"আমার বাংলা ব্লগ" সম্পর্কিত কিছু মজার তথ্য

in hive-129948 •  3 years ago 


স্টিমিটে যে বাংলা লেখা আগে হতো না এমনটা নয় । স্টিমিট তার যাত্রা শুরু করে ২০১৬ সালে । আমার স্টিমিটে যাত্রা শুরুও হয় সেই ২০১৬ সালে । এই আইডি দিয়ে নয়, এটার বয়স মোটে বছর খানেক । তো, প্রথম পোস্টে ১১ সেন্ট না ১২ সেন্ট এরকম কি জানি পাই ঠিক মনে নেই । স্টিমিট-কে আমি তখন টুইটার এর মতো ব্যবহার করতাম । তখন এত নিয়ম কানুনের বালাই ছিলো না । একটি মাত্র ফটোগ্রাফ দিয়ে একটি পোস্ট, বা কোনো নিউজ এর অংশবিশেষ উদ্ধৃত করে লিংক শেয়ার করতাম । মাঝে মাঝে দীর্ঘ এক একটা আর্টিকেল লিখতাম । তো এমন একটা পর্যায়ে এসে cheetah র সাথে সংঘাত হয় সেই ২০১৬ সালের শেষের দিকে । আমার একটি রেসিপি পোস্ট কে plagiarized কনটেন্ট হিসাবে ঘোষণা করে এবং ডাউনভোট প্রদান করে । সেই সাথে স্টিমিট চ্যাটে আমাকে ডাকা হয় কেন আমাকে ব্ল্যাক লিস্টেড করা হবে না তার কারণ দর্শিয়ে ।

আমি দ্রুতই রেসপন্স করি এবং আপীল করি । দেখা যায় আমার পোস্টের প্রায় ৩০% এর বেশি plagiarized । এর কারণ হিসেবে আমি বলি, যে রেসিপি পোস্ট থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছি তার থেকে কিছু কিছু লাইন আমি হুবহু তুলে দিয়েছি । সেই প্রথম জানলাম যে স্টিমিটে এখন নিউ রুলস হয়েছে । সে গুলো ফলো করতে হবে । সব কিছু সম্পর্কে আমাকে শিখিয়ে পড়িয়ে দেওয়া হলো এবং কোনো ধরণের বিধিনিষেধ বা শাস্তি প্রদান করা হলো না । কারণ, আমি অনেককেই এই কেসে ইনভল্ভড করে ফেলেছিলাম স্টিমেটের কয়েকজন উইটনেস এবং ডেভেলপার আমার পক্ষেই ছিল ।

খুব দ্রুত স্টিমিট এর তখনকার টীমের কাছাকাছি চলে আসি । স্টিমিট এর প্রতিষ্ঠাতা নেড স্কট এবং প্রধান ডেভেলপার স্টিমিটের সৃষ্টিকর্তা ড্যানিয়েল লারিমার, এদের সাথেও চ্যাট করতাম স্টিমিট চ্যাটে । তখনই আমি "বাংলা" ট্যাগ এর প্রচলন করার পক্ষে সওয়াল করি । তাঁরা আমাকে জানান বাংলা ভাষা ব্যবহার করলে ইন্টারন্যাশনালি ইউজার এনগেজমেন্ট খুবই কম হবে । তাই তাঁরা এই ট্যাগ-এর পোস্টগুলিকে তেমন একটা কিউরেশন এর যোগ্য বলে বিবেচিত করবেন না । অথচ মান্দারিন, স্প্যানিশ, কোরিয়ান এবং ইন্দোনেশিয়ান ভাষায় তখন দিব্যি অজস্র পোস্ট হচ্ছে এবং স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ ট্যাগ ইউজ করে প্রচুর কিউরেশন সাপোর্টও পাচ্ছে ।

অনেক বাক্য বিনিময়ের পরে তাঁরা সম্মত হলেন এবং এক জন উইটনেস এর আন্ডারে বাংলা ট্যাগ চালু করলাম , সাথে ইন্ডিয়ান ও নেপালি ইউজারদের যে কোনো ভাষায় লেখা পোস্টগুলিকেও । আমি যাকে ভোট দিতাম তার ৩ সেকেন্ড পরে অটো ওই উইটনেস একাউন্ট থেকে আপভোট পড়তো । স্টিমিট প্রাইস তখন ছিল $৮ ডলার এর মতো । সবাইকে ভালোই সাপোর্ট দিতাম । চালু করলাম "royal macro curation trail" । ২০১৭ সালের শেষের দিকে এসে স্টিমিট ছেড়ে দিই । ২০১৬ সালের শেষ থেকে ২০১৭ সালের শেষ - এই এক বছর অব্দি মোট ৫৭,০০০ পোস্ট কিউরেশন হয়েছে "royal macro curation trail" এর মাধ্যমে । যার মধ্যে প্রায় ৩০% ট্যাগ ছিল বাংলা ।

এরপর দীর্ঘদিন পরে ২০২০ সালের পুজোর সময় আবার curation এর কাজ শুরু করি । এবং, ২০২১ সালের জুন মাসে শুধুমাত্র বাংলা ভাষার একটি স্বতন্ত্র এবং স্বাধীন স্টিমিট কমিউনিটি খোলার চিন্তা ভাবনা করি । বাংলা সারা বিশ্বের ৭,০০০ এরও অধিক ভাষার মধ্যে সব চাইতে মধুরতম ভাষা হিসেবে স্বীকৃত, ইউনেস্কো কর্তৃক (Bengali is the sweetest language in the world )। সেই ভাষা কেন অবহেলিত থাকবে ব্লকচেইন বেসড স্বাধীন ব্লগিং প্লাটফর্ম স্টিমিটে ? আমার কাছে মাতৃভাষা সবার উপরে, সর্বদা ।

এবার আসুন কিছু মজার তথ্য জেনে নেওয়া যাক "আমার বাংলা ব্লগ" সম্পর্কে ।


=> ২০২১ সালের জুন মাসের ১১ তারিখ "আমার বাংলা ব্লগ" তার যাত্রা শুরু করে ।

=> "আমার বাংলা ব্লগ"-এর প্রথম সুগঠিত রুলস পাবলিশ হয় ২০২১ এর জুনের ১৫ তারিখে ।

=> প্রথম পোস্টে ইন্ডিয়ান কান্ট্রি representative sapwood কে মেনশন করেছিলাম । কিন্তু, তিনি রেসপন্স করার প্রয়োজনীয়তা অনুভব করেননি । নিজ দেশের country representative যদি কোনো কাজেই না আসে তবে থেকে কি লাভ তাঁর বুঝলাম না !

=> প্রথম কমেন্টকারী ছিলেন @hafizullah । আমাদের বর্তমানের কমিউনিটির অ্যাডমিন হাফিজ ভাই ।

=> দ্বিতীয় পোস্টের প্রথম কমেন্টকারী ছিলেন @shuvo35 । আমাদের বর্তমানের কমিউনিটির অ্যাডমিন শুভ ভাই ।

=> প্রথম তিনদিন আমি ছাড়া আর কেউ পোস্ট করেনি ।

=> সর্বপ্রথম পাশে থাকার বার্তা পেয়েছিলাম হাফিজ ভাই ভাইয়ের কাছ থেকে ।

=> প্রথম ডেলিগেটর হাফিজ ভাই ।

=> প্রথম অ্যাডমিন আমার ভাই @blacks

=> প্রথম মডারেটর আমার ভাইয়ের বন্ধু @winkles

=> কমিউনিটিতে সর্বপ্রথম ভোট পড়ে @curators একাউন্ট থেকে ।

=> কমিউনিটির ডিসকোর্ড চ্যানেল চালু হয় ২০২১ সালের জুন মাসের ১৬ তারিখে বিকেল ৫ টায় ।

=> ডিসকোর্ড-এর রুলস পাবলিশ হয় সর্ব প্রথম জুনের ২৯ তারিখ, ২০২১ সালে ।

=> ডিসকোর্ড-র প্রথম মডারেটর করা হয় আমার ভাইকে @blacks

=> ডিসকোর্ড-এ প্রথম চ্যাট করেন শুভ ভাই @shuvo35

= ডিসকোর্ড-র সর্ব প্রথম টিপস দেওয়া হয় @hiramoni , শুভ ভাইয়ের স্ত্রীকে ।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমিও আমার বাংলা ব্লগ কমিউনিটির শুরু থেকে আছি। আমার বাংলা ব্লক কমিউনিটির অগ্রযাত্রা সম্পর্কে তখন তেমন একটা ধারণা ছিল না। দাদা আপনার এই পোষ্টের মাধ্যমে আমার বাংলা ব্লগ কমিউনিটি অগ্রযাত্রা সম্পর্কে ও যারা পাশে রয়েছে তাদের সম্পর্কে জানতে পারলাম। আপনি মাতৃভাষাকে অনেক শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখেন যেটা অনেক বড় পাওয়া। আমরা বাঙ্গালী হয়েও অনেকে এটা ছোট মনে করি যেটা কোনোভাবেই কাম্য ছিলনা। আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কাজ করার পর থেকে বাংলায় লেখা লেখির উপর দক্ষতা বেড়ে গেছে যেটা আমার সবচেয়ে বড় পাওয়া। আমরা আরো অনেক সফলতার পথ ধরে এগিয়ে যাব সব সময় পাশে থাকব আমার বাংলা ব্লগ কমিউনিটির।❤️❤️

Thank You for sharing...

মনে হলো কোথায় যেন হারিয়ে গেলাম, স্মৃতিগুলো আবার ফিরে আসতে চাইছে সম্মুখে। সত্যি দাদা পুরো বিষয়টি জেনে খুবই ভালো লাগলো, বাংলা প্রতি আপনার আগ্রহ এবং ভালোবাসাটা শুরু হতেই ছিলো। কিন্তু আফসুস আমাদের সকলের মাঝে যদি এই রকম একটা আকাংখা কিংবা ভালোবাসা থাকতো তাহলে বাংলা ভাষার অবস্থান অনেক উচুঁতে থাকতো। আমরা সত্যি কৃতজ্ঞ আপনার প্রতি, ভালোবাসার আপনার প্রতি, সবাইকে একটা দারুণ প্লাটফর্মে যুক্ত হওয়ার সুযোগ করে দেয়ার জন্য।

সত্যি দাদা, এককথায় অসাধারণ হয়েছে। অনেক কিছু নতুন ভাবে জানতে পেরেছি। আপনি কি ভাবে যাত্রা শুরু করলেন এবং আপনার যাত্রার পথে কি কি বাধা বিপত্তি এসেছিল সেগুলো আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। চমৎকার বিষয় হচ্ছে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে অনেকগুলো মজাদার তথ্য আপনি তুলে ধরেছেন। এর মধ্যে অনেক কিছুই আমি জানতাম আবার কিছু কিছু বিষয়ে নতুন করে জেনেছি, এর জন্য অসংখ্য ধন্যবাদ।।

বাংলা ভাষার জন্য আপনি যে যুদ্ধটা চালিয়ে গিয়েছেন তার সত্যিই অভাবনীয়। আপনি না থাকলে হয়তো বাংলা ভাষাকে এই প্লাটফর্মে এতটা শ্রদ্ধা করা হতো না। সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ দাদা।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

god bless you

মজার তথ্যটি পড়ে খুবই ভালো লাগলো দাদা।"আমার বাংলা ব্লগ"কমিউনিটিতে প্রথম থেকে থাকতে পেরে এবং বাংলা ভাষায় লিখতে পেরে মন থেকে ভালো লাগছে।সত্যিই দাদা আপনার প্রতি কৃতজ্ঞ আমরা সবাই।

অনেক অজানা তথ্য জানা হলো এই পোস্টের মাধ্যমে। বাংলা ভাষায় কত সহজে পোস্ট করতেছি। নিজের ভাষায় মনের ভাব প্রকাশের মধ্যে একটা আলাদা শান্তি কাজ করে। দাদা, আপনার জন্যই এতো কিছু সম্ভব হয়েছে। অনেক ধন্যবাদ দাদা।

আসলেই বেশ কিছু মজার তথ্য জানতে পারলাম আপনার পোস্টের মাধ্যমে দাদা আজকে। হাফিজ ভাইয়াকে আসলেই ধন্যবাদ দিতে হয় সেই শুরু থেকেই আপনার সঙ্গে ছিল এবং আপনাকে সাপোর্ট করেছে সাথে শুভ ভাইয়াকেউ।
সবথেকে বেশি ধন্যবাদ তো আপনার কে দেওয়া উচিত। আসলে আপনাকে ধন্যবাদ দিলে কম হবে। আপনার কারণেই আজকে আমরা বাংলা ভাষায় এত সুন্দরভাবে ব্লগিং করতে পারছি। এটি কি ধন্যবাদ দিয়ে পোষানো যায়?

দাদা আপনার এই পোষ্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। আমার বাংলা ব্লগ প্রতিষ্ঠিত হওয়ার কিছুদিন পর থেকেই আমি এখানে নিয়মিত ভাবে কাজ করছি। আশা করছি আমি ভবিষ্যতেও এখানে কাজ করে যাবো। আসলে অনেক তথ্যই আমাদের জানা ছিল না। আজকে আপনার এই পোষ্টের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারলাম। আমার বাংলা ব্লগের যাত্রা কবে থেকে শুরু হয়েছে এবং কিভাবে এগিয়ে যাচ্ছে অনেক সুন্দর ভাবে আপনি প্রতিটি বিষয় উপস্থাপন করেছেন। গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা। ❤️❤️

খুবই দারুন একটি পোস্ট করেছেন দাদা পোস্টটি পড়ে অনেক নতুন নতুন তথ্য জানতে পারলাম ।একেবারেই স্টিমিট এর পথচলা থেকে শুরু করেছেন খুবই ভালো লাগলো পোস্টটি পড়ে ।আপনি এতো সুন্দর করে পোস্ট না করলে তো অনেক মজার মজার তথ্য আমরা জানতেই পারতাম না। আসলেই দাদা আপনার কোন তুলনাই হয়না বাংলা ভাষার একটি প্লাটফর্ম তৈরি করার জন্য কত কিছুই না করেছেন সত্যি সেলুট দাদা আপনাকে।

আমি সত্যিই এই বাংলা সম্প্রদায়ের সংগ্রাম এবং উন্নয়ন দ্বারা স্পর্শ. . বাংলা সম্প্রদায় বর্তমানে ভালোভাবে চলছে তা দেখে বোঝা যাচ্ছে খুব অসাধারণ সংগ্রাম চলছে। আশা করি বাংলা সম্প্রদায় ক্রমাগত বৃদ্ধি পাবে এবং স্টিমিটের অন্যতম সেরা সম্প্রদায়ে পরিণত হবে। আমি এখানে যোগদান করতে গর্বিত.

আমাদের এই বাংলা ভাষা সত্যিই সবখানে খুবই অবহেলিত। আগে যখন ইংলিশে ব্লগিং করতাম তখন নিজের মনের ভাব ঠিকমত প্রকাশ করতে পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ আসার পর সেটা সম্ভব হয়েছে। এর জন্য আপনার কাছে আমরা চির কৃতজ্ঞ।
আমার বাংলা সম্পর্কে মজার তথ্য গুলো পড়ে বেশ ভালো লাগলো দাদা।
এভাবেই চিরকাল আমরা আমার বাংলা ব্লগের মাধ্যমে আমাদের প্রিয় সুমধুর বাংলা ভাষাকে বিশ্বের বুকে রিপ্রেজেন্ট করে যেতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এই সুযোগ করে দেয়ার জন্য।

মোদের গর্ব মোদের আশা
আহামরি বাংলা ভাষা

স্টিমিট এ আছি প্রায় দুইবছর কিন্তু এর প্রতিষ্ঠাতার নাম জানতাম না। আপনার পোস্ট থেকে প্রথম জানলাম। সত্যি স্টিমিট প্লাটফর্মে আপনি প্রথম থেকেই বাংলা ভাষার পক্ষে এগিয়েছেন। এইদিন আর বেশিদূরে নয় যেদিন বাংলা ভাষাভাষি আমার বাংলা ব্লগ হবে স্টিমিট এর প্রতিটা কমিউনিটির রোলমডেল। তারাই তো আসল আপনজন যারা প্রথম থেকে আমার বাংলা ব্লগের সঙ্গে আছে।

উপরের লেখাগুলো পড়ে এটা নিশ্চিত হলাম যে দাদা, আপনি যদি স্টিমিট প্লাটফর্মে না থাকতেন, তাহলে আমার মনে হয় না, আমরা বাংলায় নিজের মাতৃভাষায় ব্লগিং করা এতটা সাপোর্ট পেতাম। পরিশেষে একটা কথাই বলবো , অফুরন্ত ভালোবাসা আমার বাংলা ব্লগ এর জন্য এবং @rme দাদার জন্য। ❤️❤️😍🥰

আমার বাংলা ব্লগ সম্পর্কিত তথ্যগুলো আমার পূর্বে জানা ছিল না। আজ দাদার শেয়ারের মাধ্যমে জানতে পারলাম। জানতে পারলাম একেবারে শূন্য অবস্থান থেকে শুরু হয়েছে আমার বাংলা ব্লগের । দাদার অক্লান্ত পরিশ্রমের হাত ধরে শুরু হয়েছে আমার বাংলা ব্লগের। দাদার নিরলস পরিশ্রমের কারণে আজকের এই আমার বাংলা ব্লগ এর অবস্থান। দাদার জন্য অনেক শুভকামনা রইল।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



দাদা আমার বাংলা ব্লগ এর অজানা কিছু তথ্য সেই সাথে আপনার স্টিমিট জীবনের ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার কথা জানতে পারলাম আজকের পোস্ট এর মাধ্যমে। দেখা যাচ্ছে আমার বাংলা ব্লগের প্রথম দুইটি মাস আমি মিস করেছি এ সম্পর্কে না জানার কারণে। প্রার্থনা করি এই কমিউনিটির সঙ্গে সেই সাথে আপনার সান্নিধ্যে যেন শেষ পর্যন্ত থাকতে পারি। তবে cheetah কে তা বুঝতে পারলাম না। স্টিমিট প্লাটফর্মে বাংলা ভাষার এই কমিউনিটিকে দাড় করার জন্য তথা বাংলা ভাষা কে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার জন্য সকল বাংলা ভাষাভাষী আপনার অবদান চিরদিন স্মরণ করবে। শুভকামনা রইল আপনার জন্য।❤️👍

দাদা অনেক মজার তথ্য তোমার আজকের ব্লগের মাধ্যমে আমরা জানতে পারলাম । "আমার বাংলা ব্লগ" নিয়ে তোমার এই যাত্রা এতটাও সহজ ছিল না। অনেকটা সংগ্রাম করে তুমি আজ এই পর্যায়ে "আমার বাংলা ব্লগ" নিয়ে যেতে পেরেছে। এখনকার মর্ডান মানুষ ইংরেজি ভাষাকে সবার আগে রাখতে চাই কিন্তু বাংলা ভাষার উপর তোমার শ্রদ্ধা ,ভালোবাসা দেখে আমার মাথা নত হয়ে গেল। তোমার সাথে যারা শুরুর কঠিনতম দিন থেকে তোমার পাশে ছিল তারা সত্যিই বন্ধুত্বের পরিচয় দিয়েছে। তারা তোমার উপর তাদের প্রবল বিশ্বাসের পরিচয় দিয়েছে। আমি মন থেকে প্রার্থনা করি সবাই একসাথেই "আমার বাংলা ব্লগ"- কে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্লগ এর পর্যায়ে নিয়ে যাবে।

Thank You for sharing...

সর্বপ্রথম দাদার জন্য জানাই কোটি কোটি প্রণাম। মাতৃভাষা এবং মায়ের ভাষাকে শ্রদ্ধা জানিয়ে রীতিমতো লড়াই করে বিশ্বের দরবারে বাংলা ভাষাভাষীদের জন্য একটি প্লাটফর্ম প্রতিষ্ঠা করেছেন। আজকে আমরা যারা বাংলায় ব্লগে লেখালেখি করছি তা শুধুমাত্র দাদার জন্য। সারাবিশ্বে অনেক বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে। তারা কেউ মাতৃভাষার প্রতি এমন শ্রদ্ধা দেখায়নি। যা দাদাই দেখিয়েছেন। এর ফলে আজকে আমরা বাংলা ভাষায় ব্লগ লেখার জন্য একটি প্ল্যাটফর্ম পেয়েছি। এজন্য দাদা ও তাদের পরিবারের জন্য অবিরাম শুভকামনা রইল। ভালো থাকবেন দাদা।

যদিও আমি আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে প্রথমে জানতাম না যার পরিপ্রেক্ষিতে আমি প্রথমের দিকে এই কমিউনিটিতে যোগদান করতে পারেনি। কিন্তু যখনই আমি দেখতে পেলাম স্টিমিট এ একটি বাংলা ভাষাভাষীর কমিউনিটি তৈরি হয়েছে তখনই আমি অন্য সকল কমিউনিটি থেকে কাজ বন্ধ করে দিয়ে চলে আসলাম আমার বাংলা ব্লগ কমিউনিটি তে। আশা করি জীবনের বাকি অংশগুলো আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কাজ চালিয়ে যাবো।

দাদা আপনার এই পোষ্টের মাধ্যমে আমি সহ প্রত্যেকটি ইউজার জানতে পারলাম আমার বাংলা ব্লগ কমিউনিটির যাত্রাপথ সম্পর্কে। যদিও কমিউনিটির প্রথম যাত্রাপথের সদস্য আমি হতে পারিনি কিন্তু চেষ্টা থাকবে কমিউনিটির শেষ দিন পর্যন্ত নিজেকে আপনাদের সাথে যাত্রী হিসেবে তৈরী করে রাখতে।

Thank You for sharing...

সত্যি দাদা আপনার এই পোস্টটি আসলেই অনেক মজার। আপনি আমার বাংলা ব্লগ এর সূচনা লগ্ন থেকে আপনার স্মৃতিতে থাকা বেশ কিছু ঘটনা শেয়ার করেছেন যা সত্যি মনমুগ্ধকর। দাদা আপনার এই পোস্টের মধ্যে অনেক কিছু জানার আছে সত্যি বলতে আমি স্টিমীট এর প্রতিষ্ঠাতা কে তা জানতাম না আপনার এই পোষ্টের মাধ্যমে স্টিমিট এর প্রতিষ্ঠাতা নাম জানতে পারলাম খুবই ভালো লাগলো। সেইসাথে প্রথম দিকে আপনার সাথে ঘটে যাওয়া plagiarized নিয়ে খুব চমৎকার একটি বিষয় আমাদের মাঝে তুলে ধরেছেন এই ঘটনাটির মধ্যেও অনেক কিছুই শেখার আছে। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের মাঝে এত সুন্দর একটি মজার পোষ্ট শেয়ার করার জন্য।

আসলে যেখানে কাজ করি তার সূচনা না জানলে কেমন জেনো লাগে৷ আমি প্রায় ভাবি কীভাবে শুরু হয় এই প্লাটফর্ম? কীভাবে আমার বাংলা ব্লগ কমিউনিটি গঠিত হয়? কীভাবে এর যাত্রা শুরু হয়? অনেক প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খায়৷ আমার বাংলা ব্লগের সূচনা জানতো পেরে আসলেই অনেক ভালো লাগছে। যারা আপনার সাথে প্রথম থেকে ছিলো তাদের নিয়ে কমিউনিটি গঠন করেছেন। বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। আমি প্রথম কাজ শুরু করার পর এতো ভালো বুজতাম নাহ। এ প্লাটফর্মে বাংলা ভাষাকে প্রাধান্য দিতে আপনি সর্বপ্রথম ও আপনিই জোরালো ভাবে কাজ করে গেছেন। আমার মনে হয় এই প্লাটফর্ম যখন আরো বড় হবে, আরো জনপ্রিয় হবে তখন বাঙালিরা আপনার নাম স্মরণ করবে।
আসলেই দাদা আপনাকে ধন্যবাদ দিয়েওমকম হবে। আপনার প্রতি যে কৃতজ্ঞতা তা প্রকাশ করতে পারছিনাহ। আমি এই কমিউনিটির সদস্য হিসেবে থাকতে চাই সব সময়।

Thank You for sharing...

প্রিয় এই কমিউনিটির জন্মলগ্নের ইতিহাস জানতে পেরে খুবই ভাল লাগল দাদা। আপনি আমাদের অনুপ্রেরনা হয়ে থাকবেন সবসময়। সেই সাথে আমাদের সম্মানিত এডমিন প্যালেন যারা শুরু থেকে এই কমিউনির সাথে আছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করছি। এই কমিউনিটির সাথে সব সময় থেকে যেতে চাই দাদা। প্রিয় এই কমিউনিটিকে এগিয়ে নিয়ে যেতে কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আপ্রান চেস্টা চালিয়ে যাব। আমাদেরকে এইভাবেই গাইড করে যাবেন দাদা। ভালোবাসি আপনাকে 💛

দাদা আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো আপনি খুব সুন্দর ভাবে স্টিমিট বাংলার পদযাত্রা ইতিহাস সুন্দর ভাবে লিখেছেন সেই সাথে আমার বাংলা ব্লগের বেসিক ইনফরমেশন গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সবথেকে ভালো লেগেছে শুরুর সময় কে কি করছে সে তথ্যগুলো আপনি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন এবং আমরা জানতে পারলাম বাংলা ব্লগের প্রথম পদযাত্রায় স্বর্ণখচিত নামগুলো।

বেশ ভালো লাগলো, দাদা।স্টিমের ইতিহাস পড়ে।🤔🤔 যখন প্রথম পোস্ট করেছিলাম তখন মিশরীয় ডুমুর নিয়ে,তখন তো আর বুঝতাম না,তখন বেশির ভাগই বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করে এখানে পেষ্ট করি।তারপর আর কি সাথে সাথে কমেন্ট প্লাগারিজমের।

দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার পোস্ট এর মাধ্যমে স্টিমেট ও আমার বাংলা ব্লগ কমিউনিটি নিয়ে আপনি খুবই সুন্দর তথ্য দিলেন। আসলে এ তথ্যগুলো আমাদের জানা ছিল না। আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটি প্রথম শুরুটা কিভাবে হয়েছিল এবং কে কে সমর্থন করেছিল। সেটা খুবই ভালভাবে জানতে পারলাম। সত্যিই সবার প্রতি ভালোবাসাটা আরো বেড়ে গেল। বিশেষ করে হাফিজ ভাইয়ের প্রতি।ভাই প্রথম থেকেই পাশে ছিলো।

বেশ স্মৃতিবিজড়িত দিন। তবে স্বজাতি এবং নিজের ভাষার প্রতি যা আপনার মমত্ববোধ ভালোবাসা সত্যিই আমাকে বারবার মুগ্ধ করে। আমি যদিও এই স্মৃতির স্বাক্ষী ছিলাম না তবে জানতে পেরে খুব ভালো লাগলো।

যাত্রা শুরু হওয়ার কিছুদিন পরে আমার নজরে এসেছিল ভালোবাসার এই কমিউনিটি। আমি যখন এই কমিউনিটি দেখেছিলাম তখন খুবই আনন্দিত হয়েছিলাম যা বলে বোঝানোর বাইরে। এই কমিউনিটিতে আমার প্রথম দিন আমার স্মৃতিতে গেঁথে থাকবে। আর ভালোবাসার এই কমিউনিটিতে আমার এন্ট্রি মুহূর্তের অনুভূতিটা এতটাই গভীর যে মৃত্যুর আগ পর্যন্ত হয়তো মন থেকে কখনোই মুছবে না।

ভালোবাসি দাদা আপনাকে,, ভালোবাসি এই কমিউনিটিকে।

বাংলা সারা বিশ্বের ৭,০০০ এরও অধিক ভাষার মধ্যে সব চাইতে মধুরতম ভাষা হিসেবে স্বীকৃত, ইউনেস্কো কর্তৃক (Bengali is the sweetest language in the world )। সেই ভাষা কেন অবহেলিত থাকবে ব্লকচেইন বেসড স্বাধীন ব্লগিং প্লাটফর্ম স্টিমিটে ? আমার কাছে মাতৃভাষা সবার উপরে, সর্বদা ।

এই কথা গুলোর মাধ্যমে আরো একবার প্রমান হলো ভাষা আন্দোলনের সময় মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে অনেক ভাই তাদের রক্ত দিয়ে একদম ভুল করেনি। দাদা বাংলা ভাষার প্রতি আপনার শ্রদ্ধা এবং ভালোবাসা থেকেই বাংলা ভাষায় ব্লগিং করার জন্য আমাদের চমৎকার একটি প্ল্যাটফর্ম উপহার দিয়েছেন।

বাংলা ভাষার উপর একটি ব্লগিং প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করার জন্য আপনি অনেক পরিশ্রম করেছেন। আপনার মত করে যদি আমরা সবাই এরকম ভাবতে পারতাম তাহলে বাংলার ভাষার মর্যাদা বিশ্বদরবারে অনেক উচু স্থানে থাকতো। আমার বাংলা ব্লগ কমিউনিটি যাত্রা শুরু করার কয়েক মাস পরেই আমি যুক্ত হই। এখন মনে হচ্ছে আমি অনেক ভালো সময় মিস করেছি। ধন্যবাদ দাদা আপনাকে আমাদের জন্য এত সুন্দর একটি প্লাটফর্ম তৈরি করার জন্য।

Thank You for sharing...

আমার বাংলা ব্লগ আমাদের জন্য আশিরবাদ বলা যায়।বিশ্বে বাংলা ভাষাটা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আমার বাংলা ব্লগের মাধ্যমে। হাজার ইউজার আমরা বাংলাও ব্লগিং করছি এটা দেখেই মন জুরে যায়।নিজেকে বাঙালি হিসাবে পরিচয় দিতে প্রাউড ফিল লাগে।সব কিছুর পেছনের মানুষ টা দাদা আপনি।।আমরা চায় আমার বাংলা ব্লগ একদিন টপ ওয়ানে থাকবে এবং সবাই এটার ফ্যান হয়ে যাবে।জয় আমার বাংলা ভাষার ☺️☺️

আমার বাংলা ব্লগ সম্পর্কে এতগুলো তথ্য জেনে ভীষণ ভালো লাগলো। আপনি শুরু থেকে বাংলা ভাষা-ভাষী মানুষের জন্য লড়াই করে যাচ্ছেন, সত্যিই কৃতজ্ঞ আমরা আপনার প্রতি। সত্যিই এ যুদ্ধ এতো সহজ ছিলোনা। আর ছোটদাদা, হাফিজ ভাই এবং শুভ ভাই যেভাবে সাপোর্ট দিয়ে গেছেন সত্যিই প্রশংসনীয় এটি। সত্যিই আমরা সবাই কৃতজ্ঞ আপনার প্রতি চমৎকার একটি সুযোগ করে দেয়ার জন্য।

সত্যিই মজার বেশ কিছু তথ্য পড়লাম দাদা।ছোট খাটো কিছু জানা থাকলেও এতো বিশদ ভাবে কিছুই জানা ছিলো না আমার।কোন ১১ সেন্ট থেকে এখন আপনি নিজেই ভোট দেন কত কত ডলারের দাদা,সত্যিই অবাক লাগে ভাবতে।

  ·  3 years ago (edited)

এত কিছু তথ্য জানতাম না। আজকে আমার বাংলা ব্লগের এত তথ্য জানতে পেরে অনেক ভালো লাগলো। সত্যিই আমি বাংলা ভাষার ব্লগ লিখতে পেরে অনেক খুশি। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা। আমাদের জন্য একটি বাংলা ভাষার কমিউনিটি‌ খুলে দেওয়ার জন্য। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

Thank You for sharing...

এই তো সেদিন, সময় কতো দ্রুত চলে যায় ,বোঝাই যায় না । তবে আমি কৃতজ্ঞ , আনুগত্য ও ঋণী । যা কোন ভাবেই পরিশোধযোগ্য নয় । বেঁচে থাকুক আমার এই বটবৃক্ষ যুগ থেকে যুগান্তর । ছায়া তলে থাকি আমরা সারাটি জীবন ,এই কামনাই করি ।

ভালোবাসা রইল

খুব কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, এটা ভোলার মতো না। আমরা
কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি ভাই। ধন্যবাদ সব কিছুর জন্য। বোদি ও টিনটিন বাবুর জন্য ভালোবাসা রইলো।

পুরনো কথাগুলো ভাবতে কত ভালো লাগে তাই না দাদা!! একদম শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরেছেন আজ আমাদের মাঝে। আমার মনে পড়ে আমি আমার বাংলা ব্লগ যাত্রা শুরু করার এক থেকে দেড় মাস পর হয়তো জয়েন করি। আমার বন্ধু তর্পণ বারবার আমাকে এই কমিউনিটির লিংক পাঠিয়ে বলতো এখানে কাজ শুরু কর । অনেক ভালো কিছু হবে। সেই থেকেই আস্তে আস্তে পথ চলা শুরু। অনেক প্রিয় মানুষের সাথে পরিচয় আড্ডা এবং পথ চলা। আজ আমরা একটা সম্পূর্ণ পরিবার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি দাদা, আপনি এবং আপনার পুরো পরিবারের প্রতি, বাংলা ভাষা এবং বাঙ্গালীদের কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এত চমৎকার একটা উদ্যোগ গ্রহণ করার জন্য।

Thank You for sharing...

দাদা সত্যি বলতে আমার খুব ইচ্ছে ছিল আমার বাংলা ব্লগের এই পেছনের কাহিনী টা জানতে। আজকে এটি পড়ে খুবই ভালো লাগলো। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা মাতৃভাষা বাংলাকে এতটা সম্মান করে স্বাধীনতা অর্জনের মত পথ করে দেয়ার জন্য। যেখানে বাংলা ট্যাগ ইউজ করা হতো না সেখানেও আপনি করে দেখিয়েছেন। সত্যিই দাদা অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনার প্রতি সব সময় কৃতজ্ঞতা পোষণ করি। কারন আপনার কাছে অনেক কিছু শিখতে পারি।এখন পর্যন্ত আপনি শিক্ষকের মত করে অনেক কিছু শিখিয়ে যাচ্ছেন,একজন দক্ষ শিক্ষক মানতে কোনো দ্বিধা নেই।সবসময় ভালো থাকুন সবাইকে নিয়ে,এই কামনা করি।

স্টিমিট ব্লকচেইন ব্যাসড প্লাটফর্মে বাংলা ভাষাকে অন্য ভাষার সাথে তাল মিলিয়ে নিয়ে যাওয়ার জন্য এতো কিছু করেছেন। আপনার প্রতি ভালোবাসাটা যেন আরও বেড়ে গেল। নিজের মায়ের ভাষায় ভাষা প্রকাশ করার মতো শান্তি আমি মনে করি আর কোনো ভাষায় নেই। আমার বাংলা ব্লগের শুরু থেকেই আপনাদের সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি দাদা। আমার বাংলা ব্লগের অনেক অজানা তথ্যই জানতে পারলাম দাদা 😍

মনের ভাব প্রকাশের জন্য মাতৃভাষার বিকল্প আর কিছুই হতে পারে না। স্টিমিট প্লাটফর্ম এ বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য আপনি যেভাবে যুদ্ধ করেছেন এবং বাংলা ভাষা প্রতিষ্ঠায় সক্ষম হয়েছেন, এরজন্য আপনার প্রতি আমরা চিরকৃতজ্ঞ।
আমার বাংলা ব্লগ প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে জানতে পেরে খুব ভালো লাগছে। আর আপনার যুদ্ধ সম্পর্ক জানতে পেরে আপনার প্রতি শ্রদ্ধা আরো অনেক বেড়ে গেলো। শুধুমাত্র ধন্যবাদ দিয়ে আপনার এই ঋণ শোধ করা যাবে না। তবে আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল নিয়মকানুন মেনে এই কমিউনিটি কে এগিয়ে নিয়ে যেতে আপনার পাশে সর্বদাই থাকবো। শ্রদ্ধা, ভালোবাসা ও শুভ কামনা আপনার ও আপনার পরিবার এর জন্য।

Thank You for sharing...

খুব ভালো লাগলো দাদা। স্টিমিট সম্পর্কে ঘটে যাওয়া আপনার খুব ভালো একটা ধারণা আমাদের। এরপরে খুব সুন্দর করে আমাদের আমার বাংলা ব্লগের যাত্রা থেকে এখন পর্যন্ত পুরো ইতিহাস আমরা জানতে পারলাম। সবচেয়ে ভালো লাগলো যে আপনি সবকিছু খুব সুন্দর করে আমাদের মাঝে বর্ণনা করেছেন। অনেক তথ্য শেয়ার করেছেন দাদা আমার বাংলা ব্লগ সম্পর্কে। সবচেয়ে ভালো লাগলো যে আপনি সবকিছু সুন্দর করে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আমরা চাই যে আমার বাংলা ব্লগ আরও সামনের দিকে এগিয়ে যাক। এগিয়ে যাক আপনার স্বপ্ন। আমরা আছি দাদা আপনার সাথে।

অনেক তথ্যই জানতে পারলাম আজকের পোস্ট এর মাধ্যমে,তবে আমাদের বাংলা ব্লগ পরিবার অনেক বড় একটি পরিবার হয়ে গেছে।এভাবেই আমরা আস্তে আস্তে বিশ্ব দরবারে বাংলা ভাষাকে জাগিয়ে তুলব।তবে সব কিছু দাদা আপনার জন্যই সম্ভাব হচ্ছে, আমি এটা সিওর যে খুব দেরিতে না অল্প সময়ের মধ্যই আমরা বাংলা ভাষাকে বিশ্ব দরবারে তুলে ধরতে সক্ষম হব।ধন্যবাদ দাদা আপনাকে, আপনি একজন ভালো লিডার।

সঠিক তথ্য সবসময়ই মজার হতে পারে।এটাও তার ব্যাতিক্রম নয়। তাই এতে সবাই আগ্রহ পায়।
আপনার কার্য কলাপ, ভাষা শহিদদের পরেই স্থান পাক এই কামনা করি।

প্রিয় দাদা আপনার কি স্টিমিট ইতিহাস পড়ে খুবই ভালো লাগলো।মাতৃভাষার প্রতি আপনার যে গভীর মমত্ব যে ভালবাসা তার ফুটে উঠেছে,,আমার বাংলা ব্লগের মাধ্যমে।আমার বাংলা ব্লগের জন্ম ইতিহাস শুনে খুবই ভালো লাগলো।অনেক বেশি অনুপ্রাণিত হলাম।আপনার পুরো গল্পটি পড়ে এই কথাটি মনে পরল,যদি চাওয়াটা হয় নিখুঁত পাওয়াটা সুনিশ্চিত।♥♥

আমার বাংলা ব্লগের ইতিহাস সম্পর্কে আজ আপনার পোষ্ট এর দ্বারা পরিপূর্ণ ধারণা অর্জন করতে পেরেছি।আমার বাংলা ব্লগের এই পথে বা সাফল্যের পিছনের বাধা-বিপত্তিগুলো জানতে পারলাম।তাঁরপরে এক এক করে কখন কি সংগঠিত হয়েছিলো তাঁর সুন্দর বর্ণনা দেখতে পেয়েছি আপনার শেয়ারকৃত পোষ্ট এর মাধ্যমে।

  ·  3 years ago (edited)

২০২০ সালের এমনি এক রমজান মাসে প্রতিবেশী চাচাতো ভাইয়ের থেকে স্টিমিট সম্পর্কে জানতে পারি। তখন কেন জানি একটুও আগ্রহ বোধ করিনি।
আমার স্টিমিটএ আসার প্রথম কারণটাই হলো প্রিয় মাতৃভাষা।
যখন আমার কয়েকজন বন্ধু বাংলাতে ব্লগিং করে এটা জানতে পারলাম তখন এই প্লাটফর্মএ কাজ করার আগ্রহটা জন্মনিল। কিন্তু কাজ করবো কিভাবে??? শুধু তাদের কাজের অভিজ্ঞতার গল্প শুনেই ত আর কাজ করা যায় না। এরই মাঝে একদিন ওদের থেকে শুনতে পেলাম "এবিবি স্কুল" এর বিষয়ে।
ক্লাস করা যাবে, যাবতীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। নিজের ক্রিয়েটিভ কাজ গুলোর যথাযথ মর্যাদা পাওয়ার জন্য এটা ছিল অত্যান্ত গুরুত্বপূর্ণ।
ডিসেম্বর এ এসে প্রথম একাউন্ট খুললাম। কিন্তু পরিচিতি পোস্ট করতে এতটাই দেরি করে ফেলেছি যে, ততদিনে "আমার বাংলা ব্লগ" কিছুটা নিয়ম বদল করেছে। একটা নির্দিষ্ট দিনের পর নতুন মেম্বার নেওয়া বন্ধ হয়ে গেছে। ভাগ্যক্রমে আমি সেইদিন ই পরিচিতি পোস্ট করি। সেইদিন নিউ মেম্বার হতে পারিনি।
পরবর্তী মাসে আবারও যখন সুজগ দেওয়া হয় আমি আবারো পরিচিতি পোস্ট করি।
কিন্তু কপাল খারাপ আমার যে বন্ধু রেফারেল ছিল সে তখন লেভেল- 02 এর ছাত্র।
আমাকে আরো একমাস অপেক্ষা করতে হলো।
শেষে মার্চে এসে যখন আবারো নিউমেম্বার নেওয়ার জন্য জানানো হলো তখন দিনটা এমন ছিল, আমার বন্ধু আজ হয়তো ভেরিফাইড ট্যাগ প্রাপ্ত হবে এবং আমারও আজই পরিচিতি পোস্ট দেওয়ার শেষ দিন। আজ যদি সে ফেল করে এবং আমি তার রেফারেন্স এ পোস্ট করি তাহলে আবারো হয়ত ১ মাস পিছিয়ে যাব।
তারপর অবশ্য মন্দ কিছু হয়নি ওর ভাইবা শুরু হয়েছিল সন্ধ্যায়, পাস করলো, আমিও রাতেই করে ফেললাম আমার তৃতীয় পরিচিতি পোস্ট এরপর অবশ্য আর কোন সমস্যা হয়নি এখন নিয়মিত ক্লাস করে যাচ্ছি লেভেল-৩ এর ক্লাস করছি, নিয়মিত পোস্ট করার চেষ্টা করছি। আফসুস এটাই একটু অবহেলার জন্য অনেকটা পিছিয়ে পড়েছি। তবে আমি আমার প্রিয় প্রফেসরদের প্রতি সন্তুষ্ট যে ওনারা আমার মত অনেক অবুঝ ব্লগারদের খুবই ধৈর্য এবং যত্ন সহকারে শিখিয়ে থাকেন।
সর্বোপরি দাদাকে অসংখ্য ধন্যবাদ, আজ হয়তো "আমার বাংলা ব্লগ" এর মত একটা কমিউনিটি না থাকলে আমার মত যারা নিজের মাতৃভাষাতেই শুধু কাজ করতে চায় তাদের ব্লগিং জার্নি শুরুই হত না। আরো ধন্যবাদ জানাই "এবিবি-স্কুল" প্রতিষ্ঠা করে আমাদের ব্লগিং জার্নি এতটা সহজ করে দেওয়ার জন্য।
অনেক দীর্ঘ কমেন্ট করে ফেললাম। অনুগ্রহ পুর্বক ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
প্রিয় দাদা এবং সকল শুভাকাঙ্ক্ষীদের সুস্থতা কামনা করছি।

Thank You for sharing...

যেনো এক গুচ্ছ স্মৃতির মাঝে হারিয়ে গেলাম দাদা। আমি এখনো আফসস করি যদি সেই প্রথম দিক থেকেই আপনাদের সাথে থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো। যাক একটু দেরিতে হলেও আপনাদের কাছে আসতে পেরেছি। সবাই যেভাবে আমাদের গ্রহন করে নিয়েছেন সত্যি অনেক কৃতজ্ঞ আমি।

দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে অভিনন্দন জানাই আপনি স্টিমিটে বাংলা ভাষা সফল ভাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন এবং বিশ্বে বাংলা ভাষার নামক কমিউনিটি আমার বাংলা ব্লগ প্রতিষ্ঠা করেছেন, এর আগে এক বিশেষ হ্যাংআউটে আপনি এই বিষয়গুলো বলেছিলেন কিন্তু আজকে তা লিখিত রূপে পেশ করলেন , আমার বাংলা ব্লগ কমিউনিটির পদচারণা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সম্পূর্ণ বিশদভাবে জানতে ও বুঝতে পারলাম। দাদা আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি, হয়তো আপনার বাংলা ভাষার প্রতি ,নিজের ভাষার প্রতি এতটা ভালোবাসা না থাকলে হয়তো কোনদিন আমরা বাংলা ভাষা নামক আমার বাংলা ব্লগ কমিউনিটি পেতাম না।

আমার বাংলা ব্লগ কমিউনিটির বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা রেখে প্রথম থেকে বড় দাদা ও ছোট দাদা এবং যেসব সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ আমার বাংলা ব্লগ কমিউনিটি তে বাংলা ভাষায় মানে নিজের ভাষায় স্বাভাবিক ও শৃংখলাবদ্ধ ভাবে নিজের মনের ভাব প্রকাশ করতে পারছি, তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা অনেক অনেক ভালোবাসা , তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Thank You for sharing...

সত্যি দাদা দারুন একটি পোস্ট করেছেন ।আজকের এই পোস্টের মাধ্যমে অনেক নতুন নতুন তথ্য জানতে পারলাম। পড়ে বেশ ভালো লাগলো। আজকের এই অবস্থানে আসা টা এতটা সহজ ছিল না ।তবুও আপনি করে দেখিয়েছেন ।এটি আপনার পক্ষেই সম্ভব। যার জন্য আমরা আজ এত সুন্দর একটি প্ল্যাটফর্ম পেয়েছি ।আপনাকে অসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা ।সবসময় ভালো থাকবেন এই কামনাই করি।

শ্রদ্ধেয় দাদা, আজকের পোস্ট পড়ে অনেক কিছুই জানতে পারলাম। যদিও আগে থেকেই কিছু কিছু জানতাম, তবে আজকে অনেকটাই অভিজ্ঞতা হল ।

তবে কথায় আছে কষ্ট করলে কেষ্ট মেলে, আপনি তার প্রমান। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দাদা আপনি না থাকলে বাংলাভাষার এতটা সম্মান কেউই দেখাতো না। এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমরা কখনই পেতাম না। অনেক অনেক ভালোবাসা আর শ্রদ্ধা রইল আপনার জন্য দাদা।

বাংলা ভাষার স্বতন্ত্র একটি কমিউনিটি তৈরীর জন্য আপনার যে সংগ্রাম আর প্রচেষ্টা এই পোস্টটা না পড়লে সেটা এত ভালোভাবে বুঝতে পারতাম না। সাথে বেশ কিছু মজার তথ্যও জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে দাদা।

দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ আমার বাংলা ব্লগ কে এখানে দাঁড় করিয়েছেন। এটা শুধুই আপনার অক্লান্ত পরিশ্রমের ফল যেটার সুফল আমরা সকলে ভোগ করছি। বাংলা ভাষা কে সাড়া বিশ্বের কাছে তুলে ধরেছেন। আপনার লেখায় যেটা বুঝতে পারলাম বহু সমস্যা মোকাবেলা করে আজ এই স্হানে এসেছেন। কি বলবো দাদা আপনার ঋন কেউ শোধ করতে পারবে না। ভালবাসা রইল। শুভেচ্ছা নেবেন। ভাল থাকবেন।

বাংলাব্লগের প্রথমদিককার সব ঘটনা একেবারে তারিখ সহ। স্টিমিটে প্রথমদিককার যেকোনো ঘটনা এবং ব্যাপার শুনতে ভালই লাগে কারণ তখনকার দিনগুলো সত্যিই অন্যরকম ছিল কারণ দশ সেন্ট ভোট পেলে খুব ভালো লাগতো।

হাফিজ ভাই @hafizullah বরাবরই ব্লকচেইন এ বাংলা-কে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময়ে চেষ্টা করে গিয়েছেন। আমিও হাফিজ ভাইয়ের সাথে একটি প্রজেক্টে বাংলা প্রতিষ্ঠিত করার জন্য আগে কাজ করেছিলাম। আমার বাংলা ব্লগে এসে এটা এমন ভাবে সফল হয়েছে যা আসলে আমাদের বাঙ্গালীদের জন্য এক সত্যিই গর্বের বিষয়।

দাদা আপনার পোষ্টটি পড়ে অনেক উৎসাহ এবং আগ্রহ বেড়ে গেল। কথায় আছে সবুরে মেওয়া ফলে অর্থাৎ ধৈর্য ধরলে তার সফলতা আসবেই।আজকে থেকে নিজেকে অন্যভাবে কমিউনিটিতে উপস্থাপন করার চেষ্টা করবো ইন-সা-আল্লাহ।

সত্যিই দাদা ভাষা হারিয়ে ফেললাম আসলে আমার বাংলা ব্লগ এমনে এমনে আসে নি আপনার শ্রম আপনার বুদ্ধি আপনার পরিকল্পনা আপনার সাহসীকতা সব মিয়ে আপনি বাংলা ভাষাকেই প্রাধান্য দিলেন আপনি আমাদের কাছে যোদ্ধা। অনেক কিছুই জানতে পারলাম দাদা। ধন্যবাদ।

শুধু স্টিমিট নয় মোটামুটি সব জায়গাতেই বাংলা ভাষাকে রীতিমতো অবহেলা করতে দেখি। কারণ যদিও অজানা? পৃথিবীর সপ্তম ব্যবহৃত ভাষা অতচ অবহেলা চোখে পড়ার মতো।

আমি নিজেই স্টিমিটে দু একটা ব্লগ বাংলায় লিখবো ভেবেছিলাম কিন্তু সাহস হয়নি। সৌভাগ্যক্রমে তখনই আমার বাংলা ব্লগের সান্নিধ্য পাই, স্টিমিটে বাংলা ও বাঙালি জাতির নতুন ভাবে উত্থানের শুরু হলো। ধন্যবাদ দাদা আমাদের জায়গা করে দেওয়ার জন্য। তুমি আছো বলেই সম্ভব হয়েছে।


যতদূর জানি পুরোনো ডেভেলপাররা অনেকেই প্লাটফর্ম ছেড়ে চলে গেছেন। Cheetah account টিও সম্ভবত আর এক্টিভ নেই।

দিন যত এগোচ্ছে যতো জানতে পারছি আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে ততো বেশি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ বেড়েই যাচ্ছে।আসলে শুরু করার প্রথম ধাপটায় সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং। মাতৃভাষা বাংলার প্রতি তীব্র টান এবং এই ভাষাকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করার লক্ষ্য আজ কিছুটা হলেও সফল। আপনার প্ররিশ্রম, মেধা ও ইচ্ছাশক্তিকে অভিনন্দন জানাই।অনেক অনেক ভালো লাগে যখন নিজের মনের ভাব সাবলীলভাবে এই প্ল্যাটফর্মে শেয়ার করতে পারি।কিন্তু এর পিছনের গল্পটা আজ জানতে পারলাম এবং যেটা প্রতিষ্ঠা করা এতো সহজ ছিল না।সন্মানিত ফাউন্ডার, সহযোগী, সহযোদ্ধা এবং আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালবাসা,অভিনন্দন ও দোয়া রইলো।

এটা সত্য যে যাত্রাপথ খুব একটা সহজ ছিল না। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।

এতদিন পড়ে পুনরায় Steemit ফিরে এসে সত্যই অনেক ভালো লাগছে। আশা করছি আপনাদের সাথে আমিও এগিয়ে যেতে পারব, ইনশাআল্লাহ্‌।

স্টিমিটে আমার বয়স মাস দুই ও না। মূলত ব্লকচেন নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে এর ব্যাপারে জানতে পারি। তারপর অ্যাকাউন্ট খুলি এবং এই কমিউনিটিটি খুঁজে পাই। ওয়েব থ্রি এর বিষয় যেমন আছে, তেমনই এর মধ্যে ব্লগিং এর স্বর্ণযুগ ও সোশাল মিডিয়ার শুরুর দিনগুলোর একটা নস্টালজিয়া কাজ করে। আজকাল স্প্যামার আর ট্রলদের মাঝে প্রচলিত সোশ্যাল মিডিয়া বিরক্তিকর লাগে। সেখঅনে এখানে এসে প্রচুর মানসম্মত পোস্ট পাই। কমিউনিটির সকলেই খুবই ভদ্র ও রূচিশীল। এই কমিউনিটি আমাকে নতুন করে বাংলায় লেখালেখি শুরু করার অনুপ্রেরণা যুগিয়েছে। অনেক অনেক শুভেচ্ছা রইল। এই উদ্যোগ আরও বড় হোক।

দাদা আসলে আপনি কষ্ট ও একরাশ আশা নিয়ে বাংলাকে এ সমাজে প্রতিষ্ঠা করার জন্য ২০২০ সাল থেকে যে নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে আজকে এই ভাষার মান বিশ্বের দরবারে উঁচু করেছেন, এবং আমাদেরকে এখানে কাজ করার সুযোগ দিয়ে আমাদের প্রত্যেকেরই মাতৃভাষাকে একটা জায়গায় পৌঁছে দিয়ে এ ভাষার সম্মান কোটি গুন বৃদ্ধি করে দিয়েছে। এই পোস্টটি পড়ে অনেক কিছুই জানতে পেরে, আগের থেকে আপনার প্রতি সম্মাননা অনেকগুণ বেড়ে গেল ও সেই সাথে আপনার জন্য, অন্তরের অন্তর স্থল থেকে শুভকামনা, ভালোবাসা, ও কৃতজ্ঞতা। সফল মানুষ হিসেবে বেঁচে থাকেন যুগ যুগ ধরে এবং বাংলাকে এভাবেই হৃদয়ে লালন করে বহু বাঙালির জীবন ও জীবিকা নির্বাহের সুযোগ করে দেওয়ার জন্য বাংলা ভাষাভাষী প্রতিটি মানুষের পক্ষ থেকে থাকুক আপনার জন্য দোয়া ও ভালোবাসা। আপনি ভালো থাকবেন এবং ভালো রাখবেন এই প্রত্যাশা। ধন্যবাদ দাদা......💕💗💕

আমার বাংলা ব্লগের সৃষ্টি ইতিহাস জানতে পেরে খুব আনন্দিত হলাম। এমন একটা সুন্দর কমিউনিটি চালু করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।