ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ৯২ (১২-০২-২৫ থেকে ১৮-০২-২৫)

in hive-129948 •  5 days ago 


বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ৯২ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @maksudakawsar

পুরস্কার : $২৫ এর দুটি আপভোট


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার


SERIALAUTHORUPVOTEPOST LINK
01@maksudakawsar$25 UPVOTEলাইফ স্টাইল পোস্ট - ব্যস্ত জীবনের ছুটির দিনও কেটে গেল ব্যস্ততায়
02@maksudakawsar$25 UPVOTE ফটোগ্রাফি পোস্ট- নার্সারি হতে কিছু ফুলের ফটোগ্রাফি

অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


অথরের নাম - মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছেন। তিনি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তিনি ভালোবাসেন মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। ভালোবাসেন গান শুনতে এবং গাইতে। আর অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসেন। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে উনার বেশ ভালো লাগে।স্টিমিট প্লাটফর্ম এ যুক্ত হয়েছেন ২০২২ সালের মার্চ মাস এ।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ৩ বছর মাস চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :


Screenshot_2025-02-24-23-16-42-864-edit_com.android.chrome.jpg


তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPPeTyUFZZmS2iBYoZtiE4axERbwN2M9AddLTfYEapGAh2VDJxnGZhjiNkB9ErVTn8wNpJZaPnN.png

ট্রাভেল পোস্ট- "কাশফুলের জন্য পূর্বাঞ্চলে কিছুটা সময়- শেষ পর্ব " - written by @maksudakawsar •12/02/2025

মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে কিন্তু মন্দ হয় না । কারন কোথাও ঘুরতে গেলে মনের সাথে সাথে দেহেও ফিরে আমে প্রাণ চঞ্চলতা আর সতেজতা। তাই তো মাঝে মাঝে ঘুরতে যেতে চেষ্টা করি। আর এই কারনেই মাঝে মাঝে চেষ্টা করি একটু ঘুরে বেড়াতে। আর এই কারনেই কিছুদিন আগে চলে গিয়েছিলাম পূবাঞ্চলে উদ্দেশ্য …

উনার ট্রাভেল পোস্ট আমি অনেক সময় দেখে থাকি এবং আমার মনে হয় উনি কিছুটা সময় পেলেই ঘুরাঘুরি করার চেষ্টা করেন। আর উনি যেহেতু একজন কর্মজীবী। সেক্ষেত্রে আসলে এটা অনেক কষ্ট এবং অনেক সময়ের ব্যাপার। কিন্তু এটা দেখে বেশ ভালো লাগে যে, উনি তাও আসলে ঘুরাঘুরি করার কিংবা একটু মাঝেমধ্যে বাইরে যাওয়ার চেষ্টা করেন। যেটা আমরা অনেকেই করি না। কারণ সব সময় শুধু কাজ করলে হবে না। একটু ঘুরাঘুরি করতে হবে। আমাদের মাইন্ড ফ্রেশের জন্য এবং আমাদের শরীরও এতে ভালো থাকে। যাই হোক, উনার এই কাশফুলের ছবিগুলো দেখতে পেয়ে ভালো লেগেছে। তবে সত্যি কথা বলতে তেমন একটা দেখতে পাইনি। তবে দূরের ছায়া গুলো দেখে মনে হয়েছে যে কাশফুলের মতোন। যাইহোক, উনার ঘুরাঘুরি সম্পর্কে জেনে ভালো লাগলো।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPPeTyUFZZmS2iBYoZtiE4axERbwN2M9AddLTfYEapGAh2VDJxnGZhjiNkB9ErVTn8wNpJZaPnN.png

ছবিটি @maksudakawsar এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPXjoYzrUw1fL1rBZE7Hzdi8TypEvJwxVHngjzHsF7fNb2FJjMb62nayKbmUu9niKscZCZTXdj22tf5ehtWUHBxGad5Fi2Bjk2.png

জেনারেল রাইটিং:-"যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম"II written by @maksudakawsar • 15/02/2025

প্রতিদিনই চেষ্টা করি আমি আপনাদের মাঝে সুন্দর করে কিছু লিখে উপহার দেওয়ার জন্য। চাই আমাদের চারদিকের মানুষগুলোর মধ্যে কষ্টগুলো কে আমার লেখার যাদুতে আপনাদের মাঝে তুলে ধরতে। আসলে সত্যি বলতে আজ কেন জানি মনটা অনেক …

এটা উনি একেবারেই একটি সত্য কথা বলেছেন এবং আমি উনার সাথে একমত আসলে আমি একমগ।অনেক মানুষ দেখেছি, যাদের জ্ঞান অনেক সীমিত কিংবা যারা কোনো কোনো বিষয় সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। কিন্তু এতো অতিরিক্ত কথা বলে যে, সেখানে যারা উপস্থিত থাকে কিংবা যারা আসলে সেই বিষয় সম্পর্কে জ্ঞান রাখে। তাদের চেয়েও বেশি কথা বলে এবং এটা আমার কাছে অনেক বেশি বিরক্তিকর মনে হয়। কারণ কোনো কিছু সম্পর্কে আমরা যদি জ্ঞান রাখি।তবে তা নিয়ে সুন্দর ভাবে, ভালো ভাবে কাজ করা উচিত এবং সেটাই প্রয়োজনীয়।কারণ এটা আমরা সকলেই দেখি যে, যারা কোনো কিছু সম্পর্কে অনেক দারুন জ্ঞান রাখে। উনারা সুন্দরভাবে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPXjoYzrUw1fL1rBZE7Hzdi8TypEvJwxVHngjzHsF7fNb2FJjMb62nayKbmUu9niKscZCZTXdj22tf5ehtWUHBxGad5Fi2Bjk2.png

ছবিটি @maksudakawsar এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

nfmjGBnmM86x1LbpdC6b8c37sfeUY4HFnRbUhiePR8qnN2NQk76Jo7RdWE2ycnvS6RBmzTSbTueCf2LL7gb85tCYwMX4AchPb3CiZjka3K...Y6C8fQwfRBSUkF4CiQg546Pm5J7KTmHkwogmH2DJcBnD6dsd1HFaSUC4CJTuBu8Gn4ru5NeD44r4FA9Ucbq7twSsdrYAHnTptPZAp1MEJTxWejWudePicUFt22.png

একগুচ্ছ অনু কবিতা-প্রিয় তোমার জন্য || Original Poetry by @maksudakawsar • 21/02/2025

অনু কবিতা কি বা কাকে বলে হয়তো আগে জানতাম না। বুঝতাম না কি করে লেখবো মনের ভিতর লুকিয়ে থাকা কবিতার লাইনগুলো।কিন্তু প্রিয় এই কমিউনিটিতে কাজ করে জানতে পারলাম যে অনু কবিতা কি। মাঝে মাঝে নিজের মনের গভীর হতেই ভেসে …

যেহেতু আমি একজন কবিতা প্রেমী মানুষ। এক্ষেত্রে স্বাভাবিকভাবে কবিতা পড়তে আমি অনেক বেশি ভালোবাসি। আর কেউ যদি কবিতা লিখে, তাহলে আমি সবসময় সেগুলো পড়ার চেষ্টা করি। কারণ যেহেতু ব্যস্ততার কারণে খুব একটা কবিতা পড়া হয় না কিংবা খুব একটা বই পড়া হয় না। সে ক্ষেত্রে কোনো কবিতা যদি সামনে পাই কিংবা কোনো কবিতা যদি দেখি। তাহলে সেই কবিতাগুলো পড়ার চেষ্টা করি। কারণ উনার কবিতা সব সময় দারুণ হয় তাই। আর বিশেষ করে উনার প্রথম কবিতাটি আমার বেশ ভালো লেগেছে। আসলে আমরা সবসময় আমাদের প্রিয় মানুষদের নিয়ে স্বপ্ন দেখি, নানান ধরনের স্বপ্ন দেখি। যেখানে হয়তো আমরা অনেক কাল্পনিক চরিত্রের মধ্যেও হারিয়ে যাই। কারণ, ভালবাসার মানুষকে নিয়ে কল্পনা করাটাই খুব আনন্দের।

nfmjGBnmM86x1LbpdC6b8c37sfeUY4HFnRbUhiePR8qnN2NQk76Jo7RdWE2ycnvS6RBmzTSbTueCf2LL7gb85tCYwMX4AchPb3CiZjka3K...Y6C8fQwfRBSUkF4CiQg546Pm5J7KTmHkwogmH2DJcBnD6dsd1HFaSUC4CJTuBu8Gn4ru5NeD44r4FA9Ucbq7twSsdrYAHnTptPZAp1MEJTxWejWudePicUFt22.png

ছবিটি @maksudakawsar এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

8th8uW8KLF3eHoH9cVXk2SSr6eVkAARdFgoTu5NcF2rAG2SVgQHoJKjc1GS5KG36XVUz2cZECYV7dFF1ZennTQGQ4TK6SdYmKYVTqpiJn7nqrAA4bn1TD1iz12zs1fAsdoqUnrGvFooz5HEvdumWfQooWCSV77BS28eg75BtUPxejnpt8pZ16b7qin.png

লাইফ স্টাইল পোস্ট - ব্যস্ত জীবনের ছুটির দিনও কেটে গেল ব্যস্ততায় || Written by @maksudakawsar • 22/02/2025

সত্যি বলতে মাঝে মাঝে মনে হয় আমাকে যদি চাকুরী করতে না হতো। আমি যদি বাসায় থাকতে পারতাম তাহলে হয়তো জীবন টাকে আরও অন্য ভাবে গুছিয়ে নিতে পারতাম। পারতাম মনের মত করে একটু শান্তির ঘুম ঘুমাতে। পারতাম এক কাপ চা হাতে জানালার কিনারে বসে সকালের মিষ্টি রোদে চুপ চুপ করে চা খেতে। …

কর্মজীবী মানুষ কিংবা কর্মজীবী মহিলাদের আসলে কি পরিমাণ কষ্ট হয়, সেটা ভাবলেই অবাক লাগে। কারণ উনাদের ঘরে যেমন কাজ করতে হয়। ঠিক একইভাবে সমানতালে বাইরে কাজ করতে হয়। আর ঘরে এবং বাইরে সব একসাথে কাজ করা সত্যি খুব কষ্ট। তাই যারা কর্মজীবী মানুষ কিংবা কর্মজীবী মহিলা রয়েছে। উনাদের জন্য আমার মন থেকে শ্রদ্ধা জানাই, কারণ সত্যিই বেশ কষ্ট করেন। আর উনার বিষয়টি পড়ে আসলে কষ্ট লাগলো। কারণ চাকরিজীবী কিংবা চাকরি জীবনটাই এমন।কোনো স্বস্তি নেই, কোনো ছুটি নেই। কারণ আপনি সারাক্ষণ কাজ করতে পারবেন। কিন্তু একদিন ছুটির জন্য যদি বলেন। তাহলে সেখানে অবশ্যই অনেক কৈফিয়ত দিতে হবে। আর সেখানে কৈফিয়ত দিয়েও যে আপনি ছুটি পাবেন, তার কোনো গ্যারান্টি নেই। যাইহোক, আশা করছি উনি উনার জীবনকে সুন্দর ভাবে গুছিয়ে নিয়েছেন। কারণ এটাও একটা কথা যে, যাদের জীবনে আসলে কাজ থাকে না। উনারা সত্যি একটা কাজের সন্ধানে থাকেন।

8th8uW8KLF3eHoH9cVXk2SSr6eVkAARdFgoTu5NcF2rAG2SVgQHoJKjc1GS5KG36XVUz2cZECYV7dFF1ZennTQGQ4TK6SdYmKYVTqpiJn7nqrAA4bn1TD1iz12zs1fAsdoqUnrGvFooz5HEvdumWfQooWCSV77BS28eg75BtUPxejnpt8pZ16b7qin.png

ছবিটি @maksudakawsar এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQbpvTYavLaJP6ZbU8GDJHcg15i6ssx8vdozukr3N23NJtpFHudrTxadPYNteaxW7CX5ky5kY2S.png

ফটোগ্রাফি পোস্ট- নার্সারি হতে কিছু ফুলের ফটোগ্রাফি ||original photography by @maksudakawsar • 23/02/2025

আমার কাছে ফটোগ্রাফি করা একটি আর্ট। আর সেই ফটোগ্রাফি যদি করা যায় মনের মনের মাধুরী মিশিয়ে তাহলে কিন্তু ফটোগ্রাফি হয়ে উঠে বেশ আকর্ষনীয় এবং দৃষ্টিনন্দন। অবশ্য সবার পক্ষে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা হয়ে উঠে না। তবে আমরা যদি ক্যামেরার…

উনার ফটোগ্রাফির হাত দেখি বেশ ভালো আর নার্সারিতে আসলে ফটোগ্রাফি করেও অনেক মজা। কারণ অনেক কিছুর ছবি তোলা যায়। বিশেষ করে বিভিন্ন ফুলের ছবি তোলা যায়। কারণ ফুলের ছবিগুলো সুন্দর ভাবে একটু কাছে গিয়ে ফোকাস করে যদি ক্যাপচার করা যায়। তাহলে সেগুলো দেখতেও বেশ ভালো লাগে। আর তার উপরে যদি একটু পানির ছোঁয়া থাকে, তাহলে কথায় নেই। অর্থাৎ এটা আপনাদের একটু খেয়াল করে দেখবেন যে, গাছের কিংবা ফুলের উপরে যদি একটু পানি থাকে কিংবা শিশির থাকে। তাহলে কিন্তু সেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আর উনার ফটোগ্রাফিগুলোতেও সেটা পরিলক্ষিত। আর উনার ফটোগ্রাফির হাত বেশ ভালো বলা চলে। কারণ ছবিগুলোর কোয়ালিটি বেশ ভালো।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQbpvTYavLaJP6ZbU8GDJHcg15i6ssx8vdozukr3N23NJtpFHudrTxadPYNteaxW7CX5ky5kY2S.png

ছবিটি @maksudakawsar এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

ধন্যবাদ জানাই আমাদের কমিউনিটিকে এতো সুন্দর সুন্দর কোয়ালিটিফুল পোস্ট উপহার দেওয়ার জন্য। কারণ প্রতিটি পোস্টের বানান,মার্কডাউন,ছবি সবকিছুই বেশ সুন্দর ছিলো।আশা করছি ভবিষ্যৎ এও এমন আরো সুন্দর সুন্দর পোস্ট দেখতে পাবো।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@maksudakawsar আপুকে “ব্লগার অব দ্য উইক – ফাউন্ডারস চয়েজ” নির্বাচিত হওয়ার জন্য অনেক অভিনন্দন। আপু বেশ ব্যস্ত মানুষ। তবুও তিনি দু'দিক বেশ সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন। তিনি সব সময় দারুণ সব লেখা শেয়ার করেন যা প্রশংসার দাবিদার। শুভকামনা রইলো আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

@maksudakawsar আপুকে “ব্লগার অব দ্য উইক – ফাউন্ডারস চয়েজ” নির্বাচিত হওয়ার জন্য হৃদয় থেকে অভিনন্দন। আপুর দারুণ সব লেখা এবং সক্রিয় উপস্থিতি সত্যিই প্রশংসার দাবিদার। এমন স্বীকৃতি প্রাপ্তি তার নিষ্ঠারই প্রতিফলন। আশা করি, সামনে আরও সুন্দর সুন্দর পোস্ট দিয়ে আমাদের মুগ্ধ করবেন। শুভকামনা রইলো আপু।

এইবারে ব্লগার অফ দ্য উইক হিসেবে একেবারে যোগ্য ব্যক্তিকে নির্বাচন করেছিলেন দাদা। মাকসুদা কাওসার আপুর পোস্টগুলি ভীশন কোয়ালিটি সম্পূর্ণ হয়ে থাকে। ব্লগার অফ দা উইক তথা ফাউন্ডার চয়েস হিসেবে মনোনীত হওয়ায় ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি ওনার কাজের ধারাবাহিকতা সঠিক এবং বজায় থাকবে।

ফাউন্ডারস চয়েসে মাকসুদা কাওসার আপু এই সপ্তাহের ব্লগার অবস্থায় উইক হয়েছেন। আপুর প্রতিটা পোস্টই আমি পড়ে থাকি। বেশ ব্যস্ততার মধ্যে উনি এখানে নিয়মিত ব্লগিং করেন যা সত্যিই প্রশংসনীয়। আসলে মেয়েরা যে রাঁধে সে চুল বাঁধে। আপু আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। আশা করব ভবিষ্যতেও চমৎকার সব পোস্ট আপনার থেকে উপহার হিসেবে আমরা পাব। আর অবশ্যই দাদাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে পোস্টগুলির পর্যালোচনা করলেন সেগুলো পড়ে ভালো লাগলো।

অভিনন্দন @maksudakawsar আপু। আশা করছি আপনার কাজের ধারাবাহিকতা সব সময় অব্যাহত থাকবে। আপনার কাজ গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আপনার শেয়ার করা রেসিপি গুলো অনেক বেশি ভালো লাগে।

মাকসুদা কাউসার আপুকে ব্লগার অব দ্য উইক ফাউন্ডারস চয়েজ নির্বাচিত হওয়ার জন্য অনেক অভিনন্দন জানাই। আপু দারুণ সুন্দর সুন্দর পোস্ট করে লগে তার অ্যাকটিভিটি বজায় রাখেন। সেই দিক থেকে দাদা একেবারে যোগ্য নির্বাচন করেছেন বললেই হয়। ভবিষ্যতে আপু যাতে আরো ভালো কাজ করেন তার জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল।

প্রথমেই মাকসুদা আপুকে অভিনন্দন জানাচ্ছি এই সপ্তাহের ফাউন্ডার'স চয়েস নির্বাচিত হওয়ার জন্য। নার্সারিতে গিয়ে বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করতে আসলেই খুব ভালো লাগে দাদা। যাইহোক আপনি উনার বেশ কিছু পোস্ট পড়ে দারুণভাবে নিজের অনুভূতি শেয়ার করেছেন। সেজন্য অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময়।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

প্রথমেই আমাদের সবার প্রিয় মাকসুদা আপুকে জানাই অনেক অনেক অভিনন্দন। আপু এই সপ্তাহে ফাইন্ডার চয়েস হিসেবে মনোনীত হয়েছে দেখে ভালো লেগেছে। আপু প্রতিনিয়ত খুবই ভালো ভাবে কাজ করছেন। আশা করি তিনি উৎসাহিত হয়ে আরো ভালো কাজ করবেন।

  ·  3 days ago (edited)

মাকসুদা কাউসার আপুর পোস্টগুলো খুব সুন্দর পর্যালোচনা করেছেন, যেটি আসলে সবার দ্বারা সম্ভব নয় দাদা। ধন্যবাদ দাদা ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ৯২ এর রিপোর্টটি আমাদের মাঝে প্রকাশ করার জন্য।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.