কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।
নিয়মাবলী :
১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে ।
পুরস্কার :
১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর কমেন্টে আপভোট
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর কমেন্টে আপভোট
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর কমেন্টে আপভোট
কুইজ :
০১. আচার্য জগদীশ চন্দ্র বোসের কোন বিখ্যাত যন্ত্রের সাহায্যে উদ্ভিদের যে প্রাণ আছে, তাদেরও যে সুখ দুঃখের অনুভূতি আছে সেটা প্রমাণ করেন ?
০২. পেনিসিলিনের আবিষ্কর্তা জলাতঙ্কের টীকা আবিষ্কার করেন সর্বপ্রথম । তিনি এক জন অল্প বয়সী বালকের উপরে এই টীকা সর্বপ্রথম প্রয়োগ করেন বালকটির বাবার প্রচুর অনুরোধের পর । কারো, তাঁর নিজের মনেই সন্দেহ ছিল যে এই টীকা মানব দেহে কার্যকর হওয়া নিয়ে । কিন্তু, অবাক ব্যাপার যে বালকটির প্রাণের আশা সবাই ছেড়ে দিয়েছিলো সে সুস্থ হয়ে ওঠে এই জলাতঙ্কের ইনজেকশনে । প্রশ্ন হলো আবিষ্কর্তার নাম কি এবং কোন প্রাণীর জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন তিনি ?
০৩. ডাইনোসর, লোমশ গন্ডার, স্যাবোর টুথড টাইগার, লোমশ হাতি ম্যামথ । প্রাগৈতিহাসিক এই জানোয়ারগুলো বর্তমান বিশ্বে সম্পূর্ণরূপে বিলুপ্ত । অথচ, এমন কিছু জোরালো প্রমান মিলেছে যার ভিত্তিতে একদল প্রাণীতত্ববিদ ও গবেষকদের ধারণা এই সকল প্রাগৈতিহাসিক প্রাণী এখনো বিশ্বের অন্তত পাঁচটি স্থানে বিচরণ করছে যে স্থানগুলি এতটাই অগম্য যে কোনো সভ্য মানুষের পায়ের ছাপ পড়েনি এখনো । এই পাঁচটি স্থানের মধ্যে অন্তত দুটি স্থানের নাম বলতে হবে ।
০৪. ওপেনহাইমার আইনস্টাইনের পদার্থবিদ্যার ত্বত্তীয় সূত্রের আলোকে এটম বা পরমাণু ভাঙলে যে বিপুল পরিমান শক্তি নিগর্ত হয় এবং প্রলয়ঙ্কর ধ্বংসের সূচনা করে সেটি বুঝতে পেরেছিলেন । ম্যানহাটনের পরমাণু বোমা প্রজেক্টে তিনিই ছিলেন সর্বেসর্বা । মজার ব্যাপার হলো এই এটম ভেঙে পরমাণু বোমার বিধ্বংসী ক্ষমতার ইঙ্গিত তিনি পেয়েছিলেন একটি দার্শনিক গ্রন্থে । যদিও এটি একটি বিশেষ ধর্মের ধর্মগ্রন্থ, তবুও এটি বিশ্বে দার্শনিক বই হিসেবেই সমাদৃত । ম্যানহাটনের প্রথম পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণে তিনি এই গ্রন্থেরই একটি শ্লোক উচ্চারণ করেন এর ভয়াবহতা দেখে । বইটির নাম কি ? এটি তাঁর অত্যন্ত প্রিয় একটি গ্রন্থ ছিল এবং পুরোটাই মুখস্থ করেছিলেন ।
০৫. অস্ট্রেলিয়ায় সব সময় অদ্ভুত অদ্ভুত প্রাণী পাওয়া যায় । এমনই একটি অদ্ভুত প্রাণী আছে যাদের হাঁসের মতো ঠোঁট, মাছের মতো লেজ, কুকুরের মতো পায়ের আঙ্গুল, বিড়ালের মতো লোম আছে । এরা, উভচর প্রাণী । ডিম পাড়ে আবার বাচ্চাদের বুকের দুধ খাইয়ে পালন করে । অদ্ভুত এই প্রাণীটির নাম কি ?
০৬. ডোডোর মতো বিলুপ্ত । কথাটি অনেকেই বলে থাকে । এই ডোডো পাখি এক প্রকার ভারী, অতিকার উড্ডয়ন ক্ষমতাশূন্য পাখি ছিল । প্রশ্ন হলো কোন দ্বীপে ছিলো এদের আবাস এবং কি ভাবে এরা বিলুপ্ত হয় ?
০৭. "স্বর্গে ও মর্ত্যে এমন অদ্ভুত জিনিস আছে, হোরেশিও যা তুমি কল্পনাও করতে পারবে না ।" কার লেখা এটি ?
০৮. ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় আমরা জানি । কিন্তু, কোন স্তন্যপায়ী প্রাণী কখনোই ঘুমায় না ? তাদের ব্রেন অর্ধেক জাগ্রত থাকে সর্বদা ।
০৯. গ্রীক পুরানের এক দেবী যিনি সর্বদা নিজের রূপে নিজেই মোহিত থাকতেন । তাঁর নামানুসারে একটি বিশেষ মানসিক রোগ আছে । কি নাম সেটির ?
১০. পৃথিবীর কোন প্রাণীকে একবার উল্টিয়ে দিলে আর সোজা হতে না পেরে মারাই যায় শেষমেশ খাদ্যাভাবে ? এক সময় গ্যালাপোগাস দ্বীপের পাশ দিয়ে যাওয়ার সময় এখানে নোঙ্গর করে জাহাজের মাঝি মাল্লার দল এই নিষ্ঠুর খেলায় মেতে থাকতো । এক এক দিনে তারা কয়েক হাজার নিরীহ প্রাণীকে এই ভাবে জাস্ট উল্টে রেখে হত্যা করতো । দিনের পর দিন না খেতে পেয়ে শেষমেশ শুকিয়ে মৃত্যু হতো হতভাগ্য প্রাণীদের ।
পরিশিষ্ট
প্রতিদিন ৩২৫ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৩য় দিন (325 TRX daily for 7 consecutive days :: DAY 03)
সময়সীমা : ১৮ সেপ্টেম্বর ২০২২ থেকে ২৪ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত
তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২২
টাস্ক ৬৬ : ৩২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৩২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 3c52c7cf9713590a2a6d36fc40605e11cce9c9d3d96e8bc71d00b7887d2ef8e5
টাস্ক ৬৬ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
১.ক্রিস্কোগ্রাফ
২.লুই পাস্তুর,কুকুর কামড়ালে মানুষের যে জলাতঙ্ক হয় তার টিকা আবিষ্কার করেছিলেন
৩.সাউথপোল,আলাস্কা।
৪.ভগবদ গীতায়
৫.প্লাটিপাস
৬.মরিশাস দ্বীপে।মানুষের শিকারের কারনে।
৭.উইলিয়াম শেক্সপিয়ার
৮.ডলফিন।
৯.নার্সিসিজম
১০কচ্ছপ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
১.ক্রেস্কোগ্রাফ
২.লুই পাস্তর, মানুষের জন্য(কুকুর কামড়ালে যে রোগ হয়)
৩.সাউথপোল,আলাস্কা।
৪.ভগবত গীতা
৫প্লাটিপাস
৬.মরিশাস
৭.উইলিয়াম সেক্সপিয়ার
৮.ডলফিন
৯.নার্সিসজন
১০.কচ্ছপ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
১.ক্রেস্কোগ্রাফ
২.লুই পাস্তর, মানুষের জন্য(কুকুর কামড়ালে যে রোগ হয়)
৩.সাউথপোল,আলাস্কা।
৪.ভগবত গীতা
৫প্লাটিপাস
৬.মরিশাস দ্বীপ,মানুষের শিকারের কারণে
৭.উইলিয়াম সেক্সপিয়ার
৮.ডলফিন
৯.নার্সিসজন
১০.কচ্ছপ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া হল👇
১)উত্তরঃ ক্রিস্কোগ্রাফ
২)উত্তরঃ লুইস পাস্তুর।রাবিড কুকুর /জলাতঙ্ক হয় তার টিকা আবিষ্কার করেছিলেন।
৩)উত্তরঃসাউথপোল, আলাস্কা
৪)উত্তরঃবৈশেশিক সূত্র কনাদের।
৫)উত্তরঃপ্লাটিপাস
৬)উত্তরঃমরিসাস
৭)উত্তরঃশেক্সপিয়ার
৮)উত্তরঃডলফিন
৯)উত্তরঃ নার্সিসজন
১০)উত্তরঃকচ্ছপ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://steemit.com/cycling/@bicky/how-to-improve-your-health-by-cycling
please support
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
🕉️
উত্তর:
১. এসকোনোগ্রাফ যন্ত্র ;
২. লুই পাস্তর, কুকুরের কামড়ের ফলে মানুষের যে জলাতঙ্ক হয়;
৩. আলাস্কা দ্বীপ এবং সাউথপোল;
৪. শ্রীমদ্ভগবদগীতা ;
৫. প্লাটিপাস;
৬. মরিশাস দ্বীপে। বিলুপ্তির প্রধান কারণ মানুষ সম্পর্কে নির্ভীকতা এবং প্রাকৃতিক দুর্যোগ, পর্তুগিজ নাবিকদের জাহাজে করে আনা সংক্রামক, ডাচ ক্ষুদার্থ নাবিকদের শিকার;
৭. উইলিয়াম শেক্সপিয়ার;
৮. ডলফিন/তিমি ;
৯. নার্সিসিজম;
১০. কচ্ছপ ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাহ! আমি কোনদিনও সাধারণ জ্ঞানে দক্ষ ছিলাম না, কেন জানি আমার মাথা ঘুরায় এগুলো নিয়ে চিন্তা করলে। সবগুলো কুইজই আমার নিকট কঠিন মনে হচ্ছে, গুগল সার্চ না করে একটারও উত্তর দিতে পারবো না। গতবারতো যাও একটা পারছিলাম, এবার পুরাই ফেইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
১.কিস্কোগ্রাফ
২.লুই পাস্তর,কুকুর কামড়ালে মানুষের যে জলাতঙ্ক হয় তার টিকা আবিষ্কার করেছিলেন।
৪ভগবত গীতা
৫.প্লাটিপাস
৬.মরিশাস দ্বীপে.মানুষের শিকারের কারণে
৭.উইলিয়াম শেক্সপিয়ার
৮.ডলস পারপয়েজ
৯.নার্সিসজন
১০.কচ্ছপ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
১. এসকোনোগ্রাফ যন্ত্রের মাধ্যমে উদ্ভিদের যে জীবন আছে তা তিনি বোঝাতে সক্ষম হয়েছিলেন।
২. লুই পাস্তুর
৭ .উইলিয়াম সেক্সপিয়ার
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
১.ক্রেসকোগ্রাফ
২.লুইস পাস্তুর, রাবিড কুকুর
৩.সাউথপোল, আলাস্কা
৪.বৈশেশিক সূত্র কনাদের।
৫.প্লাটিপাস
৬.মরিসাস
৭.শেক্সপিয়ার
৮.ডলফিন
৯.অ্যাফ্রোডাইট
১০.কচ্ছপ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
১.এসকোনোগ্রাফ।
২. স্যার আলেকজান্ডার ফ্লেমিং ও মানুষের জন্য ।
৩.সাউথপোল, আলাস্কা।
৪.ভগবত গীতা।
৫. প্লাটিপাস
৬.মরিশাস দ্বীপে।মানুষের শিকারের কারনে।
৭.উইলিয়াম শেক্সপিয়ার।
৮.ডলফিন।
৯. নার্সিসজম।
১০.কচ্ছপ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পোস্টটি এডিট করে বাকি কুইজ গুলো এড করা হয়েছে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উত্তর:
০১.এসকোনোগ্রাফ যন্ত্রের মাধ্যমে
০২.স্যার আলেকজান্ডার ফ্লেমিং ও মানুষের জন্য।
০৩.সাউথপোল,আলাস্কা
০৪.ভগবত গীতা
০৫.প্লাটিপাস
০৬. মাদাগাস্কারের পূর্বে ভারত মহাসাগরে অবস্থিত মরিশাস দ্বীপে ,মাটিতে বাস করার জন্য সরাসরি মানুষের হাতে শিকারের কারনে।
০৭.উইলিয়াম শেক্সপিয়ার
০৮.ডলফিন
০৯.নার্সিসিজম
১০.কচ্ছপ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@green015 কুইজ পোস্টটি আমি আবার এডিট করে বাকি কুইজ গুলো এড করে দিয়েছি ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
১.এসকোনোগ্রাফ যন্ত্রের মাধ্যমে
২.লুই পাস্তুর জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন এবং কুকুরের কামড়নোর ফলে যে জলাতঙ্ক হয় তার টিকা আবিষ্কার করেছিলেন।
৩.সাউথপোল,আলাস্কাতে এখনো মানুষের পায়ের ছাপ পড়েনি ।
৪.ভগবত গীতা
৫.প্লাটিপাস
৬.মরিশাস দ্বীপে ডোডো পাখি বাস করত ,মানুষের শিকারের কারনে এরা বিলুপ্ত হয় ।
৭.উইলিয়াম শেক্সপিয়ার এর লেখা
৮.ডলফিন
৯.নার্সিসিজম
১০.কচ্ছপ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
১.উত্তরঃএসকোনোগ্রাফ যন্ত্রের মাধ্যমে।
২.উত্তরঃলুই পাস্তুর,কুকুর।
৩.উত্তরঃসাউথপোল এবং আলাস্কা।
৪.উত্তরঃভগবত গীতা।
৫.উত্তরঃপ্লাটিপাস।
৬.উত্তরঃ মরিশাস দ্বীপ,প্রাকৃতিক দূর্যোগ ও আকস্মিক বন্যাও এদের বিলুপ্তির জন্য দায়ী।
৭.উত্তরঃউইলিয়াম সেক্সপিয়ার।
৮.উত্তরঃডলফিন।
৯.উত্তরঃনার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার।
১০.উত্তরঃকচ্ছপ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
১. এসকোনোগ্রাফ যন্ত্র।
২. Louis Pasteur ছিলেন একজন ফরাসী রসায়নবিদ,, তিনি ১৮৮৫ সালে একটি পাগলা কুকুর দ্বারা ক্ষত বিক্ষত জোসেফ মাইস্টার নামক একজন নয় বছরের বালকের উপর সর্বপ্রথম তাঁর দ্বারা আবিষ্কৃত জলাতঙ্ক (rabies) রোগের টিকা প্রয়োগ করেন।। তাতে ছেলেটি বেঁচে যায়।
৩. আমাজান, আলাস্কা।
৪. ভগবত গীতা পাঠ করেছিলেন।
৫. প্লাটিপাস।
৬. ভারত মহাসাগরের মরিশাস দ্বীপে, মানুষের শিকারে।
৭. উইলিয়াম শেক্সপিয়ার।
৮. তিমি।
৯. নার্সিসজন।
১০. কচ্ছপ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
১।এসকোনগ্রাফ যন্ত্রের মাধ্যমে।
২। লুই পাস্ত্তর, কুকুরের।
৩। সাউথপোল, আলাস্কা।
৪। ভগবদগীতা।
৫। প্লাটিপাস।
৬।মরিশাস দ্বীপ,মানুষের স্বীকারের কারনে।
৭। উইলিয়াম শেক্সপিয়ার।
৮।ডলফিন।
৯। নার্সিসিজম মানসিক রোগ।
১০।কচ্ছপ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
১. আচার্য জগদীশ চন্দ্র বোসের এসকোনোগ্রাফ যন্ত্রে সাহায্যে প্রমান করে গাছেরও প্রান আছে ।
২. লুই পাস্তুর জলাতংকের টিকা আবিষ্কার করেন। তিনি এটা প্রথম প্রয়োগ বিভিন্ন প্রানীর (কুকুর,খরগোস) উপরে করেন। যদিও এটি কিন্তু তখনো মানুষের জন্য ব্য্যবহারের শিকৃতি পায়নি। প্রথম যে মানুষটির উপর প্রয়োগ করে তিনি, জোসেফ মিস্টার।
৩. এন্টার্কটিকা, ভ্রাঙ্গেল দ্বীপ, সাইবেরিয়া এবং আলাস্কা,
৪. হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ ভগবদ্গীতা। তিনি আনবিক বোমার পরীক্ষার ফলাফলা দেখে বলেছিলেন,
"এখন আমি মৃত্যুর কারণ হতে পারি, বিশ্বকে ধ্বংস করে দিতে পারি।"
৫. প্লাটিপাস।
৬.পূর্বে ভারত মহাসাগরে অবস্থিত মরিশাস দ্বীপে ছিল ডোডো পাখির আবাস। এবার আসি ডোডোর মত মৃত্য/ বিলুপ্ত” কথাটির অর্থ হল “ বোকার মত মৃত্য” আর এই বোকা হওয়াটাই ডোডো পাখির জন্য কাল হয়ে দাঁড়ায়। এই পাখি মানুষদের ভয় পেত না। আর তাই মরিশাস এর অভিযাত্রিদের খাবারের তালিকায় চলে এসেছিল এই পাখি, এছাড়াও মানুষজন খেয়ালের বসে এদের হত্যা করত। এছাড়াও এরা তাদের বাসা মাটিতে করত ,ফলে অন্যান প্রানীরা সহজেই এদের শিকার করতে শুরু করে। ফলে মরিশাসে মানুষ পর্দার্পন করার ১০০ বছরের মধ্যে বিলুপ্ত হয়।
৭. উইলিয়াম শেকসপিয়র লেখা নাটক হ্যামলেট থেকে নেওয়া হয়েছে লাইটি।
৮. প্রানিটি হল ডলফিন। ডলফিন যখন ঘুমায় তখন তার অর্ধেক ব্রেইন জাগ্রত থাকে। এই সময় তাদের এক চোখ বন্ধ ও অপর চোখ খোলা থাকে।
৯. নার্সিসাস নামক এক দেবতা থেকে বর্তমান মানিসিক ব্যাধি "নার্সিসিজম" এসেছে। এই নার্সিসাস, ইকো নামের এক দেবীর প্রেম প্রস্তাব পায়। কিন্তু ইকোর প্রেম প্রস্তাবে নার্সিসাস রাজি হয় না। আর তখন ইকো তাকে অভিশাপ দেয়, যে সে নিজেই নিজের প্রেম পড়ে মারা যাবে। শেষ মেষ সেটাই হয়।
১০. প্রানীটি হলো কচ্ছপ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের প্রশ্নগুলো আমার পক্ষে খুবই কঠিন। একটাও জানি না বলতে পারেন। তবে গুগল এর সহযোগীতায় কয়েকটা পেরেছি হি হি।।
১. এসকোনোগ্রাফ
🙏🙏🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুধু একটি মাত্র প্রশ্নের উত্তর জানতাম বাকি গুলা একটাও পারি না😓।জে কঠিন প্রশ্ন ধরেছেন,অবশ্য চাইলে গুগলের সাহায্য নিতে পারতাম কিন্তু লাভ নাই তাতে।তার চেয়ে বরং শিখতে পারলাম এটাই অনেক।🖤🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
১)উত্তরঃ ক্রিস্কোগ্রাফ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
১. এসকোনোগ্রাফ বিখ্যাত যন্ত্রের মাধ্যমে।
২. স্যার আলেকজান্ডার ফ্লেমিং ও মানুষের জন্য।
৩. সাউথপোল এবং আলাস্কা।
৪. ভগবত গীতা।
৫. প্লাটিপাস।
৬. মরিশাস দ্বীপ,প্রাকৃতিক দূর্যোগ ও আকস্মিক বন্যাও এদের বিলুপ্তির জন্য দায়ী।
৭. উইলিয়াম সেক্সপিয়ার।
৮. ডলফিন।
৯. নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার।
১০. কচ্ছপ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কমেন্টটি এডিট করে বাকি কুইজ গুলোর উত্তর দেয়ার চেষ্টা করুন । আমি বাকি কুইজ গুলো এড করে দিয়েছি ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উত্তর:কচ্ছপ
এই ব্যাপারটি ছোটবেলা থেকেই জানতাম ।ছোটবেলায় অনেকবার এরকম চেষ্টা করেছি- কচ্ছপকে উল্টে দিয়ে সে নিজে নিজেকে পাল্টাতে পারে কিনা দেখার চেষ্টা করেছি কিন্তু কখনোই দেখিনি যে পাল্টে গিয়ে হাঁটা শুরু করেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা কি সত্যি সঠিক উত্তরদাতাদের দেওয়া হয় -পর্ব 02
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
০১/ এসকোনোগ্রাফ।
০২/ লুই পাস্তুর, কুকুর।
০৩/ আলাস্কা, এন্টার্কটিকা।
০৪/ ভগবদ্গীতা।
০৫/ প্লাটিপাস।
০৬/ মরিশাস দ্বীপ,মানুষ ও অন্যান্য প্রানীর দ্বারা শিকার হওয়ার কারনে।
০৭/ উইলিয়াম শেকসপিয়র।
০৮/ ডলফিন।
০৯/ নার্সিসাস।
১০/ কচ্ছপ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Very good
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
১.উত্তরঃ যন্ত্রটির নাম ছিল এসকোনোগ্রাফ।
২.উত্তরঃ ১৯৮৫ সালে পাস্তর প্রথমে টিকা তৈরি করেন, এবং তিনি কুকুরের জলাতঙ্কের টিকা তৈরি করেছিলেন।
৩.উত্তরঃ সাউথ পোল এবং আলাস্কা।
৪.উত্তরঃ ভগবত গীতা।
৫.উত্তরঃ প্লাটিপাস।
৬.উত্তরঃ মারিশাস দ্বীপ ডোডো পাখির আবাসস্থল ছিল। এরা খুবই বোকা প্রকৃতির ছিল তাই এদের স্বীকার করা খুবই সহজ ছিল। এভাবেই মানুষের হাতে শিকার হতে হতে এরা একসময় বিলুপ্ত হয়ে যায়।
৭.উত্তরঃ উইলিয়াম সেক্সপিয়ার।
৮.উত্তরঃ ডলফিন
৯.উত্তরঃ
১০.উত্তরঃ কচ্ছপ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা সবগুলো কুইজের উত্তর জানিনা কিন্তু গুগল সার্চ করে উত্তর দিতে ইচ্ছা করলো না। তবে একটা কথা বলতে পারি আপনার এই কুইজ পর্বের মাধ্যমে অনেক অজানা তথ্যগুলো জানতে পারছি। কিন্তু ১০ নম্বর প্রশ্নটির উত্তর পড়ে খুব খারাপ লাগলো। গ্যালাপোগাস দ্বীপের পাশ দিয়ে যাওয়ার সময় এখানে নোঙ্গর করে জাহাজের মাঝি মাল্লারা হাজার হাজার নিরীহ কচ্ছপকে শুধুমাত্র মজা নেওয়ার জন্য উল্টে রাখতেন। এরা কি আসলে মানুষ নাকি মানুষরূপী জানোয়ার ? প্রশ্নটা থেকেই গেল, কুইজ পর্বের উদ্যোগটির জন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছি দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
১.উওর: ক্রিস্কোগ্রাফ যন্ত্রের মাধ্যমে
২.উওর: লুই পাস্তর। কুকুরের।
৩.উওর: সাউথপোল
৪.উওর: ভগবদ গীতায়
৫.উওর: প্লাটিপাস
৬.উওর: মরিশাস দ্বীপে।মানুষের শিকারের কারনে।
৭.উওর: উইলিয়াম শেক্সপিয়ার
৮.উওর: ডলফিন।
৯.উওর: নার্সিসিজম
১০.উওর: কচ্ছপ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি সব কিছুতেই মাশাআল্লাহ অলরাউন্ডার। তবে আমার কাছে কয়েক টা প্রশ্ন অনেক বেশি কঠিন লাগছিল😢।
সব গুলো প্রশ্ন আমি পারি না দাদা তাই আর উওর দিলাম না।আর সবাই সব উওর দিয়ে দিল।
দাদা আপনার জন্য অনেক দুআ ও ছোট বোনের ভালোবাসা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
০২/ পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং (১৮৮১-১৯৫৫)।
কুকুরের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাত নম্বরটি উইলিয়াম শেক্সপিয়ার, আর ১০ নম্বর টি হবে কচ্ছপ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This contest has been included in the daily Active Contest List
Follow & Resteem for more updates.
#ContestAlerts #winwithsteem
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উত্তরঃ
১) ক্রেস্কোগ্রাফ
২)আবিষ্কারক লুই পাস্তুর, একটি কুকুরের কামড়ে হয়ে থাকে জলাতঙ্ক
৩)একটি হলো সাউথপোল আরেকটি আলাস্কা
৪)ভগবত গীতা
৫)প্লাটিপাস।
৬)মরিশাস দ্বীপে, মূলত প্রাকৃতিক দুর্যোগে ছিল প্রধান কারণ বিলুপ্তির।
৭)উইলিয়াম শেক্সপিয়ার।
৮)ডলফিন
৯)নার্সিসজন
১০)কচ্ছপ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
১. ক্রেস্কোগ্রাফ
২. লুই পাস্তুর, খামারের প্রাণী যেমন কুকুর, গরু, ঘোড়া, ছাগল, খরগোশ এবং বন্য প্রাণী যেমন কাঠবিড়ালি, বাদুড়, কোয়োটস, শিয়াল এবং হায়েনা ইত্যাদি দ্বারা আক্রান্ত মানুষের জন্য জলাতঙ্কের টিকা।
৩. সাউথ পোল, আলাস্কা
৪. ভগবদ গীতা
৫. প্লাটিপাস
৬. মরিশাস দ্বীপপুঞ্জ, ডোডো পাখি আগ্রহী হয়ে মানুষের কাছে এসে ভিড়তো। খাদ্যের তেমন কোনো বিকল্প না থাকায় অভিযাত্রীরা বাধ্য হয়ে এদের খাওয়া শুরু করে এবং মরিশাসে কুকুর, বিড়াল, বানর, শুকর, ইঁদুরসহ বিভিন্ন প্রাণী জাহাজে করে নিয়ে যাওয়া এদের ধ্বংস অন্যতম কারণ।
৭.উইলিয়াম শেকসপিয়র
৮. ডলফিন
৯. নার্সিসিজম
১০. কচ্ছপ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কর্ণফুলী টানেলের বর্তমান অবস্থা : https://grathor.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit