায়ে এবং অনেকগুলো সবজির মিশ্রণে বেশ মজাদার করে বানানো যায়। তাও বেশ কম সময়ের মধ্যে। এই রান্নাটি সাধারণত অন্যান্য আইটেমের সাথে খুব একটা খেতে ভালো লাগে না। যে কোনো চাইনিজ আইটেমের সাথে এই সবজিটা সবচেয়ে ভালো যায় এবং উনার পরিবেশনা তে ও তাই দেখলাম।যেমন: ফ্রাইড রাইস, চিলি চিকেন এসবের সাথে চাইনিজ ভেজিটেবল সবচেয়ে বেশি মজাদার হয়।সে সাথে উনি এই রেসিপিটির প্রস্তুত প্রণালী বেশ ডিটেলস এ দিয়েছেন। যার কারণে, যে এই রেসিপিটি রান্না করতে পারেনা। সে খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে খেতে পারবে।রেসিপিটি দেখতেও লাগছিলো দারুণ।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yNgw6CUDPwsE6ZEoCm96N1r5KRvNsx3d3V5zfbWwyd93wvaX7QAuscHyUpytTLSVGDWaUV29vRNR9Lj2GWhMkVnJxr3ve.jpeg

ছবিটি বৃষ্টি ম্যাডামের ব্লগ থেকে নেওয়া হয়েছে

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9SUezwpedAtiBxvWydB1VS4Wzp6kxPXmQBRFfXujutGScuzCpwCEnW7GE1PmatctQdgpC45ta7tk9YessiQGVYwaffC.jpeg

শীতের তীব্রতা।...... by @bristy1 • 22/01/2024

কুয়াশাচ্ছন্ন সকাল,ভোরবেলা ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করে না।আকাশে সূর্যের দেখা নেই, চারিদিক যেন অন্ধকার, নেই কোনো কিরণ ছটা।ভারী কুয়াশায় ১০হাত দূরের দৃশ্য দেখাটাও দায় হয়ে যায়।মাঝে মাঝে তো গুটিগুটি বৃষ্টির ফোঁটাও পড়ে।এটাই হলো শীতকালের আসল রূপ আর বৈশিষ্ট্য। এভাবে চলছে অনেক দিন, আর কত চলবে তা জানা নেই।সব কিন্তু উপরওয়ালার নির্দেশনা।…

উনার এই লেখাটি আমার সবগুলো পোষ্টের মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে। কারণ আমরা মানুষের মধ্যে যে স্বভাবটা রয়েছে। তা হলো আমি নিজে ভালো থাকতে পারলে,তখন আর অন্যের কথা ভাবি না। যে ব্যাপারটি আমাকে সব সময় ব্যথিত করে।সত্যিই এই বছর অনেক বেশি শীত পরছে। প্রথমদিকে তো মনেই হয়নি যে এই শীতকালে কোনো শীতের দেখা পাবো। কিন্তু এখন অনেক বেলা হয়ে গেলেও সূর্যের দেখা পাওয়াটা বেশ কঠিন হয়ে যায়। তবে এটা ঠিক আমরা শীতকালে শীত থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক ব্যবস্থা করি। কিন্তু যারা অসহায়, গরীব মানুষ রয়েছে তাদের কি করে দিন যায় তা ভাবলেও শরীর শিউরে ওঠে।

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9SUezwpedAtiBxvWydB1VS4Wzp6kxPXmQBRFfXujutGScuzCpwCEnW7GE1PmatctQdgpC45ta7tk9YessiQGVYwaffC.jpeg

ছবিটি বৃষ্টি ম্যাডামের ব্লগ থেকে নেওয়া হয়েছে

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9mkQdyCTs7trXY46vNvpAS4FUWsRDWmL89BDuEHarR44cAfZn1ezVP2RFrxBLSCM1KKqz3JM9rybhB3Hb7JnKpBXpUoezcn.png

স্বরচিত কবিতা|| ভাবনা...... by @bristy1 • 23/01/2024

সবসময় নিজের মনের অনুভূতিগুলোকে শেয়ার করার চেষ্টা করি।তবে আজকে শেয়ার করব ভালোবাসাময় একটি কবিতা।আসলে গত রাতেই এই কবিতাটি লিখেছিলাম।ভালোবাসার মানুষকে নিয়ে অনেক ভাবনা থাকে মনে।ভালোবাসার মানুষকে নিয়ে কত শত ভাবনা,কল্পনা মনে জাগে সেটা শুধু সেই মানুষই জানে। যাইহোক কবিতাটি শুরু করা যাক।…

আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অপেক্ষা হলো ভালবাসার মানুষের জন্য অপেক্ষা নিজের আপন মানুষের জন্য অপেক্ষা । এবং সেই অপেক্ষাতে বোধহয় কোনো বিরক্তি থাকে না এবং সেই অপেক্ষা করতে করতে একটা মানুষকে যতটা চড়াই উতড়াই পেরিয়ে যেতে হয়। সে সবকিছুই মোটামুটি সম্ভব করে ফেলে।উনার এই স্বরচিত কবিতাটিতে আমি তার ই আভাস পেয়েছি। যা না বললেই নয়, তা হলো উনার কবিতাটি বেশ বড় এবং এতো সুন্দর গুছিয়ে লিখেছেন। যা আমার নিজের মনের মানুষের কথাই মনে করিয়ে দিয়েছে। একজন মানুষের কাছে তার ভালোবাসার মানুষটাই তার সব ভালো কিছুর উদাহরণ। কারণ ওই ভালোবাসার মানুষটাই ওই মানুষের জীবনের রঙ,স্বর্গ,কল্পনা,চাওয়া,স্বপ্ন।দারুণ লিখেছেন কবিতাটি।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9mkQdyCTs7trXY46vNvpAS4FUWsRDWmL89BDuEHarR44cAfZn1ezVP2RFrxBLSCM1KKqz3JM9rybhB3Hb7JnKpBXpUoezcn.png

ছবিটি বৃষ্টি ম্যাডামের ব্লগ থেকে নেওয়া হয়েছে

উনার পোষ্টের কোয়ালিটি,বানান, ফটোগ্রাফি মার্কডাউন সবকিছুই বেশ ভালো ছিলো। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগকে এমন সুন্দর সুন্দর পোস্ট উপহার দেবেন।


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ২৫ জানুয়ারি ২০২৪

টাস্ক ৪৭৮ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 958aeb448556ce0f7de35cdae0eb8f67a141b90a22085c4951d18b81a80c7f43

টাস্ক ৪৭৮ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার আজকের এনএফটি আর্টটি সূর্যোদয়ের ধারাবাহিক আর্টের চতুর্থ এবং শেষ আর্ট ।

এই আর্টটিও গতকালের আর্টের মতনই । পাহাড়ি এক উপত্যকায় সূর্যোদয় হচ্ছে, একজন অভিযাত্রী ব্যাগ হাতে সেই মনোরম সূর্যোদয় প্রত্যক্ষ করছেন । অনেক দূরে দেখা যাচ্ছে সারে সারে পাহাড়ের চুড়ো । আর সেই সব পাহাড় সারির মধ্য দিয়ে দিয়ে উপতক্যার দিগন্তরেখায় উঁকি দিচ্ছে ভোরের রক্ত রাঙা সূর্য ।


NFT ART


Screenshot 2024-01-26 234455.png

magical sunrise in vibrant colors

নিজের ব্লগগুলো নিজে কখনো এত সুন্দরভাবে উপলব্ধি করতে পারিনি।কিন্তু আপনি আজ যেভাবে এত সুন্দর করে বর্ণনা দিয়েছে তাতে আমি খুবই মুগ্ধ হয়েছি।আসলে সবসময় চেষ্টা করি যাতে ভালো কিছু সবার মাঝে উপস্থাপন করতে পারি।তবে খুব ভালো লাগলো এবারের ফাউন্ডার চয়েজে আমি হতে পেরে।অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা❣❣।

This is another great Initiative from @rme Dada our founder, he specially selected @bristy1 to be the blogger of the week because of her hardwork in the community.

Congratulations to you @bristy1, keep winning ❤️❤️

বরাবরের মতো আরো একজন সেরা সদস্যকে ফাউন্ডার্স চয়েস হিসেবে বেছে নিয়েছেন। নিঃসন্দেহে তিনি কমিউনিটির সেরা সদস্যদের একজন। আর একটা কথা ঠিকই বলেছেন দাদা তার গানের গলাও দারুন।

বৃষ্টি আপুর পোস্টগুলো সম্পর্কে দাদা নিজের অনুভূতি বেশ দারুন ভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে বৃষ্টি আপুর গানের গলা বেশ দুর্দান্ত প্রায় দৃষ্টি আকর গানগুলো শুনে থাকি বেশ ভালোই লাগে। ধন্যবাদ দাদা এত সুন্দর ভাবে নিজের মতামত পোষ্টের মাধ্যমে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

加油

এটা অবশ্যই নিতান্ত একটি ভালো উদ্যোগ দাদা। প্রতি সপ্তাহে আমরা একজন করে ফাউন্ডার’স চয়েসে ব্লগার দেখতে পাই। অনেক ভালো লাগে দাদার এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। যার মাধ্যমে অনেক ভালো মানের ইউজার উৎসাহিত হয় দাদার এমন সুন্দর উদ্যোগের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে দাদা সব সময়।

দাদা আপনার পছন্দ বরাবরই সেরা। বৃষ্টি আপু নিঃসন্দেহে আমাদের কমিউনিটির খুব ভালো মানের একজন ব্লগার। বৃষ্টি আপুর পোস্ট গুলো প্রায়ই দেখা হয় এবং পড়া হয় আমার। দাদা আপনি বৃষ্টি আপুর বিগত সপ্তাহের পোস্ট গুলো চমৎকার ভাবে পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করেছেন। আসলেই দাদা ফুল এবং প্রকৃতি কমবেশি সবাই পছন্দ করে। যাইহোক বৃষ্টি আপুকে ব্লগার অফ দ্যা উইক নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

ঠিক বলেছেন দাদা, বৃষ্টি আপুর কন্ঠে গান আমার ও শুনতে অনেক ভালো লাগে। । বৃষ্টি আপুর এ সপ্তাহের পোস্ট গুলো অনেক চমৎকারভাবে রিভিউ করেছেন দাদা। গত সপ্তাহে তাকে বেস্ট ব্লগার অব দ্য উইক করা হয়েছিলো এবং এই সপ্তাহে তার দুইটি পোস্টের সাপোর্ট দেওয়া হলো। বৃষ্টি আপুকে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এই চমৎকার উদ্দেগটি বাস্তবায়ন করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ দাদা প্রতি সপ্তাহে একটি ইউজারকে বাড়তি সাপোর্ট প্রদান করছেন এটা নিতান্তই আপনার বড় মনের প্রকাশ দাদা। আসলেই পোস্টগুলো ভালো ছিল এবং ধন্যবাদ এত সুন্দর প্রশংসা করার জন্য ভালো থাকবেন দাদা।

বৃষ্টি আপুর পোস্ট গুলো সম্পর্কে দাদা বেশ দারুন ভাবে লিখেছেন। বৃষ্টি আপুর যেমন গানের গলা তেমনি তার রেসিপিগুলো অসাধারণ। দাদার প্রত্যেকটি উদ্যোগ অসাধারণ যার ফলে আমাদের মত ইউজাররা প্রত্যেকটি কাজে উৎসাহ পায়। বৃষ্টি আপুকে ব্লগার অফ দ্য উইকে নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

উনি বরাবরই খুব ভালো করেন। যেমন ওনার পোস্ট এর মান, তেমনি সুন্দর হয় ওনার পোস্টের মার্ক ডাউন। তার সাথে উপরি ওনার ফটোগ্রাফি আর গান। উনি আমার বাংলা ব্লগের সেরা সদস্যদের মধ্যে একজন। ধন্যবাদ দাদা তোমাকে এত সুন্দর একটা ইনিশিয়েটিভে নিয়ে সদস্যদের সম্মানিত করার জন্য ♥️।

অভিনন্দন বৃষ্টি আপুকে ৷ আসলেই দাদা বৃষ্টি আপু আমাদের মাঝে দারুণ সব পোস্ট শেয়ার করেন প্রতিনিয়ত ৷ ওনার ফটোগ্রাফি আর্ট রেসিপি এবং অন্য সব পোস্ট দারুণ ভাবে উপস্থাপন করেন ৷ অনেক ভালো লাগে বৃষ্টি আপু পোস্ট গুলো ৷ আজ বৃষ্টি আপুকে ফাউন্ডার চয়েস এ দেখে অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর ভাবে রিপোর্ট প্রকাশ করার জন্য ৷

কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া ক্রিপ্টো পুনরুদ্ধার করতে পারেন: এক মাস আগে আমি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করার সুযোগ দেখে অনেক টাকা হারিয়েছিলাম; এবং এই কারণেই আমি সেখানে প্রত্যেককে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করার আগে আরও জ্ঞান খোঁজার পরামর্শ দিই কারণ সেখানে এমন কিছু লোক আছে যারা ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের মাধ্যমে তাদের কষ্টার্জিত অর্থের শিকারদের প্রতারণা করার এই সুযোগটি ব্যবহার করে। আমি আমার গবেষণা করার জন্য যথেষ্ট ভাগ্যবান ছিলাম এবং খুঁজে পেয়েছি যে শিকার হওয়ার পরে আমাকে $892,000 মূল্যের বিটকয়েন এবং ইথেরিয়াম তৈরি করা হয়েছে। আমি হ্যাকারস্টিভ 911-এর পরিষেবাগুলি আবিষ্কার করার পরে খুব বেশি দিন হয়নি, যারা এই কেলেঙ্কারীতে আমার হারিয়ে যাওয়া সমস্ত অর্থ তদন্ত করতে এবং পুনরুদ্ধার করতে আমার কাছ থেকে কিছু তথ্য নিয়েছিল। আমি হ্যাকারস্টিভ911-এর পরিষেবার জন্য সত্যিই কৃতজ্ঞ, সেখানকার সেরা ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধার। কোনো বিলম্ব ছাড়াই আপনার ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধার করতে সাহায্য করার জন্য আপনার যদি তার পরিষেবা এবং তার বিশেষজ্ঞদের দলের প্রয়োজন হয়, তাহলে আপনার তার সাথে যোগাযোগ করা উচিত: [email protected]