"আমার বাংলা ব্লগ ১০০ তম হ্যাংআউট" এর বিশেষ পুরস্কার : সংগীত পরিবেশনsteemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 


আমার বাংলা ব্লগের ১০০ তম হ্যাংআউট উদযাপনের ধারাবাহিক পোস্টের আজ তৃতীয় সেগমেন্টের দ্বিতীয় পর্ব। তৃতীয় সেগমেন্টের পুরোটাই হলো এন্টারটেইনমেন্ট পর্ব । কবিতা আবৃত্তি ও সংগীত দিয়ে সাজানো হয়েছিল সেগমেন্টটা । গত পর্বে আমি অনুষ্ঠানের তৃতীয় সেগমেন্টের প্রথম পর্ব "কবিতা আবৃত্তি" অব্দি শেয়ার করেছিলাম । আজ শেয়ার করতে চলেছি দ্বিতীয় পর্ব "সংগীত পরিবেশন" ।

আমাদের হ্যাংআউট -এ এর পূর্বে যন্ত্রসঙ্গীত সহযোগে সংগীত পরিবেশনের রেওয়াজ ছিল । কিন্তু, কিছু কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট ইস্যুর কারণে এখন খালি গলায় গান গাওয়াটাই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে । সম্পূর্ণ খালি গলায় গান গাওয়া কিন্তু মোটেও সোজা নয় । ভীষণই কঠিন একটা কাজ । আমাদের কমিউনিটিতে অনেকেই খালি গলায় দারুন গান করে থাকেন । এর মধ্যে আইরিন ম্যাডাম, সেলিনা সাথী ম্যাডাম, বৃষ্টিচাকী তনয়াদ্বয়, শান্তা ম্যাডাম, নিলয় মজুমদার, সৈকত, সাজ্জাদ সোহান, বৃষ্টি ম্যাডাম, শুভ ভাই, হীরা ম্যাডাম, নূসুরা ম্যাডাম, মাহবুবুল লিমন এবং সিদ্দিকীভাই প্রভৃতি দারুন গান করে থাকেন ।

আমি নিজে গাইতে না পারলেও সঙ্গীতানুরাগী । প্রায় সব ধরণের গানই আমার ভালো লাগে । তবে সব চাইতে বেশি ভালো লাগে রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, আধুনিক এবং ব্যান্ড । তবে পল্লীগীতি এবং লালনগীতিও আমার খুবই প্রিয় । হিন্দি গান শুনতেও লাইক করি । ইংলিশ সং কম শুনি, তবে শুনতে ভালো লাগে ।

"আমার বাংলা ব্লগ" এর দু'টি ব্যাপারে স্টিমিটে আর কোনো কমিউনিটি সমকক্ষ নেই । এক. অসাধারণ সব ইউনিক রেসিপি শেয়ার করা এবং দুই. হ্যাংআউট এ দুর্ধর্ষ সব খালি গলায় গান গাওয়া । ইদানিং আরেকটা জিনিস দিন দিন খুব আকর্ষণীয় হচ্ছে । সেটি হলো "কবিতা আবৃত্তি" ।

শততম হ্যাংআউট এ এদিন সবাই খুব ভালো গান করেছিলেন । প্রত্যেকের গানই আমি খুব দারুণভাবে এনজয় করেছিলাম । আমি মনে করি এদিন হ্যাংআউট এ অংশ নেওয়া প্রায় প্রত্যেকেই গানগুলি দারুন এনজয় করেছিলেন ।

যাই হোক, শততম হ্যাংআউট এর তৃতীয় সেগমেন্টের (এন্টারটেইনমেন্ট সেগমেন্ট) সংগীত পরিবেশন পর্বে যাঁরা তাঁদের অপূর্ব শ্রুতিমধুর কণ্ঠস্বরে আমাদেরকে সংগীত পরিবেশনে মুগ্ধ করেছিলেন তাঁদের নাম পর্যায়ক্রমে হলো - নিলয় মজুমদার, মাহবুবুল লিমন, বৃষ্টি চাকীর কন্যা, বৃষ্টি, হীরামণি, সিদ্দিকী, সৈকত এবং সাজ্জাদ সোহান।


আজ আমি আমার পক্ষ থেকে এই ০৮ জন ইউজারকে কমিউনিটির ১০০তম হ্যাংআউট এ তাঁদের সংগীত পরিবেশন করার জন্য বিশেষ পুরস্কারে পুরস্কৃত করলাম ।


হ্যাংআউটে এন্টারটেইনমেন্ট পর্বে "সংগীত পরিবেশন"


অনুষ্ঠিত : ১৮ই মে ২০২৩, বৃহস্পতিবার

মোট অংশগ্রহণকারী : ০৮

মোট বিজয়ী : ০৮

পুরস্কার : প্রত্যেককে ১০ স্টিম করে মোট ৮০ স্টিম


বিজয়ী এবং পুরস্কার ঘোষণা


ABB Hangout 100 - "Music performance" :: Places & Prizes


SPECIAL PRIZE
@nilaymajumder10 STEEM
@mahbubul.lemon10 STEEM
@bristychaki10 STEEM
@bristy110 STEEM
@hiramoni10 STEEM
@hsiddiqui7910 STEEM
@saikat89010 STEEM
@sajjadsohan10 STEEM

পুরস্কার প্রদান সম্পন্ন


ABB Hangout 100 - "Music performance" :: Prize Distribution


DateFromToAmountUnitMemo
2023-05-26, 16:37amarbanglablogsajjadsohan10.000STEEM100th ABB Hangout Special Prize for Singing
2023-05-26, 16:36amarbanglablogsaikat89010.000STEEM100th ABB Hangout Special Prize for Singing
2023-05-26, 16:36amarbanglabloghsiddiqui7910.000STEEM100th ABB Hangout Special Prize for Singing
2023-05-26, 16:36amarbanglabloghiramoni10.000STEEM100th ABB Hangout Special Prize for Singing
2023-05-26, 16:35amarbanglablogbristy110.000STEEM100th ABB Hangout Special Prize for Singing
2023-05-26, 16:35amarbanglablogbristychaki10.000STEEM100th ABB Hangout Special Prize for Singing
2023-05-26, 16:35amarbanglablogmahbubul.lemon10.000STEEM100th ABB Hangout Special Prize for Singing
2023-05-26, 16:34amarbanglablognilaymajumder10.000STEEM100th ABB Hangout Special Prize for Singing

------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)


তারিখ : ২৬ মে ২০২৩

টাস্ক ২৭৭ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 29ed6c7aa42ceacc9d03ccfce684ae2cb67be99842669e3798d7af8d0831d380

টাস্ক ২৭৭ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



আমার বাংলা ব্লগ এ আসার পর আমার মেয়েকে গান গাওয়ার সুযোগ করে দেওয়া জন্য দাদা আপনাকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ জানাই।🙏🙏প্রথম থেকেই হ্যাংআউট এ গান গাইতে পেরে আমি এবং মেয়ে দুজনেই অনেক খুশি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তার উপরে আবার টাকাও পাচ্ছি এটা কখনোই ভাবিনি।দাদা আপনার মতো উদার মানসিকতার মানুষ আছে বলেই হয়তো পৃথিবীটা এখনো এতো সুন্দর। হ্যাংআউট এর বিশেষ পুরস্কার দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই দাদা।শুভকামনা রইলো।🙏🙏💙

Upvoted! Thank you for supporting witness @jswit.

১০০ তম হ্যাংআউটে সবাই বেশ ভালো গান করেছিলেন। বিশেষ করে সিদ্দিকী ভাইয়ের গান শুনে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। যারা গান পরিবেশন করেছিলেন তাদের সবাইকে পুরষ্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।

১০০ তম হ্যাংআউটে যারা গান পরিবেশন করেছিলেন তাদেরকে পুরস্কৃত করেছেন দেখে ভালো লাগলো দাদা। পুরস্কার পেতে সত্যি অনেক ভালো লাগে। আর বিশেষ দিনে পুরস্কার পেতে আরো বেশি ভালো লাগে। আমরা যেন এভাবেই এগিয়ে যেতে পারি এই কামনাই করি।

শততম হ্যাংআউটের পর থেকে এই পর্যন্ত পরপর প্রত্যেক পার্টিসিপেন্টকে আপনি পুরস্কৃত করছেন। অনুভূতি শেয়ার করার পরিপ্রেক্ষিতেও আপনার তরফ থেকে আলাদা ভাবে পুরষ্কার পেয়েছিলাম। সেদিন যখন গান গাওয়ার জন্য আমাকে বলা হয়েছিল তখন সত্যি খুব আনন্দে ছিলাম। তাছাড়া আমি নিজে গান গাওয়ার জন্য অনেক বেশি আগ্রহী ছিলাম। আবারো আপনার তরফ থেকে গিফট পেয়ে সত্যি খুব ভালো লাগছে দাদা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১০০ তম হ্যাং আউট পর্বটি তে অনেক গুলো সিগম্যান্টে পুরুস্কার দেওয়া হয়। তার মধ্যে গান একটি সিগমেন্ট ছিল। সে দিন যারা গান করেছিল তারা প্রত্যেকেই ভালো করেছি। তবে দাদা কে একটি ধন্যবাদ না দিলে হচ্ছে না তার অক্লান্ত পরিশ্রমে গড়া এই কমিউনিটি। আর প্রতিটি প্রোগ্র্রামে অনেক অনেক পুরুস্কার নিয়ে দাদা উপস্থিত হয়।

আমার বাংলা ব্লগ কমিউনিটির ১০০তম হ্যাংআউট আমরা সকলেই অনেক উপভোগ করেছি দাদা। আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি না থাকলে হয় তো আমরা সবাই এক ছাতার নিচে আসতে পারতাম না। ১০০ তম হ্যাংআউট যারা যারা গান গেয়েছিলেন তাদের প্রত্যেকের গান অসাধারণ ছিল এবং অসাধারণ কবিতা আবৃত্তি ও আমরা উপভোগ করেছিলাম। আপনার স্পেশাল পুরস্কারের জন্য আবারো ধন্যবাদ দাদা।।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

একদমই তাই দাদা ,হ্যাংআউটের বিনোদন পর্ব টা খুবই মন্ত্রমুগ্ধ ভাবে উপভোগ করেছিলাম ।প্রত্যেকেই অসাধারণ সুন্দর গান করেছিলেন। খালি গলায় গান গাওয়াটা সত্যিই খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। তা সত্ত্বেও আমরা প্রতিনিয়ত প্রতি সপ্তাহের হ্যাংআউটে সুন্দর সুন্দর গান শুনতে পাই তাদের দক্ষতার জন্য ।যারা আপনার তরফ থেকে বিশেষ পুরস্কার পেলেন তাদের সকলকে অনেক অভিনন্দন জানাই।

আমার বাংলা ব্লগ কমিউনিটির ১০০ তম হ্যাংআউট আমার অনেক ইউজার বেশ ভালোভাবে উপভোগ করেছিলাম। আমাদের মধ্য থেকে অনেকেই ইউজার সুযোগ পেয়েছিল সংগীত পরিবেশন করার জন্য। যে সকল ইউজার সংগীত পরিবেশনা করেছিল সকলকে দশ স্টিম করে পুরস্কার দিয়েছে আমাদের কমিউনিটির ফাউন্ডার / আমাদের বড় দাদা। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

অনেক বেশি ভালো লাগলো দাদা আপনি সবাইকে উৎসাহ ও অনুপ্রেরণা দেয়ার জন্য সারপ্রাইজ গিফট দিয়েছেন দেখে। সত্যি বলতে এর আগে দেখতে পেয়েছিলাম দুটো পোস্ট একটা হচ্ছে অনুভূতি শেয়ারের এবং আরেকটা হচ্ছে যারা আবৃত্তি করেছে এই দুই ক্যাটাগরিতে আপনি প্রাইজ পাঠিয়েছেন। এখন দেখতে পাচ্ছি তৃতীয় নাম্বার ক্যাটাগরিতে সংগীত পরিবেশন যারা করেছে তাদেরকেও প্রাইজ পাঠিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ দাদা ভালো লাগলো দেখে।

১০০তম হ্যাংআউটের দিনটি মনে থাকবে বহুদিন।
একটি বিষয় দাদা আমার কাছে খুবই ভালো লাগলো
৮ জন অংশগ্রহণ করেছে আপনি আটজনকে বিজয়ী করে পুরস্কার দিয়েছেন
সত্যিই এমন উৎসাহ দেওয়া একমাত্র আপনার পক্ষেই সম্ভব।।

১০০তম হ্যাংআউটে গান গেয়ে বিশেষ পুরস্কার পেয়ে সত্যিই খুব খুব ভালো লাগছে। ১০০তম হ্যাংআউট ভিন্নভাবে আয়োজন করার কারণে আমরা অনেক অনেক আনন্দ উপভোগ করেছিলাম। আর এই আনন্দ আমাদের সবসময় মনে থাকবে। হাটি হাটি পা পা করে আমার বাংলা ব্লগ যেমন ১০০ তম হ্যাংআউটে পদার্পণ করেছে, ঠিক তেমনিভাবে আমার বাংলা ব্লগ যেন এক ১০০০ তম পর্বে পদার্পণ করে এই প্রত্যাশা করছি। অনেক অনেক ধন্যবাদ দাদা, বিশেষ পুরস্কার প্রদান করে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য।

আমার বাংলা ব্লগ কমিউনিটির ১০০ তম হ্যাংআউট উপলক্ষ্যে সংগীত পরিবেশনকারীদের কে সম্মানজনক পুরস্কার দেয়ার বিষয়টি সত্যি অসাধারণ একটি উদ্যোগ। প্রিয় দাদা, আপনার দেওয়া এই পুরস্কার পেয়ে নিশ্চয়ই সংগীত পরিবেশন কারী শিল্পীরা অনেক সন্তুষ্টি হয়েছে। এভাবে সকল বিষয়ে পুরস্কার দেওয়াটা নিঃসন্দেহে আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য একটা উন্নতর দিক।

দাদা আপনি ঠিক বলেছেন আমাদের হ্যাং আউটে দারুন দারুন কবিতা আর গান পরিবেশন করা হয়ে থাকে। রেসিপির কথা বলা বাদ রাখলাম। কারন এত মজার মজার রেসিপি পৃথিবীর আর কোন কমিউনিটিতে নেই। আর শততম হ্যাং আউটে আপনার পুরষ্কার পেয়ে সবাই অনেক খুশি হয়েছে। ধন্যবাদ দাদা।