পিতা-সন্তান

in hive-129948 •  3 months ago 

Screenshot 2024-07-15 162022.png

IMG_1695708566162.jpg


আমার সন্তানের মাঝে আমার বাবাকে খুঁজি,
পিতা হারানোর কী তীব্র যাতনা, আজ হৃদয় দিয়ে তা বুঝি !

হারিয়ে তো যাওনি বাবা, এই তো তুমি আছো,
ছোট্ট পায়ে এ ঘর ও ঘর, দুস্টু হাসির মিষ্টি কথার
আড়ালে তুমি আজো বেঁচে আছো ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

প্রতিটি পুরুষ মানুষ নিজের ছেলের মাঝে নিজের বাবার অস্তিত্ব খুঁজে এবং এটা একেবারে সত্যি। যাইহোক বাবা হারানোর কষ্টটা আসলেই তীব্র। তবে আঙ্কেল আমাদের মাঝে সবসময় বেঁচে থাকবেন। আঙ্কেলকে দেখেই বুঝা যায় উনি কতোটা পরোপকারী মানুষ ছিলেন। যাইহোক ধৈর্য ধরুন দাদা,মহান সৃষ্টিকর্তা সবকিছু ঠিক করে দিবেন। আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল দাদা।

দাদা আমি ছোট খুব একটা বুঝি না, তবে এতোটুকু বুঝি, প্রত্যেকটা সন্তান তার বাবাকে খোঁজে নিজের সন্তানের মধ্যে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

হয়তো প্রত্যেকটা সন্তান তার নিজের সন্তানের মাঝে নিজের পিতাকে খোঁজে। অনেক সময় দেখা যায় নিজে সন্তান হওয়ার পর মা বাবার ভালোবাসা কেমন ছিল সেটাও বোঝে। তবে বাবারা কখনো মারা যায় না। বাবারা সব সময় হৃদয়ের মাঝে নিহিত থাকে।আঙ্কেল আর টিনটিন দুইজনের চেহারায় অনেকটা মিল আছে।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

সত্যিকার অর্থে পিতারা কখনো হারিয়ে যায় না ।প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণ যেকোনো কিছুর মাঝেই যেন তার ছায়া দেখতে পাওয়া যায় । সব সময় হৃদয়ে বেঁচে থাকে। আর নিজ সন্তানের মাঝে পিতার ছায়া যেন একটু বেশি দেখা যায়। সব সময় ভালো থাকুন।

আমার বাবা আমার পাশে নেই এই ভাবনা এলেই আমার বুক থেকে কষ্ট গুলো কান্না হয়ে ঝরে পরে চোখে।আর বাবা যখন থাকবে না সেই কষ্ট অনেক বেশী তীব্র দাদা।আমি এটা না হারিয়ে ও বুঝি।তবে সন্তানের মুখের দিকে তাকালেও বাবার ছায়া দেখা যায়।সন্তানের মুখের দিকে তাকিয়ে মনটাকে শান্ত করেন দাদা।মা-বাবা আজীবন সন্তানের হৃদয়ের গহিনে থেকে যায়।💕💕

ভালোবাসার হাসি হয়না কভু মলিন
প্রিয় মুখের বাণী হয়না কভু বিলীন
যতনে লালন করি তাকে,
আদরে সোহাগে জড়িয়ে।

স্মৃতির মায়াজালে বাঁধা, প্রতিটি নিঃশ্বাসে তুমি আছো,
তোমার মুখের হাসি, তোমার চোখের আলো,
তোমার স্নেহের ছায়ায় বাঁচি প্রতিদিন।

তোমার কথা মনে পড়লে, চোখে আসে অশ্রুর জোয়ার,
তোমার ছোঁয়া পাই না, কিন্তু তোমার ভালোবাসা রয়ে গেছে আমার হৃদয়ে অম্লান।

আমার সন্তানের মাঝে তোমার প্রতিচ্ছবি খুঁজে পাই,
তার খুনসুটি, তার মিষ্টি হাসি, তোমার ছায়া মনে করায়।

বাবা, তোমার স্মৃতির মাঝে আমি আজও বেঁচে আছি,
তোমার আদরে, তোমার ভালোবাসায়, প্রতিটি মুহূর্তে তোমায় খুঁজি।

তুমি হারিয়ে যাওনি, তুমি আছো আমার হৃদয়ের গভীরে,
আমার সন্তানের মাঝে, তোমার স্নেহের ছায়া, স্নেহের আলোতলে।

বাবার মত হয় না কেহ
বাবাই হলো সেরা
বাবার ছায়া সারাটিক্ষন
বাড়ায় যেন মায়া।।

যখন ভাবী বাবা তো নেই
হারিয়ে গেছে দূরে
তখন যে বুকের মাঝে
রক্ত হাজার ঝড়ে।।

Upvoted! Thank you for supporting witness @jswit.

জ্বি, আংকেল কোথায় চলে যায় নি। তিনি বেঁচে আছেন আপনাদের স্মৃতিতে, আপনাদের ভালোবাসায়, আপনাদের চলার সঙ্গী হয়েই। যতবারই আংকেলকে মনে করবেন, ততবারই আংকেল ফিরে আসবে আপনাদের ভালোবাসার মানুষের মধ্যে।

সৃষ্টিকর্তা কষ্ট দেয় ,
সৃষ্টিকর্তা কষ্ট নেয়।
ছেলের আদরে বাবার ছায়া,
এভাবেই তো ছড়ায় সৃষ্টির মায়া।

আমার সমবেদনা বন্ধু। বাবা হারানো সত্যিই জীবনের একটি বেদনাদায়ক পয়েন্ট। তার জায়গা কেউ প্রতিস্থাপন করতে পারবে না। আমরা যখন দায়িত্বের বোঝা নিতে শুরু করি তখন আমরা তার আত্মত্যাগ বুঝতে পারি। ততক্ষণ পর্যন্ত আমরা স্বাধীন এবং আমাদের বাবা কখনোই আমাদের সেই দায়িত্বের বোঝা অনুভব করতে দেননি। আমরা যখন আমাদের বাবাকে হারাই আমাদের জীবনের সবকিছু হঠাৎ করে বদলে যায় এবং আপনি যদি বড় ছেলে হন, আপনি সবচেয়ে বেশি ব্যথা অনুভব করেন কারণ এখন কেউ আপনার পিছনে নেই এবং আপনাকে নিজেরাই সবকিছু করতে হবে। আমি প্রার্থনা করি যে আপনি এবং আপনার পরিবার শীঘ্রই এই হার থেকে পুনরুদ্ধার করুন কারণ জীবন চালিয়ে যেতে হবে। শক্ত থেকো বন্ধু, এখন তোমাকে তোমার পরিবারের বিশেষ করে তোমার মা বোনদের খুব বিশেষ যত্ন নিতে হবে।

এভাবেই টিনটিনের মাঝে বেঁচে থাকুক আপনার বাবা, এমনটাই প্রত্যাশা করি দাদা। আসলেই বাবাদের মৃত্যু নেই, তারা থাকে অনেকটা ছায়ার মত হয়ে।

Awesome

পিতা হারানোর যন্ত্রণায় কোন সন্তান ভালো থাকতে পারে না দাদা। স্মৃতিগুলো বার বার মনে পড়ে। সন্তানের মনে বাবা চিরদিন বেঁচে থাকবেন।

বংশের মাঝে রয়ে যায় মানুষ।
টিনটিনের মাঝেই বেচে থাকবেন আনকেল।

İnsanlari seviyorum

দাদা, জেঠু তোমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকবেন। কবি ঠিকই লিখেছেন, "ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে"।

একদম তাই দাদা সন্তানের মাঝেই যেন পিতা বাস করে । সন্তানের দিকে তাকালেই অনেক কিছুই জেনে ভেসে উঠে । বেঁচে থাকবে সব পিতারা এভাবেই আজীবন।

আসলেই দাদা, নিজের ছোট্ট সন্তানের মধ্যে দিয়ে সবাই নিজেদের বাবা - মায়ের স্মৃতি ধরে রাখে।জ্যেঠু খুব ভালো মনের একজন মানুষ ছিলেন, আর ওনার ব্যবহার অন্তত ভদ্র ছিল। ওনার প্রতি অনেক শ্রদ্ধা রইলো।

টিনটিনের মাঝেই বেঁচে রবে উনি। 🌹🌹

স্মৃতিতে চির অমর হয়ে থাকবে। 💖💖

শ্রদ্ধা 🪔