"আমার বাংলা ব্লগ" এর নতুন মজার একটি উদ্যোগ - আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -০১

in hive-129948 •  2 years ago 

jokes Cover-1.png

আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।

আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।

আজকের বিষয়ঃ

স্কুল (স্কুল কিংবা স্কুলের সাথে সংযুক্ত যে কোন কৌতুক/ হাসির অনু গল্প)

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
  • কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
  • এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png


পরিশিষ্ট


প্রতিদিন ২৫০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৬ষ্ঠ দিন (225 TRX daily for 7 consecutive days :: DAY 06)


trx logo.png



সময়সীমা : ২৮ অগাস্ট ২০২২ থেকে ০৩ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত


তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২২


টাস্ক ৪৮ : ২৫০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

২৫০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 3eb23cf6202c297670d2d512178fecafa398a2d24f84c22189f749be1a105e5a

টাস্ক ৪৮ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শিক্ষক: তোমরা সবাই বলো তো ভাষা কাকে বলে?
ছাত্র:মনের ভাব প্রকাশ করাকে ভাষা বলে।
শিক্ষক: বাহ, বেশ সুন্দর বলেছো তো। এবার একটা উদাহরণ দেও?
ছাত্র:যেমন, আমাদের প্রতিদিন মারিস কেন আমরা ব্যাথা পাই না। তোর মনে কি মায়া দয়া নেই।

Thank You for sharing Your insights...

মনের ভাব প্রকাশ করার পর ছাত্রের কি অবস্থা হলো জানার খুব ইচ্ছা। 😂

কি হয়েছে জানিনা।কিন্তু সে যে আর কোন দিন মনের ভাব প্রকাশ করে নি সে ব্যাপারে আমি নিশ্চিত।

কি আর হবে শিক্ষক তার হাতের জালি বেতের ব্যবহার প্রয়োগ করেছিলো😜😜

আমি হাসতে হাসতে শেষ বৌদি, এটা বেষ্ট ছিলো। ছাত্রের প্রশংসা করতেই হবে হা হা হা

এইরে এই বুঝি আরো কয়েকটা বেতের আঘাত হবে। 😂

বাহ্ মনের ভাব খুব সুন্দর করে ভাষায় প্রকাশ করেছে !!

একদিন ষষ্ঠ শ্রেণির ক্লাসে পড়ালেখা শেষ করে ঘন্টা পড়তে বেশ কিছু সময় বাকি রয়েছে। তাই শিক্ষক সকল ছাত্র-ছাত্রীকে বলল আজকে তোমাদের সাথে তোমাদের লক্ষ্য নিয়ে আলোচনা করব।
তা এখন বল ছাত্র ছাত্রীরা তোমাদের কার কি লক্ষ্য?

শিক্ষক: মট্টু তুই বল তোর লক্ষ্য কি?
মট্টু: স্যার আমি ইঞ্জিনিয়ার হতে চাই।
শিক্ষক: গুড।

শিক্ষক: পিংকু তুমি বল তোমার লক্ষ্য কি?
পিংকু: স্যার আমি ডাক্তার হতে চাই।
শিক্ষক: ভেরি গুড।

শিক্ষক: মিষ্টি তুমি বলো তোমার লক্ষ কি?
মিষ্টি: স্যার আমার লক্ষ্য হলো একজন ভালো মা হওয়া।
শিক্ষক: মাশাল্লাহ।

শিক্ষক: ঝন্টু এবার তুই বল তোর লক্ষ্য কি?
ঝন্টু: স্যার আমি মিষ্টি কে এই কাজের সাহায্য করতে চাই।

ঝন্টুর লক্ষ্য তো দেখছি বিশাল 😜

আমি মিষ্টিকে সবাই সহযোগিতা করতে চায়, কিন্তু আমার মন চায় শুধুই জিলাপি হি হি হি

ভবিষ্যতে ঝন্টু পরিবার পরিকল্পনা নিয়ে নিশ্চয়ই কোন অ্যাওয়ার্ড জিতবে।

মা- আজ স্কুলে কী করলে বাবু,
বাবু- যেমন খুশি তেমন লিখো, খেললাম।
মা- কিন্তু আজ না তোমার গণিত পরীক্ষা হওয়ার কথা?
বাবু- ওটার কথাই তো বলছি!..

ড্রয়িং পরীক্ষায় স্যার বল্টুকে জিজ্ঞেস করল, কি এঁকেছিস বল্টু।
বল্টু উত্তর দিলঃ স্যার একটি গরু মাঠে ঘাস খাচ্ছে অঙ্কন করেছি।
স্যার বল্টুর খাতা হাতে নিয়ে দেখে খাতায় কিছু আঁকা নেই। তাই জিজ্ঞেস করল - কই তোর খাতায় তো ঘাস গরু কিছু দেখা যাচ্ছে না।
বল্টু বলল, স্যার ঘাস এঁকেছিলাম ওগুলো গরু খেয়ে ফেলেছে, তাই দেখা যাচ্ছে না।
স্যার জিজ্ঞেস করল-গরু কই।
বল্টুঃ স্যার, ঘাস খাওয়া শেষে গরু মাঠ থেকে চলে গেছে।

ম্যাডাম : কাল ৩ প্রকার - অতীত , বর্তমান , ভবিষৎ কাল । উদাহরণ হিসেবে মনে করো -আমি সুন্দরী ছিলাম , সুন্দরী আছি , সুন্দরী থাকবো ।

এখন তোমরা কেউ ৩ প্রকার কালের উদাহরণ দিতে পারবে ?

বল্টু : ম্যাডাম আমি পারবো ।
ম্যাডাম : ওকে ফাইন বলো ।
বল্টু : আপনার ধারণা ভুল ছিলো, ভুল আছে, ভুল থাকবে ।

😂😂😂😂
এটা অস্থির ছিল।।

এটা বেশ মজার ছিল। হা হা হা

  ·  2 years ago (edited)

ওরে বাবারে,বল্টু তো একদম পাক্কা,😆😆😆

নাম বল্টু কিন্তু বুদ্ধিতে একেবারে পাক্কা সেয়ানা।

এটা সেরা ভাই 😅😅😅🙌👌👌👌

খুবই অসাধারণ ছিল ভাই।।

হা হা হা 😄
বেশ মজার ছিল।।।

নিজের উদাহরণ টা আবার বল্টুর নামে চালিয়ে দেন নি তো😜😜

ভালো হয়ে যাও, মেকাপে আর কত্তদিন চলবে হি হি হি

এখনো কোন সুন্দরী ম্যাডামের ক্লাস করতে পারলাম না 😓

স্যার: ক্লাসে ঢুকে ছাত্রদেরকে বললেন আজকে আমি তোমাদেরকে পড়াবো স্বাধীনতা নিয়ে। স্যার স্বাধীনতা নিয়ে অনেক কথাই বলে ফেললেন।
বল্টু: বল্টু দাঁড়িয়ে বললো স্যার আপনার পড়ানো কখন শেষ হবে?
স্যার: কেন?
বল্টু: আমি স্বাধীনতার চর্চা করতে চাই।
স্যার: তাহলে তো বেশ ভালো।
বল্টু: আমি একটু বাইরে যাব বিড়ি খেতে।
স্যার: স্যার লাঠি হাতে নিলো ও রেগে মেগে আগুন হয়ে গেল।
বল্টু: এবার বল্টু দাঁড়িয়ে বলল কেন স্যার আমরা তো স্বাধীন দেশের নাগরিক। একটুখানি বিড়ি খাওয়ারও কি স্বাধীনতা নেই।😅😅

বল্টু ঝোপ বুঝে কোপ মেরেছে। কিন্তু বল্টুর কপালে দুঃখ আছে এবার। 😅

কপালে দুঃখ ডেকে আনার জন্যই তো মানুষ বেশি স্বাধীনতা চায়। 😅😅

ধুর একটু খানি খেলে কি হয়, আমি হলেতো পুরোটাই খাইতাম হি হি হি

শেষের অংশটুকু পানি দিয়ে গুলে খেতে পারেন ভাইয়া। অপচয় করার কি দরকার। 😅😅

আপনিতো মোটেও ভালো না, এসব বুদ্ধি দেন সবাইকে

ফ্রিতে এত সুন্দর বুদ্ধি দিলাম তাও পছন্দ হলো না?

RME, Thank You for sharing Your insights...

একজন শিক্ষক ক্লাসে ছাত্রদেরকে প্রশ্ন করল আচ্ছা তোমাদের সামনে যদি জ্ঞান এবং অনেক গুলো টাকা পড়ে থাকে,তখন তুমি কি নিবে সেখান থেকে, জ্ঞান নাকি টাকা? তখন সবাই বসে রইলো তবে একটি ছাত্র দাঁড়িয়ে বলে শিক্ষককে আমি হলে টাকা নিবো।শিক্ষক বলে আমি হলে জ্ঞান নিতাম। তখন ছাত্র বলে আসলে স্যার যার যেটা দরকার।

god bless you

আরও একটি চমৎকার উদ্যোগ নিয়েছেন দাদা প্রতি সপ্তাহের বুধবার হবে আমাদের হাসির দিন ।অনেক মজার মজার কৌতুক ও হাসির অনুগল্প দেখতে পারবো এবং একটু প্রাণ খুলে হাসার সুযোগ পাব আশা করছি। তেমন কোন কৌতুক বলতে পারি না তাতে কি হয়েছে অন্যেরটা দেখতে তো পারব এবং অনেক আনন্দ লাগছে এটা ভেবে যে মজার মজার কৌতুক গুলো আসছে আমাদের সামনে। সত্যিই খুব চমৎকার একটি উদ্যোগ খুবই ভালো লাগলো।

Thank You for sharing...

অনেক গল্প মনে আসছে তবে অণু গল্প হিসেবে লিখতে পারার মতো নয়। দীর্ঘ হয়ে যাবে অনেকই, তাই এই বারে কমেন্ট গুলো পড়েই মজা নিই। খিক খিক।

Thank You for sharing...

ইতিমধ্যেই গল্প গুলো পড়ে মজা পাচ্ছি। আসলেই দারুন একটি উদ্দোগ এটি।

এভাবে ফাঁকি দিলে কিন্তু হবে না, আমরা শর্ট করে হলেও শুনতে চাই হি হি হি

খুবই চমৎকার একটি উদ্যোগ নেয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দাদা।হাসি আমাদের জীবনে মহা ঔষধ এর মত কাজ করে।প্রাণ খুলে হাসতে পারা এবং হাসানোর চেষ্টা করা।দুটোই দারুন যোগ্যতার বিষয়।আপনার এই মহতী উদ্যোগের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।♥♥

Thank You for sharing...

  1. শিক্ষক- কিরে বল্টু গতকাল আসিস নি কেন?
    বল্টু- স্যার গতকাল আমার ম্যাংগো কাম
    হয়েছিল.
    শিক্ষক- এটা আবার কি?
    বল্টু- স্যার ম্যাংগো মানে আম.আরকাম মানে
    আশা. আর ম্যাংগো কাম মানে আমআশা.
    শিক্ষক- ও তাই বল.

  2. শিক্ষক- বলতো মন্টু আকাশে বিদ্যুৎ চমকায়
    কেন?
    মন্টু- স্যার নায়করা যাতে নায়িকাদের
    জড়িয়ে ধরতে পারে.

  3. শিক্ষক-বলতো বল্টু তোর বাবার নাম কি?
    বল্টু- ফাদার বাস
    শিক্ষক- মানে কি?
    বল্টু- ফাদার মানে আব্বা. বাস মানে বাস.
    তাই ফাদার বাস মানে. আব্বাস.

Thank You for sharing Your insights...

বেছে একটা শেয়ার করলে ভালো হয়, তাহলে বিজয়ী হওয়ার সুযোগটা বেশী থাকে।

1.শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন। এক ছাত্রকে জিজ্ঞেস করলেন-
শিক্ষক ঃ বলো তো, সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন?
ছাত্র ঃ স্যার, আমি পরীক্ষায় পাস করি না বলে।
শিক্ষক ঃ কেন?
ছাত্র ঃআম্মু বলেছেন,আমি যেদিন পাস করবো;সেদিন নাকি সূর্য পশ্চিম দিকে উঠবে।



2.এক ইচরেপাকা ছাত্র স্যারের কাছে জানতে চাইল,স্যার,আমি যে কাজটা করিনি,এর জন্য কি শাস্তি পাব?
শিক্ষক ঃকখনই না।যেটা তুমি করোনি,তার জন্য কেন তুমি শাস্তি পাবে।
ছাত্রঃ স্যার,গতকাল আমাকে যে পড়া আর হোমওয়ার্ক দিয়েছিলেন,সেটা আমি করিনি।আশা করছি, আপনি কথা রাখবেন।

Thank You for sharing Your insights...

হা হা হা দারুন হয়েছে।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

দুইটা না বেছে একটা শেয়ার করলে বিজয়ী হওয়ার সুযোগটা বেশী থাকবে। ধন্যবাদ

Thank You for sharing...

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার এত সুন্দর পরামর্শের জন্য। তাহলে কি ভাই একটা এডিট করে কেটে দিবো এখন।

না থাক, পরের বার হতে একটা দিলেই হবে।

ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ।

দাদা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন ৷আসলে জীবনে কাজের পরে একটু হাসি কৌতুক জীবনকে আনন্দে রাখে ৷জীবনটাকে বাঁচতে শেখায় ৷ধন্যবাদ এতো সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন

Thank You for sharing...

আরে স্কুল জীবনে পিয়ন ক্লাসে খাতা নিয়ে ডুখলেই ভাবতাম যে কাল স্কুল ছুটির নোটিশ নিয়ে এসেছে,,, 🥴🥴

দাদা আপনি খুবই সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন। এতে করে আরো বেশি মজা হবে, হাসি হবে, কৌতুক হবে সত্যিই অনেক মজার একটি বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করলেন।জেনে খুবই ভালো লাগলো।

ক্লাসে এক ছাত্র ছিল সে প্রতিটা প্রশ্নের উত্তর তার নিজের যুক্তি দিয়ে দিত ।

শিক্ষক ছাত্রকে প্রশ্ন করল দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
উত্তরের ছাত্র বলল স্যার সময়টা ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে আর তৃতীয় বিশ্বযুদ্ধের আগে।

শিক্ষক তাকে আবার জিজ্ঞেস করল নলেজ মানে কি?
ছাত্র উত্তরে বলল নলেজ মানে যার লেজ নেই।

শিক্ষক এইবার প্রশ্ন করল ওয়েলকাম মানে কি?

ছাত্র উত্তরে বলল ওয়েলকাম মানে তেল আসছে ,ওয়েল মানে তেল কাম মানে আসা।

Thank You for sharing...

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

আমাদের এম এন মাধ্যমিক বিদ‍্যালয়ের সাধন দাস স‍্যার ছিলেন অত্যন্ত মজার একজন মানুষ। তো একদিন বাংলা ক্লাসে,

স‍্যার: গতকাল পড়া দিছিলাম আজ ধরার কথা ছিল। এই সুপ্ত দাঁড়া।

সুপ্ত: স‍্যার, আমি পারব নানে স‍্যার।

স‍্যার: তোর আব্বার নাম কী??

সুপ্ত: স‍্যার,সুবল কুমার পাল।

স‍্যার: তো পারবি নানে বললি 😂😂😂😂😂😂

Thank You for sharing Your insights...

হা হা হা। স্যার ও কিন্তু চালক কম না।

অনেক মজার স‍্যার ছিলেন উনি।।

সদ্য ছ্যাকা খাওয়া বল্টুকে ক্লাসে স্যার জিজ্ঞেস করছে বল্টু বলতো "I Love You" কে আবিষ্কার করেছে?

বল্টু:- চায়না কোম্পানি স্যার। কোন কোয়ালিটি নাই।

স্যারঃ- কিভাবে বুঝলে??

বল্টুঃ- টিকলে সারা জীবন, না টিকলে দু'দিনও না।😅

Thank You for sharing...

এইডাই তো ভালো, বার বার সুযোগ নেয়ার চান্স পাওয়া যায় হি হি হি

একদিন বাদে বল্টু স্কুলে গেছে!! বই পত্র ছাড়া।
ইংরেজি শিক্ষক ক্লাস নিচ্ছে। কোন বাংলা বলা যাবে না😂😂
শিক্ষক : বল্টু তেমার বই পত্র কই?
বল্টু : গত পরশু চোর আমাদের সব জিনিসপত্র নিয়ে গেছে।
শিক্ষক :কি ভাবে নিল ইংরেজিতে বলো!
বল্টু : কাটিং দ্যা বাশের বেড়া ঢুকিং দ্যা চোর লয়িং দ্যা জিনিসপত্র গোয়িং দ্যা ডোর।
শিক্ষক: হোয়াট ইজ কল বাশের বেড়া!!
বল্টু : বেম্ব স্টিক খারা খারা ইটস কল বাশের বেড়া।

Thank You for sharing...

অনেক ভালো উদ্যাগ নিয়েছেন দাদা।এখন মজার মজার কৌতুক পড়তে পারবো।

মন খুলে হাসার আরেকটি পদ্ধতি পাওয়া গেল। আমার বাংলা ব্লগের ফাউন্ডার, এডমিন- মডারেটর ভাইদেরকে অন্তর থেকে ধন্যবাদ। আমাদের বিনোদনের প্রতি খেয়াল রেখে সুন্দর একটি পদ্ধতি উদ্ভাবনের জন্য। সবাই কিন্তুু হাসার আগে পেন্ট ধরে রাখবেন, না হয় বুঝতেই পারছেন হা হা হা.....

Thank You for sharing...

তখন আমি ষষ্ঠ শ্রেণীতে সবেমাত্র ভর্তি হয়েছি। স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতায় নাম দিতে গেলে স্যার বলল নজরুল সংগীত প্রতিযোগিতায় কেবল একজন নাম দিয়েছে তোমার নাম এখানে দাও তুমি পুরস্কার পাবে। আমি ভেবেছিলাম নজরুলের কবিতা আবৃত্তি সম্ভবত নজরুল সংগীত। তাই প্রতিযোগিতার দিন যখন আমার নাম এলো তখন আমি নজরুলের থাকবো নাকো বদ্ধ ঘরে কবিতাটি আবৃত্তি করতে থাকলে বিচারকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীদের মাঝে হাসির রোল পড়ে যায়। এই দিনটি আমার সারা জীবন মনে থাকবে।

হা হা হা, দারুণ একটা মজার অভিজ্ঞতা ছিলো সেটা, তাইনা

শিক্ষক ছাত্রদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করল
শিক্ষক: পদ কত প্রকার?
ছাত্র: স্যার পাদ ২ প্রকার
শিক্ষক: এই ২ প্রকার পদ কি কি?
ছাত্র: ফুসপাদ আর ধূমপাদ

Thank You for sharing...

স্যার আমার বন্ধুকে নিমাই বলে ডাকত।কিন্তু ওর আসল নাম তানভীর। তো আমি একদিন স্যার এর থেকে জানতে চাইলাম

আমিঃ স্যার আপনি ওকে নিমাই বলেন কেন?
স্যারঃকারন ও আমাকে প্রতিদিন নিম পাতা এনে দেয়।
স্যারের মেয়েকে অনেক পছন্দ করতাম তাই স্যার কে বললাম
আমিঃস্যার আমিও কাল থেকে রোজ জাম পাতা এনে দেব।আমাকে জামাই বলে ডাকবেন? এরপর মারের চোটে ২দিন স্কুল যাইনি।

(যে গল্পটি সত্যি হলেও পারত)

Thank You for sharing...

হা হা হা, ওরে চালাকরে, জামাই হওয়ার কত শখ।

ছোট বেলায় মানুষ কত ভুল ভাল শখ করে ভাই।এখন বুঝতেছি

শিক্ষক বল্টু কে পড়া ধরছে
শিক্ষকঃ বল্টু তোর বাবার নাম কি?
বল্টুঃ বললো পারি না।
শিক্ষকঃ গাড়ি কিভাবে চালায়?
বল্টুঃ তাও জানে না।
শিক্ষকঃমুরগী কি পারে?
বল্টুঃ তাও জানে না।
পরে শিক্ষক বললো কাল সব গুলো প্রশ্নের উওর জেনে আসবি।
বল্টু সবগুলো উওর জেনে আসলো,পরের দিন শিক্ষক জিজ্ঞেস করলো পড়া শিখে আসছে কিনা?
বল্টু তখন উওর একসাথে দিলো।
মন্টু সাহেব স্পীডে ডিম পারে😜😜

Thank You for sharing Your insights...

আহ, কি দারুণতো, তা মন্টু সাহেব কে কয়দিনের জন্য আমার বাড়ীতে পাঠিয়ে দিন, কয়েক ডজন ডিম কিনে রাখি হা হা হা

শখ কত ,বাজারে কি ডিমের অকাল পরছে নাকি😂😂

বুজেন না ক্যা, মানুষের ডিম বলে কথা, স্বাদটা চেক করতে হবে তো

সব কিছুর স্বাদ নিতে হয় না 😜😜.আইছে মানুষের ডিমের স্বাদ নিতে 🤣🤣.

মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান কিন্তু, এভাবে কষ্ট দেয়া ঠিক না

ছেলে মানুষের আবার মন আছে নাকি 😒🤔

না মনতো মেয়েদের আকাশের মেঘের মতো ভেসে চলে

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Thank You for sharing...

চমৎকার উদ্ভিক দাদা। এতে করে অনেকের সুপ্ত প্রতিভা আরও একধাপ এগিয়ে যাবে। না বলা অনেক হাসির কাহিনী বেরিয়ে আসবে। সৃজনশীলতায় ভরপুর হবে আমার বাংলা ব্লক কমিউনিটি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Thank You for sharing...

চমৎকার উদ্ভিক দাদা

আপনি সম্ভবত উদ্যোগ লিখতে চেয়েছিলেন। বানানটি ঠিক করে নিন।

শিক্ষক- যদি এমন সময় আসে কখনো আগুন জ্বালানোর জন্য কিছুই পাওয়া যাবে না তখন কি দিয়া আগুন জ্বালাবে বলতো?
ছাত্র- এটাতো একদম সহজ কথা স্যার !!
শিক্ষক-তাহলে বলতো শুনি?
ছাত্র –স্যার আপনি জানেন না!!!? চুলার বিতর রবি সিম দিয়ে বলবো !!
শিক্ষক- কি বলবে!!?
ছাত্র- বলবো!!! জ্বলে উঠো আপন শক্তিতে!!!!

Thank You for sharing Your insights...

হা হা হা জ্বলে ওঠো আপন শক্তিতে

শিক্ষক : তোমার নাম বানান করো।
ছাত্রী : স্যার, আমার নাম বাংলায় বানান করবো, না অংকে বানান করবো?
শিক্ষক : অংকে😇 আচ্ছা ঠিক আছে তোমার নাম অংকেই বানান করো।
ছাত্রী : তাহলে আপনার নামটি আগে অংকে বানান কইরা দেন 😄😄

Thank You for sharing...

অনেক ভাল একটি উদ্যোগ নিয়েছেন দাদা। জীবনের এত গম্ভীর ব্যস্ততার মাঝে এখানে এসে একটু হাসা যাবে সেটি বড় একটি বেপার । আমার বাংলা ব্লগ এবং দাদাকে ধন্যবাদ জানাই আমাদের কে হাসানোর জন্য এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন।

Thank You for sharing...

স্কুলজীবনের শেষের দুইটা বছর ঘুমিয়ে আর বাকি টুকু তার দিকে চেয়ে চেয়েই পার করে ফেলেছি। তাই হয়তো মাথা এখন স্কুল শুন্য। আজ শুধু পড়েই গেলাম লিখার কিছু পেলাম না।

Thank You for sharing...

ক্লাসে নতুন শিক্ষক এসেছে, তো শিক্ষক এক এক করে সবারই নাম জিজ্ঞাসা করল। হঠাৎ একটি ছেলে নাম জিজ্ঞেস করায় বলে উঠলো তার নাম ইংলিশ ম্যান। শিক্ষক নাম শুনে রীতিমত অবাক। তারপর বলল আচ্ছা ইংলিশ ম্যান তোমার বাবার নাম কি ? ছাত্রটি বলল "ফাদার বাস"।
শিক্ষক : মানে কি ফাদার বাস কারো নাম হয়
ছাত্র : ফাদার মানে আব্বা আর বাস মানে তো বাস তাই আর কি
আমার বাবার নাম "আব্বাস" হা হা হা।

Thank You for sharing Your insights...

কৌতুক মানেই হচ্ছে আনন্দ হাসি আর মজা মাস্তি। আর এত সুন্দর একটা নতুন কনটেস্ট আমাদের কেউ উপহার দেওয়ার জন্য দাদা আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।