কেমন আছেন সবাই ? কয়েকদিন ধরে খুবই ব্যস্ততার সাথে দিন কাটাচ্ছি । "আমার বাংলা ব্লগে" সময় প্রায় দেই-ই না বলতে গেলে এখন । অলটাইম নিজের বিজনেস এর কাজে বিজি থাকছি । আমার ভাই না ফেরা পর্যন্ত এইরকমই বিজি থাকবো । ডিসকোর্ডে তাও কিছুটা সময় দিতে পারছি, কিন্তু "আমার বাংলা ব্লগের" জন্য দিনের মধ্যে মাত্র ১ ঘন্টা সময় বের করতে পারছি ।
সেই কারণে না পারছি গল্প লিখতে না পারছি অন্যদের লেখা পড়তে । না পারছি ভালো কিছু ক্রিয়েটিভ জিনিস শেয়ার করতে । যাই হোক আজকেও একটা ফাঁকিবাজি পোস্ট করতে বসেছি, নিজের পুরোনো কয়েকটি randomly সিলেক্টেড আর্ট শেয়ার করতে চাইছি । টাইম নেই , টাইম নেই :(
মূলতঃ যাঁরা আর্ট ভালোবাসেন আশা করি তাঁদের কিছুটা হলেও আনন্দ দিতে পারবে আমার আজকের এই পোস্টটি । পোস্টটি সাজানো হয়েছে মোট ৩২টি আর্ট দিয়ে । ডিজিটাল আর্ট সবগুলিই । আমার ব্যস্ত জীবনে রং তুলি ক্যানভাস নিয়ে বসার টাইম পাই না । রং-তুলি দিয়ে আর্ট করতে আমি আরো বেশি সাচ্ছন্দ্য বোধ করে থাকি ।কিন্তু, শুধুমাত্র সময়ের অভাবে পারি না ।
আমার নিচের এই ৩২ টি আর্টের মধ্যে ৩ টি ফাইন আর্ট, ৩ টি স্কেচ, ২টি 3D আর্ট আর বাকি ২৪ টি হলো বিমূর্ত আর্ট বা অ্যাবস্ট্রাক্ট আর্ট । আমি নিজে অ্যাবস্ট্রাক্ট আর্ট লাভার । আমার কল্পনার ডানা মেলে অবাধে বিমূর্ত আর্টগুলোর মাঝে ।
ফাইন আর্ট হলো জাগতিক যে কেন বস্তু, প্রাণী বা পরিবেশকে হুবহু সুন্দর আর্টের রূপ দেয়া আর বিমূর্ত বা abstract আর্ট হলো বিভিন্ন রঙের এমন কম্পোজিশন তৈরী করা যাতে জাগতিক কোনো কিছুর সাথে হুবহু দৃশ্যমান মিল না থাকে কিন্তু কল্পনায় অনেক কিছুই বোঝা যেতে পারে ।
বাস্তবের আকাশ নীল হলেও কল্পনার আকাশ কিন্তু বেগুনী হতে বাধা নেই । বাস্তবের চাইতে কল্পনা হাজার গুন্ শক্তিশালী বলে আমি মনে করি । বাস্তবে যা আমরা হরহামেশাই দেখছি সেটাকে আর্টের রূপ দেয়ার মধ্যে আমি কোনো বাহাদুরি দেখি না । কিন্তু যে আর্ট আপনাকে ভাবতে শেখায়, কল্পনা করতে শেখায়, যে আর্টের মধ্যে আপনি বাস্তব জীবনে না পাওয়া সুখটাকে উপলব্ধি করতে পারেন সেটাই সার্থক আর্ট ।
শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুরের কথায় আর্ট হলো -
"জগৎ মিথ্যা
মায়াই সত্য
ছায়া ধর
কায়া ছাড়
মেপে চলো
দীর্ঘ প্রস্থ ।"
All the above digital arts were originally done by me & were previously published in my personal blog @royalmacro
ড্রইং সেটা ডিজিটাল হোক কিংবা বাস্তব জীবনে, এটা এক ধরনের শিল্প। আমি স্কুল জীবনের পরে আর আঁকা আকি করিনি এবং এই দক্ষতাটা একেবারেই অর্জন করা হয়নি। তবে চিত্রকর্মের প্রতি একটা সংবেদনশীলতা সবসময় কাজ করে। আমার কাছে এই কাজটি অনেক কঠিন ও সৃষ্টিশীলতার ব্যাপার বলে মনে হয়।
আপনার চিত্রকর্মগুলো যদিও ডিজিটাল কিন্তু দেখে প্রথমে যে কেউ ভাববে যেন তুলি দিয়ে আকা হয়েছে। আমার কাছে অনেকগুলোই একেবারে প্রফেশনাল মানের মনে হয়েছে যেরকম কিনা চারুকলা থেকে পড়াশোনা করা কাউকে আকতে দেখি। নানান দিকে আপনার দক্ষতা সত্যিই অসাধারণ এবং মুগ্ধ করার মত।
আপনার আগের পোষ্ট দেখা হয়নি বলে এই দক্ষতার খবরটা জানা ছিল না আর আজকে তা জানা হয়ে গেল।
ডিজিটাল আউট এর ক্ষেত্রে কেবলমাত্র ডিজিটাল টেকনিক জানা জরুরী নয় বরং নিজের সৃজনশীলতা দিয়ে রঙের কম্বিনেশন মাধ্যমে তৈরি করা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ করেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা জেনে নিলাম আপনি অ্যাবস্ট্রাক্ট আর্ট লাভার। আর কি বলবো এত সুন্দর পোস্ট করেছেন আর বলতেছেন ফাকিবাজি করেছেন। আমার তো মনে হচ্ছে এত দিনে যত পোস্ট দেখেছি আজকের টাই সেরা ছিল। কি মাইন্ড ব্লইং ছিল এক এক টার চাইতে এক একটা পেইন্ট। দাদা কি গুন নেই আপনার ভিতর সেটা বলে দিন লিস্ট ছোট হবে আমার মনে হয় হাহহাহাহহা। ভালো লাগে ভাবতে এমন জ্ঞানী মানুষ এর পিছে কাজ করছি আমি 😍😍🥰🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্টিমিটে এখানে একটি সম্প্রদায় বজায় রাখা খুব সময়সাপেক্ষ। আপনার নিজের উপর সম্প্রদায়ের সমস্ত ওজন থাকা উচিত নয়।
আপনার কাজের দলকে আরও বিশ্বাস করা উচিত এবং তাদের মধ্যে আপনার কিছু দায়িত্ব ভাগ করে নেওয়া উচিত যাতে আপনি আরও স্বস্তি পাবেন।
আমি আপনাকে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যেহেতু আমি তিমি-ভেনিজুয়েলা নামে একটি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলাম এবং একই সময়ে আমি অ্যান্টি-প্ল্যাজিয়ারিজম স্কোয়াডে ছিলাম এবং দুটি শক্তিশালী অ্যাকাউন্ট পরিচালনা করতাম এবং আমি অনেক কাজ একত্রিত করতাম এবং আমি আমি আমার সমস্ত সঞ্চয় প্রত্যাহার না করা পর্যন্ত ধীরে ধীরে সম্প্রদায়কে ভুলে যাচ্ছিলাম কারণ প্ল্যাটফর্মটি যে নতুন নিয়মগুলি প্রয়োগ করছে তা আমি পছন্দ করিনি৷
আমি পরামর্শ দেবার জন্য একজন মনোবিজ্ঞানী নই তবে আমি জানি যে অনেক কাজ অনেক চাপের কারণ হয় এবং আমরা সময়ে সময়ে খারাপ মেজাজে থাকি।
উপায় দ্বারা ইমেজ খুব ভাল সংগ্রহ.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আমি আসলে প্রতিটি আর্টের দিকে তাকিয়ে প্রতিটার এক একটা মানে খুজে বার করার চেষ্টা করছিলাম , সবচেয়ে ভালো লেগেছে এবং সবচেয়ে আমাকে বেশি ভাবিয়েছে সেটি হলো-২ নাম্বার আর্ট যা অনেক ঘাস লতা বনের মাঝে একটি বট গাছ এবং আকাশে গ্যালাক্সি দেখা যাচ্ছিলো,আকাশে যে গ্যালাক্সি বা সৌরমন্ডল দেখা যাচ্ছিলো তা নিয়ে মোটামুটি আমি কল্পনায় চলে গিয়েছিলাম, কারন গরহ উপগ্রহ,গ্যালাক্সি এসব নিয়ে একটা সময় অনেক রিসার্চ করেছি। খুব ভাল্লাগে এসব নিয়ে কল্পনা করতে। এছাড়াও বাকী সব আর্ট দুর্দান্ত ছিলো। মুগ্ধ হয়ে গেছি দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার ডিজিটাল আর্ট গুলো সত্যিই অসাধারণ হয়েছে। দাদা আপনি বলেছেন এটা আপনার ফাঁকিবাজি পোস্ট। কিন্তু আমি মনে করি এটা সত্যি খুব সুন্দর একটি পোষ্ট আপনার লেখা যেমন সুন্দর আপনারা আর্টগুলো খুবই সুন্দর। দাদা আপনি আসলে যে কি পারেন না সেটাই ভাবছি। দাদা আপনি যে শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে যতটুকু সময় দিচ্ছেন এটাই অনেক। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর ডিজিটাল আর্ট গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। দাদা আপনার জন্য রইল শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা, আপনার অংকন করা চিত্র গুলো দেখে আমি প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি। কোন প্রশংসাই মনে হচ্ছে আজ আপনার এই চিত্র অংকন গুলোর সাথে মানায় না। অসম্ভব অসাধারণ সুন্দর চিত্র অঙ্কন করেছেন আপনি। দাদা সত্যি আপনি বহু গুণের অধিকারী। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। জীবনে আপনি আরও বহুদূর এগিয়ে যান আপন গতিতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্যস্ততা জীবনের একটা অংশ, আমাদের জীবনে আমরা প্রায় নানা বিষয় নিয়ে খুবই ব্যস্ত সময় পার করি কিন্তু তবুও চেষ্টা করি ভার্চুয়াল জীবনের বিষয়েরগুলোর সাথে সংযোগ থাকার।
তবে আপনি কিছু ব্যতিক্রম, যতটা দেখেছি, আমার কাছে মনে হয়েছে আপনি ডাবল সুপার কম্পিউটার, তুড়ি দিয়েই সব নিমিষেই করে ফেলেন। আপনার এক ঘন্টা আমাদের চব্বিশ ঘন্টার সমতুল্য দাদা। তবে আপনি যে আর্ট ভালোবাসেন এটা আগেই জেনেছিলাম এবং আপনার চমৎকার কিছু সৃষ্টিকর্মও দেখেছিলাম, আজ সবগুলো দেখে আপনার প্রতি আরো উচ্চ ধারণা তৈরী হলো।
সত্যি বলতে কোন রেখে কোনটার প্রসংশা করবো, সেটা বুঝতে পারছি না। এক কথায় সবগুলোই অসাধারণ। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা লেপটপে এভাবে আর্ট , আল্লাহ আমি কি বলবো , আমার কিছু বলার নাই , আপনি কোনো সাধারণ মানুষ না দাদা , আপনার মধ্যে প্রচুর দক্ষতা আছে যেটা সাধারণ মানুষের মধ্যে নেই , আমি আর্ট করি আমি জানি এটা একমাত্র প্রফেশনাল আর্টিস্টদের কাজ , দাদা আপনি পারবেন সব কিছু পারবেন , আমার মনে হয় এমন কোনো কাজ নেই যেটা আপনার পক্ষে সম্ভব না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আল্লাহ আপনাকে যা দিয়েছে প্রতিটা মানুষকে তাই দিয়েছে। তবে আপনি আপনার মেধা শক্তিকে বিকশিত করেছেন। এবং কি প্রখর করেছেন এবং কি সবার সামনে তুলে ধরেছেন। এবং সেটা আমরা দেখছি আশ্চর্য হচ্ছি এবং কি আমরা আমাদের কেউ ভাবতে শেখাচ্ছে। কি করে সম্ভব, আসলে অসম্ভব বলতে পৃথিবীতে এমন কিছু নেই, মানুষ চাইলে সবকিছু করতে পারে। তবে আমরা সবাই মানুষ, আপনার মত নয়। আমার চোখে আপনি একটু স্পেশাল। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই ভাবনার মধ্যে হারিয়ে গেছে কিছুক্ষণের জন্য। যে আপনার চিন্তাধারা এবং কি আপনার সেই চিন্তা অনুযায়ী ছবিগুলো আঁকা সত্যি অসাধারণ। আমি আমার বাংলা ব্লগে আসার আগে আমাদের চারপাশে যা কিছু আছে এবং কি ক্ষুদ্র থেকে বড় ধরনের যত কিছুই আছে আমি কখনো কোন জিনিস নিয়ে অ্যাতো বিচার-বিশ্লেষণ করিনি এমনকি এত গুরুত্ব দেইনি। কিন্তু আমার বাংলা ব্লগে এসে আমি এখন বুঝতে পারছি আসলে আট দশজনের তুলনায় আমি কিছুই জানিনা। আমার নিজের মাঝে কিছুই নেই, আমি অতি নগন্য মানুষ মাত্র। আমার বাংলা ব্লগ এসে আমি দুনিয়ার সম্পর্কে মনে হয় যেন নতুন করে শিখেছি। এবং কি নতুন করে দেখছি। সত্যি দাদা আপনি আমাদের জন্য যা কিছু করছেন বা করে যাচ্ছেন এটা আমাদের জন্য গড গিফটেড আমি মনে করি। এবং আমাদেরকে এত সুন্দর একটা পোস্ট উপহার দেওয়ার জন্য ভালোবাসা অবিরাম দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিষয়গুলো দেখতে সাধারণ মনে হলেও এর মধ্যে রয়েছে হাজারো রহস্য। রহস্যময় প্রত্যেকটি ডিজিটাল আর্ট। মূলত আপনাকে দেখেই আমিও ডিজিটাল আর্ট শিখতেছি এবং অনুশীলন করতেছি।
এই ছবিটি আমার কাছে সবথেকে রহস্যময় মনে হয়েছে। একটু গভীর চিন্তা করলে বোঝা যাবে ছবিটি দিয়ে আসলে কী বোঝানো হয়েছে। আসলেই আপনি অনেক multi-talented দাদা।
আপনার প্রতিটি মুহূর্ত সুন্দর ও আনন্দদায়ক হোক। দোয়া করি আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিক কথা বলেছেন দাদা। বাস্তবে যদি আকাশের রং নীল হয় তাহলে কল্পনায় বেগুনি হবে না কেন। মানুষের কল্পনা বৃহত্তর, সেই কল্পনা কে প্রকাশ করার জন্যই আর্ট বা চিত্র অঙ্কন করা হয়ে থাকে। মানুষের কল্পনার আবির্ভাব ঘটে চিত্রের ভেতর দিয়েই যদি সে প্রকাশ করতে জানে ছবির মাধ্যমে। আসলেই দাদা আপনি আপনার কল্পনাকে অনেক সুন্দরভাবে রং চিত্রের মাধ্যমে উপস্থাপন করেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।এতো সুন্দর একটি বিষয় আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যালো আমার বন্ধু @rme, আমি ইনস্টাগ্রামে এই ছবিগুলির কিছু দেখেছি এবং তারা কি সেগুলি আপনার কাছ থেকে চুরি করেছে৷ আপনার শিল্প যদি কিছু দায়িত্বজ্ঞানহীন লোক দ্বারা গ্রহণ করা হয় তবে এটি লজ্জাজনক। আমি আশা করি আপনি আপনার তৈরি প্রতিটি শিল্পে আপনার নাম লিখতে পারেন এবং সবাইকে জানাতে পারেন যে এটি আপনার। @rme আপনার কাছ থেকে দুর্দান্ত কিছু শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমি আশা করি আপনি এবং আপনার পরিবার সর্বদা ভাল থাকবেন এবং সর্বদা ঈশ্বরের সুরক্ষায় থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার আর্টগুলি চুরি হওয়া একেবারেই সহজ । কেননা, এগুলো আমি উন্মুক্ত ইমেজ শেয়ারিং প্লাটফর্ম imgur এ আপলোড করেছি এবং সবার সাথে শেয়ার করেছি । এছাড়াও সবগুলি আর্ট আগে আমার আর একটি স্টিমিট আইডি @royalmacro তে শেয়ার করা আছে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ. আপনি ঠিক বলেছেন এবং আমি @royalmacro Id এর অনুসারীদের একজন, আপনার অনুমতি ছাড়া কেউ আপনার শিল্প নিতে চাইলে আপনি কি অসুবিধা বোধ করবেন না। ধন্যবাদ @rme এবং আমি শুধু আপনার শিল্পকর্মের অধিকার সম্পর্কে আপনাকে অবহিত করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে চিত্রাংকন গুলো ভিন্নভাবে প্রশংসা করার। একটি থেকে আরেকটি চিত্রাঙ্কন অতি অসাধারন।
চিত্র অনুযায়ী প্রতিটি ক্ষেত্রে অনেক সুন্দর রং ব্যবহার করা হয়েছে যেটি চিত্রের সাথে সম্পূর্ণরূপে সাদৃশ্য শোরুপ।
অসাধারণ চিন্তাধারা এবং সাথে অসাধারণ আর্টিস্ট মিলিয়ে এবং অসাধারণ রং ব্যবহার করার মাধ্যমে তৈরি হয়েছে অসাধারণ কিছু ডিজিটাল আঁট।
দসেটি মনমুগ্ধকর একটি বিষয়।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার তুলনা হয় না, আসলে আপনি কি পারেন না একটু বলবেন, ২ দিন আগে একিটা পোস্ট দিলেন হরপ্পান এর মুর্তি বানালেন আজকে প্রায় ৩২ টি ডিজিটাল আর্ট। এই গুলা নিয়ে কিছু বলার নাই প্রতিটি ছবি কথা বলে।
সব গুলা জাস্ট অসাধারণ হয়েছে।
শুভকামনা রইলো দাদা 💓💓💓
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও দাদা এগুলো কি শেয়ার করেছেন এগুলোকে কি ফাঁকিবাজি পোস্ট বলে এগুলো যদি ফাঁকিবাজি পোস্ট হয় তাহলে ভালো মানের পোস্ট কোনগুলো। এত সুন্দর রং প্রত্যেকটা ছবির দিকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। অসাধারণ হয়েছে প্রত্যেকটা ছবি ।বিশেষ করে দ্বিতীয় ছবিটি মেয়ের ছবিটা দেখে মনে হচ্ছে সত্তিকারের একটি মেয়ে তাকিয়ে আছে দেখে বোঝার কোন উপায় নেই যে এটা আঁকা ছবি ।এত সুন্দর হয়েছে প্রত্যেকটা ছবির কালার গুলো এত ভালো লেগেছে আমার কাছে এক কথায় অসাধারণ। একজন মানুষের এত গুণ কিভাবে থাকে দাদা। নিয়মিত আপনার আর্ট দেখতে চাই দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার গুণের কথা বলে শেষ করার মত নয়। আপনি সবদিকেই অনেক পারদর্শী। সত্যি কথা বলতে আপনার কাজের দক্ষতা আমাকে মুগ্ধ করে দেয়। ডিজিটাল আর্ট গুলো দেখতে জাস্ট অসাধারণ হয়েছে দাদা। প্রতিটি ছবি আমাকে মুগ্ধ করেছে। তবে ছবিগুলোর দিকে যখন আমি তাকিয়ে ছিলাম তখন মনের মধ্যে নানা ধরনের কৌতূহলের সৃষ্টি হয়েছে। আমার বারবার মনে হয়েছে এই ছবিগুলোর পিছনে হয়তো অন্য কোন গল্প লুকিয়ে রয়েছে। আপনি আপনার মনের সুপ্ত গল্পগুলো আপনার আর্টের মাধ্যমে তুলে ধরেছেন। ডিজিটাল আর্ট আমার অনেক ভালো লাগে। কিন্তু আমি কখনো তৈরি করিনি। আপনার তৈরি দারুন দারুন ডিজিটাল আর্ট গুলো দেখে অনুপ্রেরণা পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
32 টি আর্টই অসাধারণ। প্রতিটি আর্ট আমার অনেক ভালো লেগেছে। আমরা যারা যারা আর্ট প্রেমী রয়েছি তাদের কাছে এই আর্ট গুলো অবশ্যই অনেক ভালো লেগেছে। প্রতিটি আর্ট অনেক নিখুঁত এবং দেখতে অনেক সুন্দর। হয়তো এই আর্ট গুলোর মাঝে লুকিয়ে রয়েছে অনেক অজানা তথ্য। যা আমাদের অজানা রয়েছে। কিন্তু আর্ট গুলো অনেক সুন্দর। আপনি এতটা ব্যস্ততার মধ্যেও এত সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট গুলো আমাদের মাঝে উপহার দিয়েছেন এটা দেখে অনেক ভালো লাগলো। আপনার দক্ষতা প্রশংসার দাবিদার। ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি এত আর্ট করেছেন আমিতো এর আগে দেখিনি ।অল্প কয়েকটি আর্ট দেখেছি আপনার।আজ একসঙ্গে আপনি সবগুলো আর্ট শেয়ার করে খুবই ভালো করেছেন আপনার অসাধারণ আর্ট গুলো সব একসঙ্গে দেখতে পেলাম। কোনটা রেখে কোনটা কে সুন্দর বলব প্রত্যেকটি একেকটি একেক রকমের সুন্দর ।আমার কাছে প্রত্যেকটি ভালো লেগেছে, তবে এর ভিতরে কিছু কিছু আর্ট অনেক বেশি ভালো লেগেছে ।আপনি সর্বগুণে গুণান্বিত একজন মানুষ। আর কিছু বলার নেই ।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি জানি দাদা আপনার প্রতিটি আর্ট কোন একটা ঘটনাকে কেন্দ্র করে আকিয়েছেন। আমি অনেক ভেবে আপনার দুটি আর্টের অর্থ খুজে য়েয়েছি একটা রেসিজম এবং দুর্ভিক্ষের। তবে এটার মাঝেও সন্ধেহের আবছায়ায় ডুবে আছি। আপনার পোস্ট দেখলেই গায়ের লোম দাডিয়ে যায় এবং অনুপ্রেরণা পাই। আপনার মাথা না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি! দাদা ভালোবাসা অবিরাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা যে এতো ব্যস্ততার মধ্যেও এতো সুন্দর আর্ট করে শেয়ার করেছেন সত্যই আর্টের মোহে পরে গেলাম । প্রতিটি ছবির ধরন আর্টের ধরন দেখে বোজা যায় অভিক্ষ না হলে এমন সুন্দর নিখুত আর্ট এবং কালার করা সম্ভব না ।দাদার হাতে জাদু আছে তাই এতো সুন্দর আর্ট আমাদের উপহার দিয়েছেন ।শুভকামনা রইলো দাদা ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ অনেক প্রতিভাবান হয় শুনেছি কিন্তু একজন মানুষের সবদিকে প্রতিভা থাকে এটা জানা ছিল না।দাদা আপনাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি, তেমন কোন সাইড নেই আপনার দক্ষতা নেই, অভিজ্ঞতা নেই। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনার পোস্ট অনেক সুন্দর হয়েছে তাই পোস্ট সম্পর্কে কিছু বলার ভাষা আমার নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে দাদা আপনি কোন বিষয়ে বেশি এক্সপার্ট এটা আমার কাছে এখনো অজানাই রয়ে গেল। মানুষ একটা বিষয়ে বেশি ভালো দক্ষতা থাকে, কিন্তু আপনি এমন একটা মানুষ যে প্রতিটা বিষয়ে খুবই দক্ষ। আজকে আপনার এই পোস্ট গুলো দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আপনার আর্ট এত ভালো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনি সত্যি প্রকৃত আর্টিস্টম্যান। আপনার প্রতিটা আর্ট আমার খুবই ভালো লেগেছে। আমার কাছে থ্রিডি পিকচার মনে হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।🌹🌺🌹
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার প্রতিটা আর্ট আমি দেখে এতটা মুগ্ধ হয়ে গেছি যে আমার মনে হয়েছে এগুলো আর্ট না এগুলো কোন থ্রি ডি পিকচার আমি দেখছি। সত্যি দাদা আপনি খুবই দক্ষতার সাথে এই আর্ট গুলো করেছেন আপনার দক্ষতার প্রশংসা করতেই হবে। আমার প্রতিটা আর্ট খুবই ভালো লেগেছে। বিশেষ করে একটি মেয়ের আর্টের পিকচারটি আমার সবচাইতে বেশি ভাল লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আমরা কিন্তু সেটা বুঝতেছি আপনি অনেক ব্যস্ত এবং গতকাল আপনার ক্লান্ত দেখে আরো ভালোভাবে বুঝেছি। আপনি যে আমাদের মাঝে সময় দিচ্ছেন এটাই আমাদের জন্য অনেক। আর দাদা আপনি বললেন না যে ফাঁকিবাজি । আমার কাছে এটা মোটেও ফাঁকিবাজি না আপনি যে ডিজিটাল আর্ট গুলো আমাদের সাথে শেয়ার করেছেন আমার দেখা সেরা ডিজিটাল আর্ট ।এত সুন্দরভাবে এগুলো বানানো হয়েছে,আর্ট করা হয়েছে যা আমি মুগ্ধ হয়ে গেছি। আমি প্রতিটি ডিজিটাল আর্টের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে ছিলাম 26 নাম্বার ডিজিটাল আর্টের দিকে আমার গভীর মনোনিবেশ হয় একজন বয়োবৃদ্ধ লোক রাস্তার পাশে কিছু একটা নিয়ে বসে আছে, তার পাশে একটি থালা গ্লাস ।কোন এক ভাবনার জগতে হারিয়ে গেছে তিনি তিনি ভাবছেন তার দৈনন্দিন জীবনের অভাব-অনটনের কথা অসহায়ত্বের কথা। এছাড়াও প্রতিটি ডিজিটাল আর্টের একটা ভিন্ন ভিন্ন অর্থ অন্তর্হিত আছে। এই আর্ট গুলোর মাধ্যমে সত্যি কল্পনার জগতে হারিয়ে গিয়েছিলাম ভেবেছিলাম কি আছে এর পেছনের গল্প সত্যি বলতে প্রতিটি শিল্পীর রংতুলির পেছনে থাকে হাজারো গল্প ।তাকে বাস্তব জীবনের নানা অভিজ্ঞতা মেশানো গল্প।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি দাদা আমি অবাক হয়ে গেছি, আপনি প্রতিটা বিষয়ে দক্ষ, আপনি সকল কাজই খুবই সুন্দরভাবে করতে পারেন, কোন বিষয়ে আপনি খারাপ না ।আপনার এই আর্ট গুলো দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আপনি খুবই সুন্দরভাবে আর্ট গুলো করেছেন। প্রতিটা আর্ট আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে লাজুক খ্যাঁকের আর্ট গুলো আমার সবচাইতে বেশি ভালো লেগেছে, অসাধারণ দেখতে খুবই সুন্দর লাগছে। আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। আপনি সত্যি খুবই দক্ষ ব্যক্তি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন দাদা বাস্তবের সাথে মিল রেখে যে সবসময় ড্রইং করতে হবে এমন কোন কথা নেই। কল্পনার রঙে রঙিন করে যেসব ড্রইং আপনি করেছেন তা সত্যিই অনেক প্রশংসার যোগ্য। আমার একটা বিষয় চিন্তায় আসে না আপনি একটি মানুষ হয়ে সবকিছু কিভাবে এত সুন্দর ভাবে সামলে নেন। আপনার কাছে অনেক কিছু শেখার আছে, দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই কথাগুলো আমার কাছে এতো ভালো লেগেছে যে বলে বোঝানো যাবে না। একদম বাস্তব কথা বলেছেন । আমরা অনেক কিছুই কল্পনা করতে পারি। কিন্তু বাস্তবে তো সবকিছু করা সম্ভব নয়। আবার কল্পনার বিষয়টি শুধুমাত্র আর্টের মাধ্যমেই বাস্তবে রূপ দেয়া সম্ভব।
আপনি তিন প্রকারের আর্টের বিষয়টি খুব সুন্দর করে বর্ণনা করেছেন। আমাদের মত যারা এই ধরনের আর্ট তেমন বুঝি না তাদের জন্য বুঝতে খুব অসুবিধা হয়েছে। আপনার আর্ট গুলো দেখতে খুব সুন্দর লাগছে ।শেয়ালের এবং মেয়ের আর্টটি চমৎকার হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও সত্যি দাদা, আপনার অনেক গুন,যা না বলেই নয়।সত ব্যস্ততা নিয়ে যে আর্ট গুলো করলেন, অনেক সুন্দর হয়েছে। বিভিন্ন রকমের রং দিয়ে আর্ট গুলো দেখলে, এমনেই মন ভালো হয়ে যায়। বাস্তবে আকাশের রঙ নিল সাদা হলেও কল্পনায় আকাশের রঙ মনের মত করে দেওয়া যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদার প্রতিটি আর্ট খুবই সুন্দর। আর্টের মধ্যে অনেক মনের মাধুরি মিশিয়ে তৈরি করেছেন। বর্তমানে অনেক অনেক ব্যস্ততার কারণে অনেক নতুন কিছু তৈরী করার সময় পাচ্ছেন না।তবে হয়তো কিছু টা আবার যখন কাজের মধ্যে থেকে পাবেন আবার হয়তো আমরা এত সুন্দর সুন্দর ক্রিয়েটিভ নতুন কাজ দেখবো। অসংখ্য ধন্যবাদ দাদা আপনার অসাধারণ কিছু চমৎকার ক্রিয়েটিভ আর্টগুলি আমাদের মাঝে ভাগ করার জন্য। শুভেচ্ছা অবিরাম দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মাঝেমধ্যে ভাবতে ইচ্ছে করে আপনি কি পারেন না দাদা!মানুষের কল্পনা শক্তি নাকি মাঝেমধ্যে শুনি অনেক প্রখর হয়। আজকে তার প্রমাণ ও পেলাম।সত্যিই খুব দারুণ। একটার চেয়ে একটা অসাধারণ। কোনটা ছেড়ে যে কোনটা সুন্দর বলবো বুঝিনা!অথবা কোনটা যে বেশি ভালো বলবো তাও বুঝতে পারছিনা। আমি অবাক হয়ে গেলাম দাদা।এতো সব সামলিয়েও আপনার কাজগুলো এতোটাই দারুণ!!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার প্রতিটি ছবি কোন না কোন বিষয়বস্তু নিয়ে আঁকা। কিছু ছবি তো এতটাই কঠিন হয়ে যায় তার ভাষা বুঝতে। তবুও কয়েকটি মোটামুটি বুঝেছি। বরবরই আপনার ডিজিটাল অংকন আমার ভালো লাগে। তবে একটা বিষয় জানলাম আপনার অনেক ছবি আপনি imgur এর মতো জায়গায় দিয়ে রেখেছেন যাতে যে কেউ ব্যাবহার করতে পারে। আমি সত্যিই অবাক।
দাদা যদি কখনও সময় পান এই ছবিটির প্রেক্ষাপট একটু যদি বলেন ☺️ সত্যিই খুব ভালো লাগবে। এটি আমি বুঝতে পেরেও পারছিনা। এর প্রতি আমার বিশেষ আগ্রহ রয়েছে। আমার মনে হয় বিশেষ কোন অর্থ রয়েছে ছবিটার। তবে আমার মনে হয় একজন অসহায় মানুষ তীব্র আক্রমনের শিকার হয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙের এমন অপরুপ ব্যবহার চোখ জুড়িয়ে গেলো। বিমুর্ত ছবিগুলো দারুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিজিটাল আর্ট অনেক কঠিন ভাই। আপনি যেভাবে উপস্থাপন করেছেন তা অনেক সুন্দর।
"শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুরের কথায় আর্ট হলো -
"জগৎ মিথ্যা
মায়াই সত্য
ছায়া ধর
কায়া ছাড়
মেপে চলো
দীর্ঘ প্রস্থ ।" " কথা মানানসই আপনার উপস্থাপনরার সঙ্গে । শুভেচ্ছা রইল ভাইয়া ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার ডিজিটাল আর্টগুলো ভালো লাগলো। আর্টের শ্রেণীবিভাজন সম্পর্কে আমার তেমন কিছু জানা ছিল না আপনার পোষ্টের কল্যাণে অনেক কিছু জানতে পারলাম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই দাদা আপনার ডিজিটাল আর্ট গুলো দেখে আমি অভিভূত হয়ে গেলাম। কিভাবে সম্ভব এত সুন্দর ডিজিটাল আট করা। এগুলো আট করতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে। একটার পর একটা দেখে মন জুড়িয়ে গেল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
yep. imagination is stronger than reality! i agree. nice drawings.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আমি ডিজিটাল আর্ট গুলোর মধ্যে কয়েকটি থ্রিডি ছবি দেখলাম । দারুন সব বিশেষ করে মানুষের মাথা ও নেকরে হবে হয়তো। যাই হোক বাকী ছবি গুলো কঠিন অর্থ বহন করে। যে যেভাবে ভেবে নেয়। কারন ছবি তো মনের কথা বলে । চিন্তা শক্তি প্রখর আর ক্রিয়েটিভ মেনটালিটি না থাকলে এমন ছবি আঁকা সম্ভব নয়। যে গুন গুলো আপনার মধ্যে বিদ্যমান।যদি আরো ছবি থাকে তাহলে শেয়ার করবেন। শুভেচ্ছা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আর্টের জন্য ভাল হার্টের প্রয়োজন। হৃদয় যার সুস্থ, পৃথিবী তার কাছে স্বর্গ।
ধারনার প্রকাশ যখন আচড়ে উঠে আসে, তখনই মানুষ শিল্পী মনের গভিরতা খুজে থাকে। অসিম কিছু ধারনা জ্ঞানীদের কাছেই পাওয়া সম্ভব। আমার মত মুর্খের কাছে নয়। আশীর্বাদ রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিমূর্ত চিত্রগুলি এক ধরণের মিডিয়া যা বিভিন্ন উপায়ে খুব দরকারী। এটি একটি উদ্ধৃতি পটভূমি বা ভিড় থেকে দাঁড়ানো একটি ওয়েবসাইট পটভূমি হিসাবে দরকারী হতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অসম্ভব সুন্দর আর্ট করেন, আপনি বলছেন আপনি আর্ট করার সময় পান না। তারপর আপনার হাজার ব্যস্ততার মাঝেও একটু একটু করে সময় বের করে যে সুন্দর আট গুলি করেছেন তা সত্যিই অসম্ভব দৃষ্টিনন্দন হয়েছে। আপনি একজন সত্তিকারের আর্ট লাভার, রঙতুলি যেন আপনার আর্ট করার জন্য বারবার আঁকড়ে ধরে। এইজন্য মনে হয় আপনার এত সুন্দর আর্ট করা সম্ভব হয়েছে। আপনার সবকটি আর্ট অনেক ভালো লেগেছে আমার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর কয়েকটি ছবি উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসম্ভব সুন্দর একেকটা আর্ট। জীবন্ত কর্ম বললেও ভুল হবে। আর্ট যো একটা শিল্প তা আপনার এই পোস্টের মাধ্যমেই ফুটে উঠেছে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit